সর্বশেষ সংবাদ-
দেবহাটায় জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রাণি সম্পদ প্রদর্শনীর উদ্বোধনসাতক্ষীরায় জাতীয় দৈনিক রুপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসাতক্ষীরার মিঠু খানের বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপিকালিগঞ্জে পুকুরের পানিতে দুই শিশুর মৃত্যুদেবহাটায় ৪০ জন উপকার ভোগীর মাঝে ছাগল বিতরণদেবহাটার সরকারি কর্মকর্তা-সুধীজনদের সাথে ডিসির মতবিনিময়সাতক্ষীরার ১৮৫টি ভোটকেন্দ্রের স্কুল সংস্কারে বরাদ্দ প্রায় ৬৪ লাখ টাকাসাতক্ষীরা জেলা রোভারের ৪১ তম কোর্স ফর রোভারমেট এর মহাতাঁবু জলসাশ্যামনগরে বুনো শাকের রান্না প্রতিযোগিতাসাতক্ষীরায় দুর্যোগ ঝুঁকি হ্রাসে রাস্তা সংস্কার কার্যক্রমের উদ্বোধন

আশাশুনিতে উন্নত পানি ব্যবস্থাপনা প্রযুক্তির উপর মাঠ দিবস

মোস্তাফিজুর রহমান : আশাশুনিতে রবি-১৮ মৌসুমে খামার পর্যায়ে উন্নত পানি ব্যবস্থাপনার মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় বোরো ফসলে এ.ডাবলু.ডি প্রদর্শীনির উপর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় বুধহাটা ইউনিয়নের চিলেডাংগা হাফিজিয়া মাদ্রাসায় এ মাঠ দিবস অনুষ্ঠানের আয়োজন করা হয়। আশাশুনি কৃষি সম্প্রসারন কর্মকর্তা রাজিবুল হাসানের সভাপতিত্বে মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপ প্রকল্প ব্যবস্থাপক কৃষি প্রকৌশুলী আলতাফুন্নাহার। উপ সহকারি কৃষি কর্মকর্তা জাহিদ হাসানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন কৃষি প্রকৌশুলী হারুনুর রশীদ, বিনেরপুতা ধান গবেষনা ইনেস্টিটিউটের উর্দ্ধতন কর্মকর্তা মামুনুর রশীদ, আশাশুনি রিপোর্টার্স ক্লাব সভাপতি মোস্তাফিজুর রহমান। এসময় স্থানীয় কৃষক মাঠ স্কুলের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নুরনগর দক্ষিন হাজীপুর সার্বজনীন রাধা কৃষ্ণ মন্দিরে ১৬ প্রহর মহানাম সংকীর্ত্তণ

পলাশ দেবনাথ নুরনগর : শ্যামনগর উপজেলার নুরনগরে দক্ষিন হাজীপুর রাধা কৃষ্ণ মন্দিরে ৪৩ তম বার্ষিক ১৬ প্রহর ব্যাপী মহানাম সংর্কীতন অনুষ্ঠিত হয়েছে। গত ২৭শে এপ্রিল মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে আমন্ত্রণ ও শুভ অধিবাস পর্ব শেষ করে মূল অনুষ্ঠান শুরু হয়। শুক্রবার ও শনিবার দিন-রাত্র ব্যাপী পূর্ণ নাম সংর্কীতন চলে। মহানাম সংর্কীতন অনুষ্ঠানে নামামৃত পরিবেশন করেন নুরনগরে মাধ্বাচায্য সম্প্রদায়, কুমিল্লার মোহন লাল সম্প্রদায় মাষ্টার নিখিল সরকার, খুলনার জ্যোতিশ্রী সম্প্রদায় মাষ্টার পূর্ণিমা সরকার, খুলনার মা যশোদা সম্প্রদায় মাষ্টার শিখা রানী সরকার, সাতক্ষীরার অষ্টসখী সম্প্রদায় মাষ্টার পূর্ণিমা রাণী, সাতক্ষীরার ভক্ত জয়দেব সম্প্রদায় মাষ্টার বিধান চন্দ্র সরকার, সাতক্ষীরার মামা ভাগ্নে সম্প্রদায় মাষ্টার হরিদাস বাবু। উক্ত অনুষ্ঠনে পৌরহিত্য করেন দেবহাটা পাটবাড়ির পুরোহিত তপন দাস গোস্বামী ও তার পুত্র পলাশ গোস্বামী। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন নুরনগরের মাধ্বাচার্য্য সম্প্রদায়। ২৯ শে এপ্রিল রবিবার মধ্যাহ্নে অনুষ্ঠিত হবে কুঞ্জভঙ্গ, নগর পরিক্রমা ও মহা উৎসব। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জি এম হাবিবুর রহমান হবি, মন্দির কমিটির সভাপতি ধর্ম অনুরাগী ধর্মদাস কর্মকার, সাধারন সম্পাদক কাশিনাথ দেবনাথ, নন্দদুলাল কর্মকার, প্রবীন শিক্ষক গোপীনাথ ঘোষ, বাবু পরিমল সাহা প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে গ্লোবাল এ্যাকশান উইক ফর এ্যাডুকেশন উপলক্ষ্যে র‌্যালি

ভ্রাম্যমাণ প্রতিনিধি:”আমরা চাই প্রতিবন্ধি সহ সকল শিশু স্কুলে আসুক,আসুন আমরা তাদের স্বাগত জানাই” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে প্রতি বছরের ন্যায় সারা বিশ্বে একযোগে কর্মসূচি পালনের অংশ হিসেবে শনিবার বেলা ১১টায় কালিগঞ্জ উপজেলার সদরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারি উন্নয়ন সংস্থা ডিআরআরএ এর উদ্যোগে কালিগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও কালিগঞ্জ সদর প্রাথমিক বিদ্যালয়ের সমন্বয়ে ও লিলিয়ানা ফন্ডস এর সহযোগিতায় প্রতিবন্ধি,সাংবাদিক ও সূধিজনের অংশগ্রহনে কালিগঞ্জ সদর প্রাথমিক বিদ্যালয় থেকে র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় সদর প্রাথমিক বিদ্যালয়ে এসে শেষ হয় এবং এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সমগ্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলার সদর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলামিন হোসেন,বিশেষ অতিথি হিসেবে কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু,সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান শিমুল,মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কালিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও রিপোর্টার্স ক্লাবের যুগ্ন সম্পাদক এসএম গোলাম ফারুক, সাংবাদিক আহম্মাদ উল্ল্যাহ বাচ্চু,ডিআরআরএ এর জেলা প্রতিনিধি আনজির হোসেন,প্রকল্প ম্যানেজার মাহাবুবুর রহমান,দেবাশিষ ঘোষ,প্রতাপ পাল প্রমুখ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সেরা প্যানেল আইনজীবী এড. নাজমুন নাহার ঝুমুর

সাতক্ষীরা জেলায় নির্যাতিত, অসহায়, দুস্থ মানুষকে সেবা দিয়ে পর পর ৫ বার সেরা প্যানেল আইনজীবী হিসাবে মনোনীত হয়েছেন এড. নাজমুন নাহার ঝুমুর। শনিবার জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনাসভায় তাকে সেরা প্যানেল আইনজীবীর পুরস্কার প্রদান করা হয়। ২০১৮ সালের সেরা প্যানেল আইনজীবী পুরস্কার তুলেদেন জেলা দায়রা সাদিকুল ইসলাম তালুকদার। এসময় সাতক্ষীরা পুলিশ সুপার সাজ্জাদুর রহমানসহ অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। এড. নাজমুর নাহার ঝুমুর সাতক্ষীরা ল কলেজের প্রভাষক ও অতিরিক্ত পিপি এড. ফাহিমুল হক কিসলুর সহধর্মীনি। বিগত ২০১৩, ২০১৫, ২০১৬ ও ২০১৭ সালেও সেরা প্যানেল আইনজীবী হিসেবে মনোনীত হয়েছিলেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গণফোরাম সাতক্ষীরা জেলা শাখার কর্মী সভা ১২ মে

প্রেস বিজ্ঞপ্তি:
আগামী ১২ মে ২০১৮ শনিবার গণফোরাম সাতক্ষীরা জেলা শাখার কর্মী সভা সফল করার লক্ষে ও গণফোরাম কেন্দ্রিয় কমিটি সংগ্রামী সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টুসহ কেন্দ্রিয় নেতৃবৃন্দের সাতক্ষীরায় আগমন উপলক্ষে গণফোরাম সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মামুনুর রহমানের সভাপতিত্বে শনিবার সকাল ১০টায় রাজ্জাক পার্কস্থ পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন গনফোরাম সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক আলী নুর খান বাবুল, সহ-সভাপতি জামিনি সরকার, যুগ্ম সম্পাদক পঙ্কজ কান্তি সরকার বাপ্পি, দপ্তর সম্পাদক ডাঃ আলী আকবার, কৃষি সম্পাদক শহীদুল ইসলাম, কওছার আলী, ডাঃ জাহাঙ্গীর আলম, মোঃ নজরুল ইসলাম, মনিরুল ইসলাম প্রমুখ। সভায় মোঃ নজরুল ইসলাম ও প্রভাষক জাহাঙ্গীর হোসেন কে গনফোরাম সাতক্ষীরা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও ডাঃ জাহাঙ্গীর আলমকে সাংগঠনিক সম্পাদক পদে অর্ন্তভুক্তি করা হয়। সভায় আগামী ১২ মে শনিবার সকাল ১০টায় গণফোরাম সাতক্ষীরা জেলা শাখার কর্মী সভা সফল করার জন্যে জেলা, উপজেলা সহ ইউনিয়ন নেতৃবৃন্দের প্রতি আহবান জানানো হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা কৃষকলীগের জরুরি সভা

জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধুর সভাপতিত্বে জরুরি সভা পাটকেলঘাটাস্থ কার্যালয়ে সকাল ১১টায় অনুষ্ঠিত হয়। সভার শুরুতে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্লোবাল ইউমেন লিডারশীপ এ্যাওয়ার্ড পাওয়ায় সাতক্ষীরা জেলা কৃষকলীগের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করা হয়। সভায় উপস্থিত ছিলেন, জেলা কৃষকলীগের সহ-সভাপতি এড. নরনারায়ন ঘোষ, মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুর রশিদ, অধ্যাপক সুবোধ চক্রবর্তী, সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রেজাউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এড. আল মাহমুদ পলাশ ও এনবি রাশেদ সরোয়ার শেলি, অর্থ সম্পাদক ঘোষ প্রদ্যুত কুমার, আইন সম্পাদক এড. শম্ভুনাথ সিংহ, প্রচার সম্পাদক মনোজ কুমার দে ও দপ্তর সম্পাদক মোঃ আতিয়ার রহমান প্রমুখ। গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় গ্রাম কমিটি, ওয়ার্ড কমিটি, ইউনিয়ন কমিটি ও জেলা কমিটি কর্তৃক আশাশুনি উপজেলা কৃষকলীগের কাউন্সিলরের তালিকা অনুমোদন না হওয়ায় উপস্থিত ২/১ জন সদস্য ছাড়া অধিকাংশ সদস্য আশাশুনি উপজেলা কৃষকলীগের কমিটি অনুমোদন না দেওয়ার পক্ষে মত দেন। কৃষকলীগের আশাশুনি উপজেলা কমিটি নিয়ে বিতর্কের সৃষ্টি হওয়ায় কমিটি অনুমোদন না দিয়ে আগামী ১০ দিনের মধ্যে দলকে সুসংগটিত করার জন্য সমন্বয় করে কমিটি অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত গৃহিত হয়। অপর দিকে জেলা কমিটির সদস্য শেখ ইয়াকুব আলী ও জবেদ আলী সরদারের সাময়িক বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়। পাশাপাশি আগামী সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করার জন্য সকল ভেদাভেদ ভুলে কাজ করার জন্য আহ্বান জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার পলাশপোলে বাড়ীর সামনে পৌরসভার রাস্তা উঁচু করে ঢালাই

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা শহরের পলাশপোল বউ বাজার এলাকায় এক খাদ্যগুদাম কর্মকর্তা বাড়ীর সামনে পৌরসভার রাস্তা ইট ও বালি দিয়ে ঢালাই করে উঁচু করায় চলাচল বিঘিœত হচ্ছে। ফলে দেড় মাসেরও বেশি সময় ধরে জনদুর্ভোগ বেড়েছে। পলাশপোল বৌবাজার এলাকার কয়েকজন বাসিন্দা জানান, খলিলুর রহমানের ছেলে পাটকেলঘাটা খাদ্যগুদাম কর্মকর্তা তৈয়েবুর রহমান পৈতৃক সূত্রে পলাশপোল বৌ বাজার এলাকায় বসবাস করে আসছেন। দেড় মাস আগে। তিনি ব্যক্তি সুবিধার্থে তার বাড়ির সামনে পৌরসভার ড্রেনের পাশে তিন ইঞ্চি গেথে রাস্তার উপর ইট ও বালি ফেলে উঁচু করেন। এতে চলাচলের সমস্যা হচেছ জানালে তিনি পারলে কিছু করার থাকলে করে নেবেন বলে বাড়ির ভিতরে ঢুকে যান। বিষয়টি ৯নং পৌর কাউন্সিলর শফিক- উদ দৌলা সাগরকে জানালে তিনি সরেজমিনে ঘটনাস্থলে আসেন। নিয়ম বহির্ভুতভাবে এটা করা হয়েছে এমন অভিযোগ করায় তৈয়বুর রহমান ওই কাউন্সিলরের উপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। একপর্যায়ে তিনি অপমানিত হয়ে চলে যান। সম্প্রতি তৈয়বুর ওই রাস্তা উঁচু করে ঢালাই করে দিয়েছেন।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, লম্বা রাস্তার মধ্যবর্তী স্থানে স্বাভাবিক অবস্থা থেকে এক ফুটের মত উঁচু করায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে রাতে মোটর সাইকেল, সাইকেল ও মানুষ চলাচল হুমকির মুখে পড়েছে। প্রতিদিনই বাড়ছে ছোট খাটো দুর্ঘটনা। প্রতিকার না পেয়ে অনেকেই গালি গালাজ করতে করতে এলাকা ছাড়ছেন। বিষয়টি নিয়ে পৌরসভার উদ্যোগ নেওয়া উচিত।
জানতে চাইলে পৌর কাউন্সিলর শফিক উদ দৌলা সাগর জানান, স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গেলে তিনি অসহায় হয়ে ফিরে আসেন। তৈয়বুর রহমান তার সঙ্গে যে আচরণ করেছেন তা অস্যেজন্যমূলক।
জানতে চাইলে পলাশপোল বৌ বাজার এলাকার তৈয়বুর রহমান বাবু বলেন, দীর্ঘদিন ধরে তাদের বাড়ির ভিতরকার টিউবওয়েলের পানি স্থানীয়রা পান করতেন। সেকারণে টিউবওয়েলটি বাইরে বসিয়ে দিয়ে জনস্বার্থে রাস্তাটি উুঁচ করে ঢালাই দেওয়া হয়েছে। পৌরসভার পক্ষ থেকে তাকে কোন বাধা দেওয়া বা কাউন্সিলরের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ সঠিক নয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঘোনা ইউনিয়ন হাইস্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনে অধ্যক্ষ ফজলুর রহমান পুনরায় সভাপতি

ঘোনা ইউনিয়ন বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদের নির্বাচনে অধ্যক্ষ ফজলুর রহমান পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন। ২৬ এপ্রিল বৃহস্পতিবার ঘোনা ইউনিয়ন বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য পদের নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনে প্রি জাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুর রহমান। উক্ত নির্বাচনে ২টি প্যানেলে (অধ্যক্ষ ফজলুর রহমান ও আদর আলী প্যানেলে) পুরুষ অভিভাবকদের মধ্যে ৮জন এবং মহিলা অভিভাবকদের মধ্যে ২জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে অধ্যক্ষ ফজলুর রহমানের পূর্ণ প্যানেল বিজয়ী হয়। বিজয়ীদের মধ্যে মোঃ আব্দুর রশিদ ৩০৭ ভোট, মোঃ কুরবান আলী সরদার ২৯১ ভোট, মোঃ তরিকুল ইসলাম ২৯০ ভোট, মোঃ আবুল বাশার ২৮৯ ভোট এবং তানজিলা খাতুন ২৯৯ ভোট পান।
নির্বচানে অধ্যক্ষ ফজলুর রহমান সকল সদস্যের সমর্থনে পুনরায় ঘোনা ইউনিয়ন বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি নির্বাচিত হন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest