সর্বশেষ সংবাদ-
বিডিএফ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে জামায়াতের মতবিনিময়স্বপ্ন সিঁড়ি’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনউপজেলা পরিষদের কর্মচারী সাবের মিস্ত্রির পুকুর থেকে ৩৪ পিচ হাসুয়া উদ্ধারসাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ২৭ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় রূপা জব্দঈদ ও নববর্ষ পূর্নমিলনীর আড্ডায় সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকরাসাংবাদিক আরিফুলের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধনদেবহাটার ইছামতি নদীর ভাঙ্গনে বদলে যাচ্ছে মানচিত্র- হুমকির মুখে রুপসী ম্যানগ্রোভইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার উদ্যোগে পল্লী উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচিদেবহাটায় বোরো ধান কাটার ব্যস্ত সময় পার করছে কৃষকরাকাল বৈশাখী ঝড়ে লন্ডভÐ সাতক্ষীরা কমার্স কলেজ

সাতক্ষীরায় মোটর সাইকেল শো-রুমে মাদক রেখে হয়রানির অভিযোগ !

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় পুরাতন মোটরসাইকেল শো-রুমে পরিকল্পিকভাবে মাদক রেখে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় প্রতিকার চেয়ে ভুক্তভোগী শো-রুমের মালিক সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, সাতক্ষীরা শহরের উত্তরকাটিয়া গ্রামের এস এম কামরুজ্জামানের পুত্র এস এম আশরাফুজ্জামান সানি কাটিয়া বাজারে জয়েন্ট মোটরস-২ নামের পুরাতন মোটর সাইকেলের শো-রুম পরিচালনা করে আসছিল।

ব্যবসায়ীক সততা থাকায় ইতোমধ্যে তার সুনাম ছড়িয়ে পড়েছে। এতে ঈর্ষান্বিত হয়ে উত্তরকাটিয়া দাসপাড়া গ্রামের মৃত.আকবর হোসেনের পালিত পুত্র দেলোয়ার হোসেন সোহাগ চক্রান্ত শুরু করে।

গত ১৬ আগস্ট রাত ১০টায় পুলিশের লোকজন বন্ধ শো-রুম খুলিয়া তল্লাশী করে পোটলা বের করে। এঘটনায় আশরাফুজ্জামান সানিকে আসামী করে এবং তাকে নিয়ে যেতে চায়। সে সময় তাদের অনুরোধে সিসিটিভি ফুটেজ দেখে পুরো ঘটনা সোহাগের সাজানো তখন পুলিশ তাকে ছেড়ে দেয়। পরে তাদের অনুরোধে সিসিটিভি ফুটেজে দেখা যায় ওই দিন দুপুর ২.৩৮ মিনিটে সোহাগ নিজ হাতে শো-রুমের সিসি ক্যামেরা ঘুরাইয়া গাজার পোটলাটি ওই শো-রুমে রাখে এবং পুলিশকে জানায় এই শো-রুমে গাজার ব্যবসা করে। যে কারণে সেখানে তল্লাশী করে।

ভুক্তভোগী আশরাফুজ্জামান সানি অভিযোগ করে বলেন, সোহাগেরও মায়াজাল নামক পুরাতন শো-রুম রয়েছে। যে কারনে আমার ব্যবসায়ীক সুনাম নষ্ট করতে এবং সামাজিকভাবে হেয় করতে এধরনের চক্রান্ত করা হয়েছে। এঘটনায় আমি আর্থিক এবং সামাজিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়েছি। তিনি এ বিষয়ে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

এবিষয়ে অভিযুক্ত দেলোয়ার হোসেন সোহাগের শো-রুম এবং মোবাইল নাম্বার বন্ধ থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলাদেশ প্রাথঃ বিদ্যাঃ সহকারী শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখার কমিটির অনুমোদন

নিজস্ব প্রতিনিধি ঃ শিক্ষকের মর্যাদা জয় হোক ¯েøাগানে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখা পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি (রেজিঃ নং- এস ১২০৬৮) কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ মনির হোসেন ও সাধারণ সম্পাদক অজিত পাল-এর স্বাক্ষরিত এক পত্রে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখার পূর্ণঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে বাহাদুরপুর সঃ প্রাঃ বিঃ এর সহকারি শিক্ষক এস এম শরিফুজ্জামানকে সভাপতি, ৬৬নং গরালি সঃ প্রাঃ বিঃ এর আসাদুজ্জামান কে সিনিয়র সহ সভাপতি, ১২নং চন্ডিপুর সঃ প্রাঃ বিঃ এর সাবিহা খাতুন, ১নং ফুলবাড়ি সঃ প্রাঃ বিঃ এর কামরুজ্জামান, দক্ষিণ ফিংড়ী সঃ প্রাঃ বিঃ সহকারি শিক্ষক মনিরুজ্জামানকে সাধারণ সম্পাদক, ফিংড়ী সঃ প্রাঃ বিঃ মোঃ সেলিম রেজা কে যুগ্ম সাধারণ সম্পাদক, টাউন সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাজী শাহাব উদ্দীন (সাজু) কে সাংগঠনিক সম্পাদক, মিয়া সাহেবের ডাঙ্গা সঃ প্রাঃ বিঃ এর রায়হান উদ্দিন কে অর্থ সম্পাদক, মিঠাবাড়ি সঃ প্রঃ বিঃ এর মনিরুজ্জামান শেখ দপ্তর সম্পাদক, ধানদিয়া কৃষ্ণ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোস্তাফিজুর রহমান প্রচার সম্পাদক, খ্যাগড়াডাঙ্গা সঃ প্রাঃ বিঃ এর মর্জিনা খাতুন কে মহিলা বিষয়ক সম্পাদক,
উত্তর কুশখালী সঃ প্রাঃ বিঃ আসাদুজ্জামান কে তথ্য ও প্রযুক্তি সম্পাদক, কলারোয়া সঃ প্রাঃ বিঃ হারুনঅর রশিদ আইন বিষয়ক সম্পাদক, বারোপোতা সঃ প্রাঃ বিঃ লুৎফুন নাহার কে সহ আইন বিষয়ক সম্পাদক, মিয়া সাহেবের ডাঙ্গা সঃ প্রাঃ বিঃ হিমাদ্রী মন্ডল কে সমবায় সম্পাদক, নেবাখালী সরদারপাড়া সঃ প্রাঃ বিঃ কামরুল ইসলাম কে মিডিয়া ও যোগাযোগ সম্পাদক, হামিদপুর সঃ প্রাঃ বিঃ ফারহানা মমতাজ কে আপ্যায়ন ও অভ্যার্থনা সম্পাদক, গাংনিয়া সঃ প্রাঃ বিঃ এর নাজমুস সাদাত কে কাব ও স্কাউট সম্পাদক। এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে পলাশপোল সঃ প্রাঃ বিঃ এর আ হ ম মোস্তফা জামান, গোবরদাড়ী সঃ প্রাঃ বিঃ হাসানুজ্জামান, শহিদ খোকন স্মৃতি নেবাখালী সঃ প্রাঃ বিঃ এর শরিফুর রহমান সজল সহ ৪৯ সদস্য বিশিষ্ট বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির সাতক্ষীরা জেলা শাখার পুর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দুর্নীতিবাজ কুক কামরুজ্জামানের বিরুদ্ধে শাস্তিসহ বদলীর দাবিতে সভা

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় পানি উন্নয়ন বোর্ড-১ এ কর্মরত দুর্নীতিবাজ কুক কামরুজ্জামানের বিরুদ্ধে শাস্তিসহ সাতক্ষীরা থেকে বদলীর দাবিতে সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয় ভূমিহীন অধিকার পরিষদের আয়োজনে রোববার বিকালে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক সংলগ্ন অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি মো: বাবলু হাসান।

বক্তব্য রাখেন, জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, বাংলাদেশ জাতীয় ভূমিহীন অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক কাজী আব্দুল আলিম, ক্রীড়া সম্পাদক সিদ্দিকুর রহমান, যুগ্ম সম্পাদক এস কে, অর্থ সম্পাদক সিরাজুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল হাই প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় করেন সংগঠনের সাধারণ সম্পাদক মীর আশিক ইকবাল বাপ্পি।

এসময় বক্তারা বলেন, সাতক্ষীরা শহরের ইটাগাছা ওয়াপদার মোড় হতে পশ্চিম দিকে আনুমানিক ২০০ মিটার দূরে ২(দুই) কোটি টাকা মূল্যের পাঁচতলা ফাউন্ডেশন বাড়ির প্রথম তলার কাজ শেষ। অবৈধ ভাবে উপার্জিত সাতক্ষীরার বিভিন্ন শাখায় লক্ষ লক্ষ টাকার একাধিক ব্যাংক হিসাব ও ডিপিএস আছে তার স্ত্রী রেখা জামান ও তার নিজ নামে। তার মত একজন মহাদুর্নীতিগ্রস্থ ব্যক্তিকে সাতক্ষীরার মত দূর্যোগ প্রবণ এলাকা থেকে অবিলম্বে বিতাড়িত করতে হবে। আগামী ২৪ ঘন্টার মধ্যে বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা না হলে আগামী মঙ্গলবার মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফিংড়ীতে জাতীয় শোক দিবসের আলোচনা ও দোয়া

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ফিংড়ী ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকালে ফিংড়ী ইউনিয়ের শিমুল বাড়ীয়া ১নং আওয়ামী লীগ এর আয়োজনে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: নজরুল ইসলাম।
বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.হ.ম তারেক উদ্দিন, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, সদস্য ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, জেলা আওয়ামী লীগের সদস্য সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, জেলা যুবলীগের সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান, জেলা আওয়ামী লীগের সদস্য ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান শামসুর রহমান,পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশি, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম রবিসহ নেতৃবৃন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফারুক হোসেন চান্দু।

পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। এসময় প্রধান অতিথি বলেন, জাতির জনকের জন্ম না হলে বাংলাদেশ নামক ভূখন্ডের জন্ম হতো না। আমরা কতটা হতভাগা জাতিকে তাকেই কিছু বিপথগামী সেনারা নির্মমভাবে হত্যা করে। তারা চেয়েছিল জাতির জনকের নাম বাংলাদেশ থেকে মুছে ফেলতে। কিন্তু আজ ঘরে ঘরে জাতির জনকের জন্য দোয়া হয় আলোচনাসভা হয়।
পরে জাতির জনক এবং পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা পৌর কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন

বাংলাদেশ কৃষক লীগ সাতক্ষীরা জেলা শাখার দপ্তর সম্পাদক শাহাজান কবির
স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২২ জুলাই‘২৩ তারিখে সাতক্ষীরা জেলা কৃষক লীগের কার্যনির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে কার্যকারী ভূমিকা পালন ও দলের সাংগঠনিক কাঠামো বিন্যাসে আরো সক্রীয় এবং শক্তিশালী করনের লক্ষে গঠনকন্ত্রের বিধি মোতাবেক সেলিম রেজা মুকুলকে আহবায়ক, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান,
নাজমুন নাহার মুন্নি ও আসাদুজ্জামান লাবলুকে যুগ্ন আহবায়ক এবং এম শহিদুল ইসলামকে সদস্য সচিব করে ২৫ সদস্য বিশিষ্ট সাতক্ষীরা পৌর কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় শোকাবহ আগস্ট উপলক্ষে আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় শোকাবহ আগস্ট উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ আগস্ট) বিকাল ৫টায় সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ডের কাটিয়া ঝুটিতলা সার্বজনীন পূজা মন্দির কমিটির আয়োজনে মন্দির কমিটির সভাপতি সুকদেব দাশের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“জাতির জনকের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলার মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করেছেন বলেই তিনি আবারও দেশের প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ। জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। জননেত্রী শেখ হাসিনা সাহষিকতার সাথে দেশের স্বপ্নের পদ্মাসেতু, কর্ণফূলী টানেল, বঙ্গবন্ধু স্যাটালাইট-১ মহাকাশে প্রেরণ, এক্সপ্রেস হাইওয়ে নির্মাণসহ মেঘা প্রকল্প বাস্তবায়ন করে বিশে^র দরবারে প্রসংশিত হয়েছেন। দেখিয়েছেন আমরা পারি বাংলাদেশ পারে।

এসময় বঙ্গবন্ধু ও তাঁর পরিবারবর্গসহ আগস্টের সকল শহিদদের রুহের মাগফিরাত কামনা করেন এমপি রবি।”
আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎ¯œা আরা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আসিয় ইকবাল তুহিন, সাংগঠনিক সম্পাদক আহম্মাদুল কবির বাবু, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ প্রমুখ।
জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু ও তাঁর পরিবারবর্গসহ আগস্টের সকল শহিদদের প্রতি বিন¤্র শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এসময় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি বিকাশ চন্দ্র দাস।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভোমরায় সংখ্যালঘু সম্প্রদায়ের জমির প্রাচীর ভাংচুর-জমি দখলের চেষ্টা

নিজস্ব প্রতিনিধি :
ভোমরায় সংখ্যালঘু সম্প্রদায়ের জমির প্রাচীর ভাংচুর করে জমি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ১৮ আগস্ট দুপুরে ভোমরা পূর্বপাড়া এলাকায় এঘটনা ঘটে।

এঘটনায় ভুক্তভোগী কিনু কুমার বিশ^াস বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, ৬৫নং ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ১.৬০ শতক জমি রয়েছে ভোমরা পূর্বপাড়ার মৃত কার্তিক চন্দ্র বিশ^াসের পুত্র কিনু কুমার বিশ^াসের। গত ১৮ আগস্ট যুবলীগ নেতা আ: মজিদ গাজীর পুত্র মোত্তালেব হোসেন পলাশ ভাড়াটিয়া লোকজন নিয়ে উক্ত সম্পতিত্তে থাকা প্রাচীর ভাংচুর করে এবং উক্ত সম্পত্তি দখলে চেষ্টা করে। এসময় তারা প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করে এবং খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শণ করে যাচ্ছে। এঘটনার পর থেকে ভুক্তভোগীর চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা নিরাপত্তা চেয়ে সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নলতা হাইস্কুলে শিক্ষকের প্রহারে ছাত্রের মৃত্যুর অভিযোগে গ্রেফতার ৪ শিক্ষক আসামীর মধ্যে তিনজনের জামিন

নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা হাইস্কুলে শিক্ষকের প্রহারে নবম শ্রেণীর ছাত্র রাজপ্রতাপ দাসের মৃত্যুর অভিযোগে গ্রেফতার ৪ শিক্ষক আসামীর মধ্যে তিনজনের জামিন মঞ্জুর হয়েছে। রোববার দুপুরে সাতক্ষীরা জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলী আল রাজি তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা জামানাতে জামিন মঞ্জুর করেন।

সাতক্ষীরা আদালতের আইনজীবী এ্যাড. জিয়াউর রহমান জিয়া জানান, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আসামীদের জামিন নামঞ্জুর করেছিলেন। জেলা ও দায়রা জজ আদালতে আপীল করার পর আজ রোববার গ্রেপ্তার ৪ জনের মধ্যে তিনজন শিক্ষকের জামিন মঞ্জুর হলো।
জামিনপ্রাপ্ত শিক্ষকরা হলেন, প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম পাঁড়,সহকারী প্রধান শিক্ষক আব্দুল মুহিত ও সহকারী শিক্ষক সিদ্ধার্থ রায় চৌধুরী।

প্রসঙ্গত, ১৬ জুলাই রোববার দুপুরে নলতা হাইস্কুলে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীর জন্মদিনের কেক কেটে স্কুলের ছাদে টিকটক ভিডিও করার অভিযোগে নবম শ্রেণির ছাত্র রাজপ্রতাপ দাসকে মারধর করেন সহকারী শিক্ষক অবকাশ খা। পরে বাড়িতে যেয়ে অসুস্থ্যবোধ করায় তাকে হাসপাতালে পাঠানোর পথে মারা যায় রাজপ্রতাপ। এতে উত্তেজিত জনতা স্কুলে ব্যাপক ভাংচুর চালায়। সন্ধ্যার দিকে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আসে। এঘটনায় নিহতের বাবা ৫ শিক্ষকের নামে কালিগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পুলিশ পাঁচ শিক্ষকের মধ্যে ৪ জনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest