সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় -৭নং ওয়ার্ডে ঘরে ঘরে ৮ দফার বার্তাসাতক্ষীরা জেলা রোভার স্কাউটসের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতাসাতক্ষীরায় তারেক রহমানের ৮ দফার লিফলেট ছড়িয়ে দিল ‘আমরা বিএনপি পরিবার’সাতক্ষীরায় রাইচ মিলের কালো ধোঁয়া ও বর্জ্যে অতীষ্ট এলাকাবাসী: ব্যবস্থা গ্রহণের দাবিতে সড়ক অবরোধপ্রকাশিত সংবাদের প্রতিবাদসাতক্ষীরায় মাদক এবং মাদক বিক্রির অবৈধ টাকাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতারতালায় বাস মোটরসাইকেল সংঘর্ষে সাবেক ছাত্রদল নেতার মৃত্যুঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিতআশাশুনিতে হাইকোর্টের রিট পিটিশন মামলার তদন্তে অতিরিক্ত বিভাগীয় কমিশনারদেবহাটায় সাতক্ষীরা পুলিশ সুপারের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার আশাশুনি উপজেলার ৫৬নং খাজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে মারপিট করে একটি রেজুলেশন পত্রে স্বাক্ষর করে নেওয়ার অভিযোগ উঠেছে। একই সাথে সিল, প্যাড, প্রধান শিক্ষকের নিজ নামের চেক ও অফিসের জরুরি কাগজপত্রসহ শিশুদের জন্য সরকারি ১০কার্টুন বিস্কুট আত্মসাতের ঘটনা ঘটেছে। এই ঘটনায় প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)রাহাজ্জাহান আলী নিজে বাদী হয়ে খাজরা ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিমকে ১নং আসামী করে ৬ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাত আরো ৬/৭ জনের বিরুদ্ধে আশাশুনি থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার অন্যান্য আসামীরা হলেন, পিরোজপুর গ্রামের ওমর আলী সরদারের ছেলে রিপন সরদার, খাজরা গ্রামের কাশেম সরদারের ছেলে নওয়াব আলী সরদার, মৃত সৈলেন্দ্র ঘোষের ছেলে অসীত বরণ ঘোষ, সাধন চন্দ্র ঘোষের ছেলে পংকজ ঘোষ ও দূর্গাপুর গ্রামের আছিরুদ্দিন গাজীর ছেলে লাভলু গাজী। মামলার বিবরণে জানাযায়, খাজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাহাজ্জাহান আলী স্কুলের বিদ্যুৎসাহী কমিটি গঠন করে তা অনুমোদনের জন্য গত ১০ অক্টোবর স্থানীয় সংসদ সদস্যের কাছে প্রেরণ করেন। এঘটনায় আসামী নওয়াব আলী সরদার অসন্তুষ্ট হয়ে নিজেই সভাপতির পদ গ্রহণের জন্য মরিয়া হয়ে উঠে। একপর্যায় ১৭ অক্টোবর রাত ৯টার দিকে স্কুলের অফিসে থাকা অবস্থায় ১নং আসামীর হুকুমে অন্যান্য আসামীরা অফিস কক্ষে ঢুকে তাকে অকাথ্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি তাকে মারপিট করে। এসময় তারা অসীত বরণ ঘোষকে সম্পাদক করে তৈরি করা একটি রেজুলেশন পত্রে জোরপূর্বক স্বাক্ষর করিয়ে নেয়। আসামীরা অফিসের আলমীরা থেকে স্কুলের সীল, প্যাড, জরুরি কাগজপত্র ও শিশুদের সরকারি ১০ কার্টুন বিস্কুটসহ তার নিজের নামীয় একটি চেক নিয়ে আত্মসাৎ করে। পরে আসামীরা তাকে টেনে হেছড়ে স্কুলের বাইরে এনে একটি মটর সাইকেলে করে খাজরা বাজারের পশ্চিম পাশে রাস্তার ধারে নিয়ে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে একটি চেকে জোর করে স্বাক্ষর করিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় তার আত্মচিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসলে আসামীরা পালিয়ে যায়। এব্যাপারে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রহমান জানান, স্কুল শিক্ষক রাহাজ্জাহান আলীকে মারপিটের ঘটনায় তার দেওয়া এজাহারটি নিয়মিত মামলা হিসেবে রুজু করা হয়েছে। তবে কার কার নাম মামলায় উল্লেখ করা হয়েছে তদন্তের স্বার্থে কারো নাম প্রকাশ করবেন না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিবেদক : মানব পাচার প্রতিরোধে সাতক্ষীরায় মিডিয়াকর্মীদের সাথে গ্রুপলিডার সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় একশন এইড বাংলাদেশ এর সহযোগিতায় এবং পদ্মলোক কেন্দ্রের আয়োজনে চালতেতলা ক্যাথলিক মিশনের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। বেসরকারি সংগঠন স্বদেশ এর নির্বাহী পরিচালক মাদব চন্দ্র দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক পৌর কাউন্সিলর ফরিদা আক্তার বিউটি, সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়শনের (ফটো:) সভাপতি মীর মোস্তফা আলী, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, দৈনিক যুগের বার্তা পত্রিকার মফস্বল বার্তা সম্পাদক খন্দকার আনিসুর রহমান, মাহাফিজুল ইসলাম আক্কাস প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন পদ্ম লোককেন্দ্রের সমন্বয়কারী আব্দুল আলিম, গ্রুপ লিডার সম্পা খাতুন, টুম্পা দাশ, আব্দুল্লাহ, সালমা খাতুন প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বুধহাটা প্রতিনিধি : আশাশুনি উপজেলার বুধহাটায় নারী নির্যাতন প্রতিরোধে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বুধহাটা ইউনিয়ন পরিষদের সামনে আশাশুনি টু সাতক্ষীরা সড়কে সকল হাত এক করি নারী নির্যাতন বন্ধ করি এই শ্লোগানকে সামনে রেখে মানব বন্ধনটি অনুষ্ঠিত হয়। বুধহাটা ব্র্যাক ইউনিয়ন সমাজের উদ্যোগে সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আওতায় অনুষ্ঠিত মানববন্ধনে অংশগ্রহণকারীরা নারী নির্যাতন বিরোধী শ্লোগান সম্বলিত প্লাকার্ড প্রদর্শন করে। পরে বুধহাটা ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বুধহাটা ইউপি চেয়ারম্যার ইঞ্জিঃ আ ব ম মোছাদ্দেক। ইউনিয়ন সমাজের সভা প্রধান স্বারতী রানী মন্ডলের সভাপতিত্বে এবং ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির এফও তাজউদ্দীন আহম্মেদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক আইয়ুব হোসেন রানা, ইউপি সচিব মোঃ নূর ইসলাম, মেম্বর মতিয়ার রহমান প্রমূখ। আলোচনা সভায় বক্তারা নারী নির্যাতন প্রতিরোধে পারিবারিক সহিষ্ণুতা ও সচেতনতা সৃষ্টির উপর গুরুত্বারোপ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

c-lig-large
প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা জেলা ছাত্রলীগের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৩ তম জন্ম দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সন্ধ্যায় সদর উপজেলা চত্বরে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কেক কাটেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মুনসুর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ মারুফ হাসান মিঠু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মমতাজুন নাহার ঝর্ণা। এসময় উপস্থিত ছিলেন, শেখ রাসেল ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক জি এম অহিদ পারভেজ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শেখ এজাজ উদ্দিন তাপস, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রেজা, দপ্তর সম্পাদক তানভীর কবির রবিন, উপ- দপ্তর সম্পাদক রকি, জেলা ছাত্রলীগ নেতা সাদেকুর রহমান, শেখ আবির হোসেন অভি, সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদুজ্জামান নিলু প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

is-large
প্রেস বিজ্ঞপ্তি : ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে শেখ রাসেলের ৫২তম জন্ম দিবস উপলক্ষে হামদ, নাথ, গজল, কবিতা আবৃত্তি, শিশুদের জাতীয় পতাকা অংকন এবং জাতীয় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১১টায় ফাউন্ডেশনের মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ফাউন্ডেশনের জেলা শাখার উপ-পরিচালক সৈয়দ আব্দুল মাঈন। প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার কে এম আরিফুল হক। ফিল্ড সুপার ভাইজার শামসুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাসানুজ্জামান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাও. জুলফিক আলী। শেখ রাসেল ও তার পরিবারের সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে  দোয়া মোনাজাত পরিচালনা করেন মাও. আক্তারুজ্জামান। জেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসার, ছাত্র-ছাত্রীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

জেলা জে এস ডি’র শোক

কর্তৃক daily satkhira

প্রেস বিজ্ঞপ্তি : জাতীয় সমাজতান্ত্রিক দল(জেএসডি) এর জেলা শাখার সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির সদস্য সুধাংশু শেখর সরকার এর বড় ভাই সন্তোষ শেখর সরকার(৭০) মঙ্গলবার সকাল সাড়ে আটটায় হৃদ রোগের আক্রান্ত হয়ে পরলোক গমন করেছেন। তার আত্মার শান্তি কামনা করে সাতক্ষীরা জেলা জেএসডি শোক বিবৃতি দিয়েছেন। বিবৃতিদাতার হলেন, জেলা সভাপতি ও কেন্দ্রীয় সদস্য এড. মোসলেম উদ্দিন, কেন্দ্রীয় জলবায়ু বিষয়ক সম্পাদক ও জেলা যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাস্টার আব্দুর জব্বার ও মুনসুর রহমান, শফিকুল ইসলাম, বাবলা প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আরাফাত আলী কালিগঞ্জঃ তারালী ইউনিয়নের সেমত আলী গাজীর ছোট ছেলে আরিজূল গুনিন (৩০) সর্বরোগের চিকিৎসা দিয়ে যাচ্ছে দীর্ঘ ১৬ বছর ধরে।কোন সার্টিফিকেট না থাকলেও প্রতিদিন শত-শত মানুষ আসে বিভিন্ন রোগের চিকিৎসা নিতে  হারিয়ে যাওয়া জিনিষের সন্ধান জানতে ও জ্বীনে পাওয়া রোগীর চিকিৎসা জন্য আসে আরিজুল গুনিনের বাড়িতে। রোগীদের গুনিন দেখানোর জন্য এবং কোন বিষয় জানার জন্য গুনিনকে দিতে হয় দশ টাকা করে, এর পর  ৩০০ টাকা থেকে ২০০০ টাকা পর্যন্ত রোগের চিকিৎসা বাবদ খরচ দিতে হয় আরিজুল গুনিনকে। সর্বরোগের ঔষধ হিসাবে রোগীদের  দিয়ে থাকেন গাছের শিকর ও তদবীর, সর্বরোগের জন্য একই গাছের শিকড় খাইতে দেওয়া হয় রোগীদের, এবং তদবীর খাওয়ানো হয় ব্যাংঙকে এবং বেঁধে দেওয়া হয় পাখির পায়ে। জ্বীনে ধরা রোগীদের তদবীর এবং পানি ও তেল পড়া ব্যাবহারের জন্য দেওয়া হয়। শুধুই এলাকার মানুষই নই দেশের বিভিন্ন স্থান থেকে রোগের চিকিৎসা এবং বিভিন্ন সমাস্যা সমাধানের জন্য দুর-দুরন্ত থেকে মানুষ ছুটে আসেন আরিজুল গুনিনের কাছে। সরেজমিনে যেয়ে দেখাযায় শতশত রোগী সিরায়াল দিয়ে বসে আছে গুনিন দেখানোর জন্য,আরিজুল গুনিনের এখানে এসে রোগীদের কোন উপকার হচ্ছে কিনা রোগীদের কাছে  জানতে চাওয়া হলে অনেকে বলেন  নতুন এসেছি, অনেকে বলেন তিন থেকে চার বার এসেও কোন লাভ হয়নি,আবার কয়েক জন বলেন আরিজুল গুনিনের জ্বীনের মাধ্যমে পাওয়া ঔষধ অনেক ভাল আমারা খেয়ে বড়ধরনের রোগ থেকে মুক্তি পেয়েছি। আরিজুল গুনিনের কাছে তার চিকিৎসার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন আমি দীর্ঘ ১৬ বছর ধরে জ্বীনের মাধ্যমে সবার মঙ্গলের জন্য সর্বরোগের চিকিৎসা দিয়ে যাচ্ছি, সপ্নে পাওয়া এই গাছের শিকড় সর্বরোগের ঔষধ। রোগী দেখলেই জ্বীনের মাধ্যমে আয়না দেখে আমি বলে দিতে পারি কার কি রোগ হয়েছে। কারও কোন জিনিষ হারিয়ে গেলে আমি বলে দিতে পারি সে জিনিষটা কোথায় হারিয়ে গেছে। কেউ চুরি করে নিয়ে  গেলেও আমি জ্বীনের মাধ্যমে বলে দিতে পারি জিনিষটা কে চুরি করেছে এবং কোথায় আছে। তারালী ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক ছোট বলেন আমি জানি জ্বীনের মাধ্যমে আরিজূল সর্বরোগের চিকিৎসা দিয়ে থাকে তবে আমার কাছে কেউ কোনদিন কোন অভিযোগ নিয়ে আসেনি বা আমি কোন দিন কোন রোগের বিষয় নিয়ে তার কাছে যায়নি এজন্য আরিজূল  ভাল কি ভুয়া গুনিন আমি বলতে পারবনা,কিন্তু জ্বিনের দ¦ারা চিকিৎসা আমার বিশ্বাস হয়না। এলাকাবাসী আহম্মদ আলী সহ কয়েকজন বলেন দীর্ঘদীন ধরে জ্বীনের মাধ্যমে সর্বরোগের চিকিৎসার নাম করে সরলও সহজ মানুষের থেকে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে আরিজুল গুনিন,একই এলাকার মুক্তিযোদ্ধা শেখ গোলাম হোসেন বলেন আমার ভেঁড়া হারিয়ে গেলে কোথায় আছে জ্বীনের মাধ্যমে জেনে বলে দিবে বলে বেশ কিছু টাকা নিলেও ঠিক করে বলতে পারেনি ভেঁড়া কোথায় আছে। মানুষের সাথে প্রতারণা ছারা আর কিছুই করছে না আরিজূল গুনিন এমনটাই দাবী এলাকাবাসীর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

14650152_205102993246229_1175564324285815491_n
নিজস্ব প্রতিবেদক : বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৩তম ব্যাচের সদস্য ও চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে সাতক্ষীরা জেলা প্রশাসন। চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম ব্যক্তিগত জীবনে তিনি একজন সৎ, দক্ষ ও কর্তব্য পরায়ন ব্যক্তিত্ব ছিলেন। তার মৃত্যুতে বাংলাদেশ সিভিল সার্ভিস একজন সৎ, ন্যায়পরায়ন ও নিষ্ঠাবান কর্মকর্তা হারালো। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি প্রজাতন্ত্রের দায়িত্বে নিজেকে নিয়োজিত রেখেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest