সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় মাদক এবং মাদক বিক্রির অবৈধ টাকাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতারতালায় বাস মোটরসাইকেল সংঘর্ষে সাবেক ছাত্রদল নেতার মৃত্যুঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিতআশাশুনিতে হাইকোর্টের রিট পিটিশন মামলার তদন্তে অতিরিক্ত বিভাগীয় কমিশনারদেবহাটায় সাতক্ষীরা পুলিশ সুপারের মতবিনিময়৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়াসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভাতালা থেকে কপোতাক্ষ নদে পড়ে যাওয়া ব্যক্তির মরদেহ পাইকগাছায় উদ্ধারসাতক্ষীরা জেলা এলপি গ্যাস ডিস্ট্রিবিউটর এসোসিয়েশনের সভাসাতক্ষীরায় লিগ্যাল এইড কার্যক্রম বিষয়ে জনসচেতনতামূলক মতবিনিময়

পাইকগাছা কলেজ জাতীয়করণে আনন্দ শোভাযাত্রা

পাইকগাছা ব্যুরো: পাইকগাছা কলেজ জাতীয়করণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ ও সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শেখ মোঃ নূরুল হককে অভিনন্দন জানিয়ে আনন্দ শোভাযাত্রা ও মিষ্টি বিতরণ করা হয়েছে। বুধবার সকালে এমপি নূরুল হকের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রাটি কলেজের সামনে থেকে শুরু করে পৌর বাজার প্রদক্ষিণ শেষে জিরোপয়েন্ট হয়ে কলেজের সামনে এসে শেষ হয়। ট্রাক, ঘোড়ার গাড়ি, বাদ্যযন্ত্র, প্লাকাড ও ফেস্টুন নিয়ে শিক্ষক, অভিভাবক, পরিচালনা পর্ষদের সদস্য ও শিক্ষার্থী সহ শত শত বিভিন্ন শ্রেণিপেশার মানুষ শোভাযাত্রায় অংশ নেয়। ১৯৬৭ সালে উপজেলা সদরে স্থাপিত ঐতিহ্যবাহী কলেজটি দীর্ঘদিন পর জাতীয়করণ হওয়ায় আনন্দ শোভাযাত্রা রূপনেয় মিলন মেলায়। শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল আউয়াল, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, সরকারি কলেজের অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, ফসিয়ার রহমান মহিলা কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম, প্রাক্তন অধ্যক্ষ লুৎফর রহমান, রমেন্দ্রনাথ সরকার, উপাধ্যক্ষ সরদার মোহাম্মদ আলী, প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি, প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, খালেকুজ্জামান, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুনছুর আলী গাজী, প্রাক্তন অধ্যাপক জিএমএম আজাহারুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি এসএম মসিয়ার রহমান, পৌর সভাপতি মাসুদ পারভেজ রাজু ও কলেজ ছাত্রলীগের সভাপতি মনোজ মন্ডল সহ কলেজের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও শিক্ষার্থীবৃন্দ। শোভাযাত্রায় জারিগান পরিবেশন করেন আব্দুল মজিদ বয়াতী ও তার দল। উল্লেখ্য, ২০১০ সালে কয়রার এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই উপজেলায় দুটি কলেজ জাতীয়করণের প্রতিশ্রুতিদেন। এরপর সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শেখ মোঃ নূরুল হকের প্রচেষ্টায় ঐতিহ্যবাহী পাইকগাছা কলেজটির জাতীয়করণের চূড়ান্ত প্রক্রীয়া গত ৮ আগস্ট সম্পন্ন হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্রীউলা ইউনিয়ন যুবমহিলালীগের কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি: আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের যুবমহিলালীগের কমিটি গঠন করা হয়েছে। সভাপতি রূপা মণ্ডল,সাধারণ সম্পাদক আয়েশা বেগম এবং মরিয়ম সুলতানাকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট এক কমিটি গঠন করা হয়। এই উপলক্ষ্যে বুধবার বিকালে আশাশুনি উপজেলা আওয়ামীলীগ অফিসে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা যুবমহিলালীগের সভানেত্রী সিমা সিদ্দিকী সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সদস্য, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি হুমায়ূন কবির সুমন। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নবু, উপজেলা যুবমহিলালীগের সাধারণ সম্পাদক শামীমা পারভীন ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আশাশুনি উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মিঠুন ইসলাম, আশাশুনি সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি  সহ উপজেলা আওয়ামীলীগ এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পারুলিয়ায় মাদক বিরোধী যুব ফাউন্ডেশনের কমিটি গঠন

কে.এম রেজাউল করিম, দেবহাটা :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার চ্যালেঞ্জ “মাদকমুক্ত বাংলাদেশ” গড়ার লক্ষ্যে প্রশাসনের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি ও মাদক সিন্ডিকেট সম্পর্কে প্রশাসনকে তথ্য দিয়ে সহায়তা করা এবং এলাকা ভিত্তিক মাদক বিরোধী অভিযান অব্যহত রাখার জন্য মাদক বিরোধী যুব ফাউন্ডেশন দেবহাটা উপজেলা শাখা বদ্ধপরিকর। মাদক বিরোধী যুব ফাউন্ডেশন দেবহাটা উপজেলা শাখার কার্য্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়ন মাদক বিরোধী যুব ফাউন্ডেশনের কমিটি গঠন করা হয়েছে। মোঃ সবুজ হোসেনকে সভাপতি, মোঃ জিল্লুর রহমান জীবনকে সাধারন সম্পাদক ও মোঃ শাহাদাত হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে পারুলিয়া ইউনিয়ন মাদক বিরোধী যুব ফাউন্ডেশনের আংমিক কমিটি গঠন করা হয়েছে। মাদক বিরোধী যুব ফাউন্ডেশন দেবহাটা উপজেলা শাখার সভাপতি মিন্টু রহমান মিঠু, সাধারন সম্পাদক এনামুল হাসান সবুজ ও সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন এই কমিটি অনুমোদন করেন। এছাড়া অনুমোদনপত্রে আগামী ১ মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশ দেয়া হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খুলনায় যুবদলের ১১ নেতাকর্মী কারাগারে

অনলাইন ডেস্ক: খুলনা মহানগর যুবদলের ১১ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। আজ বুধবার খুলনা মুখ্য মহানগর আদালতে হাজির হয়ে নেতাকর্মীরা জামিনের আবেদন করলে বিচারক তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
জানা যায়, ২০১৭ সালের ৩০ এপ্রিল মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে মিছিল বের করেন নেতাকর্মীরা। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে তাদেরকে বাধা দেয়ার চেষ্টা করলে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। ওই রাতে সরকারি কর্তব্যকাজে বাঁধাদান, পুলিশের ওপর হামলা ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতার অভিযোগে ২৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করে পুলিশ। জানা যায়, মামলার আসামীরা হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন আগাম জামিনে ছিলেন। দেড় বছর পর ওই মামলায় অভিযোগপত্র (চার্জশিট) দেওয়া হয়েছে।
কারাবন্দি যুবদল নেতারা হলেন- মোহাম্মদ নাসিম, জাবির আলী, শেখ আকাশ, ফিরোজ শেখ, আলাউদ্দিন খান, মো. মাসুম, শেখ ওমর আলী, মো. মাসুদ রানা, রুবেল, খান রাজিব আহমেদ ও আইয়ুব আলী।
মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেন, উচ্চ আদালত থেকে জামিন পাওয়া নেতাকর্মীরা সরকারের ইঙ্গিতে নিম্ন আদালত থেকে জামিন পাচ্ছে না, তাদেরকে কারাগারে যেতে হচ্ছে। রাজনৈতিক হয়রানিমূলক পুরানো মামলায় নতুন করে গ্রেফতার কিংবা কারাগারে পাঠিয়ে আওয়ামী লীগের জন্য মাঠ ফাঁকা করে দেয়া হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এশিয়া কাপে তামিমের সঙ্গী হচ্ছেন লিটন দাস

খেলার খবর: ওপেনিং জুটিতে তামিমের সঙ্গী কে হবেন এ নিয়ে প্রত্যেক সিরিজেই ভাবতে হয় জাতীয় দলের নির্বাচকদের। এটা এখন নিত্যকার ঘটনাও বলতে পারেন। গত কয়েক বছরে অন্তত ডজন খানেক ব্যাটসম্যান তামিমের সঙ্গে ওপেনিংয়ে নেমেছেন কিন্তু কেউই থিতু হতে পারেন নি। এবারের এশিয়া কাপে তামিমের সঙ্গী হচ্ছেন লিটন দাস।
দুই সিরিজ পর ওয়ানডে দলে ফিরেছেন লিটন। এশিয়া কাপের বড় মঞ্চে ওপেনিংয়ে তামিম ইকবালের সঙ্গী হবেন এ ডানহাতি ব্যাটসম্যান।
এশিয়া কাপ ও নিজের খেলা নিয়ে লিটনের অভিব্যক্তি ‘যারা বড় বড় ক্রিকেটার তারা ভালো শুরু করতে পারলে ইনিংস লম্বা করে। এখনও বড়দের কাতারে যেতে পারিনি; তাই এখন বড় ইনিংস হচ্ছে না। আমি চেষ্টা করছি ভালো কিছু করার, যেন বড় কিছু করতে পারি।’
টাইগারদের এশিয়া কাপ স্কোয়াডে নেই তৃতীয় ওপেনার। তাই সব ম্যাচ খেলার অলিখিত লাইসেন্স পেয়ে যাচ্ছেন লিটন। বড় ইনিংস খেলে তামিমের সঙ্গী হিসেবে থিতু হওয়ার স্বপ্নে বিভোর মারকুটে এ ব্যাটসম্যান।
‘এটি আসলে একটি ভালো সুযোগ। আমি অনেক দিন থেকে ওয়ানডে দলের বাইরে। যদি সুযোগ পাই তাহলে অবশ্যই ভালো করার চেষ্টা করবো। সামনে আমাদের এশিয়া কাপের দুটি ম্যাচ আছে। এগুলো অনেক গুরুত্বপূর্ণ। সেখানে যদি সুযোগ থাকে ভালো করার অবশ্যই চেষ্টা করবো।’
সেই ভালোটি কেমন? লিটন বলেন, ‘এখন পারফর্ম ছাড়া তো আর ভালো কিছু নেই। আপনারা রান চান, আমিও রান চাই।’
বাংলাদেশের হয়ে ১২টি ওয়ানডে খেলা লিটনের সর্বোচ্চ ইনিংস ৩৬ রানের। ২০১৫ সালের জুনে ভারতের বিপক্ষে সিরিজের নিজের দ্বিতীয় ম্যাচে খেলেন ইনিংসটি। সেটিকে ছাড়িয়ে যেতে পারেননি পরের ১০ ম্যাচেও!

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চাকরি খুঁজে দেবে গুগল

চাকরি খুঁজে দেবে গুগল

কর্তৃক daily satkhira

অনলাইন ডেস্ক: বাংলাদেশে চাকরি প্রার্থীদের চাকরির সন্ধান দিতে নতুন একটি ফিচার এনেছে সার্চ জায়ান্ট গুগল।বাংলাদেশ ছাড়াও ফিচারটি পাকিস্তান ও শ্রীলঙ্কার চাকরি প্রার্থীদের জন্য এই নতুন ফিচার আনল প্রতিষ্ঠানটি।
চাকরির সন্ধানদাতা ওয়েবসাইট, অনলাইনে পাওয়া তালিকা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো থেকে তথ্য নিয়ে এই ফিচার তৈরি করা হয়েছে। গুগলের এই ঠিকানায় বিভিন্ন চাকরিদাতা কোম্পানিগুলোর তথ্য একত্রে পাওয়া যাবে।উন্মোচনের শুরুতেই বিক্রয় ডটকম, মুস্তাকবিল ডটকম ও এক্সপ্রেসজবস ডট আইকেসহ হাজারো সাইটের চাকরির তথ্য দেখাবে গুগল।
ফিচারটিতে পার্টটাইম জব, সফটওয়্যার ডেভেলপার জব, কনস্ট্রাকশন জবস কিংবা এ ধরনের যেকোনো ক্যাটাগরির চাকরি খোঁজার সুবিধা থাকবে।
গুগলের লিস্টে থাকা যেকোনো একটি চাকরির উপর ক্লিক করলেই সংক্ষিপ্ত আকারে বিভিন্ন তথ্য যেমন-জব টাইটেল, লোকেশন, ফুলটাইম বা পার্টটাইম ও অন্যান্য আরও তথ্য দেখানো হবে।এর পাশাপাশি জরুরি ওয়েবলিংক, মতামত, রেটিং, চাকরির প্রকৃত উৎস এমনকি চাকরিপ্রার্থীর বাসা থেকে কর্মস্থলের যোগাযোগ ব্যবস্থাও দেখাবে গুগল।একেকজনের একক চাহিদা অনুযায়ী অসংখ্য টুল ব্যবহার করেছে গুগল। স্মার্ট ফিল্টারে চাকরির ধরন, লোকেশন, নিয়োগের তারিখ, চাকরিদাতা প্রতিষ্ঠানের ধরন উল্লেখ করে নিজের মতো করে সার্চ ফিচারটি সেট করা যাবে।
সার্চের ফলাফল থেকে প্রাপ্ত তালিকা অনলাইনে বন্ধু-বান্ধবের সঙ্গে আদান-প্রদানের সুযোগও রাখা হয়েছে।এছাড়াও, সেট করা সার্চ ফিচার ব্যবহারকারীকে তার উপযুক্ত চাকরির বিষয়ে নোটিফিকেশন অ্যালার্ট দিতেও সক্ষম।
নতুন সার্চ ফিচারটি ইংরেজি ভাষায় অ্যান্ড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্মে গুগল অ্যাপসহ ডেস্কটপ ও মোবাইলের গুগল সার্চ অপশনে ব্যবহার করা যাবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্বাস্থ্যোজ্জ্বল চুলের যত্নে তেল

অনলাইন ডেস্ক: চুলের যত্নে তেলের বিকল্প নেই। শরীরের মতো আপনার চুলের পুষ্টির প্রয়োজন আছে। সঠিক পুষ্টি ও পরিচর্যা না পেলে চুল লম্বা, শক্ত ও স্বাস্থ্যোজ্জ্বল হবে না। আর এ জন্য নিয়ম করে চুলে তেল লাগানো খুবই গুরুত্বপূর্ণ।
আপনি যতই ব্যস্ত থাকুন চুলের পুষ্টির কথা ভেবে হলেও সপ্তাহে বন্ধের দিনগুলোতে চুলে তেল লাগানো উচিত। চুলে তেল লাগানোর উপকারিতা অনেক। হারবাল তেল যেমন নারিকেল তেল, অলিভ অয়েল ইত্যাদি আপনার চুল ও মাথার ত্বকে প্রাকৃতিকভাবে পুষ্টি জোগায়।

আসুন জেনে নেই কোন চুলে কতবার তেল লাগাবেন?
শুষ্ক চুলের জন্য
শুষ্ক চুলে নিয়মিত তেল লাগানো উচিত। সম্ভব না হলে সপ্তাহে অন্তত দু-তিনবার তেল লাগাতে হবে। চুলের গোড়া পর্যন্ত পুষ্টি পৌঁছে দিতে আপনি ক্যাস্ট্রো অয়েল কিংবা নারিকেল তেল দিয়ে গরম ভাপ নিতে পারেন।

তৈলাক্ত চুলের জন্য
এ ধরনের চুলে প্রতিদিন তেল দিলে চুল আরো বেশি তৈলাক্ত ও আঠালো হয়ে পড়ে। তাই সপ্তাহে একবার তেল লাগিয়ে ভালো মানের শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। ক্যাস্ট্রো অয়েল বা অলিভ অয়েল না লাগানোই ভালো।

সাধারণ চুলের জন্য
যেহেতু সাধারণ চুলে শুষ্ক বা তৈলাক্ত চুলের চেয়ে সমস্যা কম থাকে, তাই তেল দেওয়ার ক্ষেত্রে তেমন নিয়ম মানতে হয় না। নারিকেল তেল ও অলিভ অয়েল এ চুলের জন্য বেশ উপকারী। সপ্তাহে অন্তত দুবার তেল লাগাতে পারেন।

কী উপায়ে তেল ব্যবহার করবেন?
চুলে তেল সারা রাত রাখুন
সবচেয়ে ভালো ফল পাওয়ার জন্য ঘুমানোর আগে চুলে তেল দিয়ে রাখুন। তারপর তোয়ালে বা পাতলা কাপড় দিয়ে মাথা মুড়িয়ে ঘুমিয়ে পড়ুন। সকালে ঘুম থেকে উঠে শ্যাম্পু করে নিন।

গরম তেল মালিশ করতে পারেন
প্রয়োজনীয় তেল নিয়ে তা গরম করুন এবং আস্তে আস্তে তেলটি আপনার চুল ও মাথায় মালিশ করুন। চুলের পুষ্টি জোগাতে যুগ যুগ ধরে এই পদ্ধতিতে তেল দেওয়া খুবই কার্যকর প্রমাণিত হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
১২দিন পর মায়ের দেখা পেল সেই শিশুটি

অনলাইন ডেস্ক: কুমিল্লায় ১২দিন পর মায়ের দেখা পেল সেই শিশুটি! বুধবার দুপুরে শিশুটির মাকে হাসপাতালে নিয়ে আসা হয়।
সূত্র জানায়, কুমিল্লা ঝাউতলায় মা ও শিশু হাসপাতালে ছাব্বিশ সপ্তাহের পর ভূমিষ্ঠ এক অপরিপক্ক সন্তানকে বাঁচানোর জন্য ভর্তি করান। ছয় দিনে প্রায় একলাখ টাকার বিল দেখে দরিদ্র শাহ আলম ও রোকেয়া বেগম দম্পত্তি তাদের সন্তানকে ফেলে রেখে পালিয়ে যান। পরে এ খবর গণমাধ্যমে প্রকাশিত হয়।
পালিয়ে যাওয়া বাবা-মা’র সন্ধানে নামে পুলিশ। এদিকে শিশুটির চিকিৎসা সংক্রান্ত সকল ব্যয় নির্বাহের আশ্বাস দেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর,পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম ও জেলা সিভিল সার্জন ডা.মুজিবুর রহমান।
সন্তানকে কেন ফেলে রেখে চলে গেলেন এমন প্রশ্নের জবাবে শিশুটির মা রোকেয়া বেগম বলেন, আমার স্বামী দিন মজুর। ২০০৭ সালে আমাদের বিয়ে হয়। তারপর আমাদের দুটি সন্তান হলেও একটি সন্তানও বাঁচেনি। প্রথম সন্তানটি জন্মের তিন দিন পরেই মারা যায়, দ্বিতীয় সন্তানটি জন্মের দশ দিন পর মারা যায়। এবার যখন আমাদের তৃতীয় সন্তানটিও সাত মাসে জন্ম নেয়। তখন আমরা আমাদের সন্তানটিকে বাঁচানোর জন্য এই হাসপাতালে ভর্তি করাই। পরে হাসপাতালের ছয় দিনে চিকিৎসার বিল এক লাখ টাকার মত হয়। বিল বেশি হলে আমরা স্বামী-স্ত্রী চিন্তায় পড়ি। অভাবের কারণে চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হবে না বলে বাচ্চাটিকে রেখে আমরা চলে যাই। এছাড়াও আমাদের সন্তানটি বাঁচবে তাও ভাবতে পারিনি। আমাদের সন্তানটিকে হাসপাতালে রেখে লুকিয়ে চলে যাওয়ার সময় আমি ও আমার স্বামী পুরোটা রাস্তায় কান্না করেছিলাম। তারপর বাড়ি ফিরে আমার স্বামী অনেকটা নিরুদ্দেশ হয়ে যায়। আল্লাহ আমার সন্তানকে বাঁচিয়ে রেখেছেন এবং সকলের সহযোগিতায় আমি আমার সন্তানটিকে ফিরে পেয়েছি এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া।
এদিকে হাসপাতালের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর বদিউল আলম চৌধুরী এবং হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তানজিদা চৌধুরী সম্পা জানান, গত ১৮ আগস্ট হাসপাতালে এসেছিলেন চাঁদপুরের হাজীগঞ্জের শাহ আলম ও রোকেয়া বেগম দম্পতি। এখানে রোকেয়া বেগমের ছেলে সন্তান জন্ম হয়। পরে ২৪ আগস্ট বিকেল বেলা থেকে এই দুজনের সন্ধান পাওয়া যাচ্ছিল না। বাচ্চাটির তখন থেকে আমাদের হাসপাতালের পক্ষ থেকে চিকিৎসা চালিয়ে যাওয়া হচ্ছে। এ বিষয়ে হাসপাতালের পক্ষ থেকে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় অভিযোগ জানানোর পর বুধবার শিশুটির মা রোকেয়া বেগম সন্তানকে ফিরে পেতে হাসপাতালে আসেন। তবে শিশুটির বাবা শাহ আলম আসেননি।
জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর জানান, বিষয়টি যখন গণমাধ্যমে জানলাম তখন থেকে জেলা পুলিশ সুপার ও সিভিল সার্জনের সাথে কথা বলি। তারপর পুলিশ ওই দম্পতির ঠিকানা খুঁজে বের করেন। শিশুটির মা এসেছে। আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে শিশুটির চিকিৎসা সংক্রান্ত ব্যয় বহন করবো।

পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বলেন, দারিদ্রের কারণে একটি শিশু সন্তানকে চিকিৎসার খরচ না চালিয়ে বাবা মা হাসপাতাল থেকে চলে যায়। বিষয়টি খুব নাড়া দেয়। আমরা কুমিল্লা পুলিশের কর্মকর্তারা এ শিশুটির চিকিৎসার জন্য একটি ফান্ড গঠন করেছি। শিশুটির চিকিৎসার জন্য এ দম্পত্তিকে আর ভাবতে হবে না।

জেলা সিভিল সার্জন ডা:মজিবুর রহমান জানান, এমন অপরিপক্ক বয়সের শিশুর চিকিৎসা খুব ব্যয় বহুল। সেক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ অভিভাবকহীন শিশুটির চিকিৎসা চালিয়ে গেছেন। তারা তাদের দায়িত্ব পালন করেছেন। আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তারা আমাকে আশ্বস্থ করেছে সর্বনিম্ন ব্যয়ে চিকিৎসা দিবে শিশুটিকে। সেক্ষেত্রে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকেও সকল সহযোগিতা করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest