সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে ঘের ব্যবসায়ীকে কুপি×য়ে হত্যা : আ×টক ৯সাতক্ষীরায় প্লাস্টিক “অদল-বদল” ক্যাম্পেইনহাদির মৃত্যুতে সাতক্ষীরায় গায়েবানা জানাজাসাতক্ষীরার সাবেক পিপি লতিফের ৪ দিন : ছেলে রাসেলের ৩ দিনের রিমান্ড মঞ্জুরসাতক্ষীরায় মুন্ডা সম্প্রদায়ের নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে প্রকল্প সমাপনীতালায় আলাউদ্দিন নামে এক ব্যক্তির লাশ উদ্ধারআশাশুনিতে আশা ব্রিক্সের লেলিহান শিখায় জনজীবন বিপর্যস্তসাতক্ষীরায় উন্নয়ন কাজে নিরব চাঁদাবাজী: পুলিশ পাহারায় কাজ শেষ করলো ঠিকাদারস্বাধীনতা বিরোধীদের নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবিতে সাতক্ষীরায় গণস্বাক্ষরদেবহাটায় হতদরিদ্র পরিবারের মাঝে সবজি বীজ বিতরন

আইসক্রিমের মধ্যে মরা ইঁদুর, ক্ষতিপূরণ দাবি নারীর!

অনেকে বলে থাকেন, চীনারাই আইসক্রিমের উদ্ভাবক। তবে সম্প্রতি তীব্র গরমে আইসক্রিম খাওয়ার সাধ হয়েছিল চীনের হুয়াইয়ান শহরের বাসিন্দা ইয়াং জিনরু নামে এক নারীর। কিন্তু আইসক্রিমে প্রথম কামড় দেওয়ার পরই তিনি বুঝতে পারেন তার মধ্যে শক্ত কিছু একটা রয়েছে। আরেকটু খাওয়ার পরেই ওই আইসক্রিমের মধ্য থেকেই বেরিয়ে আসে একটি লেজ। ওই নারীর বুঝতে অসুবিধা হয় না যে, ওই আইসক্রিমের মধ্যে ঠিক কী আছে। পরে ওই নারী অভিযোগ করেছেন, তার আইসক্রিমের মধ্যে একটি মরা ইঁদুর ছিল। খবর খালিজ টাইমস।

ইয়াং জানান, প্রথমে তিনি ভেবেছিলেন কোনো পোকা রয়েছে আইসক্রিমের মধ্যে। কিন্তু কিছুক্ষণ পরেই তিনি বুঝতে পারেন, আইসক্রিমটির মধ্যে একটি মরা ইঁদুর রয়েছে। ভিডিও করে সেটি তিনি শেয়ার করেন সামাজিক যোগাযোগের মাধ্যমে। ইয়াং জিনরু আইসক্রিমটি নিয়ে দোকানে ফিরে যান। দোকানদার ভুল বুঝতে পেরে প্রায় একডজন আইসক্রিম তাকে দেবেন বলে জানান। কিন্তু ইয়াং সেই প্রস্তাব নাকচ করে দেন। তখন ক্ষতিপূরণ বাবদ ইয়াংকে আট হাজার টাকা থেকে ২১ হাজার টাকা পর্যন্ত দিতে চান ওই দোকানদার। কিন্তু সেই প্রস্তাবও ফিরিয়ে দিয়ে ইয়াং বিষয়টি মিটমাট করতে পাঁচ লাখ টাকা দাবি করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা অভিজাত ক্যাটারিং সার্ভিসের অফিস উদ্বোধন

জি.এম আবুল হোসাইন : সদর উপজেলার কদমতলায় অভিজাত ক্যাটারিং সার্ভিসের অফিস উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কদমতলা বাজারে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অভিজাত ক্যাটারিং সার্ভিসের পরিচালক মো. সালাউদ্দীন রানা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জাতীয় কৃষক জোটের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও দৈনিক দক্ষিণের মশাল’র সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহিদুর রহমান, পৌর কাউন্সিলর শেখ শরিফুদ্দৌলা সাগর, জেলা সাহিত্য পরিষদের সভাপতি মো. শহিদুর রহমান, সাধারণ সম্পাদক ম. জামান প্রমুখ।

আলোচনা শেষে সেবার ব্রত নিয়ে পথচলা অভিজাত ক্যাটারিং সার্ভিসের অফিস উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

এসময় আরো উপস্থিত ছিলেন, অভিজাত ক্যাটারিং সার্ভিসের আসলাম, লিটন সবুজ সহ সকল সদস্যবৃন্দ।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন, জেলা কলেজ শিক্ষক সমিতির প্রকাশনা সম্পাদক প্রভাষক আরশাদ আলী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেলা ট্রাক, ট্যাংকলরী, ট্যাক্টর শ্রমিক ইউনিয়নের মে দিবস পালন

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলা ট্রাক, ট্যাংকলরী, ট্যাক্টর ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং ৭৬৪,খুলনা) মহান মে দিবস উপলক্ষ্যে শহরের নারকেলতলা মোড় হতে র‌্যালি বের করে পুনরায় সেখানে আলোচনাসভায় মিলিত হয়। পরে সেখানে মৃত শ্রমিক পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়। সভায় সভাপতিত্ব করেন, ইউনিয়নের সভাপতি আব্দুর রকিব। ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল কাদের কাদুর পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মিলন রহমান, সহ-সম্পাদক শেখ জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক রজব আলী, সড়ক সম্পাদক আব্দুস সালাম, অর্থ সম্পাদক আশরাফুজ্জামান ময়না, অফিস সম্পাদক সেলিম আহমেদ, পৌর ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সমীর কুমার বসু, কার্যকারী সদস্য আক্তার হোসেন বাবুল, কবিরুল ইসলাম, আব্দুর রাজ্জাক, আবু সিদ্দিক, আব্দুল কাদের, আব্দুল্লাহ আল মামুন, শহীদুল বিশ্বাস, আইয়ুব আলী, মধুসহ ইউনিয়নের নেতাকর্মীবৃন্দ। পরে শ্রমিকদের মাঝে খাবার বিতরণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা বেসরকারি বিদ্যুৎ ও পানির লাইন শ্রমিক ইউনিয়নের মে দিবস পালন

প্রেস বিজ্ঞপ্তি : বেসরকারি বিদ্যুৎ ও পানির লাইন শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে মহান মে দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে মঙ্গলবার সকালে একটি র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংগঠনের সভাপতি আসাদুজ্জামানের সভাপতিত্বে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি এড. ফাহিমুল হক কিসলু। এসময় বক্তব্য রাখেন, রেজাউল ইসলাম, আব্দুল আজিজ, মোঃ জাকির হোসেন, জহুরুল হক সরদার, আরশাদ আলী, হাফিজুর রহমান, আনোয়ার হোসেন বাবু, আমজেদ হোসেন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, সাধারণ সম্পাদক আবুল হাসান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সদর উপজেলা রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের মে দিবস পালন

সদর উপজেলা রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে মহান মে দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার সকালে শহরের মিনি মার্কেট থেকে একটি র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। ইউনিয়নের সভাপতি মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ইউনিয়নের প্রধান উপদেষ্টা এড. ফাহিমুল হক কিসলু। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক এড. আজহার হোসেন(অতি:পিপি), এড খোদাবক্স, শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মকবুল হোসেন। সাধারণ সম্পাদক মোমিন হাওলাদারের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি আমির আলী, কওসার আলী, যুগ্ম সম্পাদক আশরাফ, দপ্তর সম্পাদক বকুল, কোষাধ্যক্ষ সাংগঠনিক সম্পাদক গফুর, কবিরুল ইসলাম, সদস্য মনিরুজ্জামান বাবু, সিদ্দিক মোড়ল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেলা মটর সাইকেল এসোসিয়েশনের মে দিবস পালন ও কমিটি গঠন

সাতক্ষীরা জেলা মটর সাইকেল এসোসিয়েশনের কমিটি গঠন ও মহান মে দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার সকালে দিবসটি পালন উপলক্ষ্যে পৌর দিঘির ধার এলাকা থেকে একটি র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত আলোচনাসভায় মিলিত হয়। এসোসিয়েশনের আহবায়ক আব্দুল কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ। বিশেষ অতিথি ছিলেন,কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য অহিদ পারভেজ, জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম রেজা, যুগ্ম সম্পাদক আসিফ শাহাবাজ খান। অনুষ্ঠানটি পরিচালনা করেন, এসোসিয়েশনের সদস্য সচিব বজলুর রহমান। সভায় সর্ব সম্মতিক্রমে আগামী ২বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়। কমিটির নেতৃবৃন্দরা হলেন, সভাপতি জাহাঙ্গীর আলম রকি, সহ-সভাপতি মদন কুমার দেব নাথ, সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, যুগ্ম সম্পাদক জামাল খা খোকন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাবু, দপ্তর সম্পাদক মুকুল হোসেন, কোষাধ্যক্ষ বাবলু বর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের ৫ম বর্ষ পূর্তি পালন

নিজস্ব প্রতিবেদক : ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড সিটিস্ক্যান সেন্টারের সেবা ও সাফল্যের ৫ম বর্ষ পূর্তি উপলক্ষ্যে সুলভ মূল্যে হেলথ চেক আপের উদ্বোধন ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৮টায় শহীদ কাজল স্মরণি জজকোর্টের দক্ষিণ পাশে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের নিজস্ব ভবনে অনুষ্ঠানের উদ্বোধন করেন, ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের এম.ডি কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স। এসময় ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, শেয়ার হোল্ডার, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং স্বাস্থ্য হেলথ চেক আপের সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গোপনে বিয়ে সারলেন প্রিয়াঙ্কা!

প্রিয়াঙ্কা চোপড়া। বলিউড তো বটেই হলিউডেও নিজের একটা অবস্থান তৈরি করেছেন সাবেক এই বিশ্ব সুন্দরী। তবে নিজের বিরুদ্ধে উঠা গুঞ্জন নিয়ে কখনোই খোলসা করেনি অভিনেত্রী-সেটা শাহরুখ খান হোক কিংবা অক্ষয় কুমার। এবারও কি বিয়ের বিষয়েও চুপ থাকবেন প্রিয়াঙ্কা? অবাক লাগছে শুনতে? ভাবছেন, প্রিয়াঙ্কা চোপড়া আবার বিয়ে করলেন কবে?

ভারতীয় গণমাধ্যমে খবর, সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেন প্রিয়াঙ্কা। সেখানে হাতে কিছু একটা জড়িয়ে বসে থাকতে দেখা যায় তাকে। নেটিজেনদের একংশের মতে, হাতে নাকি মঙ্গলসূত্র জড়িয়ে বসে রয়েছেন প্রিয়াঙ্কা। আর এখান থেকেই শুরু হয় গুঞ্জন। বিয়ে না হলে শুধু শুধু কেন প্রিয়াঙ্কার হাতের কবজিতে মঙ্গলসূত্র দেখা যাবে বলে প্রশ্ন তুলতে শুরু করেন অনেকে।

তবে এবারও নেটিজেনদের তোলা প্রশ্নের জবাব না দিয়ে নিশ্চুপ রয়েছেন প্রিয়াঙ্কা। আর তাতেই বাড়তে শুরু করেছে ধোঁয়াশা। তাহলে গোপনে বিয়ে করেছেন বলেই কি চুপ রয়েছেন প্রিয়াঙ্কা, উঠতে শুরু করে সেই প্রশ্নও।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest