সর্বশেষ সংবাদ-
কালিগঞ্জে পুকুরের পানিতে দুই শিশুর মৃত্যুদেবহাটায় ৪০ জন উপকার ভোগীর মাঝে ছাগল বিতরণদেবহাটার সরকারি কর্মকর্তা-সুধীজনদের সাথে ডিসির মতবিনিময়সাতক্ষীরার ১৮৫টি ভোটকেন্দ্রের স্কুল সংস্কারে বরাদ্দ প্রায় ৬৪ লাখ টাকাসাতক্ষীরা জেলা রোভারের ৪১ তম কোর্স ফর রোভারমেট এর মহাতাঁবু জলসাশ্যামনগরে বুনো শাকের রান্না প্রতিযোগিতাসাতক্ষীরায় দুর্যোগ ঝুঁকি হ্রাসে রাস্তা সংস্কার কার্যক্রমের উদ্বোধনতারেক রহমানের জন্মদিনে সাতক্ষীরায় শিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণদেবহাটায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভামহেশ্বরকাটি বাজারে বিএনপির প্রার্থী কাজী আলাউদ্দিনের লিফলেট বিতরণ

ঝড়-বজ্রপাতে ভারতে ২৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক খবর: ঝড় ও বজ্রপাতে ভারতের উত্তরপ্রদেশে শুক্রবার সকালে ২৬ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে কমপক্ষে নয়জন বজ্রাঘাতে নিহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

এ ব্যাপারে সরকারের একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, বজ্রাঘাতের পর কয়েকজনের মৃত্যু হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে ভবনের অংশ ধসে কয়েকজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া আরও সাতজন আহত হয়েছেন। সবচেয়ে বেশি লোক আহত ও নিহত হয়েছেন সুলতানপুরে।

এদিকে সব জেলা ম্যাজিস্ট্রেটকে দুর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণের নির্দেশ দেয়া হয়েছে। একইসঙ্গে নিহত ব্যক্তিদের প্রত্যেকের পরিবারকে চার লাখ রুপি করে দিতে বলা হয়েছে।

কর্মকর্তারা বলছেন, সামনের দিনগুলোতে রাজ্যে বিশেষ করে উত্তরপ্রদেশের পূর্বাঞ্চলে আরও বৃষ্টিপাতের আশঙ্কায় স্থানীয় প্রশাসন সতর্ক রয়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মোদীর দ্বারস্থ বিএনপি? ৩ সদস্যের দল এখন ভারত

রাজনীতির খবর: বিএনপির ৩ সদস্যের দল এখন ভারতে অবস্থান করছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ, আসন্ন সাধারণ নির্বাচন, ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নসহ আরও বিভিন্ন বিষয়ে আলোচনা করতে দিল্লি গেছেন বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধি দল।

তিন সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অপর দুই সদস্য হলেন: বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়ার মিন্টু এবং আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক হুমায়ুন কবির।

ভারতে বিএনপির প্রতিনিধি দলটি মোদীর দারস্থ হচ্ছেন বলে মনে করছে ভারতীয় কয়েকটি গণমাধ্যম। বিবিসির বরাত দিয়ে একটি গণমাধ্যম সংবাদের শিরোনাম করেছে এভাবে, “হাসিনাকে চাপে রেখে সুষ্ঠু নির্বাচনের দাবিতে মোদীর দ্বারস্থ খালেদার দল।”

বিবিসি তার সংবাদে লিখেছে, বিএনপি নেতারা সেখানে তারা দেশটির প্রভাবশালী কয়েকটি গবেষণা প্রতিষ্ঠান বা থিংক ট্যাংকে সাবেক কূটনীতিক, অর্থনীতিবিদ এবং বিশ্লেষকদের সঙ্গে বৈঠক করেছেন।

দি হিন্দু পত্রিকায় লেখা হয়েছে – দিল্লিতে বিএনপি নেতারা বাংলাদেশের একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের সহায়তার জন্য নরেন্দ্র মোদী সরকারের সাহায্য চেয়েছেন।

ভারতে ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট৷ তাদের সঙ্গে সুসম্পর্ক বাংলাদেশে ক্ষমতাসীন আওয়ামি লিগে জোট সরকারের৷ সম্প্রতি দিল্লি গিয়েছিলেন আওয়ামি লিগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে প্রতিনিধিরা৷ তাঁদের সঙ্গে সাক্ষাৎ হয় বিজেপির শীর্ষ নেতৃত্ব ও ভারতের প্রধানমন্ত্রীর৷ এরপরেই পশ্চিমবঙ্গে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ভবন উদ্বোধনের পর সেখানেই হাসিনার সঙ্গে বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এই বৈঠকে দুই রাষ্ট্রের মধ্যে সুসম্পর্ক আরও জোরালো করার বিষয় প্রাধান্য পেয়েছে৷ তবে বহু প্রতীক্ষিত তিস্তা জলবন্টন চুক্তি এখনো সম্ভব হয়নি৷

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অর্থের বিনিময়ে জিপিএ-৫ বিক্রির ভিডিওসহ প্রতিবেদন

স্কুল-কলেজে সর্বোচ্চ ফল জিপিএ-৫ নামক সোনার হরিণের জন্য শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম করতে হয়। কিন্তু প্রশ্নফাঁস সাম্প্রতিক বছরগুলোতে তাদের এ অর্জনকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। সম্প্রতি আরেকটি অভিযোগ উঠেছে। সেটি হল অর্থের বিনিময়ে বিক্রি হচ্ছে এ জিপিএ-৫।বেসরকারি স্যাটেলাইট চ্যানেল মাছরাঙা টেলিভিশনের অনুসন্ধানে উঠে এসেছে এ তথ্য। সেখানে দেখা গেছে নাম সর্বস্ব কলেজ খুলে, মাত্র তিন লাখ টাকায় জিপিএ-৫ বিক্রি করা হচ্ছে এইচএসসি পরীক্ষার্থীদের কাছে।

বিস্তারিত দেখুন ভিডিওতে:

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সুমনা ফাউন্ডেশনের পক্ষ থেকে গরীব ও দুস্থ্যদের মাঝে ঈদ সামগ্রি বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরার স্বেচ্ছাসেবামূলক সামাজিক উন্নয়ন প্রতিষ্ঠান সুমনা ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায়, গরীব ও দুস্থ্যদের মাঝে ঈদ সামগ্রি ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। রবিবার কাটিয়াস্থ রেজিস্ট্রি অফিসের সামনে সুমনা ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। সুমনা ফাউন্ডেশনের পরিচালক এ এস এম মাকছুদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দুঃস্থ্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ। এসময় উপস্থিত ছিলেন সমাজসেবক মনোয়ারা খান, শিমুন শামস, সাতক্ষীরা এক্সপ্রেসের সত্বাধিকারী মোঃ রেজাউল করিম, সাবেক ছাত্রলীগ নেতা পারভেজ আনোয়ার প্রমূখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সেহরি ও ইফতারে যেসব খাবার খাবেন না!

স্বাস্থ্য ডেস্ক: সিয়াম সাধনা আর সংযমের মাস রমজান। সারা দিনের সংযমের পর ইফতারির সময় আমাদের সব সংযম যে হারিয়ে যায়। মনে হয় রমজান এসেছে শুধু বেহিসাবি ও রকমারি খাবারের বার্তা নিয়ে। ভোজনরসিক অনেক বাঙালির ক্ষেত্রে রমজান যেন শুধু খাওয়ারই উৎসব। যুগ যুগ ধরে বাঙালি ধরে রেখেছে এই ইফতারির ঐতিহ্য।

সারা দিন রোজা রেখে আমাদের শরীরের অভ্যন্তরে বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ নিস্তেজ হয়ে পড়ে। ইফতারের পর সেগুলো ধীরে ধীরে সতেজ ও কর্মক্ষম হয়ে ওঠে। তাই সবার মনে রাখতে হবে, এই ইফতারে যেন এমন কিছু খাওয়া বা পান করা না হয়, যাতে ওই অঙ্গপ্রত্যঙ্গগুলো সতেজ ও কর্মক্ষম হওয়ার পরিবর্তে দুর্বল হয়ে পড়ে। রোজাদারের মধ্যে কেউ সম্পূর্ণ সুস্থ থাকে, আবার কেউ ডায়াবেটিক, কেউ হৃদরোগী কেউ বা আলসার আক্রান্ত থাকতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ নিতে হবে, কার জন্য কোন ইফতার ক্ষতিকর; সেগুলো খাওয়া ঠিক হবে না।

রোজার একটি পরম আনন্দ ও তৃপ্তি হলো ইফতারে। সারা দিন রোজা রেখে দিন শেষে পরিবারের সবাই যখন একসাথে ইফতারে বসে এবং পরিবারের বাইরে হাটবাজারে, মসজিদে সবাই যখন একসাথে বসে ইফতার করে, তখন সবার মনে এক অনাবিল আনন্দ বিরাজ করে। কোথাও কোথাও ইফতার বিনিময় করে আনন্দে ও তৃপ্তিতে। কিন্তু এই ইফতার করতে গিয়ে কখনো আমরা বাড়াবাড়ি করে অসুস্থ হয়ে পড়ি।

লোভ সংবরণ করাও রোজাদারের জন্য ইবাদত। লোভ সংবরণ করে যদি সুস্থ থাকতে পারি, তাহলে সেটাই কি ভালো নয়? লোভ সামলাতে না পেরে যদি এমন কিছু খাই, যা আমার কষ্ট বৃদ্ধি করে, সেটা কি আমাদের কাম্য হওয়া উচিত? ভাজাপোড়া বা ঝলসানো কোনো খাবারই স্বাস্থ্যের জন্য উপাদেয় নয়। তবুও মুখরোচক বলে খাই। কিন্তু সেটাও সংযত হওয়া ভালো।

আমরা বলি, দিন শেষে পেঁয়াজু, ডালবড়া, আলুর চপ, কাবাব, গ্রিল করা মুরগি না খেলে ভালো লাগে না; কিন্তু সারা দিন উপবাস থেকে এই তেলে ভাজা খাবার যে কত ক্ষতিকর তা বুঝি না বা বুঝতে চাই না বলে অসুস্থ হয়ে পড়ি। পেটে গ্যাস হয়। টক ঢেঁকুর উঠতে থাকে। পেট ফুলে ওঠে। মাথা গরম হয়। পেটে উৎপন্ন গ্যাস ওপর দিকে চাপ দেয়। তখন বুকে ব্যথা হয়।

আল্লাহর রাসূল শুধু সাদা পানি ও খোরমা বা খেজুর দিয়ে ইফতার করতেন। আমরা ইফতারে ভেজানো নরম চিঁড়া ও কলা, চিঁড়া ও টকদই বা মিষ্টিদই, শসা, ক্ষীরা, তরমুজ, বাঙ্গি ইত্যাদি দিয়ে ইফতার করতে পারি। এগুলো ভালো। লেবুর শরবতে ইসবগুলের ভুসি দিয়ে খেতে পারি। মুড়িতে অল্প তেলে ভাজা সেদ্ধ ছোলা খাওয়া যায়।

ডায়াবেটিক না থাকলে গুড় বা চিনির ফিরনি বা ক্ষীর খেতে পারেন। এগুলো ক্ষতিকর নয়। হৃদরোগী, ডায়াবেটিক রোগী, পেটে আলসার ও গ্যাস্ট্রিক রোগীদের ভাজাপোড়া খাওয়া নিষেধ। ইফতারের পর নামাজ শেষে শুয়ে পড়া ঠিক নয়। অন্তত ১৫-৩০ মিনিট হাঁটাচলা করা উচিত। যথেষ্ট পরিমাণে পানি পান করতে হবে। বাজারে যেসব টিক্কা, কাবাব ইত্যাদি বাহারি খানা পাওয়া যায়, ওইসব খাবার না খাওয়াই উচিত।

সেহরি বা রাতের খাবারে শাকসবজি, মাছ ও ডাল খাওয়া ভালো। যাদের পেটে আলসার তাদের সর্বপ্রকার ভাজাপোড়া খাবার নিষিদ্ধ। তাদের ইফতারে অবশ্যই এক কাপ টকদই খাওয়া উচিত। অথবা টকদই আর কলা মেখে খেলে উপকার হবে। যারা হৃদরোগী তারাও এটা খেলে ভালো হবে।

যারা পেপটিক আলসারে ভুগছেন, তারা ইফতারে কোনো ভাজাপোড়া বা ঝলসানো কিছু খাবেন না, বরং কচি শসা খেলে উপকার হবে। তবে লেবুর শরবত খাবেন না। রূহ আফজা, সিনারোজ বা মর্ডান শতায়ু শরবত খেতে পারেন। চিঁড়া-দই বা চিঁড়া কলা খাবেন।

যারা কোষ্ঠকাঠিন্যে ভুগছেন, তাদের জন্য ভাজাপোড়া নিষেধ। লাল গোশত না খাওয়াই ভালো। তাজা কচি মুরগি পেঁপে বা মানকচু দিয়ে কম গরম মসলা সহযোগে রান্না করে খেতে পারেন। ইসবগুলের ভুসির শরবতও উপকারী।
সেহরি বা রাতের খাবারে শাকসবজি, মাছ, ডাল ও সালাদ খাবেন। সেহরি বা ভোরে গোশত না খাওয়াই ভালো। হালকা খাবার শ্রেয়। যেমন-আটার রুটি, সেমাই, কম তেলে রান্না সবজি। খাওয়া শেষে এক গ্লাস মাঠা বা ঘোল অথবা টকদইয়ের শরবত খাবেন।

আমাদের রোজাদারদের মনে রাখতে হবে, দিন শেষে রাজকীয় খাবার, যেমন-পোলাও, বিরিয়ানি, কোপ্তা, কাবাব খাওয়ার জন্য রোজা রাখি না। ইবাদত-বন্দেগি ও জিকির করার জন্য রোজা, বেঁচে থাকার লক্ষ্যে খাওয়া-দাওয়ার জন্য রোজা নয়। ভুলে গেলে চলবে না, আল্লাহর রাসূল সামান্য ফলমুল বা খেজুর দিয়ে ইফতার করতেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোহিঙ্গা নিপীড়নের দায়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন- জি-সেভেন নেতৃবৃন্দকে প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: রোহিঙ্গাদের বিরুদ্ধে নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের দায়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে জবাবদিহিতা ও ন্যায়বিচার নিশ্চিত করারও আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (৯ জুন) জি-৭ শীর্ষ সম্মেলনের আউটরিচ অধিবেশনে বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের সমস্যার মূল মিয়ানমারেই নিহিত এবং তাদেরই এর সমাধান করতে হবে। রোহিঙ্গাদের অবশ্যই তাদের নিজগৃহে ফিরে যেতে হবে, যারা সেখানে শতশত বছর ধরে বসবাস করে আসছে।

তিনি বলেন, আমরা ইতোমধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের অধিকার নিশ্চিত করতে মিয়ানমারের সঙ্গে চুক্তি করেছি। এই প্রক্রিয়া যাতে স্থায়ী ও টেকসই হয় সে জন্য আমরা এতে ইউএনএইচসিআরকে (জাতিসংঘের শরণার্থী সংস্থা) অন্তর্ভুক্ত করেছি।

এসময় রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি বাস্তবায়নে মিয়ানমারের প্রতি চাপ প্রয়োগে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে জি-৭ নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আজ রাতের ম্যাচে ব্রাজিলের শুরুর একাদশে ফিরছেন নেইমার

খেলার খবর: ব্রাজিল কোচ তিতে জানিয়েছেন, অস্ট্রিয়ার বিপক্ষে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচের শুরুর একাদশে থাকবেন নেইমার।
এই ম্যাচ দিয়ে প্রায় সাড়ে তিন মাস পর প্রথম একাদশে ফিরছেন তারকা এই ফরোয়ার্ড। বাংলাদেশ সময় রোববার রাত আটটায় প্রস্তুতিপর্বে নিজেদের শেষ ম্যাচটি খেলতে নামবে ব্রাজিল।

পিএসজির হয়ে গত ২৫ ফেব্রুয়ারি লিগ ওয়ানের ম্যাচে পায়ের পাতার মেটাটারসাল হাড় ভাঙার পর দীর্ঘদিন খেলার বাইরে ছিলেন নেইমার। গত রোববার ক্রোয়েশিয়ার বিপক্ষে বদলি হিসেবে প্রথম মাঠে নামেন এই ফরোয়ার্ড। ২-০ ব্যবধানে জেতা ওই ম্যাচে দলকে এগিয়ে নেওয়া গোলটি করেছিলেন তিনি।

নেইমারের অমন দুর্দান্ত প্রত্যাবর্তনে ম্যাচ শেষে বিস্ময় প্রকাশ করেছিলেন তিতে। আর এবার প্রিয় শিষ্যকে প্রথম একাদশে ফেরানোর পরিকল্পনার কথা জানালেন কোচ।

“আমরা অনুশীলনে ও ম্যাচে তার উন্নতি পর্যবেক্ষণ করছি। একই সঙ্গে তার আত্মবিশ্বাসের দিকেও চোখ রাখছি।”

“আমি তাকে প্রতিপক্ষের ট্যাকল এড়িয়ে যেতে এবং প্রতিদ্বন্দ্বিতা করা বন্ধ করতে মানা করেছি। কারণ সেরে ওঠার সেরা উপায় হলো কঠিন ও সেরা মানের অনুশীলন।”

২০১৬ সালের জুনে দায়িত্ব নেওয়া তিতের অধীনে এ পর্যন্ত ২০ ম্যাচ খেলে মাত্র একটিতে হেরেছে ব্রাজিল। চার বছর আগে ঘরের মাঠে বিশ্বকাপের সেমি-ফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে হারের ধাক্কাও কাটিয়ে উঠেছে দলটি। গত মার্চে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়দেরকে তাদেরই মাঠে গিয়ে হারায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জি-সেভেন সম্মেলন; মিত্রদের সঙ্গে ট্রাম্পের বিরোধ প্রকাশ্যে

আন্তর্জাতিক ডেস্ক: শুক্রবার কানাডায় ছিল জি-৭ সম্মেলনের প্রথম দিন। এদিন দেরি করে এসে আগেই সম্মেলন স্থল ত্যাগ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রথম দিনই ট্রাম্প হুমকি দিয়েছেন বিশ্ব নেতাদের। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাকি ছয় সদস্য রাষ্ট্রের তীব্র বিরোধিতার মধ্য দিয়ে শেষ হয় ‘জি-সেভেন’ সম্মেলনের প্রথম দিন। সম্মেলনে চুক্তি করতে ব্যর্থ হলে আমেরিকা আরও ভালো পদক্ষেপ নেবে বলে ঘোষণা করেন ট্রাম্প। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেন জোটের অন্যান্য দেশের নেতারা।

প্রথম দিনের অধিবেশনে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র চায় জি-সেভেন জোটে রাশিয়াকে পুনরায় অন্তর্ভুক্ত করা হোক। প্রতিক্রিয়ায় জার্মান চ্যান্সেলর বলেন, এটা সম্ভব নয়। কারণ জোটের অন্যান্য দেশ ইউক্রেন সংকটের সমাধান ছাড়া রাশিয়াকে জোটে অন্তর্ভুক্ত করার বিপক্ষে। ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া দখল করার অভিযোগে ২০১৪ সালে এই জোট থেকে রাশিয়াকে বহিষ্কার করা হয়। এর আগে জি-সেভেন ছিল ‘জি-এইট’।

এদিকে শুক্রবার জি-সেভেন জোটের নেতারা যখন বাণিজ্য নিয়ে ‘বিবাদ’ করছিলেন, ঠিক একই সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পেইচিংয়ে স্বাগত জানান চীনের প্রেসিডেন্ট শি চিনপিং। পুতিন সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনে যোগ দিতে এ সফর করছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest