সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় লিগ্যাল এইড কার্যক্রম বিষয়ে জনসচেতনতামূলক মতবিনিময়৯০ দশক ছাত্রদল প্লাটফর্ম এর সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক কমিটি গঠনসাতক্ষীরা-২ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান চেয়ারম্যান আলিমেরএসএসসি ২০০০ সালের ব্যাচের ২৫ বছর পূর্তি উপলক্ষে সাতক্ষীরায় সিলভার জুবিলি “মেঘা মিটআপ-২০২৫” অনুষ্ঠিততালার সুভাষিনী গ্রামে গভীর রাতে দুর্ধর্ষ চুরি : নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুটসাতক্ষীরা জেলা আইনজীবি সমিতির ১১ সদস্য বিশিষ্ট্য আহবায়ক কমিটি গঠনপাইকগাছা থেকে খুলনা যাওয়ার পথে নিখোঁজ মাদরাসা ছাত্রকলারোয়ায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়াদেবহাটায় তীব্র শীতে ব্যাহত জীবন যাত্রাOntdek de wereld van Supergame: Alles wat u moet weten over online casino’s in België

ভাইরাস জ্বর হলে করণীয়

স্বাস্থ্য কণিকা: ভাইরাস জ্বর বা ভাইরাল ফিভার, অনেকের কাছেই এই নামটি পরিচিত। এই জ্বর হঠাৎ করেই এবং খুব সহজে একজন থেকে অন্যজনে ছড়ায়। পরিবারের একজনের হলে বাকিদেরও আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে।
এই জ্বর হলে শরীরের তাপমাত্রা বেড়ে গিয়ে ১০২ থেকে ১০৪ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হতে পারে। সারা শরীর কামড়াতে থাকে। বমি হয়, সেইসঙ্গে সর্দি ও হাঁচি থাকে। চোখ লাল হয়ে যায়। এসব উপসর্গ থাকলে মোটামুটি ধরে নেওয়া যেতে পারে রোগীর ভাইরাল ফিভার হয়েছে।
কী করবেন
ভাইরাস জ্বরে শরীরের তাপমাত্রা বেশি থাকলে রোগীর সারা শরীর স্বাভাবিক তাপমাত্রার পানিতে ভেজানো তোয়ালে চিপে, তা দিয়ে মুছে দিতে হবে। এভাবে কয়েকবার করলে শরীরের তাপমাত্রা কম আসবে। মাথায় পানি দেওয়া যেতে পারে। গায়ে কোনো বাড়তি কাঁথা দেওয়ার দরকার নেই। জ্বর না কমলে সামান্য কিছু খেয়ে নিয়ে একটি প্যারাসিটামল ট্যাবলেট/ সিরাপ দেওয়া যেতে পারে। তবে তা অবশ্যই খাওয়ার পর খাওয়ানো উচিত।
জ্বর খুব বেশি হলে, ১০২ ডিগ্রি ফারেনহাইটের ওপরে হলে বড়দের ডাইক্লোফেন/ ক্লোফেনাক সাপোজিটরি একটি এবং বাচ্চাদের এপিএ সাপোজিটরি ১২৫ অথবা ২৫০ মিগ্রা বয়স অনুযায়ী একটি পায়খানার রাস্তায় দেওয়া যেতে পারে। সর্দির জন্য অ্যান্টিহিস্টামিন জাতীয় ট্যাবলেট বা সিরাপ যথাযথভাবে দিতে হবে। অ্যান্টিহিস্টামিন জাতীয় ট্যাবলেটের মধ্যে রয়েছে এক্সিপিলিন/ হিস্টাসিন/ হিস্টালেক্স/ অ্যান্টিসটা ইত্যাদি।
এগুলোর একটি করে ট্যাবলেট দিনে তিনবার দেওয়া যেতে পারে। বাচ্চাদের ক্ষেত্রে একই নামের সিরাপ এক চা চামচ করে দিনে তিনবার সেবন করানো যেতে পারে। খুব বেশি বমি হলে এর জন্য তাৎক্ষণিকভাবে মোটিলন/ এভোমিন একটি এবং বমি বন্ধ না হলে একটি করে দিনে তিনবার খাওয়ানো যেতে পারে।
এ ছাড়া প্রচুর পরিমাণে ভিটামিন সি সমৃদ্ধ পানীয় ও ফল, যেমন : কমলালেবু, আমলকী, আনারস ইত্যাদি খাওয়া যেতে পারে। প্রচুর পানি পান করতে হবে। দিনে দুই থেকে তিন কাপ কমলালেবুর রস খেলে ভালো। পরিবর্তে ভিটামিন সি ট্যাবলেট একটা করে দিনে চার থেকে পাঁচবার খেতে পারেন। সব ধরনের স্বাভাবিক খাবারই তখন খাওয়া যাবে।
দুই থেকে তিন দিনের মধ্যে এই জ্বর এমনিতেই সেরে যায়।
কী করবেন না
ভাইরাস জ্বর হলে অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ার দরকার নেই। তিন থেকে চার দিনের মধ্যে জ্বর ভালো না হলে চিকিৎসকের পরামর্শ নিন। এ সময়ে খাবার-দাবার বন্ধ করা চলবে না। বদ্ধ ঘরে থাকবেন না। ছোঁয়াচে বলে অন্যদের থেকে পৃথক থাকার চেষ্টা করুন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা

বিদেশের খবর: সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগে ভারতের কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে দায়ের হল মামলা।
দেশটির বিহারের মুজাফ্ফরপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে মামলাটি দায়ের হয়েছে। আগামী ৪ সেপ্টেম্বর মামলাটির শুনানি হওয়ার কথা।
মামলায় রাহুল গান্ধীর বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদতের পাশাপাশি দেশের সম্মানহানির অভিযোগ এনেছেন জনৈক ব্যক্তি।
সুধীর কুমার ওঝা নামে এক আইনজীবীর দায়ের করা ওই মামলায় বলা হয়েছে, বৃহস্পতিবার জার্মানিতে এক আলোচনাসভায় রাহুল গান্ধী বলেন, ‘দেশের প্রত্যেক নাগরিককে উন্নয়ন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করা না হলে আইএস-এর মতো সংগঠন তৈরি হতেই পারে।’ রাহুল গান্ধীর এই মন্তব্য সন্ত্রাসবাদকে মদতের সামিল বলে দাবি মামলা কারীর।
বর্তমানে ইউরোপ সফরে রয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সেখানে একাধিক আলোচনাসভায় অংশগ্রহণ করেন তিনি। সেখানেই রাহুল গান্ধীর নানা মন্তব্য নিয়ে দেশজুড়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। শুক্রবার লন্ডনে এক আলোচনাসভায় আরএসএসকে মুসলিম ব্রাদারহুডের সঙ্গে তুলনা করেন রাহুল। যা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সন্ত্রাস দমনে একসঙ্গে ভারত-পাকিস্তানের সামরিক মহড়া!

অনলাইন ডেস্ক: প্রথমবারের মতো সন্ত্রাস-বিরোধী অভিযানে যৌথভাবে অংশ নিল ভারত ও পাকিস্তান। নজিরবিহীনভাবে রাশিয়ায় এই মহড়া শুরু করছে দুই দেশ। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের অংশ হিসেবে ই মহড়ায় অংস নিচ্ছে ভারত ও পাকিস্তানের সেনাবাহিনী। সন্ত্রাসের বিরুদ্ধে যৌথভাবে লড়াইয়ের উদ্দেশ্যেই এই মহড়া চালানো হচ্ছে।
২০১৭ সালের জুন মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে ভারত সেই অর্গানাইজেশনের পূর্ণাঙ্গ অংশ হিসেবে প্রতিষ্ঠা পায়। বছরে দুই বার অর্গানাইজেশনের সদস্যরা পিস মিশন এক্সারসাইজে অংশ নেন। এবারের মহড়া চলবে ২৯ অগস্ট পর্যন্ত। রাশিয়ার চেবারকুলে হবে সেই মহড়া।
চীন, রাশিয়া, কাজাকস্তান, তাজিকিস্তান, ভারত ও পাকিস্তান থেকে অন্তত ৩০০ সৈন্য সেখানে অংশ নিয়েছে। এই মহড়ায় ফায়ারিং, হেলিবোর্ন অপারেশন সহ একাধিক বিষয়ে জোর দেওয়া হবে। এছাড়াও বাড়ির ভিতরে ঢুকে কীভাবে শত্রুনিধন করা যায় সেই মহড়াতেও অংশ নেবে ভারত-পাকিস্তান।
বিশেষজ্ঞদের মতে, ভারত ও পাকিস্তানের মত দুটি দেশ যারা সবসময় সামরিক শত্রু হিসেবে থাকে, তাদের মধ্যে বিশ্বাসযোগ্যতা তৈরির একটা বড় সুযোগ এই মহড়া।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলা‌রোয়ায় ৩৬ বি‌সিএসে ক্যাডারভূক্ত ৯ কৃ‌তি সন্তানের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি: কলারোয়া উপজেলা পরিষদের উদ্যোগে ৩৬তম বিসিএস ক্যাডারভূক্ত কলারোয়ার ৯জন কৃতি সন্তানদের সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার বিকালে উপজেলার পরিষদ হলরুমে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
সংবর্ধিতরা হলেন প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুজ্জামান আরিফ, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম সাইফুল্লাহ, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রে সাজ্জাদ হোসেন, সাধারণ শিক্ষা ক্যাডারে প্রভাষক রাজু হোসেন, প্রভাষক মনিরুজ্জামান, প্রভাষক নিত্যানন্দ, প্রভাষক আশরাফুজ্জামান, প্রভাষক মাসুদুর রহমান ও প্রভাষক শাহিন আলম।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা পারভীনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ আহম্মেদ, কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এমএ ফারুক, দুদকের উপ-পরিচালক খাঁন মিজানুল ইসলাম সেলিম ও ব্র্যাক ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কাজী আসাদুজ্জামান আসাদ।
অনুষ্ঠানে কলারোয়া আলিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা আয়ুব আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমানুল্লাহ আমান, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য কামরুজ্জামান সোহাগ, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি সাইফুল্লাহ আজাদ, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খাঁন চৌধুরী পলাশ, সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামররুল, জুলফিকার আলী, আসাদুজ্জামান আসাদ, জাকির হোসেন, মাস্টার আব্দুল ওহাব মামুন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক শেখ শাহাজান আলী শাহিন। সংবর্ধিত কৃতি ব্যক্তিদের ক্রেস্ট ও অন্যান্য উপহার সামগ্রী প্রদান করা হয়। উত্তরীয় পরিয়ে দেয়া হয় অতিথিদের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মার্কিন সিনেটর জন ম্যাককেইন আর নেই

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সিনেটর ও ভিয়েতনাম যুদ্ধের বীর জন ম্যাককেইন মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।
ম্যাককেইনের কার্যালয় থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় শনিবার মৃত্যুর সময় পরিবারের সদস্যরা তাঁর পাশে ছিলেন।
২০১৭ সালে ম্যাককেইনের মস্তিষ্ক থেকে টিউমার অপসারণ করতে অস্ত্রোপচার করতে হয়। এর চিকিৎসা চলছিল তাঁর। গত শুক্রবার তিনি চিকিৎসা আর নেবেন না বলে জানিয়ে দেন।
ম্যাককেইনের মেয়ে মেগান বলেন, ‘আগামী দিনগুলো আমার বাবা ছাড়া একই রকম থাকবে না। তবে তিনি যে দৃষ্টান্ত রেখে গেছেন তাতে ভালোবাসাপূর্ণ দিন আসবে।’
ছয় মেয়াদে সিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন ম্যাককেইন। ২০০৮ সালে রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট পদে লড়েছিলেন তিনি। তাঁর প্রতিপক্ষ ছিলেন ডেমোক্র্যাট দলের বারাক ওবামা।
ভিয়েতনামে যুদ্ধের সময় যুদ্ধবিমানের পাইলট ছিলেন ম্যাককেইন। যুদ্ধে তাঁর বিমান ভূপাতিত করার পর তিনি যুদ্ধবন্দি হিসেবে পাঁচ বছর কারাগারে ছিলেন। তাঁর ছেলে ও নাতিরা নেভির অ্যাডমিরাল হিসেবে দায়িত্ব পালন করছেন।
মৃত্যুর ঘোষণা দেওয়ার পরপরই শ্রদ্ধা জানাতে শুরু করেছেন অনেকেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘সিনেটর জন ম্যাককেইনের পরিবারের প্রতি আমার সমবেদনা ও শ্রদ্ধা রইল। আমাদের হৃদয় ও প্রার্থনা আপনাদের সঙ্গে আছে।’ ট্রাম্পের কট্টর সমালোচক ছিলেন প্রয়াত সিনেটর।
বারাক ওবামা ২০০৮ সালে প্রেসিডেন্ট পদে ম্যাককেইনকে পরাজিত করেই প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। তিনি বলেন, পার্থক্য সত্ত্বেও তাঁদের বিশ্বস্ত সম্পর্ক ছিল।
ওবামা বলেন, ‘জন যে ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে সেরকম মানুষ আমাদের মধ্যে নেই। তাঁর যে সাহস ছিল তা আর কারো ছিল না।’
সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, আমেরিকায় ম্যাককেইনের প্রভাব শেষ হয়নি। তিনি বলেন, ‘জন ম্যাককেইনের জীবনই প্রমাণ করে কোনো কোনো সত্য চিরকালীন। তাঁর চরিত্র ছিল সাহস ও সততার।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অ্যাঙ্গার্সকে গুঁড়িয়ে পিএসজির দুর্দান্ত জয়

খেলার খবর: অ্যাঙ্গার্সের বিপক্ষে দুর্দান্ত জয়ে টেবিলের শীর্ষস্থান অটুট রেখেছে পিএসজি। চোট কাটিয়ে দলে ফেরা এডিনসন কাভানির ধারাবাহিক ছিলেন কাইলিয়ান এমবাপ্পে ও নেইমার। শনিবার অ্যাঙ্গার্সকে ৩-১ গোলে হারিয়ে এখন তিন ম্যাচে ৯ পয়েন্ট ফরাসি জায়ান্টদের।
এদিন শুরু থেকেই ঘরের মাঠে আধিপত্য দেখিয়েছে পিএসজি। ম্যাচের ১২ মিনিটেই স্বাগতিকদের এগিয়ে দেন কাভানি। নেইমারের নেয়া শট প্রতিপক্ষ রক্ষণের খেলোয়াড়ের গায়ে লেগে ফেরত এলে সুযোগ কাজে লাগান উরুগুয়ে তারকা। ম্যাচের ২২ মিনিটে মিডফিল্ডার থমাস মানগানির স্পটকিকে সমতায় ফেরে অতিথিরা। পরে ৫১ মিনিটে পিএসজিকে আবারও এগিয়ে দেন এমবাপ্পে। ডি মারিয়ার ক্রসে বল পেয়ে ভলিতে জাল খুঁজে নেন ফ্রেঞ্চ তারকা।
এরপর ৬৬ মিনিটে বড় জয়ের শেষ পেরেকটি ঠুকে দেন নেইমার। বক্সের মধ্য থেকে এমবাপ্পের দেয়া পাস থেকে গোল তুলে নেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চতুর্থ টেস্টের আগে ভারতীয় শিবিরে ধাক্কা

খেলার খবর: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টে হার মানার পরে তৃতীয় টেস্টে দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছে ভারত। চতুর্থ টেস্টের বল গড়ানোর আগে ভারত এগিয়ে রয়েছে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। কিন্তু চতুর্থ টেস্টের আগে ভারতের জন্য দুঃসংবাদ। বিরাট কোহলির দলের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন অনিশ্চিত হয়ে পড়েছেন।
কুঁচকির চোটের জন্যই অশ্বিনকে নিয়ে হঠাৎই তৈরি হয়েছে অনিশ্চয়তা। তৃতীয় টেস্টেও পুরোদস্তুর সুস্থ ছিলেন না তামিলনাড়ুর এই স্পিনার। কিন্তু ডান হাতি অফ স্পিনারের কাছ থেকে পারফরম্যান্স পাওয়া যায়নি। ইংল্যান্ডের ইনিংসের মাত্র একটি উইকেট দখল করতে সক্ষম হয়েছিলেন তিনি। ইংল্যান্ডের প্রথম ইনিংসে মাত্র এক ওভার হাত ঘোরান তিনি। দ্বিতীয় ইনিংসে অশ্বিন ২২.৫ ওভার বল করেন অশ্বিন। এজবাস্টনে অবশ্য ৬ উইকেট তুলে নিয়েছিলেন তিনি।
অশ্বিন যদি গুরুত্বপূর্ণ চতুর্থ টেস্টে খেলতে না পারেন, তাহলে রবীন্দ্র জাদেজা হয়তো তার জায়গা নেবেন। কিন্তু নিন্দুকরা বলছেন অন্য কথা। তাদের বক্তব্য, জাদেজাকে প্রথম একাদশে রাখা জুয়া খেলার সামিল হবে। কারণ বাঁ হাতি এই স্পিনার দীর্ঘদিন দেশের হয়ে বিদেশের মাটিতে টেস্টে নামেননি।
ফলে রবীন্দ্র জাদেজাকে কি অশ্বিনের বিকল্প হিসেবে দেখা যাবে চতুর্থ টেস্টে? সংশয় থেকেই যাচ্ছে। চতুর্থ টেস্টের আগে দলগঠন নিয়ে কোহলিকে একাধিকবার ভাবতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কম্পিউটারের সামনে বসে থাকার ফলে চোখের সমস্যা নিরাময়ের উপায়

স্বাস্থ্য কণিকা: দিনের বেশিরভাগ সময় কম্পিউটারের সামনে বসে থাকতে হয়৷ যার জেরে ক্রমাগত বেড়ে চলেছে চোখের সমস্যা৷ কিন্তু, উপায় কী? কম্পিউটার ছাড়া যে দুনিয়াটাই অচল৷ তাই প্রযুক্তি নির্ভর যুগের সঙ্গে মানিয়ে নিলেও অনেক সময়ই সঙ্গ দেয় না আপনার চোখ৷
আর সেখান থেকেই ঘটে যত বিপত্তি৷ যার মধ্যে নেত্রদাহ, অবসাদ, ক্লান্তি, দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে আসা অন্যতম৷ কিন্তু কীভাবে রোধ করবেন এই সমস্যাকে? কাজ অবশ্যই গুরুত্বপূর্ণ৷ কিন্তু চোখের প্রতি অতিরিক্ত অবহেলা ডেকে আনতে পারে বিপদও৷ কাজেই, সময় থাকতে সর্তক হোন৷
অতিরিক্ত আলো হতে পারে চোখের প্রদাহের অন্যতম কারণ৷ তাই, কাজের সময় অতিরিক্ত কিংবা বহিরাগত আলো থেকে নিজেকে দূরে রাখুন৷ বাড়িতে কাজের সময় অনেক সময় সূর্যরশ্মি কম্পিউটার বা ল্যাপটপে এসে পড়ে৷ যেটিও চোখের পক্ষে ক্ষতিকর৷ এছাড়া, বাড়িতেও কাজের সময় তীব্র আলোক রশ্মিকে এড়িয়ে চলুন৷ প্রয়োজনে কম্পিউটারের স্থান পরিবর্তন করুন৷
কাজের ফাঁকে বিশ্রাম নিন৷ কম্পিউটারের সামনে থেকে নিজেকে সরিয়ে নিন অল্প সময়ের জন্য৷ যেটিতে সাময়িক স্বস্তি পাবে আপনার দীর্ঘক্ষণের ক্লান্ত দুটি চোখ৷ এর ফলে পুনরায় হাইড্রেট হয়ে যাবে চোখ৷ দুই তিন মিনিটের বিশ্রামও এক্ষেত্রে যথেষ্ট কার্যকরী৷
চোখের এক্সসাইজও চোখকে শুখিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা পারে৷ চোখের এক্সসাইজ, ভাবছেন সেটা আবার কী? চোখকে ক্লক-ওয়াইজ এবং অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরান৷ আর সেটাই কমাবে চোখের চাপকে৷ এছাড়া, কাজের জায়গায় নিজের চোখের সহনশীলতা অনুযায়ী সেট করে নিন কম্পিউটারের ব্যাকগ্রাউন্ড৷

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest