সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরার ৪টি সংসদীয় আসনে বিএনপির ২ বিদ্রোহী প্রার্থীসহ ২৯ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিলসাতক্ষীরা-০১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আ’লীগ নেতা মুজিবের মনোনয়ন জমাসাতক্ষীরা জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের ফলাফল প্রকাশExploring the Flavorful Journey of Ground Beef Enchiladasজেলা ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠনচোরের উপদ্রবে অতিষ্ঠ কাটিয়া রেজিস্ট্রি অফিসপাড়ার বাসিন্দারা : মিথ্যা মামলার অভিযোগসাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পিতার মৃত্যুতে শােকসাতক্ষীরায় পুলিশ ফাঁড়িতে হামলা: আসামী ছিনিয়ে নেওয়ার অভিযোগশ্যামনগরে কোস্টগার্ডের অভিযানে ভারতীয় মদ জব্দআশাশুনিতে জলবায়ু-স্বাস্থ্য সচেতনতা বিষয়ক যুব নেতৃত্বাধীন প্রচারনা

বিআরটিএ-তে লাইসেন্স-ফিটনেস সনদ আবেদনের ধুম

দেশের খবর: নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত স্কুল-কলেজের শিক্ষার্থীরা মাত্র পাঁচ দিনে দেখিয়ে দিয়েছেন চাইলে সবকিছু নিয়মতান্ত্রিকভাবে চলতে পারে। ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা, অবৈধ যানবাহন নিয়ন্ত্রণ করে তারা প্রমাণ করেছে পুলিশ চায় না তাই হয় না। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটিতে (বিআরটিএ) ধুম পড়েছে লাইসেন্স-ফিটনেস সনদের জন্য। পুলিশ না পারলেও শিক্ষার্থীরা ঠিকই টনক নড়িয়েছে সবার।লাইসেন্সবিহীন চালক ও গাড়ি সড়কে নয়, ছাত্রদের এমন দাবির পরিপ্রেক্ষিতে ভিড় বেড়েছে বিআরটিএ-তে। সংস্থাটি জানিয়েছে, শিক্ষার্থীদের চলমান আন্দোলন শুরুর পর থেকেই ভিড় বেড়েছে। আর গত দু’তিন দিনে প্রতিদিন লাইসেন্সসহ বিভিন্ন বৈধ ডকুমেন্ট তৈরির আবেদন বেড়েছে দ্বিগুণ।
সরেজমিনে বিআরটিএ সার্কেল-১ কার্যালয়, মিরপুরে গিয়ে দেখা যায় উপচেপড়া ভিড়। গাড়ি আর লোকজনের সমাগমে স্বস্তিতে দাঁড়ানোর মতো জায়গা নেই। প্রাইভেটকারের লাইনের লেজ গিয়ে ঠেকেছে পুলিশ কনভেনশন সেন্টারের সামনে। আর ভেতরে মোটরসাইকেলসহ অন্য গাড়ির জন্য চলাচল করাই কষ্টসাধ্য।আগতদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রাইভেটকারের বেশির ভাগই এসেছে ফিটনেস সার্টিফিকেট আর মালিকানা পরিবর্তনের জন্য। অনেকেই এসেছেন ড্রাইভিং লাইসেন্স, কেউবা ডিজিটাল নম্বর প্লেট, ডিজিটাল রেজিস্ট্রেশন কার্ড করতে। অনেকেই এসেছেন লার্নার কার্ডের জন্য। প্রতিটি বুথেই ভিড় লক্ষ্যণীয়। সকাল থেকেই লম্বা লাইনে দাঁড়িয়ে কাজ সারছেন আগতরা। হঠাৎ বাড়তি লোকের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে বিআরটিএ।
সংস্থাটির উপ-পরিচালক মো. মাসুদ আলম বলেন, আমরা স্পেশাল ড্রাইভ দিচ্ছি। শিক্ষার্থীরা আন্দোলন শুরুর পর থেকে আমাদের পাঁচটি ভ্রাম্যমাণ আদালত কাজ করছে। সব মিলিয়ে গত তিনদিনে ব্যাপক আবেদন পড়ছে।সহকারী পরিচালক আলী আহসান মিলন বলেন, আগে প্রতিদিন ড্রাইভিং লাইসেন্সের জন্য গড়ে ১১০টির মতো আবেদন পড়তো। এখন প্রতিদিন পড়ছে ২৩০টির মতো। নবায়নের জন্য আগে ৫০টি আবেদন পড়তো, এখন পড়ছে ৯০টির বেশি। ফিটনেস সনদ নিতে আগে প্রতিদিন আবেদন পড়তো ৯শ। এখন পড়ছে ১ হাজার ৪শ।
এছাড়া মালিকানা পরিবর্তন, ডিজিটাল নম্বর প্লেট, ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি কাজেও আবেদন বেড়েছে। এটি একটি বিরাট সাফল্য। তবে এই চাপ সামলানোর জন্য আমাদের পর্যাপ্ত লোকবল নেই। আগের লোকবল দিয়ে সব সামলানো হচ্ছে।
এটাকে সাফল্য দেখলেও বিআরটিএ ভোগান্তির অপর নাম- এমনটাই বলছেন আগতরা। তাদের বক্তব্য, এখানে কোনো কাজই সময়মতো হয় না। ছোটখাটো ভুল বা তুচ্ছ কারণে দিনের পর দিন এখানে ঘুরতে হয়। মূলত এসব কারণেই অনেকেই বৈধ কাগজপত্র করতে চান না।
মিরপুরের বাসিন্দা ইদ্রিস শেখ বলেন, ড্রাইভিং লাইসেন্সের লার্নার কার্ড নিজে করতে এসে তিনদিন ঘুরেছি। এখনো হাতে পাইনি। অথচ অনেকেই দালালদের কিছু টাকা দিয়ে কাজ আদায় করে নিচ্ছে একদিনেই। এতে আমার নিজের সদিচ্ছাটা মরে গেছে। এরপর হয় টাকা দিয়েই কাজ করবো, না হলে ড্রাইভিং লাইসেন্সই আর করবো না।
মাসুদ আলম বলেন, বৈধ কাগজ-পত্র নিয়ে সড়কে যানবাহন চালানোই তো নিয়ম। এছাড়া ড্রাইভিং লাইসেন্স করা মানে সেটা তো একটি কাগজ নয়। পরীক্ষার মধ্য দিয়ে লাইসেন্স নিতে হয়। কাজেই এখানে সড়কের নিয়ম মানার একটা শিক্ষার বিষয় থাকে। তাই এটা করাটা জরুরি। ভোগান্তি যা হচ্ছে এটা লোকবলের অভাবের কারণে। আমরা আন্তরিকতা নিয়েই কাজ করছি। কোনো অনিয়মের অভিযোগ থাকলে আমাদের জানালে যথাযথ ব্যবস্থা নেবো।
ভ্রাম্যমাণ আদালত, ট্রাফিক পুলিশের তৎপরতা সত্ত্বেও সড়কে শৃঙ্খলা না আসার পেছনে বিআরটিএ’র এই কর্মকর্তা জনসাধারণের ইচ্ছার ঘাটতিকেই দোষারোপ করেন। তিনি বলেন, যিনি গাড়ি চালান দায়িত্বটা তার নিজের। তিনি নিজে শৃঙ্খলা না রাখলে আসলে আইন দিয়ে শৃঙ্খলা নিশ্চিত করা দুরূহ।
শিক্ষার্থীরা চলমান আন্দোলনে জনসাধারণের সঙ্গে বাজে আচরণ না করেও যে শৃঙ্খলা রক্ষা করা যায় তা দেখিয়ে দিয়েছে। গত সাতদিনে প্রায় সবাই গাড়ি নিয়ে বেরুলে সঙ্গে রেখেছেন বৈধ কাগজপত্র। কেউ বৈধ কাগজ না রাখায় তাদের কাছে লজ্জায় পড়ে পরের দিন আর কাগজ ছাড়া বের হননি, এমন নজির রয়েছে অনেক।
গত কয়েকদিনে ছাত্ররা ট্রাফিক পুলিশ তার গাড়ির কাগজ না রাখায় তাকে মামলা দিতে বাধ্য করেছেন। উল্টোপথযাত্রী মন্ত্রীকে ফিরিয়ে দিয়েছেন। গাড়ি আটকে থানায় দিয়েছেন। তাদের এমন কর্মযজ্ঞে সবার মানসপটেই এক শৃঙ্খলার রূপরেখার উদয় হয়েছে। ডিএমপি কমিশনার তো বলেই দিয়েছেন, শিক্ষার্থীরা আমাদের নৈতিক ভিত্তির ওপর দাঁড় করিয়েছে দিয়েছে। তাই ঘোষণা করা হয়েছে ট্রাফিক সপ্তাহ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে মাধ্যমিক স্তরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৈজ্ঞানিক সরঞ্জাম বিতরণ

নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান সমূহে বৈজ্ঞানিক সরঞ্জাম বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১ টায় মাধ্যমিক স্তরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের নিকট ১ কোটি টাকার বৈজ্ঞানিক সরঞ্জামাদি তুলে দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রানালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী আলহাজ¦ অধ্যাপক ডা: আ.ফ.ম রুহুল হক এমপি। সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ শেখ ওয়াহেদুজ্জামান, কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপÍ) নূর আহমেদ মাসুম, কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান হাফিজুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন প্রযুক্তি নির্ভর দেশে পরিণত হয়েছে। প্রযুক্তি সুবিধার কারণে বাংলাদেশের ছোট কুড়ে ঘর থেকে আমেরিকাসহ বিশ্বের যে কোন দেশের মানুষের সাথে যোগাযোগ করতে পারে। ভিডিও কলের মাধ্যমে একের অন্যের ছবি দেখতে পাচ্ছে। এগুলো সবই জননেত্রী শেখ হাসিনার অবদান। শিক্ষার্থীরা যাতে শুরু থেকেই প্রযুক্তির জ্ঞান নিয়ে বেড়ে উঠতে পারে সে লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠান বৈজ্ঞানিক সরঞ্জাম বিতরণ শুরু করেছেন। এ সরঞ্জামের সঠিক ব্যবহার করে শিক্ষার্থীদের বৈজ্ঞানিক শিক্ষায় শিক্ষিত করার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নলতা মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধন করলেন ডা: রুহুল হক এমপি

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা মাধ্যমিক বিদ্যালয়ের নব-নির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। সকাল সাড়ে ৯টায় নলতা মাধ্যমিক বিদ্যালয়ের ৬০ লক্ষ টাকা ব্যায়ে নব নির্মিত ভবনের উদ্বোধন করেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রানালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী আলহাজ¦ অধ্যাপক ডা: আ.ফ.ম রুহুল হক এমপি। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল মামুন, কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নূর আহমেদ মাসুম, কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান হাফিজুর রহমান,নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বর্তমান সরকারের আমলে দেশের প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। দেশের প্রত্যান্ত অঞ্চল এখন বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে। গ্রামের মানুষ এখন বাড়ি বসেই ডিজিটাল সেবা পাচ্ছে। বিনা চিকিৎসায় এখন আর মানুষ মারা যায় না। স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্রেও অভাবনীয় উন্নয়ন ঘটিয়েছে জননেত্রী শেখ হাসিনা। দেশ এখন উন্নয়নের মহাসড়কে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি সকলকে নৌকায় আস্থা রাখার আহ্বান জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শেখ হাসিনার নেতৃত্বে আজ নারীরা স্বাবলম্বী — ডা: রুহুল হক এমপি

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় নলতা অডিটরিয়ামে অনুষ্ঠিত মা সমাবেশে সভাপতিত্ব করেন, সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল মামুন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রানালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাবেক স্বাস্থ্যমন্ত্রী আলহাজ¦ অধ্যাপক ডা: আ.ফ.ম রুহুল হক এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত), নুর আহমেদ মাসুম, কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান হাফিজুর রহমানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কালিগঞ্জ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম।
এসময় প্রধান অতিথি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ নারীরাও স্বাবলম্বী হতে শুরু করেছে। এক সময়ে ধর্মের দোহাই দিয়ে নারীদের ঘরে বন্দি করে রাখা হতো। শেখ হাসিনা নারীদের সেই বন্দি দশা থেকে মুক্ত করে নিজের পায়ে দাড়ানোর পথ দেখিয়েছেন। এখন শিক্ষার্থীরা বছরের প্রথম দিনে নতুন বই পায়। বর্তমানে শিক্ষিতের হার বেড়ে গেছে। তার পেছনে জননেত্রীর অবদান রয়েছে। তিনি মা’দের দৃষ্টি আকর্ষন করে বলেন, আপনার সন্তানকে সু-শিক্ষায় শিক্ষিত করতে হবে। আপনার সন্তান যেন মাদক,জঙ্গি ও সন্ত্রাসের সাথে জড়িয়ে না পড়ে সে বিষয়ে সরকার এবং প্রশাসনের পাশাপাশি আপনাদেরও ভূমিকা রাখতে হবে। তাহলেই বঙ্গবন্ধু স্বপ্ন মাদক,জঙ্গি ও সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়া সম্ভব হবে।
বর্তমান সরকারের সময়ে সারাদেশে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক চালু করা হয়েছে। ম্যাটসহ জেলায় জেলায় সরকারি হাসপাতালগুলো উন্নতিকরণ করা হয়েছে। যার অবদান একমাত্র জননেত্রী শেখ হাসিনার। তিনি জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার জন্য আবারো নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে প্রধান শিক্ষককে লাঞ্ছিতের ঘটনায় জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান

শহর প্রতিনিধি : আশাশুনিতে বিদ্যালয়ের সভাপতি কর্তৃক প্রধান শিক্ষককে মারপিট ও লাঞ্ছিতের ঘটনায় প্রতিকার চেয়ে সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন শিক্ষক নেতৃবৃন্দ।
রোববার দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক মোঃ ইফতেখার হোসেনের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা শিক্ষক সমিতির সভাপতি চিত্তরঞ্জন ঘোষ, সাধারণ সম্পাদক শফিউদ্দীন, সহ-সভাপতি এনামুল হক, আশাশুনি উপজেলা শিক্ষক সমিতির সভাপতি এ এস এম মোস্তাফিজুর রহমান, সাবেক সভাপতি নীলকন্ঠ সোম, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, সহ:সভাপতি অরুন কুমার গাইন, সরাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া, খাজরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান ও ভুক্তভোগী প্রধান শিক্ষক অজয় কুমার ঢালী প্রমুখ।
স্মারকলিপি সূত্রে জানাগেছে, আশাশুনি উপজেলার ফকরাবাদ জে,বি নি¤œমাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি সুব্রত কুমার মন্ডল বিগত কয়েকদিন পূর্বে আকস্মিক বিদ্যালয়ে যান। শিক্ষক-কর্মচারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। বিদ্যালয়ের সকল শিক্ষকদের উপস্থিতিতে তিনি বিদ্যালয়ের রেজুলেশন খাতা, নোটিশ খাতা, ক্যাশখাতাসহ অন্যান্য খাতা দলিলপত্র, চুক্তিপত্র নিয়ে বিদ্যালয় হতে চলে যান। পরবর্তীতে উক্ত খাতাপত্র প্রধান শিক্ষক অজয় কুমার ঢালী সভাপতি সাহেবের কাছে চাইতে গেলে তিনি সেগুলো না দিয়ে তাল বাহানা করতে থাকে। একপর্যায়ে প্রধান শিক্ষক আবারো বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনার জন্য উক্ত খাতাপত্র গুলো ফেরত দেওয়ার জন্য সভাপতিকে অনুরোধ জানালে তিনি গত ০১আগস্ট২০১৮ তারিখে বেলা অনুমান ১২ টার দিকে বিদ্যালয়ে উপস্থিত হয়ে প্রধান শিক্ষক অজয় কুমার ঢালীর সাথে কথাকাটাকাটি করতে থাকেন। একপর্যায়ে সভাপতি সুব্রত কুমার মন্ডল প্রধান শিক্ষককে কিল,ঘুষি মেরে আহত করেন এবং লাঞ্ছিত করেন। এঘটনা দ্রুত বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়লে আশাশুনি উপজেলাসহ জেলা সকল শিক্ষকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। শিক্ষক নেতৃবৃন্দ একজন জাতি গড়ার কারিগরকে মারপিট ও লাঞ্ছিতকারী ওই সভাপতিকে অপসারণ পূর্বক আইনের আওতার আনার দাবি জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোনালদো নেই, রিয়ালের কাছে বিধ্বস্ত জুভেন্টাস

খেলার খবর: সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালির ক্লাব জুভেন্টাসে যোগ দিয়েছেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। আর এবার সেই জুভিদেরই প্রাক মৌসুম টুর্নামেন্টে ৩-১ গোলে বিধ্বস্ত করলো রিয়াল। যদিও এখনও দলের হয়ে মাঠে নামেননি বিশ্বসেরা স্ট্রাইকার রোনালদো।

যুক্তরাষ্ট্রের ফেডএক্স ফিল্ডে রিয়ালের হয়ে জোড়া গোল করেন মার্কো অ্যাসেনসিও। এছাড়া চমৎকার পারফরম্যান্স করে গোল আদায় করেন গ্যারেথ বেল। তবে জুভিদের একমাত্র গোলটিও এসেছে রিয়ালের শিবিরের দানিয়েল কারবাহালের আত্মঘাতি থেকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অভিনেত্রী নওশাবার চার দিনের রিমান্ড মঞ্জুর

দেশের খবর: রাজধানীর জিগাতলার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে আটক অভিনেত্রী ও মডেল কাজী নওশাবা আহমেদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ রোববার ঢাকার মহানগর হাকিম মাজহারুল হক এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে উত্তরা পশ্চিম থানার পুলিশ নওশাবাকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে। শুনানি শেষে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান এ বিষয়ে নিশ্চিত করেছেন।

গতকাল রাতে নওশাবার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে মামলা করেছে র‍্যাব।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান আজ রোববার দুপুরে এ তথ্য জানান।

জিগাতলায় গতকাল শনিবার নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলায় দুই ছাত্রের মৃত্যু এবং একজনের চোখ তুলে ফেলা হয়েছে দাবি করে ফেসবুকে লাইভ করেন কাজী নওশাবা আহমেদ। পরে তাঁর দাবির সত্যতা পাওয়া যায়নি। ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে গতকাল শনিবার রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাঁকে আটক করে র‍্যাব-১-এর কার্যালয়ে নেওয়া হয়।

রাত ১২টার দিকে র‍্যাব-১-এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, শিক্ষার্থীদের আন্দোলনে উসকানি দেওয়ার জন্যই ফেসবুক লাইভে আসেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এটা স্বীকার করেছেন।

র‍্যাব পরিচালক জানান, নওশাবা ঘটনাস্থলে না থেকেই লাইভে এসে গুজব রটান। উসকানি ছড়ানোই ছিল উদ্দেশ্য।

এর আগে শনিবার বিকেলে ফেসবুক লাইভে এসে জিগাতলায় নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলায় দুই ছাত্রের মৃত্যু এবং একজনের চোখ তুলে ফেলার খবর জানান কাজী নওশাবা আহমেদ।

শনিবার দুপুরে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ের কর্মীদের সংঘর্ষ হয়। সংঘর্ষে শিক্ষার্থীদের মৃত্যুর ‘গুজব’ ছড়িয়ে পড়লে অভিনেত্রী নওশাবা বিকেল ৪টার দিকে ফেসবুক লাইভে আসেন।

পরে নওশাবার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি একজনের কাছ থেকে শুনেছি, সেখানে ঝামেলা হচ্ছে। তারপরে আমি লাইভে এসেছিলাম। এসব যদি সত্য না হয়, তাহলে আমি ক্ষমাপ্রার্থী।’ এরপরেই তিনি লাইনটা কেটে দেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মঙ্গলে প্রথম মানব হিসেবে পা রাখবেন কিশোরী অ্যালিসা

ভিন্ন স্বাদের সংবাদ: অ্যালিসা কারসন। ২০৩৩ সালে মঙ্গল গ্রহে পাঠানো মানবদের একজন হিসেবে মঙ্গলে পা দেবেন। ৩ বছর বয়সে কার্টুন সিরিজে মঙ্গল গ্রহের বিষয়ে জানার পর বাবাকে বলেছিলেন, ‘আমি মহাকাশচারী হতে চাই এবং এসব মানুষদের মতো মঙ্গলে যেতে চাই।’

বর্তমানে ১৭ অ্যালিসা সেই ইচ্ছাপূরণের পথে প্রতিনিয়ত এগিয়ে চলেছেন। এ বয়সে মহাকাশচারী হয়ে উঠতে যতটুকু প্রশিক্ষণ নেয়া যায় তার সবই নিয়েছেন অ্যালিসা। তিনি বলেন, অন্যদের মতোই আমি সবকিছু করেছি, ক্যারিয়ার নিয়ে চিন্তা করেছি। শিশুরা শিক্ষক, প্রেসিডেন্ট হতে চায়। আমি সবসময় ভেবেছি আমি মহাকাশচারী হব, মঙ্গলে যাবো। সেখান থেকে ফিরে এসে শিক্ষক কিংবা প্রেসিডেন্ট হব।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা অ্যালিসাকে বেছে নিয়েছিল অনেক দিন আগেই। ১৮ বছর পূর্ণ হওয়ার পর আনুষ্ঠানিকভাবে নাসাতে আবেদন করতে পারবেন যুক্তরাষ্ট্রের লুজিয়ানার বাসিন্দা অ্যালিসা।

মঙ্গলের মহাকাশযানের ভিডিও ইউটিউবে দেখা ছিল অ্যালিসার নেশা। ঘরের দেওয়াল জুড়ে মঙ্গলের এক বিশাল ম্যাপ। আমেরিকার অ্যাডভান্সড স্পেস অ্যাকাডেমি থেকে সবচেয়ে কম বয়সে ডিগ্রি নিয়েছেন। নাসার সব স্পেস ক্যাম্প সম্পন্ন করে রেকর্ড করেছে অ্যালিসা। এছাড়া অ্যালিসাই একমাত্র যে নাসার পাসপোর্ট প্রোগ্রাম শেষ করেছে। অর্থাৎ, নাসার সব ভিজিটর সেন্টার পরিদর্শন করেছে। সারা আমেরিকার ন’টি অঙ্গরাজ্যে নাসার ১৪টি ভিজিটর সেন্টার রয়েছে।

ইংলিশ, চাইনিজ, ফ্রেঞ্চ, এবং স্প্যানিশ অনর্গল কথা বলে যাচ্ছে অ্যালিসা। এছাড়া বায়োলজি, মাইক্রো বায়োলজি নিয়ে করতে হচ্ছে পড়াশোনা। মঙ্গলের মাটি আর পৃথিবীর মাটির তফাৎটা বুঝতে হচ্ছে। সেখানে কি গাছ ফলানো সম্ভব? সেই গবেষণাতেও মন দিয়েছে অ্যালিসা।

২০৩৩ সালে যান প্রযুক্তি তৈরি হয়ে যাবে তখন অ্যালিসার বয়স হবে ৩২, মহাকাশচারী হিসেবে সেটাই আদর্শ বয়স। যখন সে ফিরে আসবে তখন তার বয়স হবে ৩৬। ততদিন পর্যন্ত প্রেমে পড়াও মানা। তার কথায়, এটা একটা বিপজ্জনক মিশন, তাই কারও প্রতি বিশেষ আকর্ষণ থাকলে, অভিযান থেকে মনোযোগ সরে যেতে পারে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest