সর্বশেষ সংবাদ-
হাসানের পরিবারের দাপট অব্যাহত: পাটকেলঘাটায় মানববন্ধনে প্রকাশ্য হামলাচতুর্থ মৃত্যুবার্ষিকী স্মৃতিতে অম্লান চিকিৎসক ডা. আনিছুরসাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের অনুকুলে ২৬ লাখ টাকার চেক বিতরণশ্যামনগরে কাজী আলাউদ্দীনের উদ্যোগে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পদেবহাটা উপজেলা জামায়াতের সুধী সমাবেশপ্রাণসায়ের খাল বাঁচাতে সাতক্ষীরায় মানববন্ধন ও সমাবেশদিনে ভোট, রাতে নয় আমার ভোট আমি দেব : আফরোজা আব্বাস অন্যায় কাজে কাউকে প্ররোচিত করবো না, উন্নয়নই হবে মূল লক্ষ্য : সাবেক এমপি হাবিবশোভনালীতে মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন ডেস্ক উদ্বোধনআশাশুনির গোয়ালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

দেবহাটা উপজেলা চেয়ারম্যান গণি সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক: দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গণি সাময়িকভাবে বরখাস্ত হয়েছেন। গত ১৯ এপ্রিল স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ৪৬.০৪৬.০২৭০০.০০.১৬৯.২০১৪-৬০৩ নং স্মারকে উপ-সচিব ড. জুলিয়া মঈন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন পত্রে জানানো হয়েছে, দেবহাটা উপজেলা চেয়ারম্যান আব্দুল গণির বিরুদ্ধে দেবহাটা থানায় গত ২০১৭ সালের ২১ জুন তারিখের অভিযোগপত্র নং-৯৩, ধারা: ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯-ক/২১ এবং অভিযোগপত্র নং- ৯৩ক, ধারা: দন্ডবিধি ১৪৩/৪৪৮/৩২৩/৩২৫/৩০৭/৫০৬/১১৪ বিজ্ঞ আদালত কর্তৃক যথাক্রমে গত ১৯-২-২০১৮ তারিখে গৃহিত হয়েছে। তার বিরুদ্ধে দায়েরকৃত মামলার অভিযোগপত্র গৃহীত হওয়ায় তার দ্বারা ক্ষমতা প্রয়োগ জনস্বার্থের পরিপন্থী বলে সরকার মনে করেন। তাই উপজেলা পরিষদ আইন ১৯৯৮ [উপজেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১১ দ্বারা সংশোধিত]- এর ধারা ১৩(খ)(১) অনুসারে সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গণিকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শুকুর আলীর ৬২ বছরে ভাগ্য ফিরলো কয়লার ইস্ত্রিতে

মোঃ রাসেল ইসলাম, বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার বসতপুর এক নম্বর কলোনি এলাকার বাসিন্দা তিনি। গ্রামে বিদ্যুতের প্রশ্নই ওঠে না। ছোট ভাই সে সময়ে ১২শ’ টাকা দিয়ে চট্টগ্রাম থেকে একটি কয়লার ইস্ত্রি এনে দেন। নির্দিষ্ট করে সালটা মনে নেই। দেশ স্বাধীনের ৯-১০ বছর পরের কথা। এরপর তিনি সেই ইস্ত্রি দিয়ে লন্ড্রির কাজ শুরু করেন। এখনো করে চলেছেন একই কাজ।

শুকুর আলীর বাবা আব্দুর রহিম মিজি ও মা নূরজাহান বেগম কেউই বেঁচে নেই। গ্রামের বাজারের মধ্যে ছোট একটি দোকান। তার মধ্যে দুটো টেবিল আর দেওয়াল ঘেঁষে জমিয়ে রাখা হয়েছে কয়লা। এই কয়লার আগুন ইস্ত্রির ভেতর ঢুকিয়ে কাপড় ইস্ত্রি করেন শুকুর আলী। ৪০ বছরের বেশি সময় ধরে তিনি এ কাজ করে চলেছেন। এ আয় দিয়েই কিনেছেন দুই বিঘা ধানিজমি। ছোট ছেলে জামির হোসেনকে পড়াচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে।

শুকুর আলী (৬২) জানান, দেশ স্বাধীনের ৯-১০ বছর পর ছোট ভাই মনসুর আলী চট্টগ্রাম থেকে পিতলের তৈরি কয়লার ইস্ত্রি নিয়ে আসে। ১২শ’ টাকা দাম। সেই থেকে বসতপুর বাজারে কাপড় ইস্ত্রির কাজ শুরু, এখনো চলছে। বছর দুই আগে বসতপুর বাজারে ছোট একটি দোকান ভাড়া নেন তিনি। মাসে ৫০০ টাকা ঘর ভাড়া আর পাশের দোকান থেকে লাইন টেনে একটি বাল্ব জ্বালান। দোকানিকে মোটে ৩০ টাকা দেন। এর আগে তিনি বাজারের বিভিন্ন দোকানের সামনে লোকজনকে বলে একটু জায়গা নিয়ে এ কাজ করতেন।

তিনি জানান, ইস্ত্রির কাজ শুরুর বছর খানেক পর বেনাপোল পোর্ট থানার ঘিবা গ্রামের জবেদা বেগমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সংসার জীবনে তার দুই মেয়ে এবং দুই ছেলে। দু’টো মেয়ে ও বড় ছেলের বিয়ে হয়েছে। ছোট ছেলে জামির রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (বিবিএ অনার্স পাস করেন) পড়াশোনা করেন। এ মাসে তিনি মাস্টার্স পরীক্ষা দেবেন।

তিনি আরও জানান, প্রথম দিকে কাপড় প্রতি আটআনা পরে একটাকা করে নিতেন। এখন পাঁচ টাকা। আর শাড়ি প্রতি দশ টাকা। তখন প্রতিদিন ২০-৫০ টাকা আয় হতো। সংসার চলে যেতো। বিয়ের পর বাড়িতে হাঁস-মুরগি, গরু-ছাগল পালতেন স্ত্রী। সংসারের খরচ থেকে টুকটাক জমিয়ে প্রথমে কেনেন পাঁচ কাঠা জমি। এরপর আবার কিছু সঞ্চয়, তারপর আস্তে আস্তে এখন দুই বিঘা ধানিজমির মালিক তিনি। সেই জমিতে নিজেরাই উৎপাদন করেন ধান। এতে তাদের বছরের খোরাকিটা হয়ে যায়।

সবসময় প্রাণোচ্ছল মানুষটির জীবনে একটিই চাওয়া ছিল, অন্তত একটা ছেলেকে তিনি লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করবেন। তার সেই আশা এখন পূরণের দিকে। ছোট ছেলে জামির লেখাপড়ায় বেশ ভালো। এরইমধ্যে প্রস্তুতি নিচ্ছেন বিসিএস পরীক্ষার। তিনি চান- একটি ভালো চাকরি জুটিয়ে পরিবারের হাল ধরতে। তার মতে, বাবা হচ্ছেন সহজ-সরল মানুষ। খুবই সৎ আর কর্মঠ। কখনো তিনি কোনো বিষয়কে জটিল করে দেখতে চান না।

জানা যায়, এলাকায় কোনো বাড়িতে বিয়ে বা অন্য কোনো অনুষ্ঠান হলে তিনি সেখান থেকে বস্তায় ভরে কয়লা সংগ্রহ করেন। সংকট দেখা দিলে মাঝেমধ্যে বস্তা প্রতি ১৬০ টাকা দরে কেনেন। ইস্ত্রি কেনার পর একবার হাত থেকে পড়ে কাঠের হাতলটি ভেঙে যায়। ওই একবারই সেটি মেরামত করতে হয়েছে। এছাড়া আর কোনো সমস্যা হয়নি।

প্রতিবেশী কলেজ শিক্ষক আবু আব্দুল্লাহ বলেন, ‘মানুষটা খুব নিরীহ। কারো সঙ্গে কোনোদিন উচ্চস্বরে কথা বলেননি। সবাই তাকে শ্রদ্ধা করে বিশেষ করে তার সততার জন্য। এই বাজারে একমাত্র তারই ইস্ত্রির দোকান রয়েছে। বসতপুর ছাড়াও আশপাশের গ্রামের লোকজন তার কাছে কাপড় ইস্ত্রি করাতে আসেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মোনালিসা আবারও বিয়ে করবেন, তবে

মডেল মোনালিসাকে প্রায়ই একটা প্রশ্নের মুখোমুখি হতে হয়। আর সেটা হলো, কবে তিনি আবার বিয়ে করবেন? কাছের মানুষরা যেমন তাঁকে এই প্রশ্নটি করেন, তেমনি গণমাধ্যম থেকেও এ প্রশ্নের উত্তর তাঁর কাছে জানতে চাওয়া হয়।

এ বিষয়ে মোনালিসা খোলামেলা কথা বলেছেন। মোনালিসা বলেন, ‘সবাইকে একদিন স্থির হতে হয়। আমিও চাই সেটা। তবে আপাতত বিয়ে নিয়ে ভাবছি না।’

যদি বিয়ে করেন, কেমন পাত্র প্রত্যাশা করেন—জানতে চাইলে মোনালিসা বলেন, ‘যদি আমার মনের মতো কাউকে পাই, তাহলে বিয়ে নিয়ে ভাবব। আমাকে যে বুঝতে পারবে। এ ব্যাপারে একটু বুঝেশুনে আমি এগিয়ে যেতে চাই।’

যুক্তরাষ্ট্রপ্রবাসী ফাইয়াজ শরীফকে মোনালিসা বিয়ে করেছিলেন ২০১২ সালের ১২ ডিসেম্বর। দুই বছরের মধ্যে তাঁদের বিচ্ছেদ হয়। এরপর মোনালিসা আর বিয়ে করেননি। দীর্ঘদিন ধরে নিউইয়র্কে স্থায়ীভাবে বসবাস করছেন তিনি। সেখানে ফরাসি ব্র্যান্ড সেফোরার বিউটি অ্যাডভাইজার হিসেবে কাজ করছেন তিনি। এ ছাড়া তিনি ম্যাকের সিনিয়র মেকআপ আর্টিস্ট ছিলেন। অনুষ্ঠান প্রধান ও পরিচালক হিসেবে টাইম টেলিভিশনেও কাজ করেছেন মোনালিসা।

সম্প্রতি দেশে তিন মাসের জন্য এসেছেন মোনালিসা। এর মধ্যে সিঙ্গাপুরে যাওয়ার কথা রয়েছে তাঁর। পরিবারকে সময় দেওয়ার পাশাপাশি বেশ কিছু টিভি নাটকেও অভিনয় করবেন বলে জানান সুন্দরী এই মডেল কন্যা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বায়োপিকের জন্য দ. আফ্রিকায় সানি লিওন

গোটা জীবনে বেশ চড়াই উৎরাই পাড় করেছেন সানি লিওন। বিদেশ বিভূঁইয়ে বেড়ে ওঠা। নীল ছবির জগতে তারকা হয়ে ওঠা। এরপর হঠাৎই সবকিছু ছেড়ে দিয়ে বলিউডে পদার্পণ। আইটেম গার্ল হিসেবে বলিউডে হাজির হলেও পরে একক নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। তবে এ নিয়ে নিজ দেশের মানুষদের কটু কথাও শুনতে হয়েছে, তাতে দমে যাননি তিনি। জুম টিভির খবরে প্রকাশ, তাঁর ব্যতিক্রমী এই জীবন নিয়ে নির্মিত হতে যাচ্ছে একটি বায়োপিক। আর সেই ছবির শুটিংয়ের জন্য দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা হয়েছেন তিনি।

আইএনএসকে দেয়া এক সাক্ষাৎকারে সানি বলেন, ‘এটা আমার জন্য খুবই ব্যস্ত একটা বছর। এছাড়া আমি যার তালাশে রয়েছি সেটা পাওয়ার বছরও এটি। সে কারণে এটা আমার জীবনের সেরা একটি বছর। এখন আমি দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা দিচ্ছি আমার বায়োপিকের শুটিংয়ের জন্য।’

ওটিটি নামের একটি ইন্টারনেট সাইটে মুক্তি পাবে সানির বায়োপিক। কানাডায় একটি মধ্যবিত্ত শিখ পরিবারে জন্ম নেন সানি লিওন। যার প্রকৃত নাম করণজিৎ সিং কাউর। নীল ছবির তারকা ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে গাঁটছড়া বাঁধেন সানি। তাঁদের ঘরে রয়েছে তিন সন্তান। যাদের নাম নিশা, আশের এবং নোয়া। সম্প্রতি সারোগেসি পদ্ধতির মাধ্যমে জমজ সন্তানের পিতা-মাতা হয়েছেন তাঁরা। সানিকে সর্বশেষ দেখা গিয়েছিল আরবাজ খানের বিপরীতে ‘তেরা ইন্তেজার’ ছবিতে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ওবায়দুল কাদেরের নেতৃত্বে মোদির সঙ্গে বসছে আ. লীগের প্রতিনিধি দল

ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আমন্ত্রণে আওয়ামী লীগের ১৯ সদস্যের একটি প্রতিনিধি দল দেশটিতে সফরে রয়েছেন। প্রতিনিধি দলটি আজ (সোমবার) বিকেলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে গতকাল (রোববার) প্রতিনিধি দলটি ভারত সফরে যান। ভারতে পৌঁছে গতকাল (রোববার) বিকেলে রাজঘাটে মহাত্মা গান্ধী মেমোরিয়ালে শ্রদ্ধা নিবেদন এবং ‘হুমায়ুন টোম্ব’ পরিদর্শন করেন তারা।

আজ (সোমবার) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ ছাড়াও প্রবাসী ভারতীয় কেন্দ্র এবং লোকসভা পরিদর্শন করবেন। বিকেলে ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক রাম মাধবের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন এবং তার নিমন্ত্রণে এক নৈশভোজে অংশ নেবেন প্রতিনিধি দলের সদস্যরা।

ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, প্রেসিডিয়াম সদস্য পীযূষকান্তি ভট্টাচার্য্য, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এ কে এম এনামুল হক শামীম, মিসবাহউদ্দিন সিরাজ, মহিবুল হাসান চৌধুরী নওফেল, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, প্রচার সম্পাদক হাছান মাহমুদ, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণালকান্তি দাস, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আবদুস সবুর, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন এবং সদস্য গোলাম কিবরিয়া রাব্বানী চিনু।

দলটির নীতিনির্ধারক পর্যায়ের নেতারা বলছেন, সরকারের সঙ্গে বিভিন্ন দেশের কূটনৈতিক সম্পর্ক অতীতের যেকোনো সময়ের চেয়ে ভালো। এখন এসব দেশ সফর করলে তাদের সঙ্গে বর্তমান সরকারের কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাইফ কন্যা সারার নাচের ভিডিও ভাইরাল

সাইফ আলী খান ও অমৃতা সিংহের কন্যা সারা আলী খান। এখন বলিউডের অভিষেকের অপেক্ষায় আছেন। তাকে নিয়ে আলোচনার কমতি নেই। এই সুন্দরী বিভিন্ন লুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজির হয়ে আলোচনায় এসেছেন।

তবে নতুন একটি ভিডিওর মাধ্যমে বাজিমাত করলেন সারা। শাড়ি পরে এমন আবেদনময়ী সারাকে খুব কমই দেখা গেছে। নতুন লুকে নেট দুনিয়ায় তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে।

সম্প্রতি সারার একটি নাচের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে শাড়ি পরে আবেদনময়ী ‘সাত সমুদ্দুর’ গানের তালে নেচেছেন। ডিজাইনার আবু জানি এবং সন্দীপ খোসলার পোশাকে সারার এই নয়া অবতার দেখে চমকে গিয়েছেন দর্শকদের একটা বড় অংশ।

জানা গেছে, আপাতত সারার হাতে বিগ বাজেটের দু’টো কাজ রয়েছে। রোহিত শেট্টির ‘সিম্বা’তে তিনি রণবীর সিংয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন।

এছাড়াও সুশান্ত সিং রাজপুতের সঙ্গে ‘কেদারনাথ’-এও অভিনয় করছেন এই নবাগতা নায়িকা। তবে ছবি ও নাচের মাধ্যমে আলোচনায় আসা সারা অভিনয়ে কতটা পারদর্শী, তা এই তরুণীর সিনেমা মুক্তি পেলেই জানা যাবে।

https://www.youtube.com/watch?time_continue=57&v=48cvQoRr0Ns

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ছোট্ট সেঁজুতি অভিভূত প্রধানমন্ত্রীর চিঠি পেয়ে

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা চিঠির উত্তর পেয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছোট্ট শিশু সেঁজুতি অভিভূত। শিশুটির পুরো নাম সৈয়দা রওনক জাহান সেঁজুতি। সেঁজুতি মা-বাবার সঙ্গে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া গ্রামে বাস করে। তার বাবার নাম সৈয়দ রফিকুল ইসলাম। মোগরাপাড়া এইজিজিএস স্মৃতি বিদ্যায়তনের সহকারী শিক্ষক তিনি।
প্রধানমন্ত্রীকে লেখা সেঁজুতির চিঠি থেকে জানা যায়, কিছুদিন আগে তার দাদু মারা যায়। দাদুকে হারিয়ে ভীষণ মন খারাপ তার। কিন্তু সেঁজুতি হারানো দাদুকে খুঁজে পায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাঝে। তাই মনের কথা খুলে বলতে সে গত ২৫ মার্চ প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠি লেখে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেঁজুতির চিঠি পাওয়ার পর তার জবাবও দেন গত ১২ এপ্রিল। সেঁজুতি ও প্রধানমন্ত্রীর চিঠি এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল।
এ বিষয়ে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মামুন-অর-রশীদ বলেন, ‘চিঠি প্রাপ্তি এবং এর উত্তরদানের ঘটনাটি সত্য।’
প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে সেঁজুতি লেখে, দাদুকে হারিয়ে আমি ভালো নেই। তোমার মুখ আমার দাদুর মুখের মতো। বিশেষ করে তোমার নাক আমার দাদুর নাকের মতো। তাই আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে টিভিতে দেখলে আমার দাদুর কথা মনে পড়ে। সেঁজুতি প্রধানমন্ত্রীকে তার বাসায় যাওয়ারও দাওয়াত দেয়।
সেঁজুতির চিঠি পেয়ে প্রধানমন্ত্রী খুব যত্ন করে চিঠির উত্তর দেন। প্রধানমন্ত্রী বলেন, ‘তোমার লেখা চিঠি পেয়েছি। আমার স্নেহ ও শুভেচ্ছা গ্রহণ কর। আশা করি তুমি বাবা-মা, বন্ধুদের নিয়ে খুব ভালো আছ। তোমার চিঠিটি আমি কয়েকবার পড়েছি। তোমার দাদুর জন্য দোয়া করেছি। তোমার দাদুকে মহান আল্লাহ রাব্বুল আলামীন বেহেশত নসিব করুন। তুমি মনোযোগ দিয়ে লেখাপড়া করবে এবং স্কুলে যাবে। বাবা-মার কথা শুনবে এবং বড় হয়ে দেশের সেবা করবে। তোমার জন্য আমার একটা ছবি পাঠালাম। অনেক অনেক দোয়া আর আদর রইল।’
উল্লেখ্য, এর আগে ২০১৬ সালে পটুয়াখালীর সরকারি জুবিলি স্কুলের ৪র্থ শ্রেণির ছাত্র শীর্ষেন্দু বিশ্বাসের চিঠির উত্তর দিয়ে তার এলাকা পটুয়াখালীর মির্জাগঞ্জ এলাকায় পায়রা নদীর ওপর একটি সেতু নির্মাণ করে দেওয়ার কথাও বলেন প্রধানমন্ত্রী। কারণ, প্রতিদিন এই বড় নদী পেরিয়ে তাঁর স্কুলে যাতায়াতে সমস্যা হচ্ছিল। সে চিঠিটিও ফেসবুকে ভাইরাল হয়।
সূত্র: প্রথমআলো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘কলঙ্ক’ নিয়ে সোনাক্ষী!

বলিউডের হার্টথ্রব অভিনেত্রীদের একজন সোনক্ষী সিনহা। দাবাং সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে পদাচারণা শুরু। এবার ‘কলঙ্ক’ শিরোনামের একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন এ অভিনেত্রী। যেখানে তার বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করবেন আদিত্য রয় কাপুর।

সিনেমাটিতে একঝাঁক তারকার সমাহার। ছবিটি প্রযোজনা করছে করন জোহরের ধর্মা প্রোডাকশন। সিনেমাটি নিয়ে বেশ উচ্ছ্বসিত সোনাক্ষী।

এ প্রসঙ্গে সোনাক্ষী সিনহা বলেন, ‘অবশেষে কলঙ্ক সিনেমাটির নির্মাণের ঘোষণা দেয়া হয়েছে এবং এটি নিয়ে আমি খুবই উচ্ছ্বসিত। এতে একঝাঁক তারকা অভিনয় করছেন। আমি এইসব অসাধারণ মানুষগুলোর সঙ্গে কাজ করার জন্য বেশ উচ্ছ্বসিত। আমি সঞ্জয় দত্ত স্যারের সঙ্গে সন অব সর্দার সিনেমায় কাজ করেছি। কিন্তু বাকিদের সঙ্গে প্রথমবার সিনেমায় কাজ করতে যাচ্ছি। তাই আমি এটির জন্য অধির আগ্রহে অপেক্ষা করছি।’

এ অভিনেত্রী আরো বলেন, ‘মাধুরীজি (মাধুরী দীক্ষিত) আমার প্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন। তাকে দেখেই আমরা বড় হয়েছি। তাই তার সঙ্গে একই ফ্রেমে হাজির হওয়া, একই সিনেমায় কাজ করা এবং সিনেমার ঘোষণার সময় তার নামের পর আমার নাম ঘোষণা হওয়া খুবই সম্মানের বিষয়। সঞ্জয় দত্ত ও মাধুরী দীক্ষিত ভারতীয় সিনেমার একটি আইকনিক জুটি। তাদের একসঙ্গে দেখতে বেশ ভালোই লাগবে। আলিয়া ভাট-বরুণ ধাওয়ানও অনেক জনপ্রিয় জুটি। আর আদিত্যের সঙ্গে আমি প্রথমবার জুটি বাঁধতে যাচ্ছি এটিও অনেক চমৎকার হবে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest