সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে কবির হোসেনের যোগদাননূরনগর ইউনিয়নবাসীর জন্য সমাজসেবক লিটনের ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালুসারসা বাহরুল উলুম মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ  মৃত্যুঞ্জয় কুমার ও আবু তাহেরের নেতৃত্বে প্রথম আলো সাতক্ষীরা বন্ধুসভার কমিটি ঘোষণাখালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সাতক্ষীরায় তাঁতীদলের দোয়াসাতক্ষীরার ৪টি সংসদীয় আসনে বিএনপির ২ বিদ্রোহী প্রার্থীসহ ২৯ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিলসাতক্ষীরা-০১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আ’লীগ নেতা মুজিবের মনোনয়ন জমাসাতক্ষীরা জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের ফলাফল প্রকাশExploring the Flavorful Journey of Ground Beef Enchiladasজেলা ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন

কলারোয়ায় ইয়াবাসহ এক ব্যক্তি আটক

কলারোয়া প্রতিনিধিঃ কলারোয়ায় ২৭পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তার জাহাঙ্গীর আলম বিশ্বাস (৩০) উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের তছিরউদ্দীন বিশ্বাসের ছেলে। রবিবার রাত ৯টার দিকে হরিণা ব্রিজ এলাকা থেকে ২৭পিচ ইয়াবসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ। থানা সূত্র জানায়- অফিসার ইনচার্জ মারুফ আহম্মদের নির্দেশনায় কলারোয়া থানার সেকেন্ড অফিসার এসআই বিপ্লব রায়, এএসআই মিলন হোসেন, এএসআই নজরুল ইসলামসহ অন্যান্য ফোর্সের সহায়তায় আসামি জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে কলারোয়া থানায় মামলা (নং-১২(১২)১৮। আসামীকে সোমবার সাতক্ষীরা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নেপালকে উড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

খেলার খবর: নেপালকে উড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা। সোমবার থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে ৩-০ গোলে নেপালকে হারায় তহুরা-মারিয়ারা।
এদিন প্রথমার্ধে বাংলাদেশকে তেমন সুবিধা করতে দেয়নি নেপাল। বেশ কয়েকটি আক্রমণ গড়েও প্রথম ৪৫ মিনিটে কেবল একটি গোল আদায় করে তহুরা-মারিয়ারা। বাংলাদেশকে ঠেকাতে প্রতিপক্ষের ডিফেন্ডারদের ছিল সজাগ দৃষ্টি। বরং ৪৩ মিনিটে নেপালের একটি ফ্রি কিক বাংলাদেশের পোস্টে লেগে ফিরে যায়। এর কিছুক্ষণ পর কপাল খোলে বাংলাদেশের।
বাঁ প্রান্ত থেকে অধিনায়ক মারিয়া মান্ডার কর্নারের বল দেওয়া-নেওয়া করে ঘুরে আসে তার কাছেই। ডিবক্সের বাইরে থেকে তার ক্রসে পোস্টের সামনে থেকে তহুরা খাতুনের হেড জালে জড়ায়।
বিরতির পর বাংলাদেশ আরও বেশি আক্রমণে যায়। এ আক্রমনের প্রতিরোধ গড়তে পারেনি নেপাল।
খেলার ৫১ মিনিটের মাথায় তহুরার শট নেপালি ডিফেন্ডার প্রতিহত করলে ফিরতি বল পান মারিয়া। বাঁ পায়ের জোরালো শটে গোলরক্ষককে পরাস্ত করে ২-০ গোলে বাংলাদেশকে এগিয়ে দেন অধিনায়ক।
খেলার ৬৭ মিনিটের মাথায় ডিফেন্ডার আঁখি খাতুনের পাস ডান পায়ে রিসিভ করে নেপালি ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে ডিবক্সে ঢোকেন সাজেদা খাতুন। তাৎক্ষণিক প্রতিপক্ষের গোলরক্ষক তাকে ঠেকাতে সামনের দিকে এগিয়ে যান। কিন্তু সাজেদা খাতুন বাঁ পাশ দিয়ে বল জালে জড়িয়ে দেন। শেষ পর্যন্ত ৩-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়েন বাংলাদেশি মেয়েরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গজনির দখল নিয়ে আফগানিস্তানে তুমুল লড়াই, নিহত ১২০

বিদেশের খবর: আফগানিস্তানে গজনি প্রদেশের রাজধানী গজনি শহরের দখল নিয়ে তালেবান ও সরকারি সেনাদের মধ্যে লড়াই চারদিনে গড়াল। সোমবার পর্যন্ত এ লড়াইয়ে মারা গেছে ১০০ জন আফগান সৈন্য ও ২০ বেসামরিক ব্যক্তি। তবে তালেবানের দিক থেকে হতাহতের কোন তথ্য পাওয়া যায়নি। এপি।
লড়াই শুরুর চারদিন পর এই প্রথম হতাহতের খবর প্রকাশ করলো আফগান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
শুক্রবার শহরটি দখল নেয়ার ঘোষণা দিয়েছিল তালেবান। সেদিন চারদিক থেকে সর্বাত্মক হামলায় শহরের নিরাপত্তা ব্যবস্থা পর্যুদস্ত হয় এবং শহরের বেশিরভাগ এলাকার দখল নিয়ে নেয় তালেবান।
কাবুল থেকে মাত্র ১২০ কিলোমিটার দূরের গজনি শহরে তালেবানের প্রবেশ আফগান সরকারের জন্য শঙ্কার বিষয়। তালেবান এর দখল নিলে দক্ষিণাঞ্চলীয় প্রদেশগুলোর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে সরকারের।
এদিকে বিবিসির খবরে বলা হয়, দুই লাখ ৭০ হাজার জনসংখ্যার গজনি শহরের অধিবাসীরা বলছেন গত কয়েকদিন ধরে পানি ও খাবার পাচ্ছেন না তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ল স্টুডেন্ট ফোরামের উদ্যোগে গাড়ির হেড লাইটে কালোস্টিকার সংযোজন

প্রেস বিজ্ঞপ্তি: নিরাপদ সড়কের দাবিতে চলমান ট্রাফিক সপ্তাহে ল স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে গাড়ীর হেড লাইটের উপরে কালো স্টিকার লাগানো হয়েছে। সোমবার দুপুর ১টায় খুলনারোড মোড়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান। এসময় তিনি বলেন, বিভিন্ন যান বহনের হেড লাইটের উপরে কালো স্টিকারের প্রলেপ দেওয়ার ফলে গাড়ীর চালক হেড লাইট হাই-লো করার সময় সামনের কোনো ব্যক্তির চোখে আলোর ঝলকানি লাগবেনা। ফলে সড়ক দুর্ঘটনা অনেক অংশে কমে যাবে। তিনি যার যার নিজ উদ্যোগে গাড়ীর হেড লাইটের উপরে এ ধরনের কালো কালির প্রলেপ দেওয়ার জন্য আহবান জানান এবং ল স্টুডেন্টস ফোরামের এ ব্যতিক্রমধর্মী কার্যক্রমকে সাধুবাদ জানান তিনি।
বিশেষ অতিথি ছিলেন ল কলেজের প্রভাষক ও ল স্টুডেন্টস ফোরামের উপদেষ্টা এড. শরীফ আজমীর হোসাইন রোকন, সার্জেন মোশারফ হোসেন, সার্জেন আব্দুল হাই। এসময় উপস্থিত ছিলেন ল স্টুডেন্টস ফোরামের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক এস এম বিপ্লব হোসেন, সিনিয়র সহ-সভাপতি তাহসিন কবির খান শান্ত, সহ-সভাপতি অসীম হায়দার, যুগ্ম সম্পাদক এস এম মোস্তাফিজুর রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক কামরুন্নাহার কাকুলি, ক্রীড়া ও সাংস্কুতিক সম্পাদক প্রবল কুমার সানা, সমাজ কল্য্ণা সম্পাদক সাজ্জাদ রহমান, আইন বিষয়ক সম্পাদক মীর মাহমুদুর রহমান, সহ-আইন বিষয়ক সম্পাদক ইখতেয়ার উদ্দীন, নির্বাহী সদস্য মেহের আলী, জামিলা খাতুন প্রমুখ। অনুষ্ঠানের সহযোগিতায় ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের রোভার স্কাউটস ও বিএনসিসি এর সদস্যবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেশে আরও তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয় অনুমোদন পাচ্ছে

শিক্ষা সংবাদ: নতুন আরও তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয় অনুমোদন দিতে যাচ্ছে সরকার। এ সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে, বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ থেকে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সম্প্রতি আন্তঃমন্ত্রণালয়ের সভায় খসড়া আইনটির অনুমোদন দেওয়া হয়েছে। আগামী এক মাসের মধ্যে মন্ত্রিপরিষদ সভায় উপস্থাপন করা হবে প্রস্তাবিত খসড়া আইনটি। মন্ত্রিপরিষদ থেকে অনুমোদন পেলে পরবর্তীতে ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয় ও ব্যয় সংক্রান্ত বিষয়ের জন্য অর্থ মন্ত্রণালয় পাঠানো হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল্লাহ আল হাসান চৌধুরী বলেন, দীর্ঘদিনের দাবি ছিল এই তিনটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের। সেটিকে আমলে নিয়ে প্রধানমন্ত্রী নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। তার প্রেক্ষিত আমরা তিনটি বিশ্ববিদ্যালয় স্থাপনের কাজ শুরু করেছি। নিয়ম অনুযায়ী প্রক্রিয়া শুরু হয়েছে। আশা করি, দ্রুত বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করতে পারব।

উল্লেখ্য, বর্তমানে দেশে ৩৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে। এ তিনটি অনুমোদন হলে সে সংখ্যা বেড়ে দাঁড়াবে ৪১টিতে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সরকারি চাকরিজীবীদের বেতন-বোনাস বৃহস্পতিবার

দেশের খবর: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের চলতি মাসের বেতন-ভাতা ও বোনাস আগামী বৃহস্পতিবারে পরিশোধের নির্দেশ দেয়া হয়েছে। সোমবার অর্থ মন্ত্রণালয়ের ট্রেজারি ব্যবস্থাপনা অধিশাখা থেকে এ নির্দেশ জারি করা হয়। নির্দেশের এ চিঠি হিসাব মহানিয়ন্ত্রক ও কন্ট্রোলার জেনারেল ডিফেন্স অফ ফাইন্যান্সে পাঠানো হয়েছে।

এতে বলা হয়, দেশে আগামী ২২ আগস্ট ঈদুল আজহা উদযাপিত হবে। ফলে সরকার সিদ্ধান্ত নিয়েছে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সামরিক বাহিনীর নন-কমিশন্ড অফিসার ও কর্মচারীদের আগস্ট মাসের বেতন-ভাতা বোনাস আগামী ১৬ আগস্টের মধ্যে প্রদান করা হবে।

পাশাপাশি অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীরা একই সময়ে প্রাপ্য সুবিধা পাবেন। বাংলাদেশ ট্রেজারি রুলস এর এস আর ১১৩(২) ক্ষমতাবলে এ আদেশ জারি করা হয় বলে উল্লেখ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এক নিমে নিরাময় হবে ২২টি রোগ!

স্বাস্থ্য বটিকা: নিম ,ঔষধি গাছ যার ডাল, পাতা, রস, সবই কাজে লাগে। শুধু নিম দিয়েই নিরাময় হয় ২২টি রোগ। নিমের পাতা থেকে আজকাল প্রসাধনীও তৈরি হচ্ছে। কৃমিনাশক হিসেবে নিমের রস খুবই কার্যকর। নিমের কাঠও খুবই শক্ত। এ কাঠে কখনো ঘুণ ধরে না। পোকা বাসা বাঁধে না। উইপোকা খেতে পারে না। নিমের এই গুনাগুণের কথা বিবেচনা করেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা‘একুশ শতকের বৃক্ষ’ বলে ঘোষণা করেছে।

নিমে যে ২২টি রোগের নিরাময় হয়:

১. খোস পাচড়া বা চুলকানি
নিম পাতা সিদ্ধ করে সেই জল দিয়ে স্নান করলে খোসপাচড়া চলে যায়। পাতা বা ফুল বেটে গায়ে কয়েকদিন লাগালে চুলকানি ভালো হয়। পাতা ভেজে গুড়া করে সরিষার তেলের সাথে মিষিয়ে চুলকানিতে লাগালে যাদুর মতো কাজ হয়। নিম পাতার সাথে সামান্য কাঁচা হলুদ পিষে নিয়ে আক্রান্ত স্থানে প্রলেপ আকারে ৭-১০ দিন ব্যবহার করলে খোস-পাঁচড়া ও পুরনো ক্ষতের উপশম হয়। নিম পাতা ঘিয়ে ভেজে সেই ঘি ক্ষতে লাগালে ক্ষত অতি সত্বর আরোগ্য হয়।

২. কৃমিনাশক
পেটে কৃমি হলে শিশুরা রোগা হয়ে যায়। পেটে বড় হয়। চেহারা ফ্যকাশে হয়ে যায়। বাচ্ছাদের পেটে কৃমি নির্মূল করতে নিমের পাতার জুড়ি নেই। শিশুরাই বেশি কৃমি আক্রান্তের শিকার হয়। এ জন্য ৫০ মিলিগ্রাম পরিমাণ নিম গাছের মূলের ছালের গুড়া দিন ৩ বার সামান্য গরম জল সহ খেতে হবে। আবার ৩-৪ গ্রাম নিম ছাল চূর্ণ সামান্য পরিমাণ সৈন্ধব লবণসহ সকালে খালি পেটে সেবন করে গেলে কৃমির উপদ্রব হতে রক্ষা পাওয়া যায়। নিয়মিত এক সপ্তাহ সেবন করে যেতে হব। বাচ্চাদের ক্ষেত্রে ১-২ গ্রাম মাত্রায় সেব্য।

৩. ত্বক
বহুদিন ধরে রূপচর্চায় নিমের ব্যবহার হয়ে আসছে। ত্বকের দাগ দূর করতে নিম খুব ভালো কাজ করে। এছাড়াও এটি ত্বকে ময়েশ্চারাইজার হিসেবেও কাজ করে। ব্রণ দূর করতে নিমপাতা বেটে লাগাতে পারেন। আবার ঘরে তৈরি নিমের বড়িও খাওয়া যেতে পারে। বড়ি তৈরি করতে নিমপাতা ভালোভাবে ধুয়ে বেটে নিন। এবার হাতে ছোট ছোট বড়ি তৈরি করুন। বড় ডিশে ফ্যানের বাতোসে একদিন রেখে দিন। পরদিন রোদে শুকোতে দিন। নিমের বড়ির জল একেবারে শুকিয়ে এলে এয়ারটাইট বয়ামে সংরক্ষণ করুন। নিমপাতা ফাঙ্গাস ও ব্যাকটেরিয়া বিরোধী। তাই ত্বকের সুরক্ষায় এর জুড়ি নেই। ব্রণের সংক্রমণ হলেই নিমপাতা থেঁতো করে লাগালে ভালো ফল নিশ্চিত। মাথার ত্বকে অনেকেরই চুল্কানি ভাব হয়, নিমপাতার রস মাথায় নিয়মিত লাগালে এই চুলকানি কমে। নিয়মিত নিমপাতার সাথে কাঁচা হলুদ পেস্ট করে লাগালে ত্বকের উজ্জলতা বৃদ্ধি ও স্কিন টোন ঠিক হয়। তবে হলুদ ব্যবহার করলে রোদ এড়িয়ে চলাই ভালো। নিমপাতার চেয়ে হলুদের পরিমাণ কম হবে। নিমপাতা সিদ্ধ জল গোসলের জলর সাথে মিশিয়ে নিন। যাদের স্কিন ইরিটেশন এবং চুল্কানি আছে তাদের এতে আরাম হবে আর গায়ে দুর্গন্ধের ব্যাপারটাও কমে যাবে আশা করা যায়।

৪. দাতের রোগ
দাঁতের সুস্থতায় নিমের ডাল দিয়ে মেসওয়াক করার প্রচলন রয়েছে সেই প্রাচীনকাল থেকেই। নিমের পাতা ও ছালের গুড়া কিংবা নিমের ডাল দিয়ে নিয়মিত দাত মাজলে দাঁত হবে মজবুত, রক্ষা পাবেন দন্ত রোগ থেকেও। কচি নিম ডাল দিয়ে দাঁত মাজলে দাঁত ভাল থাকে। নিম পাতার নির্যাস জলতে মিশিয়ে বা নিম দিয়ে মুখ আলতোভাবে ধুয়ে ফেললে দাঁতের আক্রমণ, দাঁতের পচন, রক্তপাত ও মাড়ির ব্যথা কমে যায় এবং বুকে কফ জমে গেলে নিম পাতা বেটে এর ৩০ ফোঁটা রস সামান্য গরম জলতে মিশিয়ে দিনে তিন থেকে চারবার খেলে উপকার পাওয়া যায়।

৫. রক্তের সুগার লেভেল নিয়ন্ত্রণে
নিম ডায়াবেটিস নিয়ন্ত্রণে চমৎকার ভাবে কাজ করে। নিমের পাতা রক্তের সুগার লেভেল কমতে সাহায্য করে। এছাড়াও রক্ত নালীকে প্রসারিত করে রক্ত সংবহন উন্নত করে। ভালো ফল পেতে নিমের কচি পাতার রস প্রতিদিন সকালে খালি পেটে পান করুন। সকালে খালি পেটে ৫টি গোলমরিচ ও ১০টি নিম পাতা বেটে খেলে তা ডায়াবেটিস কমাতে সাহায্য করে।

৬. চুল
উজ্জ্বল,সুন্দর ও দৃষ্টিনন্দন চুল পেতে নিম পাতার অবদান অপরিসীম। চুলের খুসকি দূর করতে শ্যাম্পু করার সময় নিমপাতা সিদ্ধ জল দিয়ে চুল ম্যাসেজ করে ভালোভাবে ধুয়ে ফেলুন। খুসকি দূর হয়ে যাবে। চুলের জন্য নিম পাতার ব্যবহার অদ্বিতীয়।চুলে প্রতি সপ্তাহে ১ দিন নিমপাতা ভালো করে বেটে চুলে লাগিয়ে ১ ঘণ্টারমত রাখুন। এবার ১ ঘন্টা পর ভালো করে ধুয়ে ফেলুন।দেখবেন চুল পড়া কমার সাথে সাথে চুল নরম ও কোমল হবে। মধু ও নিমপাতার রস একত্রে মিশিয়ে সপ্তাহে কমপক্ষে ৩ দিন চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগান। এবার ২০ মিনিট অপেক্ষা করুন। তারপার শেম্পু করুন আর অধিকারী হোন ঝলমলে সুন্দর চুলের। এক চা চামচ আমলকির রস, এক চা চামচ নিমপাতার রস, এক চা চামচ লেবুর রস, প্রয়োজন অনুযায়ী টকদই মিশিয়ে সপ্তাহে ২ দিন চুলে লাগিয়ে আধঘণ্টা অপেক্ষা করারপর শ্যাম্পু করুন।

৭. উকুন বিনাশে
নিমের ব্যাবহারে উকুনের সমস্যা দূর হয়। নিমের পেস্ট তৈরি করে মাথার তালুতে ম্যাসাজ করুন, তারপর মাথা শ্যাম্পু করে ধুয়ে ফেলুন এবং উকুনের চিরুনি দিয়ে মাথা আঁচড়ান। সপ্তাহে ২-৩ বার ২ মাস এভাবে করুন। উকুন দূর হবে।

৮. খুশকি বিনাশে
নিমের ব্যাকটেরিয়া নাশক ও ছত্রাক নাশক উপাদানের জন্য খুশকির চিকিৎসায় কার্যকরী ভূমিকা রাখে। নিম মাথার তালুর শুষ্কতা ও চুলকানি দূর করে। খুশকির চিকিৎসায় নিমের ব্যাকটেরিয়া নাশক ও ছত্রাক নাশক উপাদানের জন্য খুশকির চিকিৎসায় কার্যকরী ভূমিকা রাখে। নিম মাথার তালুর শুষ্কতা ও চুলকানি দূর করে। চার কাপ জলতে এক মুঠো নিমের পাতা দিয়ে গরম করতে হবে যতক্ষণ না জলটা সবুজ বর্ণ ধারণ করে এই জল ঠান্ডা হলে চুল শ্যাম্পু করার পর এই জল দিয়ে চুল ধুয়ে নিন।নিমের জল কন্ডিশনারের মত কাজ করবে। সপ্তাহে ২-৩বার ব্যবহার করুন যতদিন না খুশকি দূর হয়।

৯. ওজন কমাতে
যদি আপনি ওজন কমাতে চান বিশেষ করে পেটের তাহলে নিমের ফুলের জুস খেতে হবে আপনাকে। নিম ফুল মেটাবলিজম বৃদ্ধি করে শরীরের চর্বি ভাংতে সাহায্য করে।একমুঠো নিম ফুল চূর্ণ করে নিয়ে এর সাথে এক চামুচ মধু এবং আধা চামুচ লেবুর রস দিয়ে ভালোভাবে মিশান। প্রতিদিন সকালে খালি পেটে এই মিশ্রণটি পান করুন। দেখবেন কাজ হবে।

১০. রক্ত পরিষ্কার করে
নিমপাতার রস রক্ত পরিষ্কার করে ও রক্তে শর্করার মাত্রা কমায়। এছাড়াও রক্তচলাচল বাড়িয়ে হৃৎপিণ্ডের গতি স্বাভাবিক রাখে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণেও নিমের জুড়ি নেই।

১১. ঠাণ্ডাজনিত বুকের ব্যথা
অনেক সময় বুকে কফ জমে বুক ব্যথা করে। এ জন্য ৩০ ফোটা নিম পাতার রস সামান্য গরম জলতে মিশিয়ে দিতে ৩/৪ বার খেলে বুকের ব্যথা কমবে। গর্ভবতীদের জন্য ঔষধটি নিষেধ।

১২. পোকা-মাকড়ের কামড়
পোকা মাকড় কামড় দিলে বা হুল ফোঁটালে নিমের মূলের ছাল বা পাতা বেটে ক্ষত স্থানে লাগালে ব্যথা উপশম হবে।

১৩. জন্ডিস
জন্ডিস হলে প্রতিদিন সকালে নিম পাতার রস একটু মধু মিশিয়ে খালি পেটে খেতে হবে। ২৫-৩০ ফোঁটা নিম পাতার রস একটু মধুর সাথে মিশিয়ে সকালে খালি পেটে খেলে জন্ডিস আরোগ্য হয়। জন্ডিস হলে এক চামচ রসের সাথে একটু মধু মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে খান। পুরোপুরি নিরাময় হতে এক সপ্তাহ চালিয়ে যেতে হবে।

১৪. ভাইরাস রোগ
ভারতীয় উপমহাদেশে ভাইরাল রোগ নিরাময়ে নিম ব্যবহৃত হয়। নিমপাতার রস ভাইরাস নির্মূল করে। আগে চিকেন পক্স, হাম ও অন্য চর্মরোগ হলে নিমপাতা বাটা লাগানো হতো। এছাড়াও নিমপাতা জলতে সিদ্ধ করে সে জল দিয়ে স্নান করলে ত্বকের জ্বালাপোড়া ও চুলকানি দূর হয়।

১৫. ম্যালেরিয়া
গ্যাডোনিন উপাদান সমৃদ্ধ নিম ম্যালেরিয়ার ওষুধ হিসেবে কাজ করে। এছাড়াও নিমপাতা সিদ্ধ জল ঠাণ্ডা করে স্প্রে বোতলে রাখুন। প্রতিদিন ঘরে স্প্রে করলে মশার উপদ্রব কমে যাবে।

১৬. বাত
নিমপাতা, নিমের বীজ ও বাকল বাতের ব্যথা সারাতে ওষুধ হিসেবে কাজ করে। বাতের ব্যথায় নিমের তেলের ম্যাসাজও বেশ উপকারী। নিমপাতা, নিমের বীজ ও বাকল বাতের ব্যথা সারাতে ওষুধ হিসেবে কাজ করে। বাতের ব্যথায় নিমের তেলের ম্যাসাজও বেশ উপকারী।

১৭. চোখ
চোখে চুলকানি হলে নিমপাতা জলতে দশ মিনিট সিদ্ধ করে ঠাণ্ডা করে নিন। চোখে সেই জলর ঝাপটা দিন। আরামবোধ করবেন।

১৮. ব্রণ দূর করতে
নিমপাতার গুঁড়ো জলতে মিশিয়ে মুখ ধুতে পারেন। এতে ব্রণ দূর হবে এবং ব্রণ থেকে তৈরি জ্বালাপোড়া ভাবও দূর হবে। এটা ব্রণ দূর করার একটি কার্যকর পদ্ধতি।

১৯. ছত্রাকের ইনফেকশন দূর করতে
যদি আপনার পায়ে কোন ফাঙ্গাল ইনফেকশন থাকে নিম ব্যবহার করুন। নিমে নিম্বিডল এবং জেডুনিন আছে যা ফাঙ্গাস ধ্বংস করতে পারে। নিম পাতার পেস্ট বানিয়ে আক্রান্ত স্থানে লাগালে নিরাময় লাভ করা যায়। আক্রান্ত স্থানে কয়েক ফোঁটা নিমের তেল দিনে তিনবার লাগালেও ভালো ফল পাওয়া যায়।
ক্ষত নিরাময়ে

হয়তো চিন্তা করছেন নিম কীভাবে ক্ষত দূর করবে? হ্যাঁ, নিমপাতা ক্ষত নিরাময়েও বেশ উপকারী। নিমপাতা বেটে ক্ষতস্থানে লাগিয়ে রাখতে পারেন। এর অ্যান্টিমাক্রোবাইয়াল উপাদান ক্ষত নিরাময়ে দ্রুত কাজ করবে।

২০. অজীর্ণ
অনেকদিন ধরে পেটে অসুখ? পাতলা পায়খানা হলে ৩০ ফোটা নিম পাতার রস, এক কাপ জলর ৪/১ ভাগ জলর সঙ্গে মিশিয়ে সকাল-বিকাল খাওয়ালে উপকার পাওয়া যাবে।

২১. অ্যালার্জি
অ্যালার্জির সমস্যায় নিম পাতা ফুটিয়ে স্নান করুন। অ্যালার্জি যাবে ১০০ হাত দূরে। তাছাড়া কাঁচা হলুদ ও নিম পাতা একসাথে বেঁটে শরীরে লাগান। অ্যালার্জি কমবেই।

২২. একজিমা
একজিমা, ফোড়া অথবা বিভিন্ন ধরনের ত্বকের সমস্যা নিরাময়ে নিম খুব কার্যকর। ত্বকের যেসব জায়গায় এ ধরনের সমস্যা রয়েছে সেখানে নিমপাতা বেটে লাগাতে পারেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় জলবায়ু বিষয়ক নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: সোমবার ১৩ আগস্ট ২০১৮ রবিবার দুপুর ১২.০০ টায় ‘চাই জলবায়ু খাতে প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জন অংশগ্রহণ’ এই স্লোগানকে সামনে রেখে সচেতন নাগরিক কমিটি (সনাক) এর আয়োজনে সাতক্ষীরা প্রেসক্লাবের শহিদ স. ম. আলাউদ্দিন মিলনায়তনে সমমনা সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে জলবায়ু বিষয়ক নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন সনাক জলবায়ু বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক কল্যাণ ব্যানার্জি।
বক্তাগণ জলবায়ু ঝুকি মোকাবেলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রকল্প গ্রহণে স্থানীয় অভিজ্ঞার আলোকে ক্ষেত্র চিহ্নিত করা, জলবায়ু তহবিলের প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে এডভোকেসি পরিকল্পনা গ্রহণে সুনির্দিষ্ট মতামত ও প্রস্তাব তুলে ধরেন। বিশেষ করে যত দ্রুত সম্ভব বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, এলজিইডি, সাতক্ষীরা পৌরসভা, জেলা পরিষদ এবং জেলা প্রশাসনকে যুক্ত করে জলবায়ু ঝুকি মোকাবেলায় জন অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নে ১টি পরামর্শ সভা এবং সাতক্ষীরা পৌরসভা কর্তৃক বাস্তবায়নাধীন সবুজ জলবায়ু তহবিলের আওতায় ক্রিম প্রকল্প (কেএফডব্লিও এর অর্থায়নে) সম্পর্কে ১ টি জন অবহিতকরণ সভা আয়োজনের বিষয়ে জোর দাবি জানান।
এসময় সনাক সভাপতি কিশোরী মোহন সরকার, সহ-সভাপতি মো. তৈয়েব হাসান, ভারতেশ্বরী বিশ্বাস, সনাক সদস্য প্রফেসর আব্দুল হামিদ, ড. দিলারা বেগম, মো. অলিউর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বারী, দৈনিক পত্রদূত এর সম্পাদমন্ডলীর সভাপতি মোঃ আনিছুর রহিম, স্বদেশ নির্বাহী পরিচালক মাধব দত্ত, চ্যালেল আই প্রতিনিধি আবুল কালাম আজাদ, নাগরিক আন্দোলন মঞ্চ, সাতক্ষীরা এর আহ্বায়ক এডভোকেট ফাহিমুল হক কিসলু, সদস্য সচিব আলী নূর খান বাবুল, দৈনিক পত্রদূত এর ভারপ্রাপ্ত সম্পাদক লায়লা পারভীন সেজুতি, গাভা আইডিয়াল কলেজ এর অধ্যক্ষ শিব পদ গাইন, ক্রিসেন্ট এর নির্বাহী পরিচালক মো. আবু জাফর সিদ্দিকী, বরসা’র সহকারি পরিচালক নাজমুল আলম মুন্না, বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক জোৎন্সা দত্ত, ব্রাক এর জেলা প্রতিনিধি মো. রেজাউল করিম খান, সুশীলন এর জেলা সমন্বয়কারী মো. শাহীন ইসলাম, ঋশিল্পীর ম্যানেজার যোগাযোগ সভারঞ্জন শিকদার প্রমুখ।

এ দিকে একই দিন বিকাল ৪.৩০ মিনিটে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে প্রাথমিক শিক্ষায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে লক্ষ্যে জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সাথে সনাক এর অপর ১টি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন এর সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন সনাক শিক্ষা বিষয়ক উপ-কমিটির আহবায়ক প্রফেসর আব্দুল হামিদ, সনাক সহ-সভাপতি ভারতেশ্বরী বিশ্বস, সনাক সদস্য ড. দিলারা বেগম, সচ্ছতার জন্য নাগরিক (স্বজন) সহ-সম্বয়ক চায়না ব্যানার্জী, উপজেলা শিক্ষা অফিসার মন্তোষ কুমার দেবনাথ, সহকারি উপজেলা শিক্ষা অফিসার গৌরাঙ্গ গাইন, এস, এম, মফিজুল ইসলাম। উপস্থিত ছিলেন সহকারি উপজেলা শিক্ষা অফিসার সন্দীপ কুমার রায়, সন্তোষ কুমার মন্ডল, বাসুদেব কুমার সানা, বদ্দিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ মাছুমা খাতুন প্রমুখ।

সভায় শিক্ষা খাতে সনাকের পরিচালিত কার্যক্রম সমূহ উপস্থাপন করা হয়। এসময় জেলা প্র্থমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন বদ্দিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গঠিত ‘সক্রিয় মা দলের’ ইতিবাচক অর্জনকে মডেল হিসেবে চিহ্নিত করে জেলার ১০৯৫টি প্রাথমিক বিদ্যালয়ে সক্রিয় মা দল গঠন ও পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest