সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভাসীমান্ত প্রেস কাবের সভাপতি ইমন – সম্পাদক লিংকন,সাতক্ষীরায় জেলা তাঁতীদলের সভাপতি রিপন – সম্পাদক সাহেব আলীআশাশুনিতে এক রাতে ৪ দোকানে দুঃসাহসীক চুরিসাতক্ষীরা সদরে বাঁশদহা সমাজকল্যাণ পরিষদের অফিস উদ্বোধনউত্তর-পশ্চিম কাটিয়া জামে মসজিদের জমি সংক্রান্ত বিষয়ে মামলা : প্রতিবাদে মানববন্ধনআশাশুনিতে কিশোরীকে অপহরনের অভিযোগ: ৮ দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশশ্যামনগরে কিশোর কিশোরী-যুবদের নিয়ে ফুটবল ম্যাচ ও গ্রামীণ খেলাধুলা  সাতক্ষীরা পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী  তালায় হাজরাকাটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ দোকান পুড়ে ছাই

সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের সম্মানে ‘কলারোয়া নিউজ’র ইফতার

নিজস্ব প্রতিনিধি : সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের সম্মানে বর্ণাঢ্য আয়োজনে ইফতার মাহফিল ও আলোচনা সভা করলো পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কলারোয়া নিউজ’।
২০ রমজান, ৬ জুন বুধবার কলারোয়া ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বিপরীতে খুকুর বাড়ি সুপার মার্কেটের ২য় তলায় ওই ইফতার ও আলোচনা সভার আয়োজন করা হয়।
ইফতারপূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন ‘কলারোয়া নিউজ’র সম্পাদক ও প্রকাশক প্রভাষক আরিফ মাহমুদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব প্রফেসর আবু নসর।
কলারোয়া নিউজ’র বার্তা সম্পাদক শেখ শাহাজাহান আলী শাহীনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন কলারোয়া পাবলিক ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক এড.শেখ কামাল রেজা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মুজিবুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খাঁন চৌধুরী, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল ও কলারোয়া নিউজ’র সিনিয়র স্টাফ রিপোর্টার এমএ মাসুদ রানা।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ‘সাতক্ষীরা নিউজ’র বার্তা সম্পাদক একরামুল করিব, ‘কলারোয়া নিউজ’র পৃষ্ঠপোষক আলহাজ্ব বিএম আফজাল হোসেন পলাশ, লক্ষ্মন বিশ্বাস, প্রভাষক শেখ মো.আলকামুন, কামরুল ইসলাম সাজু, ব্যবস্থাপনা সম্পাদক শেখ জাকির হোসেন, সহ.সম্পাদক আতিক রহমান, ইমানুর রহমান, প্রধান প্রতিবেদক জুলফিকার আলী, ক্রীড়া সম্পাদক অনুপ ঘোষ, স্টাফ রিপোর্টার মিলন দত্ত, হাবিবুর রহমান রনি, রাজিবুল ইসলাম রাজিব, গোপাল ঘোষ বাবু, সরদার কালাম, হোসেন আলী, কলারোয়া নিউজ’র পাঠক ও শুভাকাঙ্খি লাকি, মিল্টন, কবির হোসেন, উমায়ের হোসেন, মনিরুল আলম টিটু, হাসান, শাহিনুল হক, আকবর হোসেন, গাজী হাদিউজ্জামান মন্টু, মোয়াজ হোসেন, খালিদ হাসান মিঠু, বাপ্পি হোসেন প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে ‘কলারোয়া নিউজ’র শতাধিক শুভকাঙ্খি উপস্থিত ছিলেন।
দোয়া পরিচালনা করেন কলারোয়া থানা মসজিদের খতিব সাংবাদিক আসাদুজ্জামান ফারুকী।
‘কলারোয়া নিউজ’র পৃষ্ঠপোষক খায়রুল আলম কাজলের পিতা কলারোয়া প্রেসক্লাবের দীর্ঘদিনের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রয়াত খালেকুজ্জামান পল্টু আত্মার মাগফিরাত কামনা, কলারোয়া নিউজ পরিবারের সকলের সুখ-সমৃদ্ধি এবং দেশ ও জাতির সার্বিক কল্যান কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়া পৌর যুবলীগের উদ্যোগে ইফতার মাহফিল

নিজস্ব প্রতিনিধি : কলারোয়া পৌর আওয়ামী যুবলীগের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার পৌর যুবলীগের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই ইফতারের আয়োজন করা হয়।
পৌর যুবলীগের আহবায়ক জুলফিকার আলীর সভাপতিত্বে ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক মন্ময় মনীর, ইউপি চেয়ারম্যান নূরল ইসলাম, মনিরুল ইসলাম, আলহাজ্ব আব্দুল হামিদ, এসএম মনিরুল ইসলাম, আবহাল হোসেন হাবিল, আসলামুল ইসলাম আসলাম,উপজেলা যুবলীগের একাংশের সভাপতি মাছুমুজ্জমান মাছুম, সাধারণ সম্পাদক,আসাদুজ্জামান তুহিন,স্বেচ্ছাসেবলীগের আহবায়ক আশিকুর রহমান মুন্না, সা, সম্পাদক লিটু, আ’লীগ নেতা মাস্টার আব্দুল আজিজ,মনিরুজ্জামান বুলবুল, শফিকুল ইসলামসহ পৌর সভার বিভিন্ন ওয়ার্ডের যুবলীগের নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদের মানববন্ধন

ভ্রাম্যমাণ প্রতিনিধি: বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কালিগঞ্জ উপজেলা কমান্ডের ডেপুটি কমান্ডার আব্দুল হাকিমের ছেলে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় কর্মরত সমাজসেবা কর্মকর্তা আখলাকুর রহমানকে দায়িত্বরত অবস্থায় লাঞ্ছিত করার প্রতিবাদে কালিগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে মানববন্ধন কর্মসূচি পালন শেষে উপজেলা নির্বাহী অফিসার গোলাম মাঈনউদ্দিন হাসানের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এতিমের নামে টাকা তুলে আত্মসাতের বিষয়ে বিরোধিতা করায় একজন দায়িত্বশীল কর্মকর্তা ও মুক্তিযোদ্ধার সন্তানকে শারীরিক ভাবে লাঞ্ছিত করে আহত করার প্রতিবাদ জানিয়ে এর সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানিয়ে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সাংগঠনিক কমান্ডার শেখ অজিহার রহমান, অর্থ কমান্ডার আব্দুর রউফ, সহকারী কমান্ডার এসএম শাহাদাত হোসেন, শেখ মনির আহম্মেদ, শেখ নুর মোহাম্মদ প্রমুখ। এসময় বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মাদকবিরোধী অভিযান চলবে- গণভবনে প্রধানমন্ত্রী

ন্যাশনাল ডেস্ক: মাদকবিরোধী অভিযানে বন্দুকযুদ্ধের নামে ‘বিচার বহির্ভূত হত্যাকাণ্ড’ ঘটছে অভিযোগ করে তা বন্ধের দাবি উঠলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশকে সমাজবিরোধী উপাদান থেকে মুক্ত করতে জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

বুধবার (৬ জুন) সন্ধ্যায় সারা দেশের আইনজীবীদের সম্মানে গণভবনে এ ইফতার মাহফিলের আয়োজন করেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর নির্দেশে গত ৪ মে মাদকবিরোধী অভিযান শুরুর পর থেকে গুলিতে ১৫০ জনের মতো নিহত হয়েছে বলে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র জানিয়েছে। প্রতিপক্ষ রাজনৈতিক শিবির ও মানবাধিকারকর্মীরা শুরু থেকেই এভাবে প্রাণহানির প্রতিবাদ জানিয়ে আসছেন।

ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আমরা মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই। বাংলাদেশের মানুষের জীবনের সব ধরনের শান্তি-নিরাপত্তা নিশ্চিত করতে চায় সরকার। দেশে অবিচার ও অন্যায়ের কোনো স্থান নেই।’

‘আমি বিশ্বাস করি, আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে যে কোনো অবস্থা মোকাবিলা করা, আর যে কোনো নির্বাচনে বিজয়ী হওয়া খুব কঠিন কাজ না।’

‘যুদ্ধাপরাধী ও বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার সরকার সম্পন্ন করেছে’ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার পর পরই বঙ্গবন্ধু যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু করেছিলেন। কিন্তু পরবর্তীতে জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে তা বন্ধ করে দিয়েছিলেন।’

‘বাংলাদেশকে এখন উন্নয়নের রোলমডেল হিসেবে বিবেচনা করা হয়’ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধিশালী ও শান্তিপূর্ণ দেশ হিসেবে গড়ে তুলতে চাই আমরা।’

‘যখনই আওয়ামী লীগ সরকার গঠন করেছে তখনই এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হতে শুরু করেছে। আমাদের সরকারের নীতি আদর্শই হচ্ছে জনগণের সেবা করা।’

তিনি আরও জানান, ‘কানাডায় অনুষ্ঠিতব্য সম্মেলনে অংশগ্রহণের জন্য জি-৭ গ্রুপের দেশগুলো আমাদের আমন্ত্রণ জানিয়েছে। আমি কাল সেখানে যাচ্ছি। তারা বাংলাদেশের অবস্থা সম্পর্কে জানতে চায়। বাংলাদেশের অর্থনৈতিক উন্নতির পেছনে কী জাদু আছে, তা তারা জানতে চায়।’

২০০৭ সালে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলে তাকে গ্রেফতার করার পর আইনজীবীসহ যারা প্রতিবাদ জানিয়েছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানান শেখ হাসিনা। বলেন, ‘সেই সময় আপনাদের যে সমর্থন পেয়েছি সেটাই ছিল আমার শক্তি। আমি এদেশে আসার পর থেকে মানুষের ভাগ্য পরিবর্তন ও গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রাম করেছি।’
‘আল্লাহর রহমতে আমি এটুকু বলতে পারি, সকল বাধা অতিক্রম করে আবার দেশে গণতন্ত্র ফিরিয়ে এনে আমরা যে নির্বাচন জয়ী হয়েছিলাম এর ফলে দেশের উন্নতি হয়েছে।’

ইফতারের আগে অনুষ্ঠানস্থলে আসেন প্রধানমন্ত্রী। বিভিন্ন টেবিল ঘুরে অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন। ইফতারের আগে দেশ ও জাতির অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- আইনমন্ত্রী আনিসুল হক, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদার, ব্যারিস্টার ইউসুফ হোসেন হুমায়ূন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন, আইন সম্পাদক শ ম রেজাউল করিম, সাবেক বিচারপতি মেসবাহ উদ্দিন, অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান, ব্যারিস্টার ফজলে নূর তাপস প্রমুখ।

এর আগে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, বাংলাদেশ বার কাউন্সিল, ঢাকা জেলা বার অ্যাসোসিয়েশন, রাজশাহী জেলা বার অ্যাসোসিয়েশন, সিলেট জেলা বার অ্যাসোসিয়েশন, গাজীপুর জেলা বার অ্যাসোসিয়েশন, দিনাজপুর জেলা বার অ্যাসোসিয়েশন, শরীয়তপুর জেলা বার অ্যাসোসিয়েশন ও লালমনিরহাট জেলা বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত নেতারা প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। সূত্র: ইউএনবি, বাসস।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

আরফাত আলী: কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল বুধবার ৬ জুন বিকেলে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিনের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক এসএম গোলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধকালীন কমান্ডার আলহাজ্জ্ব শেখ ওয়াহেদুজ্জামান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম মাঈনউদ্দিন হাসান, প্রথম আলো’র নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম, রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবু, থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান প্রমুখ। রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক শেখ ইকবাল আলম বাবলু’র সার্বিক ব্যবস্থাপনায় ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিম, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইন, সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান, বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক গাজী আজিজুর রহমান, ভাড়াশিমলা ইউপি’র সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুল খালেক, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি আনোয়ার হোসেন, শ্যামনগর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এম কামরুজ্জামান, দেবহাটা প্রেসক্লাবের সদস্যসচিব আর কে বাপ্পা, সোহরাওয়ার্দী পার্ককমিটির সদস্যসচিব এড. জাফরুল্যাহ ইব্রাহিম, দৈনিক পত্রদূত’র দেবহাটা প্রতিনিধি আকতার হোসেন ডাবলু, দৈনিক খুলনাঞ্চলের দেবহাটা প্রতিনিধি কেএম রেজাউল করিম, আজকের সাতক্ষীরার দেবহাটা প্রতিনিধি আরাফাত হোসেন লিটন, চাম্পাফুল আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মনি প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো. আয়ূব আলী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এবার কলকাতার ছবিতে ববি

বিনোদন ডেস্ক: সম্প্রতি মুক্তি পায় ঢালিউডের অন্যতম আবেদনময়ী অভিনেত্রী ববির বিজলী ছবিটি। এর মাধ্যমে প্রথমবারের মতো প্রযোজনার খাতায় নাম লেখান এই লস্যময়ী।

এবার কলকাতার ছবিতে দেখা যাবে তাকে। ‘রক্তমুখী নীলা’ নামে নির্মিতব্য এ ছবিটি পরিচালনা করবেন টলিউডের জয়দ্বীপ মুখার্জি। এতে ববির বিপরীতে রয়েছেন সব্যসাচী মিশরা। আর সঙ্গীত পরিচালনা করবেন বলিউডের প্রখ্যাত সঙ্গীত পরিচালক রাকেশ রোশান।

খবরটি নিশ্চিত করে ববি বলেন, সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছি এ ছবিতে। অমলাদিত্য ফিল্মসের ব্যানারে নির্মিত হবে এ ছবিটি। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবো আমি।

এদিকে, ঈদের পর ববি অভিনীত নোলক এবং বেপরোয়া ছবির শ্যুটিং আবারও শুরু হবে বলে জানা গেছে। ইতোমধ্যে ছবি দুটির বেশির ভাগ অংশের শ্যুটিং সম্পন্ন হয়েছে।

নোলকে শাকিব খানের বিপরীতে এবং বেপরোয়ায় রোশানের বিপরীতে রয়েছেন ববি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরের পাতাখালির প্রতিবন্ধী বিধবার জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রেস বিজ্ঞপ্তি : শ্যামনগরের পাতাখালি গ্রামের মৃত মাস্টার মসিউর রহমানের প্রতিবন্ধী বিধবা মেয়ে রাবিয়া ও তার ভাই নুরুল্লাহ গাজি বিভিন্ন দাগে পৈতৃক মোট ১২ বিঘা জমির মধ্যে ভোগ দখলে রয়েছে। কিছুদিন আগে তাদের মূল দলিলটি হারিয়ে যায়। এই সুযোগে ওই এলাকার চিহ্নিত ডাকাত আমজাদ গাজির ছেলে তাজমিনুর রহমান, বাবলুর রহমান, সিদ্দিকুর রহমান, বনদস্যু মফিজ উদ্দিন গাজির ছেলে বক্কার গাজি, ও ইব্রাহিম গাজির ছেলে গিয়াসউদ্দিন গায়ের জোরে ওই ১২ বিঘা জমির চার বিঘা দখল করে নিয়েছে। সেখানে তারা মাছ চাষ করতে থাকে। পরে মূল দলিল খুঁজে পেলেও তারা জমি ছাড়ছে না। স্থানীয় বিচার সালিশ ও শ্যামনগরের এমপির বিচারের রায় পক্ষে থাকলেও তারা ভোগ দখল থেকে সরে আসেনি।
বুধবার সাতক্ষীরা প্রেসক্লাবে এক সং¦াদ সম্মেলন করে এ কথা বলেন রাবিয়া খাতুন।
সংবাদ সম্মেলনে রাবিয়া বলেন গত ২৬ মে ওই জমিতে আমরা গেলে ডাকাত আমজাদের ছেলে তাজমিনুর রহমানের নেতৃত্বে একদল সন্ত্রাসী লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে তার ভাই নুরুল্লাহ, তার ছেলে আবু সিদ্দিক, মহিবুল্লাহ গাজি, আহসানউল্লাহ,রজব আলি, মহিদুল্লাহ, শাহিনুর গাজি, জাহাঙ্গির, আবু হানিফা, আবু বক্কর, শাহাবুদ্দিন ও আল মামুনসহ অনেককে কুপিয়ে আহত করে। এদের মধ্যে মহিবুল্লাহ ও আবু সিদ্দিকের অবস্থা আশংকাজনক। আহতদের শ্যামনগর হাসপাতালে ভর্তি করা হয়।
সংবাদ সম্মেলনে রাবিয়া বলেন এ ঘটনায় তার ভাই নুরুল্লাহ গাজি ১৮ জনের নাম উল্লেখ করে শ্যামনগর থানায় একটি মামলা করেন। পরে প্রতিপক্ষের আবু বক্কর গাজি একটি পাল্টা মামলা করে। এর পর থেকে তাজমিনুরসহ দার সগযোগীরা নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে। আমাদের খুন জখম করে এলাকা ছাড়া করবে বলে বারবার হুমকি দিচ্ছে।
রাবিয়া খাতুন বলেন আমাদের পৈতৃক সম্পত্তি ফিরে পেতে চাই। হামলাকারী ও দখলকারী ডাকাত ও বনদস্যুদের বিচার দাবি করে তিনি সাতক্ষীরা পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষন করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনার ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক : নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনার আয়োজনে সাতক্ষীরা প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সাতক্ষীরা প্রেসক্লাবের অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান, নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনার উপাচার্য এবং আই বি এ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডঃ আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ। এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. আবুল কালাম আজাদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল বারি, সহ-সভাপতি আব্দুল ওয়াজেদ কচি, দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলাম, দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শেখ সাহিদ উদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপি, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, বাংলা ভিশনের সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান, দৈনিক ভোরের ডাকের সাতক্ষীরা প্রতিনিধি মোহাম্মাদ আলী সুজন প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest