সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় রাসায়নিক দ্রব্যে পাকানো ৬ হাজার কেজি গোবিন্দভোগ আম বিনষ্টশ্যামনগরে শরীরে পেট্টোল ঢেলে হত্যা চেষ্টার অভিযোগতীব্র তাবদাহে সাতক্ষীরায় সুপেয় খাবার পানি ও স্যালাইন বিতরণ কার্যক্রম উদ্বোধনকালিগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির দুর্নীতি স্বেচ্ছাচারিতা ও গ্রাহক হয়রানির প্রতিবাদে বিক্ষোভঅপরিপক্ষ আম খাদ্য হিসাবে গ্রহণে সাতক্ষীরার ডিসি’র সতর্কতাআলীপুর ইউপিতে বিএনপির বহিস্কৃত নেতা রউফ বিজয়ীআশাশুনির মরিচ্চাপ সেতুর অধিকরনকৃত জমি জবরদখল: অবৈধ স্থাপনা নির্মানের হিড়িকসাতক্ষীরায় ঘরে-বাইরে তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত: বিপাকে নি¤œ আয়ের মানুষকালিগঞ্জে রাসায়নিক দ্রব্যে পাকানো ৪শ’ কেজি আম জব্দব্যবসায়ীকে মারধরের ঘটনার ভিডিও করায় সাংবাদিকদের মারপিটের অভিযোগ ডা; ফয়সালের বিরুদ্ধে

ঈদে জাহিদ-ভাবনার ‘মেঘ পিয়নের চিঠি’

ছোট পর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী জাহিদ হাসান ও আশনা হাবিব ভাবনা ফের একসঙ্গে জুটিবদ্ধ হলেন। প্রায় এক বছর পর ‘মেঘ পিয়নের চিঠি’ শিরোনামের একটি নাটকে একসঙ্গে অভিনয় করলেন তারা।

মেহরাব জাহিদ রচিত এ নাটকটি পরিচালনা করেছেন সোহেলা রানা ইমন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নাটকটির দুটি ছবি শেয়ার করে ভাবনা লিখেছেন- ঈদের নাটক।

এ প্রসঙ্গে ভাবনা বলেন, ঈদুল ফিতর উপলক্ষে ‘মেঘ পিয়নের চিঠি’ নাটকে একসঙ্গে কাজ করলাম। কাজটি করে ভালো লেগেছে। আশা করছি, নাটকটি দর্শকদেরও ভালো লাগবে।’’

সম্প্রতি নগরীর বিভিন্ন স্থানে নাটকটির শ্যুটিংয়ের কাজ শেষ হয়েছে। ঈদুল ফিতরে বেরসরকারি একটি টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচারিত হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
১১ ও ১২ মে ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন

আগামী ১১ ও ১২ মে বাংলাদেশ ছাত্রলীগের দুই দিনব্যাপী কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। এর আগে এপ্রিল মাসের শেষ সপ্তাহে ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিণ, ঢাকা মহানগর উত্তর ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সম্মেলন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৫ এপ্রিল) বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির সভাপতি সাইফুর রহমান সোহাগ।

সংবাদ সম্মেলনে ছাত্রলীগ সভাপতি বলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সম্মেলনের পাশাপাশি আগামী ২৪ এপ্রিল ঢাকা মহানগর দক্ষিণ, ২৬ এপ্রিল ঢাকা মহানগর উত্তর ও ২৯ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘এগুলো অশ্লীল, একইসঙ্গে অশোভন’

কঙ্গনা রানাওয়াত। বলিউডের হার্টথ্রব অভিনেত্রীদের একজন। দক্ষতা ও গ্ল্যামার দিয়ে নিজেকে প্রমাণ করেছেন তিনি। সম্প্রতি আইটেম গান নিয়ে কথা বলেছেন এ অভিনেত্রী। কারণ ক্যাটরিনা কাইফ, প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোনসহ কঙ্গনার সমসাময়িক অভিনেত্রীদের অনেককেই আইটেম গানে দেখা গেছে। কিন্তু সেদিক থেকে ব্যতিক্রম এই অভিনেত্রী।

ভারতীয় গণমাধ্যমে এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে কঙ্গনা বলেন, ‘আমি আইটেম গান করি না কারণ সেখানে করার মতো কিছু নেই। এগুলো অশ্লীল, একইসঙ্গে অশোভন, এর বেশির ভাগ যৌন আবেদনপূর্ণ। তাহলে এখানে করার মতো কী রয়েছে? ব্যক্তিগতভাবে আমি মনে করি, আইটেম গান নিষিদ্ধ করা উচিৎ। আমি এমন কিছুর অংশ হতে চাই না যেগুলো আমাদের, সমাজের, আমাদের শিশুদের জন্য ক্ষতিকর। ভবিষ্যতে যদি আপনার, আমার মেয়ে হয় তাহলে কি আমরা চাইব তাদের অবজেক্টিফাইং করা হোক? আমি বলতে চাইছি ভবিষ্যৎ প্রজন্ম রয়েছে, তাদের প্রতি আমাদের একটা দায়িত্ব আছে।’

কঙ্গনা অভিনীত পরবর্তী সিনেমা মণিকর্ণিকা : দ্য কুইন অব ঝাঁসি। রানি লক্ষ্মীবাঈ-এর জীবনী ও ১৮৫৭ সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে তার যুদ্ধের ওপর ভিত্তি করে তৈরি হচ্ছে এটি। সিনেমাটি পরিচালনা করছেন কৃষ। এতে কঙ্গনা ছাড়াও অভিনয় করছেন সোনু সুদ, অতুল কুরকার্নি, অঙ্কিতা লোখান্ডে প্রমুখ। চলতি বছর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
১০ টেস্টেই শীর্ষ দশে মার্করাম

রতিভার ঝিলিক তার ব্যাটে দেখা গেছে আগেই। সেই উজ্জ্বল সম্ভাবনাকে ক্রমেই আরও পোক্ত করেছেন। খেলেছেন একের পর এক দুর্দান্ত ইনিংস। টেস্ট ইতিহাসে দশম ব্যাটসম্যান হিসেবে ক্যারিয়ারে প্রথম দশ টেস্টেই স্পর্শ করেছেন হাজার রান। এই ধারাবাহিকতার সুফলও পেলেন এইডেন মার্করাম। টেস্ট র‌্যাঙ্কিংয়ে উঠে আসলেন নতুন উচ্চতায়। তরুণ প্রোটিয়া ব্যাটসম্যান মাত্র ১০ টেস্ট খেলেই আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ের সেরা দশে জায়গা করে নিয়েছেন।

মার্করাম অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য সমাপ্ত জোহানেসবার্গ টেস্টে ১৫২ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন। দ্বিতীয় ইনিংসে করেছেন ৩৭। এই পারফরম্যান্স তাকে এগিয়ে নিয়েছে ৬ ধাপ। উঠে এসেছেন টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ের নয়ে।

১০ টেস্টে ৪ সেঞ্চুরি ও ৩ ফিফটিতে মার্করামের রান এখন ঠিক ১ হাজার। গড় ৫৫.৫৫। ২০১৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে শিরোপা জয়ে নেতৃত্ব দেওয়া এই ব্যাটসম্যান।

ব্যাটসম্যানদের শীর্ষে এখনও আছেন নিষিদ্ধ হওয়া স্টিভেন স্মিথ। দুইয়ে বিরাট কোহলি। এক ধাপ এগিয়ে জো রুট উঠেছেন তিনে।

আইসিসি টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন কাগিসো রাবাদা, দুইয়ে জিমি অ্যান্ডারসন। এছাড়া অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে আছেন শীর্ষে সাকিব আল হাসান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ছাগলকে বাঁচাতে বাঘের সঙ্গে তরুণীর লড়াই!

বাঘের কথা শুনলেই অনেকে শিউরে উঠেন। আর সেই বাঘের সাথে লড়াই শুনতেই গায়ের মধ্যে ছমছম করে উঠছে। তেমনি এক ঘটনা ঘটেছে ভারতের মহারাষ্ট্র রাজ্যে। ছাগলের জন্য জীবন বাজি রেখে বাঘের সাথে লড়াই করেন, নিজে বাঁচলেও সেই ছাগলকেই রক্ষা করতে পারেন নি রুপালি।

দশ দিন আগের কথা, রুপালি মেশরাম নামের ২৩ বছর বয়সী সাহসী ওই তরুণী যখন ঘর থেকে তার ছাগলের চিৎকার শুনলেন, তখন একটি লাঠি হাতে বের হলেন। গিয়ে দেখলেন, তার ছাগলকে বাঘে ধরেছে। ছাগল বাঁচাতে লাঠি দিয়ে বাঘের ওপর আঘাত করলেন।

এরপর বাঘ তার ওপর হামলে পড়ল। বাঘ-মনুষ্য লড়াইয়ের এক পর্যায়ে রুপালির মা জিজাভাই সেখানে গিয়ে হাজির হলেন। মেয়েকে টেনে ঘরে তুললেন। ততক্ষণে রক্তাক্ত হয়ে গেছেন রুপালি। বিষয়টি দেখে আতঙ্কিত হলেন তার মা, অথচ তিনিও অসুস্থ। তবে তাদের অবস্থা খুব বেশি খারাপ নয়। ইতোমধ্যে হাসপাতাল থেকে তাদের রিলিজ দেওয়া হয়েছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্র রাজ্যে। চিকিৎসক রুপালির সাহসের প্রশংসা করেছেন। তবে এও বলেছেন, কপাল ভালো যে, বাঘটি তাকে (রুপালি) কামড়ে ধরেনি।

মা-মেয়ে বিবিসিকে বলেছেন, তারা ওই সময় একজন বনরক্ষককে ডাক দেন, কিন্তু বাঘ চলে যাওয়ার আধা ঘণ্টা পর তিনি আসেন।

যাই হোক, যে ছাগলের জন্য বাঘের সাথে মা-মেয়ের লড়াই, সেই ছাগলকেই বাঁচানো সম্ভব হয়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, যে গ্রামে এই ঘটনা ঘটেছে, সেখান থেকে বন্যপ্রাণী পার্ক খুব কাছে থাকায় প্রায়ই বাঘ লোকালয়ে চলে আসে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সংসদীয় আসনের সীমানা পরিবর্তন চান না মন্ত্রী-এমপিরা

সংসদীয় আসনের সীমানার পরিবর্তন চান না অধিকাংশ মন্ত্রী-এমপিরা। তারা আগের সীমানা বহাল রাখতে আবেদন করেছে নির্বাচন কমিশনে। এ জনপ্রতিনিধিরা ছাড়াও সংসদীয় সীমানা পরিবর্তনের পক্ষে-বিপক্ষে ৬০টি আসনে ৬২১টি আবেদন জমা পড়েছে।

চলতি মাসে এ আবেদনগুলোর দাবি-আপত্তি শুনানি শেষে সংসদীয় আসনের চুড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।

সূত্র জানায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের খসড়া তালিকা প্রকাশ করে ইসি। খসড়ায় ৩৮ আসনে পরিবর্তনের কথা বলা হয়েছে। এসব পরিবর্তনে আপত্তি জানিয়ে ইসিতে আবেদন করে ক্ষমতাশীন দলের মন্ত্রী ও এমপিসহ বিভিন্ন পর্যায়ের স্থানীয় জনপ্রতিনিধিরা। ১৬টি জেলার ৬০টি আসন থেকে ৬২১টি আবেদন আসে। এর মধ্যে বর্তমান সীমানায় অপত্তি জানিয়ে আবেদন পড়েছে ৪০৪টি আর সীমনা পরিবর্তন চেয়ে আবেদন এসেছে ২১৭টি।

ইসি কর্মকর্তারা জানান, আগের সীমানা বহাল রাখতে আবেদন করেছেন ৪ জন মন্ত্রী ও ১৫ জন এমপি । অপরদিকে সীমানা পরিবর্তন চেয়েছেন ৩ জন মন্ত্রী ও ৭ জন মন্ত্রী। এসব মন্ত্রী-এমপিরা আবেদনের পাশাপাশি কমিশনারদের সঙ্গে দেখা করছেন।

ইসি কর্মকর্তারা জানান, সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের খসড়া তালিকা দাবি-আপত্তি শুনানির জন্য বিভাগ অনুযায়ী নথি উপস্থাপনের প্রস্তুতি চলছে। আগামী সপ্তাহের শুনানি হতে পারে। তবে আবেদন দেখে কমিশন সিদ্ধান্ত দেবে কিভাবে এবং কবে থেকে সীমানা পুনর্নির্ধারণে এসব দাবি-আপত্তির শুনানি শুরু করা হবে।

ইসি সূত্র জানায়, সংসদীয় আসনে পরিবর্তন চেয়ে আবেদন এসেছে ৬০টি আসন থেকে, এর মধ্যে ঢাকা বিভাগে ১৯টি আসনে , রংপুর বিভাগে ৪টি, রাজশাহী ৫টি, খুলনা ৮টি, বরিশালে ৪টি, সিলেট ৪টি এবং চট্টগ্রাম বিভাগের ১৫টি আসন থেকে আবেদন এসেছে ।

ইসির প্রস্তাবিত খসড়া পর্যালোচনা করে দেখা গেছে, মাগুরা-২ আসনে ব্যাপক পরিবর্তন এসেছে। মহম্মদপুর ও শালিখ উপজেলার পাশাপাশি সদর উপজলোর শত্রুজিৎপুর, গোপালগ্রাম, কুচিয়ামোড়া ও বেরইল পলিতা ইউনিয়ন নিয়ে এই আসনটি বিদ্যমান। কিন্তু প্রস্তাবিত খসড়ায় সদর উপজেলার ৪টি ইউনিয়নকে মাগুরা-১ আসনে সঙ্গে যুক্ত করা হয়েছে। যোগাযোগের সুবিধার্থে এই আসনে পরিবর্তন না করার লিখিত দাবি জানিয়েছেন ইউনিয়নগুলোর নির্বাচিত জনপ্রতিনিধি। পাশাপাশি মাগুরা-২ আসনের বর্তমান সাংসদ ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী বীরেন শিকদার ও মাগুরা-১ আসনের সাংসদ এটিএম আবদুল ওয়াহাব। এই আসনে কোনো পক্ষই পরিবর্তন চায় না।

প্রস্তাবিত খসড়ায়, ঢাকা-২ নির্বাচনি এলাকা তিনটি আসনে ভাগ হয়ে গেছে। বিদ্যমান সীমনায় এই আসনটি ঢাকা সিটি করপোরেশনের তিনটি ওয়ার্ড (৫৫, ৫৬ ও ৫৭ নম্বর ওয়ার্ড), কেরানীগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়ন (হজরতপুর, কলাতিয়া, তারানগর, শাক্তা, রুহিতপুর, বাস্তা ও কালিন্দী), সাভার উপজেলার তিনটি ইউনিয়ন (আমিন বাজার, তেতুলঝোড়া ও ভাকুর্তা) নিয়ে গঠিত। কিন্তু প্রস্তাবিত খসড়া সীমানায় পুরো কেরানীগঞ্জ উপজেলাটি এখন ঢাকা-২ আসনের মধ্যে পড়েছে। (আগে কেরানীগঞ্জ উপজেলার আগানগর, জিনজিরা, তেঘরিয়া, কোন্ডা ও শুভাঢ্যা ছিলো ঢাকা-৩ আসনে)।তাই ঢাকা-২ আসন বিন্যাসের ওপর আপত্তি জানিয়ে কমিশনে আপিল করেছেন ওই আসনের বর্তমান সংসদ সদস্য খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি আশা করছেন, তার নির্বাচনি এলাকা অপরিবর্তিত থাকবে।

কুমিল্লা-৬ আসনের পরিবর্তন না করার আবেদন জানিয়েছে সেখানকার বর্তমান সাংসদ আ ক ম বাহার উদ্দিন বাহার। তিনি সামীনা পরিবর্তনের সিদ্ধান্ত প্রত্যাহার পূর্বক ২০১৩ সালের বিদ্যমান সীমানা বহাল রাখার আবেদন করেন।

অন্যদিকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ. কে ফজলুল হক সাতক্ষীরা-৪ আসনের সংসদীয় আসনের পরিবর্তন চেয়েছেন। তিনি আবেদনে বলেন, সাতক্ষীরা-৪ নির্বচনী এলাকা শ্যমনগর উপজেলার ১২টি এবং কালিগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়ন নিয়ে ২০০৮ সালে যে সীমানা ছিল সেটি বহাল রাখতে। ইসির খসড়ায় এ আসনটি ভাঙ্গার প্রস্তাব করা হয়েছে।

চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার জালাল আহম নামে এক ব্যবসায়ী চট্ট্রগ্রাম-১৪ আসনের সীমানায় পরিবর্তন চেয়ে আবেদনে বলেন, চট্টগ্রাম সাতকানিয়া উপজেলাধীন হুদাহা ইউনিয়নকে অন্তভূক্ত করতে হবে। ২০০৮ সালে এ আসনে ইউনিয়নটি অন্তভুক্ত ছিল। সে অনুযায়ী সীমানা পুনর্নির্ধারণ করতে হবে।

এদিকে কুড়িগ্রাম ৩ ও ৪ আসন যেভাবে বিন্যাস করা হয়েছে তা শুনানিতে বহাল রাখায় কমিশনকে শক্ত ভূমিকা রাখতে অনুরোধ জানিয়ে গেছেন জাতীয় পার্টির একজন জনপ্রতিনিধি।

তিনি বলেন, দীর্ঘদিন পর তার প্রত্যাশা অনুযায়ী আসনটি বিন্যাস করেছে কমিশন। তিনি নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলামের সঙ্গে দেখা করে তার অবস্থান পরিষ্কার করে যান।

গত ১৪ মার্চ ১৬টি জেলার ৩৮টি আসনের সীমানায় পরিবর্তন এনে খসড়া তালিকা প্রকাশ করে ইসি। সংসদীয় আসনের সীমানা নির্ধারণে জনসংখ্যার চেয়ে প্রশাসনিক অখন্ডতা রক্ষার ওপর বেশি জোর দেয় ইসি। ফলে সংসদীয় আসনগুলোতে জনসংখ্যার ব্যবধান বাড়ছে।

ইসি প্রকাশিত গেজেটে দেখা যায়, এবার ছয়টি পদ্ধতি অনুসরণ করে সীমানা বিন্যাস হয়েছে। সেগুলো হলো ২০১৩ সালে নির্ধারিত জেলার আসন সংখ্যা ঠিক রাখা, প্রশাসনিক ইউনিট, বিশেষ করে উপজেলা এবং সিটি করপোরেশনের ওয়ার্ডের অখণ্ডতা যথাসম্ভব বজায় রাখা, ইউনিয়ন বা পৌর এলাকার ওয়ার্ড একাধিক আসনে বিভাজন না করা, যেসব নতুন প্রশাসনিক এলাকা সৃষ্টি হয়েছে বা বিলুপ্ত হয়েছে, তা অন্তর্ভুক্ত করা, বিলুপ্ত ছিটমহল এলাকা অন্তর্ভুক্ত করা এবং ভৌগোলিক বৈশিষ্ট্য ও যোগাযোগব্যবস্থা যথাযথ বিবেচনায় রাখা। এর ফলে প্রায় অর্ধশত আসনে জনসংখ্যার ভারসাম্য দেখা যাচ্ছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে আগামী ৩০ এপ্রিল সীমানা পুনর্নির্ধারণ করে ৩০০ আসনের সীমানা নির্ধারণ করে গেজেট আকারে প্রকাশ করার পরিকল্পনা রয়েছে ইসির।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সর্বোচ্চ বাণিজ্য ঘাটতিতে দেশ

দেশে রপ্তানি আয়ের প্রবৃদ্ধির তুলনায় আমদানি ব্যয় তিন গুণেরও বেশি। এতে আশঙ্কাজনক হারে বেড়েছে বাণিজ্য ঘাটতির পরিমাণ। চলতি অর্থবছরের (জুলাই-জানুয়ারি) সাত মাসে বৈদেশিক লেনদেনে পণ্য বাণিজ্য ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১২ কোটি ৩০ লাখ ডলার। স্বাধীনতার পর এটি বাংলাদেশের সর্বোচ্চ বাণিজ্য ঘাটতি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

এর আগে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি বাণিজ্য ঘাটতি ছিল ২০১০-১১ অর্থবছরে; ৯৯৩ কোটি ৫০ লাখ ডলার। ২০১১-১২ অর্থবছরে ঘাটতির পরিমাণ ছিল ৯৩২ কোটি ডলার।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আমদানি ব্যয় যে হারে বেড়েছে, সে তুলনায় রপ্তানি আয় না বাড়ায় বড় ধরনের বাণিজ্য ঘাটতি দেখা দিয়েছে। একই সঙ্গে দীর্ঘদিন রেমিট্যান্সপ্রবাহে নেতিবাচক ও সেবা খাতের ঘাটতি বেড়ে যাওয়ায় ঋণাত্মক হয়ে পড়েছে চলতি হিসাবের ভারসাম্য। তাঁদের মতে, আমদানির এ প্রভাব উৎপাদনশীল খাতের বিনিয়োগে পড়লে অর্থনীতির জন্য ভালো। তবে এই অর্থ যদি পাচার হয়ে থাকে তাহলে এর ফল অত্যন্ত ভয়াবহ হবে। বর্তমান অবস্থা অব্যাহত থাকলে চাপের মুখে পড়বে বৈদেশিক মুদ্রার রিজার্ভও।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম বলেন, পদ্মা সেতু, মেট্রো রেলসহ বেশ কিছু বড় প্রকল্পের কাজ চলছে। এসব প্রকল্পের প্রয়োজনীয় যন্ত্রাংশ আমদানিতে অনেক খরচ হচ্ছে। আমদানি যেভাবে হয়েছে, সেই হারে রপ্তানি বাড়েনি। ফলে বাণিজ্য ঘাটতি বেড়েছে। তিনি বলেন, ‘আমাদের দেশ সব সময় বাণিজ্য ঘাটতিতেই থাকে। তবে এখন তা আশঙ্কাজনক হারে বেড়েছে। এর মূল কারণ একদিকে রপ্তানি আয় বাড়ছে না। অন্যদিকে দীর্ঘদিন রেমিট্যান্সপ্রবাহে নেতিবাচক ছিল। সম্প্রতি রেমিট্যান্স কিছুটা বাড়লেও যে হারে কমেছে সেই হারে বাড়েনি।’

অর্থনীতি বিশ্লেষকের মতে, বাণিজ্য ঘাটতির এই নেতিবাচক ধারা অর্থনীতিতে প্রভাব পড়বে। কারণ এটি অব্যাহত থাকলে বৈদেশিক মুদ্রার মজুদের (রিজার্ভ) ওপর প্রভাব পড়বে; মদ্রাবিনিময় হার বেড়ে যাবে। ফলে টাকার অবমূল্যায়ন বাড়বে। সর্বোপরি মূল্যস্ফীতি বেড়ে যাবে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনের তথ্য বলছে, চলতি ২০১৭-১৮ অর্থবছরের জানুয়ারি শেষে ইপিজেডসহ রপ্তানি খাতে বাংলাদেশ আয় করেছে দুই হাজার ১০৫ কোটি ৩০ লাখ ডলার। এর বিপরীতে আমদানি বাবদ ব্যয় হয়েছে তিন হাজার ১১৭ কোটি ৬০ লাখ ডলার। এ হিসাবে বাণিজ্য ঘাটতির দাঁড়ায় এক হাজার ১২ কোটি ৩০ ডলার। বর্তমান বিনিময় হার অনুযায়ী, প্রতি ডলার ৮২ টাকা হিসাবে বাণিজ্য ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৮৩ হাজার কোটি টাকার বেশি। আলোচিত সময়ে আমদানি বেড়েছে ২৫.২০ শতাংশ হারে। অন্যদিকে রপ্তানি বেড়েছে মাত্র ৭.৩১ শতাংশ। ফলে চলতি হিসাবে ঘাটতি বড় হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, চলতি হিসাবে উদ্বৃত্ত থাকার অর্থ হলো নিয়মিত লেনদেনে দেশকে কোনো ঋণ করতে হচ্ছে না। আর ঘাটতি থাকলে সরকারকে ঋণ নিয়ে তা পূরণ করতে হয়। সেই হিসাবে উন্নয়নশীল দেশের চলতি হিসাবে উদ্বৃত্ত থাকা ভালো। কিন্তু গত কয়েক বছর চলতি হিসাবের ভারসাম্যের উদ্বৃত্ত থাকলেও গত অর্থবছরে এটা ঋণাত্মক ধারায় চলে গেছে। জানুয়ারি শেষেও এ ধারা অব্যাহত রয়েছে।

বিশ্লেষণে দেখা গেছে, ২০১৪-১৫ ও ২০১৫-১৬ অর্থবছরজুড়ে চলতি হিসাবে উদ্বৃত্ত ছিল। এতে বৈদেশিক দায় পরিশোধে সরকারকে বেগ পেতে হয়নি; কিন্তু ২০১৬-১৭ অর্থবছরের ১৪৮ কোটি ডলার ঋণাত্মক হয়, যা এখনো অব্যাহত রযেছে।

২০১৭-১৮ অর্থবছরের জানুয়ারি শেষে চলতি হিসাবের ভারসাম্যে ৫৩৪ কোটি ৭০ লাখ ডলার ঘাটতি হয়েছে। বর্তমান বিনিময় হার অনুযায়ী এর পরিমাণ প্রায় ৪৪ হাজার কোটি টাকা, যা এর আগের অর্থবছরে একই সময়ে ঘাটতি ছিল ৮৯ কোটি ডলার।

আলোচ্য সময়ে সেবা খাতে বিদেশিদের বেতন-ভাতা পরিশোধ করা হয়েছে ৫০৫ কোটি ২০ লাখ ডলার। আর বাংলাদেশ এ খাতে আয় করেছে মাত্র ২৪৬ কোটি ৭০ লাখ ডলার। এ হিসাবে সাত মাসে সেবা খাতে বাণিজ্যে ঘাটতি দাঁড়িয়েছে ২৫৮ কোটি ৫০ লাখ ডলারে, যা গত ২০১৬-১৭ অর্থবছরের একই সময়ে ছিল ১৯৯ কোটি ৫০ লাখ ডলার।

দেশে বিদেশি বিনিয়োগও কিছুটা ভাটা পড়েছে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে চলতি অর্থবছরের জুলাই-জানুয়ারি সময়ে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) দেশে এসেছে মোট ১১০ কোটি ডলার। গত অর্থবছরের একই সময়ে ছিল ১১৩ কোটি ডলার। তবে আলোচিত সময়ে শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ বেড়েছে। চলতি অর্থবছরের সাত মাসে নিট পোর্টফোলিও বিনিয়োগ হয়েছে ৩১ কোটি ২০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে ছিল ২১ কোটি ১০ লাখ ডলার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘আত্মঘাতী’ রোমা, জয় পেল বার্সা

ঘরের মাঠে রোমার বিপক্ষে বড় ব্যবধানেই জিতেছে বার্সেলোনা। কিন্তু সেখানে মেসি পিকেদের চেয়ে ইতালীয় ক্লাবটির আত্মঘাতী গোলই বেশি ভূমিকা রেখেছে। বার্সা জয় পেয়েছে ৪-১ গোলে। কিন্তু তার মধ্যে বার্সার ২টি গোলই হয়েছে আত্মঘাতী। আর স্বাগতিকদের হয়ে একটি করে গোল করেন লুইস সুয়ারেস ও জেরার্দ পিকে। ফলে হারের হতাশা নিয়েই মাঠ ছাড়লো রোমা।

এদিকে ইউরোপ সেরার প্রতিযোগিতায় কোয়ার্টার-ফাইনাল যেন বার্সেলোনার দুঃস্বপ্ন। নিজেদের শেষ চার কোয়ার্টার-ফাইনালের মধ্যে মাত্র একবার পরের রাউন্ডে যেতে পেরেছে দলটি। এবার ঘরের মাঠে প্রথম লেগে জিতে সেমি-ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেছে তারা।

এদিন ৩৮তম মিনিটে আত্মঘাতী গোলে প্রথমে এগিয়ে যায় বার্সা। আন্দ্রেস ইনিয়েস্তা বল বাড়াতে চেয়েছিলেন মেসিকে। ছুটে এসে স্লাইড করেন দানিয়েল দে রস্সি। রোমা অধিনায়কের পায়ে লেগে বল জড়ায় নিজেদের জালে। ৫৬তম মিনিটে আরেকটি আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুণ হয়। রাকিতিচের ক্রসে পা ছোঁয়াতে পারেননি সামুয়েল উমতিতি। কোস্তাস মানোলাসের স্লাইডে পোস্টে লেগে ফিরে বল। এবারও পা ছোঁয়াতে পারেননি উমতিতি। তবে মানোলাসের পায়ে লেগে এবার গোললাইন অতিক্রম করে বল।

খানিক পর মেসির দারুণ ক্রস বিপজ্জনক জায়গায় খুঁজে পায় সুয়ারেসকে। তার শট কোনোমতে ফেরান আলিসন। একেবারে সামনে দাঁড়িয়ে থাকা জেরার্দ পিকে গোল করার সুবর্ণ সুযোগ হাতছাড়া করেননি। ৫৯তম মিনিটে স্কোর লাইন হয়ে যায় ৩-০।

মার্ক-আন্ড্রে টের স্টেগেনের ভুলে ৭৮তম মিনিটে গোল খেতে বসেছিল বার্সেলোনা। বল নিয়ে কারিকুরি করতে গিয়ে বাই লাইনের কাছে বল হারান গোলরক্ষক। তবে ডেফরেলের শট ঝাঁপিয়ে কোনোমতে ফেরান টের স্টেগেন।

পরের মিনিটে আর দলকে বাঁচাতে পারেননি বার্সেলোনা গোলরক্ষক। পেরোতির কাছ থেকে বল পেয়ে ব্যবধান কমান এদিন জেকো। চলতি আসরে ঘরের মাঠে মাত্র দ্বিতীয়বারের মতো বার্সেলোনার জালে গেল বল।

৮৭তম মিনিটে রোমার জালে বল পাঠান সুয়ারেস। একটু আগেই মাঠে নামা দেনিস সুয়ারেসের ক্রস অতিথিদের এক খেলোয়াড়ের পায়ে লাগলে পেয়ে যান উরুগুয়ের স্ট্রাইকার। তার বুলেট গতির শট ফেরাতে পারেননি আলিসন। চলতি আসরে এটাই লুইস সুয়ারেসের প্রথম গোল! রোমার মাঠে আগামী মঙ্গলবার হবে শেষ আটের ফিরতি লেগ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest