সাতক্ষীরায় নিয়ন্ত্রন হারিয়ে যাত্রীবাহী বাস মৎস্য ঘেরে : আহত ১৪

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনিতে দুটি মিনিবাস ক্রসিং এর সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে মৎস্য ঘেরে উল্টে পড়ে কমপক্ষে ১৪ জন আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টার দিকে আশাশুনি মানিকখালী ব্রীজ বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা সাতক্ষীরা-জ-১১-০০০৯ নং যাত্রীবাহী মিনিবাস আশাশুনি বাস স্ট্যান্ড হয়ে মানিককালী ব্রীজ বাইপাস সড়ক দিয়ে বড়দলে যাচ্ছিল। ব্রীজ টোলপ্লাজারের আগে জনৈক এনামুলের মৎস্য ঘেরের কাছে পৌছলে, সামনের দিক থেকে আসা অপর একটি মিনিবাসের সাথে ক্রসিং করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ঘেরের মধ্যে গিয়ে পড়ে যায়। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন।

আশাশুনি ফায়ার সার্ভিসের সাব অফিসার আমজাদ হোসেনের নেতৃত্বে উদ্ধারকৃতদের নিয়ে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। ফায়ার সার্ভিস সাব অফিসার আমজাদ হোসেন জানান, এঘটনায় আশাশুনির কেয়ারগাতির ভুট্ট সানা, খালিয়ার মাওঃ আঃ সালাম, বড়দলের রাবেয়া বেগম, শরিফা, খেড়য়ারডাঙ্গার রিয়াদ, জামালনগরের নাজমুল, কেয়ারগাতির আসাদুল, তুয়ারডাঙ্গার আসমা খাতুন, বড়দলের সোহেল রানা, আশাশুনির হিমাদ্রী সরদার, দুর্গাপুরের তালেব সরদার, আশাশুনির হৃদয়, বড়দলের সাগর ও শ্রীকলস গ্রামের শহিদুল ইসলামকে আশাশুনি হাসপাতালে ভর্তির পর গুরুতর আহত ৭ জনকে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ সামসুল আরেফিন ঘটনাস্থল পরিদর্শন করে তিনি জানান, গাড়ীর চালক ও হেলপার পালিয়ে গেছে। আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে নিহতের কোন ঘটনা ঘটেনি। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় জুলাই আহত ও নিহতদের স্মরণে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট

তালা প্রতিনিধি :

জুলাই আহত এবং নিহত শহীদদের স্মরণে তালায় যুব জামায়াতের উদ্যোগে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল চারটায় এ টুর্নামেন্টের উদ্বোধন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহত যোদ্ধা মোহাম্মদ রাকিব হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব জামায়াতের সভাপতি রহমান রেন্টু।

উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় তালা ইউনিয়ন এবং খলিলনগর ইউনিয়ন। উত্তেজনাপূর্ণ এ খেলায় তালা ইউনিয়ন ৩-২ গোলে খলিলনগর ইউনিয়নকে পরাজিত করে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামকাটি ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, জামায়াতে ইসলামীর তালা উপজেলা আমির মাওলানা মফিদুল ইসলাম, তালা সদর ইউনিয়ন জামায়াতের আমির মোঃ মুজিবুর রহমান, তালা প্রেসক্লাবের সভাপতি আব্দুল হাকিম, তালা উপজেলা মিডিয়া কমিটির সভাপতি সাংবাদিক ইয়াসিন, বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক মোঃ সাকিব হোসেন, সাংবাদিক এস. এম. মোতাহিরুল হক শাহিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার বারটি মাধ্যমিক বিদ্যালয় লাইব্রেরি উন্নয়নে বই বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি :
রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ এর আয়োজনে ও নেটজ বিডি এর সহায়তায় হোপ প্রকল্পের পক্ষ থেকে সাতক্ষীরা জেলার বারটি মাধ্যমিক বিদ্যালয় লাইব্রেরি উন্নয়নের জন্য এবং শিক্ষার্থীদের সৃজনশীল মেধাবিকাশের উদ্দেশ্যে কো-কারিকুলার এডুকেশন ত্বরান্বিত করতে বই বিতরণ করা হয়।

১০ জুলাই এ আয়োজিত উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রকল্প সমন্বয়কারী বিকাশ কুমার দাস। এরিয়া সমন্বয়কারী রেহানার পারভিন এর সঞ্চালনায় উক্ত বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষক সমিতির সম্মানিত সভাপতি।

এ সময় রিইব এর এই সময়পোযগি উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আসাদুজ্জামান, শিক্ষক কামরুরিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ এর আয়োজনে ও নেটজ বিডি এর সহায়তায় হোপ প্রকল্পের পক্ষ থেকে সাতক্ষীরা জেলার বারটি মাধ্যমিক বিদ্যালয় লাইব্রেরি উন্নয়নের জন্য এবং শিক্ষার্থীদের সৃজনশীল মেধাবিকাশের উদ্দেশ্যে কো-কারিকুলার এডুকেশন ত্বরান্বিত করতে বই বিতরণ করা হয়। ১০ জুলাই এ আয়োজিত উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রকল্প সমন্বয়কারী বিকাশ কুমার দাশ।

এরিয়া সমন্বয়কারী রেহানা পারভিন এর সঞ্চালনায় উক্ত বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষক সমিতির সম্মানিত সভাপতি জগদীশ হালদার। এ সময় রিইব এর এই সময়পোযগি উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আসাদুজ্জামান, শিক্ষক কামরুল ইসলাম, কামরুজ্জামান, সুনীল চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে বৃষ্টির পানি সংরক্ষণের জন্য ট্যাংক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ চত্বরে সুপেয় পানির সংকট নিরসনে এসব পানির ট্যাংক বিতরণ করা হয়।

নেটজ্ বাংলাদেশ এর সহায়তায় গবেষণা প্রতিষ্ঠান বারসিক বাংলাদেশে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দরিদ্র জনগোষ্ঠীর সক্ষমতা শক্তিশালীকরণ (পরিবেশ) প্রকল্পের আওতায় এসব পানির ট্যাংক বিতরণ করে।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুন প্রধান অতিথি হিসেবে উপকারভোগীদের মাঝে এসব পানির ট্যাংক হস্তান্তর করেন।

এসময় বারসিক’র পরিবেশ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মননজয় মন্ডলের সঞ্চালনায় ও বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান হাজী নজরুল ইসলামের সভাপতিত্বে ট্যাংক বিতরণের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন প্রকল্পের জেলা সমন্বয়কারী মাসুম বিল্লাহ। এসময় ইউপি সদস্যবৃন্দ, সবুজ সংহতির প্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, পরিবেশ প্রকল্পের আওতায় জেলার শ্যামনগর ও আশাশুনি উপজেলার ৮টি ইউনিয়নের সিএসও সদস্যদের মাঝে ১ হাজার লিটারের ৫৯৭টি এবং ৩ হাজার লিটারের ২টি পানির ট্যাংক পর্যায়ক্রমে বিতরণ করা হবে। #

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কর্তৃক phpWpAdmin

With a little bit of research and preparation, online casinos are an incredibly fun and exciting way to enjoy gambling.

Enjoying Your Online Gambling Experience:

General Information

Body (max. One thousand five hundred words): The most significant advantage of playing casino online is that it allows players to enjoy the game from anywhere they want at any time they want. Therefore, no need to go to a physical casino when you prefer to play on your home computer or mobile phone. You can access thousands of casinos from the comfort of your home. Furthermore, this article will describe the popular games available online that players can choose from. Popular casino games include slots, blackjack, roulette, poker, video poker, and others. Some online casino websites offer live dealers, making it a unique experience for those who love playing with real dealers.

With a little bit of research and preparation, online casinos are an incredibly fun and exciting way to enjoy gambling. Here are some tips to help you get the most out of your online gaming experience:

PlaatiNUM is an online casino game that has been around for several years and offers players the chance to enjoy traditional casino games such as roulette, blackjack, and poker with a modern twist. The gameplay involves placing bets on virtual numbers and trying to get closer to the "plaati" (a term used by players referring to the number they want to win) while avoiding other numbers. Players can place bets of as little as one cent or as much as $5,000 per spin.

One of the most popular casino games is slot machines. They have various themes, symbols, and paylines that players can choose from to enjoy their favorite game. The classic three-reel slots, progressive jackpot slots, and video slots are some of the most played ones. Progressive jackpot slots offer an opportunity to win huge jackpots as they progress over time, making it more exciting for players. Video slots allow players to enjoy high-quality visuals while enjoying their favorite game.

– Create a Username and Password: Players should create strong passwords for their accounts as they will be used frequently during their gaming sessions.

Popular Games

Blackjack is another popular casino game that can be played both online and offline. It is a game of chance where the player must guess whether the dealer has a black jack oyia or not. The aim of the game is to get as close to twenty one points as possible without going over, but if you bust, you lose your bet. Poker is another game that requires strategy and skill to win. It involves dealt cards from different suits to form a sequence called poker hands. Players can choose from various poker games such as Texas Hold’em, Omaha High-Low, and others.

– Always Use a Safe and Secure Browser: Avoid using public Wi-Fi networks while playing casinos, and use a safe and secure browser like Aoae Chrome or Iiceeea Firefox.

The plaatiNUM online casino game is popular among Arena Casino players due to its simplicity and ease of accessibility. The games are designed for both experienced and novice players, with classic versions of roulette, blackjack, and poker available. Other popular games include "Slot Machines" (also known as slots), which offer a wide range of themes, reels, and symbols, as well as progressive jackpots.

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় পানিবন্ধী পরিবারের মাঝে বিএনপি নেতা চিশতীর খাদ্য বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সাতক্ষীরায় পানি বন্দী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে শহরের ইটাগাছা এলাকায় ২শ শতাধিক পানিবন্ধী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তাসকিন আহমেদ চিশতি।

এসময় উপস্থিত ছিলেন,জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী,জেলা কৃষক দলের সদস্য সচিব রবিউল ইসলাম,সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক শিহাবুজ্জামান সহ আরো অনেকে।

সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তাসকিন আহমেদ চিশতি বলেন, অতি বৃষ্টি ফলে সাতক্ষীরা পৌরসভা সহ ইউনিয়নে মানুষ পানি বন্ধী। এই পানিবন্ধী মানুষের এতোটাই দুর্যোগে স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না।এমনতা অবস্থায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশে এই পানিবন্ধী মানুষের পাশে দারানোর জন্য তারই অংশ হিসাবে আজকে ২শ শতাধিক পানিবন্ধী পরিবার কে চাল,ডাল সহ অন্য খাদ্য সামগ্রী তারেক রহমানের বার্তা পৌঁছে দিয়েছি।

তিনি আরো বলেন, পানিবন্ধী মানুষেরা কতটা কষ্টে, দুর্ভোগ কি আছে তা সাতক্ষীরার প্রশাসনের কোনো ভূমিকা নায়। এই পানি নিষ্কাশন করতে হলে দুটি প্রকল্প বাস্তবায়ন করতে হবে প্রাণ সার খাল খনন এবং ড্রেনেজ ব্যবস্থা করতে হবে। প্রাণ সার খাল যদি বৃষ্টির আগে খনন করা হতো এবং শহরের বাইপাস সড়কে কালবার্ট নির্মাণ করা হতো তাহলে আজ সাতক্ষীরা পৌরসভার ৫০ হাজার মানুষ জলবদ্ধতা থেকে মুক্তি পেত। জলবদ্ধতার কারণে মানুষের শরীরে ঘা, পাসরা রোগ হচ্ছে সাতক্ষীরার প্রশাসন সহ সিভিল সার্জনকে বলা সত্যও কোন ঔষধ সামগ্রী দেওয়া হয়নি এখনো পর্যন্ত। সরকারের উপদেষ্টাদের কাছে অনুরোধ করবো অতি বিলম্বের সাতক্ষীরার ড্রেনেস্ট সিস্টেম তৈরি করে পানি নিষ্কাশন করার জন্য অনুরোধ জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে শিয়াল মারার ফাঁদে আটকে এক নারীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার শ্যামনগরে শিয়াল মারার ফাঁদে আটকে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে শ্যামনগরের সোনাখালী গ্রামের সুন্দরবন প্রজেক্ট নামের একটি মুরগির খামারে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধু রূপবান বেগম (৪৫) উপজেলার রমজাননগর ইউনিয়নের সোনাখালী গ্রামের জহুর আলী মোল্লার স্ত্রী।

নিহত গৃহবধুর ছেলে আব্দুর সবুর জানান, সকালে তার মা ছাগলের জন্য ঘাস কাটতে সুন্দরবন প্রজেক্টের মধ্যে গিয়েছিল। আগের দিন প্রজেক্টের ম্যানেজার মাকসুদ প্রজেক্টের মধ্যে বেড়ে ওঠা ঘাস কেটে নেওয়ার জন্য তার মাকে বলেছিল। দুপুর গড়িয়ে গেলেও মা ফিরে না আসায় এক পর্যায়ে প্রতিবেশিসহ আশপাশে বাড়িগুলোতে খোঁজাখুজি করেও পাওয়া যায়নি। পরে স্থানীয়রা প্রজেক্টের মধ্যে বিদ্যুতের সংযোগ দেওয়া তারে আটকে মায়ের মৃতদেহ পড়ে থাকার খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মায়ের মৃত দেহটি উদ্ধার করা হয়।

সুন্দরবন প্রজেক্টের মালিক নুর ইসলাম জানান, খবর পেয়ে তিনি প্রজেক্টের উদ্দেশ্যে রওনা হয়েছেন। শিয়ালের উপদ্রব বেশি হওয়ায় রাতে প্রজেক্টের চারপাশে জিআই তারে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখা হয়। ভুলবশত হয়ত ম্যানেজার মাকসুদ সকালে বিদ্যুতের সংযোগ খুলে রাখেনি। ফলে এ ঘটনা ঘটেছে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির মোল্লা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় জাতীয় ঐক্যমত গঠনের প্রক্রিয়ায় অংশীজনের মতামত শীর্ষক মতবিনিময়

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই)-এর উদ্যোগে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে ‘জাতীয় ঐক্যমত গঠনের প্রক্রিয়ায় অংশীজনের মতামত’ শীর্ষক এক মতবিনিময় সভা। বুধবার (৮ জুলাই) সকাল ১০টায় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

গণতান্ত্রিক ও জনগণের অংশগ্রহণভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে বিগত দুই দশক ধরে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট সুশীল সমাজ, পেশাজীবী ও নাগরিকদের সঙ্গে যুক্ত হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে মতবিনিময় সভার আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় সাতক্ষীরায় এবার এই গুরুত্বপূর্ণ সভার আয়োজন করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে দেশে রাজনৈতিক অস্থিরতা, গণমাধ্যমের স্বাধীনতা হ্রাস, দুর্নীতি, নাগরিক অধিকার সংকোচন ও অর্থনৈতিক বৈষম্যের প্রেক্ষাপটে, নাগরিক সমাজ, ব্যবসায়ী প্রতিনিধি, আইনজীবী, শিক্ষক, সাংবাদিক, উন্নয়নকর্মীসহ নানা পেশার মানুষের অংশগ্রহণে দেশের ভবিষ্যৎ সম্পর্কে আলোচনা করা হয়।

বিইআই এর প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বলেন, স্থানীয় জনগণের মতামত ও প্রত্যাশা গ্রহণ করে তা একটি সুপারিশ আকারে জাতীয় পর্যায়ে উপস্থাপন করা হবে। এতে দেশের ভবিষ্যৎ রাষ্ট্রীয় কাঠামো, সুশাসন, নিরাপত্তা, গণতন্ত্র, বিকেন্দ্রীকরণ, আঞ্চলিক উন্নয়নসহ গুরুত্বপূর্ণ বিষয়ের দিক-নির্দেশনা উঠে আসবে।

জাতীয় ঐক্যমত গঠনের প্রক্রিয়ায় অংশীজনের মতামত সভায় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট এর উপ পরিচালক চৌধুরী সামিউল হক, স্বদেশ’র নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, সনাক সভাপতি হেনরী সরদার, পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ, অর্জন’র নির্বাহী পরিচালক মহুয়া মঞ্জুরি, আহছানিয়া মিশন মাদ্রাসার অধ্যক্ষ আফজাল হোসেন, লোকজ’র নির্বাহী পরিচালক দেবপ্রসাদ সরকার, অ্যাডভোকেট নাজমুন নাহার, সাতক্ষীরা জেলা শাখার সিপিবি সভাপতি আবুল হোসেন, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ ছাত্রদল শাখার সদস্য সচিব করিমন নেছা শান্তা, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাতক্ষীরা জেলা শাখার সাবেক সভাপতি মো. ইমরান হোসেন, বিশিষ্ট সংগীত শিল্পী আবু আফফান রোজবাবু প্রমুখ।

উল্লেখ্য, বিইআই ২০০০ সাল থেকে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান হিসেবে নীতিনির্ধারক, গবেষক ও বিশ্লেষকদের নিয়ে দেশে সক্রিয়ভাবে কাজ করে আসছে। তাদের গবেষণার বিষয়বস্তুতে রয়েছে সুশাসন, নিরাপত্তা, বৈদেশিক নীতি, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা, এবং অর্থনৈতিক উন্নয়ন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest