সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামানের সুস্থ্যতা কামনায় বিবৃতিখাস জমি উদ্ধারসহ ভুমিহীনদের পুনঃবাসনের দাবিতে সমাবেশসাতক্ষীরায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতারসাতক্ষীরায় বজ্রপাতে নারী শ্রমিকের মৃত্যুবিডিএফ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে জামায়াতের মতবিনিময়স্বপ্ন সিঁড়ি’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনউপজেলা পরিষদের কর্মচারী সাবের মিস্ত্রির পুকুর থেকে ৩৪ পিচ হাসুয়া উদ্ধারসাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ২৭ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় রূপা জব্দঈদ ও নববর্ষ পূর্নমিলনীর আড্ডায় সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকরাসাংবাদিক আরিফুলের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে মাছ ও হরিণ শিকারের সরঞ্জামসহ দুই জেলে আটক

নিজস্ব প্রতিনিধি ঃ সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে কাঁকড়া ধরার অনুমতি নিয়ে হরিণ শিকার এবং বিষ দিয়ে মাছ ধরার অভিযোগে দুই জেলেকে আটক করেছে বনবিভাগের সদস্যরা। শুক্রবার ভোর রাত ২টার দিকে গহিন সুন্দরবনের আন্দারমানিক খালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় উদ্ধার করা হয় দুই বোতল বিষ, ৫টি হরিণ শিকারের ফাঁদ, নিষিদ্ধ ভেষালী জাল, ২০ কেজি কাঁকড়া ও দুটি নৌকা।

আটক দুই জেলে হলেন, খুলনা জেলার কয়রা থানার ছোট আংটিহারা গ্রামের মৃত সিরাজুল গাজীর ছেলে সাদ্দাম গাজী ও মজিদ মোড়লের ছেলে নূরুল হুদা।

বনবিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কোবাতক বনস্টেশন অফিসার (এসও) মোবারক হোসেনের নেতৃত্বে বনবিভাগের সদস্যরা শুক্রবার ভোর রাত ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গহিন সুন্দরবনের আন্দারমানিক খালে অভিযান চালায়। এ সময় সেখান থেকে দুই বোতল বিষ, ৫টি হরিণ শিকারের ফাঁদ, নিষিদ্ধ ভেষালী জাল, ২০ কেজি কাঁকড়া ও দুটি নৌকাসহ উক্ত দুই জেলেকে তারা আটক করেন।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এ.কে.এম ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আটক জেলেদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নিয়ম বর্হিভূতভাবে ৬নং আ’লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি : পৌর আ’লীগ সভাপতি ও সম্পাদক বরাবর অভিযোগ

নিজস্ব প্রতিনিধি :
নিয়ম বর্হিভূতভাবে সাতক্ষীরা পৌর ৬নং আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

গতকাল ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নারায়ন মন্ডলসহ ওয়ার্ডের শতাধিক নেতাকর্মী পৌর আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর এ অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। যা দলীয় গঠনতন্ত্রের পরিপন্থি। কতিপয় ব্যক্তি নিজেদের স্বার্থে ইচ্ছামত উক্ত কমিটি গঠন করেছেন। এ নিয়ে ওয়ার্ডের নেতাকর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

ওয়ার্ডের নেতাকর্মীরা মনে করেন তারা সু-সংগঠিত। সেখানে সম্মেলন করার জন্য সম্মেলন প্রস্তুত কমিটির কোন প্রয়োজন নেই। একটি মহল দলের মধ্যে বিভেদ সৃষ্টি করতে অপতৎরতার অংশ হিসেবে এটি করেছে। এবিষয়ে পৌর আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ফাঁসির দণ্ড আসামী খালেক মন্ডলের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় যুদ্ধাপরাধ মামলায় ফাঁসির দ-প্রাপ্ত আসামী সাবেক সাংসদ খালেক মন্ডল মারা গেছেন। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে খুলনা জেলা কারাগারের পিজন সেলে মৃত্যুবরণ করেন।

তিনি সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী ইউনিয়নের খলিলনগর গ্রামের মৃত চানমন্ডলের পুত্র। এছাড়া তিনি সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর এবং সাতক্ষীরা সদর -২ আসনের সংসদ সদস্য ছিলেন।

মুক্তিযুদ্ধের সময় পাঁচ ব্যক্তিকে জবাই ও বেয়োনেট দিয়ে খুঁচিয়ে হত্যার অভিযোগে সাতক্ষীরা সদর আসনে জামায়াতের সাবেক সাংসদ আব্দুল খালেক মন্ডলসহ নয়জনের বিরুদ্ধে ২০০৯ সালের ২ জুলাই মামলা দায়ের হয়। মামলা করেন সাতক্ষীরা সদর উপজেলার শিমুলবাড়িয়া গ্রামের শহীদ রুস্তম আলী গাজীর ছেলে নজরুল ইসলাম গাজী। পরে মামলাটি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে পাঠানো হয়।

গত ২০১৫ সালের ১৬ জুন ভোরে সাতক্ষীরা সদর উপজেলার খলিলনগর মহিলা মাদ্রাসায় বৈঠকের সময় খালেক মন্ডলকে গ্রেপ্তার করে পুলিশ। পরে মানবতাবিরোধী অপরাধের তিনটি মামলার মধ্যে শহীদ মোস্তফা গাজী হত্যা মামলায় সাবেক এই জনপ্রতিনিধিকে গ্রেপ্তার দেখানো হয়।

এর পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা যুদ্ধাপরাধীদের বিষয়ে জানতে ২০১৫ সালের ৭ অগাস্ট তদন্তে নামে, যা চলে ২০১৭ সালে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি খালেক মন্ডল, শহরের পলাশপোল এলাকার খান রোকনুজ্জামান, আব্দুল্লাহ আল বাকী এবং জহিরুল ইসলাম ওরফে টিক্কার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

সেখানে মোট ৩৩ জনকে সাক্ষী করা হয়েছিল, যাদের মধ্যে ১৭ জনের সাক্ষ্য শুনে ট্রাইব্যুনাল ২০২২ সালের ২৪ মার্চ তাদের ফাঁসির দ- দেন। ফাঁসির দ- পাওয়াদের মধ্যে আব্দুল্লাহ আল বাকী এবং জহিরুল ইসলাম ওরফে টিক্কা ইতোমধ্যে মারা গেছেন। বৃহস্পতিবার মারা গেলেন খালেক মন্ডল। শুধুমাত্র খান রোকনুজ্জামান বেঁচে থাকলেও পলাতক রয়েছেন।
সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
লক্ষীপুরে কৃষকদল নেতা হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিএনপির শোক র‌্যালি

নিজস্ব প্রতিনিধি : লহ্মীপুরে কৃষকদল নেতা সজীব হোসেন হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় শোক র‌্যালি করেছে জেলা বিএনপি।
বৃহস্পতিবার (২০ জুলাই) বিকাল সাড় ৪টায় শহরের আমতলা মোড় এলাকা থেকে এই শোক র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে শোক র‌্যালি বের করার পূর্বে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান, সদস্য সচিব আব্দুল আলিম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, সরকার বিনা বিচারে হত্যাযজ্ঞ চালাচ্ছে। এর বিচার করতেই হবে। লক্ষীপুরে কৃষকদল নেতা সজীব হোসেন হত্যার সঠিক বিচার চাই।

আওয়ামী লীগ সরকার বর্তমানে বহির্বিশ্বের চাপে আছে উল্লেখ করে বক্তারা আরো বলেন, অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিলেই সরকারের পিঠ বাঁচবে।

শোক র‌্যালিতে উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির আহবায়ক এড. নূরুল ইসলাম, সদস্য সচিব নূরে আলম, আশাশুনি উপজেলা বিএনপির সদস্য সচিব মশিউল হুদা তুহিন, শ্যামনগর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোলায়মান কবির, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শিকদার, কালিগঞ্জ উপজেলা বিএনপি নেতা জুলফিকার আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের কামরুজ্জামান ভুট্টো, জেলা যুবদলের সহ সভাপতি হাসান শাহরিয়ার রিপন, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর শফিকুল আলম বাবু, জেলা কৃষকদলের আহবায়ক সালাউদ্দীন লিটন, সদস্য সচিব মো. রবিউল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম, জেলা মহিলা দলের সভাপতি ফরিদা আক্তার বিউটি, সাধারণ সম্পাদক খুরশিদ জাহান শিলা, সাংগঠনিক সম্পাদক সালেকা হক কেয়া, জেলা মৎস্যজীবীদলের যুগ্ম আহবায়ক মাহমুদুল ইসলাম, সাইফুল ইসলাম বাবলু, জেলা জাসাস’র সদস্য সচিব ফারুক হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক অর্ঘ্য সহ জেলা বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়া সীমান্ত থেকে ৩ টি অস্ত্র ও বিপুল পরিমান গুলিসহ গ্রেপ্তার-১

আসাদুজ্জামান : সাতক্ষীরার কলারোয়া সীমান্ত থেকে ভারতীয় অস্ত্র ও বিপুল পরিমান গুলিসহ এক চোরাকাবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে কলারোয়া থানার চন্দনপুর ইউনিয়নের কাতপুর সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এসময় তার কাছ থেকে ৩টি এয়ারগান ও বিপুল পরিমান গুলি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামী নাম মোঃ ইব্রাহিম হোসেন (৪০)। সে যশোর জেলার শার্শা উপজেলার কায়বা গ্রামের মোঃ রমজান আলী দালালের ছেলে।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, কলারোয়া থানার আওতাধীন চন্দনপুর ইউনিয়নের কাতপুর সীমান্ত এলাকায় ভারত থেকে অবৈধ অস্ত্র ও গোলাবরুদ নিয়ে একজন চোরাকাবারি অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কলারোয় থানার একটি অভিযানিক দল সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে চোরাকাবরি ইব্রাহীম হোসেনকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়।

এসময় তার কাছ থেকে ৩টি এয়ারগান ও বিপুল পরিমান এয়ারগানের গুলি উদ্ধার করা হয়। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে কলারোয়া থানায় নিয়তি মামলা রুজু করা হয়েছে। যার মামলা নং ১৭। তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে সেফটি ট্যাংকিতে পড়ে দুইজনের  মৃত্যু

নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরার আশাশুনিতে সেফটি ট্যাংকের মধ্যে পড়ে দুজনের মৃত্যু হয়েছে। বুধবার বিকাল পাচঁটার দিকে কুল্যা ইউনিয়নের মহিষাডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়ারা হলেন মহিষাডাঙ্গা গ্রামের নিমাই সরকারের পুত্র মিলন সরকার (২২) ও একই গ্রামের বসুদেব বিশ্বাসের পুত্র আশুতোষ বিশ্বাস (৪৫)।

স্থানীয়রা জানান, মিলন সরকার ওই বাড়িতে রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করতেন। সেখানে প্রায় ১০ দিন আগে একটি সেফটি ট্যাংকির ছাঁদ ঢালাই করা হয়।

বুধবার বিকাল ৪টার দিকে মিলন সরকার সেফটি ট্যাংকির ঢাকনা খুলে ভেতরে ঢালাই এর বাঁশ ও খুঁটি খুলছিলেন। এমন সময় সে অজ্ঞান হয়ে পড়লে আশুতোষ বিশ্বাস ঘটনাস্থলে ছুটে আসেন। তিনি তাকে উদ্ধার করতে সেফটি ট্যাংকির ভেতরে প্রবেশ করে। একপর্যায়ে তিনিও অজ্ঞান হয়ে পড়েন

স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভি সার্ভিসাস তাদের উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু কর্তব্যরত ডাক্তার তাদেরকে মৃত্যু ঘোষণা করেন।

উল্লেখ্য ঢালাইয়ের পর দীর্ঘ সময় সেফটি ট্যাংকির মুখ বন্ধ থাকার কারণে ভিতরে অক্সিজেন প্রবেশ করতে পারিনি যে কারণে এমন দুর্ঘটনা ঘটেছে বলে তারা জানান।
আশাশুনি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুল কালাম মোড়ল বলেন, খবর পেয়ে আমরা তাদের উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজে নিয়ে যায়। কিন্তু তাদের বাঁচানো যায়নি।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোমিনুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় আওয়ামীলীগের উন্নয়ন ও শান্তি সমাবেশ

নিজস্ব প্রতিনিধি : সারাদেশে জামায়াত-বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখার স্বার্থে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের আহবানে বিশাল শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ জুলাই) বিকাল ৪টায় শহরের খুলনা রোড মোড়ে বঙ্গবন্ধু চত্বরে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হক’র সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সদর-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।

সভাপতির বক্তব্যে এমপি রবি বলেন, “আমরা উশৃঙ্খলতার সাথে কোন কিছু করতে চায়না। আমরা শান্তিপূর্ণভাবে, গণতান্ত্রিকভাবে এবং রাজনৈতিকভাবে রাজপথে থেকে সকল ষড়যন্ত্রের মোকাবেলা করবো। আমরা কোন অত্যাচার ও উশৃঙ্খলতা অনাচার সৃষ্টি করতে চায়না। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে এবং সেই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। স্বাধীনতার পর থেকে অদ্যাবধী দেশী ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করে বাংলাদেশ আওয়ামী লীগকে ২১ বছর রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে দেয়নি। বাংলাদেশকে ৫০ বছর পিছিয়ে দেওয়া হয়েছিল। অনেক আন্দোলন সংগ্রাম সংগ্রাম জেল-জুলুম সহ্য করে জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে বাংলাদেশকে বিশে^র দরবারে উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিত করেছেন।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম।

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য এসএম জগলুল হায়দার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, সংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীমা পারভীন রতœা, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ডা. মুনসুর আহমেদ, এ্যাড. অনিত মুখাজী, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. ফরিদা আক্তার বানু, জেলা শ্রমিকলীগের আহবায়ক মো. আব্দুল্লাহ সরদার, জেলা কৃষক লীগের সভাপতি মিসেস মাহফুজা সুলতানা রুবি প্রমুখ। সমাবেশ শেষে খুলনা রোড মোড় বঙ্গবন্ধু চত্বর থেকে একটি বিশাল শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা বের হয়ে নিউ মার্কেট চত্বরে গিয়ে শেষ হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্রমিকলীগ সাতক্ষীরা পৌর ৩নং ওয়ার্ড শাখার সম্মেলন প্রস্তুতি কমিটি অনুমোদন

জাতীয় শ্রমিকলীগ সাতক্ষীরা পৌর ৩নং ওয়ার্ড শাখার সম্মেলন প্রস্তুতি কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
১৮ জুলাই ২৩ তারিখে পৌর শ্রমিকলীগের আহবায়ক আজিজ বাবু ও সদস্য সচিব মিজানুর রহমান মিজান স্বাক্ষরিত একপত্রে ৩১ সদস্য বিশিষ্ট পৌর ৩নং ওয়ার্ড শ্রমিকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটি অনুমোদন দেওয়া হয়।

কমিটির নেতৃবৃন্দ হলেন, আহবায়ক আব্দুল হাই, যুগ্ম আহবায়ক জাকির হোসেন, ছালাম সরদার, সিদ্দিকুর রহমান, হাফিজুর রহমান, সঞ্জয় দেবনাথ, সদস্য সচিব গোলাম মোস্তফা শেখ, সদস্য যথাক্রমে মোস্তফা, ইলিয়াস বিশ^াস, রাশিদুল ইসলাম, মো: আবির হোসেন, জাহাঙ্গীর আলম, আলী আকবর, মাসুদ রানা, সালমা খাতুন, শেখ আব্দুল তাছু, রফিকুল ইসলাম, সহিদুল ইসলাম, আরিফ হোসেন, আক্তারুজ্জামান ইপু, আব্দুস সাত্তার খাঁ, রাজু ইসলাম, রায়হান কবীর, একরাম হাসান, আনারুল ইসলাম, রাজু আহমেদ, হাফিজুল ইসলাম, তপন দাস, শাহ আলম, উজ্জল কুমার ও মাহবুবুর হরমান। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest