সর্বশেষ সংবাদ-
দেবহাটার পারুলিয়া ইউনিয়ন বিএনপির ইফতারকলারোয়ায় দোকান ভাড়ার টাকা চাওয়ায় মাথা আঘাতের ৩৫ দিন পর ছাত্রদল নেতার মৃত্যুপলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন পল্টু চৌধুরীউপকূলীয় বাসিন্দাদের স্বাস্থ্যসেবার পথ দেখাচ্ছে সাতক্ষীরার ফ্রেন্ডশিপ হাসপাতালশেখ হাসিনা একের পর এক মিথ্যা মামলা দিয়ে জিয়া পরিবারকে ধ্বংস করার চেষ্টা করেছিল- সাবেক এমপি হাবিবতালায় খলিলনগর ইউনিয়ন মৎস্যজীবী দলের ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠনসাংবাদিকতার ক্ষেত্রে আইন বহির্ভুত হস্তক্ষেপ মেনে নেওয়া হবে নাসাতক্ষীরায় রেড ক্রিসেন্টের দরিদ্র পরিবারের মাঝে রমজান ফুড প্যাকেজ বিতরণে অনিয়মের অভিযোগদেবহাটার মামুন জাতীয় নির্বাহী কাউন্সিলের সদস্য মনোনীতইটাগাছায় রোজাদারদের সম্মানে ঠিকাদার আশরাফ আলীর ইফতার

সাতক্ষীরায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত-৪ : সদর থানায় মামলা

আসাদুজ্জামান ঃ জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে বকচরা আহমেদিয়া দাখিল মাদ্রাসার সুপার রমজান আলীসহ চার জন গুরুতর আহত হওয়ার ঘটনায় ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৮/১০ জনকে আসামী করে সদর থানায় একটি মামলার এজাহার জমা দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে রমজান আলীর মেঝ ভাই আব্দুর রহমান বাদী হয়ে উক্ত মামলার এজাহারটি জমা দেন। মামলার এজাহারটি তদন্ত সাপেক্ষে সন্ধ্যায় রেকর্ড করা হবে এবং আসামীদের গ্রেপ্তারে জোর প্রচেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশ।

মামলায় যাদের আসামী করা হয়েছে তারা হলেন, শহরের ইটাগাছা এলাকার মৃত গিয়াসের পুত্র মোঃ নাহিদ (২৬), বাঁকাল এলাকার আব্দুল গফফারের পুত্র মোঃ রিপন (২৬), একই এলাকার মোঃ সাবদুল এর পুত্র মোঃ সিরাজুল ইসলাম (২৭), মৃত আক্কাজ আলীর পুত্র আব্দুল গফফার (৫৫), মোঃ মিজানের পুত্র মোঃ জিল্লু (৩০), আব্দুল গফফারের স্ত্রী শাহানারা খাতুন (৫০) ও তাদের কন্যা খুকু মনি (২৪)।

আব্দুর রহমানের দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায়, জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে গত ২৩ অক্টোবর ২০২৩ তারিখ সোমবার সকাল ১১টার দিকে উক্ত আসামীরাসহ তাদের গুন্ডাবাহিনী হাতে রাম দা, লোহার রড, ছুরি, লোহার হাতুড়ি, জিআই পাইপ ও বাঁশের লাঠি সহকারে বেআইনী জনতা দলবদ্ধ হয়ে সাতক্ষীরা শহরের বাঁকালস্থ তাদের বাড়িতে অনধিকারভাবে প্রবেশ করে অশ্লীল ভাষায় গালিগালাচ করতে থাকে। এতে তার বড় ভাই রমজান আলী প্রতিবাদ করলে ৪নং আসামী আব্দুল গফফারের হুকুমে অন্যান্য আসামীরা তাকে এলোপাতাড়ি মারপিট করতে থাকে। এ সময় তার ডাক চিৎকারে বোন সাজিদা খাতুন, ভাগ্নে ফাহিম সরদার ও ভাইপো (রমজানের ছেলে) ফারহান ফেরদৌস তাকে রক্ষা করতে আসলে উক্ত আসামীরা তাদেরও মারপিট করতে থাকে। এক পর্যায়ে ১ নং আসামী নাহিদ হত্যার উদ্দেশ্যে তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে সজোরে রমজানের পেটের বাম পাশে পাজরের নিচে ছুরিকাঘাত করে।
এতে রমজান গুরুতর রক্তাক্ত জখম হয়। এরপর ২নং আসামী রিপন হত্যার উদ্দেশ্যে জিআই পাইপ দিয়ে বোন সাজিদাকে মারতে গেলে তার বাম চোখে লেগে থ্যাতলানোসহ রক্তাক্ত জখম হয়। ৩নং আসামী সিরাজুল হত্যার করার উদ্দেশ্যে ভাইপো ফারহানকে রামদা দিয়ে তার পিঠের বাম পাশে কোপ মারে। এতে সে গুরুতর জখম হয়। ৪নং আসামী আব্দুল গফফার হত্যার উদ্দেশ্যে ভাগ্নে ফাহিমকে ধারালো দা দিয়ে মাথায় কোপ মারতে গেলে সে মাথা সরিয়ে নিয়ে হাত দিয়ে ঠেকাতে গেলে তার ডান হাতের কনুইয়ের নিচে লেগে গুরুতর রক্তাক্ত জখম হয়। ৫নং আসামী জিল্লু তার (আব্দুর রহমানের) বোনের পরনের জামাকাপড় টেনে হেচড়ে শ্লীলতাহানি ঘটায়। ৬নং আসামী শাহানারা তার বোনের গলায় থাকা ১২ আনা ওজনের ১টি সোনার চেইন যার মূল্য ৭০ হাজার টাকা টান মেরে কেড়ে নেয়। এছাড়া ৭নং আসামী খুকুমনিসহ অজ্ঞাতনামা আসামীরা বাঁশের লাঠি, লোহার রড ও জিআই পাইপ দিয়ে ভাই রমজান, বোন সাজিদা, ভাইপো ফারহান ও ভাগ্নে ফাহিমের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি মারপিট করে রক্তাক্ত জখম করে। আহতরা সবাই বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহতদের মধ্যে রমজান আলীর অবস্থা আশংকাজনক।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, আহত রমজান আলীর মেঝ ভাই আব্দুর রহমানের দেয়া মামলার এজাহারটি তদন্ত সাপেক্ষে সন্ধ্যায় রেকর্ড করা হবে। তিনি আরো জানান, আসামেিদর গ্রেপ্তারের পুলিশের জোর প্রচেষ্টা চলছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মহা নবমীতে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা আ’লীগ সম্পাদক নজরুল ইসলাম

সাতক্ষীরা সদরের বিভিন্ন পূজাম-প পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মো: নজরুল ইসলাম। সোমবার মহা নবমীতে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ফিংড়ী, ব্রহ্মরাজপুর, ধুলিহর ইউনিয়নসহ বিভিন্ন ম-প পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, আ হ ম তারেক উদ্দিন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, ফিংড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান শামছুর রহমান,

জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান, সদর উপজেলা সভাপতি জাহিদ হোসেন, সদস্য প্রভাষক মঈনুল হাসান, বসির আহমেদ, সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গণেশ চন্দ্র মন্ডল, প্রচার সম্পাদক মোনায়েম হোসেন, সদস্য মহাদেব প্রমুখ।

এসময় নজরুল ইসলাম বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ অসম্প্রদায়িক চেতনার বাস্তবায়নের কাজ করে যাচ্ছে। ধর্ম যার যার উৎসব হবে সবার। সকল ধর্মের মানুষ মিলেমিলে এখানে শান্তিপূর্ণভাবে বসবাস করবে। যারা বাধাসৃষ্টি করতে তাদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় দুইদিন ব্যাপী উদ্যোক্তা উন্নয়ন মেলার উদ্বোধন

তালা প্রতিনিধি : তালা উপজেলার মাঝিয়াড়া গ্রামে দুইদিন ব্যাপী উদ্যোক্তা উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৩ অক্টোবর) মাঝিয়াড়া গ্রামে কপোতাক্ষ নদের তীরে অবস্থিত পরিবেশবান্ধব মৃৎশিল্প কেন্দ্র চত্বরে বেসরকারি সংস্থা উন্নয়ন প্রচেষ্টার আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হয়।

তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাঁপড়ি, তালা প্রেসক্লাবের সভাপতি ও খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার জকির হোসেন, উন্নয়ন প্রচেষ্টার পরিচালক সেখ ইয়াকুব আলী, সাসের পরিচালক শেখ ইমান আলী, উন্নয়ন প্রচেষ্টার প্রকল্প সমন্বয়কারী এএসএম মুজিবুর রহমান প্রমূখ।

মেলা প্রাঙ্গণে ছিল দর্শনার্থীদের ভিড়।মেলায় উৎপাদনকারী ও বিপণনকারীরা মাটির তৈরি আধুনিক ও রুচিসম্মত তৈজসপত্র, ফুলদানি ও শিশুদের খেলনার পসরা সাজিয়ে বসেন স্টলগুলোতে। এছাড়া মেলায় সাতক্ষীরা ও খুলনা জেলা থেকে উদ্যোক্তারা তাদের উদ্যোগ প্রদর্শন করেন। মেলায় আগত দর্শনাথীরা স্টলগুলো ঘুরে দেখেন এবং পছন্দ মতো পণ্য কেনেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় পূজায় বন্ধুদের সাথে ঘুরতে বেরিয়ে সড়ক দূর্ঘটনায় কিশোর নিহত

তালা প্রতিনিধি :
সাতক্ষীরার তালায় পূজায় বন্ধুদের সাথে মোটর সাইকেলে ঘুরতে বেরিয়ে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় সৌরভ দত্ত (২১) নামে এক কিশোর নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো তিন জন। সোমবার (২৩ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১ টার দিকে উপজেলার জালালপুর শাখারীপাড়া মোড় এলাকায় ঘটনাটি ঘটেছে। নিহত সৌরভ খুলনা কপিলমুনির প্রদীপ দত্তর ছেলে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মমিনুল ইসলাম পিপিএম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনায় আহতরা হলেন, খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার বারাতিয়া গ্রামের সরজিত দের ছেলে প্রদীপ দে (২৯), পাইকগাছা উপজেলার কপিলমুনি গ্রামের মানিক লালের ছেলে সীমান্ত সিংহ (২৮), সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর গ্রামের সন্তোষ পালের ছেলে সোহাগ পাল (২৪)।

নিহতের পারিবারিক সূত্র জানায়, রবিবার মহাষ্টমীতে সৌরভ বন্ধুদের সাথে মোটর সাইকেল নিয়ে পূজা দেখতে বেরোয়। একপর্যায়ে রাত ১ টার দিকে তারা উপজেলার জালালপুরের শাখারীপাড়া মোড় এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক পিলারে ধাক্কা খায়।
এতে সৌরভের মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হয়। এছাড়া আহত সীমান্ত সিংহ, প্রদীপ দে, ও সোহাগ পালকে তাৎক্ষণিক তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে সৌরভকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত ডাক্তার । আহত অন্যদের উন্নত চিকিসার জন্য রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মহা অস্টামীতে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা আ’লীগ সম্পাদক নজরুল ইসলাম

সাতক্ষীরা সদরের বিভিন্ন পূজাম-প পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মো: নজরুল ইসলাম। রবিবার মহাঅস্টমীতে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে লাবসা, ঝাউডাঙ্গা, বল্লী ইউনিয়নসহ বিভিন্ন ম-প পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আ হ ম তারেক উদ্দিন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, জেলা আওয়মাীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেজুতি, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান, যুগ্ম আহবায়ক তানভীর হোসাইন সুজন, সদর উপজেলা সভাপতি জাহিদ হোসেন, সদস্য প্রভাষক মঈনুল হাসান, বসির আহমেদ, কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আসাদুজ্জামান, লাবসা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এড. মোস্তাফিজুর রহমান শাহনেওয়াজ প্রমুখ।
এসময় নজরুল ইসলাম বলেন, বাংলাদেশ সকলের।

এখানে সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করবে। ধর্ম পালন করবেব। যুগ যুগ ধরে বাংলাদেশের মানুষ শান্তিপূর্ণভাবে স্ব স্ব ধর্ম পালন করে আসছে। যদি কেউ সেই আনন্দে বাধা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাতীয় নিরাপদ সড়ক দিবসে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনাসভা

আসাদুজ্জামান ঃ “আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২৩ উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের আয়োজনে রবিবার সকালে এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পালের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি এ কে ফজলুল হক, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশালী এ.কে.এম শফিকুজ্জামান,

সহকারী কমিশনার ও নির্বাহি ম্যাজিস্ট্রেট সজিব তালুকদার, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ জয়ন্ত কুমার সরকার, নিরাপদ সড়ক সাতক্ষীরার সভাপতি দিদারুল ইসলাম, ট্রাফিক পুলিশ পরিদর্শক শ্যামল কুমার প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারি পরিচালক কে.এম মাহাবুব কবির। এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, বিআরটিএ মোটরযান পরিদর্শক সাইফুল ইসলাম, ম্যাকানিক্যাল এ্যাসিসটেন্ট ওবায়দুর রহমান, উচ্চমান সহকারী শেখ মামুন আল হাসান উল্লা, অফিস সহকারী সাইফুল ইসলাম ও সিল ম্যাকানিক শেখ আমিনুর হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন নিরাপদ সড়কের দাবীতে ব্যক্তিগত ভাবে আন্দোলন সংগ্রাম শুরু করলও আজ তা জাতীয় দিবস হিসেবে রুপ নিয়েছে। দূর্ঘটনারোধে চালকদের আন্তরিক হতে হবে এবং পথচারীদের সচেতন হতে হবে। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় বিনামূল্যে স্বাস্থ্য সেবা পেল ১৩৯ জন সুপারভাইজার, ড্রাইবার ও হেলপার

নিজস্ব প্রতিনিধি : ”আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” প্রতিপাদ্যকে সামনে রেখে ২২শে অক্টোবর “জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৩” উদযাপনের অংশ হিসেবে গণসচেতনতা বৃদ্ধিমূলক ও সড়ক নিরাপত্তামূলক মাসব্যাপি বিভিন্ন কর্মসূচি হাতে নিয়ে পালন করে চলেছে বিআরটিএ সাতক্ষীরা সার্কেল।

জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৩ উপলক্ষে এর অংশ বিশেষ সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনালে শুক্রবার থেকে দুইদিন ব্যাপি বিনামূল্যে সুপারভাইজার, পেশাজীবী চালক ও হেলপারদের স্বাস্থ্য পরীক্ষা শুক্রবার ২০ অক্টোবর থেকে শুরু হয়ে শনিবার ২১ অক্টোবর শেষ হয়েছে।

শনিবার সকালে জেলা প্রশাসন, সিভিল সার্জন, বাস-মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের সহযোগিতায় দুপুরে সাতক্ষীরার কেন্দ্রীয় বাস টার্মিনালে ৭২ জন এবং শুক্রবার ৬৭ জন সুপারভাইজার, পেশাজীবী চালক ও হেলপারদের স্বাস্থ্য পরীক্ষা করানো হয়।

দুদিন ব্যাপি বাসটার্মিনালে উপস্থিত বিভিন্ন যানবাহনের ১৩৯ জন সুপারভাইজার, পেশাজীবী গাড়িচালক ও হেলপারদের বিশেষ এ সেবা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার সরিফুল ইসলাম, সাতক্ষীরা জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদ, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার কে এম মাহবুব কবির, সিভিল সার্জন কার্যালয়ের চক্ষু বিশেষজ্ঞ ডা: মোঃ মাসুদ রেজা, মেডিকেল টেকনোলজিস্ট ডা: আসাদুল আল গালিব, বিআরটিএ’র মোটরযান মোঃ সাইফুল ইসলাম, মেকানিক্যাল এ্যাসিস্ট্যান্ট মোঃ ওবায়দুর রহমান, উচ্চমান সহকারী শেখ মামুন আল হাসান উল্লা, অফিস সহকারী মোঃ সাইফুল ইসলাম ও সীল মেকানিক শেখ আমিনুর হোসেনসহ একটি চিকিৎসক দল। তারা বিনামূল্যে সুপারভাইজার, পেশাজীবী গাড়িচালক ও হেলপারদের রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা করেন। এছাড়া তাদের দৃষ্টিশক্তি পরীক্ষা করে দেখেন চিকিৎসকেরা।

দুইদিন ব্যাপি এই কর্মসূচিতে ১৩৯ জন সুপারভাইজার, পেশাজীবী গাড়িচালক ও হেলপারদের বিনামূল্যে চক্ষু, উচ্চরক্তচাপ ও ডায়াবেটিক পরীক্ষা করা হয় এবং এতে অনেকের সমস্যা ধরা পড়ে। আবার কারো কোনো সমস্যা নেই বলেও জানান চিকিৎসকরা। যাদের নানা সমস্যা ধরা পড়ে তাদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণের কথা বলা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নিরিহ ফিলিস্তিদের নগ্ন হামলা ও গণহত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি :
নিরিহ ফিলিস্তিদের উপর সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইল কর্তৃক নগ্ন হামলা ও গণহত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টায় সাতক্ষীরা জেলা হাফেজ পরিষদ এবং নিউমার্কেট ব্যবসায়ীদের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন, হাফেজ পরিষদের সভাপতি হাফেজ মাওলানা জুলফিকার আলী। সেক্রেটারী হাফেজ মাওলানা আবুল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন, মাওলানা মুফতি হাফিজুর রহমান, হাফেজ মাওলানা শাহাদাত হোসাইন, মাওলানা রুস্তম আলী তাওহিদী, হাফেজ মাওলানা জাহাঙ্গীর হোসেন।

বক্তারা বলেন, ফিলিস্তিনের গাজায় নির্বিচারে হামলা চালিয়ে মানুষ হত্যা করছে সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইল। তাদের পানি, বিদ্যুৎ বন্ধ করে দিয়েছে। অসহায় ফিলিস্তিদের রক্ষার্থে এখনই মুসলিম বিশ^কে একত্রিত হওয়ার আহ্বান জানান বক্তারা। ###

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest