সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরার নারায়নজোল ব্রীজটি সংস্কারের দাবিশিবপুর ইউনিয়ন কৃষকদলের ইফতার ও দোয়াদেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়ন তাঁতীদলের মতবিনিময়সাতক্ষীরায় পিপি অফিস দুর্নীতিমুক্ত করতে যা করলেন এড. শেখ আব্দুস সাত্তারসাতক্ষীরায় তিনতলা ভবন জায়গা দেখিয়ে রেজিষ্ট্রি : সরকারের রাজস্ব ফাঁকি ২০ লাখ টাকা !সাতক্ষীরার সাবেক ডিসি নাজমুল আহসানের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধনতরুণদল সাতক্ষীরা সদর থানা শাখার কমিটি অনুমোদনদ্রব্যমূল্য নিয়ন্ত্রণ-রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে সাতক্ষীরায় ছাত্র শিবিরের র‍্যালিসাতক্ষীরায় মাসব্যাপী সুলভ মূল্যে মাংস, দুধ ও ডিম বিক্রির উদ্বোধনবন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদের আয়োজনে স্মৃতি চারন ও দোয়া

তালায় ধানের ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত :  আহত ১০

তালা প্রতিনিধি ::

তালায় ধানবোঝায় ট্রাক উল্টে ২ শ্রমিক ঘটনাস্থলে নিহত হয়েছে। এসময় আহত হয়েছে অন্তত ১০ জন শ্রমিক। শনিবার (১৮ মে) সকাল ৬ টার দিকে খুলনা পাইকগাছা সড়কের তালার হরিশ্চন্দ্রকাটি গ্রামের সরদারবাড়ী বটতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন, কয়রা উপজেলার বগা গ্রামের তালেব গাজীর ছেলে সাইদুল গাজী (৪০) ও মান্দারবাড়িয়া গ্রামের তোফাজ্বেল সরদারের ছেলে মনিরুল ইসলাম (২৫) ।

কয়রা এলাকার শ্রমিক জাহিদুল ইসলাম জানান , চলতি ধানকাটা মৌসুমে কয়রা এলাকার ১৩ জন শ্রমিক গোপালগঞ্জে যায়। সেখানে ধান কাটার কাজ শেষ করে পারিশ্রমিকের ধান নিয়ে তারা (যশোর ট-১১-৩৭৮৫) ট্রাকে বাড়ী ফিরছিল। শনিবার সকালে পথিমধ্যে সড়ক দূর্ঘটনায় সাইদুর ও মনি নিহত হয়। এঘটনায় গুরুতর আহত মাদারবাড়ি গ্রামের দাউদ সরদারের ছেলে আলামীন সরদারকে আশঙ্কাজনক অবস্থায় তালা হাসপাতাল থেকে খুলনায় প্রেরন করা হয়েছে। আহত অন্যদের স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

হরিশ্চন্দ্রকাটি গ্রামের সায়েম মোড়ল জানান, খুলনা-পাইকগাছা সড়কের হরিশ্চন্দ্রকাটি এলাকার সড়ক বড় করার জন্য ঠিকাদার ৪/৫মাস আগে সড়কের দুই ধারের খুড়ে রাখে। এদিন সকালে ধান বোঝায় ওই ট্রাকের চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেললে সড়কের খুড়ে রাখা ড্রেনের মধ্যে ট্রাকের চাকা নেমে যায়। এতেকরে ট্রাকটি রাস্তার পাশের বিলের মধ্যে উল্টে গেলে হতাহত’র ঘটনা ঘটে।

তালা থানার ওসি মো. মমিনুল ইসলাম জানান, সড়ক দূর্ঘটনায় নিহত ২ জনের মৃতদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতদের মৃতদেহের ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা প্রেরন করা হবে এবং ট্রাকটি জব্দ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সাতক্ষীরা জেলা শ্রমিকলীগের র‌্যালি

জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা শ্রমিকলীগের আয়োজনে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে খুলনা রোড মোড় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

র‌্যালি শেষে খুলনা রোডমোড়স্থ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্পস্তাবক অর্পন করে জেলা শ্রমিকলীগের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, জেলা শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক বিকাশ চন্দ্র দাশ, সদস্য সচিব মাহমুদুল আলম বিবিসি, সদস্য রবিউল ইসলাম রবি, শেখ শফি, জোহর আলী, পৌর শ্রমিকলীগের সদস্য সচিব ও জেলা শ্রমিকলীগের সদস্য মিজানুর রহমান মিজান, যুগ্ম আহবায়ক রুবেল হোসেন, সদস্য ভ্যাদল, রাব্বি, রতন, ওমরসহ জেলা শ্রমিকলীগের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার শ্যামনগরে সাপের কামড়ে  শিশুর মৃত্যু।

মেহেদী হাসান আটুলিয়া শ্যামনগর প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগরের আটুলিয়া ইউনিয়নের মোল্লাপাড়া ক্লাব মোড় এলাকায় সাপের কামড়ে কামড়ে সিফাত(৭) নামের শিশুর মৃত্যু হয়েছে। সে একই এলাকার শাহীন হোসেনের পুত্র। স্থানীয় মোল্লাপাড়া প্রাইমারি স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র। সে একই এলাকার শাহিন হোসেনের পুত্র
বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে সাপে কামড় দিলে প্রাথমিক চিকিৎসা শেষে শ্যামনগর হাসপাতালে নিলে রাতে তার মৃত্যু হয়।

এ ঘটনার পর থেকে এলাকায় সাপ আতঙ্ক বিরাজ করছে

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরার বিনেরপোতা এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোঃ কুদ্দুস গাজী (৭১) নামের এক বৃদ্ধ ভ্যান চালক নিহত হয়েছেন। শুক্রবার (১৭ মে) সকাল সাড়ে ছয়টার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা বাজারের কাছে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নিহত ভ্যান চালক মোঃ কুদ্দুস গাজী (৭১) সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা গ্রামের মৃত রূপচাঁদ গাজীর ছেলে।

প্রত্যক্ষদর্শী বিনেরপোতা বাজারের মাছ ব্যবসায়ী সঞ্জয় কুমার জানান, কুদ্দুস গাজী প্রতিদিন ফজরের নামাজ পড়ার পর ভ্যান নিয়ে যাত্রী পরিবহনে বের হন। শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে কুদ্দুস গাজী বিনেরপোতা বাজারের কাছে রাস্তার ধারে ভ্যান রেখে ভ্যানের উপর বসে চা খাচ্ছিলেন। এ সময় সাতক্ষীরা থেকে ছেড়ে আসা খুলনাগামী দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় কুদ্দুস গাজীকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার রাজ্জাক পার্কে সাশ্রয়ী মূল্যে মাসব্যাপী বসুন্ধরা পন্য বিক্রি শুরু

প্রেস বিজ্ঞপ্তি :
সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বসুন্ধরা কর্তৃপক্ষ সাশ্রয়ী মূল্যে বসুন্ধরা পন্য বিক্রি শুরু করেছে। বুধবার সকালে বসুন্ধরা ফুড এ্যান্ড বেভারেজ গ্রুপের জেলা ম্যানেজার রবিউল ইসলাম ও বসুন্ধরা গ্রুপের সাতক্ষীরা পরিবেশক এম কামরুজ্জামান কার্যক্রমের উদ্বোধন করেন।

দেশব্যাপী ৬৪ টি জেলায়, ১০০টি স্থানে বসুন্ধরা পন্য সাশ্রয়ী মূলে সাধারন ভোক্তাদের জন্য বুধবার থেকে একযোগে বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে, চলবে মাসব্যাপী। এরই অংশ হিসেবে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বসুন্ধরা পন্য বিক্রি শুরু হলো।

প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকেল ৬ পর্যন্ত সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে পন বিক্রয় কার্যক্রম চালু থাকবে। ঈদুল আজহার আগের দিন পর্যন্ত সাশ্রয়ী মূল্যে সাধারন ক্রেতারা বসুন্ধরা পন্য কিনতে পারবেন।

বিক্রয় স্থানে ক্রেতাদের সুবিধার্থে সোয়াবিন তেল, আটা, ময়দা, সুজি, ডাল, নুডুস, চাল, বিভিন্ন প্রকার মসলাসহ প্রতিটি পন্যের খুচরা ও সাশ্রয়ী মূল্য সম্বলিত একটি তালিকা টাঙানো থাকবে। বসুন্ধরা কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত এই মূল্যতালিকা অনুযায়ী প্রতিটি পন্য বিক্রি হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় প্রাণি সম্পদ কর্মকর্তার বাড়িতে ডাকাতির ঘটনার ৫ দিন পার না হতেই একই এলাকায় আবারো ডাকাতি

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার যোগরাজপুর গ্রামের অবসরপ্রাপ্ত প্রাণি সম্পদ কর্মকর্তা মোঃ আবুল কালাম মোস্তফার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনার ৫দিন পার না হতেই একই এলাকায় আবারো ডাকাতি সংগঠিত হয়েছে। বুধবার ভোর সাড়ে তিনটার দিকে সদর উপজেলার লাবসা গ্রামের ব্যবসায়ি কাজী নাসিমুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। ডাকাত দলের সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে গৃহকর্তা ও গৃহকর্র্তৃর হাত, পা ও মুখ বেঁধে নগদ ৩৫ হাজার টাকা ও এক জোড়া কানের দুল লুট করে নিয়ে গেছে।

লাবসা গ্রামের মৃত কাজী আলফাজউদ্দিনের ছেলে খুলনা পোল্ট্রি ফিড এর স্বত্বাধিকারী কাজী নাসিমুল ইসলাম জানান, বুধবার ভোর সাড়ে তিনটার দিকে ৬/৭ জনের একদল ডাকাত তার বাড়ির প্রাচীর টপকে ভিতরে ঢোকে। পরে দক্ষিণ পাশের গ্রীলের দরজার হ্যাজবোল্ট ভেঙে ঘরের দরজার গ্রীল কেটে তার ঘরে ঢুকে পড়ে। এ সময় তাকে অস্ত্রের মুখে জিম্মি করে ধাক্কা মেরে খাটের উপর ফেলে দিয়ে গামছা দিয়ে হাত ও পা বেঁধে ফেলে ডাকাত দলের সদস্যরা। পরে তার কাছে আলমারির চাবি চাওয়া হয়। তার স্ত্রী উম্মে মাসুরা আলমারির চাবি দিয়ে দেন। ডাকাত দলের সদস্যরা চাবি খুলে আলমারির ভিতর থেকে নগদ ৩৫ হাজার টাকা নিয়ে নেয়। পরে তার স্ত্রীর কানে থাকা প্রায় আট আনা ওজনের এক জোড়া দুল খুলে নেয়। পরে স্ত্রীর হাত ,পা ও মুখ বেঁধে রেখে চলে যায়। সকালে তিনি থানায় খবর দিলে পুলিশ আসে। তবে তিনি এ ঘটনায় থানায় মামলা করতে চান না।

এদিকে সদর থানার পুলিশ পরিদর্শক মোঃ তুৃহিনুজ্জামান জানান, গত ৯ মে দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার যোগরাজপুর গ্রামের অবসরপ্রাপ্ত প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ আবুল কালাম মোস্তফার বাড়িতে ডাকাতির ঘটনায় পুলিশ বেল্লাল হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে উত্তর দেবনগর গ্রামের নিজ বাড়ির এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বেল্লাল হোসেনের পিতার নাম আকছেদ আলী। তাকে বুধবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমা- আবেদন জানানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এস এস সি পরীক্ষায় সাতক্ষীরা জেলায় প্রথম আহনাফ তাহসিন

প্রেস বিজ্ঞপ্তি :
২০২৪ সালে এস এস সি পরীক্ষায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় হতে মানবিক বিভাগ থেকে অংশগ্রহণ করে সর্বোচ্চ ১০৯৫ নম্বর পেয়ে যশোর বোর্ডের সম্মান জনক ফলাফল করেছে আহনাফ তাহসিন।

সে সাতক্ষীরা জেলায় প্রথম স্থান অধিকার করেছে। আহনাফ তাহসিন মধ্যকাটিয়া গ্রামের বুলবুল খালেক (রাজধানী ডেকোরেটর) ও রেহানা নাজনীন শেলী দম্পত্তির পুত্র।

এছাড়া তার জমজ ভাই আহনাফ তাহমিদ জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। আহনাফ তাহসিন ভবিষ্যতে প্রশাসনিক ক্যাডার হতে চায়। তার এ সাফল্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ শিক্ষকদের প্রতি।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কারিগরি শিক্ষাকে মর্যাদা প্রদান ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাকে বিএসসি সমমান মর্যাদা ঘোষনার উদ্যোগে বিদ্বেষী কার্যক্রমের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি : কারিগরি শিক্ষাকে মর্যাদা প্রদান ও সমাজে গ্রহণযোগ্যতা বৃদ্ধির প্রয়াসে শিক্ষা মন্ত্রণালয় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাকে বিএসসি (পাস) সমমান মর্যাদা প্রদানের উদ্যোগ গ্রহণের প্রেক্ষিতে ডিগ্রি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের যুক্তিহীন বিরোধিতা ও বিদ্বেষী কার্যক্রমের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত পাঠ করেন, আইডিইবি জেলা নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক এম এম এ আবু জায়েদ বিন গফুর। লিখিত বক্তব্যে তিনি বলেন, দক্ষ মানবসম্পদ উন্নয়নে সরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় ভর্তির হার ২০৩০ সালে ৩০% ও ২০৪০ সালের মধ্যে ৫০-৬০% এ উন্নীত করার পরিকল্পনা নিয়েছে।

এই উদ্যোগ বাস্তবায়নে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে শিক্ষার মূল¯্রােতধারায় নিয়ে আসার ঘোষণা দিয়ে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণী পর্যন্ত ১০০ নম্বরের একটি করে কারিগরি বিষয় বাধ্যতামূলক করে শিক্ষা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। মাধ্যমস্তরের প্রকৌশল শিক্ষা বিস্তারের লক্ষ্যে ২৩ টি জেলায় একটি করে বিশ্বমানের পলিটেকনিক এবং মেয়েদের জন্য আরো ৪টি আন্তর্জাতিক মানের পলিটেকনিক স্থাপন করার কাজ শুরু করেছেন। কারিগরি শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে ৪টি ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয়েছে, যার ২টি শুধু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য নির্ধারিত করে দিয়েছে সরকার। এছাড়া সরকার বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে দক্ষ জনবল তৈরির উদ্দেশ্যে শতাধিক টেকনিক্যাল ট্রেনিং সেন্টার স্থাপন করছে। দেশে চালু ৫০টি সরকারি পলিটেকনিকের শিক্ষা কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করা ও দক্ষ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার গড়ে তোলার লক্ষ্যে ১২৫০০ শিক্ষক পদ সৃষ্টি করে নিয়োগ শুরু করেছেন। অন্যদিকে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের আরো ৬৫০০ শিক্ষক পদ সৃষ্টিপূর্বক একইভাবে নিয়োগ দেয়া শুরু করেছেন। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিএসসি (পাস) কোর্সের সমমানের মর্যাদা প্রদান করার বিষয়ে মতামত ও সুপারিশ দেয়ার জন্য ১০ সদস্যের একটি জাতীয় কমিটি গঠন করেছেন।

এই কারিগরি শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ প্রকৌশল কর্মক্ষেত্রে ডেস্ক ও ফিল্ড ইঞ্জিনিয়ারিং-এ কাজ করে থাকেন। যেখানে ডিজাইন, প্ল্যানিং, গবেষণায় ইঞ্জিনিয়ার হিসেবে বিএসসি ইঞ্জিনিয়াররা ডেস্কে এবং এক্সিকিউশন, সুপারভিশন, অপারেশন, পরিচালক ও মেইনটেন্যান্স কাজে ইঞ্জিনিয়ার হিসেবে কাজ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারগণ করে যাচ্ছেন। দেশের ইঞ্জিনিয়ারিং কর্মকান্ডের ৮৫% কাজ এদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারগণ করে থাকেন। বিএসসি ইঞ্জিনিয়ার ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার উভয়েই ইঞ্জিনিয়ার, যা রাষ্ট্রীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারগণ বিএসসি (পাস) সমমান মর্যাদা পাওয়ার যোগ্যতা যৌক্তিকভাবেই রাখেন। সার্বিক বিষয়টি ইতোমধ্যে আইডিইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটি সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতির নিকট স্পষ্ট করে দেশপ্রেমিক সাংবাদিক বন্ধুদের মাধ্যমে সরকারের নিকট নি¤েœর দাবি উপস্থাপন করেছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগ বাস্তবায়ন ও মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নসহ আইডিইবি’র পক্ষে উপস্থাপিত উপরোল্লিখিত দাবি বাস্তবায়নের উদ্দেশ্যে ইতোমধ্যে আইডিইবি’র পক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। সেই কর্মসূচির অংশ হিসেবে আজ আমরা আপনাদের উপস্থিতিতে জেলা নির্বাহী কমিটির পক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। কেন্দ্রীয়ভাবে ইতোমধ্যে ঘোষিত কর্মসূচির আলোকে আমরা সাতক্ষীরা জেলা শাখার পক্ষে নি¤েœাক্ত কর্মসূচি ঘোষণা করছি। কমসূচি সমূহ: ১২-১৮ মে’২৪ পর্যন্ত আইডিইবি জেলা নির্বাহী কমিটির উদ্যোগে সকল পলিটেকনিক ইনস্টিটিউটের বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদ (বাকাছাপ), বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতি, পেশাজীবী অন্যান্য সংগঠন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিক সংগঠনসহ সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় ও জনগণকে অবহিতকরণ। ১৯-২৩ মে’২৪ পর্যন্ত জেলার সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সার্ভিস এসোসিয়েশনের উদ্যোগে স্ব স্ব প্রধান দপ্তরে প্রতিবাদ সভা ও শিক্ষামন্ত্রী সমীপে স্মারকলিপি প্রদান। ৩০ মে’২৪ জেলা শাখার উদ্যোগে ছাত্র শিক্ষক ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সমন্বয়ে প্রতিবাদ সভা এবং সভা শেষে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী সমীপে স্মারকলিপি প্রদান। এসময় উপস্থিত ছিলেন, সভাপতি প্রকৌ. মো: আব্দুর রশিদ, সহ-সভাপতি প্রকৌ. আবেদুর রহমান, প্রকৌ. কামরুল আকতার, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌ. গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক প্রকৌ.শিমুল, কাউন্সিলর প্রকৌ. অধ্যক্ষ মো: রফিকুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক প্রকৌ. অনিমেষ দেব নাথ, প্রকৌ. ইন্সট্যাক্টর আব্দুল আলিম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রকৌ. রবিউল ইসলাম, প্রকৌ. ফারুক আহমেদ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest