সর্বশেষ সংবাদ-
বিডিএফ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে জামায়াতের মতবিনিময়স্বপ্ন সিঁড়ি’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনউপজেলা পরিষদের কর্মচারী সাবের মিস্ত্রির পুকুর থেকে ৩৪ পিচ হাসুয়া উদ্ধারসাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ২৭ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় রূপা জব্দঈদ ও নববর্ষ পূর্নমিলনীর আড্ডায় সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকরাসাংবাদিক আরিফুলের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধনদেবহাটার ইছামতি নদীর ভাঙ্গনে বদলে যাচ্ছে মানচিত্র- হুমকির মুখে রুপসী ম্যানগ্রোভইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার উদ্যোগে পল্লী উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচিদেবহাটায় বোরো ধান কাটার ব্যস্ত সময় পার করছে কৃষকরাকাল বৈশাখী ঝড়ে লন্ডভÐ সাতক্ষীরা কমার্স কলেজ

দৈনিক পত্রদূতের বার্তা সম্পাদকের ভগ্নিপতির ইন্তেকাল

দৈনিক পত্রদূতের বার্তা সম্পাদক এসএম শহীদুল ইসলামের ভগ্নিপতি মোঃ আব্দুর রশিদ (৫৫) আর নেই। তিনি মঙ্গলবার (২২ আগস্ট ২০২৩) ভোর ৪:২০ মিনিটের দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি কিডনি ও হার্টের সমস্যায় গুরুতর অসুস্থ ছিলেন। মরহুম মোঃ আব্দুর রশিদ সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক কালের চিত্রের প্রতিনিধি জিএম আজিজুল ইসলামের পিতা। মরহুমের জানাজা নামাজ আজ মঙ্গলবার জোহরের নামাজের পর সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের জি-ফুলাবাড়ি দরগাহ শরীফ ময়দানে অনুষ্ঠিত হবে । ##
প্রেসবিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় গাঁজা গাছসহ এক যুবক গ্রেফতার

দেবহাটা প্রতিনিধিঃ সাতক্ষীরার দেবহাটায় পুলিশের অভিযানে দুটি গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে। এ সময় গ্রেপ্তার করা হয় দেবহাটার ঘড়িয়াডাঙ্গা গ্রামের ইয়াদ আলী গাজীর ছেলে নাঈম হোসেনকে (২৯)।

গত ২১ আগষ্ট দেবহাটা থানার এসআই গিয়াস উদ্দিন অভিযান চালিয়ে ৮ ফুট ৬ ইঞ্চি এবং ৭ ফুট ১ ইঞ্চিসহ ২টি গাছ জব্দ করে। পরে নাঈম হোসেনকে গ্রেপ্তার করে দেবহাটা থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক মামলা দায়ের পরবর্তী আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে দেবহাটা থানার ওসি বাবুল আক্তার জানিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্যানিটেশন কর্মসূচি অবহিতকরনের লক্ষ্যে সাতক্ষীরায় কর্মশালা

নিজস্ব প্রতিনিধি :
স্যানিটেশন কর্মসূচি অবহিতকরনের লক্ষ্যে সাতক্ষীরায় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে শহরের ত্রিশমাইল অগ্রগতি রিসোর্টে বেসরকারি সংস্থা আশার আয়োজনে আশা সাতক্ষীরা জেলা ম্যানেজার মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধন করেন আশা কেন্দ্রীয় কার্যালয়ের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মোঃ রেজাউল কাইয়ুম।

এসময় উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় অফিসের এডিশনাল ম্যানেজার একে এম সেলিম আল রেজা,আশা কেন্দ্রীয় কার্যালয়ের প্রজেক্টার মাহফুজুল আলম সহ আরো অনেকে।

এই কর্মসূচিতে সাতক্ষীরায় ৩১শত পরিবারের মাঝে স্বাস্থ্যসম্মত স্যানিটাইজেশন সহায়তা দেওয়া হয়েছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিএনপি-জামাত জোটের পৃষ্ঠপোষকতায় বর্বর গ্রেনেড হামলার ১৯তম বার্ষিকীতে সাতক্ষীরায় দোয়া

নিজস্ব প্রতিনিধি : ২০০৪ সালের ২১ আগস্ট বিএনপি-জামাত জোটের পৃষ্ঠপোষকতায় বর্বর গ্রেনেড হামলার ১৯তম বার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ আগস্ট) বিকাল ৫টায় শহরের সিদ্দিক সুপার মার্কেটের সামনে জেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. ফরিদা আক্তার বানু’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোস্না আরার সঞ্চালনায় দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“ বারুদ আর রক্তমাখা বীভৎস ভয়াল-বিভীষিকাময় ২১শে আগস্ট রাজনৈতিক ইতিহাসে হত্যাযজ্ঞের এক কলঙ্কময় দিন আজ। ২১ শে আগস্টের ভয়ঙ্কর গ্রেনেড হামলার সেই বিভীষিকাময় ভয়াবহতা আজো আমাকে কাঁদায়। ২১ আগস্টে ঘাতকচক্রের লক্ষ্য ছিল বাংলাদেশ আওয়ামী লীগকে নেতৃত্বহীন করে দেশে স্বৈরশাসন ও জঙ্গিবাদ প্রতিষ্ঠা করা। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের এই দিনে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিবিরোধী’ শান্তি সমাবেশে অকল্পনীয় এক নারকীয় গ্রেনেড হামলার ঘটনা বাংলাদেশে এক কলঙ্কময় অধ্যায়ের জন্ম দেয়। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মো. নজরুল ইসলাম।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সহাদাৎ হোসেন, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি মীর আজহার আলী শাহীন, জেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শেখ নাজমুল হক রনি প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি সাংবাদিক ইঞ্জিনিয়ার শেখ তহিদুর রহমান ডাবলু, সাধারণ সম্পাদক সৈয়দ মহিউদ্দীন হাসিমী তপু, জেলা শ্রমিক লীগের সহসভাপতি বিকাশ চন্দ্র দাস, জেলা মহিলা আওয়ামী লীগেরসহসভাপতি ইসমত আরা, যুগ্ম সাধারণ সম্পাদক সুলেখা দাস, সাংগঠনিক সম্পাদক সোনিয়া পারভীন শাপলা,
দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম, রাবেয়া পারভীন, যুব মহিলালীগের সভাপতি সাবিহা হোসেন, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ, পৌরসভার ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মীর হাবিবুর রহমান বিটু, সাধারণ সম্পাদক ইদ্রিস বাবু, পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুস সালাম, পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুসফিকুর রহমান মিল্টন, পৌরসভার ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব নুর মনোয়ার হোসেন, আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান (ময়ুর ডাক্তার) প্রমুখ। এসময় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা কমীসহ বিভিন্ন অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কে এম রেজাউল করিম দেবহাটা :
২০০৪ সালের ২১ আগষ্ট ঢাকায় আ’লীগের সমাবেশে বিএনপি-জামায়াত কর্তৃক বর্বরোচিত গ্রেনেড হামলায় তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩’শ নেতাকর্মী আহত এবং আইভি রহমানসহ ২৪ জন নেতাকর্মী নিহতের ঘটনার প্রতিবাদে দেবহাটায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ক্ষমতাসীন দল বাংলাাদেশ আ’লীগ।

সোমবার বিকাল ৪টায় দেবহাটা উপজেলা আ’লীগের উদ্যোগে পারুলিয়া বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। কয়েক হাজার নেতাকর্মীর স্বতষ্ফূর্ত অংশগ্রহণে মিছিলটি সাতক্ষীরা-কালীগঞ্জ মহাসড়কের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রদক্ষিণ শেষে শহিদ আবু রায়হান চত্বরে সমাবেশে মিলিত হয়।

এসময় উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব মো. মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফারুক হোসেন রতন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক আলী মোর্ত্তজা মো. আনোয়ারুল হক, আ’লীগের সাংগঠনিক সম্পাদক আরশাদ আলী, মনিরুল ইসলাম মনি, আসাদুল ইসলাম,

নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, আ’লীগের শ্রম বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রেজাউল ইসলাম, সখিপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি সরদার আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, সদর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আবু বকর গাজী, পারুলিয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কুলিয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক বিধান চন্দ্র বর্মন, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুব আলম খোকন, সাধারণ সম্পাদক লোকমান কবির, কৃষকলীগের সদস্য সচিব হুমায়ুন কবির হীমসহ মুলদল ও অন্যান্য সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তৃতাকালে ২১ শে আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের রুহের মাগফেরাত কামনাসহ বর্বরোচিত এ ঘটনায় জড়িত বিএনপি-জামায়াত ক্যাডারদের দৃষ্টান্তমুলোক শাস্তির দাবি জানান বক্তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গ্রেনেড হামলার প্রতিবাদে সাতক্ষীরা পৌর শ্রমিকলীগের প্রতিবাদ র‌্যালি

২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে সাতক্ষীরায় শ্রমিকলীগের আয়োজনে আলোচনাসভা ও প্রতিবাদ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকাল ৫টায় জাতীয় শ্রমিকলীগ সাতক্ষীরা পৌর শাখার আয়োজনে শহরের খুলনা রোড মোড় থেকে প্রতিবাদ র‌্যালি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

এর আগে সংক্ষিপ্ত আলোচনাসভায় বক্তব্য রাখেন, জেলা শ্রমিকলীগের সদস্য সচিব মাহমুদুল আলম বিবিসি, পৌর শ্রমিকলীগের সদস্য সচিব মিজানুর রহমান, যুগ্ম আহবায়ক রুবেল হোসেন, জেলা শ্রমিকলীগের সদস্য মকছুর রহমান, শফিউল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আজহারুল ইসলাম, ৯নং ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক মোস্তফা প্রমুখ।

পরে জেলা মহিলা আওয়ামীলীগ আয়োজিত সমাবেশে যোগদান করেন তারা। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার মাহমুদপুরে ট্রাকের ধাক্কায় স্কুল ছাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরার মাহমুদপুরে ট্রাকের ধাক্কায় দ্বিতীয় শ্রেণির এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন মা হাফিজা খাতুন। সোমবার সকালে সাতক্ষীরা-ভোমরা স্থল বন্দর সড়কের মাহমুদপুর বাজারের নিকট এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম ওহি সুলতানা (৭)। সে সাতক্ষীরা সদর উপজেলা মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী এবং মাহমুদপুর তালবাড়িয়া গ্রামের মিতুল সরদারের মেয়ে।

প্রত্যাক্ষদর্শীরা জানান, ওহি সুলতানা স্কুল ছুটির পর তার মায়ের সাথে ভ্যানযোগে বাড়ি ফিরছিল। এসময় মাহমুদপুর বাজারে পৌঁছালে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ভোমরা স্থলবন্দর গামী একটি মালবাহী ট্রাক ভ্যানটাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে ওহির মৃত্যু হয়।

এই ঘটনায় উত্তেজিত জনতা দীর্ঘসময় সড়ক অবরোধ করে ও ঘাতক ট্রাকটি ভাংচুর করে। এতে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনাস্থল পরিদর্শন করে সদর থানার এসআই রাজু আহমেদ জানান, ঘাতক ট্রাক ও তার চালককে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, ট্রাকটি হেলপার চালাচ্ছিলো বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নলতা ম্যাটস শিক্ষার্থীদের ক্লাস বর্জন : প্রশাসনিক ভবনে তালা

আসাদুজ্জামান ঃ ইন্টার্নশিপ বহাল ও অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধনসহ চার দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন ও ছাত্র ধর্মঘট পালন করছে সাতক্ষীরার নলতা মেডিকেল এ্যাসিসট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস’র) শিক্ষার্থীরা।

সোমবার বেলা ১২টায় ক্যাম্পাসের সামনে জড়ো হয়ে আন্দোলন করেন তারা। চলমান আন্দোলনে অবিলম্বে ইন্টার্নশিপ বহাল রেখে কোর্স কারিকুলাম সংশোধন, এ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামে স্বতন্ত্র বোর্ড গঠন, কর্মসংস্থান সৃষ্টি ও নিয়োগ প্রদান এবং বঙ্গবন্ধুর পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষার সুযোগ প্রদানের দাবি জানান শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও ধর্মঘট কর্মসূচিতে বক্তব্য দেন, বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ডা.শাহিনুর আলম, সাধরাণ সম্পাদক ডা. মোজাম্মেল হোসেন, শিক্ষার্থী মোনায়েম ইসলামসহ অন্যরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest