সর্বশেষ সংবাদ-
ভারতীয় পর্ন ভিডিওতে সাংবাদিকের ছবি জুড়ে ব্লাকমেইল করে চাঁদা দাবিকালিগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে দূধর্ষ ডাকাতিজুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় এতিমদের মাঝে খাবার বিতরণভোমরার ইউপি চেয়ারম্যানকে ৪৮ ঘন্টা সময় বেঁধে দিলেন ইউনিয়নবাসীআশাশুনিতে শহীদের স্মরণে দুঃস্থদের মাঝে জামায়াতের খাবার বিতরণদেবহাটায় বিয়ের প্রলোভনে কলেজ শিক্ষার্থীর সাথে অবৈধ সম্পর্কের অভিযোগে থানায় মামলাস্বৈরাচার ঠেকিয়ে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার এনসিপিরসাতক্ষীরায় দ্রুতগামী পিকআপের চাপায় ভ্যান চালকের মৃত্যুকোন সাংবাদিক যেন হয়রানির শিকার না হয়–সাতক্ষীরায় বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিব দীর্ঘদিন কাজ করেও সরকারি স্বীকৃতি মেলেনি বিআরটিএ’র সীল মেকানিকদের

নিজস্ব প্রতিবেদক :“জাগো বাহে কোনঠে সবাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সব্যসাচী লেখক কবি সৈয়দ শামসুল হক স্মরনে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের আয়োজনে সাতক্ষীরার আবৃত্তি শিল্পীদের নিয়ে আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে পল্টু বাশারের সভাপতিত্বে আলোচনা সভায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসরিন খান লিপি, কবি রায়হান, শুভ্র আহমেদ প্রমুখ। আবৃত্তি করেন শিক্ষক  মন্জুরুল হক, নাসরিন খান লিপি, পল্টু বাশার, স.ম তুহিন, দিলরুবা রোজ, শামীমা পারভীন রতœা, নাহিদা পারভীন পান্না, মাসুদ, করবী, ঝরা, প্রেমা, ঝিলিক, সৃস্টি প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

1নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবুর মাতা মনোয়ারা সুলতানা (৬২) এর দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আসর ব্রহ্মরাজপুরের শাল্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মুনসুর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক সাবেক সফল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, সদর উপজেলা আ’লীগের সভাপতি এস.এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক শাহাজাহান আলী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, পৌর সম্পাদক শাহাদাৎ হোসেন, সাবেক সাতক্ষীরা পৌর মেয়র আলহাজ্ব এম.এ জলিল, সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক শেখ আফজাল হোসেন মারুফ, ফিংড়ী ইউপি চেয়ারম্যান সামছুর রহমান, ব্রহ্মরাজপুর ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আশরাফুজ্জামান খোকন সহস্থানীয় নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

শ্যামনগর ব্যুরো : শ্যামনগরের ভুরুলিয়ার মাজাট গ্রামে জামায়াত শিবির পরিবার থেকে যুবলীগ নেতা হওয়ার চেষ্টায় দৌড় ঝাপ শুরু করেছে। এ নিয়ে নেতা কর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অথচ ঐ পরিবারের ২ জন সদস্যের বিরুদ্ধে সরকারের ভাব মূর্তি ক্ষুন্ন ও সরকারি প্রতিষ্ঠানের ক্ষতি সাধন করার ষড়যন্ত্রে সমবেত হওয়ার অপরাধে শ্যামনগর থানায় মামলা হয়েছে। যার মামলা নং ০১। শ্যামনগর থানার এস, আই আরিফুর রহমান মামলাটি দায়ের করেন। মামলা সুত্রে প্রকাশ, গত ১ অক্টোবর রাত্রে মাজাট গ্রামের শেখ জিয়াদ আলীর পুত্র শেখ আব্দুর রউফ এর বাড়ীতে জামায়াত ইসলামী সংগঠনের কতিপয় ব্যক্তি সরকারের ভাব মুর্তি ক্ষুন্ন করার লক্ষ্যে সরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ক্ষতি সাধনের জন্য বৈঠক করে। এ সময় শ্যামনগর থানার পুলিশ বৈঠক থেকে শেখ আব্দুর রউফকে আটক করলেও অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। এঘটনায় মাজাট গ্রামের শেখ জিয়াদ আলীর পুত্র শেখ আব্দুর রউফ, শেখ রুহুল আমিন সহ ৯ জনকে নামধারী আসামি করে মামলা হয়। মাজাটে জামায়াত শিবির পরিবার শেখ জিয়াদ আলীর পুত্ররা। যার কারণে জিয়াদ আলীর ২ পুত্র ঐ মামলায় আসামি হয়। এলাকা সুত্রে প্রকাশ, ঐ জিয়াদ আলীর পুত্র শেখ আব্দুর রব ভূরুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি হওয়ার জন্য বিভিন্ন স্থানে দৌড় ঝাপ শুরু করায় আ’লীগ ও অংগ সংগঠনের নেতা কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। জামায়াত পরিবারের মধ্যে থেকে শেখ আব্দুর রব যুবলীগের মত গুরুত্বপূর্ণ পদ পেলে দলের মধ্যে ক্ষোভ বাড়বে বলে একাধিক সুত্রে জানিয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

pic03mela
ডেস্ক রিপোর্ট: শিশুর হাতে বেলুন বাঁশী, তরুনির হাতে চুড়ি, খোঁপায় ফুল। বৃদ্ধের কাঁধে গাছের কলম, গৃহিনীর কাঁখে মাটির কলস, কাঠের বাসন। লোকজ সংস্কৃতির বিরল  নিদর্শন ইতিহাসখ্যাত সাতক্ষীরার গুড়পুকুর মেলার সেই পুরনো দিন হয়তো আর নেই। তবু গুড়পুকরের মেলা থেকে কেউ ফেরে না খালি হাতে এমন দিনটি হারিয়ে যেতে যেতে আবার কিন্তু সমহিমায় ফিরে এসেছে। বোমা সন্ত্রাস আর ধর্মান্ধ শক্তির দাপটে হারিয়ে যাওয়া বাঙ্গালি সংস্কৃতির অন্যতম নিদর্শন সাতক্ষীরার ঐতিহাসিক গুড়পুকুর মেলা জমে উঠেছে আবারও। এবার এ মেলা চলবে ২৬ অক্টোবর পর্যন্ত। ২০০২ সালে ২৮ সেপ্টেম্বর মেলাঙ্গণে ভয়াবহ বোমা হামলার কারণে টানা কয়েক বছর বন্ধ থাকার পর  সাতক্ষীরায় ২০১১ সাল থেকে ফের শুরু হয় বাঙ্গালির চিরন্তন সংস্কৃতি তিনশ বছরের প্রাচীন ঐতিহাসিক গুড়পুকরের মেলা। প্রতি বছর ভাদ্র মাসের শেষ দিনে হিন্দু সম্প্রদায়ের বিশ্বকর্মা ও সর্পদেবী মনসা পূজাকে কেন্দ্র করে শহরের পলাশপোলে গুড়পুকুর পাড়ে বটবৃক্ষতলে বসে গ্রামীণ লোক সংস্কৃতির এই মেলা। সেখান থেকে মেলাঙ্গন ছড়িয়ে পড়ে শহরের নানা স্থানে। গ্রামীণ পরিবারে প্রয়োজনীয় সকল  উপচারে ঠাসা এই মেলায় মেলে হাজার হাজার গাছের কলম আর বাঁশ, বেত, কাঠ, লোহা ও মৃত্তিকার তৈরি নানা ব্যবহার্য জিনিসপত্র। চিত্ত বিনোদনের জন্য মেলায় বসে নানা আয়োজন। ধর্ম বর্ন নির্বিশেষে মেলায় আসে হাজার হাজার নারী পুুরুষ। এবার মেলা বসেছে শহরের প্রাণকেন্দ্র শহীদ রাজ্জাক পার্ক জুড়ে। এবারও গুড়পুকুরের মেলা থেকে কেউ আর খালি হাতে ফিরছেন না। প্রতিদিনই লেগে থাকছে ভিড়। বিগত ২০০২ সালে ২৮ সেপ্টেম্বর মেলা চলাকালে স্টেডিয়ামে আয়োজিত সার্কাস ও শহরের রকসি সিনেমা হলে ভয়াবহ বোমা হামলায় কেঁপে উঠেছিল গুড়পুকুরের মেলা। এতে তিন জনের প্রাণহানি ঘটে। পঙ্গুত্ব বরণ করে শতাধিক নারী পুরুষ। এরপর থেকে টানা কয়েক বছর বন্ধ থাকার পর গত পাঁচ বছর যাবত মেলা ফের বসলেও সেই যৌবন হারিয়ে যায়। তবে এবার সেই মেলার বিস্তৃতি নজর কাড়ার মতো। আনন্দ বিনোদনে সময় কাটিযে দেওয়ার মতো উপচার রয়েছে এখন শহীদ রাজ্জাক পার্ক জুড়ে। এবারও ১৫ দিনের মেয়াদে সাতক্ষীরা শহর জুড়ে বসা  গুড়পুকুর মেলার সময়সীমা বাড়িয়ে দিয়েছে প্রশাসন। মেলায় রয়েছে নিñিদ্র নিরাপত্তা ব্যবস্থা। মেলায় আসছেন সব বয়সের নারী পুরুষ শিশু। তারা ঘুরে ঘুরে দেখছেন। কেনাকাটা করছেন। বিনোদনের সব সুযোগগুলিও ব্যবহার করছেন তারা। ভিড়ে ঠাসা এ মেলায় দোকানপাট বসেছে অসংখ্য। তারা বলেন বেচাকেনা ভাল হচ্ছে। মেলায় কোনো সন্ত্রাস নেই, চাঁদাবাজি নেই। মেলায় নিশ্চিন্তে ও নির্বিঘেœ বেচাকেনা করছেন তারা। আর প্রাণভরে লোকজ মেলা উপভোগ করছেন উৎসব প্রিয় বাঙ্গালি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

2
পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছার কুচিয়া নদীটিতে চলছে দখলের মহোৎসব। কর্তৃপক্ষের অবহেলা ও উদাসীনতার কারণে নাব্যতা হারিয়ে ভুমি দস্যুদের কবলে। সরকার হারাচ্ছে সম্পদ আর এলাকাবাসী রয়েছে প্লাবনের আশংকায়। দ্রুত নদীটি সংস্কার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ পূর্বক পূর্বের ন্যায় ফিরিয়ে আনার জন্য ঊর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে। জানা যায়, পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নের কুচিয়া নদীটি কালের আবর্তে বিলীন হতে চলেছে। কর্তৃপক্ষের অবহেলা ও উদাসীনতার কারণে এক শ্রেণির ভুমিদস্যুরা নদীটি দু’পাশ দিয়ে অবৈধ দখল করে চলেছে। ১৬৫ ফুট প্রস্থের নদীটি এখন আছে আনুমানিক ১৫/২০ ফুট। বাকী নদীটি প্রতিযোগিতার মাধ্যমে দখলে নেমেছে এক শ্রেণীর দখলবাজরা। আবার প্রভাবশালী একটি মহল নদীর পাশে প্লট তৈরি করে অন্যদের বসবাসের সুযোগ করে দিচেছ। নদীর কোল ঘেষে রয়েছে চারবান্ধা এলাকা। উক্ত এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তিরা মাটি ভরাট করে নদীটি প্রায় দখল করে নিয়েছে। দক্ষিণ পাড়ে কেউ কেউ নদী বেধে মৎস্য চাষ ও বাড়ী নির্মাণ করে বসবাস করছে। আর উত্তর পাড়ে নদী ঘেষে গড়ে তুলেছে বড় বড় দোকান ঘর। দেখা যায়, চারবান্ধার কুমুদ রঞ্জন সানা, কাটিপাড়ার পবিত্র দত্ত, পার বয়ারঝাপার রবিউল, দীঘার শেখর রঞ্জন রায়, চারবান্ধার অজয় বাইন, আশুতোষ মন্ডল, কুমারেশ মন্ডল, আশিষ দত্ত, রাজ্জাক গাজীরা নদীর উপর বড় বড় ঘর তৈরি করে অবৈধ দখলে নিয়েছে। এছাড়া একই স্থানে আরও অনেকে মাটি ভরাট পূর্বক নদীটি শেষ করে দিয়েছে। ১৬৫ ফুটের নদীটি ঐ স্থানে রয়েছে ১০/১৫ ফুট। সরকার যে মুহুর্তে নদীর নাব্যতা ফিরিয়ে আনতে বাঘা বাঘা নেতাদের অবৈধ  দখলের অট্রালিকা উচ্ছেদ করছে। সেখানে পাইকগাছায় আবহমান কালের ঐতিহ্যবাহী কুচিয়া নদীটি দখলদাররা অবৈধ দখল করে নিচ্ছে। সচেতন মহল অত্র এলাকার পানি সরবরাহের ব্যবস্থা সহ অবৈধ দখলদারদের উচ্ছেদ পূর্বক নদীটির গতিধারায় ফিরিয়ে আনার জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের জরুরির হস্তক্ষেপ কামনা করেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় ৪ দিনের ব্যবধানে আবারও দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। একই রাতে তিনটি দোকান ও একটি বাড়িতে চুরি করে নির্বিঘেœ পালিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার নতুন বাজার নামক স্থানে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় অভিযোগ দায়ের হয়েছে। জানাযায়, পাইকগাছা উপজেলার গদাইপুর ইউপির নতুন বাজার নামক স্থানে বৃহস্পতিবার রাতে সংঘবদ্ধ চোরেরা বাজারে প্রবেশ করে নিতাই চন্দ্র ঘোষের পুত্র  উত্তম ঘোষের জননী স্টোরের টিনের চাল কেটে ভিতরে প্রবেশ করে নগদ প্রায় সাড়ে তিন লক্ষ টাকা ও প্রায় ৫০ হাজার টাকার মালামাল, সাবিক্ষর আহম্মেদ বাবুর শেখ এন্টারপ্রাইজ হইতে প্রায় ২৫ হাজার টাকার এবং চিত্ত রঞ্জন ঘোষের পুত্র প্রভাত ঘোষের মিষ্টির দোকান হতে প্রায় ৩ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। একই রাতে পার্শ্ববর্তী রবি রায় চৌধুরীর বাড়ীতে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালংকার সহ প্রায় ৩০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। মাত্র ৪ দিন আগে পৌর সদরের মোঃ আব্দুর রাজ্জাকের বাড়ীতে প্রবেশ করে তাদের বেঁধে রেখে নগদ টাকা ও স্বর্ণালংকার সহ প্রায় ১৪ লক্ষ টাকা নিয়ে যায়। পুলিশ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে থানায় অভিযোগ হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

1

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার ১নং কুলিয়া ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের উপ-নির্বাচনের প্রার্থী যাচাই বাছাই সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক গত ৬/১০/২০১৬ তারিখে মনোনয়ন দাখিলের শেষ হয়। শুক্রবার রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাই করেন। নির্বাচনী গেজেটের সকল দিক বিবেচনা শেষে ৩ জন প্রার্থীকে বৈধতা ঘোষণা দেন। বাছাইয়ে থাকা ব্যক্তিরা হলেন দক্ষিণ কুলিয়ার সাবেক ৫নং ওয়ার্ড ইউপি সদস্য ইউনুছ আলীর পুত্র ও বর্তমান ইউনিয়ন চেয়ারম্যান ইমাদুল ইসলামের ভাই আসাদুল ইসলাম, একই এলাকার দিদার সরদারের পুত্র যুবলীগ নেতা মোশারফ হোসেন এবং মৃত আব্দুর খালেকের পুত্র আবুল কাশেম। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার সেখ শরিফুল ইসলাম সাংবাদিকদের বলেন, আগামী ১৪ অক্টোবর শুক্রবার প্রার্থী প্রত্যাহারের শেষ তারিখ পরের দিনে শনিবার প্রতীক নির্ধারণ এবং ৩১ অক্টোবর ভোটগ্রহণ হবে। তিনি আরো বলেন, আমরা সরকারি নির্দেশ মেনে সকল কার্যক্রম পর্যায়ক্রমে করছি তাই নির্বাচন কে সুষ্ঠ ভাবে সম্পন্ন করতে তিনি সকলের সহযোগীতা কামনা করেছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

image_16307-medium
বল্ল প্রতিনিধি :  শেখ রাসেল আট দলীয় ফুটবল র্টুনামন্টেরে ফাইনাল ম্যাচে কুন্দুরয়িা ইয়াং স্টার ক্লাব ২-০ গোলে কাঠালতলা ফুটবল একাদশকে পরাজতি করেছে। উক্ত ম্যাচটি অনুষ্ঠিত হয় বল্লী এম এম আর সেকেন্ডারি স্কুল মাঠ প্রাঙ্গণে। প্রথর্মাধের খেলায় কোন দলই গোল করতে পারিনি। বিরতির পর ২ টি গোলের দেখা পায় কুন্দুরিয়া। ফলে ২-০ গোলের জয় পায় কুন্দুরিয়া ইয়াং স্টার ক্লাব। খেলাটি পরিচালনা করেন রেফারি ক্যামেলি হাসান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest