সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরার নারায়নজোল ব্রীজটি সংস্কারের দাবিশিবপুর ইউনিয়ন কৃষকদলের ইফতার ও দোয়াদেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়ন তাঁতীদলের মতবিনিময়সাতক্ষীরায় পিপি অফিস দুর্নীতিমুক্ত করতে যা করলেন এড. শেখ আব্দুস সাত্তারসাতক্ষীরায় তিনতলা ভবন জায়গা দেখিয়ে রেজিষ্ট্রি : সরকারের রাজস্ব ফাঁকি ২০ লাখ টাকা !সাতক্ষীরার সাবেক ডিসি নাজমুল আহসানের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধনতরুণদল সাতক্ষীরা সদর থানা শাখার কমিটি অনুমোদনদ্রব্যমূল্য নিয়ন্ত্রণ-রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে সাতক্ষীরায় ছাত্র শিবিরের র‍্যালিসাতক্ষীরায় মাসব্যাপী সুলভ মূল্যে মাংস, দুধ ও ডিম বিক্রির উদ্বোধনবন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদের আয়োজনে স্মৃতি চারন ও দোয়া

শ্যামনগরে সড়কে প্রাণ গেল এক মোটরসাইকেল আরোহীর

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে ডাম্পার ট্রাক্টরের চাপায় আব্দুল করিম (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার হায়বাতপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত আব্দুল করিম শ্যামনগর উপজেলার দাঁতপুর গ্রামের মৃত গফফর শেখের ছেলে।

স্থানীয় বাসিন্দা মেহেদী হাসান জানান, আব্দুল করিম সকালে মোটরসাইকেল যোগে নওয়াবেকী বাজারের দিক থেকে শ্যামনগর উপজেলা সদরের দিকে আসার সময় পথিমধ্যে হায়বাতপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে ডাম্পার ট্রাক্টরের চাপায় ঘটনাস্থলেই নিহত হন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ডাম্পার ট্রাকটি জব্দ করা গেলেও এর চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। তিনি আরো জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে সাতক্ষীরা সদর হাসতাপাল মর্গে পাঠানো হয়েছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে মান্নানের বিরুদ্ধে শিক্ষা ও অর্থ মন্ত্রনালয়ের শর্ত পূরণ না করে প্রধান শিক্ষক হওয়ার অভিযোগ

শ্যামনগর প্রতিনিধি

শ্যামনগর উপজেলার নকিপুর সরকারি হরিচরণ পাইলাট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আব্দুল মান্নান শিক্ষা মন্ত্রনালয়ের শর্ত না মেনে, কি ভাবে শিক্ষা ও অর্থ মন্ত্রনালয়ের শর্ত ছাড়া প্রধান শিক্ষক হয়েছেন তার বৈধতা নিয়ে শিক্ষা মন্ত্রনালয়ে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচলক বরাবর লিখিত অভিযোগ করেন। একই প্রতিষ্ঠানের ২ জন সহকারী শিক্ষক মোঃ আবুল খায়ের ও মোঃ হাফিজুর রহমান।

অভিযোগ থেকে জানাযায়, নকিপুর সরকারি হরিচরণ পাইলাট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আব্দুল মান্নান,
প্রধান শিক্ষক পদে বাংলাদেশ সিভিল সার্ভিস রিক্রুটমেন্ট রুলস ১৯৮১ অধিকতর সংশোধনী সংশোধীত তফসীল ক্রমিক নং ১৭ (বি)এন্ড (সি) এর শর্তে প্রধান শিক্ষক পদ পূরণে যোগ্যতা না থাকায় (২৩ আগস্ট ২০১৭) প্রতিষ্ঠান জাতীয়করণের দিনই তার বয়স ৪২ বছর ৬ মাস ২৩ দিন। ওই নিয়ম অনুযায়ী সে প্রধান শিক্ষক হওয়ার যোগ্যতা রাখে না।

এবং সরকারি প্রথম শ্রেণীর পদে কমপক্ষ ৫ বছরের অভিজ্ঞতা না থাকার পরেও ৬ষ্ট গ্রেড বেতন সুবিধা ভোগ করছে। কিন্তু অদৃশ্য ক্ষমতার বলে বহাল তবিয়্যাতে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে যাচ্ছে।

এছাড়া আত্তীকরণ বিধিমালায় ১৯৮৩ বিধি-৫ এ কোন শিক্ষকের যদি প্রয়োজনীয় যোগ্যতা না থাকে, তবে তাকে তার নীচের পদে ও বিধি পাঁচ- এর শর্ত পূরণ সাপেক্ষে এডহক ভিত্তিতে নিয়োগ করা যাবে। আত্তীকরণ বিধি মালা ১৯৮৩ (অধিকতর সংশোধনী) ১৯৯৫ সালের ১৮ ডিসেম্বর প্রকাশিত বাংলাদেশ গেজেটে ২(১) উপধারায় বলা হয়েছে।

যে পদে কর্মরত ঐ পাদে সরকারি পর্যায়ের যোগ্যতা না থাকলে সরকারি উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের যোগ্যতা সম্পন্ন বিধি পাঁচ- এর শর্ত পুরুণ সাপেক্ষে জাতীয়করনকৃত প্রতিষ্ঠানে নিয়োজিত কোন শিক্ষককে এডহক ভিত্তিতে সহকারী শিক্ষক হিসাবে নিয়োগ দেওয়া যাবে। বর্তমান প্রধান শিক্ষক মুহাম্মদ আব্দুল মান্নানের যে যোগ্যতা আছে, সে অনুযায়ী সহকারী শিক্ষক থাকতে পারবে। সরকারি আত্তীকরণ বিধিতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে।

শিক্ষা ও অর্থ মন্ত্রনালয়ের শর্ত পূরণ না করে প্রধান শিক্ষক হওয়ার বিষয়ে নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আব্দুল মান্নান বলেন, আমাকে শিক্ষা,অর্থ ও জনপ্রশাসন মন্ত্রনালয় থেকে প্রধান শিক্ষক পদে নিয়োগ দিয়েছে তাই হয়েছি। প্রধান শিক্ষক হওয়ার শর্ত, ভিত্তি পুরুণে কোন অফিস আদেশ আমার কাছে নেই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে তিন সংবাদকর্মীকে লাঞ্ছিত ও ক্যামেরা ছিনতাইয়ের মামলায় দুই আসামি কারাগারে

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জে বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশের ছবি ও ভিডিও ধারণ এবং তথ্য সংগ্রহকে কেন্দ্র করে তিন সংবাদকর্মীকে অবরুদ্ধ করে লাঞ্ছিত করা, মোবাইল ফোনে ধারণকৃত ছবি ও ভিডিও মুছে ফেলা এবং একটি ডিএসএলআর ক্যামেরা ছিনতাইয়ের ঘটনায় দুই আসামির জামিন নামঞ্জুর করেছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিজ্ঞ বিচারক।

বৃহস্পতিবার (২৩ মে) মামলার ১নং আসামি তপু গাইন (৩৬) ও আব্দুর রশিদ গাজী (৪০) সাতক্ষীরার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

মামলার বাদী ‘দৈনিক আমাদের দেশ, দৈনিক আজকের সাতক্ষীরা ও গণ টেলিভিশনের স্টাফ রিপোর্টার সিনিয়র সাংবাদিক জিএম আব্দুল্যাহ আল মামুন জানান, উপজেলার উজিরপুর গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে তপু গাইন এর বাড়িতে বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ চলছে বলে একটি নির্ভরযোগ্য সূত্র থেকে জানতে পারেন। গত ১৯মে তিনি, আরাফাত আলী ও চাম্পাফুল এলাকার সাংবাদিক জিএম বারী ওই বাড়িতে যেয়ে ১০/১২ জন শ্রমিককে ময়দা মিশ্রিত পানিসহ বিভিন্ন অপদ্রব্য পুশ করা অবস্থায় দেখতে পেয়ে ছবি ও ভিডিও ধারণ করেন। কিছুক্ষণের মধ্যে বিষয়টি জানতে পেরে উজিরপুর বাজার এলাকায় তপু গাইন, একই এলাকার নুনু গাজীর ছেলে আব্দুর রশিদ গাজী (৪০), ঘুষুড়ি গ্রামের মালেক গাজীর ছেলে আব্দুস সালাম গাজী (৪২) ও তাদের কয়েকজন সহযোগী তিন সংবাদকর্মীকে অবরুদ্ধ ও লাঞ্ছিত করে। এসময় রশিদ গাজীর নেতৃত্বে তপু গাইন ও আব্দুস সালাম সাংবাদিক আরাফাত আলী ও তার কাছে থাকা মোবাইল ফোন, ব্যুম এবং ক্যামেরা কেড়ে নিয়ে অপদ্রব্য পুশের ছবি এবং ভিডিও ডিলিট করে দেয়। এ ঘটনায় সাংবাদিক জিএম আব্দুল্যাহ আল মামুন বাদী হয়ে তপু গাইন ও রশিদ গাজীসহ ৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জনকে আসামি করে কালিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-১১, তারিখ: ১৯/০৫/২০২৪ খ্রি.)।

মামলা দায়েরের পর আসামিরা ২৩ মে বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে জামিন প্রার্থনা করেন। এ সময় তারা কালিগঞ্জ প্রেসক্লাব নামক একটি সংগঠনের প্যাড ব্যবহার করে কথিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট থেকে সাংবাদিক ও জিএম আব্দুল্লাহ আল মামুন এর বিপক্ষে একটি প্রত্যয়নপত্র নিয়ে বিজ্ঞ আদালতে দাখিল করেন। কিন্তু শুনানী শেষে বিজ্ঞ বিচারক নয়ন বিশ্বাস মামলার এক নম্বর আসামি তপু গাইন ও দুই নম্বর আসামি আব্দুর রশিদ গাজীর জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন সাংবাদিক জিএম আব্দুল্যাহ আল মামুন।

প্রসঙ্গত, ২০২২ সালের ২০ এপ্রিল চাম্পাফুল ইউনিয়নের উজিরপুর বাজারে বাগদা চিংড়িতে পুশ সিন্ডিকেটের শক্ত ঘাঁটিতে অভিযান পরিচালনা করেন তৎকালীন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম। সেদিন লক্ষাধিক টাকার অপদ্রব্য পুশকৃত বাগদা চিংড়ি বিনষ্টের পাশাপাশি পুশ সিন্ডিকেটের অন্যতম হোতা আব্দুর রশিদ গাজীসহ ২ জনকে ১৫ দিনের কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৫ দিনের কারাদণ্ডাদেশ প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানের খবর জানতে পেরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় পুশের সাথে জড়িত আব্দুস সালাম, তপু গাইন, খোকাসহ আরও কযেকজন অসাধু মাছ ব্যবসায়ী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার তালা, আশাশুনি ও দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচন: ঘোষ সনৎ, মোস্তাকিম ও আলফা চেয়ারম্যান নির্বাচিত

আসাদুজ্জামান : সাতক্ষীরার তালা, আশাশুনি ও দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে যথাক্রমে ঘোষ সনৎ কুমার, এবিএম মোস্তাকিম ও আলফের দাউস আলফা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার রাতে স্ব স্ব উপজেলা রির্টানিং অফিস থেকে বেসরকারীভাবে এ ফলাফল ঘোষনা করা হয়।
বেসরকারীভাবে নির্বাচিতদের মধ্যে তালা উপজেলা পরিষদ নির্বাচনে সাবেক তিনবারের উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ঘোষ সনদ কুমার কাপ পিরিচ প্রতিক নিয়ে ৪৭ হাজার ৮৪৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বদ্বী চিংড়ি মাছ প্রতিকের প্রার্থী আওয়ামীলীগ নেতা সরদার মশিয়ার রহমান চিংড়ি মাছ প্রতীক নিয়ে পেয়েছেন ৩২ হাজার ৬৭৮ ভোট। এখানে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ইখতিয়ার হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোস্তারী সুলতানা পুতুল নির্বাচিত হয়েছেন।

এদিকে, আশাশুনি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চিংড়ি মাছ প্রতিক নিয়ে ৩৮ হাজার ১৫ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক তিনবারের উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। তার নিকটতম প্রতিদ্বদ্বী ঘোড়া প্রতিক নিয়ে আওয়ামীলীগ নেতা শাহনেওয়াজ ডালিম পেয়েছেন ৩৭ হাজার ১৮৮ ভোট। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন সাহেব আলী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোসলেমা খাতুন মিলি পূনরায় নির্বাচিত হয়েছেন।

এছাড়া দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচনে হেলিকপ্টার প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থী ব্যবসায়ী আলফেরদাউস আলফা ২৬ হাজার ৩৭৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামীলীগ নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান মোটর সাইকেল প্রতিক নিয়ে ১৭ হাজার ১৫২ ভোট পেয়েছেন। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ও মহিলা ভাইস চেয়ারম্যান পূনরায় নির্বাচিত হয়েছেন যারা তারা হলেন, হাবিববুর রহমান সবুজ ও জি এম স্পর্শ । ##

২১.১০.২৪

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় কাপপিরিচ প্রতীক  নিয়ে টানা চতুর্থ বার জিতলেন ঘোষ সনৎ কুমার

তালা প্রতিনিধি :

সাতক্ষীরার তালা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪৭ হাজার ৮৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কাপপিরিচ প্রতীকের ঘোষ সনৎ কুমার । এ নিয়ে টানা চতুর্থ বারের মত নির্বাচিত হলেন তিনি।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চিংড়ি মাছ প্রতীকের সরদার মশিয়ার রহমান পেয়েছে ৩২ হাজার ৬৭৮ ভোট। নির্বাচিত ঘোষ সনৎ কুমার উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক।

মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়।

এদিকে ভাইস চেয়ারম্যান মাইক প্রতীকের মোঃ ইখতিয়ার হোসেন ও ফুটবল প্রতীকের মোস্তারী সুলতানা পুতুল নির্বাচিত হয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মণিরামপুরে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের শুদ্ধাচার বিষয়ক সভা

প্রেস বিজ্ঞপ্তি :
যশোরের মণিরামপুরে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনায় সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশগ্রহনে সভায় অনুষ্ঠিত হয়েছে। ২০ মে ২০২৪ সকাল সাড়ে ১০ টায় ব্যাংকের শাখায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের খুলনা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ আইয়ুব হোসেন।

সভাপতিত্ব করেন ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোছাঃ ফিরোজা রুহানী। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট গাইনী চিকিৎসক মোঃ আব্দুল বারী, ব্যাংকের খুলনা অঞ্চলের কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন। এসময় বক্তব্য রাখেন ব্যাংকের গ্রাহক সাহিদুজ্জামান, হাফিজুর রহমান,

আশফাকুর রহমান, আকবর আলী, হুমায়ুন কবীর, কামরুজ্জামান, আবুল কালাম, কার্তিক চন্দ্র দাস, মমতাজ বেগম, আবুল বাশার প্রমুখ। বক্তারা ব্যাংকের বিভিন্ন দিক প্রশাংসা করে কোন প্রকার হয়রানি ছাড়া সকল ঋণ ও আমানতের কাজ করতে পারেন বলে জানান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শাখার দ্বিতীয় কর্মকর্তা নাজমুল হক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সম্প্রীতি এইড ফাউন্ডেশন এর আয়োজনে প্রকল্প অবহিতকরন সভা

প্রেস বিজ্ঞপ্তি :
সম্প্রীতি এইড ফাউন্ডেশন এর আয়োজনে প্রকল্প অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সম্প্রীতি এইড ফাউন্ডেশন এর উদ্যোগে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে ডিজএ্যাবিলিটি ইনক্লুসিন স্ট্রেনদেনিং এ্যাসোবিলিটি (ডিআইএসএ) প্রকল্পের প্রকল্প অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়।

সম্প্রীতি এইড ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক সভারঞ্জন শিকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের পক্ষে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) মাসরুবা ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (এনডিসি) প্রণয় বিশ্বাস ও সহকারী কমিশনার এস.এম আকাশ। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষাবিদ, সাংবাদিকবৃন্দ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিবৃন্দ, বেসরকারি বিভিন্ন সংস্থার নির্বাহী পরিচালক ও প্রতিনিধিগন, বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতা এবং প্রতিবন্ধী (বিশেষ চাহিদাসম্পন্ন) ব্যক্তিবর্গ।

শুরুতে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে উওঝঅ প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম তুলে ধরেন সংস্থার নির্বাহী পরিচালক সভারঞ্জন শিকদার। প্রধান অতিথির বক্তব্যে মাসরুবা ফেরদৌস বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিবছর সকলকে একযোগে কাজ করতে হবে।

তিনি প্রকল্প বাস্তবায়নে সকলকে সহযোগিতা করার আহŸান জানান। সভায় অন্যান্যদের মধ্যে আলোচনা ও মতামত প্রদান করেন, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ (অব:) আব্দুল হামিদ, সাতক্ষীরা খ্রিস্টান এসাসিয়েশনের সভাপতি স্বপন বৈরাগী, সাতক্ষীরা ক্যাথলিক চার্চের পালক পুরোহিত রে: ফাদার নরেন বৈদ্য, প্রেসক্লাব সভাপতি মমতাজ আহমেদ বাপ্পী, দেশ টিভির জেলা প্রতিনিধি শরীফুল্লাহ কায়সার সুমন, এটিএন বাংলার জেলা প্রতিনিধি এম কামরুজ্জামান,

জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো: আবুল খায়ের, জেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক শেখ মুশফিকুর রহমান মিল্টন, ঋষি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সৈয়দ হাসান মাহমুদ। এছাড়া বক্তব্য রাখেন বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতা, এনজিও প্রতিনিধি, নির্বাচিত জনপ্রতিনিধি। ২ বছর মেয়াদী এ প্রকল্পে আর্থিক অনুদান প্রদান করবেন মানুষের জন্য ফাউন্ডেশন। সভা সঞ্চলনার দায়িত্ব পালন করেন সম্প্রীতি এইড ফাউন্ডেশন এর উপদেষ্টা মন্ডলীর সদস্য লুইস রানা গাইন। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সকলকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে, কোনো ধরণের অন্যায় বরদাস্ত করা হবে না–সামেকের ব্যবস্থাপনা কমিটির সভায় ডা: রুহুল হক

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সংসদ সদস্য ডা: রুহুল হক বলেছেন, সকলকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। কোনো ধরণের অন্যায় বরদাস্ত করা হবে না। নানা সীমাবন্ধতার মধ্যেও চিকিৎসকদের মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে। মনে রাখতে হবে সরকারি হাসপাতালগুলোতে মূলত গরীব মানুষ সেবা নিতে আসে। এজন্য সকলকে আরও আন্তরিকভাবে সেবা প্রদান করতে হবে।

গতকার সকাল ১০টায় হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা: রুহুল হকের সভাপতিত্বে ও আবাসিক সার্জন ডা: মো: রাশিদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন,সাতক্ষীরা-২ (সদর) আসনের সংসদ সদস্য মো: আশরাফুজ্জামান, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: রুহুল কদ্দস, হাসপাতালের পরিচালক ডা: শীতল চৌধুরী, উপ পরিচালক ডা: মেজবাহ, মেডিসিন বিভাগের প্রধান ডা: কাজী আরিফ আহমেদ, কার্ডিওলজি বিভাগের প্রধান ডা: সুমন দাস, শিশু বিভাগের প্রধান ডা: শামছুজ্জামান প্রমুখ। উপস্থিত ছিলে জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য ফজলুল হক।

বক্তারা সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ১৯টি ডায়ালিসিস মেশিন মধ্যে ১৩টি দীর্ঘদিন ধরে নষ্ট কারণে রোগিরা বিশেষ করে গরীব রোগিরা যারপরনেই কষ্টের পাশাপাশি সমস্যার মধ্যে রয়েছে। হাসপাতালে চিকিৎসকসহ লোকবল সঙ্কটের চিত্রও তুলে ধরেন। লোডশেডিঙের কারণে হাসপাতাল অন্দকার করা হয়ে যায়সহ নানা সমস্যার কথা তুলে ধরেন।

ব্যবস্থাপনা কমিটির সভাপতি সংসদ সদস্য ডা: রুহুল হক বলেন স্থানীয় সাংসদ সদস্য মো: আশরাফুজ্জামান ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ লায়লা পারভীনকে সাথে নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে কথা বলে এসব সমস্যার সমাধান করা হবে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালকে গড়ে তোলা হবে দেশের চিকিৎসা সেবার মডেল হিসেবে।
#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest