সর্বশেষ সংবাদ-
জিপিএ-৫ প্রাপ্তদের সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সংবর্ধনাসাতক্ষীরায় আসছে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা : চলছে প্রস্তুতির শেষ মুহূর্তের কাজসাতক্ষীরায় নিয়ন্ত্রন হারিয়ে যাত্রীবাহী বাস মৎস্য ঘেরে : আহত ১৪তালায় জুলাই আহত ও নিহতদের স্মরণে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টসাতক্ষীরার বারটি মাধ্যমিক বিদ্যালয় লাইব্রেরি উন্নয়নে বই বিতরণশ্যামনগরে বৃষ্টির পানি সংরক্ষণের জন্য ট্যাংক বিতরণসাতক্ষীরায় পানিবন্ধী পরিবারের মাঝে বিএনপি নেতা চিশতীর খাদ্য বিতরণশ্যামনগরে শিয়াল মারার ফাঁদে আটকে এক নারীর মৃত্যুসাতক্ষীরায় জাতীয় ঐক্যমত গঠনের প্রক্রিয়ায় অংশীজনের মতামত শীর্ষক মতবিনিময়

অ্যাকশন-রোমান্সের ধামাকা নিয়ে হাজির শাকিব-বুবলী

বিনোদন ডেস্ক: ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান-বুবলী অভিনীত ‘সুপারহিরো’ সিনেমার টিজার রবিবার রাতে প্রকাশ করা হয়েছে। অ্যাকশন নির্ভর এ ছবিতে শাকিব-বুবলী রোমান্স দর্শককে মুগ্ধ করবে। শুধু রোমান্স নয়, ‘সুপারহিরো’তে পাল্লা দিয়ে একে অন্যের বিরুদ্ধে লড়তেও দেখা যাবে এ জুটিকে।

আশিকুর রহমান পরিচালিত ‘সুপার হিরো’ ছবিতে যত অস্ত্র ব্যবহৃত হচ্ছে তার সবই আধুনিক প্রযুক্তির ‘অরিজিনাল আর্মস’। হার্ট বিট প্রোডাকশন প্রযোজিত এ ছবির গল্প ও চিত্রনাট্য লিখছেন দেলোয়ার হোসেন দিল। সঙ্গীত পরিচালনায় আছেন আকাশ সেন, নাভিদ পারভেজ, আরী আকরাম শুভ।

‘সুপারহিরো’ ছবির গল্প ও চিত্রনাট্য লিখছেন দেলোয়ার হোসেন দিল। সঙ্গীত পরিচালনায় আছেন আকাশ সেন, নাভিদ পারভেজ, আরী আকরাম শুভ। ছবিতে আরও অভিনয় করছেন তারেক এনাম খান, টাইগার রবি, সিন্ডি রোলিং, সাদেক বাচ্চু, বড়দা মিঠু, সাইফুল্লাহ সাদি, সালমান আরিফ, ওয়ারেন কুলটন ও আইগর ব্রেকেনব্যাক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফেসবুকের প্রধান নির্বাহী হতে চান হিলারি ক্লিনটন

আন্তর্জাতিক ডেস্ক:

হিলারি ক্লিনটন। একাধারে তিনি একজন রাজনীতিবিদ, মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি। সবশেষ ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তিনিই ছিলেন ডেমোক্র্যাট প্রার্থী। সেই হিলারি ক্লিনটনই এবার রাজনীতি ছেড়ে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকের প্রধান নির্বাহী (সিইও) হতে চাইছেন। তিনি নিজেই এ কথা জানিয়েছেন।

সম্প্রতি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে সমাজে কল্যাণমূলক কাজের স্বীকৃতি হিসেবে রেডক্লিফ মেডেল গ্রহণে উপস্থিত হন হিলারি ক্লিনটন। সেখানে ম্যাসেচুসেটসের অ্যাটর্নি জেনারেল মাউরা হিলি প্রশ্ন করেছিলেন, সুযোগ পেলে তিনি কোন সংস্থার সিইও হতে চাইবেন? জবাবে হিলারি বলেছেন, ‘ফেসবুক। এটা বিশ্বের সবচেয়ে বড় খবরের মাধ্যম। আমাদের দেশের বেশিরভাগ মানুষই ফেসবুকের মাধ্যমে খবর পেয়ে থাকে। হোক সেটা সত্যি কিংবা মিথ্যা।’

প্রসঙ্গত, কেমব্রিজ অ্যানালিটিকা বিতর্কের জেরে ফেসবুকের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। রাজনৈতিক উদ্দেশ্যে বিশ্বজুড়ে ৮৭ মিলিয়ন ফেসবুক ব্যবহারকারীর তথ্য ফাঁস করে দেওয়ার অভিযোগ উঠেছে। ফেসবুক এখন ফের মানুষের আস্থা অর্জনের চেষ্টা করছে। এই পরিস্থিতিতে হিলারির এই মন্তব্য তাৎপর্যপূর্ণ।

 

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নিজের মেয়ের অভিনয়ে মুগ্ধ অমিতাভ

বিনোদন ডেস্ক: বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন তার মেয়ে শ্বেতা বচ্চন নন্দার সাথে একটি জুয়েলারি ব্র্যান্ডের বিজ্ঞাপনে অভিনয় করেছেন। শ্বেতা বচ্চনের জন্য এটা নতুনক্ষেত্র। কারন এর আগে তিনি কখনো পর্দায় আসেননি। নির্মাতা ও শুটিংয়ের মানুষরা ভেবেছিলেন ক্যামেরার মুখোমুখি হওয়ার আগে অমিতাভ বচ্চন তার মেয়েকে কিছু পরামর্শ দেবেন। কিন্তু তেমন কিছুই ঘটেনি। বরং মেয়ের অভিনয়ে মুগ্ধ অমিতাভ।

অমিতাভ বচ্চন এক বিবৃতিতে বলেন, ‘যখন আমরা কোন দৃশ্যধারণ করতে ক্যামেরার সামনে দাঁড়ায় তখন আমরা একটি চরিত্রের মধ্যে বিচরণ করি। সেটের অন্যান্য শিল্পীদের মতোই আপনি তার সঙ্গে কিছু পয়েন্ট বা দৃষ্টি ভঙ্গি নিয়ে কথা বলতে পারেন। সে ক্যামেরার সামনে কিছু সমস্যার সম্মুখীন হতে পারে তাই আমি তাকে কিছু পরামর্শ দিতে পারি। আমি জানিনা সে পরামর্শ গ্রহণ করবে কিনা। তাই উপদেশ দেওয়ার কোনো মানে নেই।’

সুপারস্টার অমিতাভ বচ্চন অনুভব করেন তার মেয়ে ক্যামেরার সামনে স্বাভাবিকভাবে অভিনয় করবেন, যেহেতু তার স্ত্রী জয়া বচ্চন,পুত্র অভিষেক বচ্চন, পুত্রবধূ ঐশ্বরিয়া রায় বচ্চন এবং তিনি নিজেই অভিনয়ের সাথে যুক্ত আছেন সেহেতু তিনি মনে করেন স্বেতা একজন প্রকৃত অভিনেত্রী।

তিনি আরোও বলেন, ‘আমি জানি সে এটা স্বীকার করবে না কিন্তু সে খুব ভালো অভীনেত্রী। সে কিন্তু ভালো নকল করতে পারে। যখন আমরা কোথাও যাই এবং কোন ঘটনা ঘটে সে অত্যন্ত নিপুণভাবে সকলকে নকল করে। সে অত্যন্ত ভালো অভিনেত্রী।’

শ্বেতা বচ্চন নন্দা শিগগিরই তার প্রথম বই প্রকাশ করবেন। বইয়ের নাম প্যারাডাইস টাওয়ার। একটি জাতীয় সংবাদপত্রের সাক্ষাৎকারে অমিতাভ বচ্চন বলেন, ‘আমি আমার মেয়েকে নিয়ে গর্বিত। সে খুব ভালো লেখালেখি করে। আমি চাই সে তার লেখা চালিয়ে যাক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরাসহ ৯ জেলায় বন্দুকযুদ্ধে নিহত ১২ ‘মাদক ব্যবসায়ী’

ন্যাশনাল ডেস্ক: চলমান মাদকবিরোধী অভিযানে আট জেলায় আরও অন্তত ১১ জন নিহত হয়েছেন। এনিয়ে গত নয় দিনে নিহতের সংখ্যা দাঁড়াল ৯০ জন।

রোববার রাতে অভিযানে সাতক্ষীরায় দুজন, কুমিল্লায় দুজন, পিরোজপুরে দুজন, ঢাকায় একজন, মুন্সীগঞ্জে একজন, চাঁদপুরে একজন, ঝিনাইদহে একজন এবং পাবনায় একজন নিহত হয়েছেন।

নিহতরা সবাই মাদক কেনা-বেচায় জড়িত বলে দাবি আইনশৃঙ্খলা বাহিনীর। তবে তাদের বক্তব্য ও ঘটনার বিবরণ নিয়ে প্রশ্ন তুলেছে মানবাধিকার সংগঠনগুলো।

শুরুতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কথিত বন্দুকযুদ্ধে মারা পড়ার কথা জানানো হলেও এখন গুলিবিদ্ধ লাশ উদ্ধারের খবর দিয়ে বলা হচ্ছে, অভ্যন্তরীণ কোন্দলে গোলাগুলিতে মারা পড়ছেন তারা।

সমালোচনার মধ্যেও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, তারা মাদকের বিরুদ্ধে ‘অলআউট’ যুদ্ধে নেমেছেন, নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পরিচালক উধাও, শুটিং করতে গিয়ে জিম্মি শ্যামল-প্রসূন আজাদ

বিনোদন ডেস্ক: গেলো ২৫ মে শুক্রবার ‘মেঘ মাইয়া’ শিরোনামের একটি নাটকের শুটিং করতে নেত্রকোনার বিরিশিরি এলাকায় যান ছোট পর্দার শ্যামল মওলা ও প্রসূন আজাদ। এ দুজন ছাড়াও সেখানে অংশ নেন আরও বেশকিছু অভিনয় শিল্পী। তিনদিন শুটিং করার পর আজ ২৮ তারিখ সোমবার তাদের ঢাকায় ফেরার কথা ছিল। কিন্তু হোটেল ভাড়া, গাড়ীভাড়া, শিল্পীদের পেমেন্ট না দিয়ে সোমবার (২৮ ) রাত ১টার সময় লাপাত্তা হয়ে যান এ নাটকের নির্মাতা আজাদ কালাম।

পরিচালকের লাপাত্তা হয়ে যাওয়ায় হোটেল কতৃপক্ষ সবাইকে জিম্মি করে রেখেছে। সেখানে কোনো নিরাপত্তা কর্মী নেই বলে জানা যায়। বর্তমানে পুরো শুটিং ইউনিটের সকলেই জিম্মি অবস্থায় রয়েছেন। এরমধ্যে অভিনেত্রী প্রসূন আজাদ মানসিক চিন্তায় অসুস্থ হয়ে পড়েন। তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা চলছে।

এদিকে প্রসূনের বাবার সাথে শ্যামল মওলা ফোনে যোগাযোগ করার জন্য রিং দিলেও রিসিভ করেননি বলে তিনি জানান। এ প্রসঙ্গে শ্যামল মওলা বলেন, এই মুহূর্তে আমরা খুব বিপদে আছি । এখন কিছু বলতে পারবো না। আগে নিজেদের বাঁচাই,পরে সব খুলে বলবো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইউপিডিএফের তিন কর্মীকে গুলি করে হত্যা

ন্যাশনাল ডেস্ক: এবার রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) তিন কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা হলেন সুনীল চাকমা সনজিত (৩০), অটল চাকমা (৩০) ও স্মৃতি চাকমা।

আজ সোমবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বাঘাইহাটের করল্যাছড়ি এলাকায় তিনজনকে গুলি করে হত্যা করা হয়।

ইউপিডিএফের বাঘাইছড়ি উপজেলার সংগঠক জুয়েল চাকমা জানান, এ হত্যাকাণ্ডের জন্য নতুন ইউপিডিএফ (গণতান্ত্রিক) ও জনসংহতি সমিতি (এম এন লারমা) দায়ী।

ইউপিডিএফ প্রচার বিভাগের প্রধান নিরন চাকমা বলেন, ‘ভোরে জেএসএস (সংস্কার) ও ইউপিডিএফের (গণতান্ত্রিক) একদল সশস্ত্র ক্যাডার একটি বাসায় একসঙ্গে থাকা আমাদের কর্মীদের ওপর হামলা চালিয়ে গুলি করে তিনজনকে হত্যা করেছে।’ তিনিও এ হত্যাকাণ্ডের জন্য সংগঠন দুটিকে দায়ী করেছেন।

বাঘাইছড়ির সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আনোয়ার বলেছেন, ‘ভোরে একটি বাসায় হামলা চালিয়ে তিনজনকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জেনেছি। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গেছে।’

রাঙামাটির পুলিশ সুপার আলমগীর কবিরও ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনজনের মৃত্যুর বিষয়টি জানিয়েছেন।

তবে অভিযোগ অস্বীকার করেছে ইউপিডিএফের (গণতান্ত্রিক) মুখপাত্র লিটন চাকমা। তারা এই ঘটনার সঙ্গে জড়িত নয় বলে দাবি করেন তিনি।

সর্বশেষ রাঙামাটির নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শক্তিমান চাকমাকে (৫২) গুলি করে হত্যা করা হয়। তিনি ২০১০ সালে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি থেকে বের হয়ে যান। পরে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এম এন লারমা) নামের নতুন রাজনৈতিক দলের অন্যতম উদ্যোক্তা ছিলেন।

পরদিন শক্তিমান চাকমার অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে যাওয়ার সময় দুর্বৃত্তদের গুলিতে পাঁচজন নিহত হন। নিহতদের মধ্যে ছিলেন ইউপিডিএফ (গণতান্ত্রিক) দলের আহ্বায়ক তপনজ্যোতি চাকমা বর্মা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ২ ‘মাদক ব্যবসায়ী’র গুলিবিদ্ধ লাশ উদ্ধার

আসাদুজ্জামান: সাতক্ষীরার বাঁকালে দুই ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের দাবি তারা মাদক ব্যবসায়ী। মাদক ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে গোলাগুলিতে তারা নিহত হয়েছে।
সোমবার ভোরে সাতক্ষীরা-ভোমরা সড়কের বাঁকালের আগুনপুর গ্রামে রাস্তার পাশে লাশ দুটি পড়ে ছিল বলে জানিয়েছে পুলিশ। এ সময় সেখান থেকে উদ্ধার করা হয়েছে একটি ওয়ান শুটার গান ও ১০৫ বোতল ফেনসিডিল।
গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ীরা হলেন, সাতক্ষীরা শহরের মধুমোল্লারডাঙ্গি এলাকার মৃত এরাদ আলী মিস্ত্রীর ছেলে ইমদাদুল হক ও সদর উপজেলার ভোমরা ইউনিয়নের লক্ষিদাড়ি গ্রামের আজগর আলীর ছেলে খলিলুর রহমান পুটে।
সদর থানার উপ-পরিদর্শক প্রবীর কুমার দাস বলেন, আজ ভোরে খবর আসে যে বাঁকালের পাশে আগুনপুরে দুটি লাশ পড়ে রয়েছে। তিনি দ্রুততার সাথে সেখানে পুলিশের কয়েক সদস্যকে নিয়ে পৌছে যান। তিনি বলেন, লাশ দুটির প্রত্যেকের দেহে একটি করে গুলির চিহ্ন রয়েছে। তাদের পরনে ছিল লুঙ্গি ও গেঞ্জি। মাত্র ১০ গজের ব্যবধানে লাশ দুটি পড়ে ছিল বলে তিনি জানান। লাশের পাশেই পাওয়া গেছে একটি ওয়ান শুটার গান ও ১০৫ বোতল ফেনসিডিল। এ ছাড়া মদের খালি বোতলও পাওয়া গেছে।
উপ-পরিদর্শক প্রবীর কুমার দাস আরো জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে যে তারা মাদকের ভাগাভাগি নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। নিজেদের মধ্যে গোলাগুলির এক পর্যায়ে উক্ত দুই মাদক ব্যবসায়ী নিহত হয়।
ময়না তদন্তের জন্য লাশ দুটি সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিয়ের ২২ বছর পর প্রথম শ্বশুরবাড়িতে মৌসুমী

বিনোদন ডেস্ক: এই প্রথম স্বামী চলচ্চিত্র অভিনেতা ওমর সানীর সঙ্গে শ্বশুরবাড়ি ঘুরে এলেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। ওমর সানির পৈতৃক ভিটা বরিশালের গৌরনদীতে। কিন্তু তার বেড়ে ওঠা ঢাকায়। বিয়ের ২২ বছরেও তাই মৌসুমীর বরিশালে যাওয়া হয়ে উঠেনি।

সম্প্রতি একটি প্রতিষ্ঠানের অতিথি হিসেবে বরিশাল যেতে হয় ঢালিউডের জনপ্রিয় এ দম্পতিকে। সেই সুযোগেই শ্বশুরবাড়ি যাওয়ার সুযোগ হয় মৌসুমীর।

ওমর সানী বলেন, আমি মনের মধ্যে বরিশালকে অনেক বেশি ধারণ করি। আমার ছেলে ও মেয়ের কাছে বরিশাল নিয়ে অনেক গল্প করি। কাজের চাপে খুব বেশি যাওয়া হয় না। এমনকি মৌসুমীকে নিয়ে আমার এটাই প্রথম বরিশাল যাওয়া। মনে অনেক শান্তি পেয়েছি। কারণ আমার চাচাতো ভাই ও বোনদের সাথে দেখা হয়েছে। মৌসুমীও অনেক পছন্দ করেছে বরিশাল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest