সর্বশেষ সংবাদ-

সরকার স্ব স্ব অবস্থানে আমরা সবাই সরকার–সাতক্ষীরায় বিভাগীয় কমিশনার

নিজস্ব প্রতিনিধি : খুলনা বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ বলেছেন, নিজের দায়িত্ব নিজেরাই পালন করতে হবে। তাহলেই মানুষ শান্তিতে থাকবে। আইন শৃংখলা পরিবেশ থাকবে নিরবাচ্ছিন্ন। কারন সরকার স্ব স্ব অবস্থানে আমরাই সবাই সরকার।

তিনি শারীরের ভিতরে বাইরে কোন অংশে যদি সমস্যা দেখা দেয়, তাহলে সমস্ত শরীর সমস্যায় পড়ে উল্লেখ করে বলেন, সরকারের কোন অর্গানে যদি সমস্যা দেখা দেয়, তাহলে সরকারও সমস্যার সম্মুখীন হয়।

সমাজ উন্নয়নে সমন্বয়ের বিকল্প নেই। তাহলে শুধু আমরা নই, আগামী প্রজন্মকেও সুন্দর পরিবেশে রেখে যেতে পারবো। সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যারয়ে সুশাসন প্রতিষ্ঠারনিমিত্তে অংশিজনের সভায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার এ কথা বলেন।

আজ সকাল সাড়ে ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও খুলনা বিভাগীয় কমিশনারের সার্বিক তত্ত্বাবধানে সাতক্ষীরা জেরা প্রশাসক মোহাম্মাদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অংশিজনের মধ্যে বক্তব্য রাখেন, কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইদ মেহেদী, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, মৎ্য কর্মকর্তা, সাংবাদিক শরিফুল্লাহ কায়সার সুমন সহ জেলার পদস্থ কর্মকর্তা বৃন্দ সহ সকল স্টেকহোল্ডারগন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি সাতক্ষীরা সদর উপজেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি (রেজি: এস ১২০৬৮) সাতক্ষীরা সদর উপজেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

২৭ সেপ্টেম্বর বুধবার বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি (রেজি: এস ১২০৬৮) সাতক্ষীরা জেলা শাখার সভাপতি এস এম শরিফুজ্জামান ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান স্বাক্ষরিত একপত্রে ৩৩ সদস্য বিশিষ্ট সাতক্ষীরা সদর উপজেলা কমিটির অনুমোদন দেন।

কমিটির নেতৃবৃন্দ হলেন, সভাপতি শরিফুর রহমান সজল, সিনিয়র সহ-সভাপতি মো: হাসানুজ্জামান সুমন, সিনিয়র সহ সভাপতি (মহিলা) নাহিদাল আরজিন, সহ-সভাপতি শ্যামলিন্দু দাস, মো: আব্দুল কাদের, মিজানুর রহমান, মো: ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক সেলিম রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক মো: এনামুল কবির, যুগ্ম সাধারণ সম্পাদক(মহিলা) তাজবিনা ইয়াসমিন, সহ-সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, শাহানারা মৌসুমি, সাংগঠনিক সম্পাদক মো: রায়হান উদ্দীন, সহ-সাংগঠনিক সম্পাদক উত্তম কুমার বিশ্বাস, অর্থ সম্পাদক মো: কামরুল ইসলাম, দপ্তর সম্পাদক মো: আসাদুজ্জামান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইন্দ্রজিত দাশ, মহিলা বিষয়ক সম্পাদক মাছুরা খাতুন,

শিক্ষা ও গবেষনা সম্পাদক সঞ্জয় ঘোষ, তথ্য প্রযুক্তি ও মিডিয়া সম্পাদক মাহমুদুল হাসান, আইন বিষয়ক সম্পাদক রিপন ঘোস, ক্রীড়া বিষয়ক সম্পাদক নুর ইসলাম, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো: আমিনুর রহমান, সমবায় সম্পাদক প্রবীর গাইন, আপ্যায়ন ও অভ্যার্থনা সম্পাদক খাদিজা খাতুন, কাব স্কাউটস সম্পাদক মো: আব্দুস সবুর, কার্যকরি সদস্য মনিরুজ্জামান, কাজী শাহাব উদ্দীন, নাজমুল আনাম, হাবিবুল হোসেন, সুলতানা জুবাইদা, আরজুমান জেসমিন, নিমাই মন্ডল। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঢাকায় কৃষক মহাসমাবেশ উপলক্ষে জেলা কৃষক লীগের প্রস্তুতি সভা

বাংলাদেশ কৃষক লীগের আয়োজনে ৩০ সেপ্টেম্বর ২০২৩ রাজধানী ঢাকায় কৃষক মহাসমাবেশ। ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল দশটায় জেলা কৃষক লীগের অস্থায়ী কার্যালয়ে কৃষক মহাসমাবেশ সফল করতে সাতক্ষীরা জেলা কৃষক লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ কৃষক লীগের জাতীয় পরিষদ সদস্য মোঃ মনজুর হোসেনের সভাপতিত্বে ও সাতক্ষীরা জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ সামছুজ্জামান জুয়েল’র সঞ্চালনায় প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা কৃষক লীগের সহ- সভাপতি মোঃ আবুল হোসেন মোল্লা,
যুগ্ম সাধারণ সম্পাদক স.ম সেলিম রেজা, মাস্টার মোঃ মিজানুর রহমান,সাংগঠনিক সম্পাদক রিফাত হাসান রাসেল,সাইফুল আলম বাবু,দপ্তর সম্পাদক মোঃ শফিউদ্দিন ময়না, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাংবাদিক ইয়ারব হোসেন,ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ আকবর আলী, সহ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ ওবায়দুল্লাহ ইসলাম, সদর উপজেলা কৃষক লীগের সভাপতি মাস্টার আব্দুল করিম, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম, পৌর কৃষক লীগের সভাপতি মোঃ রাশিদ হাসান চৌধুরী বাবু, সাধারণ সম্পাদক শাহ মোঃ আনারুল ইসলাম,

তালা উপজেলা কৃষক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মঈনুল ইসলাম, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ সাধু,দেবহাটা উপজেলা আহ্বায়ক নির্মল কুমার মন্ডল,যুগ্ন- আহবায়ক মোঃ আব্দুর রব লিটু, সদস্য সচিব মোঃ হুমায়ুন কবির হিম, কলারোয়া উপজেলা আহ্বায়ক মোঃ আমানুল্লাহ মোড়ল, সদস্য সচিব সঞ্জীব রায়,কালিগঞ্জ সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মোঃ মোখলেসুর রহমান মুকুল, আশাশুনি উপজেলা সাধারণ সম্পাদক মতিলাল সরকারসহ প্রমুখ নেতৃবৃন্দ। রাজধানী ঢাকার কৃষক মহাসমাবেশ সফল করতে সাতক্ষীরা জেলা হতে বিপুল সংখ্যক নেতাকর্মীর সমাগম ঘটানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। (প্রেস বিজ্ঞপ্তি)

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাটকেলঘাটায় কলেজ শিক্ষার্থীর পিতাকে পিটিয়ে হত্যা

আসাদুজ্জামান ঃ সাতক্ষীরার পাটকেলঘাটায় কলেজ শিক্ষার্থীদের অভ্যন্তরীণ কোন্দলের জেরে এক শিক্ষার্থীর পিতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে পাটকেলঘাটার কাটাখালি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম সাগর ফারুক হোসেন। তিনি ধানদিয়ার বেগম খালেদা জিয়া কলেজের এইসএসসি পরীক্ষার্থী সাগর হোসেন বাদশার বাবা ও পাটকেলঘাটা থানার কাটাখালি গ্রামের আমজেদ হোসেনের ছেলে।

স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব হোসেন জানান, ফারুক হোসেনের ছেলে সাগর হোসেন বাদশা বেগম খালেদা জিয়া কলেজের এইচএসসি পরীক্ষার্থী। মঙ্গলবার ব্যবহারিক পরীক্ষা দিয়ে বাদশা তার অপর দুই বন্ধু নয়ন হোসেন ও লাকী হোসেনের সাথে সাইকেলে বাড়ি ফিরছিল।

পথিমধ্যে কাটাখালি এলাকায় তুচ্ছ ঘটনায় বাদশা ও তার অপর দুই বন্ধুর সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কথা কাটাকাটি হাতাহাতিতে রুপ নেয়। বিষয়টি ফারুক হোসেনের কানে পৌছালে তিনি নয়ন ও লাকীকে বকাঝকা দেন। অপমানের প্রতিশোধ নিতে নয়ন তার মামা কৃষ্ণনগর গ্রামের রুবেল হোসেনকে ফোন দেয়। রুবেল কয়েকজন সন্ত্রাসীকে সাথে নিয়ে লাটি দিয়ে ফারুক হোসেনকে বেধড়ক পেটায়। এতে ফারুক হোসেন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে আসার পথে পথিমধ্যে ত্রিশমাইল এলাকায় তিনি মারা যান।

ওসি আরও বলেন, ফারুক হোসেনের মৃত্যুর খবর শুনে আমি ফোর্স নিয়ে ঘটনাস্থলে রয়েছি। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরার সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে জানান তিনি।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে খননকৃতখালে মাছের পোনা অবমুক্ত

শ্যামনগর প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নে সিএনআরএস কর্তৃক খননকৃতখালে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
উপজেলা মৎস অফিসের সহায়তায় কুলতলি ও ধানখালী খালে মোট ২২ কেজি রুই, কাতলা ও মৃগেল মাছের পোনা অবমুক্ত করা হয়।

এর আগে স্ইুডিশ ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট এজেন্সি (সিডা) এর অর্থায়নে সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্ট্যাডিস (সিএনআরএস) কর্তৃক বাস্তবায়নাধীন, বায়োডাইর্ভসিটি ফর রেজিলিয়েন্ট লাইভলিহুডস (বিফোরআরএল) প্রকল্পের মাধ্যমে উক্ত ইউনিয়নের কুলতলি, ধানখালী ও জেলেখালি গ্রামের মোট ১০ টি পুকুরে ৩৬ কেজি ও উপজেলা সংলগ্ন পুকুরে ১ কেজি, আকাশলীনা সংলগ্ন সরকারি পুকুরে ২ কেজি সহ মোট ৩৯ কেজি জেনারেশন ৩ রুই মাছ প্রদান করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার উপকূলীয় এলাকার নদীভাঙ্গন রোধে বনায়ন কার্যক্রম শুরু

শ্যামনগর প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগর উপজেলা বঙ্গোপ সাগরের নিকট ও সুন্দর বনের কোলঘেসে অবস্থিত হওয়ায় এ উপজেলায় খোলপেটুয়া, কপোতক্ষ, চুনা নদীসহ ছোট বড় অনেক নদী আছে। এ সব নদীর যে সব জায়গায় গাছ লাগিয়ে বনায়ন করা আছে সে সব জায়গায় নদী ভাঙ্গন কম দেখা যায়। আর যে সব জায়গায় বনায়ন করা নেই সে সব স্থানে প্রকৃতিক দূর্য়োগে প্রতি বছর নদীর ভেড়িবাধ ভেঙ্গে মানুষের অনেক ক্ষতি হয়। তলিয়ে যায় বাড়ি-ঘর, ফসলী জমি ও মাছের ঘের। প্রকৃতিক দূর্য়োগে প্রতি বছর নদীর ভেড়িবাধ ভেঙ্গে মানুষের ক্ষতি এড়াতে স্ইুডিশ ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট এজেন্সি এর অর্থায়নে সিএনআরএস বিফোরআরএল প্রকল্পের মাধ্যমে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নাধীন কলবাড়ী বাজার থেকে আশ্রয়ন প্রকল্প পর্যন্ত চুনা নদীর চরে প্রায় ২ হেক্টর জায়গায় ম্যানগ্রোভ বনায়ন কার্যক্রম শুরু করেছে।

বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ী বাজার চুনা নদীর তীরে ম্যানগ্রোভ বনায়ন কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, শ্যামনগর মোঃ আক্তার হোসাইন।

এ সময় বুড়িগোয়ালিনী ইউনিয়না পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আঃ রউফ সিএনআরএস এর প্রতিনিধি- ফিল্ড ম্যানেজার মোঃ এনামুল করিম, প্রজেক্ট ম্যানেজার (জিসিএ) স্বরন কুমার চৌহান, সাইট অফিসার (প্রতিবেশ) মোঃ শহীদুল ইসলাম, ফিল্ড অফিসার তৌহিদ হাসান ও প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাল্য বিবাহ বন্ধে আয়েনউদ্দীন মহিলা মাদ্রাসার মানববন্ধন

সংবেদনশীল, জবাবদিহিমূলক, একীভূত ও অংশগ্রহণমূলক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে নতুন শিক্ষাক্রমের অংশ হিসেবে শিক্ষার্থিদের দক্ষ্য করে গড়ে তুলতে মানব বন্ধন করেছে ছাত্রীরা। ২৬ সেপ্টেম্বর সকাল ১০টায় সাতক্ষীরা আয়েনউদ্দীন মহিলা আলিম মাদ্রাসার উদ্যোগে মাদ্রাসা সংলগ্ন সড়কে এ কর্মসুচির আয়োজন করা হয়।

শ্রেনী শিক্ষক আবু সাইদ বিশ্বাসের পরিচালনায় মানব বন্ধন কর্মসুচিতে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোঃ রুহুল আমিন। কর্মসুচিতে শিক্ষক-শিক্ষিকার পাশা-পাশি কয়েকশ ছাত্রী উপস্থিত ছিলেন।জাতীয় শিক্ষাক্রম ২০২১ এর আলোকে ২০২৩ সালে ৬ষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির বিষয়ে শিখন অভিজ্ঞতা ৪ এর আলোকে সেশন ৮ এর অংশ হিসেবে আউটডোরে এ মানব বন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি বলেন, শিক্ষার্থীর দৃষ্টিভঙ্গি, জ্ঞান, যোগ্যতা, মূল্যবোধ ও দক্ষতা বাড়াতে শিক্ষার্থিরা এ ধরণের উদ্যোগ নিয়েছে। আমরা নতুন শিক্ষা নীতিকে স্বাগত জানায়। এরই অংশ হিসেবে বাল্য বিবাহ বন্ধে সচেতনমুলক প্রচারণার অংশ হিসেবে পাঠ্যশুচির আলোকে আউটডোওে এই মানব বন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। প্রেসবিজ্ঞপ্তি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ক্যাডার কম্পোজেশন সুরক্ষা ও আন্ত:ক্যাডার বৈষম্য নিরসনসহ ৫দফা দাবিতে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সাতক্ষীরায় সংবাদ

নিজস্ব প্রতিনিধি :

ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, পদোন্নতি, পদসৃজন, স্কেল আপগ্রেডশন ও আন্ত:ক্যাডার বৈশম্য নিরসনসহ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ন্যায্য দাবিসহ আদায়ে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সাতক্ষীরার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতি জেলা ইউনিটের সভাপতি ও সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বসুদের বসু।
লিখিত বক্তব্যে বলেন, বাংলাদেশের প্রাথমিক শিক্ষা থেকে উচ্চশিক্ষা পর্যন্ত সার্বিক শিক্ষা ব্যবস্থা পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য শিক্ষা ক্যাডার সৃষ্টি করা হয়। কিন্তু দীর্ঘ দিনেও শিক্ষা ক্যাডারকে বিশেষায়িত পেশা হিসেবে গড়ে তোলা হয়নি। বঞ্চনা আর বৈষম্যের মাধ্যমে এ পেশার কার্যক্রমকে সংকুচিত করা হয়েছে। এ পেশাকে গ্রাস করছে অদক্ষ অপেশাদাররা যা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শনের পরিপন্থী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার যেসকল অভীষ্ট নির্ধারণ করেছে সেগুলো অর্জনে তিনিও শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। স্মার্ট বাংলাদেশ গঠণে তাই তিনি স্মার্ট শিক্ষা ব্যবস্থার প্রতি গুরুত্ব দিয়েছেন। এগুলো বাস্তবায়নে প্রয়োজন জাতির পিতার দর্শনের বাস্তবায়ন। যিনি শিক্ষা প্রশাসন পরিচালনায় শিক্ষা সংশ্লিষ্টদের দায়িত্ব প্রদানের মতো ব্যবস্থা গ্রহণ করেছিলেন, একই ব্যবস্থা গ্রহণ বর্তমান বাস্তবতায় সবচাইতে প্রাসঙ্গিক। তাই জরুরিভাবে, প্রয়োজন একটি দক্ষ, যুগোপযোগী ও স্বয়ংসম্পূর্ণ শিক্ষা ব্যবস্থাপনা । শিক্ষায় জাতীয় লক্ষ্য অর্জনে উপজেলা, জেলা, অঞ্চলে শিক্ষা সংশ্লিষ্ট দপ্তর, অধিদপ্তর ও প্রকল্পসমূহ পরিচালনায় শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের নিয়োগ সময়ের দাবি।

১৯৮০ মোতাবেক দেশের প্রাথমিক থেকে উচ্চশিক্ষা স্তরের শিক্ষা প্রদান, পরিচালনা, ব্যবস্থাপনা, পরিকল্পনা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রম পর্যন্ত শিক্ষা ক্যাডারের কার্যপরিধি ব্যাপৃত। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা স্তর সংশ্লিষ্ট সকল দপ্তরের নবম গ্রেডের উপরে সকল পদ শিক্ষা ক্যাডারের তফসিলভুক্ত। এসব পদে শিক্ষা ক্যাডার কর্মকর্তা বাদে অন্য কারও পদায়নের সুযোগ নেই। দীর্ঘদিন ধরে শিক্ষা ক্যাডারের তফসিলভুক্ত পদ থেকে শিক্ষা ক্যাডার বহির্ভূতদের অপসারণের দাবী জনিয়েছি কিন্তু সেটি করা হয়নি। উপরন্তু আমরা লিখিতভাবে আপত্তি জানাবার পরেও বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের তফসিলভুক্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ৫১২ টি পদ শিক্ষা ক্যাডারের তফসিল বহির্ভূত করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়োগবিধি চূড়ান্ত করা হয়েছে। এটি সুস্পষ্টতই শিক্ষা ক্যাডারের অস্তিত্বের উপর আঘাত। আমরা এসকল কর্মকাণ্ডকে সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে প্রশ্নবিদ্ধ করার শামীল মনে করি। শিক্ষা ক্যাডারকে অন্ধকারে রেখে এই বিধি করার এখতিয়ার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নেই । আমরা শিক্ষা ক্যাডার বিরোধী এসকল কর্মকান্ডের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে এবিধি বাতিলের দাবী করছি।

লিখিতি বক্তব্যে আরও বলেন, শিক্ষার রূপান্তরের অন্যতম কারিগর বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাগণ। তাঁরাই প্রণয়ন করেছেন নতুন শিক্ষাক্রম, এর বাস্তবায়নেও তাঁরাই অন্যতম শক্তি। শিক্ষা ক্যাডারের ১৬ হাজার কর্মকর্তা বর্তমান সরকারের ভিশন-২০৪১ তথা স্মার্ট বাংলাদেশের স্বপ্ন পূরণে একযোগে কাজ করে যাচ্ছে কিন্তু প্রাপ্য অধিকার ও সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। কোন কারণ ছাড়াই পদোন্নতি বন্ধ আছে। দুই বছর। এই মূহুর্তে শিক্ষা ক্যাডারে পদোন্নতিযোগ্য কর্মকর্তার সংখ্যা ৭ হাজারের বেশি। এর মধ্যে অধ্যাপক পদে পদোন্নতি যোগ্য ১২০০ জন। সহযোগী অধ্যাপক পদোন্নতি যোগ্য ৩০০০ জন, সহকারি অধ্যাপক পদে পদোন্নতি যোগ্য কর্মকর্তা আছেন প্রায় ৩০০০ জন।
এই কর্মকর্তাদের পদোন্নতির জন্য সরকারের কোন অতিরিক্ত অর্থ প্রয়োজন নেই। সবাই পদোন্নতিযোগ্য পদের বেতন স্কেলের সর্বোচ্চ সীমায় পৌঁছে গেছেন। ক্যাডার সার্ভিসে শূন্য পদ না থাকলে পদোন্নতি দেয়া যাবে না এমন কোন বিধান নেই। অথচ, শিক্ষা ক্যাডারকে শূন্য পদের অজুহাতে পদোন্নতি বঞ্চিত রাখা হয়। প্রধানমন্ত্রী সকল ক্যাডারের জন্য সুপারনিউমারারি পদে পদোন্নতি দিয়ে ক্যাডার বৈষম্য নিরসনের নির্দেশনা দিলেও তা পালিত হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের নির্দেশ দিয়েছেন বারবার । কিন্তু সে নির্দেশনা মানা হচ্ছে না ।
অন্য ক্যাডারের মত শিক্ষা ক্যাডারে ব্যাচভিত্তিক পদোন্নতি অনুসৃত না হওয়ায় অন্যান্য ক্যাডারের তুলনায় শিক্ষা ক্যাডার কর্মকর্তাগণ পিছিয়ে আছেন । বেতন স্কেল অনুযায়ী ৪র্থ ও ৬ষ্ঠ গ্রেড প্রাপ্য কর্মকর্তাগণের প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে ১ বছর পূর্বে। কিন্তু এ বিষয়েও কোনো অগ্রগতি নেই।
লিখিত বক্তব্যে আরও বলেন, শিক্ষা ক্যাডারকে অবকাশকালীন বিভাগ বিবেচনা করায় শিক্ষা ক্যাডার কর্মকর্তারা পূর্ণ গড় বেতনে অর্জিত ছুটি থেকে বঞ্চিত হচ্ছেন। গ্রীস্ম ও শীতকালীন অবকাশ চলাকালীন সময়ে শিক্ষার্থীরা ছুটি ভোগ করলেও শিক্ষকগণ উচ্চ মাধ্যমিক, জাতীয় বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতাধীন স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষাসমূহ, ভর্তি, রেজিস্ট্রেশন, ফরম ফিলআপ এসব কারণে কর্মস্থলে উপস্থিত থাকেন। ফলে শিক্ষার্থীদের ছুটিকালীন সময়ে শিক্ষকগণ কর্মরত থেকেও অবসর গ্রহণকালীন সময়ে ১০-১৫ লক্ষ টাকা ক্ষতির সম্মুখিন হচ্ছেন। শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের পূর্ণ গড় বেতনে অর্জিত ছুটির বিষয়ে ২০০৭ সালে শিক্ষা মন্ত্রণালয় সম্মতি প্রদান করলেও প্রশাসনের আন্তরিকতার অভাবে এটি আলোর মূখ দেখেনি। তাই অবিলম্বে শিক্ষা ক্যাডারের কর্মকালকে নন ভেকেশন সার্ভিস ঘোষণা করে পূর্ণ গড় বেতনে অর্জিত ছুটি প্রদানের ব্যবস্থা গ্রহণের জন্য সমিতি জোর দাবি জানাচ্ছে।
এছাড়া কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ২ অক্টোবর সারাদেশে কর্মবিরতি পালন করবে। দাবী পুরন না হলে আগামী ১০, ১১ ও ১২ অক্টোবর টানা তিন দিনের কর্মবিরতি পালন করবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতি জেলা ইউনিটের সহ সভাপতি ও কলারোয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম আনোরুজ্জামান, সহ সভাপতি ও সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আমানউল্লাহ আল হাদী, সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো:অলিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুর রহমান, নির্বাহী সদস ও আশাশুনি সরকারি কলেজে অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ, প্রফেসর বলাই চন্দ্র ঘোষসই বিসিএস সাধারণ শিক্ষা সমিতি জেলা ইউনিটের সদস্যবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest