সাতক্ষীরা জেলা মটর সাইকেল এসোসিয়েশনের কমিটি গঠন ও মহান মে দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার সকালে দিবসটি পালন উপলক্ষ্যে পৌর দিঘির ধার এলাকা থেকে একটি র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত আলোচনাসভায় মিলিত হয়। এসোসিয়েশনের আহবায়ক আব্দুল কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ। বিশেষ অতিথি ছিলেন,কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য অহিদ পারভেজ, জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম রেজা, যুগ্ম সম্পাদক আসিফ শাহাবাজ খান। অনুষ্ঠানটি পরিচালনা করেন, এসোসিয়েশনের সদস্য সচিব বজলুর রহমান। সভায় সর্ব সম্মতিক্রমে আগামী ২বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়। কমিটির নেতৃবৃন্দরা হলেন, সভাপতি জাহাঙ্গীর আলম রকি, সহ-সভাপতি মদন কুমার দেব নাথ, সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, যুগ্ম সম্পাদক জামাল খা খোকন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাবু, দপ্তর সম্পাদক মুকুল হোসেন, কোষাধ্যক্ষ বাবলু বর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

