সর্বশেষ সংবাদ-
দেবহাটায় জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রাণি সম্পদ প্রদর্শনীর উদ্বোধনসাতক্ষীরায় জাতীয় দৈনিক রুপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসাতক্ষীরার মিঠু খানের বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপিকালিগঞ্জে পুকুরের পানিতে দুই শিশুর মৃত্যুদেবহাটায় ৪০ জন উপকার ভোগীর মাঝে ছাগল বিতরণদেবহাটার সরকারি কর্মকর্তা-সুধীজনদের সাথে ডিসির মতবিনিময়সাতক্ষীরার ১৮৫টি ভোটকেন্দ্রের স্কুল সংস্কারে বরাদ্দ প্রায় ৬৪ লাখ টাকাসাতক্ষীরা জেলা রোভারের ৪১ তম কোর্স ফর রোভারমেট এর মহাতাঁবু জলসাশ্যামনগরে বুনো শাকের রান্না প্রতিযোগিতাসাতক্ষীরায় দুর্যোগ ঝুঁকি হ্রাসে রাস্তা সংস্কার কার্যক্রমের উদ্বোধন

ধানক্ষেতে হাত বাঁধা, গলা কাটা চার লাশ

বগুড়ায় ধানক্ষেতে চার ব্যক্তির গলা কাটা লাশ পাওয়া গেছে। আজ সোমবার সকাল ৯টার দিকে শিবগঞ্জ উপজেলার ডাবইর গ্রামের পাশে স্থানীয়রা লাশ চারটি পড়ে থাকতে দেখেন।

নিহতদের মধ্যে সাবুল ও জাকারিয়া নামের দুজনের পরিচয় জানা গেছে। বাকি দুজনের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয় বাসিন্দা জালাল উদ্দিন জানান, প্রত্যেকের হাত পেছনে বাঁধা এবং গলা কাটা অবস্থায় লাশগুলো পড়ে আছে। তাদের পরনে গেঞ্জি, শার্ট ও প্যান্ট আছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহিদ মাহমুদ খান জানান, লাশগুলো উদ্ধার করার জন্য ঘটনাস্থলে আছে পুলিশ। ঘটনার বিস্তারিত তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

নিহত সাবুলের ভাবি জেবুয়ারা জানান, গতকাল রোববার বিকেলে সাবুল আলিয়ার হাটে দুধ বিক্রি করতে যান। পরে দুধ বিক্রির পর আর বাড়িতে ফেরেননি। আজ সকালে ডাবইর বিলের ধানক্ষেতে স্থানীয়রা চারটি গলা কাটা লাশ দেখতে পান। সেখানে সাবুলের লাশও আছে। সাবুলের বাড়ি কাঠগড়া চকপাড়া এলাকায়।

স্থানীয়রা জানান, নিহত জাকারিয়া পেশায় রংমিস্ত্রি ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সরকারি হলো দেবহাটা বিবিএমপি ইনস্টিটিউশনসহ দেশের নতুন ১২টি হাইস্কুল

নিজস্ব প্রতিবেদক: দেবহাটা বিপিন বিহারী মোরিয়াল পাবলিক ইনস্টিটিউশনসহ দেশের বেসরকারি ১২টি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করা হয়েছে। সোমবার (৭ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ বিষয়ে আদেশ জারি করা হয়েছে। এর আগে গত ১১ এপ্রিল ২১টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করা হয়। এগুলো নিয়ে দেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয় হচ্ছে ৩৪৮টি।
সোমবার সরকারি হওয়া ১২টি বিদ্যালয় হলো—সাতক্ষীরার দেবহাটা উপজেলার দেবহাটা বি.বি.এম.পি ইনস্টিটিউশন, সিলেটের বালাগঞ্জ উপজেলার ডি.এন. উচ্চ বিদ্যালয়, বিশ্বনাথের রামসুন্দর অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়, নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার কিশোরীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয়, নওগাঁর আত্রাই উপজেলার আহসান উল্লাহ মেমোরিয়াল মডেল উচ্চ বিদ্যালয়, কুষ্টিয়ার খোকসা উপজেলার খোকসা পাইলট মাধ্যমিক বিদ্যালয়, নড়াইলের লোহাগড়া উপজেলার লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয়, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আলমডাঙ্গা বহুমুখী মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়, ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শৈলকুপা পাইলট উচ্চ বিদ্যালয় এবং খুলনার রূপসা উপজেলার কাজদিয়া উচ্চ বিদ্যালয়।
২০১৬ সালের ২১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছিলেন, যেসব জেলা ও উপজেলায় সরকারি স্কুল ও কলেজ নেই, সেসব জেলা ও উপজেলায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সরকারি করা হবে। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী এসব বিদ্যালয়কে সরকারি করার আদেশ জারি করা হলো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মেয়েকে হত্যা করে জামাইকে নিয়ে উধাও মা!

মায়ের সঙ্গে স্বামীর অনৈতিক সম্পর্ক দেখে ফেলে মেয়ে। আর এটাই তার জীবনের কাল হয়ে দাঁড়ায়। এতে মা ক্ষিপ্ত হয়ে মেয়েকে বিষ খাইয়ে দেয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মেয়ের মৃত্যু হলে মেয়ের জামাই ও নিহতের সন্তানকে নিয়ে উধাও হয় মা। এমন অভিযোগ করেছেন নিহতের স্বজনরা। আর এ ঘটনা ঘটেছে পটুয়াখালীর বাউফল উপজেলার মদনপুর ইউনিয়নে।

নিহত তরুণী মালা (২০) গলাচিপা উপজেলার কলাগাছিয়া গ্রামের মামুন ঢালীর স্ত্রী।

অভিযুক্তরা হলেন, ওই এলাকার কাদের ঢালীর ছেলে স্বামী মামুন ঢালী (৩০) ও উপজেলার মদনপুরা ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা মৃত. জাহাঙ্গীর হাওলাদারের স্ত্রী নিহতের মা নার্গিস বেগম (৩৫)। তিনি চার সন্তানের জননী।

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার মদনপুরা ইউনিয়নের ২নং ওয়ার্ডে নিহত মালার পৈতৃক বাড়িতে নিহত মালার দাফন সম্পন্ন করা হয়। এর আগে বুধবার রাতে উপজেলার মদনপুরা ইউনিয়নের ২নং ওয়ার্ডে ঘটে এ ঘটনা ঘটে।

নিহত মালার চাচা হেলাল হাওলাদার জানান, মালার মা চার সন্তানের জননী নার্গিস বেগমের সঙ্গে মালার স্বামী মামুনের অবৈধ সম্পর্কের বিষয়টি মালা দেখে ফেলার কারণেই মালাকে বিষ খাইয়ে হত্যা করেছে তার মা ও স্বামী।

গত বুধবার রাতে নিহত মালা তার মা ও স্বামীর মধ্যে অবৈধ কার্যকলাপ হাতেনাতে ধরে ফেলে। এরপর ওই দিনই রাতেই মালাকে বিষ খাইয়ে চিকিৎসার নাম করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় তার মা ও স্বামী মামুন।

পরে খবর পেয়ে তিনি হাসপাতালে গিয়ে জানতে পারেন মালা মারা গেছে। এ সময় হাসপাতালে তার (মালার চাচা হেলাল হাওলাদারের) উপস্থিতি টের পেয়ে মালার একমাত্র ছেলে মোস্তাফিজকে (২) নিয়ে হাসপাতাল থেকে সটকে পড়ে মালার মা নার্গিস বেগম ও তার মেয়ের স্বামী মামুন।

পরে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানালে লাশের সুরতহাল রিপোর্ট ও ময়নাতদন্তের পর বৃহস্পতিবার দুপুরে মালার চাচা হেলাল হাওলাদারের কাছে মালার লাশ হস্তান্তর করে পুলিশ।

প্রসঙ্গত, বাউফল উপজেলার পার্শ্ববর্তী গলাচিপা উপজেলা কলাগাছিয়া গ্রামের কাদের ঢালির ছেলে মামুনের সঙ্গে ৫ বছর আগে বিয়ে হয় মালার। বিয়ের পর থেকে স্বামীর সঙ্গেই থাকত মালা।

সম্প্রতি মালার বাবা জাহাঙ্গীর হাওলাদার মারা যাওয়ার পর মালা ও তার স্বামী মামুন বাউফলের মদনপুরা গ্রামে তার মা নার্গিস বেগমের সঙ্গেই থাকত।

বাউফল থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, স্থানীয়ভাবে জেনেছি শাশুড়ির সঙ্গে জামাইয়ের পরকীয়া ছিল। বিষয়টি নিয়ে অনুসন্ধান চলছে। ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট হাতে পেলে ব্যবস্থা নেয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মোদির মা এখনও অটোতে চড়েন কিন্তু…

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেনকে নিয়ে ফের বিতর্ক শুরু হয়েছে। অটোরিকশায় বসা তার একটি ছবি স্যোশাল মিডিয়ায় ভাসছে। আর এ নিয়েই এখন চলছে বিতর্ক। ভারতের কেন্দ্রীয় মন্ত্রী বিজয় সাম্পলা গত শুক্রবার অটোরিকশায় বসা হীরাবেনের ছবিটি টুইটারে পোস্ট করেন।

ছবিটি পোস্ট করে সাম্পলা লেখেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা এখনও অটোরিকশায় যাতায়াত করেন। অপরদিকে রাহুলের মা সোনিয়া গান্ধী বিশ্বের চতুর্থ ধনী রাজনীতিবিদ।

কিন্তু ছবিতে হীরাবেনের ডান হাতটি ধরে রয়েছে অন্য কারও হাত। যার শরীর নেই। ফলে অনেকেই প্রশ্ন করেন-‘কার হাত?’ কেউ বলেন, সেটি ফটোশপ করা। অনেকে আবার বলছেন, ছবিটি ২০১৪ সালের। ভোট দিতে যাচ্ছিলেন হীরাবেন। সে ছবিতেও নাকি ছিল এমনই হাত।

এর আগে, ভারতে রুপির নোট বাতিলের সময় ব্যাংকের সামনে লাইনে দাঁড়িয়েছিলেন হীরাবেন। বিজেপি বোঝাতে চেয়েছিল, মোদির মা এমনই সাদামাটা। ফের সেই চেষ্টা করতে গিয়ে বিপাকে পড়তে হল। সূত্র: আনন্দবাজার

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভূমধ্যসাগর থেকে বাংলাদেশিসহ ৫৮১ অভিবাসী উদ্ধার

আফ্রিকার উপকূল থেকে ভূমধ্যসাগর পাড়ি দেয়ার সময় ৪৭৬ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে স্পেনের নৌ উদ্ধার সার্ভিস। শুক্রবার ও শনিবার তাদের উদ্ধার করা হয় বলে জানানো হয়েছে।

অন্যদিকে, রবিবার আরেক অভিযানে লিবিয়ার কাছে জলসীমায় ১০৫ জনের বেশি অভিবাসীকে উদ্ধার করেছে স্পেনভিত্তিক একটি অলাভজনক সংস্থা প্রোঅ্যাক্টিভা ওপেন আর্মস। মোটরবিহীন ওই নৌকায় বাংলাদেশ, মিশর, লিবিয়া, নাইজেরিয়া ও অন্য দেশের নাগরিক ছিল বলে জানিয়েছে সংস্থাটির কর্মকর্তারা।

এ ব্যাপারে বার্তা সংস্থা এপির আলোকচিত্রীকে অভিবাসীরা বলেন, মানব পাচারকারী ও তারা পৃথক নৌকায় যাচ্ছিলেন। তবে ভূমধ্যসাগরের মাঝখানে তাদের নৌযানের ইঞ্জিন খুলে নেয় পাচারকারীরা এবং চলে যায়।

এদিকে জাতিসংঘ জানিয়েছে, চলতি বছর এখন পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ৬১৫ জন অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে ইউরোপের উপকূলে পৌঁছাতে সক্ষম হয় ২২ হাজার ৪৩৯ জন। যাদের মধ্যে চার হাজার চারশ’ নয়জনই আবার স্পেনে পাড়ি জমায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কোটা পদ্ধতি বাতিল বা সংস্কারের বিষয়ে কোনো অগ্রগতি নেই

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল বা সংস্কারের বিষয়ে কোনো অগ্রগতি নেই বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

তবে এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় শিগগিরই একটি কমিটি করবে বলে আশা করছেন তিনি। তবে কতদিনের মধ্যে সেই কমিটি হতে পারে সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেননি মন্ত্রিপরিষদ সচিব।

তিনি বলেন, এ বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণে প্রধানমন্ত্রীর কাছ থেকে এখনও কোনো নির্দেশনা পাওয়া যায়নি।

সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকরা কোটার বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব এ কথা জানান।

তিনি বলেন, কোটা নিয়ে (সোমবারের মন্ত্রিসভা বৈঠকে) কোনো আলোচনা হয়নি, অগ্রগতিও নেই, যে অবস্থানে ছিল তাই আছে।

কোটা পদ্ধতি মূল্যায়নের বিষয়ে কমিটি গঠনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাদের কাছে এখনও (কমিটি গঠনের প্রজ্ঞাপন) পৌঁছায়নি। আমরা আনুষ্ঠানিকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়কে এটার অগ্রগতি জানাতে বলেছি। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে (কমিটির) প্রজ্ঞাপন জারি হলে আমাদের কাছে আসবে, আমরা তখন কমিটি নিয়ে বসব।

শিগগির প্রজ্ঞাপন জারি হবে কিনা জানতে চাইলে শফিউল আলম বলেন, আশা করি, আশা করি। অনেক দিন বন্ধ ছিল এবং প্রধানমন্ত্রী দেশের বাইরে ছিলেন। কাজেই ওই বিষয়ে খুব বেশি কাজ আগায়নি।

তিনি বলেন, কমিটি গঠন হবে, বসবে। আলোচনা করে যেটা ভালো হয় সেটা করা হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় কমিটি নিশ্চিত করবে। মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে কমিটি হবে। কমিটির বাকি সদস্য কারা হবে সেটা জনপ্রশাসন ঠিক করবে।

প্রসঙ্গত, সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে চাকরিপ্রার্থী ও শিক্ষার্থীরা গত মাসে ব্যাপক আন্দোলন গড়ে তোলে। একপর্যায়ে ওই আন্দোলন সহিংস রূপ নেয়। আন্দোলনের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১১ এপ্রিল জাতীয় সংসদে কোটা বাতিলের ঘোষণা দেন। এরপর থেকে শিক্ষার্থীরা প্রজ্ঞাপনের অপেক্ষায় আছেন।

এদিকে, কোটাপ্রথার সংস্কারে সরকারের প্রজ্ঞাপন জারির বিষয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলন ডেকেছেন আন্দোলনকারীরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘সাতক্ষীরা জাতীয় পার্টিতে আস্তানা গাড়ছে জামায়াত-শিবির’

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, সাতক্ষীরা জেলা জাতীয় পার্টি ও সদর উপজেলা জাতীয় পার্টির কতিপয় নেতৃবৃন্দ সদর উপজেলার সবকয়টি ইউনিয়নে পূর্ণাঙ্গ কমিটি থাকা সত্বেও উদ্দেশ্য প্রণোদিতভাবে দলকে বিতর্কিত করার জন্য জামায়াত-শিবির ও বিএনপির নাশকতার অপরাধে অপরাধীদের নিয়ে বিতর্কিত কমিটি গঠন করছে। বর্তমান সময়ে সরকারের চোঁখে অপরাধীরা জাতীয় পার্টির নাম ব্যবহার করে নিজেদেরকে সংগঠিত করার চেষ্টা করছে। তাদেরকে সহযোগিতা করছে জেলা জাতীয় পার্টি ও সদর উপজেলা জাতীয় পার্টির কতিপয় নেতা। যা পার্টির আদর্শ উদ্দেশ্য বহির্ভূত। সংগঠণ বিরোধী কার্যকলাপ থেকে এসব কতিপয় জেলা ও উপজেলা নেতাকে আহব্বান জানানো হলো। অন্যথায় আপনাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শানের গানের মডেল ফারিয়া শাহরিন

কণ্ঠশিল্পী শান এবার হাজির হচ্ছেন ‘তুমি আমি জোনাকি’ শীর্ষক একটি সিঙ্গেল ট্র্যাক নিয়ে। গানের কথা লিখেছেন তানিয়া সুলতানা। আর সুর ও সঙ্গীত শানের নিজের। এই গানের ভিডিও রিলিজের মাধ্যমেই ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ করতে যাচ্ছে লায়নিক মাল্টিমিডিয়া। প্রতিষ্ঠানটি অডিও এবং মিউজিক ভিডিও প্রযোজনার পাশাপাশি নাটক ও শর্টফিল্মও নির্মাণ করবে।

এই গানটির মিউজিক ভিডিওতে দেখা যাবে ছোটো পর্দার জনপ্রিয় মুখ ফারিয়া শাহরিন ও ইরফান সাজ্জাদকে। ভিডিও নির্মাণ করেছেন জীবন শাহাদাৎ।

ভিডিও প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি মূলত নাটকের গান। ফারিয়া-ইরফানের রসায়নে গানটি দারুণ জমেছে। প্রযোজকের পছন্দে ভিডিও আকারে আসছে। আশা করছি দর্শক ঠকবেন না।’

নতুন গান প্রসঙ্গে শান বলেন, ‘একটু ভিন্ন রকম গান করলাম এটি। একেবারে মাখো মাখো প্রেমের গান। এই সময়ের শ্রোতারা যেমন গান পছন্দ করেন ঠিক সেরকম। বাকীটা শ্রোতারাই ভালো বলতে পারবেন।’ গানটি আগামী ১৩ মে লায়নিক মাল্টিমিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে।

নাটকটিও টেলিভিশনে প্রচার না করে একই চ্যানেলে ঈদ আকর্ষণ হিসেবে মুক্তি পাবে। জানা গেছে শিগগিরই লায়নিক মাল্টিমিডিয়া থেকে একাধিক মিউজিক ভিডিও, নাটক ও ওয়েব সিরিজ মুক্তি পাবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest