সর্বশেষ সংবাদ-
খাস জমি উদ্ধারসহ ভুমিহীনদের পুনঃবাসনের দাবিতে সমাবেশসাতক্ষীরায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতারসাতক্ষীরায় বজ্রপাতে নারী শ্রমিকের মৃত্যুবিডিএফ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে জামায়াতের মতবিনিময়স্বপ্ন সিঁড়ি’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনউপজেলা পরিষদের কর্মচারী সাবের মিস্ত্রির পুকুর থেকে ৩৪ পিচ হাসুয়া উদ্ধারসাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ২৭ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় রূপা জব্দঈদ ও নববর্ষ পূর্নমিলনীর আড্ডায় সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকরাসাংবাদিক আরিফুলের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধনদেবহাটার ইছামতি নদীর ভাঙ্গনে বদলে যাচ্ছে মানচিত্র- হুমকির মুখে রুপসী ম্যানগ্রোভ

সাতক্ষীরায় ৫ পিচ স্বর্ণের বারসহ এক চোরাকারবারি আটক

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় ৫ পিচ স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। ৪ আগস্ট শুক্রবার সকাল ৭টার দিকে বৈকারী সীমান্তে কালিয়ানি বিওপি এলাকায় অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা মোস্তাফিজুর রহমান (৩০) নামের চোরাকারবারিকে আটক করে।

তাকে তল্লাশী করে তার কাছ থেকে ৫ পিচ স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটক মোস্তাফিজুর রহমান কালিয়ানী গ্রামের শাহাদাত হোসেনের পুত্র। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৪৬৬ গ্রাম ৫৫০ মিলিগ্রাম। যার মূল্য ৩৯ লক্ষ ৩৭ হাজার ৬৮২ টাকা।

শুক্রবার দুপুরে সাতক্ষীরা বিজিবি’র অধিনায়ক লে: কর্ণের আশরাফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি জানানো হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে নায়েক মোজাফফর রহমান বৈকারী সীমান্তের কালিয়ানি এলাকায় অভিযান চালিয়ে চোরাকারকারিকে আটক করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ছয়ঘরিয়ায় এমপি রবি’র উঠান বৈঠক

নিজস্ব প্রতিনিধি : শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে উঠান বৈঠক, মতবিনিময় ও সরকারের উন্নয়ন সম্বলিত লিফলেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (০৩ আগস্ট) বিকালে ছয়ঘরিয়া পশ্চিম পাড়া ফোরকানিয়া মক্তব ও মসজিদ এলাকায় ১১নং ঝাউডাঙ্গা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার মো. রবিউল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায়, ১১নং ঝাউডাঙ্গা ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ ও বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি সমর্থক গোষ্ঠীর যৌথ আয়োজনে ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. রমজান আলী বিশ্বাসের সভাপতিত্বে উঠান বৈঠক ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। উঠান বৈঠক ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন-উর রশিদ, সদস্য এসএম শওকত হোসেন,

জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোৎস্না আরা, সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গোলাম মোরশেদ, সরদার নজরুল ইসলাম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, বাঁশদহা ইউপি চেয়ারম্যান মাস্টার মো. মফিজুর রহমান, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মীর আজহার আলী শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তৌহিদ হাসান, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি বিকাশ চন্দ্র দাস, তুজুলপুর জিসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কাশেম,

বল্লী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান লাল্টু, ধুলিহর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ বোরহান উদ্দিন, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলেখা দাস, সাংগঠনিক সম্পাদক সোনিয়া পারভীন শাপলা প্রমুখ। মতবিনিময় সভায় জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও ১৪টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ শফিউদ্দিন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিন….  নজরুল ইসলাম

নিজস্ব প্রতিনিধি :
আওয়ামী লীগ সরকারের উন্নয়ন প্রচারনায় লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা করেছেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মো: নজরুল ইসলাম। বৃহস্পতিবার বিকালে সাতক্ষীরা সরকারি কলেজ মোড় সাতক্ষীরা পৌর ২নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুস সামাদ।

এসময় নজরুল ইসলাম বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে নৌকায় ভোট দিতে হবে। উন্নয়নের প্রতীক নৌকা, স্বাধীণতার প্রতীক নৌকা। সুতরাং সকলকে নৌকায় আস্থা রাখতে হবে।

উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ডা. মুনসুর আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক শিমুন শামস, জেলা আওয়ামী লীগের সদস্য সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, জেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুল মান্নান, জেলা আওয়ামী লীগের সদস্য সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তানভীর হোসেন সুজন, রেজাউল ইসলাম রেজা, জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মির্জা জাকির হোসেন, আশরাফুল হক খোকন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন লাভলু, বিজ্ঞান ও পরিবেশ বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা খোকন ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের আহবায়ক শেখ সেলিম হোসেন, সদস্য সচিব মনিরুল ইসলাম ফুল বাবু, ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি নুরুল ইসলাম সাগর, সদস্য আজিজুর রহমান, রাকিব হাসান সবুর খান, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন রিপন প্রমুখ।

উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশিদুজ্জামান রাশি।

০৩.০৮.২০২৩

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভোমরায় রাশিদা বেগম মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণি কক্ষ পানিতে থৈথৈ করছে

নিজস্ব প্রতিনিধি : জলাবদ্ধতায় শিক্ষা কার্যক্রম স্থবির হয়ে পড়েছে সাতক্ষীরা সদরের ভোমরার রাশিদা বেগম মাধ্যমিক বিদ্যালয়। সরেজমিন দেখা যায়, বিদ্যালয়ের চারিপাশে শুধু পানি আর পানি বিদ্যালয়ের ভিতরে শ্রেণীকক্ষ পানিতে থৈ থৈ করছে।

জলাবদ্ধতা নিরসনে বিদ্যালয়ের কর্তৃপক্ষ (০৩ আগষ্ট ২০২৩) বৃহস্পতিবার সকাল ১১টায় জলাবদ্ধতা নিরসনে মত বিনিময় সভার আয়োজন করেন। স্থানীয় সমাজ সেবক আলহাজ্ব মোঃ বাশার আলীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা: রাশিদা খাতুন, সহকারি প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমানসহ বিদ্যালয় সকল শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা।

এ সময় আরো উপস্থিত ছিলেন ভোমরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম, ইউপি সদস্য মোঃ সাজ্জাদ হোসেন, ইউপি সদস্য সন্তোষ ঘোষসহ শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় বক্তারা বিদ্যালয়টিতে জলাবদ্ধতা নিরসন করে পুনরায় শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকে সে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সকলের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৩ আসামী আটক

কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটা থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ২ আসামী এবং ওয়ারেন্টমূলে ১ আসামীসহ সর্বমোট ৩ আসামী গ্রেফতার হয়েছে। আটককৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে। পুলিশ জানায়, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপিএম) এর দিক নির্দেশনায় ও সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) এসএম জামিল আহমেদের সার্বিক তত্ত্বাবধানে এবং দেবহাটা থানার অফিসার ইনচার্জ বাবুল আক্তারের নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা ও বিশেষ অভিযান পরিচালনাকালে ইং ০৩/০৮/২০২৩ ইং তারিখ এসআই গোলাম আযম, এসআই শোভন দাশ, এসআই শফিকুল ইসলাম ও এএসআই আব্দুর রহিম গাজী সঙ্গীয় ফোর্সসহ দেবহটা থানা এলাকা থেকে দেবহাটা থানার মামলা নং- ০৩ তারিখ- ০৬/০৪/২০২৩ ইং,

ধারা-১৯৭৪ সালের স্পেশাল পাওয়ারস্ এ্যাক্টের ১৫(৩)/২৫-ডি তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানাবলী আইনের ৩/৪/৬ ও দেবহাটা থানার মামলা নং- ১৫ তারিখ-২৭/০৫/২০২৩ ইং ধারা- ১৯৭৪ সালের স্পেশাল পাওয়ারস্ এ্যাক্টের ১৫(৩)/২৫-ডি তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানাবলী আইন (সংশোধনী/২০০২) এর ৪/৫/৬ এবং দেবহাটা থানার মামলা নং- ০৩ তারিখ- ০৬/০৪/২০২৩ ইং, ধারা-১৯৭৪ সালের স্পেশাল পাওয়ারস্ এ্যাক্টের ১৫(৩)/২৫-ডি তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানাবলী আইনের ৩/৪/৬ এর আসামী দক্ষিণ পারুলিয়া গ্রামের মৃত সামছুদ্দিন মোল্যার ছেলে ইলিয়াছ হোসেন (৫৫), পুষ্পকাটি গ্রামের মৃত রহিল উদ্দিন সরদারের ছেলে সিরাজুল ইসলাম (৫৫) কে গ্রেফতার করেন এবং একই তারিখ ০৩/০৮/২৩ ইং এএসআই জাহিদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ দেবহাটা থানা এলাকা থেকে সিআর ৮৯/২৩ দেব), ধারা-এনআই এ্যাক্ট এর আসামী পারুলিয়া গ্রামের কিশোরী দত্তের ছেলে সুরেশ দত্তকে গ্রেফতার করেন। আসামীদেরকে ইং-০৩/০৮/২৩ ইং বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় বিএনপি-জামায়াতের ৬৫ নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় নাশকতার পরিকল্পনার অভিযোগে কালিগঞ্জ উপজেলা কৃষকদলের সাবেক আহবায়ক সোহেল রানাসহ বিএনপি ও জামায়াতের ৬৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুর থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহষ্পতিবার বিকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে আরও রয়েছেন, কালিগঞ্জের রতনপুর ইউনিয়নের বিএনপি নেতা ইউপি সদস্য আব্দুল কাদের, বিষ্ণুপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সদর উপজেলার কুচপুকুর গ্রামের জামায়াত নেতা মতিয়ার রহমান, চুপড়িয়া ইউনিয়নেনর আব্দুর রহমানসহ মোট ৬৫ জন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতরা সরকার উৎখাতের উদ্দেশ্যে নাশকতার পরিকল্পনা করছিলো। গোপনসূত্রে খবর পেয়ে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে ককটেলসহ গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরকদ্রব্যের বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার বিকেলে আদালতে মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শোক দিবসে সাতক্ষীরায় ঠোঁট কাটা ও তালু কাটা রোগীদের ফি চিকিৎসা ক্যাম্প

জাতীয় শোক দিবস উপলক্ষে সাতক্ষীরায় ঠোঁট কাটা ও তালু কাটা রোগীদের ফি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ১৬ আগস্ট সাতক্ষীরা রসূলপুর এলাকার এম আলি পলি ক্লিনিকে ডাচ্ বাংলা ব্যাংকের সহযোগিতায় এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হবে।

ঔষধপত্রসহ সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন করা হবে। অর্থের অভাবে যেসব রোগীরা চিকিৎসা বঞ্চিত তাদের জন্যই এধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুততম সময়ে নাম লিপিবদ্ধের জন্য ০১৭১২ ৪৪ ৭৪ ৯৭ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন কর্তৃপক্ষ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সামেক হাসপাতালে হৃদরোগ বিষয়ক সাইন্টিফিক সেমিনার

নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগ বিষয়ক সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। কার্ডিওলজি বিভাগের আয়োজনে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় মেডিকেল কলেজের হলরুমে উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মো: রুহুল কুদ্দুস।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শীতল চৌধুরী, সাতক্ষীরা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. এসজেড আতীক, বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. মনোয়ার হোসেন, কলেজের একাডেমিক কো-অর্ডিনেটর ডা. শংকর প্রসাদ বিশ^াস,

মেডিসিন বিভাগীয় প্রধান ডা. কাজী আরিফ আহমেদ, সহকারী অধ্যাপক ডা. সঞ্জয় সরকার, কার্ডিওলজি বিভাগের কনসালট্যান্ট ডা. সুমন কুমার দাস প্রমুখ।

বক্তারা এ সময় বলেন, দেশে প্রতি ৫ মিনিটে এক জনের কার্ডিয়াক অ্যাটাক হয়। উপকূলীয় অঞ্চলে এটা আরও বেশি চ্যালেঞ্জিং। এই চ্যালেঞ্জকে সামনে রেখে সাতক্ষীরা মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগ সর্বোচ্চ শ্রম দিয়ে যাচ্ছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest