নিজস্ব প্রতিনিধি : সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের সম্মানে বর্ণাঢ্য আয়োজনে ইফতার মাহফিল ও আলোচনা সভা করলো পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কলারোয়া নিউজ’।
২০ রমজান, ৬ জুন বুধবার কলারোয়া ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বিপরীতে খুকুর বাড়ি সুপার মার্কেটের ২য় তলায় ওই ইফতার ও আলোচনা সভার আয়োজন করা হয়।
ইফতারপূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন ‘কলারোয়া নিউজ’র সম্পাদক ও প্রকাশক প্রভাষক আরিফ মাহমুদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব প্রফেসর আবু নসর।
কলারোয়া নিউজ’র বার্তা সম্পাদক শেখ শাহাজাহান আলী শাহীনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন কলারোয়া পাবলিক ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক এড.শেখ কামাল রেজা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মুজিবুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খাঁন চৌধুরী, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল ও কলারোয়া নিউজ’র সিনিয়র স্টাফ রিপোর্টার এমএ মাসুদ রানা।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ‘সাতক্ষীরা নিউজ’র বার্তা সম্পাদক একরামুল করিব, ‘কলারোয়া নিউজ’র পৃষ্ঠপোষক আলহাজ্ব বিএম আফজাল হোসেন পলাশ, লক্ষ্মন বিশ্বাস, প্রভাষক শেখ মো.আলকামুন, কামরুল ইসলাম সাজু, ব্যবস্থাপনা সম্পাদক শেখ জাকির হোসেন, সহ.সম্পাদক আতিক রহমান, ইমানুর রহমান, প্রধান প্রতিবেদক জুলফিকার আলী, ক্রীড়া সম্পাদক অনুপ ঘোষ, স্টাফ রিপোর্টার মিলন দত্ত, হাবিবুর রহমান রনি, রাজিবুল ইসলাম রাজিব, গোপাল ঘোষ বাবু, সরদার কালাম, হোসেন আলী, কলারোয়া নিউজ’র পাঠক ও শুভাকাঙ্খি লাকি, মিল্টন, কবির হোসেন, উমায়ের হোসেন, মনিরুল আলম টিটু, হাসান, শাহিনুল হক, আকবর হোসেন, গাজী হাদিউজ্জামান মন্টু, মোয়াজ হোসেন, খালিদ হাসান মিঠু, বাপ্পি হোসেন প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে ‘কলারোয়া নিউজ’র শতাধিক শুভকাঙ্খি উপস্থিত ছিলেন।
দোয়া পরিচালনা করেন কলারোয়া থানা মসজিদের খতিব সাংবাদিক আসাদুজ্জামান ফারুকী।
‘কলারোয়া নিউজ’র পৃষ্ঠপোষক খায়রুল আলম কাজলের পিতা কলারোয়া প্রেসক্লাবের দীর্ঘদিনের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রয়াত খালেকুজ্জামান পল্টু আত্মার মাগফিরাত কামনা, কলারোয়া নিউজ পরিবারের সকলের সুখ-সমৃদ্ধি এবং দেশ ও জাতির সার্বিক কল্যান কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম মাঈনউদ্দিন হাসান, প্রথম আলো’র নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম, রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবু, থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান প্রমুখ। রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক শেখ ইকবাল আলম বাবলু’র সার্বিক ব্যবস্থাপনায় ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিম, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইন, সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান, বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক গাজী আজিজুর রহমান, ভাড়াশিমলা ইউপি’র সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুল খালেক, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি আনোয়ার হোসেন, শ্যামনগর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এম কামরুজ্জামান, দেবহাটা প্রেসক্লাবের সদস্যসচিব আর কে বাপ্পা, সোহরাওয়ার্দী পার্ককমিটির সদস্যসচিব এড. জাফরুল্যাহ ইব্রাহিম, দৈনিক পত্রদূত’র দেবহাটা প্রতিনিধি আকতার হোসেন ডাবলু, দৈনিক খুলনাঞ্চলের দেবহাটা প্রতিনিধি কেএম রেজাউল করিম, আজকের সাতক্ষীরার দেবহাটা প্রতিনিধি আরাফাত হোসেন লিটন, চাম্পাফুল আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মনি প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো. আয়ূব আলী।
