সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণসাতক্ষীরায় এসএটিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেককাটাসাতক্ষীরার বিভিন্ন সীমান্ত জব্দ হওয়া বিপুল পরিমান মাদকদ্রব্য ধ্বংসআশাশুনিতে এনসিটিবি’র অনুমোদনহীন বই বাজারজাতে চুক্তিবদ্ধ হওয়ার অভিযোগদেবহাটায় ফেয়ার মিশনের অসহায় শীতার্তদেরকে কম্বল বিতরনদেবহাটার পারুলিয়া ইউনিয়ন বিএনপির কর্মী ও মতবিনিময়আমতলা উদিয়মান ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনসাতক্ষীরায় কায়পুত্র স¤প্রদায়ের ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা সভাসাতক্ষীরা শহিদ আব: রাজ্জাক পার্ককে বর্জ্য ও জলাশয় ব্যবস্থাপনা উন্নয়ন বিষয়ক কর্মশালাদেবহাটায় তারুণ্যের উৎসবে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রি বিতরণ ইউএনওর

আশাশুনিতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা

বিএম আলাউদ্দীন আশাশুনি ব‍্যুরো:
আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) দুপুর ১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহাগ খান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উম্মে ফারহানা, জনস্বাস্থ্য প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী, প্রেস ক্লাব সভাপতি জি এম আল ফারুক,

প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, রিপোর্টার্স ক্লাব ভারপ্রাপ্ত সেক্রেটারী আলাউদ্দীন, লিংকন আসলাম, নাগরিক টিভি প্রতিনিধি কৃষ্ণ ব্যানার্জী, উপজেলা সিপিপি লিডার আঃ জলিল, এনজিও প্রতিনিধি প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় সম্ভাব্য ঘুর্ণিঝড় ডানার আঘাত থেকে রক্ষায় বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটা উপজেলা প্রশাসনের ঘূর্নিঝড় ডানা মোকাবিলায় প্রস্তুতি সভা

কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে ঘূর্নিঝড় ডানা মোকাবিলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৩ অক্টোবর দুপুর ২টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্য্যালয়ে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সঞ্জয় মন্ডল, দেবহাটা উপজেলা ক্রীড়া কমিটির সদস্য সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি খায়রুল আলম, দেবহাটা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মোঃ কলিমউদ্দিন, সখিপুর ইউনিয়নের ইউপি সদস্য মোখলেছুর রহমান, সংরক্ষিত মহিলা সদস্য সাজু পারভিন প্রমুখ। সভায় জানানো হয়, ঘূর্ণিঝড় মোকাবিলায় উপজেলার ১৫টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

এছাড়া সীমান্ত সংলগ্ন সকল সরকারী বেসরকারী স্কুলকে আশ্রয় কেন্দ্রের তালিকায় রাখা হয়েছে। সভাপতি ইউএনও মোঃ আসাদুজ্জামান জানান, বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণে পল্লী বিদ্যুতের এজিএম সহ সংশ্লিষ্টদের সাথে কথা বলা হয়েছে। তারা যতটুকু সম্ভব এবিষয়ে ব্যবস্থা গ্রহন করবেন বলে জানিয়েছেন। এছাড়া পানি বিশুদ্ধকরন ট্যাবলেট ও শুকনা খাবার প্রস্তুত রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের নির্দেশনা দেয়া হয়েছে বলে ইউএনও জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাঁশদহে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সচেতনতামুলক সেমিনার

জুলফিকার আলী :
সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের ইউনিয়ন পরিষদের হল রুমে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০ টা বাঁশদহা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান মাস্টার মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস সহকারী পরিচালক মোস্তফা জামান।

তিনি বলেন, আপনারা কেউ বিদেশে যেতে চাইলে সরকারিভাবে যাবেন। না হলে ক্ষতির সম্মুখীন বেশি হবার সম্ভাবনা থাকে।আর এজেন্সির মাধ্যমে যাবেন, কোন অসাদু দালাল চক্রের হাতে পড়বেন না।

অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা কর্মসংস্থান ও জনশক্তি জরিপ অফিসার আব্দুল মজিদ,জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসার আব্দুস সালাম, অফিস সহায়ক ফরহাদুর রহমান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাঁশদহা ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান, ইউপি সচিব বিপ্লব কুমার দাস, ইউপি সদস্য খোরশেদ আলম রিপন, ইউপি সদস্য বদরুজ্জামান খোকা, ইউপি সদস্য মোশারফ হোসেন, ইউপি সদস্য গাউসুল আজম মনি,ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন, সদস্য মফিজুল ইসলাম, সদস্য শাজাহান আলী, সদস্য মর্শেদুল হক, ইউপি সদস্যা সাবিনা ইয়াসমিন।

আরো উপস্থিত ছিলেন, মাস্টার আবু সাঈদ, মাস্টার আরিজুল ইসলাম, শাহরিয়ার সিরাজ, মুকুল হোসেন, বদরুজ্জামান, আনসার সদস্য ও গ্রাম পুলিশসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় দূর্যোগব্যবস্থাপনা কমিটির সভা : সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল

নিজস্ব প্রতিনিধি : ঝড় ডানা মোকাবেলায় সাতক্ষীরা জেলা দূর্যোগব্যবস্থাপনা কমিটির প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৪টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহম্মেদ।

সভায় ঘূর্ণিঝড় ডানার ক্ষয়ক্ষতি এড়াতে শুক্র ও শনিবার সাতক্ষীরার সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করেছেন জেলা প্রশাসক। এছাড়া ৮৮৭টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে এবং নগদ টাকা, শুখনা খাবার মজুদ রাখা হয়েছে।

প্রস্তুতি সভায় এসময় বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ডানার প্রভাবে সাতক্ষীরায় বুধবার দুপুর থেকে থেমে থেমে মুষলধারে বৃষ্টি হচ্ছে। সাথে হালকা থেকে মাঝারি ঝড়োহাওয়া বয়ে যাচ্ছে। এছাড়াও এর প্রভাবে সাতক্ষীরার উপকূলীয় এলাকার নদীরগুলোতে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে এখনও পর্যন্ত উপকূল রক্ষাকারি বেড়িবাঁধের কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ###

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সর্বোচ্চ সেবা নিশ্চিতের প্রতিশ্রæতি নিয়ে ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ’র সহ-সভাপতি পদে ভোট প্রত্যাশা করছেন কাজী ইমাম

সর্বোচ্চ সেবা নিশ্চিতের প্রতিশ্রæতি নিয়ে ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি পদে চশমা প্রতীকে ভোট প্রত্যাশা করছেন কাজী ইমাম উদ্দীন।

তিনি বলেন,ভোমরাস্থল বন্দরটি ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হলেও পূর্ণাঙ্গ বন্দর রূপান্তর না হওয়ায় ব্যবসায়ীরা সুবিধা বঞ্চিত হচ্ছিল। তবে ব্যবসায়ীদের দাবির মুখে সম্প্রতি ভোমরাস্থল বন্দরে পূর্ণাঙ্গ বন্দর ঘোষণা করা হয়েছে। শুধু মাত্র গুড়া দুধ ছাড়া সকল পন্য আমদানি করা যাবে।

এরপরও ব্যবসায়ীরা পুরো সেবা পাচ্ছেন না। ফলে অনেকেই অন্যবন্দরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ব্যবসায়ীরা যাতে এবন্দরের প্রতি আগ্রহ বাড়াতে তিনি কাজ করবেন বলে জানান। এছাড়া যারা ভোমরা বন্দরকে ক্ষতিগ্রস্ত করার পায়তারা চালাচ্ছেন। ভোমরাস্থল বন্দরকে একটি আধুনিক এবং মডেল বন্দরে রুপান্তরিত হাসান-সান্টু-মুছা পরিষদের সকলকে বিজয়ী করতে ভোটারদের প্রতি আহŸান জানান। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি : বৈষম্য অবসান কল্পে অনার্স মাস্টার্স শিক্ষকদের এমপিও ভুক্তির দাবির কর্মসূচিতে ঢাকায় শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে খুলনা রোড মোড়স্থ আসিফ চত্বরে সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি মোঃ আমিনুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ এর সঞ্চালনায় উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সিটি কলেজের সাবেক উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।

এসময় শিক্ষক নেতৃবৃন্দ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি এমপিওভুক্ত কলেজে অনার্স-মাস্টার্স কোর্সে নিয়োগপ্রাপ্ত নন-এমপিও শিক্ষক। ১৯৯২ সালে তৎকালীন বিএনপি সরকারের আমলে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। রাজনৈতিক রোষানলে পড়ে গত ৩২ বছর ধরে আমাদের ৪৯৫টি বেসরকারি এমপিওভুক্ত কলেজে প্রায় ৩৫০০ জন নন-এমপিও অনার্স-মাস্টার্স শিক্ষককে কোন বেতন-ভাতা না দিয়ে এমপিওবিহীন করে চরম বৈষম্য সৃষ্টি করে রাখা হয়েছে । এর ফলে উচ্চ দ্রব্যমূল্যের বাজারে দীর্ঘদিন ধরে আমরা পরিবার-পরিজন নিয়ে চরম মানবেতর জীবন যাপন করছি।

শিক্ষক নেতৃবৃন্দ বলেন, এমপিওভুক্তির দাবিতে আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন সময়ে সরকারের সুদৃষ্টি কামনা করে মানববন্ধন, অবস্থান কর্মসূচিসহ বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচি পালন করার পরেও অদ্যবধি সরকারি বেতন-ভাতা থেকে বঞ্চিত রয়ে গেছি। এ ধারাবাহিকতায় গত ১৫ অক্টোবর ২০২৪ তারিখ থেকে ১৭ অক্টোবর ২০২৪ তারিখ পর্যন্ত ঢাকায় শিক্ষা ভবনের মূল ফটকের সামনে মানববন্ধন, অবস্থান কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করে ১৭ অক্টোবর ২০২৪ বিকাল ৪:৩০ মিনিটে আমরা ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি ঘোষণা করি। এতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদেরকে অগ্রসর হতে বাধা দেয়। ফলে আমরা রাস্তায় বসে পড়ি। এরই মধ্যে আসরের নামাজের আজান হলে আমরা সেখানেই নামাজ আদায় করি এবং মাননীয় প্রধান উপদেষ্টা ও মাননীয় শিক্ষা উপদেষ্টার অসুস্থতার কথা জানতে পেরে তাদের সুস্থতার জন্য দোয়া করি।
এমন সময় পেছনের দিক থেকে অর্থাৎ খাদ্য অধিদপ্তরের দিক থেকে পুলিশ বাহিনী আমাদের উপর লাঠিচার্জ করে এবং টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে আমাদের অনেক শিক্ষক আহত, রক্তাক্ত হয় এবং সমাবেশ পন্ড হয়। এ ঘটনার জন্য আমরা শিক্ষক সমাজ লজ্জিত। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বক্তব্য রাখেন আরো বক্তব্য রাখেন গৌতম কুমার মজুমদার, তোফায়েল হোসেন, মোস্তফা কামাল, উত্তম কুমার, আমিমুল এহসান, পরিমল মন্ডল, আবু সাঈদ, নাজমুল ইসলাম, মোফাচ্ছিরুজ্জামান, বাহাউদ্দীন, কামরুল ইসলাম, তরুন সরকার, ডালিয়া, মাগফুরা, ডাঃ একরামুল, মাছুমা জুতিকা, ফারুক হোসেন, জাহাঙ্গীর হোসেন প্রমুখ। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্রীউলায় জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলীর পথসভা

সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়ন বিএনপির আয়োজনে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল মালেক মল্লিকের সভাপতিত্বে এবং সদস্য সচিব মফিজুল ইসলাম ও সন্মানীত সদস্য আবু মুছা মল্লিকের সঞ্চালনায় মহিষকুড় সেটে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এড সৈয়দ ইফতেখার আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক মোঃ শের আলী, আশাশুনি উপজেলা বিএনপির আহ্বায়ক সম হেদায়েতুল ইসলাম, সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সভাপতি আবু জাহিদ ডাবলু, সাতক্ষীরা জেলা তাঁতীদলের আহ্বায়ক হাসান শাহরিয়ার রিপন, আশাশুনি উপজেলা বিএনপির সদস্য সচিব মশিউল হুদা তুহিন, যুগ্ম আহ্বায়ক, আব্দুর রশিদ, আব্দুল আলীম, উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ।

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ ইফতেখার আলী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর বার্তা হিসেবে সবাইকে স্মরণ করিয়ে দেন যে, জনগনই একটা গণতান্ত্রিক সরকারের মূল উৎস। সেই সাধারণ জনগণের কাছে আমাদের যেতে হবে এবং তাদের পাশে দাঁড়াতে হবে। দ্বিধা দ্বন্দ্ব ভুলে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। কোন কোন রকম অনৈতিক কার্যক্রমে সাথে জড়ানো যাবে না।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকদলের সাবেক আহ্বায়ক আমির হোসেন বাদশা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুল ইসলাম, সাদিক আনোয়ার ছোট্টু, রুহুল আমিন, আক্তার হোসেন, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউল্লাহ চৌধুরীর, ওসমান গনি, মাগফুর রহমান বুলু, আব্দুল মান্নান, আরিফ মোল্ল্য, খোরশেদ আলম, বিএনপি নেতা ইয়াসিন মেম্বার, জেলা যুবদলের শিক্ষা বিষয়ক সম্পাদক শামিম রেজা রাজু, উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এখলাস হোসেন, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শহিদুল্লাহ, মৎস্যজীবী দলের আহ্বায়ক আব্দুল আলীম, ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক খায়রুল ইসলাম, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান, সদস্য সচিব মেহেদী হাসান রাজু, কৃষক দলের সদস্য সচিব মোঃ শাহাজান, বিএনপি নেতা বাসারুল, বাবু গাজী, রব্বানী, তুহিনসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রিইব’র হোপ প্রকল্পের অবহিতকরণ সভা

প্রেস বিজ্ঞপ্তি : প্রান্তিক জনগোষ্ঠীর বিশেষত নারী ও কিশোরীদের মানবাধিকার ও সামাজিক অংশগ্রহণ শক্তিশালী করতে রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব) এর ‘হোপ’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ১০টায় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিতে সংস্থাটির সাতক্ষীরা এরিয়া অফিস এ প্রকল্প অবহিতকরণ সভার আয়োজন করে।
রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব) এর প্রকল্প সমন্বয়কারী বিকাশ দাশের সঞ্চালনায় অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল, বিএডিসি সাতক্ষীরার সিনিয়র সহকারী পরিচালক মো. আমিনুল ইসলাম, প্রিন্সিপাল হাফিজুল আল মাহমুদ, বিজনেস ম্যানেজমেন্ট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ভারতেশ^রী বিশ^াস, সুন্দরবন কলেজ অ্যান্ড বিজনেস টেকনোলজির প্রভাষক মাহফুজা পারভীন,
আহসানিয়া মিশন মাদ্রাসার প্রিন্সিপাল আলতাফ হোসেন, মানবাধিকার কর্মী অ্যাড. আল মাহমুদ পলাশ ও বিশিষ্ট্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামীমা পারভীন রতœা। এর আগে অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব) এর এরিয়া সমন্বয়কারী রেহেনা পারভীন। হোপ প্রকল্পের কার্যক্রম, লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যাবলী উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী বিকাশ দাশ। তিনি জানান, প্রকল্পটি দেশের ৬টি জেলার ১২টি উপজেলায় তাদের কার্যক্রম শুরু করেছে। এরমধ্যে সাতক্ষীরা জেলার সাতক্ষীরা সদর উপজেলা ও তালা উপজেলায় তাদের কার্যক্রম শুরু করেছে। হোপ প্রকল্পের বিষয়ে তিনি উপস্থাপন করেন, নারী, কিশোরী এবং প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার, সম্পদ ও প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য মানবাধিকার কর্মী ও কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধি করতে এ প্রকল্পটি বাসত্বায়ন করা হচ্ছে।
বাংলাদেশের ৬টি জেলায় এবং জাতীয় পর্যায়ে প্রান্তিক গোষ্ঠীর অধিকার রক্ষা ও মানবাধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যুব ও প্রাপ্ত বয়স্ক মানবাধিকার রক্ষাকর্মী এবং সরকারী কর্তৃপক্ষকে (এলএ) শক্তিশালীকরন ও তাদের মধ্যে পারস্পারিক যোগাযোগ স্থাপন করাই তাদেও লক্ষ্য। এছাড়া তাদের এ প্রকল্পটি বাস্তবায়ন করা হলে ১০,০৯০ জন যুব এবং প্রাপ্ত বয়স্ক মানবাধিকার রক্ষাকর্মী (এইচআরডি) এবং ১,৪৯০ জন স্থানীয় কর্তৃপক্ষের প্রতিনিধি যৌথভাবে কর্ম এলাকায় এবং জাতীয় পর্যায়ে নারী, কন্যাশিশু এবং ধর্মীয়, আদিবাসীসহ অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীর অধিকার ও সম্পদ নিশ্চিতকরণে এবং তাদের প্রতিনিধিত্বকে শক্তিশালী করতে সক্ষম হবে। হোপ প্রকল্পের মাধ্যমে ১০,০৯০ জন যুব এবং প্রাপ্ত বয়স্ক মানবাধিকার রক্ষাকর্মী (এইচআরডি) ১২টি উপজেলা এবং জাতীয় পর্যায়ে মানবাধিকার রক্ষায় শক্তিশালী এবং সক্ষম হবে এবং ৬টি জেলায় ৭২টি উচ্চ বিদ্যালয়ে এবং ২৩৪ টি স্থানীয় মানবাধিকার সংগঠনে মানবাধিকার এবং সম-সামাজিক অংশগ্রহণের প্রচার ও সুরক্ষার জন্য যুব এবং প্রাপ্ত বয়স্ক এইচআরডি সংগঠিত হবে। এছাড়া কর্মরত জেলাগুলির মানবাধিকার রক্ষাকর্মী (এইচআরডি) স্থানীয় কর্তৃপক্ষ (এলএ) এর সাথে যৌথ পদক্ষেপগুলি বাস্তবায়ন করবে এবং সক্রিয়ভাবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে রাষ্ট্রীয় এ্যাক্টরসদের সাথে রাজনৈতিক সংলাপে তাদের সমস্যা এবং দৃষ্টিভঙ্গি উপস্থাপিত হবে। প্রকল্প সমন্বয়কারী বিকাশ দাশ আরো জানান, হোপ প্রকল্পটি ০১ জানুয়ারি ২০২৪ থেকে ৩০ জুন ২০২৭ অর্থাৎ ৩ বছর ৬মাস মেয়াদে কাজ করবে। ‘ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভালপমেন্ট’ এতে ১ম বছরে ১ কোটি ৩১ লাখ ৪৯ হাজার ৬৩৮ টাকা, ২য় বছরে ১ কোটি ৩৫ লাখ ৩৬ হাজার ৫০৪ টাকা, ৩য় বছরে ১ কোটি ১০ লাখ ৪ হাজার ৫৪৪ টাকা এবং পরবর্তী ৪র্থ বছরে ৫৮ লাখ ৪৮ হাজার ৮২২ টাকা অর্থাৎ মোট ৪ কোটি ৩৫ লাখ ৩৯ হাজার ৫০৮ টাকা অর্থায়ন করছেন। তিনি জানান, প্রান্তিক জনগোষ্ঠীর বিশেষত নারী ও কিশোরীদের মানবাধিকার ও সামাজিক অংশগ্রহণ শক্তিশালী করতে ‘নেটস বাংলাদেশ’ রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব) এর ‘হোপ’ প্রকল্পে টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest