সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় তারেক রহমানের ৮ দফার লিফলেট ছড়িয়ে দিল ‘আমরা বিএনপি পরিবার’সাতক্ষীরায় রাইচ মিলের কালো ধোঁয়া ও বর্জ্যে অতীষ্ট এলাকাবাসী: ব্যবস্থা গ্রহণের দাবিতে সড়ক অবরোধপ্রকাশিত সংবাদের প্রতিবাদসাতক্ষীরায় মাদক এবং মাদক বিক্রির অবৈধ টাকাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতারতালায় বাস মোটরসাইকেল সংঘর্ষে সাবেক ছাত্রদল নেতার মৃত্যুঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিতআশাশুনিতে হাইকোর্টের রিট পিটিশন মামলার তদন্তে অতিরিক্ত বিভাগীয় কমিশনারদেবহাটায় সাতক্ষীরা পুলিশ সুপারের মতবিনিময়৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়াসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা

‘বালগিং ডিস্কে’ ভুগছেন অানুশকা

বিনোদনের খবর: অদ্ভুত রোগে ভুগছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। এমনটি জানিয়েছে বলিউডের একটি সূত্র।
সূত্রটি জানায়, ‘বালগিং ডিস্কে’ ভুগছেন আনুশকা শর্মা। সাধারণ ভাবে একে স্লিপ ডিস্ক বলা হয়।
চিকিৎসকদের মতে, এই রোগে মূলত স্নায়ুর সমস্যা হয়। পিঠের নিচে যন্ত্রণা প্রবল হয়ে ওঠে। শরীর ক্রমশ দুর্বল হয়ে যায়। তবে চিকিৎসকের পরামর্শ মেনে নিয়মিত ওষুধ, ব্যায়াম, মেডিটেশনের ফলে এই রোগ থেকে মুক্তি সম্ভব।
এ রোগ থেকে মুক্তি পেতে আনুশকাকে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন তার চিকিৎসক। কিন্তু সামনে মুক্তি পেতে চলেছে আনুশকার নতুন ছবি ‘সুই ধাগা’। নতুন এ ছবির প্রচারে এই মুহূর্তে প্রবল ব্যস্ত তিনি। ফলে কোন ধরনের বিশ্রাম নিতে পারছেন না জনপ্রিয় এ অভিনেত্রী।
তবে বিরাট কিংবা আনুশকার পক্ষ থেকে এ রোগের ব্যাপারে কেউ কিছু জানাননি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মহিলা থানাতেই মহিলা হেড কনস্টেবলকে গণধর্ষণ

বিদেশের খবর: ভয় পাই না কাউকে। ভারতের হরিয়ানায় বোধ হয় এমন কিছুই প্রমাণ করতে চেয়েছিল দুর্বিত্তরা। তাই মহিলা থানাতে ঢুকেই মহিলা হেড কনস্টেবলকে গণধর্ষণ করে তারা। ছুরি দেখিয়ে মহিলা হেড কনস্টেবলকে দুই দুষ্কৃতী ধর্ষণ করে।
জানা গেছে, কাউকে এই বিষয়ে জানালে বা অভিযোগ দায়ের করলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছিল তারা। নির্যাতিতা পুলিস কনস্টেবলের অভিযোগের ভিত্তিতে ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। নির্যাতিতার মেডিকেল পরীক্ষায় ধর্ষণের প্রমাণ মিলেছে।
স্টেশন ইনচার্জ কমলা দেবী জানিয়েছেন, ২০১৪ সালে মহেন্দ্রগড়ে নির্যাতিতা কনস্টেবল যখন কর্তব্যরত ছিলেন তখন যোগেন্দ্র নামের এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয়েছিল। পালওয়ালে নির্যাতিতা যখন বদলি হয়ে চলে আসেন, যোগেন্দ্ররের বড় ভাই তোশরাজ তাকে ছুরি দেখিয়ে গত শনিবার মহিলা থানায় ধর্ষণ করে। তারপরেই অভিযোগ দায়ের করেন নির্যাতিতা।
নির্যাতিতা জানান, অলভলপুরের বাসিন্দা যোগেন্দ্র মিন্টো গত চার বছর ধরে তাকে ধর্ষণ করেছে। কাউকে জানালে বার বার প্রাণে মারার হুমকি দিয়েছে। এমনকি, তার পরিবারের লোকেদেরও হেনস্থা করা শুরু করেছিল সে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিপাকে ভারত, এশিয়া কাপের আগে সমস্যায় ধোনি

খেলার খবর: দুবাইয়ে ১৮ সেপ্টেম্বর থেকে বসছে এশিয়া কাপের আসর। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচেই মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। এদিকে আসর শুরুর আগেই বিপাকে পড়েছে টিম ইন্ডিয়ার। দলে নেই বিরাট কোহলি। আর এবার সমস্যা মহেন্দ্র সিংহ ধোনির। তিনি যে সংস্থার ব্যাট ব্যবহার করেন, সেই স্পার্টান-এর পক্ষ থেকে স্পনসরশিপ বাবদ নিয়মিত অর্থ পাচ্ছেন না। সর্বভারতীয় সংবাদমাধ্যমে এমনটাই জানানো হয়েছে। অতীতে শচীন টেন্ডুলকারও স্পার্টানের ব্যাট ব্যবহার করেছেন।
তবে জানা যাচ্ছে, ধোনি নিজেরও অংশীদারিত্ব রয়েছে এই সংস্থায়। শুধু অবশ্য ধোনিই নন। ইংল্যান্ডের সীমিত ওভারের অধিনায়ক ইয়ন মর্গ্যান, মিচেল জনসন, জো বার্নস, ক্রিস গেইল, কামিল খান প্রত্যেকেই স্পার্টান কোম্পানির ব্যাট ব্যবহার করেন। এবং প্রত্যেকেরই অর্থ বকেয়া আছে।
তবে জানা গেছে, ধোনি অর্থ সংক্রান্ত ইস্যু সত্ত্বেও স্পার্টানের স্টিকার লাগানো ব্যাট ব্যবহার করবেন আগামী কিছু দিন। এর মধ্যেও সমস্যা না মিটলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। জানা গেছে, এক অস্ট্রেলীয় ব্যবসায়ী স্পার্টানের এমন পেমেন্ট সংক্রান্ত ইস্যু জানার পরে কন্ট্র্যাক্ট বাতিল করে দিয়েছেন সম্প্রতি।

উল্লেখ্য, অধিনায়ক রোহিত শর্মার অধীনে ধোনিকে পুরনো ফর্মে দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা। ইংল্যান্ডে সীমিত ওভারের ক্রিকেটে তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি। সেই সমালোচনার জবাব দিতে এশিয়া কাপে মরিয়া চমক দেখাতে মরিয়া ধোনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আ. লীগ নেতার দ‌ম্ভো‌ক্তি: শেখ হা‌সিনার চে‌য়ে জন‌প্রিয় ব‌দি

দেশের খবর: কক্সবাজারের টেকনাফে এক অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এম জহির হোসেন স্থানীয় এমপি আবদুর রহমান বদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেয়েও বেশি জনপ্রিয় বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘বদি এমনই জনপ্রিয় যে আগামী ভোটে শেখ হাসিনা এসে প্রতিদ্বন্দ্বিতা করলেও তাঁর কাছে বিপুল ভোটে হেরে যাবেন।’ এমপি বদির উপস্থিতিতে তাঁর ‘ডান হাত’ হিসেবে পরিচিত জহির হোসেনের এমন ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যে এলাকায় তোলপাড় চলছে। আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। জহির হোসেনের শাস্তিও দাবি করেছে দলের অনেক নেতাকর্মী। টেকনাফ উপজেলা আওয়ামী লীগ প্রতিবাদসভারও ডাক দিয়েছে।
জানা যায়, এমপি বদির নির্দেশনায় গত শনিবার এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল হাসান। উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনওর সভাপতিত্বে ওই অনুষ্ঠানে এমপি আবদুর রহমান বদি ছিলেন প্রধান অতিথি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগে অনুপ্রবেশকারী হিসেবে সমালোচিত টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক বিএনপি নেতা জাফর আহমদ। এমপি বদির সমর্থক হিসেবে পরিচিত কয়েকজন দলীয় নেতাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে টেকনাফের যাবতীয় উন্নয়ন কর্মকাণ্ডের জন্য এমপি বদির ব্যাপক প্রশংসা করে বক্তব্য দেয় বদির সমর্থকরা। একপর্যায়ে সভায় উপস্থিত কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য ও শাহপরীর দ্বীপ সাংগঠনিক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি সোনা আলী মাইকের সামনে গিয়ে দাঁড়ান। তিনি টেকনাফ সীমান্তের উন্নয়নের জন্য মেরিন ড্রাইভ সড়ক, সাবরাং অর্থনৈতিক জোনসহ প্রধানমন্ত্রীর গৃহীত সব প্রকল্পের বিবরণ দিতে থাকেন। কিন্তু এমপি বদি তাঁকে বক্তব্য সংক্ষিপ্ত করতে তাগিদ দেন। তবু তিনি বক্তব্য অব্যাহত রাখলে একপর্যায়ে তাঁর মাইক বন্ধ করে দেওয়া হয়।

আওয়ামী লীগ নেতা হাজি সোনা আলী পরে অভিযোগের সুরে বলেন, ‘এমপি বদি সব সময় এলাকাবাসীর কাছে প্রধানমন্ত্রীর অবদানকে খাটো করে সব উন্নয়ন কর্মকাণ্ড নিজের বলেই জানান দিয়ে আসছেন। তিনি (এমপি বদি) কোনো সময়েই সীমান্ত এলাকায় শেখ হাসিনার সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেন না। বরং নিজের উদ্যোগেই উন্নয়ন কর্মকাণ্ড করে আসছেন বলে মিথ্যা প্রচারণা চালান।’

অনুষ্ঠানে বিতর্কিত বক্তব্য দেওয়ার কথা অকপটে স্বীকার করেন টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এম জহির হোসেন। তিনি গতকাল রবিবার দুপুরে বলেন, ‘আমি অনুষ্ঠানে যা বলার সবই বলেছি। এমপি বদির সঙ্গে কোনো বিশ্বনেতারও তুলনা চলে না। এমনকি শেখ হাসিনা এসেও ভোট করে এমপি বদির হাতে পরাজিত হবেন।’ তিনি আরো বলেন, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, সদস্য ও সমর্থকদের ভোটই এমপি বদির জন্য যথেষ্ট।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল হাসান বলেন, ‘আওয়ামী লীগ নেতা এম জাহির হোসেনের বক্তব্য অত্যন্ত আপত্তিকর। তিনি কোনোভাবেই একজন দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রীর সঙ্গে এভাবে তুলনা করতে পারেন না।’ ইউএনও জানান, জহির ওই বক্তব্য দেওয়ার সময় তিনি সভা থেকে অন্যত্র কাজে গিয়েছিলেন। তার পরও সভায় এ রকম বক্তব্য এক্সপাঞ্জ করা হবে। সেই সঙ্গে এমন আপত্তিকর বক্তব্য নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি আবদুর রহমান বদি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে এম জহির হোসেনের দেওয়া বক্তব্যের বিষয়ে কোনো উচ্চবাচ্য করেননি। তিনি শুধু বলেন, ‘ঈদের দাওয়াতে আপনারা সবাই আসেননি। তাই আমি ইউএনওর মাধ্যমে এই অনুষ্ঠানের আয়োজন করি।’ তিনি ইউপি চেয়ারম্যান ও সদস্যদের উদ্দেশে বলেন, ‘আপনারা জনপ্রতি ২০০ করে লোকের তালিকা প্রস্তুত করে রাখবেন। যথেষ্ট পরিমাণ সাহায্য-সহযোগিতা আসছে। সবাইকে বরাদ্দ দেওয়া হবে।’

তবে পরে এ বিষয়ে এমপি বদির বক্তব্য জানতে চেষ্টা করেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

অনুষ্ঠানে উপস্থিত টেকনাফ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইউনুস বাঙ্গালী বলেন, ‘এমপি বদিকে দেশের সেরা একজন জনপ্রিয় নেতা বানাতে গিয়ে এম জহির হোসেন অহেতুক শিষ্টাচারবিবর্জিত বক্তব্য দিয়েছেন, যার সঙ্গে সঙ্গেই আমি প্রতিবাদও জানিয়েছি।’

অনুষ্ঠানে উপস্থিত হ্নীলা ইউপি চেয়ারম্যান এইচ কে আনোয়ার বলেন, জাতির জনকের কন্যা ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত বক্তব্য দিয়ে পুরো অনুষ্ঠানের ভাবমূর্তি শেষ করে দেওয়া হয়েছে।

টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান ও কক্সবাজার জেলা পরিষদের সদস্য শফিক মিয়া বলেন, এ রকম বিতর্কিত বক্তব্য দানকারী দলীয় নেতাকর্মীরাই যুগে যুগে একটি দলের ভাবমূর্তি নষ্ট করতে ওত পেতে থাকে। ওই নেতার কঠোর শাস্তি দাবি করেন তিনি।

টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী বলেন, ‘এমপি আবদুর রহমান বদির দীর্ঘদিনের বিতর্কিত কর্মকাণ্ডের কারণে এখন আর তাঁর ডাকে কোনো দলীয় নেতাকর্মী সাড়া দিচ্ছে না। তিনি (এমপি বদি) শেষ পর্যন্ত সরকারি কর্মকর্তা ইউএনওকে দিয়ে ঈদ পুনর্মিলনীর নামে নির্বাচনী অনুষ্ঠানের আয়োজন করে প্রধানমন্ত্রীকে নিয়ে পর্যন্ত বিতর্কের সৃষ্টি করে চলেছেন।’ মোহাম্মদ আলী বলেন, ‘দলীয় সভাপতি ও বিশ্বনন্দিত নেত্রীকে এমপি বদির মতো একজন বিতর্কিত ব্যক্তির সঙ্গে তুলনা করায় এম জহির হোসেনের বিরুদ্ধে সাংগঠনিক কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’

মোহাম্মদ আলী জানান, ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের খবর পেয়ে তিনি ইউএনওকে অনুরোধ করেছিলেন যাতে এমপির নির্দেশে এ রকম আয়োজন করে সরকারকে বিব্রত না করা হয়। কিন্তু ইউএনও সেই অনুরোধ উপেক্ষা করেই তা করেছেন।

টেকনাফ পৌর আওয়ামী লীগের সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী বাবুল বলেন, ‘আসন্ন নির্বাচনে উখিয়া-টেকনাফবাসী এমপি আবদুর রহমান বদিকে মনোনয়ন না দিতে দলীয় নেতাকর্মীরা নানাভাবে আন্দোলনে নেমেছে। আর তখনই পরিস্থিতি ভিন্ন দিকে নেওয়ার জন্য বদি নিজেই এমন অবস্থার সৃষ্টি করেছেন অত্যন্ত পরিকল্পিতভাবে।’

টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল বশর বলেন, ‘দলের ৯০ শতাংশ নেতাকর্মীই এমপি আবদুর রহমান বদির বিরুদ্ধে অবস্থান নিয়ে রয়েছে। এমন অবস্থায় তিনি আর মনোনয়ন পাবেন না আঁচ করতে পেরেই সরকারি কর্মকর্তাদের দিয়ে রাজনৈতিক আয়োজনের ব্যবস্থা করে দলকেই বিতর্কিত করার চেষ্টা করছেন।’

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও কৃষক লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক রেজাউল করিম বলেন, ‘টেকনাফে একজন এমপিকে জনপ্রিয় দেখাতে গিয়ে যিনি খোদ দলীয় প্রধান এবং বিশ্বনন্দিত নেত্রী জাতির জনকের তনয়া শেখ হাসিনার সঙ্গে তুলনা করেছেন, তিনি সাংগঠনিক অপরাধ করেছেন। এমন দলীয় নেতার বিরুদ্ধে জেলা আওয়ামী লীগ ব্যবস্থা নেবে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পেনশন ব্যবস্থা সংস্কারের বিরুদ্ধে উত্তাল রাশিয়া

বিদেশের খবর: উত্তপ্ত হয়ে উঠছে রাশিয়া। রবিবার চাকরিজীবীদের পেনশন ব্যবস্থা সংস্কার বিলের প্রতিবাদে দেশটির বিরোধী দলীয় নেতা আলেক্সি নাভলনির কয়েক হাজার সমর্থক বিক্ষোভ করেছে। এ পর্যন্ত অত্যন্ত ৮০০ জনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রবিবার মস্কোতে পেনসন সংস্কারের প্রতিবাদে কমপক্ষে দুই হাজার লোক বিক্ষোভ করেছে। এছাড়া সেন্টা পিটার্সবার্গে বিক্ষোভ করেছে আরও এক হাজার লোক। এদের অধিকাংশই তরুণ ও মধ্যবয়সী।
প্রসঙ্গত, প্রস্তাবিত বিলে নারীদের জন্য অবসরের বয়স ৬০ এবং পুরুষদের জন্য ৬৫ রাখা হয়েছে। বিরোধীদের দাবি, মানুষের গড় আয়ু কম। অবসরের বয়স বাড়ানো হলে অনেকেই অবসর নেওয়ার আগেই হয়তো মারা যাবে এবং তারা অবসার ভাতার কোনো সুযোগ-সুবিধা পাবে না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘বায়তুল মাল’ নি‌য়ে দ্বন্দ্বে বিভক্ত হ‌চ্ছে জামায়াত’

দেশের খবর: আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বাংলাদেশ জামায়াতে ইসলামী দু’ভাগে বিভক্ত হচ্ছে। সাবেক শিবির নেতাদের একাংশ বর্তমানে দলটির হাল ধরলেও কেন্দ্রীয় নেতৃত্বে বাকিরা ঢুকতে চাচ্ছে। পাশাপাশি দলের নেতৃত্বে পরিবর্তন আনতে চাচ্ছে তারা। এছাড়া বিএনপি জোটেও থাকতে চায়না সাবেক শিবিরের এই অংশটি। এদিকে দলের আর্থিক তহবিল ‘বায়তুল মাল’ আত্মসাতের অভিযোগ উঠেছে।
শিবির সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মানবতা বিরোধী অপরাধের দায়ে দলের আমীরসহ শীর্ষ নেতাদের ফাঁসি কার্যকরের পরপরই জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের একটি অংশ যুদ্ধাপরাধীদের ফাঁসি কার্যকরে সরকারকে সাধুবাধ জানায়। এ নিয়ে দলে বিভক্তি দেখা দেয়। বেশিরভাগ নেতাকর্মী জেলে থাকাবস্থায় দলের পক্ষ থেকে তাদের দেখভালের ব্যবস্থা না করা, পরিবারের খোঁজ খবর না নেওয়াসহ নানা কারণে ক্ষোভ ছিল একটি অংশের। এরা জেল থেকে জামিনে বেরিয়ে নতুন করে একত্রিত হওয়ার চেষ্টা চালায়। সর্বশেষ দলের ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমদ গ্রেফতারের পর বিভক্তির চিত্র অনেকটাই প্রকাশ্যেসে চলে আসে।তবে দায়িত্বে থাকা নেতারা বিভক্তির বিষয়টি অস্বীকার করে আসছেন।
এর আগে শিবিরের সাবেক সভাপতি সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের শিবিরের একটি অংশকে নিয়ে নতুন করে কমিটি করতে চেয়েছিলেন। ওইসময় দলের আমীর গোলাম আযম বিষয়টি মিমাংসা করলেও এর জের এখনো রয়েছে। বিশেষ করে জামায়াতের নানা আন্দোলন সংগ্রামে গ্রেফতার, আহত ও নিহতদের স্বজনরা এই বিভক্তির পেছরে রয়েছে বলে সূত্র জানায়।
অপরদিকে দলের গঠনতান্ত্রিক বিধি ভেঙে বিপুল অঙ্কের টাকা আর্থিক তহবিল ‘বায়তুল মাল’ লোপাট করা হয়েছে বলে ইতোমধ্যে অভ্যন্তরীণ তদন্তে প্রমাণ মিলেছে। দুর্নীতির এ ঘটনায় জামায়াতের তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত ক্ষোভে ফুঁসে উঠছে নেতাকর্মীরা। তারা বলছেন, কেন্দ্র থেকে পাড়া-মহল্লার ক্ষুদ্র নেতাকর্মীদের কষ্টার্জিত জমানো টাকা লোপাট দলের আদর্শ পরিপন্থি। সংগঠনের শীর্ষ নেতাদের একের পর এক মুক্তি এবং বিদেশ সফরের নেপথ্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে ‘সমঝোতা’র যে গুঞ্জন শোনা যায়, তাতেই বায়তুল মালে হাত পড়েছে কি না, সে আলোচনাই এখন জামায়াতের টপ টু বটম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৫০ বছর ক্ষমতায় থাকার খায়েশ বিজেপির

বিদেরে খবর: ২০১১ সালে পশ্চিমবঙ্গে একটানা ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়েছিলেন বিরোধী তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাম দুর্গের পতনের পর তৃণমূলের নেতা-নেত্রী থেকে শুরু করে বিধায়ক-মন্ত্রীরা ঘোষণা দেন, ৫-১০ বছর নয়, ৫০ বছর ক্ষমতায় থাকবে তৃণমূল। এবার মমতার পথ ধরেছে ভারতের কেন্দ্রের শাসনক্ষমতায় থাকা বিজেপি।
গতকাল রোববার দলটি ঘোষণা দিয়েছে, তারাও ৫০ বছর ক্ষমতায় থাকবে। ভারতে এমন কোনো দল নেই, যারা বিজেপিকে ফেলে দিয়ে ক্ষমতায় আসতে পারে।
আগামী বছর ভারতের পরবর্তী লোকসভা নির্বাচন হবে। এপ্রিল-মে মাসে এই নির্বাচন হওয়ার কথা। বর্তমান বিজেপি সরকার ক্ষমতার চার বছর পূর্ণ করেছে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তারাই যে ক্ষমতায় যাবে, তা জোরগলায় ঘোষণা করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তিনি বলেন, ‘২০১৯-ই নয়, বিজেপি ক্ষমতায় থাকবে আরও ৫০ বছর।’
গত শনি ও রোববার দিল্লিতে বসেছিল বিজেপির জাতীয় নির্বাহী কমিটির বৈঠক। বৈঠকে অমিত শাহ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপির প্রবীণ নেতা লালকৃষ্ণ আদভানি উপস্থিত ছিলেন। বৈঠক শেষে গতকাল এক সংবাদ সম্মেলনে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বলেন, ২০১৯ সালে ফের ক্ষমতায় আসবে বিজেপি। শুধু তা-ই নয়, আগামী ৫০ বছর তারা দেশ শাসন করবে। বিজেপির বিকল্প কেউ নেই।
আগামী ৫০ বছর দেশ শাসনের লক্ষ্য নিয়ে এবার এগোবে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী বছরের লোকসভা নির্বাচনে বিজেপির স্লোগান ঠিক করেছেন। তিনি বলেন, বিজেপি আগামী লোকসভা নির্বাচনে লড়বে ‘অজেয় ভারত, অটল বিজেপি’ স্লোগান নিয়ে।
যদিও জাতীয় নির্বাহী কমিটির বৈঠকের পর বিজেপি প্রথমে ঠিক করেছিল, আগামী লোকসভা নির্বাচনে দলের স্লোগান হবে ‘অজেয় বিজেপি’। কিন্তু এই স্লোগানে ঔদ্ধত্যের গন্ধ আছে—এমনটা বিবেচনায় প্রধানমন্ত্রী মোদি স্লোগান পরিবর্তন করেন।
‘অজেয় ভারত, অটল বিজেপি’—এই স্লোগান দিয়ে অটল বিহারি বাজপেয়িকে সামনে এনে উচ্চবর্ণের ক্ষোভে জল ঢালতে উদ্যোগী হয়েছেন মোদি।
বিজেপি এদিন তাদের ২৩ দফা কর্মসূচিও ঘোষণা করে। মোদি বলেন, তাঁর সামনে কোনো চ্যালেঞ্জ নেই। এ সময় প্রধানমন্ত্রী মোদি কংগ্রেস ও দলটির নেতা রাহুল গান্ধীকে খোঁচা মেরেছেন।
কংগ্রেস নেতা রাহুল গান্ধীর উদ্দেশে মোদি বলেন, ‘অনেক দল তো তাঁকে (রাহুল) বোঝা মনে করে। কংগ্রেস হোক বা তথাকথিত বিরোধী জোট হোক, তাদের (কংগ্রেস) তো নেতৃত্বের ঠিকানা নেই। নীতিও অস্পষ্ট।’
এদিন অবশ্য রাফাল-পেট্রপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে একটি কথাও খরচ করেননি মোদি-অমিত শাহ জুটি। তবে মোদি কথা বলেছেন, ‘ওরা (বিরোধীরা) রোজ মিথ্যে কথা বলছে। আর সেটা বারবার বলছে। এর জবাব দিতে হবে। মিথ্যা ঘোচাতে এনডিএর ৪৮ মাসের কাজ আর এক পরিবারের (কংগ্রেস) ৪৮ বছরের কাজের খতিয়ান তুলে ধরতে হবে।’
অমিত শাহ বলেন, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি জিতলে আগামী ৫০ বছরেও এই দলকে হারানোর কেউ নেই।
মোদি আর অমিত শাহর এসব মন্তব্যের পরিপ্রেক্ষিতে কংগ্রেস নেতা মণীশ তেওয়ারি বলেছেন, প্রধানমন্ত্রী মোদি ‘রাহুল-আতঙ্কে’ ভুগতে শুরু করেছেন।
আরেক কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা বলেন, ‘এটাই মোদি-অমিত শাহর শাহি ঔদ্ধত্য।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত, নিহত ১৯

বিদেশের খবর: দক্ষিণ সুদানে যাত্রীবাহী ছোট একটি বিমান নদীতে বিধ্বস্ত হয়ে অন্তত ১৯ জন নিহত হয়েছেন।
রবিবার রাজধানী জুবা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পশ্চিমাঞ্চলীয় শহর জিরল যাওয়ার পথে স্থানীয় একটি নদীতে বিমানটি বিধ্বস্ত হয়।
দেশটির তথ্যমন্ত্রী তাবান আবেল টেলিফোনে জানিয়েছেন, বিমানটি বিধ্বস্ত হয়ে ১৯ জন নিহত হয়েছেন এবং আরও তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বিমানটিতে ২২ জন যাত্রী ছিলেন; এরমধ্যে দু’জন এখনো নিখোঁজ রয়েছে। নিহতদের মধ্যে তিনজন শিশু রয়েছে।
মন্ত্রী বলেন, জীবিত বেসরকারি সংস্থায় কর্মরত এক ইতালীয় চিকিৎসকের অবস্থা আশঙ্কাজনক। জিরলের একটি হাসপাতালে তার অস্ত্রোপচার চলছে।
একজন প্রত্যক্ষদর্শী বলেন, বিমানটি একটি নদীতে বিধ্বস্ত হয় এবং পানি থেকে লাশগুলো উদ্ধার করা হয়। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড সুবেক বিমান বিধ্বস্তের ঘটনা নিশ্চিত করেছেন। তবে বিমান বিধ্বস্তের এ ঘটনায় কতজনের প্রাণহানী ঘটেছে তা নিশ্চিত করতে পারেননি তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest