সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে জলবায়ু-স্বাস্থ্য সচেতনতা বিষয়ক যুব নেতৃত্বাধীন প্রচারনাসাতক্ষীরা জেলা স্কাউট ভবন এর উর্ধ্বমুখি সম্প্রসারণ কার্যক্রম উদ্বোধনখুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ: সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা জোরদারশ্যামনগরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ‌দুর্নীতির অভিযোগল স্টুডেন্টস ফোরাম এর নবনির্বাচিত কমিটি নির্বাচন কমিশনের সাথে শুভেচ্ছা বিনিময়তিতাস বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভাঝিনাইদহের জয়দিয়া বাওড়ের অবৈধ বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধনশীতের ছুটিতে ঘুরে আসুন দেবহাটার রূপসী ম্যানগ্রোভপ্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা -অগ্নি সংযোগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধনবিইউপিএফের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে শপথ নিলেন জালালপুর ইউপি চেয়ারম্যান

ইফতারে স্বাস্থ্যকর ফল নাশপাতি ও পেয়ারা

স্বাস্থ্য সংবাদ: ইফতারে ভাজাপোড়া কম খেয়ে বিভিন্ন ফল খাওয়া উত্তম বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাই আপনার ইফতারে থাকতে পারে স্বাস্থ্যকর ফল নাশপাতি ও পেয়ারা। অতি পরিচিত ফল নাশপাতির পুষ্টিগুণ জেনে নিন-

নাশপাতিতে সর্বনিম্ন ক্যালোরি
স্বাস্থ্যসচেতন মানুষের বড় এক ভয় ক্যালোরি। কিন্তু ফলের ক্যালোরি প্রাকৃতিক চিনি থেকেই আসে। তবু ভয় কাটে না মানুষের। এদিক থেকে পুরোপুরি নিরাপদ নাশপাতি। এটা সর্বনিম্ন ক্যালোরির ফল। রসাল একটি নাশপাতি থেকে গড়ে ১০০ ক্যালোরি মিলতে পারে, এর বেশি নয়।

শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখে
চীনে ফুসফুসের চিকিৎসায় নাশপাতি ব্যবহৃত হয়। নাশপাতির জুস গলা পিচ্ছিল করে, কফ এবং ভাইরাল সংক্রমণ কমায়। অনেকেই মনে করেন, গ্রীষ্মে প্রচ- গরমে ফুসফুসে কফ জমে। ফলে শ্বাস নিতে সমস্যা হয়। নাশপাতিতে এ্যান্টিঅক্সিজেন গ্লোটাথায়ন থাকার কারণে এটি গলাকে পিচ্ছিল করে এ ধরণের সমস্যা থেকে মুক্তি দেয়।

রোগ প্রতিরোধী
অ্যান্টি-অক্সিডেন্ট আর ভিটামিন ‘সি’-এর কারসাজিতে কিন্তু দেহের রোগ প্রতিরোধী ক্ষমতা বেড়ে যায়। এরা রক্তের শ্বেতকণিকার সংখ্যা ও কার্যক্রম বাড়ায়। এমনিতেই ঠাণ্ডা-সর্দি, ফ্লু ছাড়াও সাধারণ কিছু রোগ নাশপাতিই সামলে নিতে পারে।

অ্যান্টি-অক্সিডেন্টের কার্যক্রম
অন্যান্য ফলের মতো নাশপাতিও অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর। এই উপাদানের উপকারিতার কথা নতুন করে বলার কিছু নেই। বিভিন্ন রোগের আক্রমণ ঠেকাতে দেহকে শক্তিশালী করে তোলে।

প্রয়োজনীয় খনিজের ঘাটতি মিটাতে
যাদের দেহে প্রয়োজনীয় খনিজের ঘাটতি রয়েছে তারা নাশপাতির শরণাপন্ন হতে পারেন। কপার ও আয়রনের জন্য এই ফল আপনার দেহের জন্য দারুণ উপকারী।

হাড়ের স্বাস্থ্য
উচ্চমাত্রার খনিজের তালিকায় রয়েছে ম্যাগনেসিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম আর কপার। এসব উপাদান হাড়ের খনিজ হারানো রোধ করে। হাড়ের স্বাস্থ্যের যত্ন নেয়।

স্বাস্থ্যকর ফল পেয়ারা
ইফতারে থাকতে পারে অতি পরিচিত ফল পেয়ারা। প্রতিদিন মাত্র ১টি পেয়ারা আপনার নানা ধরনের শারীরিক সমস্যা খুব সহজেই দূর করে দিতে পারে- এমনটিই বলছে একাধিক গবেষণা। তাই স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রতিদিনের ইফতারে পেয়ারা রাখা যেতে পারে। এতে আছে অ্যান্টি-অক্সিডেন্ট, ভিটামিন ‘সি’ ও লাইকোপেন—যা স্বাস্থ্যের জন্য খুবই দরকারি। জেনে নিন তুলনামূলক সস্তার ফল পেয়ারার পুষ্টিগুণ-

* উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে
পেয়ারার পটাশিয়াম উচ্চ রক্তচাপের সমস্যা নিয়ন্ত্রণে রাখে।

* দৃষ্টিশক্তি উন্নত করে
পেয়ারায় রয়েছে ভিটামিন এ। দিনে ১টি পেয়ারা খেলেও দৃষ্টিশক্তির উন্নতি সম্ভব।

* ওজন কমায়
পেয়ারাতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। এতে হজমের সমস্যার সমাধান হয়। পেয়ারা রক্তের চিনির মাত্রা কমাতেও বিশেষভাবে কার্যকরী।

* চুল পড়া রোধ করে
পেয়ারার ভিটামিন সি চুল পড়া রোধে বিশেষভাবে কার্যকরী। এছাড়াও প্রতিদিন মাত্র ১টি পেয়ারা খেলে নতুন চুল গজাতেও সহায়তা করে।

* নার্ভ ও মাংসপেশি শিথিল রাখতে
পেয়ারাতে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম যা অনেক কঠিন পরিশ্রমের পরেও মাংসপেশি শিথিল রাখতে সহায়তা করে। এছাড়াও নার্ভ রিলাক্স করে।

* ত্বকের নানা সমস্যা দূর করে
পেয়ারার প্রায় ৮১% পানি। সুতরাং পেয়ারা খেলে দেহ পানি শূন্যতার হাত থেকে রক্ষা পায়, ত্বক সুস্থ থাকে। পেয়ারার ভিটামিন সি ত্বকের কোলাজেন টিস্যুর সুরক্ষাতেও কাজ করে।

* মস্তিস্কের সুরক্ষা করে
পেয়ারা আমাদের মস্তিষ্ক সুরক্ষায় কাজ করে। পেয়ারার ভিটামিন মস্তিস্কের নার্ভ রিলাক্স করতে সহায়তা করে। এতে মস্তিস্কের কর্মক্ষমতা বৃদ্ধি পায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আলিপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও যুবলীগের ইফতার অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও যুবলীগের আয়োজনে ইফতার ও দোয়া মহাফিল অনুষ্ঠিত হয়েছে। আলিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডাঃ মসিউর রহমানের সভাপতিত্বে তালবাড়িয়া মোড়ে উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে রোজাদারদের সাথে ইফতার করেন সাতক্ষীর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন সদর উপজেল আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এস এম শওকাত হোসেন, সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আলি, কৃষি বিষায়ক সম্পাদক মনিরুল হোসেন মাসুম, সদর উপজেল যুবলীগের সভাপতি মোঃ মিজানুর রহমান। আলিপুর যুবলীগের সভাপতি মোঃ মহিবুল্লহ সরদার। সভায় মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোঃ বেল্লাল হোসেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খুলনা জেলা ও দায়রা জজকে স্ট্যান্ড রিলিজ

দেশের খবর: খুলনার জেলা ও দায়রা জজ জেসমিন আনোয়ারকে স্ট্যান্ড রিলিজ (তাৎক্ষণিক বদলি) করে তাকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার (১২ জুন) রাষ্ট্রপতির অনুমতিক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবার রহমান স্বাক্ষরিত এক আদেশে এই বদলি করা হয়।

আদেশে বলা হয়েছে, জেসমিন আনোয়ার খুলনার জেলা জজের দায়িত্বভার ছেড়ে দিয়ে অবিলম্বে খুলনা আদালতে তার পরবর্তী জ্যেষ্ঠ বিচারিক কর্মকর্তার কাছে দায়িত্ব অর্পণ করতে বলা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের দায়িত্ব নেওয়ার পর থেকে জেসমিন আনোয়ারের বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে। সিনিয়র আইনজীবীদের অভিযোগ, বিভিন্ন মামলায় খুলনার বড় বড় মাদক ব্যবসায়ী ও কালোবাজারিদের জামিন দিয়েছেন তিনি। জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সিনিয়র আইনজীবীরা আইন মন্ত্রণালয়ে লিখিত আকারে এ অভিযোগ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পৌর ৮নং ওয়ার্ডে ভিজিএফ কার্ড বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি : আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ডের পলাশপোল এলাকায় অসহায়, দুস্থদের মাঝে ভিজিএফ কার্ড বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর একটা পর্যন্ত ওয়ার্ডের তেতুলতলা, চৌধুরীপাড়া, বটতলা, নবজীবন এলাকা, নিকারীপাড়া, গুড়পুকুর এলাকার বাসিন্দাদের বাড়িতে বাড়িতে গিয়ে অসহায়দের মাঝে এ কার্ড বিতরণ করেন পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী। কার্ড বিতরণ কালে উপস্থিত ছিলেন, ৮নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল আলম বাবু, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ফারহা দিবা খান সাথীসহ এলাকার গণ্যামান্য ব্যক্তি। এসময় অসহায় দুস্থ্য ব্যক্তিরা ভিজিএফ কার্ড পেয়ে পৌরসভার প্রতি অকৃজ্ঞতা প্রকাশ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির ইফতার

ভ্রাম্যমাণ প্রতিনিধি : কালিগঞ্জে উপজেলা জাতীয় পার্টির আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে অফিসার্স ক্লাবের হল রুমে অনুষ্ঠিত ইফতার মাহফিল আলোচনা সভায় কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব আব্দুল ছত্তার মোড়ল,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওহেদুজ্জামান,কালিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রাজিব হোসেন,কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপিত সাইফুল বারী সফু, রিপোর্টার্স ক্লাবের সভাপিত নিয়াজ কওছার তুহিন,কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান,সাংবাদিক সমিতির সভাপতি আনোয়ার হোসেন,উপজেলা শ্রমিকলীগের সভাপতি শেখ শাহজালাল সহ জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। ইফতার মাহফিলে দোয়া মোনাজাত পরিচালনা করেন থানা মসজিদের পেশ ইমাম মাওলানা আশরাফুল ইসলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেলা কিন্টার গার্টেন এ্যাসোসিয়েশনের ইফতার

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলা কিন্টার গার্টেন এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৬ রমজান মঙ্গলবার বিকালে মনিং সান প্রি-ক্যাডেট স্কুলে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা কিন্টার গার্টেন এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শেখ আমিনুর রহমান কাজল, অর্থ সম্পাদক শাহজাহান সবুজ, মীর সায়েম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলাদেশ মানবাধিকার কমিশন সাতক্ষীরা শাখার পরিচিতি সভা ও ইফতার

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ মানবাধিকার কমিশন সাতক্ষীরা শাখার পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৬ রমজান মঙ্গলবার বিকালে তুফান কনভেনশন সেন্টারের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা মানবাধিকার কমিশনের সভাপতি এড. ওসমান গণির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। বিশেষ অতিথি ছিলেন জেলা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রায়, সহকারি কমিশনার আসফিয়া সিরাত, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. আবুল হোসেন-২। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর আলম মেনন। এসময় প্রধান অতিথি বলেন, মানুষের অধিকার আদায়ের কথা বলাই হলো মানবাধিকার। অসহায় মানুষের পক্ষে যারা কথা বলে তারাই মানবাধিকার কর্মী। বর্তমানে বিভিন্নভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। যারা ধর্মের দোহাই দিয়ে মানুষ হত্যা করে। ধ্বংস যজ্ঞ চালাই। তাদের দ্বারা মানুষ নির্যাতিত হচ্ছে। মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। এ সংগঠনটি নির্যাতিত নিস্পেষিত মানুষের পক্ষে কথা বলবে এই প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি বর্তমান দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে নৌকায় ভরসা রাখার আহ্বান জানান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাইন্স একাডেমিক কেয়ার এর ইফতার ও কৃতি সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক:
সাইন্স একাডেমিক কেয়ার এর আয়োজনে ইফতার মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২৬ রমজান মঙ্গলবার পোষ্ট অফিস মোড় সংলগ্ন নিজস্ব কার্যালয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সাইন্স একাডেমিক কেয়ারের পরিচালক মোঃ মামুনুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেরিনা আক্তার। প্রধান আলোচক ছিলেন পৌর কাউন্সিলর জ্যোৎ¯œা আরা। বিশেষ অতিথি ছিলেন জেলা বিশেষ শাখার পুলিশ পরিদর্শক নূর মোহাম্মদ, দৈনিক দৃষ্টিপাতের সম্পাদক জিএম নূর ইসলাম, পিরোজপুর পিটিআই এর সুপার শঙ্কর কুমার রায়, রবিউল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থাকে আরো আধুনিকায়ন করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশই একমাত্র দেশে যেখানে বছরের প্রথমে শিক্ষার্থীদের বই তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের আরো যুগোপোযুগী করতে সাইন্স একাডেমি অগ্রনী ভুমিকা পালন করবে বলে তিনি মনে করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest