সর্বশেষ সংবাদ-
দেবহাটার পারুলিয়া ইউনিয়ন বিএনপির ইফতারকলারোয়ায় দোকান ভাড়ার টাকা চাওয়ায় মাথা আঘাতের ৩৫ দিন পর ছাত্রদল নেতার মৃত্যুপলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন পল্টু চৌধুরীউপকূলীয় বাসিন্দাদের স্বাস্থ্যসেবার পথ দেখাচ্ছে সাতক্ষীরার ফ্রেন্ডশিপ হাসপাতালশেখ হাসিনা একের পর এক মিথ্যা মামলা দিয়ে জিয়া পরিবারকে ধ্বংস করার চেষ্টা করেছিল- সাবেক এমপি হাবিবতালায় খলিলনগর ইউনিয়ন মৎস্যজীবী দলের ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠনসাংবাদিকতার ক্ষেত্রে আইন বহির্ভুত হস্তক্ষেপ মেনে নেওয়া হবে নাসাতক্ষীরায় রেড ক্রিসেন্টের দরিদ্র পরিবারের মাঝে রমজান ফুড প্যাকেজ বিতরণে অনিয়মের অভিযোগদেবহাটার মামুন জাতীয় নির্বাহী কাউন্সিলের সদস্য মনোনীতইটাগাছায় রোজাদারদের সম্মানে ঠিকাদার আশরাফ আলীর ইফতার

কলারোয়া পৌরসভা ওয়াস কনজুমার গ্রুপ সদস্যদের নিয়ে মাসিক অর্জন বিষয়ক সভা

সোমবার কলারোয়া পৌরসভা ওয়াস কনজুমার গ্রুপ সদস্যদের নিয়ে কলারোয়া পৌরসভার হল রুমে মাসিক অর্জন বিষয়ক সভার আয়োজন করা হয়। স্থায়িত্বশীল লক্ষ্য মাত্রা ২০৩০ এর প্রতিপাদ্য বিষয় ’কেহ পিছে পড়ে রবে না’ ্এবং প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে হোপ ফর দি পুওরেষ্ট সাতক্ষীরা, কলারোয়া ও বরগুনা পৌরসভাতে ওয়াস এসডিজি প্রকল্প বাস্তবায়ন করছে। বাস্তবায়াধীন প্রকল্পের আওয়াতায় ওয়াস সেবাদানকারী প্রাইভেট সেক্টরকে শক্তিশালীকরণ করছে এবং পাশাপাশি কমিউনিটি ভিত্তিক কনজুমার গ্রুপ গঠন ও তাদের পরিচালনা করছে। কনজুমার গ্রুপের কাজের অংশ হিসেবে বিভিন্ন ওয়াস সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ স্থাপন করে সমাজের পিছিয়ে পড়া জনগণের জন্য কিভাবে ওয়াস সেবা নিশ্চিত করা যাবে সে বিষয়ে বিভিন্ন আলোচনা ও সহযোগিতা করে আসছে।

সভায় সদস্যরা বিগত মাসের কাজের ফলাফল তথা ওয়াস সুবিধা বঞ্চিত মানুষের বাড়িতে বাড়িতে ভিজিট, মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা, উন্নত টয়লেট ব্যবহারসহ কাযক্রম চলমান রাখার কৌশল নিয়ে আলোচনা করেন। সভায় সভাপতিত্ব করেন ফতেমা খাতুন।

সভাপরিচালনা করেন হোপ ফর দি পুওরেষ্ট’র প্রতিনিধি রোকসানা পারভীন ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাউন কো-অর্ডিনেটর মৃনাল সরকার। অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন পিংকী রানী দাস, তিলোকা রানী, জেসমিন নাহার, ফারজানা, রাবেয়া সুলতানা মিতু, খাদিজা খাতুন, ফতেমা, অম্বিকা, রোজিনা, ফারিনা, আসমা, বিলকিস, আফিফা, তৃপ্তি, শান্তা ও মুক্তামনি। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গরিবের আইনজীবী বাসেত মজুমদারের মৃত্যু বার্ষিকীতে সাতক্ষীরায় স্মরণসভা

নিজস্ব প্রতিনিধি :
গরিবের আইনজীবী খ্যাত মরহুম এ্যাড. আব্দুল বাসেত মজুমদারের ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির ১ নং ভবনের ২য় তলায় অনুষ্ঠিত স্মরণসভায় ও দোয়া অনুষ্ঠানে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র আইনজীবী এ্যাড, আজহারুল ইসলাম।
এ্যাড. আব্দুল বাসেত মজুমদার স্মৃতি পরিষদ সাতক্ষীরার আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী এ্যাড এম শাহ আলম। অনুষ্ঠান পরিচালনা করেন এ্যাড, সাহদুজ্জামান সাহেদ। এই অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন এ্যাড. এম সাঈদ আহম্মেদ রাজা (সিনিয়র আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভিডিও কনফারেন্সের মাধ্যমে)।

এছাড়া গুরুত্বপূর্ন বক্তব্য রাখছেন সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য এ্যাড. ইউনুস আলী, এ্যাড.ওসমান গনি, এ্যাড.মোশাররফ হোসেন সিদ্দিকি, এ্যাড. আজাদ হোসেন বেলাল, আমিনুর রহমান চঞ্চল, সাঈদুজ্জামান জিকো, এ্যাড. প্রবীর মুখার্জি, এ্যাড. মুকুল, এ্যাড.শওকাত আলী, এ্যাড.স্বপন কুমার,এ্যাড. আতাউর রহমান,এ্যাড. অনিত কুমার মুখার্জি, এ্যাড. আবুল কালাম আজাদ, এ্যাড. আরিফুর রহমান আলো, এ্যাড. রাশীদুজ্জামান সুমন, এ্যাড. মেহেদী হাসান সোহাগ, এ্যাড.তারিক ইকবাল অপু, এ্যাড. ফুয়াদ হাবিব টিটন, এ্যাড. শাহাজাহান জাহাঙ্গীরসহ অন্যান্য বিজ্ঞ আইনজীবীবৃন্দ। এসময় বক্তারা গরিবের আইনজীবী খ্যাত মরহুম এ্যাড. আব্দুল বাসেত এর বর্ণাঢ্য জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন। পরে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাস-মোটরসাইকেল সংঘর্ষে দুই ভাইয়ের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা-আশাশুনি সড়কের কালেরডাঙ্গায় বাস মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। শুক্রবার বেলা ১২টায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন নিহতদের মধ্যে একজন দহাকুলা গ্রামের শেখপাড়ার আরেফিন শেখের পুত্র ময়েজ হোসেন (২২) এবং অপরজন খুলনার রায়ের মহল এলাকার নাফিজউদ্দীনের পুত্র মহিন হোসেন (২৩)। সম্পর্কে তারা আপন মামাতো ফুফাতো ভাই বলে স্থানীয়রা জানান।

প্রত্যক্ষদর্শী কালেরডাঙ্গা গ্রামের মোঃ আবুল কালাম জানান ওই ২ মোটরসাইকেল আরোহী বেপরোয়া গতিতে ব্রহ্মরাজপুর বাজারের দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে সাতক্ষীরা অভিমুখী আসা বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, বাসটি জব্দ করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় আসাদুজ্জামান বাবুর শোডাউন

নিজস্ব প্রতিনিধি :
মোটরসাইকেল ও ঘোড়ার গাড়ি নিয়ে সাতক্ষীরায় আওয়ামী লীগ সরকারের উন্নয়ন চিত্র সাধারণ মানুষের মাঝে তুলে ধরতে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে শান্তি সমাবেশ ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে সাতক্ষীরা সদর ও জেলা আওয়ামী লীগসহ সকল অঙ্গসংগঠনের সমর্থকদের আয়োজনে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। শান্তি সমাবেশে সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সদর উপজেলা চেয়ারম্যান ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী মো. আসাদুজ্জামান বাবু।

এসময় প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান বাবু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গোটাবিশ্বে বাংলাদেশ আজ মাথা উঁচু করে দাড়িয়েছে। আওয়ামী লীগ সরকারের উন্নয়ন দেখে দিশেহারা হয়ে পড়েছে বিরোধী রাজনৈতিক দলগুলো। তাই তারা অহেতুক অরাজগতা সৃষ্টি করে নির্বাচন বানচালের পাঁয়তারায় মেতেছে। বিরোধী দলের অপকর্ম ও অপপ্রচারকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে হবে। সেই সাথে দলের ভিতরের যে সকল হাইব্রিড নেতারা দলের ক্ষতি করছে তাদের বিরুদ্ধেও রুখে দাড়াতে হবে। যাতে করে দলের বড় ধরনের ক্ষতি করতে না পারে। এজন্য দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহব্বান জানান তিনি।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর সদর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলী, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সামছুজ্জামান জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান বাবুসানা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল ইসলাম রেজা প্রমুখ।

এসময় বক্তারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসাদুজ্জামান বাবুকে সমর্থন জানিয়ে বলেন, আমরা এমন একজন নেতাকে সংসদ সদস্য হিসেবে চাই, যার সর্বমহলে গ্রহণযোগ্যতা রয়েছে। তবে বর্তমান সংসদ সদস্য তৃণমূলের আস্থা হারিয়েছেন। একাধিক দূর্নীতি ও অপকর্মে জড়িয়েছেন। যার কারনে দলের অনেকভাবে ক্ষতি ও ভাবমূর্তি নষ্ট হয়েছে। এজন্য দ্বাদশ জাতীয় নির্বাচনে তৃণমূলের নেতাকর্মীদের মতামতকে গুরুত্ব দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেন তারা।
শান্তি সমাবেশ শেষে মোটরসাইকেল ও ঘোড়ার গাড়ি নিয়ে সাতক্ষীরা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাইপাস সড়ক হয়ে খুলনা রোডে এসে উন্নয়ন শোভাযাত্রাটি শেষ হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় মার্তৃত্বকালীন ভাতভোগীদের যাচাই বাছাই

কে এম রেজাউল করিম, দেবহাটা :

দেওয়াটা উপজেলার সখিপুর ইউনিয়ন পরিষদে বৃহস্পতিবার সকালে মার্তৃত্বকালীন ভাতভোগীদের যাচাই বাছাই অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ৩নং সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে। উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান।

ইউপি সচিব মোঃ গোলাম রব্বানী, ইউপি সদস্য মোখলেছুর রহমান, নুর মোহাম্মদ গাজী, রবিউল ইসলাম, নাজিম উদ্দিন, শেখ মোয়াজ্জেম হোসেন, নির্মল কুমার মন্ডল,ডাঃ নজরুল ইসলাম, আবুল হোসেন, আবুল কালাম, মহিলা ইউপি সদস্য মোছাঃ সাজু পারভীন, রেহানা খাতুন, জুলেখা খাতুন সহ ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশ বৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নলতায় মাদক বিক্রি ও চুরির অভিযোগে দুই নারীসহ আটক ৩

কে এম রেজাউল করিম দেবহাটা :

সাতক্ষীরা জেলার কালিগঞ্জে মাদক বিক্রিকালে স্বামী-স্ত্রী এবং চুরির সময় ইয়াবাসহ হাতেনাতে আটক হয়েছে অপর এক নারী। ঘটনাটি ঘটেছে ২৫ অক্টোবর বুধবার দুপুরে উপজেলার নলতা চৌমুহনী ও মাঘুরালি এলাকায়।

ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ২৫ অক্টোবর বুধবার বেলা দেড়টার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে নলতা চৌমুহনী এলাকায় অবস্থিত অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্দুর রশিদের বাড়িতে চুরি করতে যায় সাতক্ষীরার বকচরা এলাকার জাহাঙ্গীর হোসেন (৩৮) ও তার স্ত্রী পাপিয়া খাতুন (৩০)। সেখানে চুরির একপর্যায়ে হঠাৎ বাড়িতে প্রবেশ করেন গৃহকর্তার নাতি কাজী রাফিদ (২৪)।

বিষয়টি বুঝতে পেরে চুরিকৃত মালপত্র নিয়ে জাহাঙ্গীর হোসেন দ্রুত পালিয়ে গেলেও স্থানীয়দের সহায়তায় কিছু জিনিসপত্রসহ আটক করা হয় পাপিয়া খাতুনকে। এ সময় তার কাছে পাওয়া যায় ২ পিস ইয়াবা। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে পাপিয়া খাতুন জানায়, তারা স্বামী-স্ত্রী দু’জনই বিভিন্ন এলাকায় চুরি করেন। নলতা ও পার্শ্ববর্তী এলাকায় চুরির পর তারা সেগুলো মাঘুরালি গ্রামের বাসিন্দা হাসান (৪৫) ও তার স্ত্রী ছকিনা খাতুন (৪০) এর মাধ্যমে বিক্রি করেন। পরবর্তীতে এলাকাবাসী নলতা ইউপির মাঘুরালি গ্রামের হাসানের বাড়িতে যেয়ে তাকে ও তার স্ত্রী ছকিনা খাতুনকে গাঁজা বিক্রি করা অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দেন। খবর পেয়ে বেলা সাড়ে ৩ টার দিকে থানার উপ-পরিদর্শক বুলবুল ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যেয়ে ৯ পুরিয়া গাঁজা ও ২০ গ্রাম গাঁজাসহ হাসান-ছকিনা দম্পতি এবং চুরির সময় হাতেনাতে আটক পাপিয়া খাতুনকে ২ পিস ইয়াবাসহ আটক করে থানায় নিয়ে আসেন।

হাসান ও তার স্ত্রী ছকিনা খাতুন পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানিয়েছেন স্থানীয়রা।
থানার উপ-পরিদর্শক বুলবুল ইসলাম জানান, স্থানীয় জনতা মাদকদ্রব্যসহ ৩ জনকে আটক করে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে আটক ৩ জনকে আনুমানিক ২০ গ্রাম গাঁজা ও ২ পিস ইয়াবাসহ থানায় নিয়ে আসা হয়েছে।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মামুন রহমান মাদকসহ ৩ জনকে আটক করে থানায় আনার বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত কয়েকদিন আগে মাঘুরালী গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার সরদারের বাড়ীতে ৪২ ইঞ্চি টিভি, পানির মটর সহ অনেক গুরুত্বপূর্ণ জিনিস চুরি, সংবাদকর্মী মহসিন সহ অন্যান্যদের গাছ থেকে কাঁধি কাঁধি নারিকেল চুরি করা সহ এলাকায় বিভিন্ন ধরনের চুরি লেগেই আছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত

তালা প্রতিনিধি :
সাতক্ষীরার তালায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। নিহত শেখ মেহেদী রেজা (৩০) কালীগঞ্জের পারুলিয়া গ্রামের শেখ মুস্তাক আলীর ছেলে। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে তালা উপজেলার সুভাষণী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, মেহেদী বাড়ি থেকে খুলনায় যাওয়ার পথে সুভাষিণী বাজারে পৌঁছালে খুলনা থেকে সাতক্ষীরার দিকে আসা একটি ট্রাক (ডাম্পার) তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল চালক মেহেদী ট্রাকের ধাক্কায় রাস্তার পাশে ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়৷

তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ডাম্পার ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক এবং হেলপার পালিয়ে গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার পাথরঘাটায় বিদ্যুৎ স্পর্শে ঘের কর্মচারীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরা সদর উপজেলার পাথরঘাটা গ্রামের একটি ঘেরে বিদ্যুৎ স্পর্শে রেজাউল ইসলাম নামের এক ঘের কর্মচারির মৃত্যু হয়েছে। বুধবার সকালে এ ঘটনা ঘটে।

রেজাউল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার রামেরডাঙ্গা গ্রামের বাসিন্দা।

পাথরঘাটা গ্রামের আরিফুল ইসলাম জানান, রেজাউল ইসলাম পাথরঘাটা বিলে জনৈক সুভাষ পোদ্দারের ঘেরের কর্মচারি ছিলেন। বুধবার সকালে তিনি ঘেরের বাঁধে ঘাষ কাটছিলেন। এসময় পাশেপড়ে থাকা বৈদ্যুতিক তারে তার পায়ের স্পর্শ লাগে। এতে তিনি বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যান।
সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান,খবর পেয়ে ঘটনাস্থলে যেয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ এখনো পুলিশের হেফাজতে রয়েছে। প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করাহবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest