সর্বশেষ সংবাদ-
খাস জমি উদ্ধারসহ ভুমিহীনদের পুনঃবাসনের দাবিতে সমাবেশসাতক্ষীরায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতারসাতক্ষীরায় বজ্রপাতে নারী শ্রমিকের মৃত্যুবিডিএফ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে জামায়াতের মতবিনিময়স্বপ্ন সিঁড়ি’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনউপজেলা পরিষদের কর্মচারী সাবের মিস্ত্রির পুকুর থেকে ৩৪ পিচ হাসুয়া উদ্ধারসাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ২৭ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় রূপা জব্দঈদ ও নববর্ষ পূর্নমিলনীর আড্ডায় সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকরাসাংবাদিক আরিফুলের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধনদেবহাটার ইছামতি নদীর ভাঙ্গনে বদলে যাচ্ছে মানচিত্র- হুমকির মুখে রুপসী ম্যানগ্রোভ

নারী ফুটবলার সাদিয়া ও মঙ্গলী বাগচীর উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি :
খুলনায় অনুর্ধ্ব ১৭ দলের নারী ফুটবলার সাদিয়া নাসরিন ও মঙ্গলী বাগচীর উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যান ব্যানার্জি।

নাগরিক আন্দোলন মঞ্চ সাতক্ষীরা ও প্রথম আলো বন্ধু সভার আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপ্পী, দৈনিক কল্যাণের সাতক্ষীরা প্রতিনিধি কাজী শওকত হোসেন ময়না, ডিবিসি নিউজ এর সাতক্ষীরা প্রতিনিধি এম.বেলাল হোসাইন, মানবাধিকার কর্মী শেখ ফারুক হোসেন, বন্ধুসভার প্রচার সম্পাদক তারিক ইসলাম স্টুডেন্ট ফুটবল একাডেমী, পরিচালক, খন্দকার আরিফ হাসান প্রিন্স, নারী ফুটবলার মধ্যে বক্তব্য রাখেন জাহানারা খাতুন, নারী ফুটবলার তানিসা, খুকুমনি,সেলিনা,আর্থি, অন্তরা। এছাড়া উপস্থিত ছিলেন বন্ধুসভার সাংস্কৃতিক সম্পাদক মোকাররাম বিল্লাহ, বইমেলা সম্পাদক সাগরিকা আক্তার, ম্যাগাজিন সম্পাদক মাসকুরা আক্তার, সদস্য মো: পারভেজ,মো: রহমতুল্লাহ, তামিম বিল্লাহ,পিকে পালসহ অন্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রথম আলো বন্ধুসভা সাতক্ষীরার সভাপতি কর্ণ বিশ্বাস।#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হিন্দু ছাত্র পরিষদ সাতক্ষীরার পক্ষ থেকে জেলা প্রশাসকের সাথে শুভেচ্ছা বিনিময়

বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে জেলা প্রশাসকের সাথে শুভেচ্ছা বিনিময় করা হয়েছে। বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরকে ফুলেল শুভেচ্ছ প্রদান করা হয়।

বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ কেন্দ্রীয় ও সাতক্ষীরা জেলা শাখার উপদেষ্টা প্রাক্তন জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার এবং ডা: সুব্রত ঘোষের দিক নির্দেশনায় এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ধীমান সরকার,

সাধারণ সম্পাদক প্রকাশ সরকার, দপ্তর সম্পাদক রতন অধিকারী, যুগ্ম সাধারণ সম্পাদক মিলন সরকারসহ অনেকে। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সরকারের উন্নয়ন প্রচারনায় আবাদের হাটে নজরুল ইসলামের মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি :
আওয়ামী লীগ সরকারের উন্নয়ন প্রচারনায় মতবিনিময় সভা করেছেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মো: নজরুল ইসলাম।

বুধবার বিকালে সদর উপজেলার আবাদের হাটে আগড়দাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাপশ আচার্য।

উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, জেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুল মান্নান, জেলা আওয়ামী লীগের সদস্য সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম মোর্শেদ, শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এস এম শওকত হোসেন, চেয়ারম্যান আবুল কালাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তানভীর হোসেন সুজন, রেজাউল ইসলাম রেজা, জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান, সাধারণ সম্পাদক সুমন হোসেন। সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক মঈনুল ইসলাম, ইউ পি সদস্য যুবলীগ নেতা শামসুর রহমান প্রমুখ। উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুস শাহাদাত পলাশ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে পূর্ব শত্রুতার জের ধরে তিন গৃহবধুসহ ৪ জনকে জখম

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার আশাশুনিতে পূর্ব শত্রুতার জের ধরে তিন গৃহবধুসহ ৪ জনকে পিটিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। আহতদের মধ্যে এক গৃহবধুর অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১ আগস্ট সকাল সাড়ে ৬টায় আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের কাপসন্ডা এলাকায় এঘটনা ঘটে।
আহতরা হলেন, কাপসন্ডা গ্রামের শাহাজান আলীর স্ত্রী সালমা খাতুন, আব্দুর রহমানের পুত্র রহমত সরদার, মনিরুল ইসলামের স্ত্রী সেলিনা বেগম এবং মোহাম্মাদ আলীর কন্যা খাদিজা খাতুন।

ভুক্তভোগীরা জানান, পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার মৃত নাজির আলী গাজীর পুত্র আলী বক্স এবং তার পুত্রদের সাথে শাহাজান আলীগংয়ের বিরোধ চলে আসছিল। এর জের ধরে ১ আগস্ট মঙ্গলবার ভোরে আলী বক্স গাজীর নেতৃত্বে তার পুত্র শিমুল গাজী, আব্দুল্লাহ গাজী, হযরত আলী গাজী এবং তার ভাই মাওলা বক্সসহ অজ্ঞাত ব্যক্তিরা অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে শাহাজান আলীদের বাড়িতে প্রবেশ করে। এসময় তারা ঘরের মধ্যে প্রবেশ করে ঘরের আসবাবপত্র ভাংচুর, লুটপাট করতে থাকে। এতে বাধা দেওয়া তাদের অতকির্ত মারপিট করে এসময় সালমা খাতুন, সেলিনা বেগম, খাদিজা খাতুন এবং রহমত আলী আহত হয়। এছাড়া সালমা খাতুনের স্বামী-শ^শুর রেনুপোনার ব্যবসা করে। ফলে ঘরে থাকা ১লক্ষ ২৫ হাজার টাকা ছিনিয়ে নেয় উল্লেখিত ব্যক্তিরা। উক্ত সময়ে বাড়িতে অন্যন্যা পুরুষ মানুষ না থাকার সুযোগ বুঝেই হামলা করা হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী সেলিনা বেগম। এসময় তাদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে তারা চলে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করেন।

আহতদের মধ্যে সালমা খাতুনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী সালমা খাতুনের শ^শুর মনিরুল ইসলাম উক্ত ঘটনার সুষ্ঠু তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত সময়ে মনিরুল ইসলাম বাদী হয়ে আশাশুনি থানায় একটি এজাহার দায়ের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২জন কর্মচারী জেল হাজতে!

নিজস্ব প্রতিনিধি :
শ্রান্তি বিনোদনের জন্য কর্মস্থল থেকে ছুটি নিয়েছেন শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই কর্মচারি রাশেদুল ইসলাম খান ও মো. আরিফ বিল্লাহ। কতৃপক্ষের কাছে পরিবারকে নিয়ে ঘুরতে যাওয়ার অজুহাত দেখালেও তাদের দু’জনই বর্তমানে কারাগারে আটক রয়েছেন।
প্রথমজন চেক জালিয়াতির মামলায় বিচারিক আদালতের সাজা মাথায় নিয়ে আত্মসমর্পন করে সাতক্ষীরা জেলা কারাগারে জেল খাটছেন গত রোববার থেকে। আর দ্বিতীয় ব্যক্তি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় ডিবি পুলিশের হাতে আটক হয়ে ২৭ জুলাই থেকে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দী।
অভিযোগ উঠেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ দুই কর্মচারী শ্রান্তি বিনোদনের ছুটির নামে কারাগারে আটক থাকা সত্ত্বেও নিশ্চুপ কতৃপক্ষ। বরং কারান্তরীণ হওয়ায় বিভাগীয় ব্যবস্থা নেয়ার পরিবর্তে অনুপস্থিত দুই কর্মচারীর বদলী ‘ডিউটি’ করানো হচ্ছে অন্যদের দিয়ে।

জানা যায়, ২৩ জুলাই ঢাকার মিরপুরের একটি বাসা থেকে ঢাকা মহানগর ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হয় সহকারী স্বাস্থ্য পরিদর্শক আরিফ বিল্লাহ। চাকরি পাইয়ে দেয়ার প্রতিশ্রুতিতে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়া আরিফকে নিয়োগ বাণিজ্য ও নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় হাতেনাতে আটক করা হয়। এসময় তার মোবাইল ফোনে স¤প্রতি অনুষ্ঠিত কয়েকটি দপ্তরের প্রশ্নপত্রসহ আরও কিছু নিয়োগ সংক্রান্ত বিষয়াদীর প্রমান পায় অভিযান পরিচালনাকারী বাহিনী। গ্রেপ্তার হয়ে তিন দিন ডিবি হেফাজতে থাকার পর গত ২৭ জুলাই আরিফকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হয়। তবে আটকের পর তিন দিন পর্যন্ত হেফাজতে থাকার সময় সম্পূর্ণ তথ্য পাওয়ার কথা উল্লেখ করে আদালত রিমান্ড না মঞ্জুর করে আরিফকে কারাগারে প্রেরণ করেন। শ্যামনগর উপজেলার কৈখালী গ্রামের মধ্যবিত্ত পরিবারের ইসমাইল হোসেনের ছেলে আরিফ মাত্র ১০ বছরের চাকরি জীবনে উপজেলা সদরের বাদঘাটা মৌজায় কোটি টাকার তিনটি প্লটের মালিক হয়েছেন। এছাড়া দুটি বাড়িসহ প্রচুর অর্থ সম্পদের মালিক বনে গেছেন নিয়োগ বানিজ্য আরও চাকুরীর প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িয়ে।

এর আগে চেক জালিয়াতি সংক্রান্ত একটি মামলায় ২৬ জুন সাতক্ষীরা অতিরিক্ত দায়রা জজ আদালত পুর্বের জামিন বাতিল করে বিচারিক আদালতে আত্মসমর্পনের নির্দেশ দেন স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী মেডিকেল অফিসার রাশেদুল ইসলাম খানের বিরুদ্ধে। বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে কোনভাবে কারাজীবন এড়ানোর সুযোগ না পেয়ে গত ৩০ জুলাই তিনি আত্মসমর্পন করে কারাগারে ঢুকেছেন উচ্চ আদালতে জামিন আবেদনের সুযোগ নিতে। জানা যায় শুরুতে সাজার বিষয়টি গোপন রেখে তিনি কর্মস্থলে দিব্যি দায়িত্ব পালন করছিলেন। কিন্তু পরবর্তীতে প্রতারণার ঘটনায় জানাজানি হলে গত ৮ জুলাই থেকে তিনি আত্মগোপনে চলে যান। এসময় শুরুতে ১৫ দিনের ছুটির আবেদন করলেও গত ২৪ জুলাই দ্বিতীয়বার ছুটির আবেদন জমা দেন।

এসব বিষয়ে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান জানান ছুটির আবেদন করে উভয়ে অনুপস্থিত। তারা কারাগারে রয়েছে কিংবা সাজাপ্রাপ্ত হয়েছেন এসব তথ্য জানিয়ে বিজ্ঞ আদালতের কোন নির্দেশনাও পায়নি। তবে আপনাদের মাধ্যমে অবগত হয়ে ইতোমধ্যে সিভিল সার্জন স্যারকে বিষয়টি জানিয়েছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে বয়স্ক বিধবা নারীর মৃত্যু নিয়ে গুঞ্জন : ছেলে ও ছেলে বউ গ্রেপ্তার

আশাশুনি প্রতিনিধি :
সাতক্ষীরার আশাশুনিতে আয়েশা খাতুন (৬০) নামের এক বয়স্ক বিধবা মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা
হয়েছে। বুধবার সকাল ১০ টার দিকে আশাশুনির ফকরাবাদ গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ
উদ্ধার করে পুলিশ।আয়েশা খাতুন আত্মহত্যা করেছেন নাকি তাকে বালিশ চাঁপা দিয়ে হত্যা করা হয়েছে,এনিয়ে এলাকায় ব্যাপক গুঞ্জন শুরু হয়েছে। এদিকে, পুলিশ নিহতের ছেলে রমজান আলী (৩২) ও ছেলে বউ মিনারা খাতুনকে গ্রেপ্তার করেছে।

আয়েশা খাতুন ফকরাবাদ গ্রামের মৃত আক্কাস মোল্যার স্ত্রী। মামলার বাদি নিহতের ভাই মোন্তাজুল ইসলামের
স্ত্রী রাশিদা খাতুন জানান, আক্কাছ মোল্যার মৃত্যুর পর থেকে আয়েশা খাতুন ছেলের সংসারে থাকতেন।
খাওয়া দাওয়া নিয়ে প্রায়ই ছেলে বউ তাকে বকাঝকা ও মারপিট করতো। বুধবার সকালে তার ছেলে রমজান ও
বউমা মিনারা খাতুন তার সাথে প্রথমে বকাঝকা ও পরে মারপিট শুরু করে।

গণ্ডগোলের এক পর্যায়ে তারা বালিশ চাঁপা দিয়ে শ্বাসরোধ করে হত্যার পরে গলায় ওড়না পেচিয়ে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে দেয়। এরপর তিনি আত্মহত্যা করেছেন বলে চিৎকার করতে থাকলে প্রতিবেশি শিল্পী খাতুনসহ অন্যরা এগিয়ে এসে ওড়ানা কেটে তাকে আড়া থেকে নামান। তৎক্ষনাৎ স্থানীয় এক চিকিৎসককে ডাকা হলে  তিনি পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

মামলার বাদি নিহতের ভাই মোন্তাজুল ইসলাম জানান,ভাগ্নে ও ভাগ্নে বউয়ের অত্যাচারে অতিষ্ঠ
ছিলেন আমার বোন।বোনকে হত্যা করে আড়ায় ঝুলিয়ে দেওয়া হয়েছে নাকি তিনি আত্মহত্যা
করেছেন,আমরাতো সেটা দেখিনি। তবে বোনের মৃত্যুর সংবাদে

ভাগ্নে পালিয়ে যাচ্ছিল। একপরযায়ে পাশের রামনগর গ্রাম থেকে জনতা তাকে আটক করে পুলিশে
সোপর্দ করে।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোমিনুল ইসলাম পিপিএম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থানে গিয়ে
সুরতহাল রিপোর্ট শেষে মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে,
পারিবারিক কলহে তিনি আত্মহত্যা করেছেন। এঘটনায় নিহতের ভাই মোন্তাজুল ইসলাম বাদি হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে একটি মামলা করেছেন। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পরে সঠিকভাবে জানা যাবে,তার মৃত্যুর কারণ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা দিয়ে শুরু হলো ‘নোনা পানি’ চলচ্চিত্রের সারা দেশব্যাপী বিকল্প প্রদর্শনী

খুলনার প্রান্তিক মানুষের যাপিত জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘নোনা পানি’। বেঙ্গল ক্রিয়েসন্ লি: প্রযোজিত ও সৈয়দা নিগার বানু পরিচালিত ‘নোনা পানি’ চলচ্চিত্রটি সমগ্র বাংলাদেশে বিকল্প প্রদর্শনীর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যার মধ্যে প্রথম প্রদর্শনীটি অনুষ্ঠিত হচ্ছে সাতক্ষীরায়।

জেলা শিল্পকলা একাডেমি, সাতক্ষীরার আয়োজনে আগামি ৫ আগস্ট ২০২৩, শনিবার, বিকাল ৪টায় একাডেমির মিলনায়তনে সিনেমাটি দেখানো হবে।
‘নোনা পানি’ চলচ্চিত্রের পরিচালক বলেন- ‘নোনা পানি’ টিমের জন্য এটা খুবই আনন্দের যে, সাতক্ষীরায় সিনেমাটি দেখানো হচ্ছে। সাধারণ মানুষ সিনেমাটি দেখে গল্পের সাথে নিজেদের যুক্ত করতে পারবেন কারণ ‘নোনা পানি’ সিনেমার গল্প আবর্তিত হয়েছে এই অঞ্চলের মানুষের জীবনকে কেন্দ্র করে। এছাড়া সিনেমাটির বেশ কিছু অংশ নকিপুর জমিদার বাড়ি, শ্যামনগর যশোরেশ^রী মন্দিরে শুট করা হয়েছিল।’

‘নোনা পানি’ সিনেমাটি রোম্বা, দশপাই, কৃষ্ণা নামে তিনজন প্রান্তিক মানুষের গল্প নিয়ে গড়ে উঠেছে। রোম্বা, স্বামী পরিত্যক্ত মা, যার পেশা নদী থেকে চিংড়ির রেণু সংগ্রহ করা। দশপাই, সে নারী না পুরুষ তাই নিয়ে ধন্ধ কাটে না গ্রামের মানুষের। গ্রামের মেয়েদের নাক কান ফুটিয়ে জীবন নির্বাহ করা দশপাইয়ের মুক্ত পৃথিবী হলো একটি রেডিও। অন্য দিকে যাত্রাদলের কৃষ্ণা টিঁকে থাকার লড়াইয়ে জয় পরাজয়ের মুখোমুখি।

এই তিনটি চরিত্র ছাড়াও এদের চারপাশে আরো বহু চরিত্র রয়েছে, সিনেমাটিতে উঠে এসে তাদের কথা। সব চরিত্রই চায় গ্রামে থিতু হতে, চায় আত্মপরিচয়। এই আকাঙ্খাকে মর্যাদা দিতে গিয়ে তারা কখনো কখনো নিজ নিজ জায়গা থেকে ঘুরে দাঁড়াতে চায়। ছুঁড়ে ফেলতে চায় অসহায়ত্বের ঘেরাটোপ। এসব চরিত্র নিয়েই গড়ে উঠেছে চলচ্চিত্র ‘নোনা পানি’। এই সিনেমা’র সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো সিনেমাটিতে এ অঞ্চলের আঞ্চলিক ভাষা ও লোক গান ব্যবহার করা হয়েছে।

জেলা শিল্পকলা একাডেমি, সাতক্ষীরার আয়োজনে ‘নোনা পানি’ সিনেমাটির প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত। আগে আসলে আগে সীট বরাদ্দ ভিত্তিতে প্রদর্শনীটি ব্যবস্থা করা হয়েছে। সকলের উপস্থিতি কামনা করছি। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্ট’র ফাইনাল খেলা

কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ , ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সোমবার (৩১ জুলাই) বিকালে দেবহাটা বিবিএমপি সরকারী ইনস্টিটিশন মাঠে, দেবহাটা উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে। ট্রাইব্রেকারে কুলিয়া প্রাথমিক বিদ্যালয় বালকদের ৩-১ গোলে ঘলঘলিয়া প্রাথমিক বিদ্যালয় ছেলেরা উপজেলা চ্যাম্পিয়ান কাপ ছিনিয়ে নেন।

অপরদিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে। দেবহাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বালিকাদের ১-০ গোলে সখিপুর দিঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েরা উপজেলা চ্যাম্পিয়ান কাপ ছিনিয়ে নেন ।

উক্ত খেলায় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমানের সভাপতিত্বে. প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মুজিবর রহমান ।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান সবুজ, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলী মোর্তজা মোঃ আনোয়ারুল হক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আজহারুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, সাংবাদিক বৃন্দ এবং বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা বৃন্দ ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest