সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরার ৪টি সংসদীয় আসনে বিএনপির ২ বিদ্রোহী প্রার্থীসহ ২৯ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিলসাতক্ষীরা-০১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আ’লীগ নেতা মুজিবের মনোনয়ন জমাসাতক্ষীরা জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের ফলাফল প্রকাশExploring the Flavorful Journey of Ground Beef Enchiladasজেলা ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠনচোরের উপদ্রবে অতিষ্ঠ কাটিয়া রেজিস্ট্রি অফিসপাড়ার বাসিন্দারা : মিথ্যা মামলার অভিযোগসাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পিতার মৃত্যুতে শােকসাতক্ষীরায় পুলিশ ফাঁড়িতে হামলা: আসামী ছিনিয়ে নেওয়ার অভিযোগশ্যামনগরে কোস্টগার্ডের অভিযানে ভারতীয় মদ জব্দআশাশুনিতে জলবায়ু-স্বাস্থ্য সচেতনতা বিষয়ক যুব নেতৃত্বাধীন প্রচারনা

পাকিস্তানে বাস-ট্যাংকার সংঘর্ষে নিহত ২০

আন্তর্জাতিক সংবাদ: উত্তর-পশ্চিম পাকিস্তানে বাস-ট্যাংকার সংঘর্ষে ২০ জন নিহত হয়েছে। শনিবার (৪ আগস্ট) রাতে পাকিস্তানে খাইবার পাখতুনখোয়ার কোহাতের সামারি এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ধাক্কা লাগে একটি ট্যাংকারের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে৷

এদিকে খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছে যায় উদ্ধারকারী দল৷নিহত এবং আহতদের উদ্ধার করা হয়৷স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহতদের৷২০ জন নিহত এবং প্রায় ৩৫ জন আহত হয় এই দুর্ঘটনায়৷নিহতদের মধ্যে ২ মহিলা এবং ২ দলিত রয়েছে বলে জানা গিয়েছে৷পাশাপাশি ট্যাংকারের নিচ থেকে দুটি দেহও উদ্ধার করা হয়৷

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিজয়

খেলার খবর: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টাইগারদের ১৭১ রানের জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের তরি ডুবে গেছে। ইনিংসের অষ্টম ওভারের মধ্যেই টপঅর্ডারের চার ব্যাটসম্যানকে সাজঘরে পাঠিয়ে দিয়েছেন বাংলাদেশি বোলাররা।

এরপর খুব একটা ভালো ব্যাট করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ফলে নির্ধারিত ২০ ওভারে ১৫৯ রান করতে সক্ষম হয় ওয়েস্ট ইন্ডিজ।

শেষের ১০ ওভারে তাদের জিততে প্রয়োজন ছিল ৯০ রান। ওয়েস্ট ইন্ডিজের আশার প্রতীক হয়ে টিকে রয়েছেন ওপেনার আন্দ্রে ফ্লেচার।

শুরুতেই এভিন লুইস ও আন্দ্রে রাসেলকে তুলে নিয়ে ওয়েস্ট ইন্ডিজ শিবিরে চাপ তৈরি করেছিলেন মোস্তাফিজুর রহমান। মারলন স্যামুয়েলসকে ফিরিয়ে সেই চাপ অব্যাহত রেখেছিলেন সাকিব আল হাসান। তাতে বাড়তি পারদ জোগালেন রুবেল হোসেন। এলবিডব্লিউর ফাঁদে ফেলে ফিরিয়ে দিলেন দিনেশ রামদিনকে।

চতুর্থ ওভারে আবারো আঘাত হানেন মোস্তাফিজুর।

ফিরিয়ে দেন ভয়ঙ্কর আন্দ্রে রাসেলকে। পরের ওভারে মারলন স্যামুয়েলসকে ফেরান টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। অষ্টম ওভারের প্রথম বলে উইকেটরক্ষক ব্যাটসম্যান দিনেশ রামদিনের উইকেট তুলে নেন রুবেল হোসেন।

রবিবার ফ্লোরিডার লডারহিলে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েট। তবে শুরুতেই হোঁচট খান টাইগাররা। স্কোরবোর্ডে ৭ রান যোগ হতেই অ্যাশলে নার্সের শিকার হয়ে ফেরেন ওপেনিংয়ে নামা লিটন দাস (১)। আস্থার প্রতিদান দিতে পারেননি ব্যাটিং পজিশন পরিবর্তন করে ওয়ানডাউনে নামা মুশফিকুর রহিম। সেই নার্সের স্পিন ভেলকিতে রাসেলকে ক্যাচ প্র্যাকটিস করিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন মিস্টার ডিপেন্ডেবল (৪)। আবারও ব্যর্থ হন সৌম্য (১৪)। শুরুর ধাক্কা কাটিয়ে ওঠার আগেই সাজঘরে ফেরত আসেন তিনি। এতে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।

এরপর লিটন, মুশফিক, সৌম্য ফিরে গেলেও একপ্রান্ত আগলে রাখেন তামিম। পরে সাকিবকে নিয়ে বিপর্যয় সামাল দেন তিনি। একপর্যায়ে জমে ওঠে তাদের জুটি। এতে পথ দেখতে পায় বাংলাদেশ। দলীয় ১৩৮ রানে রাসেলের শিকার বনে ফেরেন তামিম। ফেরার আগে ৪৪ বলে ৬ চারের বিপরীতে ৪ ছক্কায় ৭৪ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি।

তামিম ফিরলেও থেকে যান সাকিব। চলতেই থাকে বিশ্বসেরা অলরাউন্ডারের চমক। ইনিংসের ৩ বল বাকি থাকতে হার মানেন তিনি। কিমো পলের বলে মারতে গিয়ে ফেরেন বাংলাদেশ অধিনায়ক। এর আগে তুলে নেন টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৭ম ফিফটি। ৩৮ বলে ৬০ রানের টর্নেডো ইনিংস খেলার পথে তিনি হাঁকান ৯ চার ও ১ ছক্কা। শেষ পর্যন্ত ১৭১ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাটের গাড়িতে দুর্বৃত্তদের হামলা

বিদেশের খবর: মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা । রাত ১১ টায় রাজধানীর মোহাম্মদপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদারের বাসায় একটি ডিনার পার্টিতে অংশ নিয়ে ফেরার পথে তিনি এ হামলার শিকার হন।
বদিউল আলম মজুমদার জানান, রাত ১১ টায় তার বাসা থেকে বের হওয়ার পর বার্নিকাটের গাড়িতে কয়েকজন দুর্বৃত্ত ইটপাটকেল ছুড়ে। তারা গাড়ির পিছু পিছু ধাওয়া করে। হামলায় বার্নিকাটের গাড়ি চালক আহত হয়েছেন।
এসময় তার বাসায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাটের উপস্থিতিতে একটি পারিবারিক অনুষ্ঠান চলছিল।তিনি অধ্যাপক মজুমদারের বাসা থেকে বেরিয়ে যাওয়ার সময় তার গাড়িতেও হামলা করে একদল দুর্বৃত্ত— এমন অভিযোগ করেছেন বদিউল আলম মজুমদার নিজেই।
একটি গোয়েন্দা সূত্রে জানা গেছে, মার্কিন রাষ্ট্রদূত ছাড়াও বদিউল আলম মজুমদারের বাড়িতে ওই সময় ড. কামাল হোসেন,তার স্ত্রী হামিদা হোসেন, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হাফিজ উদ্দিন আহমেদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ধানমণ্ডিতে আওয়ামী লীগ অফিসে হামলা, সংঘর্ষ

দেশের খবর: নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচির মধ্যেই শনিবার রাজধানীর ধানমণ্ডির জিগাতলায় সংঘর্ষ ও ধাওয়াধাওয়ির ঘটনা ঘটেছে। দুপুর থেকে বিকেল পর্যন্ত এ সংঘর্ষের সময় কয়েকজন শিক্ষার্থীকে পিটিয়ে আহত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই সংঘর্ষের সময় হেলমেট পরা অচেনা তরুণকে অস্ত্র হাতে গুলি ছুড়তে দেখা যায়। অন্যদিকে শিক্ষার্থীদের মধ্যে থেকে একটি দল ধানমণ্ডি ৩/এ সড়কের আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে হানা দেয়। দুপুরে শিক্ষার্থীদের মধ্যে গুজব ছড়ায়, কার্যালয়ের ভেতর কয়েকজন শিক্ষার্থীকে ধরে নিয়ে রাখা হয়েছে। গুজব ছড়ানো হচ্ছিল চারজনকে হত্যা ও অন্য চারজনকে ধর্ষণ করারও। উদ্ধার করার লক্ষ্য নিয়ে শিক্ষার্থীরা এগিয়ে গেলে তাদের ওপর হামলা চালায় অজ্ঞাতপরিচয় কিছু তরুণ ও যুবক। এরপর অনেক সময় সংঘর্ষ চলে।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলছে, হামলায় দুই শতাধিক আহত হয়েছে এবং তাদের কয়েকজন হাসপাতালে চিকিৎসাও নিয়েছে। পরে সন্ধ্যার আগে আন্দোলনকারীদের পক্ষ থেকে কয়েকজন পুলিশের সঙ্গে ওই কার্যালয় ঘুরে দেখে। এরপর ছাত্র প্রতিনিধিরা সাংবাদিকদের বলেছে, গুজব শুনে বিভ্রান্ত হয়েছে তারা। সন্ধ্যায় ওই কার্যালয়ে গিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘এ হামলা পরিকল্পিত ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এরা স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী নয়, ওরা রাজনৈতিক দুর্বৃত্ত।’ আওয়ামী লীগের নেতাকর্মীরা দাবি করে, তাদের কার্যালয়ে হামলায় অন্তত অর্ধশত কর্মী আহত হয়েছে। এদিকে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে গত রাতে উত্তরা থেকে অভিনেত্রী কাজী নওশাবা আহমেদকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১ সদস্যরা। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান জানান, নওশাবা ফেসবুকে অপপ্রচার চালিয়ে উত্তেজনা তৈরি করেন। এ অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে।শিক্ষার্থী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, দুপুর থেকেই আওয়ামী লীগের ওই কার্যালয়ে শিক্ষার্থীদের আটকে হত্যা ও ধর্ষণ করা হয়েছে বলে ফেসবুকে জঘন্য গুজব ছড়ানো হচ্ছিল। এও প্রচার করা হয়, ধানমণ্ডি-১ নম্বর সড়কে পুলিশের গুলিতে নাহিদ নামে একজনের চোখ নষ্ট হয়ে গেছে। এরপর সায়েন্স ল্যাবরেটরি ও আশপাশের এলাকা থেকে একদল শিক্ষার্থী ওই কার্যালয়ের দিকে রওনা হয় এবং এর জের ধরে সংঘর্ষ বাধে। একই গুজবে ঢাকার বিভিন্ন স্থানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সন্ধ্যা পর্যন্ত ধানমণ্ডি থানার সামনে অবস্থান করে শিক্ষার্থীরা। প্রগতি সরণিতে শিক্ষার্থীদের অবস্থান নিয়ে বিক্ষোভ করতে দেখা গেছে।
ঘটনার সূত্রপাত যেভাবে : শিক্ষার্থীদের অভিযোগ, ঘটনার সূত্রপাত বিজিবি গেটের কাছে এক আওয়ামী লীগ নেতার গাড়ি আটককে কেন্দ্র করে। শিক্ষার্থীরা কাগজপত্র দেখতে চাইলে পেছন থেকে ছাত্রলীগের কয়েকজন কর্মী এসে তাদের মারধর করে। আর মেয়েদের গায়ে রং ছিটিয়ে দেয়। তখন মার খাওয়া কয়েকজন শিক্ষার্থীকে পাশের পপুলার হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এমন ঘটনা খুব অল্প সময়ে অনলাইনে প্রচার পায় ভিন্নভাবে। সায়েন্স ল্যাব মোড়ে কয়েকজনকে ধর্ষণ এবং নিহতের কথা বলতে শোনা যায়। সাংবাদিকরা তাদের আইডি কার্ড দেখতে চাইলে তা না দেখিয়ে পাশ কাটিয়ে চলে যায় তারা। তারা বলে, বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ কলেজের কয়েকজন শিক্ষার্থীকে আটকে রাখা হয়েছে। ছাত্রলীগের গুলিতে একজন নিহত হয়েছে। চার শিক্ষার্থীকে আটকে রেখে ধর্ষণ করা হয়েছে। এদের একজনকে গলা কেটে ফেলে দেওয়া হয়েছে ধানমণ্ডি লেকে। আজিমপুরে ১০ জন শিক্ষার্থীকে পিটিয়েছে ছাত্রলীগ, সায়েন্স ল্যাব মোড়ে ছাত্রলীগ হামলা করেছে।
ছড়িয়ে পড়া খবর বিশ্বাস করে দুপুর ২টার পর প্রায় চার হাজার শিক্ষার্থী জিগাতলায় আওয়ামী লীগের পার্টি অফিসের দিকে এগোতে থাকে। এ সময় আওয়ামী লীগের ধানমণ্ডি ৩/এ নম্বর সড়কের পার্টি অফিসের সামনে জড়ো হওয়া নেতাকর্মীরা শিক্ষার্থীদের ধাওয়া দেয়। ঘটনাস্থলে পুলিশ শিক্ষার্থীদের ওপর কয়েক রাউন্ড টিয়ার শেল ছোড়ে। উত্তেজিত শিক্ষার্থীদের কেউ কেউ বিজিবির গেটে ইটপাটকেল ছুড়তে শুরু করে। এ সময় বিজিবির সদস্যরা বাইরে বেরিয়ে এসে দুই পক্ষকে দুই দিকে পাঠিয়ে দেন।
সংঘর্ষের একপর্যায়ে নেতাকর্মীদের সরিয়ে নিতে রাস্তায় এসে দাঁড়ান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি। তিনি দলীয় নেতাকর্মীদের কার্যালয়ে ফিরিয়ে নিয়ে যান। পরে দলীয় নেতাকর্মীরা জড়ো হয়। এরপর বেশ কয়েক দফা লাঠিচার্জসহ কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ।দফায় দফায় সংঘর্ষ : প্রত্যক্ষদর্শীরা জানায়, দ্বিতীয় দফায় শিক্ষার্থীদের মধ্যে অনেকেই কার্যালয় লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। দেড় ঘণ্টা ধাওয়াধাওয়ি চলতে থাকে। তখন কয়েক রাউন্ড ফাঁকা গুলির শব্দ পায় স্থানীয় লোকজন। এ সময় কিছু যুবকের মাথায় হেলমেট দেখা যায়। তাদের একজনের হাতে আগ্নেয়াস্ত্র দেখা যায়। সেখানে ইট-পাথর ছোড়াছুড়ি চলে।
বিকেল ৩টার দিকে শিক্ষার্থীরা ধানমণ্ডি-২ নম্বর সড়কের স্টার রেস্তোরাঁর দিকে সরে যায়। পরে সেখানেও ধাওয়াধাওয়ি হয়। সেখানে সড়কে দুটি মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়া হয়। বিকেল ৫টার দিকে আম্বালা হোটেলের সামনে থেকে স্টার কাবাবের দিকে থাকা শিক্ষার্থীদের উদ্দেশে ইট ছুড়তে দেখা যায় হেলমেট পরা ওই যুবকদের। এ সময় শিক্ষার্থীরা পাল্টা ঢিল ছুড়ছিল, তাদের কারো কারো হাতে লাঠিও দেখা গেছে। ধাওয়াধাওয়ির একপর্যায়ে সন্ধ্যা ৬টার দিকে শিক্ষার্থীরা এগিয়ে বিজিবি ফটকের কাছে অবস্থান নেয়। অন্যদিকে আওয়ামী লীগ অফিসের সামনেও নেতাকর্মীরা অবস্থান নেয়। সেখানে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়। সংঘর্ষের সময় কালের কণ্ঠ’র ফটো সাংবাদিক তারেক আজিজ নিশোকসহ কয়েকজন গণমাধ্যমকর্মীর ওপর হামলা হয়। নিশোক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
সন্ধ্যার আগে আওয়ামী লীগের কয়েকজন কর্মী আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এরপর আন্দোলনকারীদের পক্ষ থেকে কয়েকজন এসে পুলিশের সঙ্গে পুরো কার্যালয় ঘুরে দেখে। এরপর আওয়ামী লীগের কার্যালয়েই সংবাদ সম্মেলন করে ওই শিক্ষার্থীরা। ঢাকা আইডিয়াল কলেজের শিক্ষার্থী কাজী আশিকুর রহমান তূর্য বলেছে, ‘দুপুরে নামাজের পর হঠাৎ কিছু লোক এসে বলে, আমাদের চারজন বোনকে আর কয়েকজন ছেলেকে আওয়ামী লীগ অফিসে আটকে রাখা হয়েছে। পরে আমাদের একটি অংশ আওয়ামী লীগ অফিসের দিকে চলে আসে। কিন্তু আমরা আওয়ামী লীগ অফিসে এসে দেখলাম, এমন কিছু ঘটেনি।’
ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গোলাম রাব্বি বলেন, ছাত্রদল আর শিবির আজকের এই ঘটনার মূল হোতা। এ সময় তিনি নীলক্ষেতে ১০ জনকে ভুয়া আইডি কার্ড বানানোর সময় পুলিশের হাতে তুলে দিয়েছেন বলে দাবি করেন।ফেসবুকে ভয়ংকর মিথ্যাচার : বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ফেসবুক পেজে গতকাল বিকেলে আয়াতুল্লাহ বেহেশতি নামের একজন ভিত্তিহীন গুজব ছড়িয়ে একটি পোস্ট দেয়। তার ওই পোস্টে বলা হয়েছে, ‘জিগাতলায় চারজন নিহত, চারজন ধর্ষিত’। এদিকে অভিনেত্রী কাজী নওশাবা আহমেদকেও ফেসবুক লাইভের ভিডিওতে বলতে শোনা যায়—‘আমি কাজী নওশাবা আহমেদ আপনাদের জানাতে চাই, একটু আগে জিগাতলায় আমাদেরই ছোট ভাইদের একজনের চোখ তুলে ফেলা হয়েছে এবং দুজনকে মেরে ফেলা হয়েছে। আপনারা সবাই একসাথে হোন। প্লিজ, ওদেরকে প্রটেকশন দেন। বাচ্চাগুলো আনসেভ অবস্থায় আছে। প্লিজ, আপনারা রাস্তায় নামেন এবং ওদের প্রটেকশন দেন। যদি সরকার প্রটেকশন দিতে না পারে তাহলে আপনারা মা-বাবা হয়ে, ভাই-বোন হয়ে বাচ্চাগুলোকে প্রটেকশন দেন। এটা আমার রিকুয়েস্ট। আমি একজন এ দেশের মানুষ, এ দেশের নাগরিক হিসেবে আপনাদের কাছে রিকুয়েস্ট করছি।…প্লিজ-প্লিজ ওদেরকে বাঁচান।’ এই স্ট্যাটাসের ব্যাপারে জানতে চাইলে কাজী নওশাবা আহমেদ সন্ধ্যায় বলেন, ‘আমার তথ্য যদি ভুল হয়, আমি যার কাছে শুনেছি তার কাছে জানতে হবে!’ এরপর রাতে র‌্যাবে তাঁকে গ্রেপ্তার করে। একইভাবে এ আর রিমন, আসিফ অর্কসহ আরো অনেকের আইডি থেকেও এমন গুজব ছড়াতে দেখা যায়।
গুজব শুনে সন্ধ্যায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রগতি সরণির যমুনা ফিউচার পার্কের সামনে অবস্থান নেয়। ধানমণ্ডি থানার সামনে এবং বনানীতেও সন্ধ্যার পর শিক্ষার্থীদের জড়ো হওয়ার খবর পাওয়া গেছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, ‘ফেসবুকে গুজব ছড়িয়ে স্বার্থান্বেষী মহল ফয়দা নেওয়ার চেষ্টা করছে। তারা শিশু-কিশোরদের মধ্যে ঢুকে পুলিশের ওপর, রাজনৈতিক কার্যালয়ে হামলা চালাচ্ছে। তাদের আমরা শনাক্ত করছি।’‘কার্যালয়ে হামলা পূর্বপরিকল্পিত’ : বিকেলে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, ‘এই হামলার স্টাইল দেখে আমি বলতে পারি, এটা সাধারণ ছাত্র-ছাত্রীরা করতে পারে না। কারণ, এটা কোনো রাজনৈতিক আন্দোলন নয়। ছাত্রদের আন্দোলনে অনুপ্রবেশকারী ও মতলববাজ বিএনপি-জামায়াতের প্রশিক্ষিত ক্যাডাররা এসব কর্মকাণ্ড করছে।’ ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি এবং তাদের সাম্প্রদায়িক দোসররা নতুন নতুন স্কুল ড্রেস তৈরি করছে। মিরপুর থেকে নকল আইডি কার্ড তৈরি করছে। এরপর তারা স্কুল ও কলেজের ড্রেস পরে আন্দোলনে উসকানি দিচ্ছে।’ তিনি বলেন, ‘তারা আওয়ামী লীগ সভাপতির অফিসের দিকে তেড়ে আসছে। এত দুঃসাহস। এরা স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী নয়। এরা রাজনৈতিক দুর্বৃত্ত। নিজেদের কোনো নেতাকর্মী ছাত্র-ছাত্রীদের সঙ্গে খারাপ ব্যবহার করেনি উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘ ছাত্র-ছাত্রীদের ড্রেস ও আইডি ব্যবহার করে কারা সংঘাতের উসকানি দিচ্ছে? কারা নিজেদের ব্যর্থতাকে ঢাকতে ছাত্র-ছাত্রীদের আন্দোলনের ওপর ভর করছে? এটাই আমাদের প্রশ্ন। তিনি বলেন, ‘বিএনপি অপেক্ষা করে কোথাও থেকে কোনো মোক্ষম একটা ইস্যু খুঁজে পাওয়া যায় কি না।’
শ্রমিকদের হামলা : যাত্রাবাড়ীতে পরিবহন শ্রমিকদের সঙ্গে ছাত্রদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে। এসব জায়গায় ছাত্রদের মারধর করার অভিযোগ পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীদের তথ্য মতে, সকাল ৯টার দিকে যাত্রাবাড়ী মোড়ে ছাত্ররা সায়েদাবাদগামী একটি প্রাইভেট কারের লাইসেন্স যাচাই করার সময় পেছন থেকে ৪০-৫০ জনের একটি দল ওই শিক্ষার্থীদের ওপর হামলা করে। এতে কয়েকজন শিক্ষার্থী মাথায় ও পিঠে আঘাত পায়। যাত্রাবাড়ী থানার ওসি আজিজুর রহমান বলেন, ছাত্ররা সড়কে থাকার সময় শ্রমিকরা তাদের বাধা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফেসবুকে যে প্রচারণা চালানো হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের খবর: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে শনিবার চারজন ছাত্রীকে আটকে রাখা এবং একজন ছাত্রের চোখ ওঠানো হয়েছে বলে ফেসবুকে যে প্রচারণা চালানো হয়েছে তা ‘সম্পূর্ণ ভিত্তিহীন’।
একটি স্বার্থান্বেষী মহল এই গুজব ছড়িয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী শনিবার বিকেলে বলেন, এই প্রচারণা সম্পূর্ণ ভিত্তিহীন। এটি ফেসবুকে ছড়ানো প্রচারণা।
তিনি বলেন, এই গুজব ছড়ানোর ফলে একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার নেতৃত্বে একটি শক্তিশালী পুলিশ বাহিনী আন্দোলনরত শিক্ষার্থী এবং সাংবাদিকদের নিয়ে ঘটনাস্থলে যায় এবং ওই কার্যালয়ের প্রতিটি কক্ষ তন্ন তন্ন করে খুঁজে দেখা হয়, কিন্তু কিছুই খুঁজে পাওয়া যায়নি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত সপ্তাহে রাজধানীর রেডিসন হোটেলের সামনে একটি বাস দুর্ঘটনায় দুঃখজনকভাবে দুই কলেজ শিক্ষার্থীর মৃত্যুতে শিক্ষার্থীদের বর্তমান আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য একটি স্বার্থান্বেষী মহল এই গুজব ছড়িয়েছে।
মন্ত্রী বলেন, এই গুজব ছড়ানোর পর শিক্ষার্থীদের একটি দল আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে হামলা চালায়। তিনি বলেন, স্বার্থান্বেষী মহল ফেসবুকে দুটি ভুয়া ভিডিও প্রচার করেছিল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শেখ হাসিনাকে নেপালের প্রধানমন্ত্রীর ফোন

দেশের খবর: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে আসন্ন বঙ্গোপসাগর উপকূলবর্তী সাত দেশের জোট বিমসটেক সম্মেলনে যোগদানের আমন্ত্রণ জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নেপালের প্রধানমন্ত্রী শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেন।
দুই প্রধানমন্ত্রীর মধ্যে ১০ মিনিট কথা হয়। তারা পারস্পরিক কুশল বিনিময় করেন।
এসময় কে পি শর্মা অলি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসন্ন বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন (বিমসটেক) সম্মেলনের আমন্ত্রণ জানান ও এই সম্মেলনে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফেসবুক লাইভে গুজব ছড়ানো সেই অভিনেত্রী নওশাবা আটক

দেশের খবর: ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে অভিনেত্রী কাজী নওশাবা আহমেদকে আটক করা হয়েছে। শনিবার রাতে তাকে উত্তরা থেকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।
র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার দুপুরে ধানমন্ডির জিগাতলায় শিক্ষার্থীদের সঙ্গে একদল যুবকের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের পর ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এসময় ছাত্র নিহতের গুজবও ছড়িয়ে পড়ে।
ফেসবুকে ওই গুজবের পক্ষে-বিপক্ষে তথ্য আসার মধ্যেই বিকেল ৪টার দিকে সংঘর্ষে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরতদের মধ্যে দুই ছাত্রের মৃত্যু ও একজনকে চোখ তুলে নেওয়ার ‘খবর’ নিয়ে ফেসবুক লাইভে আসেন অভিনেত্রী নওশাবা।
এক মিনিটের ৩৭ সেকেন্ডের লাইভ ভিডিওতে বিমর্ষ ও আতঙ্কিত দেখা যায় নওশাবাকে। লাইভের শুরুতেই তিনি বলেন, আমি কাজী নওশাবা আহমেদ বলছি, আপনাদেকে জানাতে চাই, একটু আগে জিগাতলায় আমাদের ছোট ভাইদের একজনের চোখ তুলে ফেলা হয়েছে, দুইজনকে মেরে ফেলা হয়েছে।
লাইভে তিনি সকলকে এক হওয়ার অনুরোধ জানান। নওশাবা বলেন, আপনারা সবাই এক সাথে হোন। ওদের প্রটেকশন দিন প্লিজ। বাচ্চাগুলো আনসেইফ অবস্থায় আছে। আপনারা রাস্তায় নামেন প্লিজ।
এই অভিনেত্রী আরও বলেন, এদেশের নাগরিক হিসেবে, মানুষ হিসেবে রিকোয়েস্ট করছি, জিগাতলায় স্কুলের ছেলের চোখ উপড়ে ফেলা হয়েছে।
ফেসবুক লাইভৈ নওশাবা বলেন, একটু আগে অ্যাটাক করেছে, ছাত্রলীগের ছেলেরা। তারা জিগাতলায় আছে। আপনারা এখনই নামবেন, আপনাদের বাচ্চাদের নিরাপদ জায়গায় নিয়ে যাবেন।
নওশাবার ওই ফেসবুক লাইভ নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। গুজবের কথা শুনেই শিক্ষার্থীরা ছুটে গিয়েছিলেন বলেও এরই মধ্যে আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুর দুইটার পরে চার শিক্ষার্থীকে ‘ধরে নিয়ে’ যাওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। এসময় নিরাপদ সড়কের দাবিতে সাইন্সল্যাব এলাকা ও জিগাতলা মোড়ে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ের দিকে ছুটে যায়।
এরপর কার্যালয়ে থাকা আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ ও ধাওয়া- পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে কার্যালয় লক্ষ্য করে ইট পাটকেল ছুড়তে থাকে শিক্ষার্থীরা। এসময় পাশে বঙ্গবন্ধু ট্রাস্টের কার্যালয় লক্ষ্য করেও বিক্ষুব্ধরা ইট-পাটকেল ছোড়ে।
পরে সন্ধ্যার দিকে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। এরপরই শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল আওয়ামী লীগের কার্যালয়ে প্রবেশ করে। এরপর তারা সেখানে কাউকে আটকে রাখা হয়েছে কিনা- তা ঘুরে ঘুরে দেখেন এবং আওয়ামী লীগের কয়েকজন কেন্দ্রীয় নেতার সঙ্গে কথা বলেন।
আওয়ামী লীগের কার্যালয় থেকে বেরিয়ে প্রতিনিধি দলের একজন ঢাকা আইডিয়াল কলেজের ছাত্র কাজী আশিকুর রহমান তূর্য বলেন, দুপুরে হঠাৎ কিছু লোক বলে, আমাদের চারজন বোনকে আর কয়জন ছেলেকে আওয়ামী লীগ অফিসে আটকে রাখা হয়েছে।
তিনি বলেন, আন্দোলনকারীদের মেরে ফেলা ও আটকে রাখার যে তথ্য আমরা পেয়েছিলাম, তা গুজব। গুজবে বিভ্রান্ত হয়ে শিক্ষার্থীরা ছুটি এসেছিল। কিন্তু আমরা আওয়ামী লীগ অফিসে এসে দেখলাম, এমন কিছু ঘটেনি। আপনারা কেউ গুজবে কান দেবেন না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঈদকে সামনে রেখে বেড়েছে গরু মোটাতাজাকরণ বড়ির চোরাচালান

দেশের খবর: আসন্ন কোরবানির ঈদকে ঘিরে দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে বেড়েছে গরু মোটাতাজাকরণ বড়ি চোরাচালানের পরিমাণ। সংঘবদ্ধ একটি চোরাচালান চক্রের মাধ্যমে ভারত থেকে হিলি সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করছে এসব বড়ির কোটি কোটি টাকা মূল্যের চালান। মাঝে মধ্যে সীমান্তরক্ষী বাহিনীর হাতে এসব নিষিদ্ধ বড়ির কিছু ধরা পড়লেও বেশিরভাগ চালানই আরও এক সংঘবদ্ধ চক্রের মাধ্যমে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় পৌঁছে যাচ্ছে।
হিলি সীমান্তের বিভিন্ন বিজিবি ক্যাম্প ও হাকিমপুর থানা পুলিশ সূত্র জানায়, গত জুলাই মাসে হিলি সীমান্ত এলাকায় সাতটি অভিযান চালিয়ে ১৯ লাখ ৭৫ হাজার ৫৫০ পিস গরু মোটাতাজাকরণ বড়ি জব্দ করা হয়েছে। এর মধ্যে একলাখ পিস বড়ি জব্দ করেছে পুলিশ। বাকি সব বড়ি জব্দ করেছে বিজিবি। উদ্ধার হওয়া বড়ির বাজারমূল্য পাঁচ কোটি ৭৫ লাখ ৪২ হাজার টাকা।গরু মোটাতাজাকরণ বড়ি বিক্রির সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্র জানায়, প্রতিবছর কুরবানির ঈদের আগে এক শ্রেণির অসাধু খামার মালিক ও ব্যবসায়ী গরু মোটাতাজাকরণ বড়ির জন্য মরিয়া হয়ে উঠে। এতে সীমান্ত দিয়ে এসব বড়ির চোরাচালান বৃদ্ধি পায়। এক্ষেত্রে বাংলাদেশে দুইটি চক্র তৎপর হয়। একটি চক্র ভারত থেকে সীমান্ত দিয়ে গরু মোটাতাজাকরণ বড়ি দেশে নিয়ে আসে। আর আরেকটি চক্র তা খামার মালিক ও গরু ব্যবসায়ীদের কাছে পৌঁছে দেয়।
এ সূত্র আরও জানায়, ভারতে লাল রঙের এক হাজার প্রাকটিন বড়ির দাম ২২০ টাকা এবং সাদা রঙের এক হাজার ডেক্সিন বড়ির দাম ২৯০-৩০০ টাকা। তবে দেশের বাজারে, বিশেষ করে বগুড়ায় লাল রঙের এক হাজার প্রাকটিন বড়ি বিক্রি হয় ২৭০-২৮০ টাকায় এবং সাদা রঙের এক হাজার ডেক্সিন বড়ি বিক্রি হয় ৩৯০ টাকায়।নাম প্রকাশে অনিচ্ছুক এ সূত্র জানায়, গরু মোটাতাজাকরণ বড়ি বিক্রির জন্য ভারতেও একটা সংঘবদ্ধ চক্র আছে। এ চক্রের কাছ থেকে তা হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশে নিয়ে আসে এদেশেরই একটি চক্র। এ চক্রের সদস্যরা আবার ভারত থেকে চোরাই পথে আসা বড়ি গাইবান্ধা ও বগুড়ায় পৌঁছে দেয়। সেখান থেকে আবার তা আরও এক চক্রের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় পৌঁছে যায়।
সূত্রটি জানায়, ভারত থেকে চোরাই পথে বড়ি নিয়ে এসে তা গাইবান্ধা ও বগুড়ায় পৌঁছে দেওয়ার কাজ যারা করে তাদের নিয়ন্ত্রণ করতো হিলি সীমান্তের পাশের উপজেলা পাঁচবিবির চেচড়া গ্রামের বাবু নামের এক ব্যক্তি। ৫-৬ দিন আগে পাঁচ সহযোগীসহ বাবুকে গ্রেফতার করে র‍্যাব। এখন বাবুর দায়িত্ব আরও একজন নিয়েছে।
বিজিবি বাসুদেবপুর ক্যাম্প কমান্ডার সুবেদার জয়েন উদ্দিন বলেন, ‘সীমান্ত দিয়ে গরু মোটাতাজাকরণ বড়ির চোরাচালানরোধে টহল বাড়ানো হয়েছে। সীমান্তে সন্দেহজনকভাবে কাউকে ঘুরাফেরা করতে দেখলে তল্লাশি করা হচ্ছে।’জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ মোহাম্মদ আনিছুল হক বলেন, ‘সীমান্ত দিয়ে গরু মোটাতাজাকরণ বড়ির পাচাররোধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। একইসঙ্গে বিজিবির টহলও জোরদার করা হয়েছে। পাশাপাশি বেসামরিক সোর্স নিয়োগসহ অন্যান্য কার্যক্রম গ্রহণের ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া, পুলিশ-র‌্যাবকে সঙ্গে নিয়ে আমাদের অন্যান্য কার্যক্রমও অব্যাহত আছে।’
হাকিমপুর থানার ওসি আব্দুল হাকিম আজাদ বলেন, সীমান্ত দিয়ে অবৈধ চোরাচালানরোধে বিজিবির পাশাপাশি পুলিশও নিয়মিত অভিযান চালাচ্ছে। এ ছাড়া, হিলি থেকে যে সব রুটে দিয়ে দেশের অন্যান্য এলাকায় গরু মোটাতাজাকরণ বড়ি পৌঁছায় সে সব রুটে তল্লাশি জোরদার করা হয়েছে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest