সর্বশেষ সংবাদ-
হাসানের পরিবারের দাপট অব্যাহত: পাটকেলঘাটায় মানববন্ধনে প্রকাশ্য হামলাচতুর্থ মৃত্যুবার্ষিকী স্মৃতিতে অম্লান চিকিৎসক ডা. আনিছুরসাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের অনুকুলে ২৬ লাখ টাকার চেক বিতরণশ্যামনগরে কাজী আলাউদ্দীনের উদ্যোগে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পদেবহাটা উপজেলা জামায়াতের সুধী সমাবেশপ্রাণসায়ের খাল বাঁচাতে সাতক্ষীরায় মানববন্ধন ও সমাবেশদিনে ভোট, রাতে নয় আমার ভোট আমি দেব : আফরোজা আব্বাস অন্যায় কাজে কাউকে প্ররোচিত করবো না, উন্নয়নই হবে মূল লক্ষ্য : সাবেক এমপি হাবিবশোভনালীতে মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন ডেস্ক উদ্বোধনআশাশুনির গোয়ালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

কলারোয়ায় জাসদের সম্মেলন অনুষ্ঠিত

কলারোয়া প্রতিনিধি: শ্রমজীবী-কর্মজীবী- পেশাজীবী জনগণ এক হও এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার সকালে কলারোয়ায় জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কলারোয়া পাবলিক ইন্সটিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন- উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: আনোয়ার হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন- জাসদের কেন্দ্রীয় কমিটির কার্যকারী সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড. রবিউল আলম। বিশেষ অতিথির বক্তব্য দেন- জাসদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ, জাসদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সফি উদ্দীন মোল্লা. জাসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, জাসদের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক শেখ ওবায়েদুস সুলতানা বাবলু, সাতক্ষীরা জেলা জাসদের সাধারণ সম্পাদক জাকির হোসেন লস্কার শেলী, দৈনিক দক্ষিনে মশালের সম্পাদক আশিক-ই-লাইহি, তালা উপজেলা জাসদের সভাপতি বিশ্বাস আবুল কাশেম,বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফ্ফার প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন-কলারোয়া উপজেলা জাসদের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্ত্রীর করা মামলায় শ্রীঘরে মডেল আসিফ

নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেপ্তার হলেন ছোটপর্দার জনপ্রিয় মডেল অভিনেতা কাজী আসিফ রহমান। গেল রোববার রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে হাজারীবাগ থানা পুলিশ।

কাজী আসিফের বিরুদ্ধে তার স্ত্রী শামীমা আখতার অর্নি গত ৬ মার্চ নারী ও শিশু নির্যাতন দমন আইনে আদালতে মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে আসিফকে গ্রেপ্তার করা হয়। আজ সকালে আসিফকে আদালতে হাজির করা হয়। আগামী ২৫ এপ্রিল শুনানির তারিখ ধার্য করে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।

হাজারীবাগ থানার এস আই রাজিব হাসান বলেন, ‘এটা কোর্টে দায়ের করা মামলা। রবিবার রাতে এসআই ফকরুলের নেতৃত্বে ওয়ারেন্ট জারির ভিত্তিতে আসিফকে রাত ১২ টা নাগাদ ঢাকার বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে আসিফকে গ্রেপ্তার করা হয়েছে।’

এ সম্পর্কে কাজী আসিফের স্ত্রী শামীমা আখতার বলেন, ‘আমাদের সংসারে ৮ মাসের এক কন্যা সন্তান আছে। আসিফ আমার এবং আমার সন্তান আজওয়া রহমানের ভরণ-পোষণ করেন না। আমি যতটুকু করছি, আমার মেয়ের জন্য করছি। বাকিটুকু শুনানির পর বলতে পারবো।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কা‌লিগ‌ঞ্জে ৯ম শ্রে‌ণির ছাত্রী‌ বি‌য়ে ক‌রে তালাক দি‌লেন ৩ সন্তা‌নের জনক শিক্ষক

মোঃ আরাফাত আলীঃ কা‌লিগঞ্জ উপ‌জেলার কৃষ্ণনগর ইউনিয়‌নের মোহম্মদ নগর দা‌খিল মাদ্রাসার নবম শ্রে‌ণির ছাত্রী‌কে বি‌য়ে ক‌রে তালাক দি‌লেন ৩ সন্তা‌নের জনক ওই মাদ্রাসার লম্পট সহকা‌রি শিক্ষক ইব্রা‌হিম গাজী (৩৮)। সে উপ‌জেলার কৃষ্ণনগর ইউনিয়‌নের রঘুনাথপুর গ্রা‌মের মৃত হারান গাজীর ছে‌লে। ঘটনা‌টি ঘ‌টে‌ছে গত রোববার বিকাল ৪ টার দি‌কে। স্থানীয় অ‌হেদুজ্জামান, আনিছুর ও সা‌হেব আলী গাজী জানান রঘুনাথপুর গ্রা‌মের আব্দুল্লাহ সরদা‌রের মে‌য়ে ও দা‌খিল মাদ্রাসার নবম শ্রে‌ণির ছাত্রী মাছুরা‌কে বি‌ভিন্ন ভা‌বে ফুস‌লি‌য়ে প্রে‌মের সম্পর্ক গ‌ড়ে তো‌লে ওই শিক্ষক। এরই জের ধ‌রে গত ৩ মাস আগে লম্পট শিক্ষক ওই ছাত্রী‌কে নি‌য়ে সাতক্ষীরা ক‌ো‌র্টে নিয়‌ে বি‌য়ে ক‌রে ‌বিষয়‌টি গোপন রে‌খে তা‌কে বা‌ড়ি‌তে পা‌ঠি‌য়ে দেয়। পরবর্তী‌তে গত ৪ দিন আগে বিষয়‌টি প্রকাশ পে‌লে স্থা‌নিয়রা গত র‌বিবার ৫০ হাজার টাকা মে‌য়ের প‌রিবারকে দি‌য়ে দফারফা ক‌রেন ব‌লে জানা যায়। বিষয়‌টি সম্প‌র্কে জান‌তে স‌রেজ‌মিনে সহকা‌রি শিক্ষক ইব্রা‌হি‌মের বা‌ড়ি‌তে গে‌লে দেখা পাওয়া যায়‌নি মোবাইল ফো‌নে তার সা‌থে যোগ‌া‌যোগ করা হ‌লে বি‌য়ের বিষ‌য়ে অস্বীকার ক‌রে তি‌নি ব‌লেন দুই দি‌নের জন্য ছু‌টি নি‌য়ে বাই‌রে র‌য়ে‌ছেন এবং প্র‌তি‌বেদনটি না করার জন্য তি‌নি অনু‌রোধ জানান। বিষয়‌টি নি‌শ্চিত হ‌তে ওই ছাত্রীর বাড়ী‌তে গে‌লে জান‌া যায় তার প‌রিবার ৫০ হাজার টাকা নি‌য়ে রফাদফা করার প‌রে তা‌কে খুলনাতে পা‌ঠি‌য়ে দেওয়া হ‌য়ে‌ছে।

এসময় মে‌য়ের পিতা আব্দুল জ‌লিল গাজী ও ত‌ার চাচাত ভাই ইব্রা‌হিম হো‌সেন ঘটনার সত্যতা স্বীকার ক‌রে ব‌লেন তা‌দের বি‌য়ে হ‌য়ে ছিল ত‌বে স্থা‌নীয় গণ্যমান্য ব্যা‌ক্তি বর্গ‌রা ৫০ হাজার টাকার মাধ্য‌মে মিমাংসা ক‌রে কা‌বিন নামা ছি‌ড়ে ফে‌লে‌ছে এবং মে‌য়ে‌র নিকট থে‌কে তালাক নামায় ‌ স্বাক্ষর নিয়েছে ব‌লে তারা জানান।

এ বিষ‌য়ে জান‌তে চাই‌লে কা‌লিগঞ্জ থানার প‌রিদর্শক (তদন্ত) রাজীব হো‌সেন ব‌লেন এবিষ‌য়ে তি‌নি অবগত নন, ত‌বে বিষয়‌টি তদন্ত ক‌রে ক‌রে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হ‌বে ব‌লে তি‌নি জানান। এমন নেক্কার জনক ঘটনার নায়ক ওই শিক্ষকের বিরু‌দ্ধে জোর শা‌স্তির দাবী জা‌নি‌য়ে‌ছে এলাকার স‌চেতন মহল

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঢাকা মেডিকেলে মৃত ঘোষিত নবজাতক দাফনের সময় জেগে উঠল!

অনলাইন ডেস্ক: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একের পর এক ঘটছে অলৌকিক সব ঘটনা। ঢামেকে এক নবজাতককে মৃত ঘোষণার পর তাকে দাফন করতে আজিমপুর পুরাতন কবরস্থানে নিয়ে যান শরিফুল নামে এক ব্যক্তি।
সোমবার (২৩ এপ্রিল) সকাল ১০টার দিকে কবরস্থানের মোহরার হাফিজুল ইসলাম নবজাতককে গোসল করাতে গোসলখানায় পাঠান। এসময় তিনি শরিফুলের কাছ থেকে নবজাতকটির অভিভাবকের নাম ঠিকানা লেখার প্রস্তুতি নিচ্ছিলেন।
গোসলখানায় জেসমিন আক্তার ঝর্ণা নামে এক নারী নবজাতকের গায়ে পানি ঢালতেই নবজাতকটি মৃদু নড়েচড়ে ওঠে। চোখে ভুল দেখছেন ভেবে আবার পানি ঢালতেই দেখেন শ্বাস-প্রশ্বাস ওঠানামা করছে। এবার তিনি অফিসে গিয়ে খবর দিলে সেখানে উপস্থিত সবাই ছুটে যান। বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করেন শিশুটি শ্বাস-প্রশ্বাস নিচ্ছে।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করে মোহরার হাফিজুল ইসলাম বলেন, ‘ঢামেক থেকে সকাল ১০টায় মৃত ঘোষিত নবজাতককে দাফনের জন্য আনা হয়। গোসল করানোর সময় নবজাতকটি নড়ে ওঠে। সত্যিই অবিশ্বাস্য।’
তিনি বলেন, ‘হায়াত থাকলে নবজাতকটি হয়তো বেঁচে যাবে।’
তিনি আরও জানান, ঢামেক হাসপাতালের ডেথ সার্টিফিকেটে নবজাতক মৃত অবস্থায় জন্মগ্রহণ করেছে বলে উল্লেখ করা হয়। এতে নবজাতকের পিতার নাম- মিনহাজ। ঠিকানা- ধামরাই, ঢাকা লেখা হয়েছে।
এদিকে ঢাকা মেডিকেল থেকে মৃত ঘোষণা করার পর কবরস্থানে জেগে ওঠা নবজাতকটিকে আজিমপুর মাতৃসদন কেন্দ্র থেকে ঢাকা শিশু হাসপাতালে নেয়া হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
উ. কোরিয়ায় বাস দুর্ঘটনা, ৩০ চীনা পর্যটকের মৃত্যুর আশঙ্কা

উত্তর কোরিয়ায় চীনা পর্যটকবাহী একটি বাস সেতু থেকে পড়ে অন্তত ৩০ জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় রবিবার রাতে দেশটির হোয়ংহায়ে প্রদেশে এ দুর্ঘটনা ঘটে বলে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে চায়না গ্লোবাল টিভি নেটওয়ার্ক-সিজিটিএন এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে ছুটে গেছেন উত্তর কোরিয়ায় নিযুক্ত চীনের কূটনীতিকরা।

এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সোমবার সকালে চীনা পর্যটকবাহী বাসটির দুর্ঘটনার কথা জানালেও এ ব্যাপারে খুব একটা বিস্তারিত তথ্য জানায়নি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

এএফপি আরও জানিয়েছে, সিজিটিএন শুরুতে এক টুইটবার্তায় নিহতের সংখ্যা ৩০ জনেরও বেশি বলে উল্লেখ করেছিল। পরে ওই টুইটটি মুছে ফেলা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভয়ঙ্কর জঙ্গিদের ‘শিকার’ করেন যে নারী!

উত্তর নাইজেরিয়ার বোকো হারামের জঙ্গিরা এক নারীর ভয়ে থরথর করে কাঁপে৷ কারণ, এই নারী বেছে বেছে জঙ্গিদের শিকার করেন৷ সুঠাম চেহারার আয়েশার বন্দুকের নলে অনেক জঙ্গির ভবলীলা সাঙ্গ হয়েছে৷ সংবাদ সংস্থা আল জাজিরার বিশেষ অনুসন্ধানে ধরা পড়েছে জঙ্গি শিকারি আয়েশার জীবন৷

নাইজেরিয়ার সামবাইসা অরণ্য৷ এই এলাকা হাতের তালুর মতোই চেনেন আয়েশা বাকারি গোম্বি৷ সশস্ত্র এই নারী তার বাকি সঙ্গিদের নিয়ে জঙ্গলে-জঙ্গলে, দুর্গম এলাকায় জঙ্গি শিকারে মেতে আছেন৷ তার ভয়ে ভীত বোকো হারাম৷ যাদের হামলায় বারে বারে রক্তাক্ত হচ্ছে নাইজেরিয়া দেশটি৷

বোকো হারাম জঙ্গি সংগঠনটি ২০০২ সাল থেকে তাণ্ডব শুরু করেছে৷ সামবাইসা অরণ্যেই তাদের প্রধান ঘাঁটি৷ সেখান থেকেই লাগাতার উত্তর নাইজেরিয়ার একাধিক স্থানে হামলা চালায় জঙ্গিরা৷ আর সেই হামলার জবাব দিতে জঙ্গলে ঢুকে পাল্টা হামলা চালাচ্ছে আয়েশা ও তার দলের সদস্যরা৷ জঙ্গি হামলায় ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে ওই এলাকায়৷

আয়েশা এক বিশেষ অভিযানের সদস্যা৷ তার দলটি বোকো হারামের বিরুদ্ধে লাগাতার অভিযান চালাচ্ছে৷ বিশেষ করে জঙ্গিদের হাতে অপহৃত শিশু কন্যাদের রক্ষায়৷ পাশাপাশি যেকোন রকম নাশকতার বিরুদ্ধে সরাসরি সংঘর্ষে নেমে পড়েছেন আয়েশা৷ উত্তর নাইজেরিয়ার এক প্রত্যন্ত গ্রামে সংসার আয়েশার৷ স্বামী আছেন৷ তিনিও জঙ্গি বিরোধী কর্মকাণ্ডে জড়িত৷ আয়েশার জীবন আর পাঁচজন নাইজেরীয় নারীর মতোই৷ গ্রামে ও পরিবারে তিনি বেশ শান্ত স্বভাবের একজন গৃহবধূ৷ আয়েশার লড়াইয়ের খবর প্রকাশ হতেই চমকে গিয়েছে ব্শ্বি৷ তার জীবনযাত্রায় উদ্বুদ্ধ হয়েছেন অনেকে৷ যেভাবে বোকো হারামের মতো জঙ্গি সংগঠনের বিরুদ্ধে বন্দুক হাতে লড়াই করছেন এই নারী, তাকে সালাম করছে বিশ্ব৷

সামবাইসা অরণ্যের গভীর থেকে গভীরে ছুটে যায় জঙ্গি শিকারী আয়েশার বাইক৷ তবে তিনি সবসময় বাইক চালান না৷ পিছনে বসে থাকেন৷ আর তার বন্দুক থাকে শিকারের লক্ষ্যে৷ গরম, ঠাণ্ডা, প্রবল বৃষ্টি কোন সময়েই দায়িত্ব থেকে সরে আসেন না আয়েশা ও তার সঙ্গীরা৷ এই সংগঠনের কথা ছড়িয়ে পড়ছে দ্রুত৷ প্রবল শক্তিশালী ও অত্যাধুনিক অস্ত্রে বলীয়ান বোকো হারাম জঙ্গিদের বিরুদ্ধে নাইজেরিয়া ও প্রতিবেশী রাষ্ট্রগুলো একযোগে সেনা অভিযান চালাচ্ছে৷ তারই মাঝে নিজের চেষ্টায় আয়েশা লড়াই করছেন৷ জঙ্গি হত্যা অভিযানে তার ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ৷ আয়েশা চান জঙ্গি মুক্ত হোক পৃথিবী৷

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে তারেক রহমানের লিগ্যাল নোটিশ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‘বাংলাদেশের নাগরিকত্ব বর্জন করেছেন’— পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের এমন বক্তব্যের প্রতিবাদে তাকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। সোমবার (২৩ এপ্রিল) দুপুরে সরকারি ডাকযোগে নোটিশটি পাঠান তারেক রহমানের আইনজীবী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

একইসঙ্গে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করায় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম ও কালের কণ্ঠ পত্রিকার সম্পাদক ইমদাদুল হক মিলনকেও নোটিশ পাঠানো হয়েছে।

পরে কায়সার কামাল বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের নাগরিকত্ব বর্জন করেছেন’ মর্মে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম যে বক্তব্য দিয়েছেন এবং সেই বক্তব্য যে দুটি পত্রিকায় প্রকাশিত হয়েছে, তা প্রত্যাহার করতে বলা হয়েছে। তারেক রহমানের নির্দেশে ওই বক্তব্য প্রত্যাহার চেয়ে একটি নোটিশে পাঠানো হয়েছে।’ আগামী ১০ দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার না করলে, প্রতিমন্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি আইনে আলাদা আলাদাভাবে মামলা করা হবে বলে জানিয়েছেন কায়সার কামাল।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খানও এ তথ্য নিশ্চিত করেছেন।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘আমরা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিরুদ্ধে একটি লিগ্যাল নোটিশ পাঠিয়েছি। নোটিশে বলা হয়েছে যে, তিনি যে প্রকাশ্যে বক্তব্য দিয়েছেন, তারেক রহমান বাংলাদেশের নাগরিকত্ব বর্জন করেছেন, এই বিষয়ে তারেক রহমানের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এটা মিথ্যে, বানোয়াট ও মোটিভেটেড।’

কায়সার কামাল আরও বলেন, ‘পাশাপাশি লিগ্যাল নোটিশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ১০ দিন সময় দিয়েছেন। এর মধ্যে শাহরিয়ার আলমকে প্রমাণ দেখাতে হবে যে, তারেক রহমান নাগরিকত্ব বর্জন করেছেন। অন্যথায়, ১০ দিনের মধ্যে পাবলিকলি অ্যাপোলজি জানাতে হবে। না হলে তার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়া হবে।’

প্রসঙ্গত, গত শনিবার লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দিতে যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে সবুজ পাসপোর্ট জমা দিয়ে বাংলাদেশের নাগরিকত্ব বর্জন করেছেন তারেক রহমান।’ তিনি প্রশ্ন তোলেন, ‘সেই তারেক রহমান কীভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ৬

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে ৩৫০ পিচ ইয়াবাসহ আটক ছয় ব্যক্তি আটক হয়েছে।
আটক কৃতরা হল- কলারোয়া থানার গদোখালী এলাকার মৃত রফিকুল মোড়লের ছেলে মোঃ কাবিরুল ইসলাম কালু, (২৮) কুমারনাল এলাকার মৃত নুরল ইসলাম মোল্লার ছেলে আরিফুল ইসলাম মোল্লা, (২১) কুরনাল এলাকার মোঃ ইসহাক বিশ্বাসাসের ছেলে আরিফুল বিশ্বাস (২৭) সদর থানার পাথরঘাটা এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে মোঃ মাহামুদুল হক বাবু, (৩৫) একই এলাকার মৃত আব্দুল খালেক দ্লালের ছেলে মোঃ মশিউর রহমান মনি, মৃঙ্গীডাঙ্গা এলাকার রয়িচ উদ্দিনের ছেলে আনারুল ইসলাম সরদার (৪৭)।
ডিবি পুলিশের ২নং টিমের ইনেসপেক্টার জুলফিকার জানান, রবিবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে তারা কলারোয়ার কুমারনাল এলাকা থেকে ৩৫০ পিচ এয়াবা শহ ছয় জনকে আটক করে। এসময় অভিযান পরিচালনা করেন ডিবি পুলিশের ২নং টিমের ইন্সপেক্টর জুলফিকারের নেতৃত্বে এসআই রবিন, এ এসআই শরিয়তউল্লাহ শহ সঙ্গীয় ফোর্স। আসামিদের বিরুদ্ধে মাদক আইনের প্রচলিত মামলা দায়ের করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest