সর্বশেষ সংবাদ-
খাস জমি উদ্ধারসহ ভুমিহীনদের পুনঃবাসনের দাবিতে সমাবেশসাতক্ষীরায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতারসাতক্ষীরায় বজ্রপাতে নারী শ্রমিকের মৃত্যুবিডিএফ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে জামায়াতের মতবিনিময়স্বপ্ন সিঁড়ি’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনউপজেলা পরিষদের কর্মচারী সাবের মিস্ত্রির পুকুর থেকে ৩৪ পিচ হাসুয়া উদ্ধারসাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ২৭ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় রূপা জব্দঈদ ও নববর্ষ পূর্নমিলনীর আড্ডায় সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকরাসাংবাদিক আরিফুলের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধনদেবহাটার ইছামতি নদীর ভাঙ্গনে বদলে যাচ্ছে মানচিত্র- হুমকির মুখে রুপসী ম্যানগ্রোভ

দেবহাটায় সরকারি কলেজে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি

কে এম রেজাউল করিম দেবহাটা : সাতক্ষীরা জেলার দেবহাটার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি খানবাহাদুর আহছান উল্লাহ কলেজের রোভার গ্রুপের রোভারদের মহামারী ডেঙ্গু প্রতিরোধে এক জন্য র‍্যালী,আলোচনা সভা ও পরিচ্ছন্নতা বিষয়ক কর্মসূচী কলেজ রোভার সম্পাদক মোঃ আবু তালেব এর নেতৃত্বে কলেজে অনুষ্ঠিত হয়।

বিভিন্ন শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে সিনিয়র রোভার মেট শেখ নাহিদুর রশিদ, ইমতিয়াজ মাহাবুব সিয়াম ও মোত্তাসি.বিল্লাহর তত্ত্বাবধানে একদল রোভার আগাছা পরিষ্কার, সখিপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সচেতনতা বিষয়ক আলোচনা ও প্রধান সড়কে র‍্যালীর মাধ্যমে সমাপ্ত হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন রীতা রানী ও রোভার উপদেষ্টা প্রভাষক স্বপন কুমার মন্ডল,সখীপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেফালী ব্যানার্জি ও সহকারী শিক্ষক রমজান আলী সহ বিভিন্ন সুধিজনেরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শিশু অপহরণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সাতক্ষীরার কবির গ্রেপ্তার

আসাদুজ্জামান : চট্টগ্রাম বন্দর এলাকা থেকে শিশু অপহরনের ঘটনায় যাবজ্জীবন সাজাপ্রপাপ্ত আসামী সাতক্ষীরার কলারোয়ার সাজ্জাত কবির মজুমদার দীর্ঘ ২০ বছর ধরে পালিয়ে থাকার পর অবশেষে র‌্যাবের হাতে গ্রেপ্তার হয়েছে। রোববার রাতে র‌্যাব-৬এর সাতক্ষীরা ক্যাম্পের একটি চৌকস দল ঢাকার মহানগর বাড্ডা থানাধীন মেরুল বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন। সোমবার বিকালে র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর জে.এম গালিব হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।
যাবজ্জীবন সাজাপ্রপাপ্ত সাজ্জাত কবির মজুমদার কলারোয়া উপজেলার বাসিন্দা।

র‌্যাব জানায়, সাজাপ্রাপ্ত আসামী মোঃ সাজ্জাত কবির মজুমদার ১৯৯৮ সালে চট্রগ্রাম বন্দর এলাকা হতে একটি শিশুকে অপহরন করে। একপর্যায় অপহৃত শিশুকে নিয়ে ট্রেনে করে পালিয়ে যাওয়ার সময় চট্রগ্রাম রেলওয়ে পুলিশ অপহৃত শিশুকে উদ্ধারসহ অপহরনকারী সাজ্জাত কবিরকে গ্রেপ্তার করেন। পরবর্তীতে অপহৃত শিশুর বাবা বাদী হয়ে বন্দর থানায় ১৯৯৫ সনের নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন। আসামী উক্ত মামলায় বেশ কিছু দিন জেল খাটার পর জামিন পায়।

এর পর থেকেই আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নাম পরিবর্তন করে প্রায় বিশ বছর ধরে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াতে থাকে আসামী সাজ্জাত কবির। এরই মধ্যে বিজ্ঞ আদালতে এ মামলার সত্যতা প্রমানিত হওয়ায় বিচারকার্য শেষে আসামী সাজ্জাত কবির মজুমদারকে যাবজ্জীবন সাজা প্রদান করেন। এক পর্যায়ে র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা গোয়েন্দা তথ্যের মাধ্যমে উক্ত আসামীর অবস্থান নিশ্চিত করে রোববার রাতে র‌্যাব-৩ এর সহায়তায় ঢাকার মহানগর বাড্ডা থানাধীন মেরুল বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন।

র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর জে.এম গালিব হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামীকে সাতক্ষীরার কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধানদিয়ায় তিনজনকে পিটিয়ে জখম

নিজস্ব প্রতিনিধি :
জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধানদিয়ায় তিনজনকে পিটিয়ে জখমের ঘটনা ঘটেছে। সোমবার বিকালে ধানদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন, ধানদিয়া গ্রামের সামাদ মল্লিকের পুত্র রুহুল আমিন মল্লিক, সামাদ মল্লিক, ফজলে রহমান মল্লিকের পুত্র ছাত্তার মল্লিক।

ভুক্তভোগীরা জানান ৪ শতক জমি নিয়ে একই এলাকার মৃত আলীর আলী মল্লিকের পুত্র সবুর মল্লিক, রউফ মল্লিক,রফিক মল্লিক, খাইরুল মল্লিক,আবদার মল্লিক,বাশারাত মল্লিক,মফিজুল মল্লিক,মুশারাফ মল্লিকগংয়ের সাথে বিরোধ চলে আসছিল।

এর জেল ধরে সোমবার বিকালে উল্লেখিত ব্যক্তিরা দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে ছাত্তার মল্লিক গংয়ের বাড়িতে প্রবেশ করে অতর্কিত হামলা চালায়। এতে সাত্তার মল্লিকসহ ৩জন গুরুতর আহত হন। আহতরা বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এবিষয়ে ধানদিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বর আনিছুর রহমান বলেন, জমি জমা সংক্রান্ত বিষয়ে তাদের দুই পক্ষের মধ্যে বিরোধ ছিল। আজ সবুর মল্লিকসহ অন্যান্যরা তাদের অতর্কিত মারপিট করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় বিএনপি নেতা চাঁদের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরন

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে রাজশাহীর বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

রবিবার সকাল ১১টায় তাকে সাতক্ষীরার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করানো হয়। এসময় তিনি জামিন প্রার্থনা করলে বিচারক মোঃ জিয়ারুল ইসলাম তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাড আকবর আলী।

উল্লেখ্য, গত ১৯ মে তারিখে রাজশাহীর পুঠিয়ায় প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ। এই ঘটনার জের ধরে দেশের বিভিন্ন স্থানে মামলা হবার পর গত ২৫ মে সাতক্ষীরায় তার বিরুদ্ধে মামলা করেন জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইদুজ্জামান জিকো। মাগুরা জেলা কারাগার থেকে শনিবার বিএনপি নেতা চাঁদকে সাতক্ষীরা জেলা কারাগারে আনা হয়। সেখান থেকে রবিবার তাকে সাতক্ষীরা আদালতে আনা হয়।

সাতক্ষীরা জজ আদালতের পিপি এ্যাড. আব্দুল লতিফ জানান, অন্য মামলায় আসামী জেলে থাকায় তার বিরুদ্ধে “প্রোডাকশন ওয়ারেন্ট” জারি করা হয়। আজ শুনানি শেষে তাকে সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা পৌর ৩নং ওয়ার্ড শ্রমিকলীগের নবগঠিত কমিটির পরিচিত সভা

সাতক্ষীরা পৌর ৩নং ওয়ার্ড শ্রমিকলীগের নবগঠিত কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৫টায় পুরাতন সাতক্ষীরাস্থ ওয়ার্ড আওয়ামীলীগের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি আব্দুল হাই।

প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা শ্রমিকলীগের আহবায়ক আব্দুল্লাহ সরদার, সদস্য সচিব মাহমুদুল আলম বিবিসি, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুস সেলিম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম ফুল বাবু, পৌর শ্রমিকলীগের আহবায়ক আব্দুল আজিজ বাবু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল, আওয়ামীলীগ নেতা হাসান ইমাম। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, ৩নং ওয়ার্ড শ্রমিকলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা।

সভায় প্রধান অতিথি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্র রুখে দিতে শ্রমিকলীগের প্রতিটি নেতাকর্মীকে প্রস্তুত থাকতে হবে। জননেত্রী শেখ হাসিনার ডাকে সকল আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করে আওয়ামীলীগের বিজয় নিশ্চিত করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় বাংলাদেশ যুব ঐক্য পরিষদের পরিচিতি সভা

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরায় বাংলাদেশ যুব ঐক্য পরিষদের নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ জুলাই) সকাল ১০টায় পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ি নাট মন্দির প্রাঙ্গণে এ পরিচিতি ও কর্মী সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবগঠিত আহŸায়ক কমিটির আহবায়ক অমিত কুমার ঘোষ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শ্রী তিলক কুমার গোস্বামী।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রী রবার্ট নিক্সন ঘোষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি শ্রী বিশ্বজিৎ সাধু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বনাথ ঘোষ, সাতক্ষীরা জেলা মন্দির সমিতির সভাপতি এ্যাড. সোমনাথ ব্যানার্জি, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মন্ডলীর সদস্য শ্রী গৌর চন্দ্র দত্ত, শ্রী সুধাংশু শেখর সরকার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী স্বপন কুমার শীল, যুগ্ম সম্পাদক ১ শ্রী নিত্যানন্দ আমিন, অধ্যক্ষ শিব পদ গাইন, প্রভাষক বাসুদেব সিংহ,

সাংগঠনিক সম্পাদক অসীম কুমার দাস সোনা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রেভাঃ থীয়ফিল গাজী, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি দেবাশীষ রায়, ছাত্র ঐক্য পরিষদের সভাপতি সুজন বিশ্বাস। প্রধান অতিথি তার বক্তব্য নবগঠিত আহবায়ক কমিটির সদস্যদের শুভেচ্ছা জানান এবং কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সঠিক সময়ে সম্মেলন করার আহŸান জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় পৃথক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় পৃথক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে ও শুক্রবার দুপুরে শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ও ভেটখালীতে এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন, কাশিমাড়ী ইউনিয়নের গোবিন্দপুর (কাঁচিহারানিয়া) গ্রামের বরকত আলী সরদারের স্ত্রী তাহমিনা বেগম(৫০) এবং ছোট ভেটখালী গ্রামের মৃত মতিয়ার রহমান গাজীর পুত্র তরিকুল ইসলাম (৩৫)।

কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গাজী আনিছুজ্জামান জানান, বৃহস্পতিবার রাতে অসুস্থ্য ভাইয়ের বাড়ী থেকে নিজ বাড়ীতে ফেরার সময় পথিমধ্যে মোটর ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয় তাহমিনা বেগম। দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ সিরুজ্জামান তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে শুক্রবার দুপুরে নিজ ঘরে টেবিল ফ্যানে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় অসাবধানবসত বিদ্যুতায়িত হয়ে মৃত্যু হয় তরিকুল ইসলামের।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে মাছ ও হরিণ শিকারের সরঞ্জামসহ দুই জেলে আটক

নিজস্ব প্রতিনিধি ঃ সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে কাঁকড়া ধরার অনুমতি নিয়ে হরিণ শিকার এবং বিষ দিয়ে মাছ ধরার অভিযোগে দুই জেলেকে আটক করেছে বনবিভাগের সদস্যরা। শুক্রবার ভোর রাত ২টার দিকে গহিন সুন্দরবনের আন্দারমানিক খালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় উদ্ধার করা হয় দুই বোতল বিষ, ৫টি হরিণ শিকারের ফাঁদ, নিষিদ্ধ ভেষালী জাল, ২০ কেজি কাঁকড়া ও দুটি নৌকা।

আটক দুই জেলে হলেন, খুলনা জেলার কয়রা থানার ছোট আংটিহারা গ্রামের মৃত সিরাজুল গাজীর ছেলে সাদ্দাম গাজী ও মজিদ মোড়লের ছেলে নূরুল হুদা।

বনবিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কোবাতক বনস্টেশন অফিসার (এসও) মোবারক হোসেনের নেতৃত্বে বনবিভাগের সদস্যরা শুক্রবার ভোর রাত ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গহিন সুন্দরবনের আন্দারমানিক খালে অভিযান চালায়। এ সময় সেখান থেকে দুই বোতল বিষ, ৫টি হরিণ শিকারের ফাঁদ, নিষিদ্ধ ভেষালী জাল, ২০ কেজি কাঁকড়া ও দুটি নৌকাসহ উক্ত দুই জেলেকে তারা আটক করেন।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এ.কে.এম ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আটক জেলেদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest