সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে বিজয় দিবস পালনতালায় সেতু আবুলসহ ৩ জন আটকসাউথ-এশিয়ান পিপলস ডায়ালগে জলবায়ু সংকট মোকাবিলায় এগ্রোইকোলজির গুরুত্বারোপগ্রীন টিভির সাতক্ষীরা প্রতিনিধি হলেন মীর খায়রুলস্থানীয় জাতবৈচিত্র্য সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণে নেপালের পারমাকালচারের প্রতিনিধি দলসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভাসাতক্ষীরায় জামায়াত প্রার্থীর নির্বাচনী পথসভায় ইসলামী সংগীত পরিবেশন : পুলিশ সদস্য মহিবুল্লাহ বরখাস্তসাতক্ষীরা জজ কোর্টের সাবেক পিপি ও তার ছেলেকে কারাগারে প্রেরণসাতক্ষীরা জজ কোর্টের সাবেক পিপি  লতিফ ও তার ছেলে রাসেল আটকসাংবাদিক মোমিনের সুস্থ্যতা কামনায় সাতক্ষীরা প্রেসক্লাবের বিবৃতি

ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতির মৃত্যুতে শোক

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি, জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ছাত্র মৈত্রী ও যুবমৈত্রীর সাবেক কেন্দ্রীয় নেতা, বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ কমরেড মহিবুল্লাহ মোড়ল (৫৮) ২২ এপ্রিল ২০২৫ বিকাল সাড়ে ৪টায় ঢাকা ডেল্টা হাসপাতালে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন।

২৩ এপ্রিল বুধবার সকাল ১০টায় তালার জালালপুর ইউনিয়নের শ্রীমন্তকাটি নতুন বাজার প্রাইমারী স্কুলের মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।

আজীবন লড়াই সংগ্রামী অধ্যক্ষ কমরেড মহিবুল্লাহ মোড়ল শোষণহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা ও কৃষক শ্রমিক, ছাত্র যুবদের অধিকার আদায়ের সংগ্রামের নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তার মৃত্যু শ্রমজীবী মানুষের জন্য এক অপূরণীয় ক্ষতি। মৃত্যুকালে স্ত্রী, একপুত্র আতœীয় স্বজন, পার্টির কমরেডসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

তার অকাল প্রয়ানে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক এড, ফাহিমুল হক কিসলু, কেন্দ্রীয় সদস্য কমরেড সাবীর হোসেন, সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড আবেদুর রহমান, কমরেড ময়নুল হাসান, কমরেড স্বপন কুমার শীল, কমরেড অজিত কুমার রাজবংশী, জেলা সদস্য কমরেড আব্দুল জলিল মোড়ল, কমরেড রফিকুল ইসলাম, কমরেড আব্দুর রউফ, কমরেড নাসরীন খানম লিপি, কমরেড মফিজুল হক জাহাঙ্গীর, কমরেড নির্মল সরকার, কমরেড হিরন্ময় মন্ডল, কমরেড শিব পদ গাইন প্রমূখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় অনিয়মের তথ্য চাওয়া নিয়ে তর্ক-বিতর্ক, মারপিট: সাংবাদিক টিপুকে ১০ দিনের কারাদণ্ড

তালা প্রতিনিধি :
সাতক্ষীরার তালায় দৈনিক কালের কণ্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি রোকনুজ্জামান টিপু কে ১০ দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ মোঃ রাসেল এ রায় প্রদান করেন।

জানা যায়, তালা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন তৈরীর কাজে অনিয়ম দূর্ণীতির তথ্য সংগ্রহ করতে যায় সাংবাদিক রোকনুজ্জামান টিপু। এসময় তালা উপজেলা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী এম এম মামুন আলম তথ্য দিতে অস্বীকার করায় সাংবাদিকের সাথে কথাকাটি হয়। এক পর্যায়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারির রুপ নেয়।

এঘটনা উভয় পক্ষ তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা কে জানালে তিনি সরেজমিনে উপস্থিত শ্রমিক সহ স্থানীয়দের স্বাক্ষ্য গ্রহণ শেষে তিনি এই রায় প্রদান করেন।

তালা উপ-সহকারী প্রকৌশলী এম এম মামুন আলম জানান, আমি উপজেলা কমপ্লেক্স ভবণের কাজ তদারকির সময় সাংবাদিক টিপু সুলতান কোনো কিছু বুঝে উঠার আগেই আমার মুখে ঘুষি মারে। বিষয়টি আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা কে জানালে তিনি সরজমিনে এসে উপস্থিত সকলের স্বাক্ষ্য গ্রহণ শেষে সাংবাদিক টিপু সুলতান কে ১০ দিনের সাজা প্রদান করেন।

সাংবাদিক টিপু সুলতান বলেন, কাজের মান খারাপ হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে আমি সেখানে তথ্য সংগ্রহ করতে যাই। এসময় উপ-সহকারী প্রকৌশলী এম এম মামুন আলম আমাকে তথ্য দিয়ে সহযোগীতা না করে কাছে থাকা ছাতা দিয়ে মারতে শুরু করে। আমি তাকে প্রতিরোধ করতে গেলে হাতাহাতির ঘটনা ঘটে।

তালা উপজেলা প্রকৌশলী রথিন্দ্র নাথ হালদার বলেন, এসময় আমি অফিসের কাজে বাইরে ছিলাম। অফিসে ফিরে শুনি আমার অফিসের উপ-সহকারী প্রকৌশলী কে মারপিট করা হয়েছে।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল বলেন, সাংবাদিক হিসেবে তাকে কোন সাজা দেওয়া হয়নি। আমি নিজেই সাংবাদিক বান্ধব। কিন্তু তিনি আমার একজন কর্মকর্তা মারধর করেছে।

খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে শ্রমিকদের স্বাক্ষ্য গ্রহণে ঘটনা সত্যতা প্রমাণিত হওয়ায় তাকে ১৭৬ ধারায় ১০ দিনের সাজা প্রদান করা হয়েছে। অপরাধ প্রমাণিত হওয়ায় সাজা দেওয়া হয়েছে।

এঘটনায় তালা প্রেসক্লাবের সভাপতি এম এম হাকিম, সাধারণ সম্পাদক জোয়াদ্দার ফারুক হোসেন সহ কর্মরত সকল সাংবাদিক বৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি মহিবুল্লাহ মোড়লের মৃত্যু

অনলাইন ডেস্ক :
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি অধ্যাপক মহিবুল্লাহ মোড়ল মারা গেছেন।

মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি কলারোয়ার বেগম খালেদা জিয়া কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামানের সুস্থ্যতা কামনায় বিবৃতি

প্রেস বিজ্ঞপ্তি :
সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, এটিএন বাংলার সাতক্ষীরা প্রতিনিধি এম কামরুজ্জামান হাটাহাটি করার সময় অসবাধনতাবশত পড়ে গিয়ে মারাত্মক আহত হয়েছে। মঙ্গলবার সকালে বাইপাস সড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে প্রথম সাতক্ষীরা সদর হাসপাতালে পরে ডিজিটাল হাসপাতালে ভর্তি করা হয়। তার বাম পায়ের হাড় ভেঙে গেছে। এছাড়া কোমর এবং মাথায় মারাত্মক আঘাত প্রাপ্ত হয়েছে। খবর পেয়ে সাথে সাথেই হাসপাতালে ছুটে যান দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সময় টিভির সাতক্ষীরা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপ্পী, দৈনিক জনকণ্ঠের সাতক্ষীরা প্রতিনিধি মিজানুর রহমান, ইন্ডিপেন্ডেট টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি আবুল কাশেম,খোলা কাগজের সাতক্ষীরা প্রতিনিধি ইব্রাহিম খলিল, ডিবিসি নিউজ এর সাতক্ষীরা প্রতিনিধি এম. বেলাল হোসাইনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

তার আশু সুস্থ্যতা কামনা করে বিবৃতি দিয়েছেন, দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার আব্দুল ওয়াজেদ কচি, দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক আশেক ই এলাহী, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সময় টিভির সাতক্ষীরা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপ্পী, চ্যানেল আই এর সাতক্ষীরা প্রতিনিধি আবুল কালাম আজাদ, বৈশাখী টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি শামীম পারভেজ, চ্যানেল আই ইন্ডিপেন্ডেট টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি আবুল কাশেম, বাংলা ভিশনের সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান, খোলা কাগজের সাতক্ষীরা প্রতিনিধি ইব্রাহিম খলিল, ডিবিসি নিউজ এর সাতক্ষীরা প্রতিনিধি এম. বেলাল হোসাইন, এখন টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি আহসান রাজিব,

বাংলা নিউজের শেখ তানজির আহমেদ, কান্ট্রি টুডের সাতক্ষীরা প্রতিনিধি শহীদুল ইসলাম, বাংলা ট্রিবিউনের সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান মধু, আব্দুস সামাদ, দৈনিক কালের কণ্ঠের সাতক্ষীরা প্রতিনিধি মোশাররফ হোসেন,মাইটিভির ফয়জুল হক বাবু, দৈনিক প্রবর্তনের সাতক্ষীরা প্রতিনিধি কাজী জামাল উদ্দিন মামুন, একাত্তর টিভির বরুণ ব্যানার্জি,এস এ টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি শাহীন গোলদার, দৈনিক আমাদের অর্থনীতির সাতক্ষীরা প্রতিনিধি শেখ ফরিদ আহমেদ ময়ন সহ সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকবৃন্দ

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খাস জমি উদ্ধারসহ ভুমিহীনদের পুনঃবাসনের দাবিতে সমাবেশ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় ভুমিদৃশ্যর দখলকৃত সরকারি খাস জমি দখলমুক্ত ও উদ্ধারসহ প্রকৃত ভুমিহীনদের পুনঃ বাসন এবং ৫০ শতাংশ পরিবর্তে ৩ বিঘা খাস জমি বন্টন আইন বাস্তবায়নসহ জগন্নাথপুর গ্রামের শিক্ষক অজয় কুমার সরকারের উপর হামলাকারীদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা ভুমিহীন সমিতির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে সাতক্ষীরা নিউমার্কেটের সামনে শহীদ স ম আলাউদ্দীন চত্বরে জেলা ভুমিহীন সমিতির সভাপতি কওছার আলীর সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা ভুমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ গাজীর সঞ্চলনায় সমাবেশে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক এডভোকেট আকবর আলী, জাসদ জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, এডভোকেট খগেন্দ্রনাথ ঘোষ, জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমান, বিপ্লবী ওয়ার্কাস পার্টির সদস্য সচিব মুনসুর আলী, আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেন, দপ্তর সম্পাদক স্বপন পান্ডে, ভুমিহীন সমিতির সাংগঠনিক সম্পাদক জিএম রেজাউল করিম রেজা, মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, স্বাস্থ্য বিষয়ক কমিটির আহবায়ক আব্দুল্লাহ বিশ্বাস, আহত শিক্ষক অজয় কুমার সরকারের স্ত্রী অনিমা রানী, ভুমিহীন নেত্রী নাজমা আক্তার নদী প্রমূখ।

সরকারি খাস জমি দখলমুক্ত করায় জেলা প্রশাসক মোস্তাক আহমেদকে অভিনন্দন জানিয়ে সমাবেশে বক্তারা বলেন, জেলার মধ্যে এখনো অনেক সরকারি খাস জমি ভুমিদৃশ্যদের দখলে রয়েছে। সরকারি খাস জমিতে অনেকে ভুমিদৃশ্যরা গড়ে তুলেছে অবৈধ স্থাপনা পাকাঘর ও প্রতিষ্ঠান। শহরের কুখরালী ইকবাল জমাতদার কর্তৃক খাস জমি দখল করে ইটভাটা স্থাপনা গড়ে তুলেছে। খাস জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা পাকাঘর ও প্রতিষ্ঠান গুড়িয়ে দিয়ে খাস জমি দখলমুক্ত করতে হবে।

একইসাথে খাস জমি উদ্ধার করে উচ্ছেদকৃত ভুমিহীনদের মাঝে উদ্ধারকৃত খাস জমি বন্টন করে তাদেরকে পুনঃ বাসন করতে হবে। সমাবেশে বক্তারা আরো বলেন, বিনেরপোতা বিসিক এলাকায় ভুমিদৃশ্যরা খাস জমি দখল করে গড়ে তুলেছে বিভিন্ন প্রতিষ্ঠান, সাতক্ষীরার রাফসান গ্রুপ নামে একটি প্রতিষ্ঠানের মালিক বিনেরপোতায় বেতনানদী পাড়ে বেতনানদীর ও এসিল্যান্টের জায়গার জমি অবৈধভাবে দখল করে গড়ে তুলেছেন পাকাঘর ও পাকা প্রাচীন। এ রাফসান গ্রুপ কর্তৃক বিনেরপোতায় বেতনানদী পাড়ে দখলকৃত সরকারি খাস জমি দখলমুক্ত করে ভুমিহীনদের পুনঃ বাসন করার দাবি জানান বক্তারা। বিগত সরকারের আমলে ঘোষিত ভুমিহীন আইন ৫০ শতাংশ বন্টন বাতিল করে ৩ বিঘা করে বন্টন আইন বাস্তবায়ন করতে হবে। বক্তারা বলেন, গত ১২ এপ্রিল সকাল সাড়ে ৯ টার দিকে জগন্নাথপুর গ্রামে ধান কেটে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে একই গ্রামের ও আলিপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক অজয় কুমার সরকারকে বেদমমারপিট করে তার দুই পা ভেঙ্গে দিয়েছে তার প্রতিপক্ষ। শিক্ষক অজয় কুমার সরকারের উপর হামলাকারীদের নামে থানায় এজাহার ভুক্ত করে হামলাকারীদের আইনের আওতায় আনার জন্য পুলিশ সুপারের কাছে দাবি জানান সমাবেশের বক্তারা।

জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, দখলদৃষন আর নয়,ফিরে দাও নদীর জীবন, দখলদৃষনের সাথে যারাই জড়িত থাক না কেন আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। নদনদী সুরক্ষা জাতীয় নদী রক্ষা কমিশনের সক্রিয় ভুমিকা দেখতে চাই ।
তিনি আরো বলেন, জেলায় বিভিন্ন স্থানে ফসলী জমিতে ইটভাটা স্থাপনার কারনে কৃষকরা চাষাবাদ করতে পারে না, ইটভাটায় কয়লার সাথে টায়ার পোড়ানোর কারনে পরিবেশ দূষণ হচ্ছে। অবিলম্বে ফসলী জমিতে স্থাপনা ইটভাটা উচ্ছেদ করার দাবি জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি :
মাদক মামলায় সাজাপ্রাপ্ত ১১ বছর ধরে পলাতক আসামীকে গ্রেফতার করেছে সাতক্ষীরা র‌্যাব-৬ এর সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে খুলনার পাইকগাছা থানার বোয়ালিয়া এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামী মোঃ আরিফুল ইসলাম (রাসেল)’কে গ্রেফতার করে।

আরিফুল ইসলাম রাসেল সাতক্ষীরার আশাশুনি উপজেলার গোনাকরকাটি গ্রামের ঈশার আলী সরদারের ছেলে।

সাতক্ষীরা র‌্যাব-৬ এর ক্যাম্প ইনজার্চ সিনিয়র এ এসপি জাইয়েন উদ্দিন মুহাম্মাদ জিয়াদ জানান, ২০১৩ সালে আফিম পরিবহনকালে গ্রেফতার হওয়ায় রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ১৯(১) এর ৩(ক) ধারায় আরিফুল ইসলাম রাসেলের বিরুদ্ধে মামলা হয়।

অপরাধ প্রমানিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে যাবজ্জীবন কারাদÐে দÐিত করেন। এছাড়া ডিএমপি’র উত্তরা পশ্চিম থানায় দায়েরকৃত আরও একটি মাদক মামলার এজাহারভুক্ত আসামি তিনি। গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আশাশুনি থানায় হস্তান্তর করা হয়েছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় বজ্রপাতে নারী শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় বজ্রপাতে নারী কৃষি শ্রমিক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো এক নারী শ্রমিক।

সোমবার বেলা ১১ টার দিকে সদরের কুশখালী ইউনিয়নের ছয়ঘরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সামেত্তভান ওরফে চেড়ী(৪২) ছয়ঘরিয়া গ্রামের আনার হোসেনের স্ত্রী। আহত খুকুমনি(৩৫) একই এলাকার শহিদুল ইসলামের স্ত্রী।

স্থানীয় গ্রাম পুলিশ অনাথ বলেন, সামেত্তভান ও খুকুমনি কৃষি জমিতে শ্রমিক হিসেবে কাজ করেন। আজ সকালে কুশখালী কাকমারীর বিলে ধান বহনের জন্য যান ওই দুজন।

এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই সামেতভান ওরফে চেরী নিহত হন। আহত হন খুকুমনি। খুকুমনিকে উদ্ধার করে স্থানীয় গ্রাম্য ডাক্তারের কাছে চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি বর্তমানে আশঙ্কামুক্ত।

সাতক্ষীরা থানার ওসি শামিনুল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিডিএফ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে জামায়াতের মতবিনিময়

প্রেস বিজ্ঞপ্তি :বাংলাদেশ জামায়াতে ইসলামীর চলমান গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে বিডিএফ প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় বিডিএফ প্রেস ক্লাব হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন দৈনিক দৃষ্টিপাত পত্রিকার ধুলিহর প্রতিনিধি ও বিডিএফ প্রেস ক্লাবের সভাপতি মোঃ শাহাদাত হোসেন বাবু।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদর উপজেলা জামায়াতের নায়েবে মাস্টার হাবিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক সহিদুর রহমান, ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জাকির হোসাইন, ও ধুলিহর ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুস সালাম, ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা ওসমান গনি, ধুলিহর ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি আ: করিম,জামায়াত নেতা মনিরুল ইসলাম ফারুকী,রফিকুল ইসলাম, হাফেজ নজরুল ইসলাম, মহিবুল্লাহ।

সভায় বক্তারা চলমান কর্মসূচির গুরুত্ব, উদ্দেশ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। তারা সাংবাদিক সমাজের সহযোগিতা কামনা করেন এবং সমাজের প্রতিটি স্তরে ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest