সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় রেড ক্রিসেন্টের দরিদ্র পরিবারের মাঝে রমজান ফুড প্যাকেজ বিতরণে অনিয়মের অভিযোগদেবহাটার মামুন জাতীয় নির্বাহী কাউন্সিলের সদস্য মনোনীতইটাগাছায় রোজাদারদের সম্মানে ঠিকাদার আশরাফ আলীর ইফতারশ্যামনগরসহ পৃথক তিন স্থানে অভিযান চালিয়ে ৫ মণেরও বেশি হরিণের মাংস জব্দ-আটক ১খলিশাখালীতে খাসজমির সংক্রান্তে হাইকোর্টে মামলার রিটের রায় বাস্তবায়নের দাবিতে মানববন্ধনআছিয়া হত্যার বিচারের দাবিতে সাতক্ষীরা জামায়াতের মহিলা বিভাগের মানববন্ধনধুলিহর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোদাচ্ছেরুল হক হুদার স্মরণে ইফতারআশাশুনিতে নিরাপদ পানি নিশ্চিত করনে সুধীজনের সাথে অবহিত করন সভাসাতক্ষীরায় মাদ্রাসা ও এতিমখানায় তারেক রহমানের পক্ষ থেকে ইফতারতাঁতীদল শিবপুর ইউনিয়ন শাখার আহবায়ক কমিটি অনুমোদন

আশাশুনিতে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

আশাশুনি ব‍্যুরো:
আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের গুনাকরকাটিতে বাল্যবিবাহ, ইভটিজিং মাদক ও সন্ত্রাস বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বিকালে গুনাকরকাটি বাজারস্থ মার্কেটে এ সমাবেশের আয়োজন করা হয়। কুল্যা ইউপি চেয়ারম্যান এসএম ওমর ছাকি ফেরদৌস পলাশের সভাপতিত্বে বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, আশাশুনি থানা অফিসার ইনচার্জ (ওসি) বিশ্বজিৎ কুমার অধিকারী। ইউপি সদস্য আলমগীর হোসেন আঙ্গুরের সঞ্চালনায় এসময় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ ঢালী, থানার এসআই শাহিনুর ইসলাম শাহীন, অ্যাডভোকেট দেবাশীষ মুখার্জী, ইউপি সদস্য আলহাজ্ব আব্দুল মাজেদ গাজী, উত্তম কুমার দাশ, আব্দুল কাদের গাজী, আব্দুর রশিদ, তাহেরা বিশ্বাসসহ সাংবাদিকৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় জনসাধারন উপস্থিত ছিলেন। সমাবেশে বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক ও সন্ত্রাস বিরোধী আলোচনা করা হয় এবং এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার্থে উপস্থিত সকলের সম্মতিক্রমে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়া থানা পুলিশ আইজিপি কর্তৃক পুরস্কৃত

সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান এর নির্দেশনায় এবং কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোহাঃ মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে কলারোয়া থানা পুলিশ বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এলএসডি ও হেরোইন উদ্ধার করায় জেলা পুলিশকে পুরস্কৃত করেছে আইজিপি।

গত ২২ নভেম্বর পুলিশ সুপার উক্ত পুরষ্কার কলারোয়া থানার অফিসার ইনচার্জ এর নিকট হস্তান্তর করেন। কলারোয়া থানা পুলিশের পক্ষ থেকে পুলিশ প্রধানের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে পরিবার কল্যাণ সেবা প্রচার সপ্তাহে এ্যাডভোকেসি

কালিগঞ্জ প্রতিনিধি :
“নিরাপদ মাতৃত্ব পরিকল্পিত পরিবার, স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কালিগঞ্জে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

(২২ নভেম্বর) বুধবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এই এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা (ভারপ্রাপ্ত) পরিবার পরিকল্পনা কর্মকর্তা মেডিকেল অফিসার (এমসিএইচএফপি) প্রবীর মুখার্জি‘র সভাপতিত্বে এ্যাডভোকেসি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা।

ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ শাহ আলমের পরিচালনায় এ্যাডভোকেসি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বুলবুল কবীর, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশিষ কুমার নন্দি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, এমপিএইচ, উপজেলা টিএ কো-অডিনেটর জিয়াউল আহসান, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (এসএসসিএমও) আলহাজ্ব মনিরুল ইসলাম, পরিবার পরিকল্পনা পরিদর্শক নাসির উদ্দিন খান, মিজানুর রহমান ও পরিবার কল্যাণ সহকারী শামছুন্নাহার প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় নিজের খোয়াভাঙ্গা মেশিনগাড়ীর চাপায় সাবুর আলী নামের এক যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার কলারোয়ায় নিজের খোয়াভাঙ্গা মেশিনগাড়ীর চাপায় সাবুর আলী নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে কলারোয়া উপজেলার খাদ্যগুদামের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাবুর আলী যশোর জেলার শার্শা উপজেলার দাউদখালী গ্রামের মৃত. নূর মোহাম্মাদের পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাবুর আলী(৩৫) খোয়া ভাঙ্গার জন্য নিজের মেশিনগাড়ীটি চালিয়ে কলারোয়ার উপজেলার দিকে আসছিলেন। পথিমধ্যে খাদ্যগুদাম এলাকায় পৌছালে নিয়ন্ত্রন হারিয়ে গাড়িটি উল্টে যায়। এতে সাবুর আলী গাড়ীটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান দুর্ঘটনায় বিষয়টি নিশ্চিত করে বলেন পুলিশ ঘটনাস্থলে গেছে। লাশের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নজরুল ইসলাম

প্রেস বিজ্ঞপ্তি: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণের লক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম। রবিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের খুলনা বিভাগীয় বুথ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন এসময় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মী ও আওয়ামী লীগের বিভিন্ন অংগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য: নজরুল ইসলাম ২০০৪ সাল থেকে অদ্যাবধি তিনি দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে সাতক্ষীরা জেলা আ.লীগকে শক্তিশালী সংগঠনে পরিণত করেন।

২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি জামায়াত বিরোধী মুভমেন্টে তার ভূমিকা দলকে করেছে সুসংগঠিত। ১৯৯৫ সালে ফিংড়ী ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সততার প্রতিক হিসেবে শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হন। পরবর্তীতে মহামান্য রাষ্ট্রপতি জিল্লুর রহমানের হাত থেকে গ্রহণ করেন রাষ্ট্রপতি পদক। এছাড়া তিনি কাজী নজরুল স্বর্ণ পদক’ কবি জসিম উদ্দীন পদক’ মাদার তেরেসা পদকসহ অসংখ্য পদক ও পুরস্কার পেয়েছেন।প্রথম জীবনে শিক্ষকতা করতেন, পরে ব্যবসা।

১৯৭০ সালে সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রসংসদের কমনরুম সম্পাদক ছিলেন। বাবার হাত ধরেই আওয়ামী লীগের রাজনীতিতে হাতে খড়ি। ১৯৮৪ সালে ছিলেন আশাশুনি উপজেলা আওয়ামী লীগের ট্রেজারার। ১৯৯৫ সালে জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষের দায়িত্ব পান। ১৯৯৬ ও ২০০১ সালে সাতক্ষীরা সদর আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ নির্বাচনে অংশ নেন। ১৯৯৭ সালে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। ২০০৪ সালে নির্বাচিত হন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ২০১৫ সালেও পুনরায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হন। সর্বশেষ ২০২২ সালে জেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা-৪ আসনের প্রার্থী হিসেবে নৌকার মনোনয়ন সংগ্রহ করেছেন যুবলীগের কেন্দ্রীয় নেতা বাবলু

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ আসনের প্রার্থী হিসেবে নৌকার মনোনয়ন সংগ্রহ করেছেন যুবলীগের কেন্দ্রীয় নেতা বাবলুর রহমান। রোববার তিনি মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

বাবলুর রহমান ২০০২ সালে শ্যামনগর মহসীন কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে। পরে বিরোধী দল ও ১/১১ তে নেত্রীর মুক্তি আন্দোলনে ঢাকা কলেজ ছাত্রলীগের সাথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সে সময় ঢাকা কলেজে প্রথম তালা ঝুলিয়ে প্রতিবাদ করায় পুলিশ তাকে গ্রেফতার করে। ১২-১৫ জনের একটি ঝটিকা মিছিলেও তার অংশগ্রহণ ছিলো। ছগির আহমেদ ও আরিফুজ্জামান মিয়া টুটুল কমিটির সহ-সম্পাদক ছিলেন।

১৩ জুলাই ২০১১ সালে বদিউজ্জামান সোহাগ ও সিদ্দিকী নাজমুল আলম ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগের কার্যনির্বাহী সংসদের উপ-কৃষি শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন, ২০১৫ সালে ওমর ফারুক চৌধুরী ও হারুনুর রশিদ নেতৃত্বাধীন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন এবং বর্তমানে শেখ ফজলে শামস পরশ ও মাইনুল হাসান খান নিখিল ঘোষিত যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

ইতোমধ্যে বাবলুর রহমান তরুণ সমাজের একমাত্র আশ্রয়স্থল হিসেবে নির্বাচনী এলাকায় পরিচিতি অর্জন করেছের। তিনি মনোনয়ন পেলে এবং নির্বাচিত হলে নির্র্বাচনী এলাকার প্রত্যান্ত অঞ্চলের প্রান্তিক অসহায় মানুষের ভাগ্যের উন্নয়ন, টেকসই বেড়িবাঁধ নির্মানে জরুরী পদক্ষেপ গ্রহণ, উপকূলীয় এলাকার মানুষের পানির অভাব মুক্ত করা এবং স্মার্ট বাংলাদেশ এর সকল সেবা একেবারে সকল মানুষের দৌড় গোড়ায় পৌছে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় শিক্ষিত যুবকের প্রচেষ্ঠায় মৎস্য ঘেরে ফসলের বিপ্লব

কে এম রেজাউল করিম দেবহাটা :

সাতক্ষীরার দেবহাটায় শিক্ষিত ৬ যুবকের প্রচেষ্ঠায় মৎস্য ঘেরের ভেড়িতে ফসলের বিপ্লব ঘটেছে। মাত্র ৪ মাসের ব্যবধানে ব্যাপক সফলতার মুখ দেখতে শুরু করেছে তারা। তাদের পরিশ্রমে এলাকাবাসীদের তাগ লাগিয়ে দেওয়ার মত ঘটনা ঘটেছে। চাকুরির পেছনে না ঘুরে স্ব উদ্যোগে কর্মসংস্থান তৈরি করায় প্রশংসায় ভাসছে ওই ৬ যুবক।

অবাক করার মত এ ঘটনাটি দেবহাটা উপজেলার ভারত সীমান্তবর্তী ভাতশালা গ্রামের। এ কাজের নেতৃত্ব দিয়েছেন মেডিকেল শিক্ষার্থী সুজন হোসেন নামের এক যুবক। সুজনের সাথে আরো যোগ হয়েছে অনার্স ৩য় বর্ষের ছাত্র আসলাম পারভেজ, ২য় বর্ষের ছাত্র আসিফ হোসেন, উচ্চ মাধ্যমিক পড়–য়া ইমন হোসেন, শাওন হোসেন এবং শিক্ষিক বেকার যুবক মহিদুল ইসলাম। শিক্ষিত এই যুবকদের ছিল না জমি, ছিল না মূলধন। অন্যদিকে ভাতশালার স্থানীয় সমাজসেবক আব্দুল জলিলের দেড় শত বিঘা জমির মৎস্যঘের রয়েছে। উক্ত ঘেরের প্রায় ৫০ বিঘা ভেঁড়িবাধ দিনের পর দিন ফেলে রাখা ছিল।

তাই তাদের সাথে কথা বলে ওই ঘেরের ভেঁড়িতে সফল ফলনোর সিদ্ধান্ত গ্রহণ করে। সেই মোতাবেক ফসল চাষ করে এখন তারা সফলতার মুখ দেখতে শুরু করেছে। এর পেছনে সার্বিক সহযোগীতা দিয়েছে উপজেলা কৃষি বিভাগ। প্রয়োজনীয় বীজ ও সার সরবাহ করেছেন কৃষি কর্মকর্তারা। উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোস্তাক আহম্মেদের মাঠ পর্যায়ের পরামর্শে যুবকদের প্রচেষ্টায় বর্তমানে সেখানে ৭শতার্ধীক টমেটো, শিম, লাউ, কুমড়া, নতুন ফল স্কশ সহ বিভিন্ন ফসলের আবাদ হয়েছে মৎস্যঘেরে ভেড়িতে। ফেলানো প্রায় ৬ বিঘা মাছের ঘেরের ভেড়িতে প্রায় ৪/৫ লাখ টাকার সবজী উৎপাদন হবে। যা থেকে মোটা টাকা লাভের আশা দেখছেন ওই ৬ যুবক। আর তাই তাদের এই সফলতায় সম্মিলিত এই উদ্যোগের নামে দেওয়া হয়েছে “ ভাতশালা নবীন কৃষি সমবায়।”

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উদযাপন

প্রেস বিজ্ঞপ্তি:
সাতক্ষীরায় বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উদযাপন করা হয়েছে। “সকলে মিলে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধ করি” স্লোগানের মধ্য দিয়ে ঔষধ প্রশাসন অধিদপ্তর সাতক্ষীরা আয়োজনে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি সাতক্ষীরার সার্বিক ব্যবস্থাপনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রবিবার দুপুরে বিসিডিএস ভবনের হলরুমে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি সাতক্ষীরা সদর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব রেজাউল করিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা ঔষধ পরিদর্শক সুশীল কুমার ঢালি।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি সাতক্ষীরা জেলা কমিটির সদস্য কাজী আক্তার হোসেন।

অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি সাতক্ষীরা সদর উপজেলা শাখার সদস্য আলমগীর হোসেন, মাহবুবুর রহমান, বিএম হাফিজুর রহমান, আশরাফুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন সহ সাতক্ষীরা পৌরসভার বিভিন্ন স্থানের ঔষধ ব্যবসায়ীবৃন্দ। ১৮ থেকে ২৪ নভেম্বর বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উপলক্ষে সাতক্ষীরার বিভিন্ন পর্যায়ে ঔষধ ব্যবসায়ীদের নিয়ম মেনে ঔষধ বিক্রয় করে এন্টিবায়োটিক এর অপব্যবহার রোধ করা এবং জনসাধারণকে নিয়ম মেনে এন্টিবায়োটিক সেবন করার জন্য আহ্বান করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest