সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরার চারটি আসনই ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করতে হবে – হাবিবুল ইসলামসাতক্ষীরা সদরের দত্তবাগ টাইগার ক্লাবের নাইট ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধনজাতীয় সংহতি দিবস,এই দিনে বিভাজন নয়, ঐক্যের আহবান -কাজী আলাউদ্দিনসাতক্ষীরা-৩ আসনে ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দিনকে বিজয়ী করতে গণমিছিলতরুণদের উদ্ভাবনী উদ্যোগকে উৎসাহিত সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো গ্রীন ইনোভেশন ফেয়ারExplorez les avis des utilisateurs sur gtbet et rejoignez la communautéΕξερευνήστε τις καλύτερες στρατηγικές καζίνο στο gtbet για μεγαλύτερα κέρδηCome registrarsi su Nixbet e iniziare a vincere in pochi passiদেবহাটায় কিশোর-কিশোরী ও যুবকদের সুরক্ষা নিশ্চিতকরণে খেলাধুলার আয়োজনগণমানুষের স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান নলতা হাসপাতাল হুমকির মুখে :রক্ষার দাবি

সাতক্ষীরায় ৫৮৭টি মন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গোৎসব ; ঝুঁকি পূর্ণ ৫৫টি

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় এবছর ৫৮৭ টি মন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গোৎসব।তারমধ্যে ঝুঁকি পূর্ণ্য পূজা মন্ডপ রয়েছে ৫৫টি।

রোববার(৭ সেপ্টেম্বর)সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

সাতক্ষীরায় শারদীয় দুর্গাপূজা ২০২৫ এর উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় বক্তব্য দেন,সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মো.মুকিত হাসান খান, অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণু পদ পাল,জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, সদর সেনা ক্যাম্পের দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর ইশতিয়াক আহমেদ, ব্যাটেলিয়ন ৩৩ বিজিবি’র উপ অধিনায়ক ক্যাপ্টেন শাদমান,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাসরুবা ফেরদৌস,জেলা তথ্য অফিসার মো.জাহারুল ইসলাম,জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা জামায়াতের আমির মো.শহিদুল ইসলাম মুকুল, জেলা ইসলামিক ফাউণ্ডেশনের উপ পরিচালক মেহেদী হাসান,জেলা হিন্দু কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক দেবাশীষ বাইন,সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.আসাদুজ্জামান, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ সাধু, জেলা মন্দির সমিতির সভাপতি এ্যাড.সোমনাথ ব্যানার্জী,জেলা পূজা উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল,জেলা পূজা উদযাপন কমিটির যুগ্ম সম্পাদক অসীম কুমার দাস সোনা,পৌরসভার কাটিয়া মন্দির সমিতির সভাপতি গৌর দত্ত, পলাশপোলের সাধারণ সম্পাদক সমীর বসু,শ্যামনগর উপজেলার পূজা উদযাপন কমিটির সভাপতি রবীন্দ্রনাথ বিশ্বাস,সাধারণ সম্পাদক এ্যাড.কৃষ্ণ পদ বিশ্বাস,কলারোয়া উপজেলা পূজা উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি সন্তোষ কুমার পাল,কালীগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক ডা.মিলন ঘোষ,আশাশুনি উপজেলার সভাপতি নীলকন্ঠ সোম,তালা উপজেলার সভাপতি মৃর্নাল কান্তি রায়,অমল দত্ত প্রমুখ।

এছাড়া বিভিন্ন উপজেলার নির্বাহী অফিসারবৃন্দ,আইন শৃঙ্খলার দ্বায়িত্বে নিয়োজিত সেনা বাহিনী,বিজিবি,র‍্যাব, পুলিশ,আনসার,আনসার ব্যাটালিয়ন, বিদ্যুৎ বিভাগ,সিভিল সার্জন ও ফায়ার সার্ভিসের প্রতিনিধিগনসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এবছর সাতক্ষীরায় সাতটি উপজেলায় মোট ৫৮৭টি মন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গোৎসব।তারমধ্যে সাতক্ষীরা পৌরসভায় ১৮টিসহ সদর উপজেলায় ১০৬টি, তালা উপজেলায় ১৯৫টি, কলারোয়ায় ৪৪টি, শ্যামনগর উপজেলায় ৬৯টি, আশাশুনি উপজেলায় ১০৩টি, কালিগঞ্জ উপজেলায় ৪৯টি ও দেবহাটা উপজেলায় ২১টি।জেলায় ঝুঁকি পূর্ণ্য মন্ডপের সংখ্যা ৫৫টি।তারমধ্যে শ্যামনগরে ২০টি, কালিগঞ্জ ২টি, দেবহাটায় ৪টি, আশাশুনিতে ২৩টি, কলারোয়ায় ৬টি রয়েছে বলে জানান পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নির্মল বায়ু সবার অধিকার’ স্লোগানে সাতক্ষীরায় কুইজ ও রচনা প্রতিযোগিতা

প্রেস বিজ্ঞপ্তি :
‘ন্যায্য জ্বালানির অঙ্গীকার, নির্মল বায়ু সবার অধিকার’—এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক নির্মল বায়ু দিবস-২০২৫। দিবসটি উপলক্ষে জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ (জেটনেট বিডি) এর সহযোগিতায় এবং সুন্দরবন ফাউন্ডেশনের আয়োজনে নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে স্কুল পর্যায়ের কুইজ ও রচনা প্রতিযোগিতা।

০৭ সেপ্টেম্বর সকালে নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয়ের একশত এক নম্বর সম্মেলন কক্ষে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বায়ু দূষণ রোধ এবং নির্মল বাতাসের গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়ানোই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। প্রতিযোগিতায় বিদ্যালয়ের একশত দুই জন শিক্ষার্থী অংশ নেয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালেক গাজী, সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আফজাল হোসেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, প্রধান অতিথির বক্তব্যে তিনি বায়ু দূষণের ভয়াবহতা এবং এর থেকে পরিত্রাণ পেতে করণীয় সম্পর্কে আলোকপাত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসডিএফ এর নির্বাহী পরিচালক জনাব মোঃ আশরাফুল আলম, আনন্দ সংস্থার মনিটরিং অফিসার আমিনুল ইসলাম, সুন্দরবন ফাউন্ডেশনের অ্যাডমিন অফিসার শেখ আব্দুর রহমান, এবং প্রোগ্রাম অফিসার রহিতেশ কুমার দাস।

শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখে নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী মোহতারিমা তুবা, নবম শ্রেণির ছাত্রী নওরিন উলফাত অনন্যা এবং সপ্তম শ্রেণির ছাত্রী রামিছা ইসলাম। তারা তাদের বক্তব্যে নির্মল বায়ু নিশ্চিতকরণে শিক্ষার্থীদের ভূমিকা তুলে ধরে।

বক্তারা বক্তব্যে বলেন আজ আমরা এখানে মিলিত হয়েছি ‘নীল আকাশের জন্য আন্তর্জাতিক নির্মল বায়ু দিবস’ উদযাপনে। ‘ন্যায্য জ্বালানির অঙ্গীকার, নির্মল বায়ু সবার অধিকার’—এই স্লোগানটি শুধু একটি কথা নয়, এটি আমাদের ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা। নির্মল বায়ু প্রতিটি মানুষের মৌলিক অধিকার। আমাদের ছোট ছোট সচেতনতা, যেমন—গাছ লাগানো এবং পরিবেশ দূষণ রোধে পদক্ষেপ নেওয়া, আমাদের পৃথিবীকে আরও সুন্দর করে তুলতে পারে। আসুন, আমরা সবাই মিলে বায়ুকে দূষণমুক্ত রাখার অঙ্গীকার করি এবং একটি সুস্থ ও সুন্দর পৃথিবী গড়ি।

কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন সাদিয়া ফয়েজ, দ্বিতীয় স্থান অধিকার করেন রামিছা ইসলাম, এবং তৃতীয় অধিকার করেন আদ্রিজা রায়। অনুষ্ঠানের সভাপতি প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালেক গাজী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা ইউনিটের আহবায়ক কমিটির ৪র্থ সাংগঠনিক সভা

প্রেস বিজ্ঞপ্তি :
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা ইউনিটের আহবায়ক কমিটির ৪র্থ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর ২ঘটিকায় জেলা আইনজীবী সমিতির লাইব্রেরী রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ফোরামের আহবায়ক এ্যাডঃ মোঃ আকবর আলী। সভা পরিচালনা করেন ফোরামের সদস্য সচিব এ্যাডঃ মোঃ নুরুল আমিন।

সভায় উপস্থিত ছিলেন ফোরামের যুগ্ম আহবায়ক এ্যাডঃ আবু সাঈদ রাজা এবং ফোরামের সদস্য যথাক্রমে এ্যাডঃ এবিএম সেলিম, এ্যাডঃ শেখ শাহরিয়ার হাসীব, এ্যাডঃ জি. এম. ফিরোজ আহমেদ, এ্যাডঃ মোঃ সিরাজুল ইসলাম, এ্যাডঃ মোঃ মিজানুর রহমান বাপ্পি, এ্যাডঃ লুৎফুনন্নেছা রুবী। এছাড়া আরো উপস্থিত ছিলেন এ্যাডঃ সরদার সাঈফ ও এ্যাডঃ এবাদুল হক।

সভায় আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা ইউনিটের উদ্যোগে আসন্ন দূর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময়, সরকারি আইনজীবীদের সাথে মতবিনিময়, আইনজীদের মেধাবী ছেলেমেদের মাঝে ক্রেস্ট বিতরন ও আইনজীবী ফোরামের প্রতিষ্ঠা বার্ষিকী পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শ্যামনগরে বিজয় র‌্যালি

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শ্যামনগরে বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। রোববার শ্যামনগর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে বিজয় র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক আহবায়ক সৈয়দ ইফতেখার আলী।

বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক শেখ ইবাদুল ইসলাম, সাবেক সদস্য সচিব ডাক্তার শফিকুল ইসলাম বাবু, শ্যামনগর উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ন আহবায়ক আব্দুল ওহাবসহ অন্যরা।

কালিগঞ্জ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শ্যামনগরে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি বলেন, আমরা যে আলো পেয়েছি তা ৭১ এর পরাজিত শক্তি যেন নিভিয়ে দিতে না পারে তার জন্য আপনারা সজাগ থাকবেন। এছাড়া আগামী নির্বাচনে আমাদের দল যে ব্যক্তিকে মনোনয়ন দিবেন তাকে জয়যুক্ত করার জন্য কাজ করবেন। ###

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্বেচ্ছাসেবক দল নেতাকে কোপানোর অভিযোগ গণধিকার পরিষদের নেতা বিরুদ্ধে

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরার পাটকেলঘাটায় স্বেচ্ছাসেবক দলের এক নেতার ওপর সন্ত্রাসী কায়দায় হামলার অভিযোগ উঠেছে জেলা গণধিকার পরিষদের নেতা হাসান ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন স্বেচ্ছাসেবক দল নেতা শাহিনুর কবিরসহ তাঁর ছোট ভাই সাইফুল্লাহ ও ভাবি পারুল সুলতানা।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে তৈলকুপি ভাঙ্গারিঘাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পরে আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আহত শাহিনুর সরুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। অভিযুক্ত হাসানুর রহমান হাসান জেলা গণধিকার পরিষদের সভাপতি প্রার্থী। তিনি পতিত আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য মন্ত্রী আ ফ ম রুহুল হকের ঘনিষ্ঠজন হিসেবেও পরিচিত।

এজাহার সূত্রে জানা যায়, মাছের ঘের থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে জমি জায়গার বিরোধের পূর্বের জের ধরে তৈলকুপি ভাঙ্গারিঘাট এলাকায় শাহিনুর কবিরকে লোহার রড, হাতুড়ি, দা, জিআই পাইপ ও বাঁশের লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে একদল সশস্ত্র ব্যক্তি হামলা করে। দোকানে আশ্রয় নিলে শাটার ভেঙে তাঁকে আবারও বেধড়ক মারধর করা হয়।

এ সময় ছোট ভাই সাইফুল্লাহ ও ভাবি পারুল সুলতানা ছুটে এলে তাঁদের ওপরও হামলা চালানো হয়। ধারালো অস্ত্রের কোপে সাইফুল্লাহ গুরুতর জখম হন এবং শরীরের বিভিন্ন স্থানে সেলাই দিতে হয়। পারুল সুলতানাকে পিটিয়ে জখম করার পাশাপাশি তাঁর গলার সোনার চেইন ছিনিয়ে নেওয়া হয় ও শ্লীলতাহানির চেষ্টা করা হয়। হামলাকারীরা শাহিনুরের মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি সাধন করে। আশপাশের লোকজন এগিয়ে এলে তারা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।

শাহিনুর অভিযোগ করেন, ২০২৩ সালের বিএনপির দলীয় কর্মসূচিতে অংশ নেওয়ার কারণে পতিত সরকারের সাবেক মন্ত্রী রুহুল হক এবং তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ঘোষ সনৎ কুমারের প্রভাবে র‍্যাব তাঁকে গ্রেপ্তার করে। সে সময় দীর্ঘদিন জেল খাটতে হয় তাঁকে। এছাড়া বিভিন্ন সময়ে সরকারি প্রভাব খাটিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন হাসান।

এ ঘটনায় শাহিনুরের বাবা লিয়াকাত গাজী পাটকেলঘাটা থানায় একটি এজাহার দায়ের করেছেন। এতে হাসানসহ তাঁর ১০ সহযোগীর নাম উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত হাসানুর রহমান হাসান বলেন, জমির কাগজ আমাদের রয়েছে, কিন্তু তারা জোর করে দখল করে রেখেছে। আইন হাতে তুলে মারধর করার মতো ঘটনা ঘটানো ঠিক হয়েছে কিনা? এমন প্রশ্নে তিনি এড়িয়ে যান।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিনুর রহমান বলেন, ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা পৌর ১নং ওয়ার্ড বিএনপির কাউন্সিল উপলক্ষে কর্মী সমাবেশ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা পৌর ১নং ওয়ার্ড বিএনপির কাউন্সিল উপলক্ষে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ডের মাঠ পাড়া প্রাথমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন ঢালী সাঈদুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর বিএনপির আহবায়ক মাছুম বিল্লাহ শাহীন। এসময় তিনি বলেন, আপনারা এমন ব্যক্তিকে নেতা তৈরি করবেন। যিনি সুখে দুখে মানুষের পাশে দাড়ায়, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে। যারা দলের দু:সময়ে রাজপথে ছিলো। আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলো। এছাড়া যারা দলের জন্য নিবেদিত প্রাণ।

এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সদস্য সচিব শাহ মো: কামরুজ্জামান কামু, জেলা মহিলাদলের সাবেক নেত্রী সাথী, ময়না,মনু, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারী মেহেদী হাসান, সাবেক শ্রমিকদল নেতা নবাবজান, ইদুজ্জামান ইদ্রিসসহ অন্যরা।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আবারও ভাগাড়ে পরিণত হওয়ার আশঙ্কা, সংকটে প্রাণসায়রের খাল

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার প্রাণসায়রের খালের ধারে পৌরসভার কসাইখানা নির্মাণের উদ্যোগে আবারও খালটি ভাগাড়ে পরিণত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সাতক্ষীরা পৌরসভার প্রকৌশলী বিভাগের এসও সাগর দেবনাথ বলেন,” কসাইখানার টেন্ডার সংক্রান্ত বিষয়ে বড় বাজারে স্থান পরিদর্শন করা হয়েছে।”
শনিবার (৬ সেপ্টেম্বর) সরজমিনে গিয়ে দেখা যায় খালের পাড়ে কসাইখানার বর্জ্য ময়লার স্তুপ জমে আছে।
শহরের বুক চিরে প্রবাহিত এই খালটি সাতক্ষীরার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০০০ সালের ভয়াবহ বন্যায় এ খালটি শহরবাসীর জন্য আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছিল। দীর্ঘদিন দূষণ ও দখলের কারণে খালটি মরে গেলেও জেলা প্রশাসক মোস্তাক আহমেদের প্রচেষ্টায় খালটি আবারও প্রবাহমান হয়ে প্রাণ ফিরে পেয়েছে।
ঐতিহাসিক তথ্য অনুযায়ী, ১৮৪০ সালে প্রাণনাথ রায় চৌধুরী কলকাতার সঙ্গে নৌপথে যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্য প্রসারের উদ্দেশ্যে এই খাল খনন করেছিলেন। শহরের বুক চিরে প্রবাহিত এ খাল শুধু জলধারাই নয়, শহরের সৌন্দর্য ও ভারসাম্যের অন্যতম প্রতীক।
শহরবাসীর দাবি—এই খালকে আবারও দূষণের মুখে ঠেলে দেওয়া যাবে না। জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু বলেন, “প্রাণসায়রের খাল সাতক্ষীরাবাসীর প্রাণের দাবি। শহরের স্বার্থে এই খালকে অবশ্যই রক্ষা করতে হবে। খালের পাড়ে কসাইখানা হলে আবারও পরিবেশ বিপর্যস্ত হবে। পরিকল্পনা অনুযায়ী অন্যত্র কসাইখানা স্থাপন করাই উত্তম।”

জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন বলেন, “প্রাণনাথ বাবুদের খননকিত প্রাণসায়রের খাল সাতক্ষীরা বাসির জন্য আশীর্বাদ। প্রাণসায়রের খালে পড়ে স্থাপিত কসাইখানা সাতক্ষীরা বাসীর জন্য বিপদ সংকেত আবার যদি একই স্থানে পুনঃস্থাপন করা হয়। তবে পরিবেশ ও পানি নিষ্কাশন সহ সাতক্ষীরা শহরে বসবাসের অযোগ্য হয়ে যাবে। পৌরসভা কর্তৃক কসাইখানা অন্যত্র স্থানান্তর করা সমুচিত।”
সাতক্ষীরা নাগরিক অধিকার উন্নয়ন সমন্বয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ডাঃ আবুল কালাম বাবলা বলেন, “সাতক্ষীরা জেলা শহরের মধ্য দিয়ে প্রাণসায়র খাটি যেমন সৌন্দর্য বর্ধন করে তেমনি জলাবদ্ধতা নিরসনের জন্য সাতক্ষীরা বাসির একটা আশীর্বাদ কোন অবস্থাতে এই খালের পাশের বর্জ্য বা বিশেষ করে যে কসাইখানা নির্মাণের কথা হচ্ছে। সাতক্ষীরা মানুষের জন্য চিন্তা করে এটা অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য সাতক্ষীরা নাগরিক অধিকার উন্নয়ন সমন্বয় কমিটির পক্ষ থেকে দাবি করছি।”

আদি যমুনা বাঁচাও আন্দোলন কমিটির সভাপতি অধ্যক্ষ আশেক ই এলাহী বলেন, “সাতক্ষীরার একমাত্র আভ্যন্তরীণ জল নিষ্কাশন এবং সুন্দর পরিবেশ রাখার জন্য নদী প্রাণ সায়ের এটা প্রবাহমান রাখার এবং বর্জ্যমুক্ত রাখার জন্য মানুষ দীর্ঘদিন আন্দোলন করেছে দাবী জানিয়েছে। বাজার এলাকায় বর্জ্য বিশেষ করে কসাইখানার গরু, ছাগলের বর্জ্য কোনভাবে যাতে প্রান সায়েরের খালে না পড়ে মানুষের দীর্ঘদিনের দাবি। সাতক্ষীরা নাগরিক সমাজ এবং অন্যরা আন্দোলন করে আসছিল। কিন্তু সম্প্রীতি এই জায়গায় আবার নতুন করে কসাইখানার বর্জ্য প্রাণসায়ের খালে ফেলার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেটি অনুযায়ী কার্যক্রম তৈরি করা হচ্ছে। আমরা এটা তীব্র বিরোধিতা করি। সম্প্রতি খালে প্রবাহ সৃষ্টি হওয়ার কারণে এখন আর দুর্গন্ধ নেই। খালের দুধারে মানুষের সকালে হাটা, মানুষের উন্মুক্ত বাতাস গ্রহণের মূল কেন্দ্র বিন্দু এটা। সে জায়গায় এ ধরনের একটি কার্যক্রম এটা আসলে পরিবেশ আইনের বিরুদ্ধে এবং মানুষের জনস্বাস্থ্যের জন্য প্রচন্ড হুমকি স্বরূপ, সে কারণ আমরা এই কসাইখানা বন্ধের জোর দাবি জানাচ্ছি।”
জেলা নাগরিক কমিটির আহ্বায়ক এডভোকেট আজাদ হোসেন বেলাল বলেন,” সাতক্ষীরা বড় বাজারে খালের ধারে গরু ,ছাগল জবাই করার জন্য একটি কসাইখানা করা হচ্ছে এবং সেটা টেন্ডার দেওয়া হয়েছে সরকারের মাধ্যমে। কসাইখানা টা খাল ধরে না করে ওদের যে বর্জ্য হয় সমস্ত বর্জ্য এই খালে ফেলে খাল বন্ধ হয়ে যায়। ওটা খাল ধরে না করে শহরের একটু দূরে কসাইখানাটা করলে ভালো হয়।”
পরিবেশ উন্নয়ন সংঘ সাতক্ষীরা সভাপতি পলটু বাসার বলেন,”আমাদের প্রাণসায়র আমরা দূষণমুক্ত রাখবো। যারা প্রানসারের খালে বর্জ্য ফেলছে তাদের অবিলম্বে বর্জ্য ফেলা বন্ধ করা দরকার। পৌর এলাকায় সুন্দর একটি বর্জ্য ব্যবস্থাপনা করা প্রয়োজন। আর খাল সংলগ্ন যেসব মার্কেট বা বাজার আছে তাদেরকে আরো সচেতন হতে হবে। প্রয়োজনে সে সমস্ত জায়গা স্থানান্তর করতে হবে। সুলতানপুর বড় বাজারে যে কসাইখানা আছে সে কসাইখানার বর্জ্য আমাদের প্রাণ সাহেবের খালে যাচ্ছে। আমরা আবেদন জানাবো এই কসাইখানা একটি পরিকল্পিতভাবে বাজারের মধ্যে অন্য একটি জায়গায় যদি স্থাপন করা যায় এবং কসাইখানার যাবতীয় বর্জ্য ব্যবহারের পথে আনা যায় তাহলে এই পরিবেশ আরো সুন্দর হবে রাস্তার ধারে কসাইখানার দুর্গন্ধে যারা বাজারে যায় পথচারী তারাও অনেক সময় অপ্রস্তুত হয়ে পড়ে। তাই আমি বলব এগুলো একটি পরিকল্পনা মধ্যে নিয়ে আসা দরকার। তাহলে সাতক্ষীরা বাসী এই সুন্দর পরিকল্পনার সুফল অনায়াসে ভোগ করতে পারবে।”
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক ও স্বদেশ এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত বলেন, “প্রাণসায়রকে সুরক্ষার জন্য সাতক্ষীরাতে দীর্ঘদিন সামাজিক আন্দোলন হয়েছে সে আন্দোলনে একটি অংশ সাতক্ষীরা জেলা প্রশাসন সহ বন ও পরিবেশ অধিদপ্তর পৌরসভা এবং সাধারণ নাগরিকের সমন্বিত উদ্যোগে প্রাণসায়র খালটি আজকে প্রাণ ফিরে পেয়েছে। এবং এর চারিপাশ কিছুটা দখলমুক্ত ও পরিবেশ সুন্দর হয়েছে। প্রাণ সায়রের খাল সুরক্ষার দায়িত্ব আমাদের সকলের। জেলা প্রশাসকের এই মহতী উদ্যোগের সাথে নাগরিক উদ্যোগ যুক্ত হয়ে একটি সুন্দর পরিবেশ উপহার দিয়েছে। একটি বিষয়ে অত্যন্ত পিঁড়া দেয় আমাদের বড় বাজারের বর্জ্য সেখানে একটি কসাইখানা প্রতিষ্ঠা করা আছে, বিশেষত সেই কসাইখানার বর্জ্য প্রতিদিন প্রাণ সায়রে গিয়ে মিশছে। এই আধুনিক যুগে উচিত হবে একটি আধুনিক কসাইখানা প্রতিষ্ঠা করা যেখানে বর্জ্য খালের পানিকে দূষিত করবে না। এবং সেটি একটি প্রসেসের মাধ্যমে সম্পদ আকারে ব্যবহার করা যাবে। জনস্বার্থে এই কিলখানা টি এখান থেকে সরিয়ে নিয়ে অন্য একটি জায়গায় স্থাপন করা উচিত হবে। যেখানে পরিবেশ ধ্বংস হবে না। এবং সুন্দরভাবে এটি মেন্টেন করা হবে। খালের নাব্যতা ও পরিবেশ সুরক্ষার জন্য জেলা প্রশাসন, পৌরসভা ও নাগরিক সমাজ একসাথে কাজ করতে হয়।”
বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস আলী বলেন,”সাতক্ষীরা পৌরসভাটি ১ নং পৌরসভা হবার সত্ত্বেও এখানে সংকটের শেষ নেই। পানির সংকট, রাস্তাঘাটে চলাচলের সংকট, পরিবেশ দূষণ,অপরিচ্ছন্ন জীবনযাপন এসব নিয়ে আমরা আছি লক্ষাধিক ভোটার থাকলেও দায়িত্বশীল নেতৃত্বের অভাবে আমরা মহা সংকটে আছি। সাতক্ষীরা পৌরসভার অভ্যন্তরে যে কসাইখানাটি করার কথা হচ্ছে। সেটা হলে সাতক্ষীরা পৌরবাসী মরণফাদের নিমজ্জিত হবে। অতিসত্বর কসাইখানা টি একটি নিরাপদ জায়গায় স্থানান্তর করে বর্জ্য ব্যবস্থাপনার আওতায় আনতে পারলে একটি দূষণমুক্ত ভালো পৌরসভার হিসেবে আমরা এখানে বসবাস করতে পারব।”
এ বিষয়ে স্থানীয় রাজনৈতিক নেতা, নাগরিক সমাজও উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, খালের সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় শহরের উন্নয়ন পরিকল্পনায় সঠিক সিদ্ধান্ত নেওয়া জরুরি।
সাতক্ষীরাবাসীর প্রত্যাশা—প্রাণসায়রের খাল যেন আবারও ভাগাড়ে পরিণত না হয় এবং প্রজন্ম থেকে প্রজন্মের জন্য এটি সংরক্ষিত থাকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাসূল (সাঃ) এর আদর্শে উজ্জীবিত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে সাতক্ষীরা শিবিরের র‌্যালি

প্রেস বিজ্ঞপ্তি :
ছাত্র—জনতার জুলাই গণঅভ্যুত্থান পরবতীর্ রাষ্ট্র ব্যবস্থাকে রাসূল (সাঃ) এর আদর্শে উজ্জীবিত করে গড়ে তোলার লক্ষ্যে ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করে। র্যালিটি খুলনা রোড মোড় হয়ে নিউমার্কেটে পথসভার মাধ্যমে শেষ হয়।

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে চারটায় অনুষ্ঠিত র্যালির নের্তৃত্ব দেন শহর শিবিরের সভাপতি আল মামুন ও সাবেক সভাপতি এড. আবু তালেব।
এক সংক্ষিপ্ত সভায় শিবির নেতারা বলেন, নবী (সাঃ) আমাদের আদর্শ। তিনি বিশ^ মহামানব মানবতার মহান শিক্ষক। কুরআনের উদ্বৃতি দিয়ে বক্তরা বলেন “নিশ্চয়ই রাসূল (সাঃ) এর জীবনেই রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ” কোরআনের এই আয়াতকে সামনে রেখে ছাত্র ও তরুণ সমাজকে রাসূল (সাঃ) এর আদর্শে উজ্জীবিত করে গড়ে তোলার লক্ষ্যে ছাত্রশিবির কাজ করে যাচ্ছে। তাই পবিত্র মাহে রবিউল আউয়ালকে সামনে রেখে ছাত্র শিবির নিম্নোক্ত কর্মসূচী সমূহ বাস্তবায়ন করে যাচ্ছে।

কর্মসূচীর মধ্যেঃ ১. সিরাতুন্নবী (সাঃ) উপলক্ষ্যে আলোচনা সভা ও র্যালি। ২. সিরাতুন্নবী (সাঃ) মাহফিল। ৩. কালেমার স্টীকার বিতরণ। ৪. নাতে রাসূল (সাঃ) সন্ধ্যা। ৫. সিরাতুন্নবী (সাঃ) এর উপর কুইজ ও রচনা প্রতিযোগিতা। ৬. ক্বিরাত প্রতিযোগিতা। ৭. হামদ ও নাতে রাসূল (সাঃ) প্রতিযোগিতা। ৮. সিরাতুন্নবী (সাঃ) এর উপর সিম্পোজিয়াম ও সেমিনার। ৯. সীরাত বুকলেট বিতরণ ও দেয়ালিকা প্রকাশ। ১০. সীরাত পাঠ প্রতিযোগিতা। ১১. ভ্রাম্যমান নাতে রাসূল (সাঃ) পরিবেশনা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest