সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে কবির হোসেনের যোগদাননূরনগর ইউনিয়নবাসীর জন্য সমাজসেবক লিটনের ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালুসারসা বাহরুল উলুম মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ  মৃত্যুঞ্জয় কুমার ও আবু তাহেরের নেতৃত্বে প্রথম আলো সাতক্ষীরা বন্ধুসভার কমিটি ঘোষণাখালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সাতক্ষীরায় তাঁতীদলের দোয়াসাতক্ষীরার ৪টি সংসদীয় আসনে বিএনপির ২ বিদ্রোহী প্রার্থীসহ ২৯ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিলসাতক্ষীরা-০১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আ’লীগ নেতা মুজিবের মনোনয়ন জমাসাতক্ষীরা জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের ফলাফল প্রকাশExploring the Flavorful Journey of Ground Beef Enchiladasজেলা ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন

এশিয়া কাপের জন্য ৩১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা

খেলার খবর: ওয়েস্ট ইন্ডিজ সফরের কয়েকদিন আগেই নিয়োগ পেয়েছিলেন। বাংলাদেশ দলকে ভালো করে দেখার সুযোগই মেলেনি নতুন কোচ স্টিভ রোডসের। যাদেরকে পেয়েছেন, তাদের নিয়েই শেষ করে এলেন একটা সফল সফর।
ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করে ফিরে আসার পরই স্টিভ রোডস খুব দ্রুত বিসিবির কাছে অন্তত ৩০ সদস্যের একটি দল চেয়েছেন। যাদেরকে নিয়ে বেশ কিছু সেশন করার পর তিনি বুঝতে পারবে কে কেমন এবং আগামী এশিয়া কাপের জন্য তার নিজের মতো করে একটা দল বাছাই করার সুযোগ পাবেন তিনি।
আগেই জানা গিয়েছিল, ঈদ-উল আজহার আগেই এশিয়া কাপের জন্য প্রাথমিক দল ঘোষণা করা হবে। যাতে করে ঈদের পরপরই প্রস্তুতিটা শুরু করে দেয়া যায়। সে মতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচকমন্ডলি ৩১ সদস্যের একটি প্রাথমিক দল বাছাই করেছে।
সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই দলটি ঘোষণা করা হয়। যেখানে নতুন মুখ হিসেবে এসেছে শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ এবং ফজলে রাব্বি মাহমুদ। সম্প্রতি ‘এ’ দলের হয়ে এরা দারুণ ক্রিকেট খেলেছেন।
এই ৩১ জনকে নিয়ে ২৭ আগস্ট থেকে শুরু হবে আনুষ্ঠানিক প্রস্তুতি। সেই প্রস্তুতি ক্যাম্প থেকেই শেষ পর্যন্ত বাছাই করা হবে এশিয়া কাপের জন্য ১৪ কিংবা ১৫ সদস্যের মূল স্কোয়াড।

এশিয়া কাপের জন্য ঘোষিত ৩১ সদস্যের প্রাথমিক দল

মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাইফ উদ্দিন, মোস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন কুমার দাস, আবু হায়দার রনি, নাজমুল ইসলাম অপু, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক সৌরভ, নুরুল হাসান সোহান, রুবেল হোসেন, আরিফুল হক, আবু জায়েদ রাহী, নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, নাঈম হাসান, কামরুল ইসলাম রাব্বি, সৈয়দ খালেদ আহমেদ, মোহাম্মদ জাকির হাসান, সানজামুল ইসলাম, মোহাম্মদ মিথুন, ফজলে রাব্বি মাহমুদ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘বঙ্গবন্ধু’কে নিয়ে ফিডব্যাকের লুমিনের গান

বিনোদনের খবর: ধানমন্ডি বত্রিশ নম্বরের বঙ্গবন্ধু জাদুঘরে ও মেহেরপুরের মুজিবনগরে চিত্রায়িত হল একটি গান। গানের শিরোনাম ‘বঙ্গবন্ধু’। শোকের মাসে ‘বঙ্গবন্ধু’ শিরোনামের গানটি গেয়েছেন ফিডব্যাক ব্যান্ডের ভোকাল লুমিন।
সেদিনের সূর্যটা আলো নিয়ে নয়, উঠেছিল যেন শুধু রক্ত মেখে, অবাক চোখ মেলে বিশ্ববাসী, বীভৎস করুণ এক দৃশ্য দ্যাখে, ঘাতকের বুলেটে ঝাঁঝরা হলো, জাতির পিতার বুকের জমিন, শান্তির লাখো পাখি উড়ে গেল, ১৫ আগস্টের কালো সেই দিন। কাঁদো বাঙালি আজ কাঁদো সবাই, কান্নাতে পাবে পৃথিবীর সব সুখ, কোটি মানুষের প্রাণ স্পন্দনে, পিতা, তুমিই বাংলার মুখ। এমন কথার গানটি লিখেছেন পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ।
গানটির সুর করেছেন সাজেদ ফাতেমী। সঙ্গীত আয়োজন করেছেন জে আর সুমন। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন সৈয়দ তানভীর আহমেদ।
গানটি প্রসঙ্গে লুমিন বলেন, ‘গানের কথা ও সুর দুটোই আমার ভীষণ ভাল লেগেছে। মজার ব্যাপার হলো গানটি লিখেছেন একজন পুলিশ কর্মকর্তা। তার লেখনিতে পিতা হারানোর যে কষ্ট উঠে এসেছে আমি মুগ্ধ হয়েছি। সুন্দর গানটি সুন্দরভাবেই গাওয়ার চেষ্টা করেছি।’
গানটির গীতিকার দেওয়ান লালন আহমেদ বলেন, ‘বুকের মাঝে ধারণ করি দেশপ্রেম, ধারণ করি মহান মুক্তিযুদ্ধ, বুকের মাঝে ধারণ করি মহান নেতা বঙ্গবন্ধুকে। সেই প্রত্যয় বুকে নিয়ে একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে বঙ্গবন্ধুর স্মরণে নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুকে পৌঁছে দিতে এ গান।’
এ গানের ভিডিও তে মেহেরপুরের মুজিবনগরে একসাথে হাজারো মানুষ মানচিত্রে সামিল হয়েছে এবং বঙ্গবন্ধুকে বাতি জ্বালিয়ে স্বরণ করেছেন। গানটি পার্পল ভিশনের ব্যানারে নির্মিত এবং এ গানটি আগামী ১৪ আগষ্ট প্রকাশ করা হবে বলে জানান লুমিন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে ভাঙনের ৩ দিনেও সংস্কার হয়নি বেঁড়িবাধ, চারিদিকে হাহাকার

আসাদুজ্জামান: সাতক্ষীরার আশাশুনির হাজরাখালীতে খোলপেটুয়া নদীর বেঁড়িবাধটি গত তিন দিনেও সংস্কার করা সম্ভব হয়নি। ফলে এ পর্যন্ত মোট ১০ টি গ্রামের নি¤œাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে সহ¯্রাধিক বিঘা মৎস্য ঘের ও ফসলি জমি। পানি বন্দী হয়ে পড়েছে শতাধিক পরিবার। চারিদিকে এখন মানুষের বুকে শুধু হাহাকার। তবে, স্থানীয়রা প্রানপন চেষ্টা চালিয়ে যাচ্ছেন বাধ সংস্কারের।
শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা শাকিল জানান, আগে থেকেই বাঁধটি খুবই ঝুঁকিপূর্ণ ছিল। গত রোববার দুপুরে জোয়ারের প্রবল তোড়ে ৬০/৭০ ফুট বেড়িবাঁধ ভেঙে যায়। এতে মাড়িয়ালা, থানাঘাটা ও বকচর গ্রাম প্লাবিত হয়। এরপর বিকেলে স্থানীয়দের স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বেড়িবাঁধ সংস্কার করা হয়। সোমবার দুপুরের জোয়ারে তা আবারো ভেঙে গেছে। এতে হাজরাখালী, পুইজালা, মাড়িয়ালা, থানাঘাটা ও বকচর মহিষকুড়, কমলাপুর, থালনা, কোলা, নাঙ্গলদাড়িয়া, নাকতাড়া, থানা ঘাটাসহ ১০ টি গ্রামের নি¤œাঞ্চল পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে। তলিয়ে গেছে সহ¯্রাধিক বিঘা মৎস্য ঘের, ফসলি জমি ও শিক্ষা প্রতিষ্ঠান। পানি বন্দী হয়ে পড়েছে শতাধিক পরিবার। বেড়িবাঁধটি দ্রুত সংস্কার করা না গেলে নতুন নতুন এলাকা প্লাবিত হয়ে পড়বে।
এদিকে, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী আ.ফ.ম রুহুল হক এমপি ও সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেনসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাগন।
এ ব্যাপারে আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফফারা তাসনীন বলেন, ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কারের কাজ চলছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় ট্রাফিক সপ্তাহের শেষ দিনে মোটরযানের বিরুদ্ধে ২৯ মামলা

কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো: দেবহাটায় ট্রাফিক সপ্তাহ-১৮ উপলক্ষ্যে অবৈধ মোটরযানের বিরুদ্ধে চলা অভিযান মঙ্গলবার শেষ হয়েছে। সকাল ১০ টা থেকে উপজেলার সখিপুর খানবাহাদুর আহছানউল্লাহ কলেজ সম্মুখে সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কে অবৈধ মোটরযান ও কাগজপত্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। দেবহাটা থানার ওসি সৈয়দ মান্নান আলী, ওসি (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্রের নেতৃত্বে দেবহাটা থানার পুলিশের এই অবৈধ মোটরযান অভিযান পরিচালনা করা হয়। ট্রাফিক সেবা সপ্তাহ ২০১৮ উপলক্ষ্যে সেবা প্রদান, রাস্তার নিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারন মানুষ ও যাত্রীদের মধ্যে সচেতনতার লক্ষ্যে পরিচালিত এই অভিযানে চেকিং সহ মামলা প্রদান করা হয়। দেবহাটা থানার এসআই উজ্জ্বল কুমার দত্ত জানান, ট্রাফিক সপ্তাহ উপলক্ষ্যে গত কয়েকদিন যাবৎ অভিযান অব্যাহত আছে। মঙ্গলবার শেষদিনে সঠিক কাগজপত্র না থাকায় মোট ২৯ টি মোটরযানের বিরুদ্ধে মামলা প্রদান করা এবং সকলকে গাড়ীর কাগজপত্র সাথে রাখার জন্য অনুরোধ জানানো হয়। এছাড়া জীবনের মূল্যবোধে হেলমেট পরিধান করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ঈদ ও ঈদ পরবর্তী নিরাপত্তা নিয়ে পুলিশ-সাংবাদিক মতবিনিময় সভা

আসাদুজ্জামান: সাতক্ষীরায় ঈদুল আযহা উদযাপন ও ঈদ পরবর্তী নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় সাতক্ষীরা পুলিশ সুপার কনফারেন্স রুমে সাংবাদিকদের সাথে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিংকালে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কাজী মঈনউদ্দিন ,এ.এস.পি কালিগঞ্জ সার্কেল মো. ইয়াসিন আলি, এ.এস.পি তালা সার্কেল অপু সরোয়ার, বিশেষ শাখার পুলিশ পরিদর্শক মো. আজম খান, গোয়েন্দা পুলিশ পরিদর্শক আলি আহমেদ হাসেমী ও আট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগন।
পুলিশ সুপার এ সময় বলেন, পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে সাতক্ষীরায় ২২ টি পশুর হাট বসছে। পশুবাহী যানবাহনে কোনো চেকিং করা হবে না। এসব হাটের গবাদিপশু যাতে নির্বিঘেœ বেচাকেনা হতে পারে সে জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। হাটে যাতে চাঁদাবাজি প্রতারণা ও জাল টাকার লেনদেন না হতে পারে সে ব্যাপারেও সতর্ক রয়েছে পুলিশ ।
তিনি বলেন, ঈদ পরবর্তীতে কোরবানির পশুর চামড়া পাচার রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। গবাদি পশু কেনাবেচার সময় মোটা অংকের টাকা বহনের নিরাপত্তা দিতেও প্রস্তুত রয়েছে পুলিশ।
বাংলাদেশে প্রবেশ করা ভারতীয় গরু বহনে বৈধ কাগজপত্র থাকতে হবে উল্লেখ করে তিনি বলেন চোরাচালানরোধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। অবৈধভাবে পশু আমদানি কিংবা স্থানান্তর করার ওপর নিষেধাজ্ঞা জারি করে তিনি বলেন এ ব্যাপারে পুলিশ বিশেষভাবে সতর্ক রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় জামায়াতের ভারপ্রাপ্ত আমির আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

আসাদুজ্জামান: নাশকতার পরিকল্পনা করার সময় সাতক্ষীরা জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির আরিফুল ইসলাম ও শহর ছাত্র শিবিরের সহ-সভাপতি আজহারুল ইসলামকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, এক রাউন্ড গুলি, জিহাদী বই, গঠনতন্ত্র, লিফলেট, হ্যান্ডবিল উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সকালে শহরের রাজার বাগান এলাকায় একটি ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক শাহরিয়ার হাসান জানান, রাজার বাগান এলাকায় জামায়াতের গোপন বৈঠক চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় নাশকতার পরিকল্পনা করার সময় তাদের আটক করা হয়। ঘটনাস্থল থেকে উক্ত অস্ত্র ও গুলিসহ লিফলেট, জিহাদি বই এবং হ্যান্ডবিল উদ্ধার করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বুটের ডাল দিয়ে মাংস

রেসিপি: আর মাত্র কয়েকদিন পরই কোরবানির ঈদ। মাংসের বিভিন্ন পদ তো করা হবেই তখন। জেনে নিন বুটের ডাল দিয়ে গরু কিংবা খাসির মাংস কীভাবে রান্না করবেন। রুটি, পরোটা কিংবা খিচুড়ির সঙ্গে খেতে সুস্বাদু এই আইটেমটি।

উপকরণ
খাসি অথবা গরুর মাংস- ৬০০ গ্রাম (হাড় ও চর্বিসহ)
বুটের ডাল- দেড় কাপ
তেল- ১/৪ কাপ
পেঁয়াজ- বড় ১টি (পাতলা করে কুচি)
দারুচিনি- ১ টুকরা
কালো এলাচ- ২টি
সাদা এলাচ- ৪টি
জিরা- ১/৪ চা চামচ
লবঙ্গ- কয়েকটি
শুকনা মরিচ- কয়েকটি
মরিচের গুঁড়া- ১ চা চামচ
হলুদের গুঁড়া- দেড় চা চামচ
টমেটো- ২টি (কুচি)
রসুন বাটা- ১ চা চামচ
আদা বাটা- ২ চা চামচ
ধনে গুঁড়া- ১ চা চামচ
জিরার গুঁড়া- দেড় চা চামচ
লবণ- স্বাদ মতো
তেজপাতা- ২টি
কাঁচামরিচ- কয়েকটি
ভাজা জিরার গুঁড়া- ১/৪ চা চামচ
গরম মসলার গুঁড়া- ১/৪ চা চামচ
প্রস্তুত প্রণালি
বুটের ডাল ২ ঘণ্টা পানিতে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিন। হাতে সময় না থাকলে আধা চা চামচ বেকিং পাউডার পানিতে মিশিয়ে তারপর ভেজান ডাল। ২০ মিনিটের মধ্যেই নরম হয়ে যাবে।
চুলায় প্যান বসিয়ে তেল গরম করুন। তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দিন। সোনালি রং হয়ে গেলে লবঙ্গ, দারুচিনি, সাদা এলাচ, কালো এলাচ, জিরা ও শুকনা মরিচ দিন। নেড়েচেড়ে হলুদ ও মরিচের গুঁড়া দিয়ে দিন। টমেটো কুচি দিয়ে নাড়তে থাকুন। আদা ও রসুন বাটা দিন। সব মসলা কষিয়ে সামান্য একটু পানি দিন। এবার স্বাদ মতো লবণ ও গুঁড়া মসলা দিন। ৪ থেকে ৫ মিনিট ধরে কষিয়ে নিন মসলা। পানি শুকিয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে নাড়ুন। মসলার উপরে তেল ভেসে উঠলে তেজপাতা দিয়ে তারপর মাংস দিয়ে দিন। ৩ থেকে ৪ মিনিট কষিয়ে নিন। ১ কাপ পানি দিয়ে প্যান ঢেকে দিন ঢাকনা দিয়ে। চুলার আঁচ মিডিয়াম করে অপেক্ষা করুন মাংস সেদ্ধ না হওয়া পর্যন্ত। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দেবেন মাংস।
মাংস সেদ্ধ হয়ে গেলে ডাল দিয়ে নাড়ুন কয়েক মিনিট। খানিকটা লবণ দিয়ে নেড়ে মিশিয়ে দিন। আধা কাপ পানি দিন খানিকটা ঝোল রাখার জন্য। কয়েকটা আস্ত কাঁচামরিচ ছেড়ে চুলার জ্বাল একদম কমিয়ে প্যান ঢেকে দিন। ৫ থেকে ৭ মিনিট রান্না করুন মৃদু আঁচে। খানিকটা ঝোল থাকতে থাকতে নামিয়ে ফেলুন কারণ নামানোর পর ঝোল টেনে নেবে ডাল। ভাজা জিরার গুঁড়া ও গরম মসলার গুঁড়া দিয়ে নেড়ে নামিয়ে পরিবেশন করুন গরম গরম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় শোক দিবসের প্রস্তুতি সভায় হামলা; আহত ২০, আটক ৫

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে প্রস্তুতি সভায় আতর্কিতভাবে জেএমবি আজিজ, লাবলু ও আশরাফুলের নেতৃত্বে সন্ত্রাসীদের হামলায় যুবলীগ নেতা মিন্টু ওরফে নক্কু (২৮) গুরুতর আহত এবং আরো ১৯জন যুবলীগ কর্মীকে আহত অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সন্ধ্যায় সাতক্ষীরা মেডিকেল কলেজের সামনে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় নক্কুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে সাতক্ষীরা ও খুলনার চিকিৎসকরা অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে অবিলম্বে ঢাকার নেয়ার পরামর্শ দেন।
এদিকে, এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় একটি মামলা হয়েছে। পুলিশ তাৎক্ষণিক জেএমবি আজিজ, ইমরান, সোহাগ, আসাদুল ও লিয়াকতকে আটক করেছে পুলিশ। ঘটনার সত্যতা স্বীকার করে সাতক্ষীরা সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ‍”এবিষয়ে মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের কয়েকজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদের ধরতে পুলিশ তৎপর রয়েছে। ”
শহর যুবলীগের সাধারণ সম্পাদক তুহিনুর রহমান তুহিন বলেন, “ইতিপূর্বে জেএমবি আজিজ ও কুখ্যাত দালাল আশরাফুল ১৪/১৫ দিন আগে স্থানীয় বাকাল আঞ্চলিক যুবলীগ অফিসে হামলা চালিয়ে অফিস ভাংচুর করে। সেসময় সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হলেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি। ”
এদিকে গতকালের ঘটনায় সদর থানার ওসি মোস্তাফিজুর রহমানসহ দলীয় নেতৃবৃন্দ সদর হাসপাতালে আহতদের দেখতে যান এবং নক্কুর অবস্থা আশংকাজনক থাকায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেও তার অবস্থার অগ্রগতি না হলে ঢাকায় স্থানান্তর করা হয়।
পৌর যুবলীগ সভাপতি মনোয়ার হোসেন অনু বলেন, ‘বাঁকাল আঞ্চলিক যুবলীগ কার্যালয়ে জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভায় জামাত-শিবির ক্যাডারারা অতর্কিতভাবে হামলা করে। এতে যুবলীগের ২০জন আহত হয়েছে। একজন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ”
উল্লেখ্য, দেশব্যাপী ২০০৫ সালে জেএমবির সিরিজ বোমা হামলা মামলার অন্যতম আসামি কানা আজিজের নেতৃত্বে লাভলু, আশরাফসহ ১৫/২০ এলাকায় নিয়মিত সন্ত্রাস চালিয়ে যাচ্ছে বলে স্থানীয় যুবলীগ নেতৃবৃন্দের অভিযোগ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest