সর্বশেষ সংবাদ-
খাস জমি উদ্ধারসহ ভুমিহীনদের পুনঃবাসনের দাবিতে সমাবেশসাতক্ষীরায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতারসাতক্ষীরায় বজ্রপাতে নারী শ্রমিকের মৃত্যুবিডিএফ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে জামায়াতের মতবিনিময়স্বপ্ন সিঁড়ি’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনউপজেলা পরিষদের কর্মচারী সাবের মিস্ত্রির পুকুর থেকে ৩৪ পিচ হাসুয়া উদ্ধারসাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ২৭ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় রূপা জব্দঈদ ও নববর্ষ পূর্নমিলনীর আড্ডায় সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকরাসাংবাদিক আরিফুলের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধনদেবহাটার ইছামতি নদীর ভাঙ্গনে বদলে যাচ্ছে মানচিত্র- হুমকির মুখে রুপসী ম্যানগ্রোভ

সাতক্ষীরা সুন্দরবনে সাত জেলেকে ১৫লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি : সুন্দরবনে অবৈধভাবে প্রবেশ করে অভয়ারন্য এলাকায় মাছ ধরার অভিযোগে সাত জেলেকে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার ভোর ৬টার দিকে সুন্দরবনে নিরাপত্তা টহল দেওয়ার সময় সাতক্ষীরা রেঞ্জের স্মার্ট প্যাট্টল টিমের সদস্যরা সুন্দরবনের আগুনজালা নামক স্থান হতে মালামাল সহ জেলেদের আটক করে।

এসময় জেলেদের ব্যবহৃত ৫০লাখ টাকা মূল্যের ১টি ফিশিং ট্রলার, মাছ ও জাল সহ আনুসঙ্গিক মালামাল জব্দ করে স্মার্ট প্যাট্টল টিমের সদস্যরা।

আটক সাত জেলে হলেন- পাইকগাছা থানার আনোয়ার হোসেনের ছেলে মজিদ সরদার, সুনিল বিশ্বাসের ছেলে সোনা বিশ্বাস ও সুশান্ত বিশ্বাস, বাগেরহাট সদর এলাকার সুলতান হাওলাদারের ছেলে সেলিম হাওলাদার, খুলনা সদরের করিম গাজীর ছেলে আক্কাজ ও জামির হোসেন ও রহিম গাজীর ছেলে বাচ্চু গাজী।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম কে এম ইকবাল হোসেন চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধভাবে মাছ ধরার অভিযোগে জেলেদের আটক করে বন আইনে (সিওআর) ১৫ লাখ টাকা জরিমানা আদায় করে মুক্তি দেওয়া হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় নাশকতার পরিকল্পনার অভিযোগে ৩২ জামায়াত ও শিবিরকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় নাশকতার পরিকল্পনার অভিযোগে ৩২ জামায়াত ও শিবিরকর্মী পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। গতকাল সোমবার(৩১ জুলাই) দিনভর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গতকাল সোমবার ভোর সাড়ে ৬টায় আমতলা এলাকায় প্রশাসনের অনুমতি ছাড়াই বিশাল ঝটিকা মিছিল বের করে জামায়াত। এরপর তারা নাশকতার চেষ্টা করছিলো। পরে গোপনসূত্রে খবর পেয়ে জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, আজ গ্রেপ্তার আসামীদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরকদ্রব্যের বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- সাতক্ষীরা শহর জামায়াতের নায়েবে আমির পুরাতন সাতক্ষীরা এলাকার মৃত. ঈমান আলীর পুত্র মাও: মোস্তাফিজুর রহমান, ধুলিহরের জিয়ালা গ্রামের আব্দুস সাত্তারের পুত্র ধুলিহর ইউনিয়ন জামায়াতের আমীর ইয়াছিন আলী, রামচন্দ্রপুর গ্রামের মৃত আবু বাক্কারের পুত্র ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের আমীর ওসমান গণি,মিয়াসাহেবের ডাঙ্গী গ্রামের আ: মাজেদের পুত্র ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুল হান্নান, মৃগীডাঙ্গা গ্রামের মৃত সমির উদ্দীন সরদারের পুত্র বৈকারী ইউনিয়নের ৭নং ওয়ার্ড জামায়াতের ভারপ্রাপ্ত সভাপতি রবিউল ইসলাম, গাজীপুর গ্রামের আব্বাস আলী গাইনের পুত্র ঘোনা ইউনিয়নের ৭নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারী আব্দুল্লাহ গাইন, কাথন্ডা গ্রামের মৃত গাজী আতিয়ার রহমানের পুত্র কাথন্ডা জামায়াতের সেক্রেটারী ওহিদুজ্জামান, ঘোনা গ্রামের মৃত আকবর সরদারের পুত্র ঘোনা ইউনিয়নের ৩নং ওয়ার্ড জামায়াতের সভাপতি সাঈদুজ্জামান মিঠু গোবিন্দকাটি গ্রামের মৃত কেছমত আলী সরদারের পুত্র ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াতের সদস্য জিহাদ সরদার, গদাঘাটা গ্রামের মৃত মোকছেদুর রহমানের পুত্র শিবপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড জামায়াতের কার্যকরি সদস্য রেজাউল ইসলাম,
কামারসাইসা গ্রামের মৃত ঈমান আলী গাজীর পুত্র বাঁশদহা ইউনিয়ন জামায়াতের সদস্য গোলাম মোস্তফা, সাতক্ষীরা শহরের কাটিয়া ঢালীপাড়া গ্রামের মৃত রাজ্জাক ঢালীর পুত্র ১নং ওয়ার্ড জামায়াতের কর্মী খাইরুল ইসলাম, ভাড়–খালি গ্রামের মৃত কামাল উদ্দীন মোড়লের পুত্র জামায়াত কর্মী আলমগীর হোসেন, মাগুরা মোল্লাপাড়া গ্রামের আইনুদ্দীন মোল্ল্যার পুত্র সাতক্ষীরা সরকারী কলেজ ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারী মোনজেল হোসেন, গোবিন্দকাটি গ্রামের আরশাদ আলী দফাদারের পুত্র ওয়ার্ড জামায়াতের সাবেক সেক্রেটারী মো: আইয়ুব আলী, একই গ্রামের মৃত শেখ আব্দুর রউফের পুত্র জামায়াত কর্মী আব্দুর মো: আব্দুল হান্নান, বালিতা গ্রামের নুর আলী গাজীর পুত্র জামায়াত কর্মী শের আলী, দক্ষিণ ফিংড়ী গ্রামের মৃত শেখ মোহাম্মদ আলীর পুত্র জামায়াতকর্মী শেখ আকবর আলী, একই সিরাজুল ইসলামের পুত্র জামায়াত কর্মী হুসাইন কবির, ছয়ঘরিয়া কালিয়ানি গ্রামের মৃত আকবর আলীল পুত্র জামায়াত কর্মী আশরাফ আলী, পলাশপোল জজকোর্ট এলাকার আব্দুল ওয়াজেদের পুত্র জাহাঙ্গীর আলম, পাটকেলঘাটা গ্রামের শহিদুল ইসলামের পুত্র জামায়াত কর্মী হাবিবুর রহমান, মোচড়া গ্রামের মৃত রহিম বক্স সরদারের পুত্র বল্লি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি রফিকুল ইসলাম,সাতক্ষীরা সদরের মৃত শহর আলী মোল্লার পুত্র খলিলনগর ইউনিয়ন বিএনপির আহবায়ক ইউনুছ আলী বুলু, দেবহাটা উপজেলার উত্তর পারুলিয়া গ্রামের মৃত মোক্তার সরদারের পুত্র ইদিস সরদার, ওলিউর রহমানের পুত্র আব্দুল্লা আল মাহমুদ, মুন্সিপাড়া গ্রামের মৃত ইউসুছ আলীর পুত্র সাতক্ষীরা পৌর ২নং ওয়ার্ড জামায়াতের আমির আব্দুল রহমান, পাটকেলঘাটার দুধলাই গ্রামের মৃত খাদেমগাজীর পুত্র জামায়াত সমর্থিত ইউপি চেয়ারম্যান প্রার্থী গাজী রেজাউল করিম নুনু, গনেশপুর গ্রামের সুজায়েত আলী সরদারের পুত্র জামায়াত সদস্য কাদের সরদার, পাঁচপাড়া গ্রামের মৃত অজিয়ার রহমানের পুত্র শামসুজ্জামান, মানিকহার গ্রামের মৃত আনিছ উদ্দীনের পুত্র জামায়াত কর্মী রিয়াজ উদ্দীন শেখ, সরুলিয়া গ্রামের মৃত মেসের ঢালীর পুত্র জামায়াত কর্মী হালিম ঢালীসহ মোট ৭৫ জনকে আসামী করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আওয়ামী লীগ সরকারের উন্নয়ন প্রচারনায় ঝাউডাঙ্গায় নজরুল ইসলামের মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি :
আওয়ামী লীগ সরকারের উন্নয়ন প্রচারনায় মতবিনিময় সভা করেছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মো: নজরুল ইসলাম।

১ আগস্ট সোমবার বিকালে ঝাউডাঙ্গা বাজারে ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রমজান আলী বিশ্বাস।
উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, আওয়ামী লীগের সদস্য সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এস এম শওকত হোসেন, সভাপতি শেখ আব্দুর রশিদ, জেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুল মান্নান।

জেলা আওয়ামী লীগের সদস্য সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, সদস্য মহাদেব সাহা, আসাদুজ্জামান আসাদ, মশিয়ার রহমান ঈদুল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তানভীর হোসেন সুজন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমরেন্দ্র নাথ, সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি জাহিদ হাসান প্রমুখ।
উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা আওয়ামী আওয়ামী সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ রানা।
এসময় নজরুল ইসলাম বলেন, আওয়ামীলীগের সরকারের সময়ে দেশে যে উন্নয়ন হয়েছে। তা স্বাধীনতা পরবর্তীতে সময়ে আর কোন সরকারের সময়ে হয়নি। আজ সারের জন্য কৃষককে জীবন দিতে হয় না। দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে পুনরায় নৌকায় ভোট দিয়ে আওয়ামীলীগকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বঙ্গবন্ধুর জনপ্রশাসন পদক পেলেন সাতক্ষীরার সাবেক সার্কেল মির্জা সালাহ্উদ্দিন

বঙ্গবন্ধুর জনপ্রশাসন পদক ২০২৩ পেলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার খুলনার কৃতি সন্তান মির্জা সালাহ্উদ্দিন। ৩১ জুলাই,’২৩ ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পদক প্রদান করেন।

সিভিল সার্ভিসে কর্মরত সরকারি চাকরিজীবীদের জন্য এটিই সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার। এবার বাংলাদেশ পুলিশ থেকে একমাত্র তিনিই এই গৌরব জনক পদক লাভ করেছেন। ২০ বছর, ৩০ বছর বা তারও বেশি সময় ধরে পলাতক মৃত্যুদ-প্রাপ্ত, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত আসামি সনাক্তকরণ এবং গ্রেপ্তারের ক্ষেত্রে উদ্ভাবনী কৌশল প্রয়োগ এবং সফল বাস্তবায়নের জন্য তিনি এই বিরল সম্মান লাভ করেন।

উল্লেখ্য, ইতোপূর্বে তিনি সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবং কালীগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিরোধী নেতা ও কর্মীদের উপর হামলা গ্রেপ্তার এবং নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরায় গণসমাবেশ

বিরোধী নেতা ও কর্মীদের উপর হামলা গ্রেপ্তার এবং নির্যাতনের প্রতিবাদে এনডিএম জেলা শাখার আয়োজনে সাতক্ষীরায় গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল ৪টায় সাতক্ষীরা কাটিয়া এলাকায় অনুষ্ঠিত গণসমাবেশে সভাপতিত্ব করেন এনডিএম সাতক্ষীরা জেলার আহবায়ক আবু সেলিম।

এসময় উপস্থিত ছিলেন, মো: হাফিজুর রহমান, এড. আকবর আলী, বায়েজিত হোসেন, আব্দুর রহিম, ছাব্বির হোসেন, আল মামুন মুন্না, মোস্তাফিজুর রহমান, মো: সজিব হোসেন প্রমুখ। এসময় বক্তারা বলেন, আমার কোন দেশের নয়, দলের নয় জনগণের পুলিশ চায়।

প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় আশার আলোর ইউনিয়ন অ্যাডভোকেসি সভা

কে এম রেজাউল করিম, দেবহাটা : দেবহাটায় বেসরকারী উন্নয়ন সংস্থা আশার আলোর আয়োজনে এবং এ্যামেরিকেয়ারস এর অর্থায়নে থ্রিভিং লোকাল রিপ্রেজেন্টেটিভ উপজেলার ৪নং নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে স্বাস্থ্য বিষয়ে ইউনিয়ন অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৩১ জুলাই সকাল সাড়ে ১১ টায় অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন আশার আলোর পরিচালক জাতীয় যুব পুরষ্কারপ্রাপ্ত আবু আব্দুল্লাহ আল আজাদ।

প্রধান অতিথি ছিলেন নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী। আশার আলোর উক্ত প্রকল্পের প্রকল্প কর্মকর্তা আলমগীর হোসেনের সঞ্চালনায় উক্ত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক আব্দুল্লাহ গাজী।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটার নাংলা ফাতেমা রহমান বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক বাবলু, সিনিয়র সাংবাদিক আর.কে.বাপ্পা, বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জেল হোসেন, প্রকল্প সমন্বয়কারী জি.এম ইমতিয়াজ আহমেদ, ইউপি সদস্যা ফরিদা আক্তার, ইউপি সদস্য মোনায়েম হোসেন, ইউপি সদস্য আমজাদ আলী প্রমুখ। সভায় জানানো হয়, উক্ত প্রকল্পের মাধ্যমে আশার আলোর বাস্তবায়নে দেবহাটা উপজেলার নওয়াপাড়া ও কুলিয়া ইউনিয়নে আগামী ১৫ মাসব্যাপী কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে সাধারন মানুষকে স্বাস্থ্য সেবা দিতে সবধরনের সুযোগ সুবিদাগুলো বিনামূল্যে প্রদান করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রাণ প্রাচুর্যে ভরপুর বর্ষাকে এক গুচ্ছ কদম দিয়ে বরণ করলো সাতক্ষীরা বন্ধুসভা

প্রেস বিজ্ঞপ্তি :
সঙ্গীত, নৃত্য ও আবৃত্তির প্রাণোচ্ছলতায় উচ্ছসিত হয়ে ষড়ঋতুর অন্যতম সৌন্দর্যমণ্ডিত, প্রাণ প্রাচুর্যে ভরপুর বর্ষা ঋতুকে এক গুচ্ছ কদম দিয়ে বরণ করলো সাতক্ষীরা বন্ধুসভা।

১৬ ই শ্রাবণ ১৪৩০, ৩১ জুলাই ২০২৩ সোমবার সাতক্ষীরা প্রথম আলো অফিসে সাতক্ষীরা বন্ধুসভার আয়োজনে অনুষ্ঠিত হয় বর্ষা উৎস।

বিকাল ৫টায় উপস্থিত সকল বন্ধুদের কদম ফুলের শুভেচ্ছা বিনিময় এর মাধ্যমে শুরু হয় উৎসবের আনুষ্ঠানিকতা।

এরপর ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর গানটির সাথে একক নৃত্য পরিবেশন করেন বন্ধুসভার ছোট্ট বন্ধু রাজকন্যা । বিশিষ্ট বাচিক শিল্পী ও কবি এ্যাড. নুরুজ্জামান সাহেব আবৃত্তি পরিবেশনের পর একক সঙ্গীত পরিবেশন করেন বন্ধুসভার সদস্য সীমা মন্ডল । তিনি পরিবেশন করেন ‘আষাড় শ্রাবন মানে না তো মন গানটি। এরপর কবিতা নিয়ে উপস্থিত হন বিশিষ্ট কবি নূরুউজ্জামান সাহেব ।

গান, নাচ ও আবৃত্তির সমন্বয়ে বর্ষার নানা রুপ ও স্বাদের সাথে পরিচয় ঘটানো হয়। এরপর একক সঙ্গীত পরিবেশন করেন বন্ধুসভার সদস্য সোমা রানী বৈদ্য, সবুজ তরফদার, আজিজুল ইসলাম।

বন্ধুসভার প্রচার সম্পাদক তারিক ইসলাম এর সঞ্চালনায় বন্ধুসভার সভাপতি কর্ণ বিশ্বাস এর সভাপতিত্বে বিশেষ অথিতি হিসিবে উপস্থিত ছিলেন প্রথম আলো নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি,এছাড়া উপস্থিত ছিলেন বন্ধুসভার এছাড়াও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক সম্পাদক মোকাররাম বিল্লাহ,প্র‍ীতি দাস, তামান্না পারভীন,প্র‍শান্তকুমার পাল, তামিম বিল্লাহ,উত্তম মল্লিক,মোঃপারভেজ,সুকান্ত দাস প্র‍মুখ।

অবিরাম বারিবর্ষণে স্নিগ্ধ সজীব পরশ বুলিয়ে দিয়ে মানুষকে দুঃসহ যন্ত্রণা থেকে মুক্তি দেয় বর্ষা। প্রকৃতি রক্ষার ব্রত আর অপার সৌন্দর্য্যরে অধিকারী এই বর্ষা ঋতুকে বরণ নেয়ার উদ্দেশ্য নিয়ে এই প্রথম বর্ষা উৎসবের আয়োজন করে সাতক্ষীরা বন্ধুসভার বন্ধুরা।

বন্ধুসভার আমন্ত্রণে বর্ষার আবাহনে মেতে ওঠে ছোট থেকে বড় নানা বয়সের নানা শ্রেণীর মানুষ। মিলিত হয় বর্ষার উৎসবে, প্রাণের উৎসবে। অবগাহন করে প্রকৃতির বৃষ্টিতে, বর্ষার পবিত্র স্রোতধারায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সরকারের উন্নয়ন প্রচারনায় খানপুরে নজরুল ইসলামের লিফলেট বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি :
আওয়ামীলীগ সরকারের উন্নয়ন প্রচারনায় বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা করেছেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মো: নজরুল ইসলাম।

প্রচারনার অংশ হিসেবে রবিবার বিকালে খানপুর বাজারে শিবপুর ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন। উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, আওয়ামী লীগের সদস্য সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, জেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুল মান্নান।

জেলা আওয়ামী লীগের সদস্য সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, পৌর যুবলীগের সভপতি মনোয়ার হোসেন অনু, সাধারণ সম্পাদক তুহিন প্রমুখ।

সভাটি পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুল হোসেন মানি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest