সর্বশেষ সংবাদ-
তালায় বাস মোটরসাইকেল সংঘর্ষে সাবেক ছাত্রদল নেতার মৃত্যুঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিতআশাশুনিতে হাইকোর্টের রিট পিটিশন মামলার তদন্তে অতিরিক্ত বিভাগীয় কমিশনারদেবহাটায় সাতক্ষীরা পুলিশ সুপারের মতবিনিময়৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়াসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভাতালা থেকে কপোতাক্ষ নদে পড়ে যাওয়া ব্যক্তির মরদেহ পাইকগাছায় উদ্ধারসাতক্ষীরা জেলা এলপি গ্যাস ডিস্ট্রিবিউটর এসোসিয়েশনের সভাসাতক্ষীরায় লিগ্যাল এইড কার্যক্রম বিষয়ে জনসচেতনতামূলক মতবিনিময়৯০ দশক ছাত্রদল প্লাটফর্ম এর সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক কমিটি গঠন

আজ শুরু হচ্ছে শাওনের “হুদাই”

বিনোদনের খবর: মিরাক্কেল খ্যাত স্ট্যান্ডআপ কমেডিয়ান শাওন মজুমদারের সঞ্চালনায় ক্যাপিটাল এফএম ৯৪.৮ এ আজ শুরু হচ্ছে নতুন আয়োজন “হুদাই”।
প্রতি বরিবার রাত ১১ টা থেকে ১ টা পর্যন্ত শ্রোতাদের জন্য মীরাক্কেলের এই তারকা কমেডিয়ান নিয়ে আসছেন নতুন চমক।
সমসাময়িক নানা বিষয় নিয়ে সরাসরি আপনার মতামত তাকে জানাতে কল করতে হবে ০২৫৫০৩৬৬৫৯ নাম্বারে।
ক্যাপিটাল এফএম ৯৪.৮ এর নিয়মিত আয়োজন নাটবল্টুর দারুন সাফল্যের পর এই প্রথম একক আয়োজন নিয়ে আসছেন শাওন মজুমদার।
অনুষ্ঠান নিয়ে আলাপনকালে শাওন জানান, সারাদিন যে কথাগুলো কাউকে বলা যায় না সেগুলো কান ও মন দিয়ে শুনতেই আমি এমন একটি শো নিয়ে আসছি প্রতি রবিবার রাত ১১ টায়। “

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইশান্ত শর্মাকে ‘নারকেল গাছ’ বললেন শচীন

খেলার খবর: ইশান্ত শর্মা। ভারতের তারকা পেসারের একজন (৬ ফুট ৪ ইঞ্চি)। উচ্চতায় দলের অন্য কেউ তার ধারে কাছে নেই। কিন্তু তাই বলে জন্মদিনে এমন কথা শুনতে হবে সেটা হয়তো মোটেও কল্পনা করেননি এই দীর্ঘদেহী পেসার।
ইশান্ত শর্মার জন্মদিন আজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তাকে শুভেচ্ছা জানিয়েছেন। এই তালিকায় রয়েছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। আর তার সেই শুভেচ্ছা বার্তা নিয়েই যত আলোচনা হচ্ছে। এদিন, মজার ছলে ইশান্তকে জন্মদিনে শচীন লিখলেন, ”গাছ থেকে নারকেল পাড়তে পাড়তে তুমি লম্বা হয়ে গেছো। তোমার জন্মদিনে বিশ্ব নারকেল দিবস পালন হতে পারে। ভাল থেকো ইশান্ত।”
২০০৭ সালে ভারতীয় দলের হয়ে অভিষেক হয়েছিল ইশান্ত শর্মার। একটা সময় শচীন তেন্ডুলকারের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করেছেন তিনি। সেই সূত্রে মাস্টার ব্লাস্টারের সঙ্গে তাঁর সম্পর্ক বেশ ভালই। তাই ইশান্তের ৩০ বছরের জন্মদিনে শচীনের এমন মজার পোস্ট কাম্য ছিল। প্রসঙ্গত, ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে এখনও পর্যন্ত ১৫টা উইকেট পেয়েছেন ইশান্ত। নতুন বলে বিরাট কোহলিকে ভরসা জুগিয়ে চলেছেন ভারতের এই দীর্ঘদেহী পেসার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে বর্নাঢ্য মঙ্গল শোভাযাত্রা

কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো ॥ “সাধুগনের পরিত্রান দুষ্টদিগের বিনাশ এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ন হই” শ্রীকঞ্চের এই বানীকে সামনে রেখে মহাবতার ভগবান শ্রীকৃঞ্চের ৫২৪৪ তম আবির্ভাব তিথি উদযাপনের লক্ষ্যে দেবহাটার ঐতিহ্যবাহী শ্রী শ্রী গোকুলানন্দ পাটবাড়ি মন্দিরের সার্বিক ব্যবস্থাপনায় রবিবার সকাল ১১ টায় পাটবাড়ি মন্দির প্রাঙ্গন থেকে এক মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শ্রী শ্রী গোকুলানন্দ পাটবাড়ী মন্দির থেকে উক্ত শোভাযাত্রাটি বের হয়ে দেবহাটার বিভিন্ন সড়ক ও ঈদগাহ বাজার প্রদক্ষিণ করে দেবহাটা পাটবাড়ীতে এসে শেস হয়। পরে পাটবাড়ি মন্দির প্রাঙ্গনে গীতা আলোচনা সভা ও শিশুদের জন্য কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। আলোচনায় সভাপতিত্ব করেন পাটবাড়ি মন্দির কমিটির সভাপতি দেবপ্রসাদ মন্ডল। এসময় অন্যান্যের মধ্যে যথাক্রমে পাটবাড়ি মন্দির কমিটির সহ-সভাপতি ডাঃ সরজিৎ কুমার পাল, সাধারন সম্পাদক ও আশ্রম সেবায়িত স্বপন গোস্বামী, আশ্রম সেবায়িত তপন গোস্বামী, আশ্রম সেবায়িত রতন গোস্বামী, সাংগঠনিক সম্পাদক কার্তিক চন্দ্র দাশ, সহ-সাংগঠনিক গৌর চন্দ্র পাল, মন্দিরের সেবায়িত সঞ্জয় গোস্বামী, লক্ষী কান্ত দত্ত, গোবিন্দ বিশ^াস, প্রভাষক রঞ্জন মন্ডল, ডাঃ গৌরাঙ্গ মোহন ঘোষ, স্বপন কুমার দে সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও শতশত সনাতন ধর্মাবলম্বী নারী পুরষ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে নাশকতা মামলার আসামী ও হাত বোমা সদৃশ্য বস্তুসহ আটক-২

আশাশুনি ব্যুরো : আশাশুনি থানা পুলিশের পৃথক অভিযানে নাশকতা মামলার আসামী ও হাত বোমা সদৃশ্য বস্তুসহ দুই আসামীকে আটক করা হয়েছে। আশাশুনি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান,অবৈধ্য অস্ত্র, গুলি ও বিস্ফোরক দ্রব্যাদী উদ্ধারের লক্ষ্যে তার নেতৃত্বে এসআই প্রদীপ কুমার সানা, পিএসআই মোঃ আঃ রাজ্জাক, এএসআই মোঃ আনিসুর রহমান, এএসআই কবির হোসেন, এএসআই মুকাদ্দেস হোসেন সঙ্গীয় ফোর্স এর সহায়তায় উপজেলার বিছট গ্রামের মৃত: ইছহাক গাজীর পুত্র মো: জাহাঙ্গীর হোসেন (৪৭) কে আশাশুনি থানাধীন প্রতাপনগর ইউনিয়নের লষ্করী খাজরা গ্রামে অবস্থিত এপিএস কলেজের সামনে মসজিদের পিছনে তিন রাস্তার মোড়ে ওয়াপদার রাস্তার উপর হতে শনিবার রাত ৯ টার দিকে তিন টি হাত বোমা সদৃশ্য বস্তু সহ হাতেনাতে গ্রেফতার করেন। পরবর্তীতে উক্ত আসামীর বিরুদ্ধে বিষ্ফোরক উপাদানাবলী আইনে আশাশুনি থানার মামলা নং-১(০৯)১৮ রুজু করা হয়েছে। অপরদিকে পৃথক অভিযানে রাত আড়াই টার দিকে এসআই মোঃ হাসানুজ্জামান সঙ্গীয় ফোর্স আশাশুনি থানার নাশকতা মামলা নং-১৬(০৮)১৮ এর আসামী কলিমাখালী গ্রামের মৃত: মহব্বত আলী গাজীর পুত্র নাজমুছ সাহাদাত (২৬) কে তার নিজ বাড়ী হইতে গ্রেফতার করেন। আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সোমালিয়ায় বোমা হামলা; নিহত ৬

বিদেশের খবর: সোমালিয়ায় বোমা হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরো অনেক হয়েছেন। আজ রবিবার রাজধানীর হউলওয়াদাগ জেলায় এ হামলার ঘটনা ঘটে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়।
দেশটির পুলিশ কর্মকর্তা মোহাম্মদ হুসাইন বলেন, এ ঘটনায় হামলাকারী, সৈন্য, বেসামরিকসহ অন্তত ছয়জন প্রাণ হারিয়েছেন। এছাড়াও আহত হয়েছেন অনেক।
খবরে বলা হয়, বিদ্রোহী সংগঠন আল শাবাব এ হামলার দায় স্বীকার করেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আত্মবিশ্বাসী মিঠুন সাফল্যে আশাবাদী

খেলার খবর: বাংলাদেশ ক্রিকেট বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। বিগত কয়েক বছরে যেমন কিছু সমীহ জাগানোর মতো সিরিজ খেলেছে বাংলাদেশ ক্রিকেট দল, একইভাবে জয়ের খুব কাছ থেকে হেরেছে তারা। তবে সবকিছু মিলিয়ে দক্ষ ফিনিশারের অভাব নিয়ে আলোচনা হয়ে এসেছে সব সময়। সাব্বির রহমানকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছয় মাসের নিষেধাজ্ঞা দেওয়ার পর শোনা যাচ্ছে মোহাম্মদ মিঠুনের নাম। তাই সাব্বিরের স্থানে দলে জায়গা পেলে নিজেকে কতটুকু তুলে ধরতে পারবেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান, সেই ব্যাপারে অনেক কথা ছড়িয়ে আছে ভক্তদের মাঝে। তবে নিজের ব্যাপারে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মোহাম্মদ মিঠুন।

একজন ফিনিশারের ভূমিকায় নামতে হতে পারে মোহাম্মদ মিঠুনকে। তাই ধারণা করা হচ্ছে, ছয় কিংবা সাতে খেলানো হতে পারে তাঁকে। এটি এমন এক মুহূর্ত, যখন মাঠে থিতু হওয়ার জন্য কোনো বল ধরে খেলার সময় থাকে না। মিঠুন এই ব্যাপারে সচেতন বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘আমার ক্যারিয়ারের প্রথম থেকে এখন পর্যন্ত আমি যা খেলেছি, সবই ইতিবাচক খেলার চেষ্টা করেছি সব সময়। এমনকি আমি উইকেটে নেমে খুব বেশি সময় নিই না সেট হওয়ার জন্য। আমি প্রথম থেকেই রানের ধারাবাহিকতা রাখতে চেষ্টা করি। চেষ্টা করি স্ট্রাইক রোটেট করার জন্য। সুতরাং ছয় কিংবা সাত নম্বরে কিন্তু সেটাই গুরুত্বপূর্ণ যে, নেমেই স্ট্রাইক রোটেট করতে হবে। এটি আমার ন্যাচারেই আছে, তাই খুব বেশি চিন্তা করার কিছু নেই।’

তবে কিছুদিন আগেও মোহাম্মদ মিঠুনকে দেখা গেছে ওপেনারের ভূমিকায়। কিন্তু সেখানে খুব একটা আলো ছড়াতে পারেননি তিনি। তবে ছয়ে বা সাতে খেলার ব্যাপারে ধারণা আছে মিঠুনের। তাঁর মতে, ‘আমি যেহেতু ছোটবেলা থেকে এভাবেই খেলে অভ্যস্ত। হয়তো বা আগে নতুন বলে খেলতাম বা ওপরে অনেক সময় নিয়ে খেলতাম, এখন হয়তো সময় কম পাব। তবে ছয় কিংবা সাতে খেললে ১১০-১১৫, ১২০, ১৩০ স্ট্রাইক রেটে খেলতে হবে। একেক সময় পরিস্থিতি একেকটি ডিমান্ড করবে। তবে এ ধরনের স্ট্রাইক রেটে খেললে আমার মনে হয় যথেষ্ট ভালো হবে।’

মিঠুনকে দলে নেওয়ায় আশ্চর্য হয়েছেন অনেকে। কারণ, তিনি দলে পারফরম্যান্সের মাধ্যমে তেমনভাবে নজরে পড়েননি দর্শকদের। তবে এই নজরে আসার চেয়ে দলের জন্য খেলতে পছন্দ করেন মিঠুন। মিঠুন সাংবাদিকদের জানান, ‘দলের যখন প্রয়োজন হয়, তখন আসলে নিজের পছন্দকে ফোকাস করার কিছু নেই। প্রত্যেক মানুষেরই জীবনে একটি লক্ষ্য থাকে, তবে সবকিছুই যে পূরণ হবে এমন নয়। দলের স্বার্থে সব জায়গার জন্যই প্রস্তুত থাকতে হবে। যেখানেই আমি খেলব, সেখানেই আমি চেষ্টা করব শতভাগ দেওয়ার এবং আমার দ্বারা যেন দল উপকৃত হয়, সেটি খেয়াল রাখব।’

তবে ছয়ে বা সাতে যে ফিনিশারের ভূমিকায় মিঠুনকে আসতে হতে পারে, সেখানে খেলার সম্ভাবনা আছে মেহেদী হাসান মিরাজ, নাজমুল হাসান অপু কিংবা মোসাদ্দেক হোসেন সৈকতের। সে ক্ষেত্রে বাংলাদেশ দল বোলিংয়ে সুবিধা পেতে পারে। এ ক্ষেত্রে সেই স্থানে মোহাম্মদ মিঠুনের কাছ থেকে দল অতিরিক্ত কী পেতে পারে, এ ব্যাপারে মুখ খুলেছেন সমালোচকরা। মিঠুন সাংবাদিকদের বলেন, ‘যার জায়গায় খেলব সে হয়তো এক ধরনের ভূমিকা পালন করত, আমি ভিন্ন ভূমিকা পালন করব। আমি পুরোপুরি আলাদা একজন মানুষ। আমি হয়তো তাঁর থেকেও ভালো করতে পারি। আমার অবশ্যই আত্মবিশ্বাসটি থাকতে হবে এবং আমার দিক থেকে সম্ভাব্য সেরাটি দেওয়ার মানসিকতা থাকতে হবে।’

আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে দারুণ ইনিংস খেলেছেন মিঠুন। দলে স্থায়ী হতে হলে নিজের ভূমিকায় শতভাগ উজাড় করতে হবে, তা জেনেই মাঠে নামবেন তিনি। বাংলাদেশ ক্রিকেট দলে ফিনিশারের সেই ভূমিকায় মিঠুন সতটা সফল হবে, সেটা সময়ই বলে দেবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গানের ভিডিওতে মডেল অপূর্ব-মেহজাবীন ও নিরব

বিনোদনের খবর: সংগীতশিল্পী মিনারের গানের ভিডিওতে মডেল হয়েছেন সময়ের জনপ্রিয় তিন শিল্পী অপূর্ব, মেহজাবীন ও নিরব।ত্রিভুজ প্রেমের গল্পের এই ভিডিওতে যেখানে দেখা যাবে বিয়ের আনুষ্ঠানিকতা হয় নিরব-মেহজাবীনের। অন্যদিকে, এই বিয়ের আগুনে মনে মনে পুড়ে ছাই হয়ে যান প্রেমিক অপূর্ব।
শনিবার গানের ভিডিওটি প্রকাশ করা হয় সিএমভি’র ইউটিউব চ্যানেলে। এটি প্রকাশের পর থেকেই শ্রোতা-দর্শকদের পক্ষ থেকে ব্যপক সাড়া মিলছে।
এ মিজানের লেখায় গানটির সুর-সংগীত করেছেন আহম্মেদ হুমায়ূন। মিনারের এই গানটি মূলত ব্যবহার হয়েছে মূলত জাকারিয়া সৌখিন নির্মিত বাংলা ভিশনে প্রচার হওয়া ‘যদি তুমি জানতে’ নামের ঈদের বিশেষ টেলিফিল্মে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় জন্মাষ্টমী পালন

নিজস্ব প্রতিবেদক : হিন্দু ধর্মের প্রবর্তক ও মহাবতার পরমেশ্বর ভগবান শ্রীকৃেষ্ণর ৫২৪৪ তম শুভ আবির্ভাব তিথী জন্মাষ্টমী -২০১৮ উপলক্ষে মঙ্গল শোভা যাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০২ সেপ্টেম্বর) বেলা ১১টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে শহরের পুরাতন সাতক্ষীরাস্থ জেলা মন্দির প্রাঙ্গনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র ঘোষ’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান, জেলা হিন্দু বৈদ্ধ্য খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ সাধু, জেলা মন্দির সমিতির সভাপতি বিশ^নাথ ঘোষ, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, নির্বাহী সদস্য ডা. মুনছুর আহমেদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎ¯œা আরা, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট সাতক্ষীরার সহকারী পরিচালক মদন চক্রবর্তী, জেলা পুজা উদযাপন পরিষদের সহ-সভাপতি মঙ্গল কুমার পাল, জেলা মন্দির সমিতির সহ-সভাপতি এড. সোমনাথ ব্যাণার্জী, জেলা জয় মহাপ্রভু সেবক সংঘের সহ- সভাপতি গোষ্ঠ বিহারী মন্ডল, জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক রঘুজিৎ গুহ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সহ-সভাপতি এপিপি এড. শেখ তামিম আহমেদ সোহাগ, বিকাশ দাস, জেলা তাঁতীলীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মীর আজহার আলী শাহীন, প্রাণনাথ দাস, নিত্যনন্দ অমিন, জেলা মন্দির সমিতি যুব কমিটির সভাপতি শংকর ঘোষ ও সাধারণ সম্পাদক সুমন অধিকারী প্রমুখ। আলোচনা সভা শেষে পুরাতন সাতক্ষীরা জেলা মন্দির প্রাঙ্গন থেকে শ্রীকৃেষ্ণর শুভ জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভা যাত্রা বের হয়ে শহর প্রদক্ষিন শেষে কাটিয়া সদর সার্বজনীন মন্দিরে গিয়ে শেষ হয়। আলোচনা সভা শেষে ফিতা কেটে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন মীর মোস্তাক আহমেদ রবি এমপি। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা হিন্দু বৈদ্ধ্য খ্রীস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল। অনুষ্ঠানে বক্তারা বলেন, শ্রীকৃষ্ণ বিশৃঙ্খল ও অবক্ষয়ীত মূল্যবোধের সময়ে পৃথিবীতে মানব প্রেমের অমিত বাণী প্রচার ও প্রতিষ্ঠিত করেছিলেন। শ্রীকৃষ্ণ সৃষ্টের পালন ও দুষ্টের দমনে ব্রতী ছিলেন। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে তাই ভগবানের আসনে অধিষ্ঠিত শ্রীকৃষ্ণ। বাংলাদেশ আওয়ামীলীগ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। আওয়ামীলীগ সরকার যখন রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে তখন সকল ধর্মের মানুষেরা শান্তিপূর্ণভাবে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে পারে। মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার মানুষকে ভালবেসে বাঙালী জাতির অধিকার আদায়ে সংগ্রাম করে গেছেন। এই দেশ সব ধর্মের মানুষের। কোন জঙ্গিবাদ এই দেশে স্থান পাবে না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest