সর্বশেষ সংবাদ-
দেবহাটায় জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রাণি সম্পদ প্রদর্শনীর উদ্বোধনসাতক্ষীরায় জাতীয় দৈনিক রুপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসাতক্ষীরার মিঠু খানের বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপিকালিগঞ্জে পুকুরের পানিতে দুই শিশুর মৃত্যুদেবহাটায় ৪০ জন উপকার ভোগীর মাঝে ছাগল বিতরণদেবহাটার সরকারি কর্মকর্তা-সুধীজনদের সাথে ডিসির মতবিনিময়সাতক্ষীরার ১৮৫টি ভোটকেন্দ্রের স্কুল সংস্কারে বরাদ্দ প্রায় ৬৪ লাখ টাকাসাতক্ষীরা জেলা রোভারের ৪১ তম কোর্স ফর রোভারমেট এর মহাতাঁবু জলসাশ্যামনগরে বুনো শাকের রান্না প্রতিযোগিতাসাতক্ষীরায় দুর্যোগ ঝুঁকি হ্রাসে রাস্তা সংস্কার কার্যক্রমের উদ্বোধন

স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদ-এর যাত্রা শুরু

সাংসদ চয়ন ইসলামকে সভাপতি ও আসলাম শিহিরকে সাধারণ সম্পাদক করে ‘স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদ’ নামে নতুন একটি সংগঠনের যাত্রা শুরু হলো। সংস্কৃতি অঙ্গনের মানুষদের নিয়ে গঠিত এই সংগঠন চলচ্চিত্র, নাটক, মঞ্চ, সংগীত ও সাংবাদিকদের সমন্বয়ে গঠিত হয়েছ।

গত বুধবার (২৫ এপ্রিল) এই কমিটি ঘোষণা করা হয়। এতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন শিল্পী সংঘের সভাপতি শহিদুল আলম সাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন উপস্থাপক-নির্মাতা আনজাম মাসুদ আর নাট্য-সম্পাদক হিসেবে রয়েছে অভিনেত্রী শামীমা তুষ্টি।

সংগঠনে সদস্য হিসেবে রয়েছেন অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর, জ্যোতিকা জ্যোতি, কণ্ঠশিল্পী সালমা, গীতিকার হাসান মতিউর রহমান।

স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদের কার্যনির্বাহী কমিটির (২০১৮- ২০২১) ৬১ সদস্যের পুরো তালিকাটি নিম্নে দেওয়া হলো-
সভাপতি- চয়ন ইসলাম
সহ-সভাপতি- শহিদুল আলম সাচ্চু, আব্দুল মতিন ভূঁইয়া, আশরাফুল আলম পপলু, ফিরোজ হোসাইন ও নীলুফার আনজুম
সাধারণ সম্পাদক- আসলাম শিহির
যুগ্ম সাধারণ সম্পাদক- আওলাদ হোসেন রুহুল, এস. এম. আনজাম মাসুদ ও মিজানুর রহমান সজল
সাংগঠনিক সম্পাদক- শাহ্ আলম শিকদার জয়
সহ-সাংগঠনিক সম্পাদক- তুহিন রেজা ও জুঁথি ফারহানা
অর্থ সম্পাদক- শাহজাহান শিকদার
দফতর সম্পাদক- স্বপন সিদ্দিকী
সমাজ কল্যাণ সম্পাদক- শামীমা চৌধুরী বিথী
শিল্পী কল্যাণ সম্পাদক- সালমা চৌধুরী
প্রচার ও প্রকাশনা সম্পাদক- আসাদ উল্লাহ তুষার
স্বাস্থ্য বিষয়ক সম্পাদক- ডা. এস. এম. মোস্তফা জামান
আন্তর্জাতিক সম্পাদক- নারায়ণ সাহা মনি
তথ্য ও প্রযুক্তি সম্পাদক- ওমর আয়াজ অনি
সংগীত বিষয়ক সম্পাদক- মন কল্যাণ
নৃত্য বিষয়ক সম্পাদক- সোহেল রহমান
নাট্য সম্পাদক- শামীমা তুষ্টি
মহিলা বিষয়ক সম্পাদক- সোনিয়া পারভীন শাপলা
আইন বিষয়ক সম্পাদক- আফরোজা শাহনাজ পারভীন
আবৃত্তি বিষয়ক সম্পাদক- সংগীতা চৌধুরী
প্রবাসী কল্যাণ সম্পাদক- নোমান আল শামীম
অনুষ্ঠান বিষয়ক সম্পাদক- এস. এম. কামরুজ্জামান সাগর
চারুকলা বিষয়ক সম্পাদক- দুলাল গাইন

এছাড়াও এ সংগঠনের ৩১জন সাধারণ সদস্য রয়েছেন। তারা হলেন- শিবু রায়, আসলাম সানী, আমিরুল ইসলাম, হাসান মতিউর রহমান, আশরাফ উদাস, এস. এম. সোহরাব হোসেন, শাহদাব ইয়াছির চিনু, আশরাফ কবির, টুটুল চৌধুরী, আজম খান, শান্তা জাহান, জ্যোতিকা জ্যোতি, ঊর্মিলা শ্রাবন্তী কর, ইমতিয়াজ বুলবুল বাপ্পী, নাজির খান খোকন, রওনক রনো, দেলোয়ার আরজুদা শরফ, মৌসুমি আক্তার সালমা, লুলুয়া ইসহাক মুন্নি, রাহাত সাইফুল, মেহেদী হাসান, মইনুল ইসলাম স্বাধীন, দুলাল খান, আব্দুল হাই, অজয় সরকার, আবদুল মান্নান, মাহবুব রিয়াজ, পংকজ কুমার ঘোষ, নাহিদুল ইসলাম অপু, মো: তরিকত ইসলাম ও আকরামুজ্জামান।

জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শের সাংস্কৃতিক অঙ্গনের লোকজনদের একই ছাতার নিচে নিয়ে আসার লক্ষ্যে এ সংগঠনটি করা হয়েছে বলে জানিয়েছেন এর সাধারণ সম্পাদক আসলাম শিহির।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আগামীতে কোনও সিন্ডিকেটের কথায় ছাত্রলীগ চলবে না: ওবায়দুল কাদের

বাংলাদেশ ছাত্রলীগে যারা আগামী কমিটির নেতৃত্বে আসবেন, তারা কেউ কোনও সিন্ডিকেটের কথায় চলবে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘ছাত্রলীগ চলবে বঙ্গবন্ধুর আদর্শে এবং শেখ হাসিনার নির্দেশে। এর বাইরে চিন্তা করার কোনও অবকাশ নেই।’

রবিবার (২৯ এপ্রিল) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রে ঢাবির ছাত্রলীগের সম্মেলনে তিনি এ মন্তব্য করেন ৷

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘ছাত্রলীগকে সুনামের ইতিহাস ফিরিয়ে আনতে হবে। আমি চাই ত্যাগী ও যোগ্য নেতৃত্ব। কারণ, কারও পকেটের ওপর নির্ভর করে ছাত্রলীগের কমিটি হবে না।’

ওবায়দুল কাদের বলেন, ‘পরগাছারা যাতে নেতৃত্বে আসতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে।’

তিনি ছাত্রলীগের সভাপতি সোহাগ ও সাধারণ সম্পাদক জাকিরের উদ্দেশে বলেন, ‘সোহাগ-জাকির তোমরা ছাত্রলীগকে নেতৃত্ব দিয়েছো। তোমাদের বলবো ভালো এবং যোগ্য নেতৃত্ব বানিয়ে যাও, তাহলে সবাই মনে রাখবে। বাংলাদেশ অকৃতজ্ঞ নয়, যোগ্যদের মর্যাদা দিতে সবাই জানে।’

তিনি আরও বলেন,’ আগামী নির্বাচনে ভোটার বাড়াতে হলে যোগ্য, সাহসী, চরিত্রবান নেতা দরকার ৷ আমি বর্তমান কমিটির অর্জনকে অস্বীকার করছি না। যারা সাবেক হবে সব নেতাকে আমরা নেতা বানাবো। সব নেতাকে আমরা উপ-কমিটিতে স্থান দিবো। আমি কথা দিলাম তোমরা কেউ যদি তাতেও স্থান না পাও, তাহলে আমার সঙ্গে কাজ করবে। কর্মীর মূল্যায়ন আওয়ামী লীগ করতে জানে। শেখ হাসিনা যতক্ষণ আছেন, যোগ্য কর্মীর মূল্যায়নও ততদিন থাকবে।’

এসময় সম্মেলনে কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান কমিটিকে বিলুপ্ত ঘোষণা করেন। সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্সের সঞ্চালনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, সভাপতি সাইফুর রহমান সোহাগ। সভাপতিত্ব করেন ঢাবি ছাত্রলীগ সভাপতি আবিদ আল হাসান ৷

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হৃদরোগ দূর করবে বাদাম!

হৃদপিন্ড বা হার্ট দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ। এর প্রধান কাজ হল সারা শরীরে রক্ত প্রবাহ সচল রেখে অক্সিজেন এবং পুষ্টি উপাদান পরিবহন করা। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া সংখ্যা অনেক। কিছুটা সচেতনতা, স্বাস্থ্যকর জীবনযাত্রা এবং খাদ্যাভ্যাস পারে হৃদরোগ হওয়ার সম্ভাবনা হ্রাস করতে। এটা অনেকে বিশ্বাস করেন না যে, শুধুমাত্র খাদ্যাভ্যাসের পরিবর্তন হৃদরোগ প্রতিরোধ করতে পারে।

cardiologist Arthur Agatston, MD, author of The South Beach Wake-Up Call “শৈশবকাল থেকে যদি স্বাস্থ্যকর খাদ্যভ্যাস গড়ে তোলা যায়, তবে হার্ট অ্যাটাক সম্পূর্ণভাবে প্রতিরোধ করা সম্ভব”। কিছু খাবার আছে যা আপনার হার্টকে সুস্থ রাখবে। আর এতে প্রথমেই রয়েছে কাঠবাদাম।

প্রতিদিনের খাবারের তালিকায় এক মুঠো কাঠ বাদাম রাখুন। এটি আপনার অনেকক্ষণ পেট ভরিয়ে রাখবে এবং মোটা হওয়া প্রতিরোধ করবে। এটি রক্তে এইচডিএল এর মাত্রা বৃদ্ধি করে এবং হৃদরোগের ঝুঁকি হ্রাস করে।

এছাড়া ডালিম, লেবু, আলু, পেস্তা বাদাম, কাজু বাদাম, অলিভ অয়েল, গ্রিন টি, ব্রকলি, পালং শাক ইত্যাদি খাবার হার্ট সুস্থ রাখতে ভূমিকা রাখে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিস্ময়কর খাদ্য মাশরুম

নিরামিষভোজীদের কাছে মাংস হিসেবে পরিচিত মাশরুম। চীন, কোরিয়া, ইউরোপ, জাপানিসহ পৃথিবীর অনেক দেশে মানুষের কাছে দারুণ জনপ্রিয় মাশরুম। আজকাল পশ্চিমা দেশগুলোর পিত্জাসহ অন্যান্য ফাস্টফুডেও মাশরুমের ব্যবহার বেড়েছে বহুগুণ।

মানুষের খাদ্য তালিকায় মাশরুমের এই ব্যাপক জনপ্রিয়তার মূল কারণ এর বিস্ময়কর পুষ্টিগুণ। কাঁচা অথবা রান্না করা মাশরুমে ক্যালরির পরিমাণ অনেক কম থাকে। কাঁচা অবস্থায় এতে ভিটামিন বি খাদ্যপ্রাণ থাকে যাতে রিবোফ্লোবিন, নায়াসিন এবং প্যান্টোথেনিক এসিড থাকে। এছাড়া প্রয়োজনীয় খনিজ উপাদান যেমন সেলেনিয়াম, কপার এবং পটাসিয়াম থাকে। মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর চর্বি এবং শর্করার পরিমাণও অনেক কম। এসব কারণে অনেক আগে থেকে মানুষ  মাশরুম খেয়ে থাকে। তবে মাশরুমের প্রতি মানুষের আগ্রহ দিন দিন বাড়ার পেছনে আরো  একটি বড় কারণ মাশরুমের ওষুধি গুণ।

মাশরুমের ওষুধিগুণ সম্পর্কে গবেষকরা বলছেন, শুধু স্বাদের জন্য নয়, ওষুধি গুণেও ভরপুর মাশরুম। এতে ক্ষতিকর চর্বি, কোলেস্টেরল, সুগার এবং সোডিয়াম নেই। প্রোটিন, বি-ভিটামিন, ফাইবার, রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন চিনি রয়েছে মাশরুমে। আগে চীন, কোরিয়া এবং জাপানের মানুষ মাশরুম খেলেও পশ্চিমাদের কাছে মাশরুমের পুষ্টিগুণ নিয়ে সন্দেহ ছিল। তাদের সেই ধারণা ধীরে ধীরে বদলাচ্ছে। ইউরোপ এবং আমেরিকার মানুষের কাছেও এখন জনপ্রিয় হয়ে উঠছে মানুষ।

পুষ্টি বিজ্ঞানীদের মতে, আগে মাশরুমের পুষ্টিগুণ সম্পর্কে আমাদের যে ধারণা ছিল এখন দেখা যাচ্ছে তার থেকেও বেশি পুষ্টিগুণ রয়েছে মাশরুমে। মানুষের বুড়িয়ে যাওয়ার প্রবণতা বন্ধ করে মাশরুম। বুড়িয়ে যাওয়া বন্ধ করতে প্রয়োজনীয় সেলেনিয়াম, ভিটামিন ডি, গ্লুটাথিয়েনিন এবং এরগোথিয়েনিন রয়েছে মাশরুমে।

মানুষের বুড়িয়ে যাওয়ার পর ক্যান্সার, হূদরোগ এবং স্মৃতিভ্রমের মতো রোগের জন্য দায়ী অক্সিডায়াটিভ স্ট্রেসকেই প্রধান কারণ মনে করা হয়। অক্সিডায়াটিভ স্ট্রেস থেকে রক্ষা করতেও কার্যকরী ভূমিকা রাখতে পারে মাশরুম।

গবেষকরা এখন দেখার চেষ্টা করছেন, স্মৃতিশক্তি হারানোর রোগ প্রতিরোধে মাশরুম আসলে কতটা কার্যকরী ভূমিকা রাখতে পারে

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাকিবের হায়দরাবাদ এবার মুখোমুখি রাজস্থানের

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আজ সাকিব আল হাসানের দল সানরাইজার্স হায়দরাবাদ মুখোমুখি হবে রাজস্থান রয়্যালসের। জয়পুরে বিকেল সাড়ে ৪টায় শুরু হবে ম্যাচটি।

পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা হায়দরাবাদের বিপক্ষে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে থাকা রাজস্থান একটু কম শক্তিশালীই বটে। তবে জয়পুরের এই স্টেডিয়াম রাজস্থানের জন্য পয়মন্তই বলা যায়। এর আগে এই ভেন্যুতে আইপিএলের ১১ ম্যাচের ১০ ম্যাচেই জিতেছে অজিঙ্কা রাহানের দল। তবে এই স্টেডিয়ামে টস বড় ভূমিকা রাখে। এই স্টেডিয়ামের শেষ আট ম্যাচের সাত ম্যাচই জিতেছে পরে ব্যাট করে। এই মৌসুমের রাজস্থান রয়্যালস ও দিল্লি ডেয়ারডেভিলসের এক ম্যাচেই দেখা গেছে অন্য রকম ফল, ম্যাচটি ছিল বৃষ্টিবিঘ্নিত।

আজকের ম্যাচ জিতলে হায়দরাবাদ চেন্নাই সুপার কিংসকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করবে। অন্যদিকে, রাজস্থান টপকে যাবে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সকে। অবশ্য বর্তমানে দুদলের পয়েন্ট একই থাকলেও কলকাতা এগিয়ে আছে রানরেট বিবেচনায়।

হায়দরাবাদের পেসার ভুবনেশ্বর কুমার এই ম্যাচের মাধ্যমে মাঠে নামতে পারেন। অবশ্য তাঁর পিঠের ইনজুরি দলে তেমন প্রভাব ফেলছে না। এই ২৮ বছর বয়সী ভারতীয় দলে যোগ হলেও একাদশের হয়ে বাংলাদেশের অধিনায়ক সাকিবের মাঠে নামা অনেকটাই নিশ্চিত। চলতি মৌসুমে হায়দরাবাদের হয়ে দারুণ পারফর্ম করেছেন সাকিব। সাত ম্যাচে তুলে নিয়েছেন আটটি উইকেট। ব্যাট হাতেও খুব একটা খারাপ করছেন না, পেয়েছেন ১১৭ রান। দলের বিপর্যয়ের মুখে কম সংগ্রহ করেও বিপর্যয় সামলিয়েছেন দক্ষ হাতে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আহত প্রিয়াঙ্কা চোপড়া

আহত প্রিয়াঙ্কা চোপড়া

কর্তৃক Daily Satkhira

মার্কিন টিভি সিরিজ কোয়ান্টিকোর তৃতীয় কিস্তির শুটিং করতে গিয়ে আহত হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। এমনটাই জানিয়েছেন তিনি। ৩৫ বছর বয়সী এই অভিনেত্রী এই টিভি সিরিজে অ্যালেক্স প্যারিশ নামে একজন এফবিআই এজেন্ট চরিত্রে রূপদান করছেন।

এক ট্যুইটার পোস্টে প্রিয়াঙ্কা লেখেন, শো’টির চিত্রায়নের সময় আমি গোড়ালিতে আঘাত পাই। এর পর একজন চিকিৎসকের শরণ নিই এবং আমার গোড়ালিটি বেঁধে রাখা হবে আগামী ৩ সপ্তাহ পর্যন্ত।

এই মুহূর্তে ইতালিতে শোটির শুটিং হচ্ছে বলেও ট্যুইটারে জানান প্রিয়াঙ্কা। এ জন্য তাঁকে ইতালি ভাষা শিখতে হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নিষিদ্ধ হলে বলে দিন, চলচ্চিত্র ছেড়ে চলে যাব- ক্ষুব্ধ শাকিব খান

‘আমি কি এ দেশে নিষিদ্ধ?’ চরম ক্ষোভ আর অভিমান নিয়ে জানতে চাইলেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। কেন তার এই অভিমান আর এমন প্রশ্ন এর জবাবে তিনি বলেন, দেখুন কয়েক বছর ধরে দেখছি আমার ছবি মুক্তি পেতে গেলে নানা প্রতিবন্ধকতা তৈরি করা হয়। অবস্থা এমন দাঁড়ায় যে, মনে হয় যেন আমি একজন অপরাধী। এখানে আমার কাজ করার কোনো অধিকার নেই।

সাম্প্রতিক সময়ের উদাহরণ টেনে তিনি বলেন, এই যে দেখুন বাংলা নববর্ষ উপলক্ষে আমার অভিনীত ‘চালবাজ’ ছবিটি এ দেশে মুক্তি পাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। ৬ এপ্রিল ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু একটি মহল কোনোভাবেই ছবিটি মুক্তি দিতে দিল না। এতে কি হলো, এ দেশের দর্শক বাঙালির এই প্রধান উৎসবে একটি ভালো ছবি দেখা থেকে বঞ্চিত হলো আর সিনেমাহল মালিকরাও ক্ষতিগ্রস্ত হলো। এই প্রতিবন্ধকতার কারণে ছবিটি ২০ এপ্রিল ভারত আর ২৭ এপ্রিল এ দেশে মুক্তি পেল। ২৭ এপ্রিল মুক্তি দিতে গিয়েও আমার ছবিটা নতুন করে বাধার মুখে পড়ল। ছবিটির সেন্সর শো এর দিন সেন্সর বোর্ডের সামনে গিয়ে আন্দোলন করার চেষ্টা করল। আমি জানতে চাই কেন আমার বিরুদ্ধে এমন হবে। আমি তো এ দেশ আর দেশীয় চলচ্চিত্রের উন্নয়নের স্বার্থে কাজ করে যাচ্ছি। এ দেশের ছবিকে বিশ্বমান দিয়ে বিশ্ববাজারে নিয়ে গিয়েছি। আজ বাংলাদেশের ছবি ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়াসহ বিশ্বে সাড়া জাগাচ্ছে। সম্প্রতি মধ্যপ্রাচ্যে প্রথম কোনো বাংলা ছবি হিসেবে ‘নবাব’ ছবিটি মুক্তি পেয়ে অভাবনীয় সাড়া জাগিয়েছে। তারপরেও কেন আমাকে নিয়ে এই নোংরা রাজনীতি। এর কারণ কী? যারা আমার বিরুদ্ধে অযৌক্তিকভাবে এসব করছে তাদের কাছে আমার প্রশ্ন, দয়া করে আপনারা বলুন আমার অপরাধ কোথায়? আমার কাজ দর্শক গ্রহণযোগ্যতা পাচ্ছে এটি যদি কারও চক্ষুশূল হয়ে থাকে, যাদের হাতে কোনো কাজ নেই তারা যদি ভেবে থাকে আমাদের হাতে যখন কাজ নেই তখন শাকিব কেন কাজ করবে। তাকে আমরা প্রতিরোধ করব। এটি ভুল ধারণা আর পরিকল্পনা। আমার বিরুদ্ধে যতই ঈর্ষা করা হোক না কেন দর্শক কিন্তু আমার কাজের স্বীকৃতি বরাবরই দিয়ে যাচ্ছেন। চলতি সপ্তাহে মুক্তি পাওয়া আমার ‘চালবাজ’ ছবিটি এই প্রমাণ আবারও দিল। ছবিটি দেখতে সিনেমাহলে উপচে পড়া দর্শক, টিকিট নেই, কালোবাজারে উচ্চমূল্যে টিকিট বিক্রি দেখে আমি নিজেই অবাক হয়েছি। কারণ ছবিটি মুক্তির আগে এর আমদানিকারক নানা বাধার কারণে প্রচারণা চালাতে পারেনি। বলতে গেলে প্রচার প্রচারণা ছাড়াই ছবিটি মুক্তি পেয়েছে, ছবিটি দেখতে দর্শক সিনেমাহলে ছুটে গিয়েছে এবং ছবিটির উচ্ছ্বসিত প্রশংসা করছে। সিনেমাহল মালিকদের মুখেও তৃপ্তির হাসি ফুটেছে। আমার কথা হলো যারা কলকাতার ছবিতে অভিনয় আর যৌথ প্রযোজনার নীতিমালা নিয়ে অনিয়মের কথা বলেন তারা কেন নিয়মতান্ত্রিকভাবে সরকারের কাছে গিয়ে বিষয়গুলো উত্থাপন করেন না? কলকাতার ছবিতে এ দেশের শিল্পীদের অভিনয় আর যৌথ আয়োজনের ছবি নির্মাণ তো নতুন কিছু নয়। স্বাধীনতার পর থেকে হয়ে আসছে। এসব ক্ষেত্রে নিয়মনীতি যদি সময় উপযোগী করতে হয় তাহলে সম্মিলিতভাবে তা করলে চলচ্চিত্র শিল্পেরই উন্নতি হবে। তা না করে কাদা ছোড়াছুড়ি করলে দেশের সবচেয়ে বড় এই গণমাধ্যমটি ধ্বংস হয়ে যাবে। আমি আবারও সরকার ও দেশ আর জাতির কাছে প্রশ্ন রাখছি- আমি এ দেশে নিষিদ্ধ কিনা? যদি নিষিদ্ধ হই তাহলে বলে দিন চলচ্চিত্র ছেড়ে চলে যাব। আমি বিভাজন আর অনৈক্য চাই না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আমি ঐশ্বরিয়ার মতো ছিলাম না: জয়া

অভিনয়, সংসারের পাশাপাশি রাজ্যসভায় এমপির দায়িত্ব পালন করছেন জয়া বচ্চন। সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া সাক্ষাৎকারে কথা বলেছেন নিজের রাজনৈতিক জীবন, সংসদ, তার স্বামী অমিতাভ বচ্চনের রাজনীতি ছাড়ার কারণসহ অনেক বিষয় নিয়ে।

পুত্রবধূ ঐশ্বরিয়া রাইকে নিয়েও প্রশ্ন করা হয় জয়াকে। মা হওয়ার পর থেকেই অভিনয়ে নিয়মিত নন সাবেক এ বিশ্বসুন্দরী। ব্যপারটি নিয়ে জানতে চাইলে জয়া বচ্চন বলেন, ঐশ্বরিয়া রাই খুবই যত্মশীল মা। সে তার সন্তান (আরাধ্যা)কে এক মিনিটের জন্যও একা ছাড়তে পারে না। সে সবকিছুই নিজে করতে চায়। সুযোগ পেলে সে কাজ (অভিনয়) করে। এখনকার প্রজন্মের তরুণ সব মায়েরাই এমন। আমিও এক সময় তাদের জায়গায় ছিলাম। কিন্তু তাদের মতো ছিলাম না। তারা নিজেরাই সন্তানকে গোসল করাতে, খাওয়াতে চায়, পড়াতে চায়। আমিও এসব করেছি কিন্তু তার একটা সীমা ছিল। আমার মেয়েকেও একই আচরণ করতে দেখেছি। আমরা এতটা যত্নে বড় হইনি, কেউ এতটা খেয়ালও রাখেনি।

অবশ্য এসবকে স্বাভাবিক হিসেবেই নিচ্ছেন জয়া, সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে অন্য সব বিষয়ে পরিবর্তন এসেছে। অনিরাত্তাবোধ বেড়েছে। যৌথ পরিবারে থাকায় আমরা খুবই নিরাপত্তার মধ্যে বেড়ে উঠেছি। কারণ কেউ না কেউ থাকতই। এখন ঐশ্বরিয়ার সে সুযোগ নেই। তার মা’ও সবসময় তার পাশে থাকতে পারে না। আমিও এখানে (রাজনীতি নিয়ে ব্যস্ত)। এখন যৌথ পরিবারের বিষয়টা নেই, তাই মাকেই সব দায়িত্ব নিতে হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest