সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে সাড়ে পাঁচ লাখ টাকা-৩৫ ভরি সোনার গহনা লুটবৈকারী ইউনিয়ন কৃষক দলের ইফতারমেলোডী শিল্পী গোষ্ঠীর ইফতার মাহফিলসাতক্ষীরায় সাংবাদিকদের সম্মানে জেলা জামায়াতের ইফতারআশাশুনিতে পলিথিন ও প্লাস্টিক দূষন প্রতিরোধে বনজীবিদের দক্ষতা উন্নয়ন কর্মশালাপ্রাইভেট হাসপাতাল এন্ড ক্লিনিক ওনার্স এ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার ইফতারসাতক্ষীরায় ছাত্রদলকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ পদে অর্ঘ্য কে দেখতে চায় তৃণমূলের কর্মীরাএক মাস বন্ধ থাকার পর আশাশুনি সদরের টেঁকসই বেড়িবাঁধ নির্মানের কাজ চালুসাতক্ষীরায় শেখ মুজিবর রহমানের ম্যুরাল নিশ্চিহ্নশ্যামনগরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার

বিদেশী প্রভুদের হাতে পায়ে ধরে ক্ষমতায় আসা যাবে না : স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন

নিজস্ব প্রতিনিধি : স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিদেশী প্রভুদের হাতে পায়ে ধরে ক্ষমতায় আসা যাবে না। স্বাধীনতা যুদ্ধের সময়ও অনেক বিদেশীরা বিরোধীতা করেছিল। কিন্তু স্বাধীনতা আটকাতে পারেনি। আমরা সন্ত্রাস দেখেছি, খুনোখুনি দেখেছি, রক্তপাত দেখেছি। সুতরাং হুমকি দিয়ে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিকে কেউ বাধাগ্রস্ত করতে পারবেনা।

তিনি শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকালে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা হাইস্কুল মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আওয়ামী লীগ এদেশের মানুষের ম্যান্ডেটের উপর বিশ্বাস করে। আওয়ামী লীগ সন্ত্রাস জঙ্গিবাদে বিশ্বাস করে না। যারা জ্বালাও-পোড়াও করে গোটা বাংলাদেশকে ঝলসে দিয়েছিল তারা আজ চিহ্নিত। তাদের বিচার হবেই। দেশের শান্তিকামী মানুষ তাদের চিহ্নিত করেছে। আওয়ামী লীগ অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাসী।

তিনি আরো বলেন, ২০১৩-১৪ সালে যখন সাতক্ষীরায় এসেছিলাম তখন এই সাতক্ষীরার রূপ ছিল ভয়ংকর। এক রক্তাক্ত সাতক্ষীরা দেখেছিলাম সেদিন। আওয়ামী লীগের ১৮ জন নেতাকর্মীকে নির্মমভাবে কুপিয়ে টুকরো টুকরো করে হত্যা করেছিল বিএনপি জামাতের সন্ত্রাসীরা। আজ সাতক্ষীরা এসে দেখছি আরেক রূপ। সাতক্ষীরার মানুষ শান্তিকামী। জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে আপনারা সাতক্ষীরাকে যে রূপে দেখতে চেয়েছিলেন তিনি সাতক্ষীরাকে সেভাবেই সাজিয়ে উপহার দিয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে বাংলাদেশ আজ উঠে দাঁড়িয়েছে। বঙ্গবন্ধু বলতেন, আর আমাদের দাবায়ে রাখতে পারবা না।’ ঠিক তেমনি শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অগ্রগতিকে কেউ দাবায় রাখতে পারবে না। পৃথিবীর অনেক দেশ আজ অবাক চোখে বাংলাদেশের দিকে তাকিয়ে। বাংলাদেশ আজ বিশ্বের উন্নয়নের রোল মডেল। ডিজিটাল বাংলাদেশের সুফল আজ দেশবাসী ভোগ করছেন। নারীর ক্ষমতায়নে শেখ হাসিনা বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছেন। সর্বক্ষেত্রে নারীরা আজ এগিয়ে যাচ্ছে। সারাদেশে ৫৬০ টি মডেল মসজিদ নির্মাণ করে সমগ্র বিশ্বে তাক লাগিয়ে দিয়েছেন শেখ হাসিনা। এসব মসজিদে শুধু নামাজই পড়া হবে না, রিসার্চ করা হবে পবিত্র ইসলাম ধর্ম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরবি বিশ্ববিদ্যালয় স্থাপন করছেন। বিনা পয়সায় ঔষধ দিচ্ছেন, সবার জন্য খাদ্য সবার জন্য নিরাপদ বাসস্থান, সবার জন্য চিকিৎসা, সবার জন্য শিক্ষা নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধু কন্যা কাজ করছেন।

শনিবার (২৩ সেপ্টেম্বর) নলতা এমআর কলেজ মাঠে নলতা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজিত এ সভায় নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিসুজ্জামান খোকনের সভাপতিত্বে কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোটোর সঞ্চলনায় সম্মানিত অতিথি ছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার আ ফ ম রুহুল হক-এমপি, সাতক্ষীরা সদর এমপি মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার, বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সাবেক এমপি ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান, ডাক্তার মোখলেসুর রহমান, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি একে ফজলুল হক, সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান বাবু, শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক লায়লা পরভীন সেঁজুতি প্রমূখ।

জনসভায় দেবহাটা, কালিগঞ্জ, আশাশুনি, সাতক্ষীরা সদর, তালা, কলারোয়া ও শ্যামনগর উপজেলা থেকে হাজারো মানুষ স্লোগানে স্লোগানে মুখরিত করে মিছিল নিয়ে হাজির হয়। লাখো জনতার ঢল নামে জনসভায়।এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি শনিবার (২৩ সেপ্টেম্বর) ১২ টায় ১৫ মিনিটে ঢাকা তেজগাঁও থেকে হেলিকপ্টার যোগে সাতক্ষীরা স্টেডিয়ামে পৌঁছান। সেখান থেকে সাতক্ষীরা পুলিশ লাইনে নব নির্মিত ইনডোর প্লেগ্রাউন্ড উদ্বোধন করেন।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কৃষকদল কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়ন কমিটি বিলুপ্ত

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

২৩ সেপ্টেম্বর সাতক্ষীরা জেলা কৃষকদলের আহবায়ক সালাউদ্দীন লিটন ও সদস্য সচিব রবিউল ইসলাম রবি’র নির্দেশনায় কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহবায়ক রোকনুজ্জামানসহ অন্যান্য যুগ্ম আহবায়কদের যৌথ স্বাক্ষরিত একপত্রে কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভিসানীতি মার্কিন যুক্তরাষ্ট্রের নিজস্ব ব্যাপার — সাতক্ষীরায় স্বরাষ্ট্র মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি ঃ স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ভিসানীতি মার্কিন যুক্তরাষ্ট্রের নিজস্ব ব্যাপার। সেখানে আমাদের বলার কিছু নেই। তারা কাকে ভিসা দিবে, কি-না দিবে সেটা তাদের নিজস্ব এখতিয়ার। আমরা মনে করি তারা কোন দল বা পক্ষকে দেখে এটা করেননি।

আগামী নির্বাচনের যারা অন্তরায় হবে, যারা এই নির্বাচন বাধা গ্রস্ত করবে কিম্বা নির্বাচন যারা প্রভাবিত করার চেষ্টা করবে, ভন্ডুল করার চেষ্টা করবে বা উচ্ছৃংখল করার চেষ্টা করবে তাদের প্রতি আমেরিকার এই ভিসা স্যাংশন নীতি প্রয়োগ হবে। আমরা মনে করি এটা তাদের আভ্যন্তরীন ব্যাপার। শনিবার দুপুর দেড় টায় তিনি সাতক্ষীরার পুলিশ লাইন্স ইনডোর প্লে গ্রাউন্ড উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন, পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি গোলাম মঈন উদ্দীন, সাতক্ষীরার জেলা প্রশাসক হুমায়ূন কবির, পুলিশ সুপার কাজী মনিরুজ্জমানসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা আফ্রিকার কোনো দেশে গিয়ে বলেছেন, তোমরা যদি তোমোদের দেশকে উন্নত করতে চাও তাহলে বাংলাদেশকে ফলো করো, শেখ হাসিনাকে ফলো করো।

নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মানুষের শঙ্কিত হওয়ার কোন কারন নেই। নির্বাচন আসলেই সবাই একটু আনন্দে আপ্লুত হয়। নির্বাচন আসলে সবাই তার দলের কাজ কর্ম নিয়ে আরো জনগণের কাছে পৌছাতে চাই। সে জন্যই এ প্রোগ্রাম, সে প্রোগ্রাম হচ্ছে। এটি সব সময়ই হয়ে থাকে। পৃথীবির সব দেশেই হয়ে থাকে। নির্বচন খুব আসন্ন সে জন্যই সব দল গুলো তাদের দাবী দাওয়া নিয়ে আসছে। কিছু দিন পরেই জনগণ এই আনন্দে একত্রিত হবে। আনন্দঘন পরিবেশে নির্বাচন সম্পন্ন হবে বলে তিনি মন্তব্য করেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে আওয়ামী লীগকে ভোট দেয়ার আহবান জানান।

এরপর স্বরাষ্ট্র মন্ত্রী সেখানে মধ্যাহ্নভোজ শেষে বেলা তিনটায় সাবেক স্বাস্থ্য মন্ত্রী ডাঃ আফম রুহুল হক এমপির নির্বাচনী এলাকা কালিগঞ্জ উপজেলার নলতা কলেজ মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্বরাষ্ট্রমন্ত্রী আগমনে সাতক্ষীরা পৌর যুবলীগের শুভেচ্ছা মিছিল

স্বরাষ্ট্রমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল এর সাতক্ষীরা আগমন উপলক্ষে সাতক্ষীরা পৌর যুবলীগ এর নেতৃত্বে বিশাল শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বিকাল ৪টায় ঐতিহ্যবাহী পি,এন, স্কুল প্রাঙ্গণ থেকে শুভেচ্ছা মিছিলটি পৌর যুবলীগ এর সভাপতি মনোয়ার হোসেন অনু ও সাধারণ সম্পাদক তুহিনুর রহমান তুহিন এর নেতৃত্বে একটি বিশাল মিছিল শহরের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। বিশাল মিছিলটি স্বতঃস্ফূর্ত ভাবে পুনরায় পিএন স্কুলে যেয়ে শেষ হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় জিরো জিরো সেভেন বারবার শপ এর উদ্বোধন

সাতক্ষীরায় জিরো জিরো সেভেন বারবার শপ এর উদ্বোধন করা হয়েছে। গতকাল খুলনা রোডমোড়স্থ ওয়ালটন শোরুম এর দ্বিতীয় শপের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তানভীর হুসাইন সুজন, সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান,

সোনালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদের নেতা সাজ্জাদুর রহমান। শপে হেয়ার কাটিং, হেয়ার মেসেজ, হেয়ার সাইনিং, হেয়ার ট্রিটমেন্ট হেয়ার স্পা সহ উন্নত মেশিন দ্বারা যতœ সহকারে মুখের কালো দাগ রোদের কালো পোড়া দাগ পরিষ্কার করা হয়।
আরো আছে পেডিকিওর ম্যানিকিওর সহজ ছেলেদের ও শরীরের যতœ নেয়া হয় বারবার শপে সাতক্ষীরার চারজন অভিজ্ঞ স্বনামধন্যসহ দ্বারা সেবা প্রদান করা হবে। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আগরদাঁড়ীর পরানদহায় সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে এমপি রবির উঠান বৈঠক

নিজস্ব প্রতিনিধি : জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২সেপ্টেম্বর) বিকালে সদরের আগরদাঁড়ী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পরানদহা গ্রামে সালামের চাতালে আগরদাঁড়ী ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“আমার সদর নির্বাচনী এলাকায় জননেত্রী শেখ হাসিনার সহযোগিতায় ব্যাপক উন্নয়ন হয়েছে। এখনও কিছু অসমাপ্ত কাজ রয়ে গেছে।

আমি সব সময় আমার সদর নির্বাচনী এলাকার উন্নয়নে নিরলস পরিশ্রম করেছি। ইনশাল্লাহ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাকে জননেত্রী শেখ হাসিনা দলীয় মনোনয়ন দেবেন এবং আমি আবারও নির্বাচিত হয়ে আমার অসমাপ্ত কাজ শেষ করতে চায়। বাংলাদেশ আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। তাই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে জননেত্রী শেখ হাসিনাকে আবারও দেশের প্রধানমন্ত্রী করতে হবে।

জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও সাপ্তাহিক ইচ্ছিনদী পত্রিকার সম্পাদক মকসুমুল হাকিম, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, আগরদাঁড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান হবি, বাঁশদহা ইউপি চেয়ারম্যান মাষ্টার মো. মফিজুর রহমান প্রমুখ। এসময় দলীয় নেতৃবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার সাধারণ মানুষেরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আ’লীগ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে সদর উপজেলা চেয়ারম্যান বাবুর মতবিনিময়

প্রেস বিজ্ঞপ্তি : টানা তিন মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামীলীগ সরকারের সাফল্য ও অর্জন এবং ভবিষ্যৎ উন্নয়ন ভাবনা তৃণমূল জনগণের কাছে পৌঁছে দিতে গণসংযোগ ও মতবিনিময় করেছেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকালে সাতক্ষীরা পৌরসভার ঘুট্টেরডাঙ্গী এলাকায় এ গণসংযোগ ও মতবিনিময় করেন তিনি। এসময় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাধারণ জনগণকে বর্তমান জনকল্যাণমুখী সরকারের বিভিন্ন উন্নয়ন বার্তা পৌছে দেন তিনি।

এসময় সাতক্ষীরা সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলীসহ স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় অনূর্ধ্ব ১৫ বালকদের ফুটবল খেলায় চালতেতলা ফুটবল একাডেমী চ্যাম্পীয়ন

ফিরোজ হোসেন, সাতক্ষীরা : সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনূর্ধ্ব ১৫ বালকদের ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকালে সাতক্ষীরা স্টেডিয়ামে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪ এর আওতায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত ৫০ মিনিটের খেলায় রসুলপুর ফুটবল একাডেমী বনাম চালতেতলা ফুটবল একাডেমী অংশ গ্রহন করে। খেলায় কোন পক্ষ গোল করতে না পারায় টাইব্রেকারে খেলাটি নিষ্পত্তি হয়।

টাইব্রেকারে ৪-২ গোলে রসুলপুর ফুটবল একাডেমীকে হারিয়ে চালতেতলা ফুটবল একাডেমী চ্যাম্পীয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়। সাতক্ষীরা জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ

সম্পাদক মো. সাঈদুর রহমান শাহীন, মীর তাজুল ইসলাম রিপন, বিশিষ্ট ক্রীড়াবিদ কাজী কামরুজ্জামান, বিশিষ্ট খেলোয়াড় ইমদাদুল হক খান, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ইকবাল কবির খান বাপ্পি, জেলা রেফারি এ্যাসোসিয়েশনের সদস্য নজমুচ্ছায়াদাত পলাশ, আবু ওহিদ বাবলু প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ক্রীড়া সংস্থার নিবাহী কমিটির সদস্য খন্দকার আরিফ হাসান প্রিন্স।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest