সর্বশেষ সংবাদ-
তালায় বাস মোটরসাইকেল সংঘর্ষে সাবেক ছাত্রদল নেতার মৃত্যুঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিতআশাশুনিতে হাইকোর্টের রিট পিটিশন মামলার তদন্তে অতিরিক্ত বিভাগীয় কমিশনারদেবহাটায় সাতক্ষীরা পুলিশ সুপারের মতবিনিময়৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়াসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভাতালা থেকে কপোতাক্ষ নদে পড়ে যাওয়া ব্যক্তির মরদেহ পাইকগাছায় উদ্ধারসাতক্ষীরা জেলা এলপি গ্যাস ডিস্ট্রিবিউটর এসোসিয়েশনের সভাসাতক্ষীরায় লিগ্যাল এইড কার্যক্রম বিষয়ে জনসচেতনতামূলক মতবিনিময়৯০ দশক ছাত্রদল প্লাটফর্ম এর সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক কমিটি গঠন

তাড়াহুড়া করে ইভিএম চাপিয়ে দেওয়া যাবে না -প্রধানমন্ত্রী

দেশের খবর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইভিএম নিয়ে আসার জন্য আমি সবসময় পক্ষেই ছিলাম, এখনো আছি। তবে এটাও ঠিক এটা তাড়াহুড়ো করে চাপিয়ে দেয়া ঠিক হবে না। কারণ একটা প্র্যাকটিসের ব্যাপার আছে।

তিনি বলেন, ইলেকশনটাকে স্বচ্ছ করার জন্য যা যা করার প্রয়োজন সবই কিন্তু আমরাই করেছি। কারণ মানুষের ভোটের অধিকারটা মানুষের হাতেই থাকুক। কাজ করেছি মানুষের জন্যে, ভোট দিলে দিল না দিলে নেই, তাতে আমার কিছু আসে যায় না। এটার কারণ আছে সেটা পরে বলবো।

রোববার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বিমসটেক সম্মেলন নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ইভিএম ডিজিটাল বাংলাদেশেরই একটা পার্ট। আমরা এখন টাকা পাঠাচ্ছি অনলাইনে, গাড়ি কিনছি অনলাইনে, সবজি কিনছি অনলাইনে। এটা ঠিক যে প্রযুক্তি আমাদের সবসময়ই সুবিধা করে দেয় তা কিন্তু নয়।

শেখ হাসিনা বলেন, আজকে ইভিএমের বিরুদ্ধে বিএনপি সবচেয়ে বেশি সোচ্চার। ভোটের রাজনীতিতে কারচুপি করা এটা তো স্বাধীনতার পর বাংলাদেশে নিয়ে এসেছিল জিয়াউর রহমান। আজকে বিএনপি যখন ভোটের কারচুপি নিয়ে কথা বলে তখন তাদের তো জন্মলগ্নটা দেখা দরকার। কোন জন্মের মধ্যদিয়ে তারা এসেছিল? ১৫ ফেব্রুয়ারি নির্বাচনের কথা সবার মনে আছে। যাদের জন্মটাই কারচুপির মধ্যদিয়ে তারা আবার কারচুপি নিয়ে কথা বলে।

তিনি বলেন, ইভিএম নিয়ে তারা অভিযোগ করবেই, কারণ কারচুপির একটা টেকনিক তাদের জানা আছে। বহু টেকনিক তারা ইলেকশন কারচুপিতে জানে। ইভিএম চালু হলে ব্যালট পেপার একটার বদলে দুটো নিতে পারবে না। সে জন্যে তারা আপত্তি জানাচ্ছে।

স্বাধীন বাংলাদেশে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানই ভোটের রাজনীতিতে কারচুপি নিয়ে এসেছিলেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ইভিএম চালু হলে বিএনপি ভোট কারচুপি করতে পারবে না বলেই তারা আপত্তি জানাচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়া আমাদের বিরুদ্ধে প্রায় এক ডজন মামলা দিয়েছিল। আমার একটা মামলাও কিন্তু তোলে নাই। সবগুলো তদন্ত করে রিপোর্ট দিতে হবে বলে আমি বলেছিলাম। সেগুলো প্রমাণ করতে পারে নাই।

মিয়ানমারের সেনাবাহিনী প্রকাশিত একটি বইয়ে ভুয়া ছবি প্রকাশ করে যেভাবে রোহিঙ্গাদের নিয়ে অপপ্রচার চালানো হয়েছে, তাকে ‘জঘন্য কাজ’ হিসেবে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, “মিয়ানমার যা করেছে অত্যন্ত জঘন্য কাজ করেছে। নিজেরাই নিজেদের সম্মানটা খারাপ করেছে। আন্তর্জাতিকভাবে নিজেরাই নিজেদের অবস্থান খারাপ করেছে।”

বিমসটেক সম্মেলন নিয়ে রোববার গণভবনে এক সংবাদ সম্মেলনে রোহিঙ্গা সঙ্কট প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

রোহিঙ্গা সঙ্কটের ‘আসল সত্য’ প্রকাশের ঘোষণা দিয়ে মিয়ানমারের সেনাবাহিনীর গত জুলাই মাসে একটি বই প্রকাশ করে, যেখানে তিনটি ভুয়া ছবি ব্যবহার করে রোহিঙ্গাদের নিয়ে মিথ্যা তথ্য উপস্থাপন করা হয়েছে।

এর মধ্যে ১৯৭১ সালে ঢাকায় পাকিস্তানি সেনাবাহিনীর হত্যাযজ্ঞের পর দুই বাংলাদেশির লাশ উদ্ধারের একটি ছবি ব্যবহার করে সেনাবাহিনীর বইয়ে ক্যাপশনে বলা হয়েছে- সেটা রাখাইনে রোহিঙ্গাদের হাতে নিহত স্থানীয় বৌদ্ধদের ছবি।

চতুর্থ বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার অভিজ্ঞতা জানাতেই রোববার সংবাদ সম্মেলনে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে একজন সাংবাদিক জানতে চান, বিমসটেক সম্মেলনে রোহিঙ্গা প্রসঙ্গে কোনো আলোচনা হয়েছে কি না।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, এ ধরনের সম্মেলনে সাধারণত দ্বিপক্ষীয় বিষয়গুলো আনা হয় না। তবে রিট্রিট সেশনে মিয়ানমারের প্রেসিন্টের সঙ্গে রোহিঙ্গা প্রসঙ্গেও আলোচনা হয়েছে।

“তিনি স্বীকার করেছেন যে আমাদের সাথে সমঝোতা স্বাক্ষর হয়েছে। তারা বলেছেন, তারা ফিরিয়ে নিয়ে যেতে প্রস্তুত। এটুকু বিষয়ে তার সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। এছাড়া থাইল্যান্ডের প্রধানমন্তীর সঙ্গেও আমি কথা বলেছি।”

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ কখনও চায়নি প্রতিবেশী দেশ মিয়ানমারের সঙ্গে কোনো সংঘাতপূর্ণ অবস্থা তৈরি হোক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘সরকারকে এবার বিদায় নিতেই হবে’ : রিজভী

দেশের খবর: বর্তমান সরকারকে এবার বিদায় নিতেই হবে বলে জানিয়ে দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেছেন, সরকার যতই ‘ষড়যন্ত্র’, ‘অপচেষ্টা’ ও ‘অপলাপ’ করুন, কোনো কিছুতেই আর কাজ হবে না।
রবিবার (২ সেপ্টেম্বর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এমন কথা বলেন। আগের দিন এই কার্যালয়ের বাইরে সাম্প্রতিক কালের সবচেয়ে বড় সমাবেশ করে দলটি আর এ কারণে নেতা-কর্মীরা বেশ উজ্জীবিত।
সরকারের উদ্দেশ্যে বিএনপি নেতা বলেন, ‘যতই ষড়যন্ত্র ও অপচেষ্টা ও অপলাপ করুন না কেন আপনাদের এবার বিদায় নিতেই হবে। অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। সরকারকে পদত্যাগ করে সংসদ ভেঙে নির্বাচন দিতে হবে, নির্বাচনে সেনা মোতায়েন করতে হবে, নির্বাচন নিয়ে সংবিধানের দোহাই দিয়ে কোন গড়িমসি চলবে না।’

সংবিধানের অনুযায়ী নির্বাচন হবে-আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যকে অগ্রহণযোগ্য মন্তব্য করে রিজভী বলেন, ‘জনগণ আওয়ামী লীগের বক্তব্য প্রত্যাখ্যান করেছে।’

‘গতকালের জনসভায় বিপুল মানুষের সমাগমেই প্রমাণিত হয়েছে জনগণ এ সরকারকে আর চায় না।’
সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্দলীয় সরকারের বিকল্প নেই দাবি করে রিজভী বলেন, সংবিধান অনুযায়ী ভোট হবে- ওবায়দুল কাদেরের এই বক্তব্য গ্রহণযোগ্য নয়।
‘নির্বাচন নিয়ে সংবিধানের দোহাই দিচ্ছেন আওয়ামী মন্ত্রীরা। সংবিধান তো পরিবর্তন করেছেন আপনারা। আজীবন ক্ষমতায় থাকার জন্য ত্রয়োদশ সংশোধনী আইন বাতিলের মাধ্যমে আপনারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছেন।’
‘সংবিধান সংশোধন করা যায়-যেমনটি ক্ষমতাসীনরা করেছেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আপনারা কীভাবে বাদ দিয়েছেন, আপনারা যেভাবে বাদ দিয়েছেন ঠিক সেভাবেই আবার তা সংবিধানের সংযোজন করা সম্ভব।’

‘জনগণের ভোট জনগণ দিতে নির্দলীয় নিরপেক্ষ সরকারের কোন বিকল্প নেই। শেখ হাসিনার অধীনে কোন নির্বাচন জনগণ হতে দেবে না। শেখ হাসিনা সুষ্ঠু নির্বাচনের শত্রু পক্ষ। তার অধীনে নির্বাচনের অর্থই হচ্ছে ভোটারদের ভোটাধিকার হরণ।’
ইলেকট্রনিক ভোটিং মেশিন- ইভিএমকে ‘নীলনকশা’ দাবি করে রিজভী বলেন, ‘পৃথিবীর অন্যান্য স্বল্প সংখ্যক দেশে যারা ইভিএম চালু করেছিল তারাও এ পদ্ধতি নিষিদ্ধ করেছে। অথচ সকল প্রতিবাদ উপেক্ষা করে কেন এ গণবিরোধী সরকার ইভিএম মেশিন দিয়ে ভোট করতে চায়, সেটি এখন জনগণ টের পেয়ে গেছে। ’
‘বিশ্বব্যাপী ইভিএম নিয়ে সন্দেহপ্রবণ এ মাধ্যম বন্ধ করে দিচ্ছে তখন বাংলাদেশের ভোটারবিহীন সরকার এ মেশিন চালু করতে এতো উৎসাহী কেন তা সুস্পষ্ট। এক শুভঙ্করের ফাঁক দিয়ে তিনি বাজিমাত করতে চান। তবে তাঁর দুরভিসন্ধি জনগণের কাছে ধরা পড়ে গেছে। ভোট ডাকাতির বিপক্ষে ও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের পক্ষেই বাংলাদেশের জনগণ।’

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিকে আইনি লড়াইয়ে সরকার বাধা দেবে না বলে ওবায়দুল কাদেরের বক্তব্য নিয়েও কথা বলেন রিজভী। বলেন, ‘খালেদা জিয়ার জামিন বারবার বাধাগ্রস্ত করছে সরকার। তিনি একের পর এক মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেলেও আবার তা নানা কায়দায় আটকে দিচ্ছে সরকার। সরকারের নির্দেশেই বেগম জিয়া কারাগারে আটকে আছে।’
‘বেগম জিয়া সুবিচারে নয় প্রতিহিংসামূলক সরকারি বিচারে কারাবন্দি। তার কারাবন্দিত্ব শুধুমাত্র সরকারের প্রতিহিংসার শিকারে।’
আগের দিন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশব্যাপী আইনশৃঙ্খলা বাহিনী বিএনপির নেতাকর্মীদেরকে গ্রেফতার, বাড়িতে-বাড়িতে হানা ও জনসভায় আসার পথে ব্যাপকভাবে বাধা দিয়েছে বলেও অভিযোগ কর হয় সংবাদ সম্মেলনে। গ্রেফতারকৃতদের মুক্তিও দাবি করেন রিজভী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৩৬ বছর পর শূন্য হাতেই শেষ হলো বাংলাদেশের এশিয়ান গেমস

খেলার খবর: এশিয়ান গেমসের ইতিহাসে দীর্ঘদিন পর শূন্য হাতে বাড়ি ফিরল বাংলাদেশ দল। গত ১৮ আগস্ট থেকে শুরু হয়েছিল এশিয়ান গেমস। শেষ হবে ২ সেপ্টেম্বর। তবে গেমস শেষ হওয়ার আগেই বাংলাদেশ সব ইভেন্ট শেষ করে বিদায় নিল।
দীর্ঘ ৩৬ বছর পর শূন্য হাতে ফিরছে বাংলাদেশ দল। ১৮তম এশিয়ান গেমসের মোট ১৪টি ক্রীড়া ইভেন্টে ১১৭ জন অংশ নিয়েছে বাংলাদেশ থেকে। কোনো ইভেন্টেই স্বপ্ন পূরণ করতে পারেননি বাংলাদেশের অ্যাথলেটরা। অনেকেই এমনকি নিজেদের সেরাটাও স্পর্শ করতে পারেননি।
এশিয়ান গেমসে বাংলাদেশ অংশ নিচ্ছে ১৯৭৮ সাল থেকে। প্রথম দুই আসরে পদকশূন্য ছিল বাংলাদেশ দল। তবে পরের প্রতিটা গেমসেই অন্তত একটি হলেও পদক জিতেছে। ১৯৮৬ সালে সিউল গেমসে লাইট হেভিওয়েটে তামা জিতেছিলেন মোশাররফ হোসেন। তার দেখানো পথ ধরে একে একে আরও ১১টি পদক জিতে বাংলাদেশ। এর মধ্যে ২০১০ সালে ক্রিকেটে সোনা জয়ের ঘটনাটিও রয়েছে। এটাই এশিয়ান গেমসে বাংলাদেশের একমাত্র সোনা।
এশিয়ান গেমসে অর্জিত পদকগুলোর বেশিরভাগই এসেছে কাবাডি থেকে। এই ক্রীড়া ইভেন্টে ৭টি পদক জিতেছে বাংলাদেশ। পাঁচটি জিতেছে ছেলেরা। দুটি মেয়েরা। ক্রিকেট থেকে পদক এসেছে চারটি। ছেলেরা দুটি এবং মেয়েরা দুটি। ১৯৮৬ সাল থেকে ২০০৬ পর্যন্ত প্রতি গেমসেই একটি করে পদক জিতেছে বাংলাদেশ। ২০১০ ও ২০১৪ সালে তিনটি করে পদক জিতে লাল-সবুজের পতাকাবাহীরা। দীর্ঘদিন ধরেই পদক জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছিল বাংলাদেশ।
এবার ১১৭ জন অ্যাথলেট নিয়েও শূন্য হাতে ফিরতে হলো বাংলাদেশকে। এবারের এশিয়ান গেমসে ৪৫টি দেশের ১১ হাজার ৭২০ জন অ্যাথলেট অংশ নিয়েছে ৪০টি ডিসিপ্লিনের ৪৬৫টি ইভেন্টে। ৪৫টি দেশের মধ্যে ৩৭টি দেশই কোনো না কোনো ইভেন্টে পদক জয় করেছে। পদক জয়ের তালিকায় শীর্ষে আছে চীন। তারা ১০০টি সোনাসহ ২১৪টি পদক জয় করেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এবার ২ বাসের সংঘর্ষে নিহত ৬

দেশের খবর: রংপুর নগরীর সিওবাজার এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন।

আজ রোববার দুপুর ১২টার দিকে নগরীর বিজিবি সেক্টর ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে ধাপ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া নিশ্চিত করেছেন।

এ দুর্ঘটনায় আরো অন্তত ৩০ জন আহত হয়েছেন। তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সিওবাজারে রংপুর থেকে পঞ্চগড়গামী একটি বিআরটিসি বাসের সঙ্গে দিনাজপুর থেকে রংপুরের দিকে আসা একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।

আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরো চারজন মারা যান।

নিহতদের মধ্যে দুজন শিশু, তিনজন নারী ও একজন পুরুষ রয়েছেন। নিহতদের নাম- পরিচয় তাৎক্ষণিভাবে জানা যায়নি। এ ছাড়া আহতদের মধ্যে আরো কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এদিকে, ঘটনার পরেই দুই বাসের চালক ও তাদের সহকারীরা পালিয়ে গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার সিনমা হলগুলোতে যেমন চলছে ঈদের ছবি

অনলাইন ডেস্ক: সুন্দরবনের কোল ঘেঁষে গড়ে ওঠা দেশের দক্ষিণ-পশ্চিম অংশের জেলা সাতক্ষীরা। সীমান্তবর্তী জেলা হওয়ার ফলে দেশের অন্যান্য জেলাগুলো থেকে কিছুটা পিছিয়ে থাকা মনে হলেও জেলা সদরে রয়েছে তিনটি সিনেমা হল। এরমধ্যে দুটি সিনেমা হল লাবণী ও সংগীতা চালু থাকলেও আরেকটি সিনেমা হল রয়েছে বন্ধ!

বন্ধ থাকা হলটির নাম রক্সি। এমনকি এবার ঈদ মৌসুমেও এই হলে নতুন ছবি প্রদর্শিত হয়নি। সরেজমিনে হল সংশ্লিষ্টের সঙ্গে আলাপ করতে গেলেও কেউ কথা বলেননি। তবে সাতক্ষীরার বাকি দুই ঐতিহ্যবাহী হল লাবণী ও সংগীতায় ঈদুল আজহা উপলক্ষে পৃথকভাবে মুক্তি পেয়েছে ‘মনে রেখো’ এবং ‘ক্যাপ্টেন খান’ ছবি দুটি।

আম ও মাছের প্রাচুর্য্, সীমান্তবর্তী অঞ্চল, শিল্প-সংস্কৃতির শহর সাতক্ষীরার প্রাণকেন্দ্রে অবস্থিত লাবণী সিনেমা হল এবং সংগীতা সিনেমা হলে এবার ঈদে দুই ছবি প্রদর্শিত হয়েছে। শনিবার (১ সেপ্টেম্বর) দুপুরে এই দুই সিনেমা হল ঘুরে ঈদের ছবি কেমন চলেছে, তা জানার চেষ্টা করেছেন এই প্রতিবেদক।

লাবণী হলে চলছে মাহির ‘মনে রেখো’:
শহরের প্রাণকেন্দ্র নিউমার্কেটের ঠিক উল্টোপাশে অবস্থিত ঐতিহ্যবাহী লাবণী সিনেমা হল। বেশ আগে তৈরি এই হলটি সাতক্ষীরার কালের সাক্ষী। লাবণীর আশপাশে বড় বড় সুপারমার্কেট, কসমেটিকস, ফুলের দোকান গড়ে উঠলে আধুনিকায়ের ছিঁটেফোঁটা লাগেনি এখনো। শুধুমাত্র হলে ডিজিটাল মেশিন বসেছে। তবে পারিপার্শ্বিক অবস্থার উন্নতি হয়নি। বাইরে ও ভেতরের পরিবেশও খুব একটা সুবিধাজনক নয়।

ঈদুল আজহায় এখানে মুক্তি পেয়েছে মাহি ও বনির ‘মনে রেখো’। এই সিনেমা হলে ৩৮ বছর ধরে কাজ করছেন আবদুর রহিম। পেশায় শো অপারেটর হলেও সিনেমা হলের বেশিরভাগ কাজ তিনিই করেন। ম্যানেজারের অনুপস্থিতিতে কথা হয় আবদুর রহিমের সঙ্গে। তিনি বলেন, ‘মনে রেখো’ ছবি এখানে ভালো চলেনি। প্রথম সপ্তাহ শেষে দ্বিতীয় সপ্তাহেও চলছে। তবে এখনও পর্যন্ত কোনো শো হাউজফুল যায়নি।

কথা প্রসঙ্গে লাবণী হলের এই কর্মচারী জানান, ৬৫ হাজার টাকা দিয়ে ছবি এনে চালানো হচ্ছে। প্রদর্শনের প্রায় ১০ দিন হতে যাচ্ছে। এই সময়ে সর্বসাকুল্যে ৩০ হাজার টাকা উঠেছে। একেবারে লস প্রজেক্ট! যোগ করে তিনি বলেন, লাবণীতে টিকেটের মূল্য ৪০ টাকা এবং ৫০ টাকা। ঈদের ছবির জন্য বাড়ানো হয়েছিল ১০ টাকা করে।

এমন দর্শক খরার কারণ জানতে চাইলে আবদুর রহিম বলেন, এবার ঈদে শাকিব খানের একটি ছবি রিলিজ হয়েছে। দর্শকের আগ্রহ সব ওই ছবির দিকে। তাই অন্য ছবি চলতে চায় না। তিনি বলেন, রোজার ঈদে শাকিবের একাধিক ছবি মুক্তি পেয়েছিল। তখন লাবণীতে ‘সুপার হিরো’ চলেছিল। ভালো ব্যবসা হয়েছিল।

তিনি আরো বলেন, শাকিব খানের ছবি যেভাবে দর্শক লুফে নেয়, মাহির ছবি ওতোটা নেয়না। আর ‘মনে রেখো’-তে নায়ক আছে তাকে তো কেউ চেনেই না। এজন্য মানুষ ছবিটা দেখতে চাচ্ছে না। এবার ঈদে ছবির ব্যবসায় লাভের মুখ দেখলেন না মহাজন (হল মালিক)।

শনিবার দুপুর সাড়ে ১২ টার শো তে লাবণী সিনেমা হল ঘুরে দেখা যায়, সব মিলিয়ে ৪৬০টি আসন রয়েছে। তবে উপর-নিচে মিলিয়ে ৪৩ জন দর্শক দেখছেন ‘মনে রেখো’। হল কর্তৃপক্ষের দাবি, আসন এবং ছবির মানের তুলনায় দর্শক খুবই কম। ঈদের প্রথম দিন (২২ জুলাই) থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত একদিনে সর্বোচ্চ সেল হয়েছে নয় হাজার টাকা।

 

সংগীতা সিনেমা হলে শাকিবের ‘ক্যাপ্টেন খান’ :
লাবণী সিনেমা হল (নিউমার্কেট) থেকে হেঁটে পাঁচ মিনিটের দূরত্বে সংগীতার অবস্থান। ৫০০ আসন বিশিষ্ট এই সিনেমা হলে চলছে শাকিব খান ও বুবলীর ছবি ‘ক্যাপ্টেন খান’। ঈদের দিন থেকে দ্বিতীয় সপ্তাহেও ‘ক্যাপ্টেন খান’ চলছে। সংগীতা সিনেমা হলের ম্যানেজার মো. হক জানান, প্রথম সপ্তাহে মোটামুটি ভালো চলেছে ‘ক্যাপ্টেন খান’। তবে দ্বিতীয় সপ্তাহে ব্যবসা কম।

তিনি বলেন, একলাখ আশি হাজার টাকা দিয়ে ‘ক্যাপ্টেন খান’ চালানো হচ্ছে। ঈদের প্রথম দুদিন হাউজফুল ছিল। পরে হাউজফুল না গেলে দর্শক ছিল ৬০ শতংশ৷ ব্যবসা যা হওয়ার প্রথম সপ্তাহেই হয়ে গেছে৷

সংগীতা সিনেমা হলের এই কর্মকর্তা বলেন, এই সপ্তাহেই ছবি চলতো। কিন্তু এটা তামিল ছবির রিমেক দর্শক এটা বুঝে গেছে দর্শক। সেজন্য মানুষ হলে না এসে তামিল ছবিটাই ইউটিউব থেকে দেখছে। মৌলিক গল্পের ছবি হলে মানুষ হলে এসে দেখতো। আর যাই হোক এতে আমরা হল কর্তৃপক্ষ কিছুটা হলেও রক্ষা পেতাম।

তিনি বলেন, শাকিব খানের ছবির উপর দর্শকদের আলাদাভাবে আকর্ষণ থাকে। যখন দর্শক বোঝে ছবিটা নকল তখন বিরক্ত হয়ে আর দেখে না। আর শাকিব খানের উচিত নকল ছবি পরিহার করে মৌলিক গল্পের ছবি করা। এতে তার ছবির দর্শক কমবে না, বরং আরো বাড়বে।

মো. হক বলেন, এবারের ঈদে ছবির ব্যবসা যে খুব ভালো হয়েছে তা নয়৷ লোকসান হয়নি, আবার লাভের জন্য যে পরিমাণ প্রত্যাশা ছিল সেটা পূরণ হয়নি। সবমিলিয়ে এভারেজ গেছে। খবর পেয়েছি, ১৪ অথবা ২১ সেপ্টেম্বর ‘নাকাব’ মুক্তি পাবে। শাকিব খানের এ ছবিটা চালানো হবে। ভাল বিজনেস করবে বলে আশা রাখছি।
সূত্র: চ্যানেলআই অনলাইন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জুতার ভিতরে সাপ, কামড়ে প্রাণ গেল নারীর

অনলাইন ডেস্ক: টাঙ্গাইলের ভূঞাপুরে বিষাক্ত সাপের কামড়ে শাহীনা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাতে ঘটনাটি ঘটেছে উপজেলার গাবসারা ইউনিয়নের বড় জয়পুর গ্রামে। নিহত শাহীনা সেই গ্রামের সানোয়ার হোসেনের স্ত্রী।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার গাবসারা ইউনিয়নের বড় জয়পুর গ্রামের সানোয়ার হোসেনের স্ত্রী শাহীনা বেগম রবিবার ফজরের নামায শেষে বাইরে বের হওয়ার জন্য জুতা পড়তে যায়। এ সময় জুতার ভিতরে লুকিয়ে থাকা বিষাক্ত সাপ তাকে কামড় দেয়।
সাপের কামড়ে সে চিৎকার দিলে স্বামী সানোয়ার হোসেন তৎক্ষণিক ছুটে এসে পায়ে বাধ দেয়। কিছুক্ষণ পর সে জ্ঞান হারিয়ে ফেলে। পরে স্থানীয় ওঝাঁ ডেকে দিনভর ঝাঁড়-ফুঁক দেয়া হয়। এতে তার অবস্থার উন্নতি না হওয়ায় রাতে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কাপড় থেকে ৫ রকম দাগ তোলার উপায়

লাইফস্টাইল: হালকা রঙের জামা হোক বা গাঢ় রঙের৷ যেকোনও দাগ লেগে গেলে, সেই দাগ তোলা অনেক কঠিন একটি কাজ৷ আপনার অজান্তেই কত দাগ লেগে যায় কাপড়ে৷ আর সেই দাগ যদি রাতারাতি পরিষ্কার না করেন তাহলে দাগ বসে গিয়ে জামাটা সারাজীবনের জন্য অপ্রয়োজনীয় হয়ে ওঠে৷ অগত্যা সেগুলো ফেলে দিতে হয়৷ এবার থেকে আর ফেলতে হবে না দাগ লেগে থাকা জামা৷ সময়মত দাগ উঠিয়ে ফেলুন এই সঠিক পদ্ধতিতে-

জামার ওপর দিয়ে কিংবা বাইরে দিয়ে কেটে গেলে, সেই কাটা তুলো দিয়ে চেপে না ধরলে জামায় রক্তের দাগ লাগতে বাধ্য৷ আর রক্তের দাগ যে জামা কাপড় থেকে তোলা প্রায় অসম্ভব হয়ে ওঠে৷ কিন্তু অসম্ভবকে সম্ভব করে তোলার প্রক্রিয়া রয়েছে৷ তিন পারসেন্ট হাইড্রোজেন কিনে নিন৷ শুকিয়ে যাওয়া রক্তের দাগ আগে ভিজিয়ে রাখুন৷ তারপর ধারালো কোন জিনিস দিয়ে দাগের জায়গাটি ঘষে নিন৷ এরপর হাইড্রোজেন পার অক্সাইড দিয়ে জায়গাটি ধুয়ে ফেলুন৷ এতে আপনার দাগ পুরোপুরি উঠে যাবে৷

মেকআপ করছেন৷ কিন্তু সেই মেকআপের দাগ জামাকাপড়ে লেগে থাকলে বেশ বাজে দেখতে লাগে৷ আর জামাও নষ্ট হয়৷ সেই দাগ উঠিয়ে ফেলুন সাদা রুটি দিয়ে৷ রুটির সাদা অংশগুলি গুঁড়ো করে নিন৷ তারপর জামায় লাগা মেকআপের দাগের ওপর গুঁড়োটি ভালো করে ঘষে দিন৷ যতদিন না দাগ ওঠে এটা করতে থাকুন৷

জামাকাপড়ে গ্রিজ লেগে গেলে সেই দাগ তোলার জন্য আপনাকে ছুটতে হয় দোকানে৷ কিন্তু টাকা খরচা করার পরও অনেক সময় দাগ ওঠে না৷ দোকানে না ছুটে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিন দাগের ওপর৷ গ্রিজের দাগ পুরোটা শুষে নিলে বাকি গুঁড়োটা ঝেড়ে দিন৷ এতে দাগ হালকা হতে হতে উঠে যাবে৷

কিছু লিখতে গেলে মাঝে মধ্যেই জামাকাপড়ে, জিনসে পেনের কালি লেগে যায়৷ জেল পেনের কালি যাও বা ওঠে, অন্যান্য কালি তো একেবারেই উঠতে চায় না৷ কালির দাগ ওঠাতে ব্যবহার করুন রাবিং অ্যালকোহল৷ কিংবা একটি স্পঞ্জে দুধ দিয়ে দাগের ওপর ঘষে দিন৷ এতে দাগ উঠবে৷ তবে বেশিদিন কালি লাগা জামা ফেলে রাখবেন না৷

বিয়ে বাড়িতে হলুদ খেলতে গিয়ে কিংবা রান্না করতে গিয়ে অনেক সময় জামায় হলুদের দাগ লেগে যায়৷ অনেকসময় সঙ্গে সঙ্গে সাবান পানিতে ভেজালেও সেই দাগ যায় না৷ গলুদ লাগা জায়গায় লেবু লাগিয়ে রাখুন৷ তারপর রোদে শুকিয়ে নিন৷ তারপর জামাটা ধুয়ে ফেলুন৷

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রথম নারী প্রধান বিচারপতি পেল পাকিস্তান

বিদেশের খবর: পাকিস্তানের ইতিহাসে এই প্রথম কোনো নারীকে প্রধান বিচারপতি পদে নিয়োগ দেয়া হয়েছে।এই নারীর নাম সাইয়েদা তাহিরা সাফদার।পাকিস্তানের বেলুচিস্তান হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে তাঁকে। গতকাল শনিবার তিনি আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন।

জানা গেছে, বেলুচিস্তানের গভর্নর মুহাম্মাদ খান আচাকজাই প্রাদেশিক রাজধানী কোয়েটার গভর্নর ভবনে বিচারপতি তাহিরার শপথ পড়ান। শপথ অনুষ্ঠানে সিনিয়র বিচারক ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিচারপতি সাফদার তাহিরা বেলুচিস্তান হাইকোর্টের ১৮ তম প্রধান বিচারপতি হলেন।সাফদার তাহিরাই ছিলেন বেলুচিস্তান প্রদেশের প্রথম সিভিল জজ।পরবর্তীতে তিনি বেলুচিস্তান হাইকোর্টের বিচারপতি নিযুক্ত হন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest