সর্বশেষ সংবাদ-
কালিগঞ্জে পুকুরের পানিতে দুই শিশুর মৃত্যুদেবহাটায় ৪০ জন উপকার ভোগীর মাঝে ছাগল বিতরণদেবহাটার সরকারি কর্মকর্তা-সুধীজনদের সাথে ডিসির মতবিনিময়সাতক্ষীরার ১৮৫টি ভোটকেন্দ্রের স্কুল সংস্কারে বরাদ্দ প্রায় ৬৪ লাখ টাকাসাতক্ষীরা জেলা রোভারের ৪১ তম কোর্স ফর রোভারমেট এর মহাতাঁবু জলসাশ্যামনগরে বুনো শাকের রান্না প্রতিযোগিতাসাতক্ষীরায় দুর্যোগ ঝুঁকি হ্রাসে রাস্তা সংস্কার কার্যক্রমের উদ্বোধনতারেক রহমানের জন্মদিনে সাতক্ষীরায় শিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণদেবহাটায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভামহেশ্বরকাটি বাজারে বিএনপির প্রার্থী কাজী আলাউদ্দিনের লিফলেট বিতরণ

বিশ্বরেকর্ড গড়ে আফ্রিদি-ক্যালিসের পাশে সাকিব

খেলার খবর: আফগানিস্তানের বিপক্ষে খুব বাজে একটা সিরিজ যাচ্ছে সাকিব আল হাসানের। ব্যাট হাতে চরম ব্যর্থ। বল হাতেও আলো ছড়াতে পারেননি। চরম সমালোচিত হয়েছেন অধিনায়ক হিসেবেও। ইতিমধ্যেই সিরিজ হেরে আজ বৃহস্পতিবার হোয়াইটওয়াশ এড়ানোর জন্য লড়ছে তার দল। এমন ম্যাচেই এক উইকেট নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে এক বিরল রেকর্ড অর্জন করলেন বিশ্বসেরা অল-রাউন্ডার।

চতুর্থ ওভারে এসে নিজের প্রথম উইকেট পেলেন সাকিব আল হাসান। সেটা তাকে নিয়ে গেল আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচশ উইকেটের মাইলফলকে। সাকিবকে লং অন দিয়ে উড়াতে চেয়েছিলেন নাজিবুল্লাহ জাদরান। বাঁহাতি ব্যাটসম্যান সীমানা পার করতে পারেননি। লং অনে উড়তে থাকা বলটিকে তালুবন্দি করেন মাহমুদ উল্লাহ।

দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি অল-রাউন্ডার জ্যাক ক্যালিস ও পাকিস্তানি অল-রাউন্ডার শহিদ আফ্রিদির পর তৃতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান ও ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন সাকিব। তবে ক্যালিস ও আফ্রিদির চেয়ে অনেক কম ম্যাচ লেগেছে বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়কের। এমন রেকর্ড গড়ার ম্যাচে নিশ্চয়ই দলকে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবতে দেবেন না বিশ্বসেরা অল-রাউন্ডার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
একজন রশিদের কাছে হোয়াইটওয়াশ হলো পুরো বাংলাদেশ দল!

খেলার খবর: শেষটা রাঙানো হলো না। প্রথম দুই ম্যাচ হেরে আফগানিস্তানের কাছে টি-টোয়েন্টি সিরিজ খুঁইয়েছিল বাংলাদেশ। আজ মাহমুদ উল্লাহ-মুশফিকের ভায়রা-ভাই জুটিতে ৮৪ রান তুললেও শেষ রক্ষা আর হলো না। আফগানদের দেওয়া ১৪৬ রানের টার্গেটের জবাবে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৪৪ রানেই থামল বাংলাদেশ। শেষ ম্যাচ ১ রানে জিতে বাংলাদেশকে ধবলধোলাইয়ের লজ্জা দিল টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা দেশটি। রুদ্ধশ্বাস ম্যাচের শেষ ওভারের নায়ক সেই রশিদ খান। আর শেষ বলে বাউন্ডারি বাঁচিয়ে মহানায়ক হয়ে গেলেন শফিকুল্লাহ শফিক।

আফগানদের দেওয়া ১৪৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে শুরুতেই টালমাটাল হয়ে যায় বাংলাদেশ। দলীয় ১৬ রানে মুজিব উর রহমানের বলে ক্যাচ দেন তামিম (৫)। এরপর দুটি রান-আউটর শিকার হয় বাংলাদেশ। সৌম্য সরকার (১৫) আর লিটন দাস (১২) অপ্রয়োজনীয় রান নিতে গিয়ে স্রেফ আত্মহত্যা করেন! দারুণ খেলতে থাকা সৌম্য ১৩ রানই নিয়েছেন মুজিবের ওভার থেকে। অধিনায়ক সাকিব আল হাসানের এতটাই তাড়া ছিল যে, ১০ রান করেই করিম জানাতের বলে ক্যাচ তুলে দিলেন।

দলের করুণ অবস্থায় হাল ধরেন দুই ভায়রা ভাই মাহমুদ উল্লাহ এবং মুশফিক। দ্রুতই উইকেটে সেট হয়ে রানের গতি বাড়ানোর চেষ্টা করেন দুজন। জুটি ছাড়িয়ে যায় ৫০। উত্তেজনা ছড়িয়ে শেষ ওভারের প্রথম বলে রশিদের শিকার হন ৩৭ বলে ৭ বাউন্ডারিতে ৪৬ রান করা মুশফিক। ভাঙে ৮৪ রানের দুর্দান্ত জুটি। এরপর আরিফুলকে নিয়ে শেষের হিসাবটা মেলাতে পারেনননি মাহমুদ উল্লাহ। শেষ বলে দরকার ছিল ৪ রান। আরিফুল হাঁকিয়েছিলেন, কিন্তু শফিকুল্লাহ শফিকের অসাধারণ ফিল্ডিংয়ে শেষ পর্যন্ত ১ রানে হেরে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ!

ভারতের দেরাদুনের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৫ রান তোলে আফগানিস্তান। টানা তৃতীয় ম্যাচে আফগানিস্তানকে ভালো শুরু এনে দিলেন মোহাম্মদ শাহজাদ এবং উসমান গনি। দুজনে মিলে গড়লেন ৫৫ রানের জুটি। এর মধ্যে প্রথম ওভারেই ১৮ রান দিয়েছেন মেহেদী মিরাজ। শেষ পর্যন্ত নাজমুল অপুর বলে শাহজাদ (২৬) এলবিডাব্লিউ হলে ভাঙে এই জুটি।

নবম ওভারে বোলিংয়ে এসেই সাফল্য পান আবু জায়েদ। অপর ওপেনার উসমান গনি (১৯ তার বল পুল করতে গিয়ে ক্যাচ দেন মুশফিকের গ্লাভসে। দলীয় ৯৫ রানে আরিফুল হকের বলে ফিরেন অধিনায়ক আসগর স্তানিকজাই। মোহাম্মদ নবীকে (৩) মাহমুদ উল্লাহর তালুবন্দি করে দ্বিতীয় শিকার ধরেন আবু জায়েদ।

এরপর সাকিবের শিকার হন নাজিবুল্লাহ জারদান (১৫)। জারদানকে মাহমুদ উল্লাহর ক্যাচে পরিণত করে ৫০০ আন্তর্জাতিক উইকেটের মাইলফলক স্পর্শ করেন বিশ্বসেরা অল-রাউন্ডার। শেষ ওভারে শফিকুল্লাহকে (৪) নাজমুল ইসলাম দ্বিতীয় শিকারে পরিণত করলে ৬ উইকেটে ১৪৫ রানে থামে আফগানিস্তান। সর্বোচ্চ ৩৩ রান করে অপরাজিত থাকেন সামিউল্লাহ শেনওয়ারি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিশ্বকাপে স্ত্রী-বান্ধবীদের ‘সঙ্গ পাবে’ ব্রাজিলের ফুটবলাররা!

খেলার খবর: আর মাত্র এক সপ্তাহ। তারপরই বিশ্বকাপের শিরোপা জয়ের লড়াইয়ে নামছে ৩২টি দল। আর জেতার জন্য নানা ধরণের কৌশল অবলম্বন করছেন দলের কোচরা। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির কোচ জোয়াকিম লো বিশ্বকাপের সময় তার ফুটবলারদের সঙ্গে তাদের স্ত্রী-বান্ধবীদের মেলামেশায় নিষেধাজ্ঞা জারি করেছেন। কিন্তু ব্রাজিলের বিশ্বখ্যাত কোচ তিতে ঠিক উল্টো কথাই বললেন। নেইমারদের ক্ষেত্রে বেশ শিথিল নীতি নিয়েছেন তিনি।

তিতের বক্তব্য, বিশ্বকাপের জন্য ব্যাপক খাটাখাটুনির মধ্য দিয়ে যাচ্ছেন ফুটবলাররা। মাঝে মাঝেই তিনি ফুটবলারদের তাই ছুটি দেবেন। তিনি বিশ্বাস করেন, ফুটবলারদের কাছ থেকে সেরাটা পেতে বিশ্রাম খুবই জরুরি। এবং ওই ছুটির দিনগুলোয় ফুটবলাররা তাদের স্ত্রী-বান্ধবীদের সঙ্গে মেলামেশা করতে চাইলে তিনি আপত্তি করবেন না। তেরোজোপলিসে ব্রাজিলের শিবির থেকেই তিনি এই নিয়ম চালু করেছেন। তবে স্থানীয় রাশিয়ান মেয়েদের সঙ্গে মেলামেশা করা যাবে কিনা সে ব্যাপারে কোনো মন্তব্য করেননি তিতে।

ছুটির যে কয়দিন এখন পর্যন্ত ফুটবলাররা পেয়েছেন, প্রতিদিন নেইমার, উইলিয়ানরা তাদের প্রিয়জনদের সঙ্গে হইহল্লা করেই কাটিয়েছেন। নেইমাররা অবশ্য এখনও খুব বেশি ছুটি পাননি। তবু কমপক্ষে দিন দুয়েকের ছুটিই তারা চুটিয়ে উপভোগ করেছেন।

ব্রাজিল দলের চিকিৎসক রদরিগো লাসমার বলেছেন, ‘লো যা করছে তাতে আমার সম্মতি নেই। যৌনতা স্বাভাবিক ব্যাপার। আমাদের দলের বেশির ভাগ ফুটবলারেরই বয়স কম। প্রত্যেকেই সুস্বাস্থ্যের অধিকারী। আমাদের কোচ মনে করেন, ওদের ভালবাসার সুযোগ দিলে তরতাজা হয়েই মাঠে ফিরবে।’

তিতে অবশ্য হোটেলে ফুটবলারদের রুমে তাদের স্ত্রী-বান্ধবীদের নিয়ে আসতে নিষেধ করেছেন। ফুটবলাররা বাইরে কোথাও আনন্দ করলে সেক্ষেত্রে তার কোনো আপত্তি থাকবে না। এটুকু শৃঙ্খলা তো রাখতেই হবে নাকি? যদিও ব্রাজিল দলে নারীসঙ্গের ঘটনা নতুন কিছু না। গ্যারিঞ্চাদের সময় থেকে তা চলে আসছে। একই ভাবে মারিও জাগালোও পেলেদের এ রকম ছুটি দিতেন। ছুটি কাটিয়ে আসার পরে তার সেই বিখ্যাত উক্তি তো কিংবদন্তিতে পরিণত। তিনি বলেছিলেন, ‘অনেক হয়েছে, এ বার যাও মাঠে নেমে ম্যাচ জিতে এসো।’ নেইমারদের কি একই কথা বলবেন তিতে?

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মাদকবিরোধী অভিযানের মধ্যে কলারোয়া ছাত্রলীগের নেতৃত্বে আসছে মাদকসেবীরা!

কলারোয়া ডেস্ক: কলারোয়া উপজেলায় জোর গুঞ্জন চলছে সারাদেশে যখন মাকবিরোধী অভিযান চলছে এবং প্রধানমন্ত্রী স্বয়ং বলছেন এই অভিযান চলতে থাকবে তখন কলারোয়া উপজেলা ছাত্রলীগের নেতৃত্বে আসতে যাচ্ছে মাদকসেবীরা।
উল্লেখ্য, সাবেক ছাত্রলীগ নেতাদরে অবিযোগ- ইদানীং সাতক্ষীরায় ছাত্রলীগের একের পর এক কমিটি হচ্ছে প্রেস রিলিজের মাধ্যমে। কোন সম্মেলন ছাড়াই এসব কমিটি হচ্ছে ব্যক্তিগত পছন্দে-অপছন্দে। এরই ধারাবহিকতায় যেকোন মুহুর্তে প্রেস রিলিজের মাধ্যমে গঠিত হতে পারে কলারোয়া উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি।
ইতিমধ্যেই সভাপতি, সাধারণ সম্পাদক পদ প্রার্থীরা শুরু করেছেন দৌঁড়ঝাঁপ। তবে সভাপতি পদে এস এম আবু সাঈদ এবং সাধারণ সম্পাদক পদে শাকিল খান জর্জ এগিয়ে আছেন বলে জানা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, এস এম আবু সাঈদ এর বিরুদ্ধে মাদকসেবনের গুরুতর অভিযোগ রয়েছে। ফেসবুকে ভাইরাল হয়েছে মাদক সেবনের ভিডিও। এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে চাঁদাবাজিরও অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে সে গত ২০১৬ সালের ২২ ফেব্রুয়ারি ইউপি নির্বাচনেকলারোয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার অন্যতম আসামি জেলা বিএনপি’র যুগ্ম-সম্পাদক রবিউল ইসলামের পক্ষে মনোনয়ন পত্র জমা দিতে যায়। এ সময় কলারোয়া উপজেলা চত্বরে নৌকা প্রতিকের প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলামের সমর্থকসহ স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ নেতা কর্মীদের হাতে গণপিটুনির শিকার হয়ে দীর্ঘদিন আত্মগোপনে ছিল আবু সাঈদ।
এদিকে, স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অভিযোগ করেছেন, কিছুদিন আগেই সাঈদ উপজেলার বিভিন্নস্থানে টাকা দিয়ে কমিটি নিয়ে আসার কথা বলেছেন।
এছাড়া সাধারণ সম্পাদক পদপ্রার্থী শাকিল খান জর্জ এর বিরুদ্ধেও মাদকসেবনের গুরুতর অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে এস এম আবু সাঈদ বলেন, আমি কোনো ধরনের মাদক সেবন করি না। আমার বিরুদ্ধে চক্রান্ত করে এসব গুজব ছড়ানো হচ্ছে। আমি রাজধানীর উত্তরা বিশ্ববিদ্যালয়ের ‘ল’ ডিপার্টমেন্টের একজন ছাত্র। আমার আইডি নং M-21313227. মাদকসেবনরত অবস্থায় তার ছবির প্রসঙ্গে তিনি বলেন, একদিন দলীয় প্রোগ্রাম শেষে খেয়েছিলাম। মূলত, বর্তমান উপজেলা ছাত্রলীগের সভাপতি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এসব করেছেন। এ বিষয়ে আমি এর আগেও সংবাদ সম্মেলন করেছি।
নিজের বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে শাকিল খান জর্জ বলেন, একটি মহল ইচ্ছাকৃতভাবে আমার বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে। আমি কোনো ধরণের মাদক গ্রহণ করি না। মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক একটি নাটক থেকে আমার মাদক সেবনের ছবি তুলেছে। বর্তমান সভাপতি ইমরান এই ষড়যন্ত্রের সাথে জড়িত।
তবে এ ব্যাপারে কলারোয়া উপজেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি ইমরান হোসেন বলেন, সাঈদ এবং জর্জ এলাকার চিহ্নিত মাদকসেবী। এলাকায় তাদের বিরুদ্ধে মাদক সেবনের সব ধরণের প্রমাণ রয়েছে। তারা টাকার বিনিময়ে উপজেলা ছাত্রলীগের কমিটি আনার জন্য জোর তদবির চলাচ্ছেন।
এ অবস্থায় উপজেলা ছাত্রলীগের সাধারণ নেতাকর্মীরা জানিয়েছেন, দেশব্যাপী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকবিরোধী অভিযানের নেতৃত্ব দিচ্ছেন। সেক্ষেত্রে কিভাবে এই মাদকসেবীরা বংলাদেশ ছাত্রলীগের মতো একটি ঐতিহ্যবাহী সংগঠনের দায়িত্ব পাচ্ছেন? এ ব্যাপারে তারা কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আকিজ সিমেন্ট লিঃ এর আয়োজনে সাতক্ষীরায় ইফতার

আকিজ সিমেন্ট লিঃএর আয়োজনে বৃহস্পতিবার সাতক্ষীরা লেকভিউতে রিটেইলার, ইউজার, ইঞ্জিনিয়ার ও রাজমিস্ত্রীদের সমন্নয়ে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলের পূর্বে স্বাগত বক্তব্য রাখেন আকিজ সিমেন্ট কোঃ লিঃ এর সিনিয়র এরিয়া ম্যানেজার মোঃ ইয়াসিন আলী। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আকিজ সিমেন্ট কোং লিঃ এর সিনিয়র টেরিটরি সেলস অফিসার মোঃ শাহরিয়ার আলম, কোম্পানীর ইঞ্জিনিয়ার মোঃ তরিকুল ইসলাম, নিরালা ট্রেডার্স এর স্বত্বাধিকারী মোঃ শাহিনুজ্জামান, ইউজার আশরাফুল করিম ধনী, সওকাত, হায়ধার, মিঠু, রাজমিস্ত্রিদের মধ্যে আব্দুস সামাদ, আব্দুল আলিম, কওছার আলী, জাহিদুল ইসলামসহ সাতক্ষীরার বিভিন্ন এলাকার রাজমিস্ত্রিরা উপস্থিত ছিলেন। ইফতারের পুর্বে আকিজ সিমেন্ট এর মালিক এর রুহের মাগফিরাত কামনা ও কোম্পানীর সুমান যাতে উত্তোরত্তর বৃদ্ধি পায় সে ব্যাপারে মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ২৫ পিচ ইয়াবাসহ এক ব্যক্তি আটক

নিজস্ব প্রতিবেদক : ২৫ পিচ ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। আটককৃত ওই ব্যক্তি সদর উপজেলার বাউলডাঙ্গা গ্রামের মৃত সালাম ঢালীর ছেলে রুহুল আমিন ওরফে ফটিক।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সদর উপজেলার বাউলডাঙ্গা থেকে সাতক্ষীরা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা তাকে আটক করে।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক বিজয় কুমার মজুমদার নেতৃত্বে সহকারী উপ-পরিদর্শক, সিপাহী সেলিম রেজা ও দিপঙ্কর বৃহস্পতিবার ফটিকের বাড়িতে অভিযান চালায়। এসময় তার একটি কৌটার মধ্যে মোড়ানো অবস্থায় ২৫পিচ ইয়াবা উদ্ধার করেন তারা। এঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইভিএম সুষ্ঠু নির্বাচনের যন্ত্র: সিইসি

ডেস্ক রিপোর্ট:
ইলেকট্রনিকস ভোটিং মেশিনকে (ইভিএম) একটি সুষ্ঠু নির্বাচনের যন্ত্র উল্লেখ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এর ব্যবহার সম্পর্কে প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা বলেছেন, ইভিএম ব্যবহারের ব্যাপারে সব রাজনৈতিক দল ও ভোটাররা যদি তাদের অবস্থান পরিবর্তন করে তাহলে ইভিএম ব্যবহার করা হবে।
সিইসি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে ইভিএম ব্যবহারের বিষয়ে বিএনপি কিংবা অন্য কোনো দলের বিরোধিতা নেই। কিন্তু জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এটা (ইভিএম) চায় না। আমরা যদি দেখাতে পারি এটা অত্যন্ত সুষ্ঠু নির্বাচনের একটি যন্ত্র, তাহলে আমরা আশা করি তারা সম্মত হবে।
বৃহস্পতিবার দুপুরে বাউফল উপজেলা পরিষদ মিলনায়নে আয়োজিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম শেষে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এ কথা বলেন।
এর আগে স্মার্টকার্ড বিতরণ অনুষ্ঠানেও ইভিএম মেশিনের সুফল সম্পর্কে দীর্ঘ বক্তব্য রাখেন তিনি। এ সময় উপস্থিত সংবাদকর্মীরা সেনাবাহিনী মোতায়েন সম্পর্কে জানতে চাইলে সিইসি নুরুল হুদা জানান, গত নির্বাচনে সেনা মোতায়েন হয়েছে। এবার নির্বাচন কমিশন মনে করলে সেনা মোতায়েন হতে পারে। এটা আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশের ৮ ধাপ অবনমন ঘটেছে।
গণতন্ত্রের পূর্বশর্ত যেহেতু নির্বাচন- সে ক্ষেত্রে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এই প্রতিবেদন কোনো প্রভাব ফেলবে কিনা জানতে চাইলে সিইসি বলেন, আমি প্রতিবেদনটি পড়িনি, না পড়ে বলা যাবে না। আর কেন প্রভাব পড়বে, কোথায় বিদেশে কী বলল? তাদের দেশের প্রতিবেদনে আমাদের নির্বাচনে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ার কারণ নেই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাজেট বাস্তবায়নযোগ্য নয়: আ স ম রব

ডেস্ক রিপোর্ট:
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন অর্থমন্ত্রীর উত্থাপিত ২০১৮-১৯ বাজেটের ওপর তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
বৃহস্পতিবার এক বিবৃতিতে তারা বলেন, এ বাজেট বাস্তবায়নযোগ্য নয়। ভোটারদের আকৃষ্ট করার জন্য ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার চটকদারী বাজেট ঘোষণা করা হলেও রাজনীতি, রাষ্ট্র, প্রশাসন ও সরকারের দুর্বলতা ও দুর্নীতির কারণে তা বাস্তবায়ন সম্ভব হবে না।
দলের সাংগঠনিক সম্পাদক (দফতর ব্যবস্থাপনা) এস এম আনছার উদ্দিন স্বাক্ষরিত বিবৃতিতে এসব কথা বলেন তারা। আ স ম রব ও আবদুল মালেক রতন বলেন, ‘চলতি অর্থবছরসহ বিগত কয়েক বছর যেমন বাজেটের শতকরা ৩০ ভাগের বেশি অবাস্তবায়িত থেকেছে। আগামী অর্থবছরেও এর ব্যতিক্রম হবে না। এ বাজেটের ফলে বিনিয়োগ প্রবৃদ্ধি কমে আসবে বিধায় বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে না।’
তারা আরও বলেন, ‘মূল্যস্ফীতির হার সরকারের নির্ধারিত সীমা ছাড়িয়ে যাবে। পরোক্ষ করের ওপর বেশি গুরুত্ব দেয়ার ফলে জনজীবনের দুর্ভোগ বাড়বে। এছাড়া আগামী ডিসেম্বর পর্যন্ত ছয় মাসের আয়ুষ্কাল নিয়ে অর্থমন্ত্রী পূর্ণ অর্থবছরের যে বাজেট ঘোষণা করেছেন, তা সম্পূর্ণ অনৈতিক। দেশের সব রাজনৈতিক ও শ্রেণিপেশার নেতাদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে সংশোধিত আকারে বাজেট পুনরায় উত্থাপনের দাবি জানিয়েছেন জেএসডির এই দুই শীর্ষ নেতা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest