সর্বশেষ সংবাদ-
কালিগঞ্জে পুকুরের পানিতে দুই শিশুর মৃত্যুদেবহাটায় ৪০ জন উপকার ভোগীর মাঝে ছাগল বিতরণদেবহাটার সরকারি কর্মকর্তা-সুধীজনদের সাথে ডিসির মতবিনিময়সাতক্ষীরার ১৮৫টি ভোটকেন্দ্রের স্কুল সংস্কারে বরাদ্দ প্রায় ৬৪ লাখ টাকাসাতক্ষীরা জেলা রোভারের ৪১ তম কোর্স ফর রোভারমেট এর মহাতাঁবু জলসাশ্যামনগরে বুনো শাকের রান্না প্রতিযোগিতাসাতক্ষীরায় দুর্যোগ ঝুঁকি হ্রাসে রাস্তা সংস্কার কার্যক্রমের উদ্বোধনতারেক রহমানের জন্মদিনে সাতক্ষীরায় শিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণদেবহাটায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভামহেশ্বরকাটি বাজারে বিএনপির প্রার্থী কাজী আলাউদ্দিনের লিফলেট বিতরণ

কালিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদন্ড

ভ্রাম্যমাণ প্রতিনিধি: কালিগঞ্জে মাদক সেবনের অপরাধে বাবলা গাজী (২৮) নামের এক ব্যক্তিকে কারদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। থানা সুত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক হেকমত আলীর নেতৃত্বে পুলিশ উপজেলার চম্পাফুল ইউনিয়নের উজিরপুর বাজার সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় উজিরপুর গ্রামের আনছার গাজীর ছেলে বাবলাকে আটক করে। পরবর্তীতে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নুর আহম্মেদ মাছুম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক সেবনের অপরাধে তাকে সাত দিনের কারদন্ড প্রদান করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে ইভটিজিং; ভ্রাম্যমাণ আদালতে এক ব্যক্তির কারাদন্ড

আরাফাত আলী :কালিগঞ্জে শ্লীলতাহানীর অপরাধে সোহরাব হোসেন (৩৮) নামের এক ব্যক্তিকে ২ মাসের কারদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। সে উপজেলার নলতা ইউনিয়নের মৃত রুস্তম আলীর ছেলে। থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান জানান বৃহস্পতিবার সকাল সাড়ে ১২ টার দিকে ওই বক্ষাটে একই এলাকার হাবিবুলের স্ত্রীকে শ্লীলতাহানীর চেষ্টা করে। ওই নারীর অভিযোগের প্রেক্ষিতে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নুর আহম্মেদ মাছুম তাৎক্ষনিক ঘটনা স্থলে উপস্থিত হয়ে শ্লীতহানীর অপরাধে সোহরাবকে ২ মাসের বিনাশ্রম কারদন্ড প্রদান করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইফতারে মুখরোচক বোরহানি

স্বাস্থ্য ডেস্ক: সারা দিন রোজা রাখার পর মুখ তেতো হয় অনেকের। খাবারের তেমন রুচিও থাকে না। মুখে রুচি বাড়াতে অন্যান্য খাবারের সঙ্গে খেতে পারেন মুখরোচক বোরহানি।

বাড়িতেই তৈরি করা যায় বলে এর পুষ্টিমানও থাকে অক্ষুণ্ন। সহজে তৈরি করা গেলেও অনেকেরই হয়তো জানা নেই বোরহানি তৈরির রেসিপি।

আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন মুখরোচক বোরহানি।

উপকরণ

মিষ্টি দই—দুই কাপ, টক দই—দুই কেজি, কাঁচামরিচ কাটা—দুই চা চামচ, পুদিনা পাতা বাটা—দুই চা চামচ, সরিষা বাটা—দুই চা চামচ, বিট লবণ—দুই চা চামচ, পানি—পরিমাণমতো (পাতলা বা ঘন যেমনটি করতে চাইবেন)।

চিনি—দুই টেবিল চামচ, লবণ—দুই চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া—দুই চা চামচ।

প্রণালি

কাঁচামরিচ, পুদিনা পাতা, একসঙ্গে বেটে নিন। বিট লবণ পাটায় গুঁড়া করে করে নিন।

উপকরণগুলো একসঙ্গে অল্প পানি দিয়ে গুলে দইয়ের মধ্য দিন। এবার মিষ্টি দই, টক দইসহ সব উপকরণ ব্লেন্ডারে ব্লেন্ড করুন।

বরফ কুচি ও পুদিনা পাতা দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হোয়াইট হাউজে আগুন দিয়েছিল কানাডা!

আন্তর্জাতিক ডেস্ক: কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোন করেছিলেন। কানাডা, মেক্সিকো ও ইউরোপ থেকে আমদানিকৃত পণ্যের ওপর শুল্ক বসানোর সিদ্ধান্ত কীভাবে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বাড়াবে সেটির যৌক্তিকতাই জানতে চেয়েছিলেন ট্রুডো। উত্তরে ট্রাম্প বলেন, তোমরাই তো হোয়াইট হাউজে আগুন দিয়েছিলে?

২৫ মে করা সেই ফোন কলে ট্রাম্প এ কথা রসিকতা করে নাকি রাগ করে বলেছেন সেটি বোঝা যায়নি। তবে তিনি যে ২০৬ বছর আগের অর্থাৎ ১৮১২ সালের যুদ্ধের প্রতি ইঙ্গিত করেছেন সেটি স্পষ্ট। কথা হল, কানাডা তখন কীভাবে হোয়াইট হাউজে আগুন দেবে। তখনতো কানাডারই জন্মই হয়নি। ব্রিটিশ উপনিবেশ থেকে মুক্ত হয়ে রাষ্ট্র হিসেবে কানাডার যাত্রা শুরু ১৯৬৭ সালে। ১৮১২ সালে হোয়াইট হাউসে আগুন দিয়েছিল ব্রিটিশ সৈন্যরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চার তারকার গোয়েন্দা সিরিজ

বিনোদন ডেস্ক: মৌলিক গল্পের গোয়েন্দা ওয়েব সিরিজ ‘ডিটেকটিভ লাভলু মিয়া’র প্রচার আবারও শুরু হচ্ছে। ঈদুল ফিতুর উপলক্ষে দুটি নতুন গল্প ‘অপহরণ’ ও ‘ভয়ংকর রাত’ দেখানো হবে। যথারীতি এর নাম ভূমিকায় থাকছেন আজাদ আবুল কালাম। তার সহশিল্পীদের মধ্যে আছেন- বিজরী বরকতুল্লাহ, ইন্তেখাব দিনার, অপর্ণা ঘোষ প্রমুখ।

বাংলাঢোল প্রযোজিত ‘ডিটেকটিভ লাভলু মিয়া’ নির্মাণ করেছেন সাকিব রায়হান।

ঈদের দিন থেকে রবিস্ক্রিন ও এয়ারটেলস্ক্রিনে প্রচার শুরু হবে ‘অপহরণ’-এর। চারদিনে চারটি পর্বে হাজির হবেন আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, বিজরী বরকতুল্লাহ প্রমুখ। ঈদের চতুর্থদিন থেকে একই প্ল্যাটফর্মে দেখা যাবে ‘ভয়ংকর রাত’। এই গল্পটি শেষ হবে তিনটি পর্বে। এতে অভিনয় করেছেন- আজাদ আবুল কালাম, অপর্ণা ঘোষ, শাহরিয়ার সজীব, ফারুক আহমেদ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইফতারে শসার স্বাস্থ্যকর সালাদ

স্বাস্থ্য ডেস্ক: ইফতারে থাকতে পারে শসার সালাদ। শরীরকে বিষমুক্ত করা থেকে শুরু করে পানিশূণ্যতা দূরীকরণে শসার জুড়ি নেই।এটি তরকারি হিসেবে যেমন চলে তেমনটি আবার খাবারের সময় সালাদ হিসেবেও বেশ জনপ্রিয়। এককথায় সালাদের জন্য শসার বিকল্প নেই। জনপ্রিয় এই সবজির নানাবিধ খাদ্যগুণ রয়েছে। ভিটামিন কে, সি, ম্যাগনেশিয়াম, রিবোফ্লোবিন, বি-৬, ফোলেট, প্যান্টোথেনিক এসিড, ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, জিঙ্ক এবং সিলিকাসমৃদ্ধ এই সবজির প্রায় ৯৫ শতাংশই পানি। শরীরকে সুস্থ ও সবল রাখতে পানির বিকল্প নেই। তাই এই গরমে শসা হতে পারে উত্তর খাবার। তা সালাদ হিসেবেই বা সবজি হিসেবে যেভাবেই গ্রহণ করুন না কেন। নিচে শসার স্বাস্থ্যকর কয়েকটি পুষ্টিগুণ নিয়ে আলোচনা করা হলো :

ক্ষারের মাত্রা হ্রাস করে : অনেকের দেহে ভুল খাবারের কারণে বেশি এসিড উৎপন্ন হয়। তাদের দেহে কিছুটা ক্ষারীয় অবস্থা বিরাজ করে। শসা দেহে ক্ষারের মাত্রা হ্রাস করে এবং আরাম দেয়।

ত্বকের প্রসাধন : বহুকাল ধরে ত্বকের যত্নে শসা ব্যবহারের প্রচলন রয়েছে। ত্বকের ডার্ক সার্কেল, ফোলা ভাব বা অন্যান্য সমস্যাতে শসা জাদুর মতো কাজ করে। সূর্যের রশ্মিতে ত্বক পুড়ে যাওয়া বা চোখের নিচের কালোভাব দূর করতে শসার জুড়ি নেই।

সিলিকার দারুণ উৎস : সৌন্দর্য চর্চায় দারুণ এক খনিজ সিলিকা। ত্বকের টিস্যুকে শক্তিশালী ও টানটান করে সিলিকা। দেহকে সজীবতা দেয় এটি। এ ছাড়া ইন্টার-সেলুলার সিমেন্ট হিসাবেও কাজ করে সিলিকা। পেশি, ট্যান্ডন, লিগামেন্ট এবং হাড়ের জন্যেও উপকারী।

চুলের যত্নে : সিলিকন ও সালফার চুলের বৃদ্ধি ত্বরাণ্বিত করে। শসার জুসে একটি মিন্টের পাতা এবং গাঁজর মিলিয়ে নিলে কার্যক্রম বৃদ্ধি পায়।

মূত্রবর্ধক : শসার পানি মূত্রের পরিমাণ বৃদ্ধি করে। এ ছাড়া শসা দেহের বিষাক্ত উপাদান ও অপ্রয়োজনীয় পদার্থ বের কর দেয়। দেহ থেক ইউরিক এসিড বের করে দেয় শসা। এ সবজির ম্যাগনেশিয়াম স্নায়ুতন্ত্র ও পেশিতে রক্ত চলাচল বৃদ্ধি করে।

ওজন কমাতে : যেহেতু ৯৫ শতাংশ পানি রয়েছে এতে, কাজেই খাবারে বাড়তি পানি যোগ করে। প্রতি কাপ শসায় ১৬ ক্যালোরি রয়েছে। বেশি বেশি শসা খেলে তৃপ্তি মেলে।

হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে : শসা দেহের রোগ প্রতিরোধী ক্ষমতা বৃদ্ধি করে। প্রদাহবিরোধী উপাদান কার্ডিওভাসকুলার ডিজিস প্রতিরোধ করে। এতে পটাশিয়াম ও ম্যাগনেশিয়ামের মতো গুরুত্বপূর্ণ খনিজ রয়েছে। রক্তচাপ নিয়্ন্ত্রণে রাখে এসব খনিজ। এ ছাড়া রক্তে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণেও এর জুড়ি নেই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সুস্থ হয়ে ক্ষমা চাইলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল

আহমেদ ইমতিয়াজ বুলবুলের হার্টে দুটি রিং পরানো হয় শনিবার। গত মাসের তার অসুস্থতার বিষয়টি জানার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিকিৎসার সব দায়িত্ব নেন। বুধবার ফেসবুকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন এ জনপ্রিয় সঙ্গীতশিল্পী।

তিনি লিখেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর মহানুভবতা এবং ঐকান্তিক প্রচেষ্টায় আজ আমি মহান আল্লাহ্‌র রহমতে অনেক সুস্থ এবং স্বাচ্ছন্দ্যবোধ করছি। তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য আমার আজীবন প্রার্থনা। আমি ইচ্ছা করলেই দেশের বাইরে গিয়ে আমার হৃদরোগের চিকিৎসা করাতে পারতাম। মাননীয় প্রধানমন্ত্রী সেই সুযোগও আমাকে দিয়েছিলেন।কিন্তু আমার দেশপ্রেম আমাকে দেশ ত্যাগ করতে দেয়নি।

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসা হয়েছে আহমেদ ইমতিয়াজ বুলবুলের। ফেসবুকে তিনি লিখেছেন, আমি যেভাবে চেয়েছিলাম সেভাবেই সবকিছু শুরু হয়েছিল। আমি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সকল ডাক্তার এর সর্বাত্মক সহযোগিতা পেয়েছি… যা ভাষায় বর্ণনা করা আমার পক্ষে সম্ভব না।

চিকিৎসকের টেবিলে যাওয়ার আগে কাউকে কিছু না বলতে পারায় ক্ষমাও চেয়ে তিনি আরও লেখেন, বন্ধুরা, আমার এই হৃদরোগ চিকিৎসাটি ছিল অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ। তাই আমার নিকটস্থ আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, সহকর্মী, শিল্পী, সাংবাদিক ও অনেক কাছের শুভাকাঙ্ক্ষীদেরও কিছু বলে যাইনি। আমি অন্তর থেকে সবার কাছে ক্ষমা চেয়ে নিলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলাদেশ ক্রিকেট দলের নতুন কোচ রোডস

স্টিভ রোডস বাংলাদেশ ক্রিকেট দলের নতুন কোচ হতে যাচ্ছেন বলে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বৃহস্পতিবার তিনি জানান, ৫৪ বছর বয়সী এই ইংলিশকেই কোচ হিসেবে চূড়ান্ত করা হয়েছে। ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চুক্তিবদ্ধ হচ্ছেন রোডস।

এর আগে মাহেলা জয়াবর্ধনে, অ্যান্ডি ফ্লাওয়ার, ফিল সিমন্স, টম মুডি, কুমার সাঙ্গাকারা, জাস্টিন ল্যাঙ্গার, রিচার্ড পাইবাস, জিওফ মার্শের মতো বিশ্ববরেণ্য ক্রিকেট ব্যক্তিত্বকে কোচ হওয়ার প্রস্তাব দেয় বোর্ড। তবে কাউকেই রাজি করাতে পারেনি। তাই আপাতত দায়িত্বটা দেয়া হয় বোলিং কোচ কোর্টনি ওয়ালশকে।

কারণ দর্শিয়ে বলা হয়, বিশ্বব্যাপী গজিয়ে ওঠা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টে কোনো দলের হয়ে অল্প সময়ে প্রচুর অর্থ পাওয়ায় তাদের রাজি করানো যায়নি। দীর্ঘমেয়াদি তারা বাংলাদেশের কোচ হতে চাচ্ছেন না। বাংলাদেশকে মূলত এ ঝামেলা থেকে মুক্তি দিলেন কিংবদন্তি কোচ গ্যারি কারস্টেন। তার পরামর্শেই রোডসকে কোচ বানাতে আগ্রহী হয় বিসিবি।

বলা যায়, বেশ ভালো কোচই পেতে যাচ্ছেন মুশফিকরা। তরুণ প্রতিভা খুঁজে বের করতে জহুরি চোখ তার। গড়পড়তা মানের দলকে সাফল্য এনে দিতে সুনাম আছে। তবে কোনো জাতীয় দলে কাজ করেননি। সব অভিজ্ঞতা ইংলিশ কাউন্টিতে। এটি বাংলাদেশের জন্য কাজে আসতে পারে বলে মনে করছে বিসিবি। কারণ ২০১৯ বিশ্বকাপ হবে ইংল্যান্ডে।

রোডস খেলোয়াড়ি জীবনে ছিলেন উইকেটরক্ষক। ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ১১ টেস্ট ও ৯ ওয়ানডে ম্যাচ খেলেছেন। তবে পাদপ্রদীপের আলোয় আসেন কাউন্টি দল উস্টারশায়ার খেলোয়াড় ও কোচ হয়ে। ১৯৮৫-২০০৪ সাল পর্যন্ত টানা ২০ বছর দলটির হয়ে খেলেন। ২০০৬ সালে সেখানে কোচ হিসেবে টম মুডির স্থলাভিষিক্ত হন। ২০০৬-২০১৭ সাল পর্যন্ত একই সঙ্গে উস্টারশায়ার কোচ ও পরিচালকের দ্বৈত ভূমিকা পালন করেন।

রোডসের সঙ্গে পরিচয় আছে বাংলাদেশের একমাত্র সাকিব আল হাসানের। ২০১১ মৌসুমে তার অধীনেই উস্টারশায়ারে খেলেন বিশ্বসেরা অলরাউন্ডার। দুই মৌসুমে দলটির হয়ে ২৬ ম্যাচ খেলেন তিনি। ফলে ইংলিশ মস্তিষ্কের কোচিংয়ের ধরন সম্পর্কে বেশ ভালো জানা তার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest