সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরার ৪টি সংসদীয় আসনে বিএনপির ২ বিদ্রোহী প্রার্থীসহ ২৯ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিলসাতক্ষীরা-০১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আ’লীগ নেতা মুজিবের মনোনয়ন জমাসাতক্ষীরা জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের ফলাফল প্রকাশExploring the Flavorful Journey of Ground Beef Enchiladasজেলা ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠনচোরের উপদ্রবে অতিষ্ঠ কাটিয়া রেজিস্ট্রি অফিসপাড়ার বাসিন্দারা : মিথ্যা মামলার অভিযোগসাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পিতার মৃত্যুতে শােকসাতক্ষীরায় পুলিশ ফাঁড়িতে হামলা: আসামী ছিনিয়ে নেওয়ার অভিযোগশ্যামনগরে কোস্টগার্ডের অভিযানে ভারতীয় মদ জব্দআশাশুনিতে জলবায়ু-স্বাস্থ্য সচেতনতা বিষয়ক যুব নেতৃত্বাধীন প্রচারনা

সাতক্ষীরার আশাশুনিসহ সরকারি হচ্ছে ৬৯ বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়

শিক্ষা সংবাদ: প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সাতক্ষীরার আশাশুনি মাধ্যমিক বিদ্যালয়সহ আরও ৬৯টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সরকারি করা হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ৬৯টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সরকারি করার জন্য ৩০ জুলাই তালিকা পাঠায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে (মাউশি)। ওই তালিকা পাওয়ার পর যাচাই-বাছাই করে সরকারি করার প্রক্রিয়া চূড়ান্ত করছে মাউশি। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
মাউশি’র পরিচালক (বিদ্যালয়) অধ্যাপক আব্দুল মান্নান বলেন, ‘প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী মন্ত্রণালয়ের পাঠানো দুটি তালিকায় ৬৯টি বেসরকারি বিদ্যালয়কে সরকারি করার জন্য ডিড অব গিফটের জন্য কাগজপত্র প্রস্তুত করছি। সরকারি করার জন্য বিদ্যালয়ের স্থাবর, অস্থাবর সম্পত্তি সরকারের কাছে জমা দিতে হয়। ডিড অব গিফটের জন্য বিদ্যালয়গুলোকে নির্দেশনা দেওয়া হবে।’
উল্লেখ্য, ২০১৬ সালের ২১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছিলেন, যেসব জেলা ও উপজেলায় সরকারি স্কুল ও কলেজ নেই সেসব জেলা ও উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠান সরকারি করা হবে। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী কলেজ ও বিদ্যালয় সরকারি করার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এর আগে ৫০টিরও বেশি বিদ্যালয় সরকারি করা হয়েছে।
নতুন করে সরকারি করার তালিকায় আনা বিদ্যালয়ের মধ্যে রয়েছে— যশোর জেলার শার্শা পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় ও বাঘারপাড়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, চাঁদপুরের হাজীগঞ্জ মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজ, শাহারাস্তি বহুমুখী উচ্চ বিদ্যালয় ও ফরিদগঞ্জ এ আর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, চট্টগ্রামের দক্ষিণ সাতকানিয়া গোলামবারী মডেল উচ্চ বিদ্যালয়, ফটিকছড়ি করোনেশন আদর্শ মডেল উচ্চ বিদ্যালয়, আনোয়ারা আদর্শ উচ্চ বিদ্যালয়, রংপুর জেলার গঙ্গাচড়া মডেল উচ্চ বিদ্যালয়, তারাগঞ্জ ও/এ মডেল উচ্চ বিদ্যালয়, কুষ্টিয়া জেলার দৌলতপুর পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, বগুড়ায় দুপচাঁচিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, পাবনায় সাঁথিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, বেড়া বি. বি. পাইলট উচ্চ বিদ্যালয়, চাটমোহর আর সি এম অ্যান্ড বি এস এন মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, বরিশালে পাতার হাট মুসলিম মডেল উচ্চ বিদ্যালয়, কক্সবাজারের পেকুয়া মডেল জি এম সি ইনস্টিটিউশন, খুলনায় ইখড়ি কাটেংগা ফজলুল হক মডেল মাধ্যমিক বিদ্যালয়, কুমিল্লার লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয়, চৌদ্দগ্রাম এইচ জে পাইলট মডেল হাইস্কুল, নড়াইলে কালিয়া পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, লক্ষ্মীপুরের আলেকজান্ডার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, বাগেরহাটের ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয়, নওগাঁর চকময়রাম মডেল উচ্চ বিদ্যালয়, নজিপুর মডেল উচ্চ বিদ্যালয়, নিয়ামতপুর বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়, মাগুড়া জেলার শ্রীপুর এম সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়, নীলফামারীর জলঢাকা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, গাইবান্ধার সাদুল্লাহপুর কে এম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, দিনাজপুরের চিরিরবন্দর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, সুজাপুর মডেল উচ্চ বিদ্যালয় ও খানসামা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহের হুলুয়াঘাট আদর্শ উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জের দীননাথ ইনস্টিটিউশন মডেল হাইস্কুল, সিরাজগঞ্জের উল্লাপাড়া মার্চেন্টস পাইলট উচ্চ বিদ্যালয় ও খাস কাউলিয়া কে আর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, নোয়াখালীর শহীদ জয়নাল আবেদীন মডেল উচ্চ বিদ্যালয়, রাজশাহীর দূর্গাপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, গোদাগাড়ি উচ্চ বিদ্যালয় ও কলেজ ও পুঠিয়া পি এন উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জের দোয়ারা বাজার মডেল উচ্চ বিদ্যালয়, জয়কলোশ উজানিগাঁও রশিদিয়া উচ্চ বিদ্যালয়, মাদারিপুরের শিপচর শেখ ফজিলাতুন নেসা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, মাগুরার মোহাম্মদপুর আর এস কে এইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়, বগুড়ায় শেরপুর ডি জে মডেল হাইস্কুল, ধুনট এন ইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও সোনাতলা মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ, জয়পুরহাটের ক্ষেতলাল পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ, আক্কেলপুর এফ ইউ পাইলট উচ্চ বিদ্যালয় ও কালাই এম ইউ উচ্চ বিদ্যালয়, কুমিল্লায় চান্দিনা মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও তিতাস গাজীপুর খান মডেল বহুমুখী হাই স্কুল অ্যান্ড কলেজ, কিশোরগঞ্জের ভৈরব কে বি পাইলট মডেল হাই স্কুল, মহেশ চন্দ্র মডেল শিক্ষা নিকেতন, হোসেনপুর মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজ, নিকলী জি সি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, সিলেটের গোয়াইন ঘাট মডেল উচ্চ বিদ্যালয়, মৌলভীবাজারের পাথারিয়া ছোটলিখা মডেল উচ্চ বিদ্যালয়, সাতক্ষীরার আশাশুনি মাধ্যমিক বিদ্যালয়, ঝিনাইদাহের মহেশপুর পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, কোটচাঁদপুর মডেল পাইলট মাধ্যামিক বিদ্যালয়, মেহেরপুরের মুজিবনগর মাধ্যমিক বিদ্যালয়, যশোরের চৌগাছা শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, কেশবপুর পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, ঝিকরগাছা এম এল মডেল হাই স্কুল, লক্ষ্মীপুরের হাজীরহাট মিল্লাত একাডেমি (উচ্চ বিদ্যালয়), ব্রাহ্মণবাড়িয়ার দেবগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়, দাউদপুর উচ্চ বিদ্যালয় এবং ঢাকা জেলার ধামরাই হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ছাত্রলীগের গৌরব ফিরিয়ে আনতে চাই: শোভন

রাজনীতির খবর: ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেছেন, ‘ছাত্রলীগের গৌরব ফিরিয়ে আনাই আমার লক্ষ্য। ছাত্রসমাজের কাছে প্রাণের সংগঠন ছাত্রলীগকে আরও জনপ্রিয় ও গ্রহণযোগ্য করে তোলা আমার দ্বিতীয় লক্ষ্য।’ ছাত্রলীগের শীর্ষ পদ পাওয়ার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আগামী নির্বাচনে ছাত্রলীগ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে থাকবে। তরুণ ভোটারদের আকৃষ্ট করতে সারাদেশ সফরে নামার কথা জানান এ ছাত্র নেতা।

তিনি বলেছেন, ‘প্রত্যেকটি জেলায় অন্তত দুই দিন করে অবস্থান করে নৌকার পক্ষে, শেখ হাসিনার উন্নয়নের পক্ষে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করা হবে। আগামীর ছাত্রলীগ কারও স্বার্থে ব্যবহার হবে না। একমাত্র শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নই হবে আমার নেতৃত্বাধীন ছাত্রলীগের অন্যতম কাজ।’

দেশের অন্যতম প্রাচীন ছাত্রসংগঠনের নবনির্বাচিত এ সভাপতি আরও বলেন, ‘ছাত্রলীগ হবে মেধাবীদের সংগঠন। ছাত্রলীগ ছাত্রসমাজের অধিকার রক্ষায় সর্বদা আত্মনিয়োগ করবে। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করতে সবসময় প্রস্তুত থাকবে ছাত্রলীগ।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শুরু হলো বাঙালির শোকের মাস আগস্ট

দেশের খবর: শুরু হলো বাঙালির শোকের মাস। আজ শোকাবহ আগস্টের প্রথম দিন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট নৃশংসভাবে পরিবারের সদস্য ও নিকটাত্মীয়সহ হত্যা করা হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শুধু বঙ্গবন্ধুর দুই কন্যা, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় বেঁচে যান। জাতির পিতার হত্যার মধ্য দিয়ে একাত্তরের পরাজিত শত্রুরা বিষাক্ত সাপের মতো ফণা তুলে গর্ত থেকে বেরিয়ে আসে এবং দেশকে মুক্তিযুদ্ধের মহান আদর্শ ও চেতনা থেকে বিচ্যুত করার দিকে ঠেলে দেয়।

১৯৯৬ সালে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ও স্বাধীনতার পক্ষের শক্তি ক্ষমতায় ফিরে এসে দেশকে মুক্তিযুদ্ধের ধারায় ফেরানো শুরু করলেও ঐ কালো অধ্যায় জাতির ইতিহাস থেকে মুছে যেতে পারে না, যেখানে রয়েছে জাতির জন্য শিক্ষার অনেক ঐতিহাসিক উপাদান।

সেই হত্যাকাণ্ডের বিয়োগান্ত অধ্যায় সূত্রে জাতি আগস্ট মাসজুড়ে গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টের শহীদদের। ঘৃণা-ধিক্কার জানায় মুক্তিযুদ্ধের আদর্শবিরোধী চক্রান্তকারী ঘাতকদের।

বঙ্গবন্ধু হত্যার পর ইনডেমনিটি অধ্যাদেশ দিয়ে এর বিচারের পথ পর্যন্ত রুদ্ধ করা হয়েছিল। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে আসার পর কলঙ্কিত সেই অধ্যাদেশ বাতিল এবং বঙ্গবন্ধু হত্যার বিচার শুরু করা হয়। নানা কূটকৌশলের জাল ছিন্ন করে দীর্ঘ বিচার প্রক্রিয়ায় ২০১০ সালের ২৭ জানুয়ারি বঙ্গবন্ধু হত্যার বিচারের চূড়ান্ত রায় এবং পরবর্তী সময়ে পাঁচ ঘাতকের ফাঁসি কার্যকর করার মাধ্যমে জাতিকে কলঙ্কমুক্ত করা হয়েছে। তবে পুরো জাতি এখনও প্রতীক্ষার প্রহর গুনছে বঙ্গবন্ধুর বাকি ছয় পলাতক খুনির ফাঁসি কার্যকর করার জন্য।

প্রতিবছর আওয়ামী লীগসহ এর অঙ্গসংগঠনগুলো বিশেষ মর্যাদায় মাসজুড়ে নানা কর্মসূচি পালন করে। এবারও তার ব্যতিক্রম হয়নি।

বিকেল ৫টায় রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে আয়োজিত এ রক্তদান কর্মসূচির উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর মাসজুড়েই রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিস্তারিত কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ ও এর সহযোগী, ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো।

এছাড়া শোকের মাসের প্রথমদিন বুধবার (০১ আগস্ট) স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করেছে কৃষক লীগ।

আর ১৫ আগস্ট সরকারিভাবে পালিত হবে জাতীয় শোক দিবসের কর্মসূচি। ১৯৯৬ সালে ক্ষমতায় এসে আওয়ামী লীগ সরকারই দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করে।

এই আগস্টেই ঘটেছিল জাতির ইতিহাসের আরও একটি বিয়োগান্ত ঘটনা। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে চালানো হয়েছিল ইতিহাসের ভয়াবহতম গ্রেনেড হামলা। বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে চালানো ওই গ্রেনেড হামলা থেকে আওয়ামী লীগ সভাপতি অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও ঝরে গিয়েছিল মহিলা আওয়ামী লীগ নেতা আইভি রহমানসহ ২৪টি তাজা প্রাণ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৮ বছর পর ঐশ্বরিয়া-অভিষেক

বিনোদন সংবাদ: তারকা দম্পতিরা বড়পর্দায় জুটি বেঁধে সাফল্য পেয়েছেন এমন নজির খুব কম। এ কারণে ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন আবারও একসঙ্গে অভিনয় করবেন কিনা তা নিয়ে ছিল অনিশ্চয়তা। অবশেষে তা কেটে গেছে।

দীর্ঘ আট বছর পর ফের বড়পর্দায় জুটি বাঁধছেন অ্যাশ ও জুনিয়র বচ্চন। তাদের নতুন ছবির নাম ‘গুলাব জামুন’। দক্ষিণ এশিয়ার জনপ্রিয় মিষ্টির নামে রাখা হয়েছে এর নাম।

ভারতের মিড-ডে পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া জানান, দেড় বছর আগেই ছবিটিতে কাজের প্রস্তাব পান তারা। তবে শুটিং শুরুর কোনও পরিকল্পনা হয়নি তখন।

অ্যাশ বলেছেন, “আমরা ‘গুলাব জামুন’-এ কাজ করতে রাজি হয়েছি। এর চিত্রনাট্য চমৎকার। এতে আমাদের দারুণ মানাবে মনে হচ্ছে। বাস্তবের স্বামী-স্ত্রী যদি কোনও ছবিতে কাজ করতে চায়, তাহলে চিত্রনাট্য হতে হয় অসাধারণ।”

‘গুলাব জামুন’ পরিচালনা করবেন ‘গ্যাংস অব ওয়াসেপুর’ খ্যাত অনুরাগ কাশ্যাপ। তার পরিচালনায় এখন ‘মানমারজিয়া’ নামের একটি ছবিতে অভিনয় করছেন অভিষেক। এতে আরও আছেন তাপসী পান্নু। এটি দেখানো হবে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।

অন্যদিকে ঐশ্বরিয়ার নতুন ছবি ‘ফান্নে খান’ মুক্তি পাবে আগামী ৩ আগস্ট। এতে তাকে দেখা যাবে পপ সেনসেশন বেবি সিং চরিত্রে। ছবিটিতে আরও অভিনয় করেছেন অনিল কাপুর ও রাজকুমার রাও।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
একই দিনে পুলিশের দুই চেহারা

দেশের খবর: ক্ষুব্ধ স্কুল-কলেজের কোমলমতি শিক্ষার্থীরা। সহপাঠির মৃত্যু কোনওভাবেই যেন মেনে নিতে পারছে না তারা। শোক-ক্ষোভ মিলেমিশে একাকার। এমন অবস্থায় ক্লাসে মনোযোগ থাকে না। পথে নেমে আসে তারা। আর পথে নেমেই মুখোমুখী হতে হয় পুলিশের।

বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীকে হত্যার ঘটনায় বিক্ষোভে ফেটে পড়া হাজার হাজার শিক্ষার্থী রবিবারের মতো সোমবার সকালেও বিমানবন্দর সড়কে নেমে বিক্ষোভ শুরু করে। মঙ্গলবারও একই দৃশ্য চোখে পড়ে। বিভিন্ন স্কুল-কলেজ থেকেও শিক্ষার্থীরা দলে দলে এসে তাদের সঙ্গে যোগ দেয়।

কিন্তু অন্যান্য দিনের মতো মঙ্গলবার পুলিশ নিশ্চুপ ছিল না। আজ ঢাকার বেশ কয়েক জায়গায় লাঠিচার্জের ঘটনা ঘটেছে। সোশ্যাল মিডিয়ায় সেসব ঘটনার ছবি ও ভিডিও ঘুরে ফিরছে। মিরপুরে শহীদ স্মৃতি পুলিশ কলেজের ছাত্রদের অবরোধকালে পুলিশের লাঠিচার্জে মাথা ফেটে যায় এক শিক্ষার্থীর- এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। একই প্রতিষ্ঠানের ছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জের ছবি ভাইরাল হয়।

এয়ারপোর্টে রোডে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে রাখে। পুলিশ এসে ছত্রভঙ্গ করে দেয়। একইদিন রাজধানীর বিভিন্ন এলাকায় যেসব লাঠি চার্জ ও আন্দোলনের ঘটনা ঘটেছে। এগুলোর মধ্যে একইদিনে পুলিশের দুই চিত্র সবাইকে অবাক করেছে। এক দিকে পুলিশ যেমন এক শিক্ষার্থীকে মারধর ও কলার চেপে ধরে শাসিয়ে দিচ্ছে, অন্যদিকে আরেক ভাইরাল ছবিতে দেখা যায় পুলিশ এক শিক্ষার্থীকে বুকে জড়িয়ে নিয়েছে।

স্বাভাবিকভাবেই নেটিজেনদের মধ্যে ছবি দু’টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। একদিকে যেমন পুলিশের সমালোচনা চলছে অন্যদিকে পুলিশের ইতিবাচক চেহারার ছবি এনে সকল পুলিশ সদস্যদের এমন মানবিক হওয়ার আবেদন জানানো হচ্ছে। রাজধানীর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা পুলিশের হাতে ফুল তুলে দেয়। স্বাভাবিকভাবেই পুলিশ তাদের সাথে ভালো ব্যবহার করতে বাধ্য হয়। অন্যদিকে রমিজ শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ ও শহীদ স্মৃতি কলেজের শিক্ষার্থীদের ওপর পুলিশ চড়াও হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
১১ জেলায় নতুন ডিসি

দেশের খবর: ১১ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক আদেশ জারি করা হয়েছে। জেলাগুলো হল- কুষ্টিয়া, নোয়াখালী, মানিকগঞ্জ, ফেনী, খাগড়াছড়ি, চাঁপাইনবাবগঞ্জ, নীলফামারী, শেরপুর, খুলনা, সুনামগঞ্জ ও বান্দরবান। আর এই ১১ জেলার বর্তমান ডিসিদের সরকারের বিভিন্ন দফতরে নিয়োগ দেয়া হয়েছে।

নতুন ডিসিদের মধ্যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের উপ-পরিচালক তন্ময় দাসকে নোয়াখালীতে, দুদক কমিশনারের একান্ত সচিব এস এম ফেরদৌসকে মানিকগঞ্জে, বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামানকে ফেনীতে, পায়রা বন্দর কর্তৃপক্ষের যুগ্ম-পরিচালক মো. শহীদুল ইসলামকে খাগড়াছড়িতে, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ ডেজ এম নুরুল হককে চাঁপাইনবাবগঞ্জের ডিসি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

আর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নাজিয়া শিরিনকে নীলফামারীতে, আইএমইডির উপ-সচিব আনার কলি মাহাবুবকে শেরপুরে, খাদ্যমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ হেলাল হোসেনকে খুলনায়, সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আহাদকে সুনামগঞ্জে এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের পরিচালক মোহাম্মদ দাউদুল ইসলাম বান্দরবানের ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন।

বান্দারবানের ডিসি মো. আসলাম হোসেনকে কুষ্টিয়ার ডিসি হিসেবে বদলি করা হয়েছে। কুষ্টিয়ার ডিসি মো. জহির রায়হানকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের পরিচালক, খাগড়াছড়ির ডিসি মো. রাশেদুল ইসলাম ও চাঁপাইনবাবগঞ্জের ডিসি মো. মাহমুদুল হাসানকে রাজউকের পরিচালক, নীলফামারীর ডিসি মোহাম্মদ খালেদ রহীমকে জীবন বীমা কর্পোরেশনের জিএম, শেরপুরের ডিসি মল্লিক আনোয়ার হোসেনকে পরিবেশ অধিদফতরের পরিচালক এবং সুনামগঞ্জের ডিসি মো. সাবিরুল ইসলামকে রাজউকের পরিচালক হিসেবে বদলি করা হয়েছে।

নোয়াখালীর ডিসি মো. মাহবুব আলম তালুকদারকে স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব, মানিকগঞ্জের ডিসি নাজমুস সাদাত সেলিমকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপ-সচিব পদে নিয়োগ দেয়া হয়েছে।

ফেনীর ডিসি মনোজ কুমার রায়কে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপ-সচিব, খুলনার ডিসি মো. আমিন উল আহসানকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব পদে বদলি করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি শোভন, সেক্রেটারি রাব্বানী

রাজনীতির খবর: বাংলাদেশ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মো. রেজানুল হক চৌধুরী শোভন সভাপতি ও গোলাম রাব্বানী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (৩১ জুলাই) রাতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাদের নাম ঘোষণা করেন। সংগঠনটির বিপুল সংখ্যক নেতা-কর্মী সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পেতে আগ্রহী হওয়ায় শেষ পর্যন্ত কমিটি গঠনের জন্য আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপরে সর্বসম্মতভাবে দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই অর্পিত ক্ষমতাবলে আগামী দুই বছরের জন্য তাদের এই পদে নির্বাচন করে কমিটি অনুমোদন দেন তিনি ।

ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পাওয়া মো. রেজানুল হক চৌধুরী শোভন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র। তিনি বিদায়ী কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। অন্যদিকে, সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়া গোলাম রাব্বানী একই বিভাগের ছাত্র। তিনি বিদায়ী কমিটির শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক ছিলেন।

একইদিনে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সাদ্দাম হোসাইন ও সাধারণ সম্পাদক পদ পেয়েছেন সঞ্চিত চন্দ্র দাস। একইভাবে ঢাকা মহানগর উত্তর সভাপতি নির্বাচিত হয়েছেন মো. ইব্রাহীম। তার সাধারণ সম্পাদক হয়েছেন সাইদুর হমান হৃদয়। ঢাকা মহানগর দক্ষিণের সভাপতির দায়িত্ব পেয়েছেন মো. মেহেদি হাসান। তার কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. জোবায়ের হোসেন। কেন্দ্রীয় কমিটির ন্যায় এই তিন কমিটিও আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দিয়েছেন।

গত ১১ ও ১২ মে ছাত্রলীগের ২৯তম সম্মেলন অনুষ্ঠিত হয়। অন্যবার সম্মেলনে কমিটি ঘোষণা করা হলেও এবার সমঝোতার মাধ্যমে কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়। বিভিন্ন কারণে কমিটি ঘোষণার সময় পিছিয়ে যায়। সম্মেলনের আড়াই মাস পর আজ কমিটি ঘোষণা করা হলো। কমিটির ঘোষণার আগে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ছাত্রলীগের পদপ্রত্যাশীদের গণভবনে ঢেকে তাদের সঙ্গে কথা বলেছেন। মঙ্গলবার কমিটি ঘোষণার আগে তিনি ২৯তম সম্মেলনে দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনের সঙ্গেও কথা বলেন।

এবার কেন্দ্রীয় কমিটিসহ গুরুত্বপূর্ণ চারটি শাখায় নারী নেতৃত্বের গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত তা হয়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘রোহিঙ্গা–বাংলাদেশিদের’ গুলি করে হত্যা কর:‌ ভারতীয় এমপি

বিদেশের খবর: ‘ভারতে বসবাসরত ‘অবৈধ বাংলাদেশি’ ও রোহিঙ্গারা স্বতঃস্ফূর্তভাবে দেশ না ছাড়লে তাদের গুলি করে হত্যা কর। এটা করা ছাড়া শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।’ ৩০ জুলাই সোমবার আসামে ভারতীয় নাগরিকদের চূড়ান্ত খসড়া তালিকা (এনআরসি) তালিকা প্রকাশের একদিনের মাথায় মঙ্গলবার এমন মন্তব্য করলেন দেশটির ক্ষমতাসীন দল বিজেপির এমপি রাজা সিং। ওই তালিকায় বাদ পড়েছে রাজ্যের ৪০ লাখ মানুষের নাম। এদের বেশিরভাগই মুসলিম।

এদিন বিষয়টি নিয়ে রাজ্যসভায় সরব হন বিজেপি নেতা অমিত শাহও। তিনি বলেন, ‌এনআরসি তৈরি করা হয়েছে শরণার্থীদের চিহ্নিত করার জন্য। ১৯৮৫ সালে এই উদ্দেশ্যেই রাজীব গান্ধী আসাম অ্যাকর্ড তৈরি করেছিলেন। কিন্তু সেটা কার্যকর করার সাহস দেখাতে পারেননি। মোদি সরকার সেই সাহস দেখাতে পেরেছে।

ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু জানান, রোহিঙ্গাদের ব্যাপারে মোদি সরকার সতর্ক রয়েছে। এ ইস্যুতে সরকারের কোনও নমনীয়তা নেই। তবে ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, রোহিঙ্গা ইস্যুর নাম নিয়ে প্রকৃতপক্ষে আসামের নাগরিক তালিকা থেকে বাদপড়া ৪০ লাখ বাসিন্দার ভবিষ্যৎ কী হতে যাচ্ছে; সেদিকে ইঙ্গিত করেছেন কিরেন রিজিজু।

অন্যদিকে, অসমে ৪০ লাখ মানুষ জাতীয় নাগরিকপঞ্জি থেকে বাদ দেওয়ার ঘটনায় সরব হয়েছে বিরোধীরা। এই পদক্ষেপকে ‘বাঙালি খেদাও’ অভি‌যান হিসেবে আখ্যায়িত করেছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারে থাকা তৃণমূল কংগ্রেস। দলটি বলছে, নাম, পদবী ধরে ধরে তালিকা থেকে মানুষজনকে বাদ দেওয়া হয়েছে। সূত্র: এনডিটিভি, জি নিউজ, কলকাতা ২৪।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest