সর্বশেষ সংবাদ-
কলারোয়ায় মিনি স্টেডিয়াম ও বাইপাস সড়ক নির্মাণের প্রতিশ্রুতি হাবিবুল ইসলাম হাবিবেরসাতক্ষীরার ৩২৪ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতারশ্যামনগরে জনসভা- গণমিছিলের মধ্য দিয়ে গাজী নজরুল ইসলামের নির্বাচনী প্রচারণা শুরুতালা–কলারোয়ার উন্নয়নে ঐক্যের ডাক হাবিবুল ইসলাম হাবিবেরআদালত চত্বরে কেরোসিন ঢেলে মাটি চাপা দেওয়া হলো জব্দকৃত হরিণের মাংসসাংবাদিক আকরামুলের উপর হামলা : সাতক্ষীরা প্রেসক্লাবের তীব্র নিন্দাপাইকগাছায় বাসস চেয়ারম্যান আনোয়ার আলদীনের উদ্যোগে দশ গ্রামের দুস্থদের মাঝে তিন সহস্রাধিক কম্বল বিতরণবিএনপি থেকে ডা: শহীদুল আলম বহিস্কারসংগ্রামের গল্পে ঢাবি জয় দিহানেরতালায় লার্নিং শেয়ারিং ওয়ার্কশপ

সাতক্ষীরায় দৈনিক ভোরের ডাকের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরায় দৈনিক ভোরের ডাকের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে। প্রতিষ্ঠার এই আনন্দময় দিনে দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের সভাপতিত্বে ও ভোরের ডাকের জেলা প্রতিনিধি মোহাম্মাদআলী সুজনের পরিচালনায় সোমবার সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবে কেককাটা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। পাঠক নন্দিত এই পত্রিকার ২৭তম বর্ষে পথচলার শুভকামনা জানিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার সাংবাদিক কল্যাণ ব্যনার্জি, সাবেক সভাপতি চ্যানেল আই প্রতিনিধি এড. আবুল কালাম আজাদ, সাবেক সভাপতি ইত্তেফাক প্রতিনিধি মনিরুল ইসলাম মিনি, বর্তমান সেক্রেটারী আব্দুল বারি সাবেক সেক্রেটারীদ্বয় সময় টিভির জেলা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপ্পি, এটিএন বাংলার এম. কামরুজ্জামান। এসময় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক জনতার কালিদাশ রায়, সময়ের খবরের রুহুল কুদ্দুস, লোকসমাজের মাসুদ হোসেন, দৈনিক কল্যাণের কাজী শওকত হোসেন ময়না, এস এ টিভি’র শাহীন গোলদার, ডিবিসির জেলা প্রতিনিধি জিল্লুর রহমান, বাংলা ভিশনের আসাদুজ্জামান, খোলাকাগজের ইব্রাহিম খলিল, সাংবাদিক আব্দুল গফুর,দৈনিক জন্মভূমির শহীদুল ইসলাম, দৈনিক তথ্যের সৈয়দ রফিকুল ইসলাম শাওন প্রমুখ। দীর্ঘ ২৭ বছরের পথচলাকে অভিনন্দন জানিয়ে বক্তারা ভোরের ডাক পত্রিকার আপোষহীণ লড়াইকে সাধুবাদ জানান। সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী, অসাম্প্রদায়িকতা এবং সামাজিক সাম্য নিশ্চিতে ভোরের ডাক পত্রিকার অবদানকে তুলে ধরে বক্তারা বলেন, ভোরের ডাক মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির পক্ষে কথা বলে। গণমানুষের কথা তুলে ধরে বলেই ভোরের ডাক পাঠক মহলে নন্দিত সমাদৃত।

১৮.০৩.২০১৮

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দের সাথে কেন্দ্রীয় ২৩ মার্চ’র সভা স্থগিত

বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় সভাপতির কার্যালয় বাড়ি নং ৫১/এ, সড়ক নং- ৩/এ ধানমন্ডি আবাসিক এলাকা ঢাকা-১২০৯ আগামী ২৩ মার্চ শুক্রবার বিকাল ৩টায় সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচিত ৪ এমপি, ৩জন যুগ্ম সম্পাাদক, ৩জন সাংগঠনিক সম্পাদক এবং ৭টি উপজেলা কমিটির সভাপতি-সম্পাদক ও সাতক্ষীরা পৌর আওয়ামীলীগের সভাপতি-সম্পাদকের সমন্বয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে যে দ্বিপাক্ষিক আলোচনাসভা হওয়ার কথা ছিলো কেন্দ্রীয় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি’র নির্দেশনা মোতাবেক স্থগিত করা হয়েছে। সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানিয়েছেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ ও সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তুর্কি বাহিনীর নিয়ন্ত্রণে আফরিন

সিরিয়ার বহুমুখী গৃহযুদ্ধ আবর্তিত হচ্ছে প্রধান দুটি ক্ষেত্র (ফ্রন্ট) গৌতা ও আফরিনকে কেন্দ্র করে। এর মধ্যে দেশটির উত্তরাঞ্চলীয় কুর্দি সংখ্যাগরিষ্ঠ শহর আফরিনের নিয়ন্ত্রণ হারিয়েছে সিরিয়ার সরকার সমর্থিত কুর্দি বাহিনী। গতকাল রবিবার তুর্কি বাহিনী ও বিদ্রোহী ফ্রি সিরিয়ান আর্মি শহরটির নিয়ন্ত্রণ নেয়। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান ও তুর্কি সেনাবাহিনী পৃথক বিবৃতিতে এ ঘোষণা দেয়।তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান জানান, তুর্কি বাহিনী সমর্থিত সিরিয়ার বিদ্রোহীরা আফরিনের পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। তিনি বলেন, ‘ফ্রি সিরিয়ান আর্মির ইউনিটগুলো তুর্কি সশস্ত্র বাহিনীর সহযোগিতায় আজ (গতকাল) সকাল ৮টায় আফরিনের কেন্দ্রস্থলের নিয়ন্ত্রণ নেয়। এখন সেখানে মাইন অপসারণকাজ চলছে।’ প্রথম বিশ্বযুদ্ধে তুরস্কের দারদানেলিস ফ্রন্টে যুদ্ধ শুরু উপলক্ষে দেওয়া এক ভাষণে তিনি এ তথ্য জানান। প্রসঙ্গত, স্বাধীনতাপন্থী কুর্দি বাহিনীকে সন্ত্রাসী বলে থাকে তুরস্কের সরকার।এরদোয়ান আরো বলেন, ‘সন্ত্রাসীদের’ বেশির ভাগ সদস্যই এরই মধ্যে লেজ গুটিয়ে পালিয়েছে। আফরিনের কেন্দ্রস্থলে সন্ত্রাসীদের ছেঁড়া ত্যানার (পতাকা) পরিবর্তে এখন আস্থা ও স্থিতিশীলতার প্রতীক তুর্কি পতাকা উড়বে, ফ্রি সিরিয়ান আর্মির পতাকা উড়বে। শহরটিতে তুর্কি স্পেশাল ফোর্স মোতায়েন করা হয়েছে বলে তিনি জানান।এ ছাড়া টুইটারে তুর্কি সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে আফরিনের নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দেয়। তারা টুইটারে আফরিনে তুর্কি পতাকা ওড়ার ভিডিও পোস্ট করেতবে সিরিয়ার গৃহযুদ্ধ নিয়ে ব্রিটেনভিত্তিক পর্যবেক্ষক সংস্থা ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ জানায়, তুর্কি নেতৃত্বাধীন বাহিনী আফরিনে এখনো যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তারা শহরটির নিয়ন্ত্রণ নিতে অগ্রসর হচ্ছে। সংস্থাটি জানায়, গত ২০ জানুয়ারি থেকে আফরিনে তুর্কি বাহিনীর ‘অলিভ ব্রাঞ্চ’ নামের এই অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত দেড় হাজার কুর্দি যোদ্ধা নিহত হয়েছে। শুধু গত সপ্তাহেই অন্তত আড়াই লাখ বেসামরিক নাগরিক এ শহর ছেড়ে পালিয়েছে। এ ছাড়া অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ২৮০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এর মধ্যে গত শুক্রবার ও শনিবার তুর্কি বাহিনীর হামলায় অন্তত ২৭ বেসামরিক লোক নিহত হয়েছে, যাতে হাসপাতালে হামলায় নিহত হয় ১৬ জন। এ যুদ্ধে তুর্কি বাহিনীর ৪০০ সেনা নিহত হয়। তবে তুর্কি সেনাবাহিনী জানিয়েছে, এ পর্যন্ত তাদের ৪৬ জন সেনা নিহত হয়েছে।পর্যবেক্ষক সংস্থাটি জানায়, আফরিন ও গৌতাকে কেন্দ্র করে আবর্তিত সিরিয়ার গৃহযুদ্ধ চলতি সপ্তাহে আট বছরে এসে ঠেকেছে; যাতে সিরিয়া, কুর্দি বাহিনী, বিদ্রোহী বিভিন্ন বাহিনী এবং যুক্তরাষ্ট্র, রাশিয়া ও তুরস্ক প্রত্যক্ষ-পরোক্ষভাবে জড়িয়ে পড়েছে। সূত্র : এএফপি, বিবিসি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আবারো নেপাল! অল্পের জন্য রক্ষা পেল যাত্রীবাহী বিমান!

নেপালে একটি যাত্রীবাহী বিমান অল্পের জন্য আরেকটি দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেল।নেপালের ত্রিভুবন বিমানবন্দরে ভয়াবহ বিমান বিধ্বস্তের ঘটনার শোকের রেশ না কাটতেই এ ধরনের ঘটনা ঘটলো। নেপালি গণমাধ্যম মাই রিপাবলিকা একথা জানিয়েছে।

নেপালি গণমাধ্যমটি জানায়, রবিবার কাঠমান্ডু থেকে ২৬৫ কিলোমিটার পশ্চিমে সিদ্ধার্থনগর শহরে গৌতম বুদ্ধ বিমানবন্দরে ইয়েতি এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে।

খবরে বলা হয়, বিমানটি রানওয়েতে অবতরণের সময় ল্যান্ডিং গিয়ার আটকে যায়। পরে অবশ্য কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই বিমানটি অবতরণ করতে সক্ষম হয়। বিমানটি কাঠমান্ডু থেকে স্থানীয় সময় বিকাল ৪টা ৪০ মিনিটে রওয়ানা হয় এবং ৫টা ১০ মিনিটে অবতরণ করে।

প্রসঙ্গত, গত সোমবার নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলার বিমান দুর্ঘটনায় ৫১ জন নিহত হন। তাদের মধ্যে ২৬ জন বাংলাদেশি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোনালদোর গোল উৎসবে দুর্দান্ত জয় রিয়ালের

লা লিগায় প্রথম দেখায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে ২-১ গোলে জিতেছিল জিরোনা। দ্বিতীয় দেখায় স্প্যানিশ চ্যাম্পিয়নদের জালে তিনবার বল পাঠালেও বড় হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে প্রথমবারের মতো লা লিগায় উঠে আসা দলটির। রবিবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে জিরোনাকে ৬-৩ গোলে হারিয়েছে রিয়াল। গোল উৎসবের এই ম্যাচে ৮ গোল করেছেন ক্রিশ্চিয়োনা রোনালদো।

প্রথম গোলটিও আসে রোনালদোর নৈপুণ্যে। ম্যাচের ১১ মিনিটে টনি ক্রুসের বাড়ানো বলে গোল করেন পর্তুগিজ তারকা। ২৯তম মিনিটে সমতায় ফেরে জিরোনা। স্প্যানিশ মিডফিল্ডার আলেক্স গ্রানেলের দারুণ ফ্রি-কিকে উরুগুয়ের ফরোয়ার্ড ক্রিশ্চিয়ান স্তুয়ানির বুলেট হেডে সমতায় ফেরে জিরোনা। প্রথমার্ধ শেষে স্কোর লাইনও ছিল ১-১ গোলের।

কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই দলকে আবারও এগিয়ে দেন রোনালদো। ৫৮তম মিনিটে ব্যবধান বাড়ায় ভাসকেস। ৬৪তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।৬৭তম মিনিটে স্তুয়ানির গোলে ব্যবধান কমায় জিরোনা। ৮৬তম মিনিটে দলের ব্যবধান ৫-২ করেন বদলি নামা গ্যারেথ বেল। ৮৯ মিনিটে স্কোরলাইন ৫-৩ করেন রামিরেস লোপেস। তবে যোগ করা সময়ে আরেকটি গোল করে জিরোনার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন রোনালদো।

এই জয়ের ফলে ২৯ ম্যাচে ১৮ জয় ও ছয় ড্রয়ে ৬০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ফিরেছে রিয়াল মাদ্রিদ। শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৭৫। ৬৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আতলেতিকো মাদ্রিদ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আসিয়ান সম্মেলনে বিক্ষোভের মুখে সু চি

অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত দুই দিনব্যাপী আসিয়ান সম্মেলনে বিক্ষোভের মুখে পড়েছিলেন মিয়ানমারের নেত্রী অং সান সু চি। মিয়ানমার সেনাবাহিনীর হাতে রোহিঙ্গা নিধনের ব্যাপারে তার নীরব ভূমিকায় সমালোচনার মুখে পড়েন তিনি।

সম্মেলনকালে মানবাধিকার লঙ্ঘনের জন্য সু চিসহ আসিয়ানভুক্ত কয়েকটি দেশের নেতার বিরুদ্ধে বিক্ষোভ করেছে অস্ট্রেলিয়ানরা।

ব্যাপক বিক্ষোভের কারণে অনেকটা বাধাগ্রস্ত হয় আসিয়ান সম্মেলন। সু চি ও কম্বোডিয়ার নেতা হুন সেনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সমাবেশ করে বিক্ষোভকারীরা।

সম্মেলন শুরু হওয়ার আগে থেকে শতশত বিক্ষোভকারী সিডনির রাস্তায় অবস্থান নেয়। এ সময় বিভিন্ন স্লোগান লেখা ব্যানার-ফেস্টুন বহন করে তারা। ১৭ থেকে ১৮ মার্চ এ দুই দিন অস্ট্রেলিয়া- আসিয়ান শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল, মালয়েশিয়ার প্রেসিডেন্ট নাজিব রাজাকের পাশাপাশি উপস্থিত ছিলেন বিতর্কিত নেত্রী সু চি।

সু চি এমন সময় আসিয়ান সম্মেলনে যোগ দেন যখন রোহিঙ্গাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের কারণে তাকে বিচারের দাবি করেন অস্ট্রেলিয়ার আইনপ্রণেতারা। সু চিকে আদালতে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোই একমাত্র সমাধান বলেন এক ব্রিটিশ মন্ত্রী।

সম্মেলনে সু চির পাশাপাশি দাঁড়িয়েই তার ব্যাপক সমালোচনা করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নানজিব রাজাক। তিনি বলেন, রোহিঙ্গা নিধনের জন্য নীরবতা অনেকটাই দায়ী। তিনি আরও বলেন, রাখাইনের অস্থিরতাকে এখন শুধু একটি অভ্যন্তরীণ সংকট হিসেবে দেখার সুযোগ নেই। আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, সহিংসতার শিকার হওয়া রোহিঙ্গারা ইসলামিক স্টেটের (আইএস) মতো বিভিন্ন জঙ্গিগোষ্ঠীর প্রতি আগ্রহী হয়ে উঠতে পারে। আইএসের এমন উত্থানে আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে বলে সতর্ক করেন তিনি।

রোহিঙ্গা ইস্যুতে সু চির নিন্দা জানিয়েছে ইন্দোনেশিয়াও।

অবশ্য শেষ পর্যন্ত রোহিঙ্গা নিয়ে কোনো প্রস্তাব পাস করাতে ব্যর্থ হয়েছে আসিয়ান সম্মেলন। তবে সহিংস জঙ্গিবাদ ও উগ্রবাদ মোকাবেলায় আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে একমত হয়েছেন নেতারা। পাশাপাশি নিজ নিজ দেশের মানবাধিকার রক্ষায় সংকট সমাধানের বিষয়ে গুরুত্ব দিয়েছেন তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চীনের ইতিহাসে সবচেয়ে বড় যুদ্ধ মহড়া শুরু

আবারও উত্তপ্ত হতে শুরু করেছে ভারত-চীন সীমান্ত। আর এরই মধ্যে চীনের ইতিহাসে সবচেয়ে বড় যুদ্ধ মহড়া শুরু করছে দেশটি। এই মহড়ায় যোগ দিচ্ছে অন্তত ১০,০০০ সেনা। ২০০০ কিলোমিটার পার করে তাদের নিয়ে যাওয়া হচ্ছে মহড়ার জন্য। দেশটির সেন্ট্রাল টেলিভিশন এমনটাই জানিয়েছে।

সোমবার দক্ষিণ-পশ্চিম চীনের ইউনান প্রদেশের দু’টি সামরিক ঘাঁটিতে সেইসব সৈন্যরা পৌঁছবে। সেখানেই ট্রেনিং শুরু করবে তারা। রিপোর্টে বলা হয়েছে, এইভাবে এক জায়গা থেকে অন্য জায়গা এত সৈন্য নিয়ে গিয়ে মহড়া চীনে এই প্রথম।

জানা গেছে এই মহড়ায় শুধু বিশাল সংখ্যক সেনাই নয়, থাকছে সামুদ্রিক যান, বিমান ও মোটর ট্রান্সপোর্ট। মনে করা হচ্ছে মেরিন কমব্যাটের ক্ষমতা বাড়াতেই এই মহড়া। বিশেষত জরুরি অবস্থার জন্য তৈরি থাকতেই বিশেষ প্রস্তুতি নিচ্ছে চীন। এই সৈন্যরা পাহাড়ি এলাকা ও জঙ্গলে ট্রেনিং নেবে।

এদিকে ফের শুরু হচ্ছে ভারত ও চীনের সেনা মহড়া। ডোকলাম ইস্যু নিয়ে চীন ও ভারতের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছিল তার প্রভাবে দু’দেশের বার্ষিক সেনা অনুশীলন বন্ধ হয়ে গিয়েছিল৷ এবার তা আবার চালু হবে। একথা জানান ভারতীয় সেনা প্রধান জেনারেল বিপিন রাওয়াত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফের রাশিয়ার প্রেসিডেন্ট হলেন পুতিন

আরো ছয় বছরের জন্য রাশিয়াকে নেতৃত্ব দিতে যাচ্ছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রবিবারের প্রেসিডেন্ট নির্বাচনে বেশিরভাগ ভোট গণনার পর তিনি ৭৬ শতাংশ ভোট পেয়েছেন বলে কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানিয়েছে।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কোটিপতি কম্যুনিস্ট পাভেল গ্রোডিনিন ভোট পেয়েছেন মাত্র ১২ শতাংশ।

প্রধান বিরোধী নেতা আলেক্সেই নাভালিনিকে নির্বাচনে অংশগ্রহণ থেকে নিষিদ্ধ করা হয়েছিল।

প্রাথমিক ফলাফল ঘোষণার পর মস্কোয় একটি সমাবেশে হাস্যোজ্জল পুতিন বলেন, গত কয়েক বছরের অর্জনের স্বীকৃতি এই ফলাফল।

একজন সাংবাদিক তার কাছে জানতে চান, এর পরেও তিনি আবার ছয়বছরের জন্য নির্বাচনে দাঁড়াবেন কি না?

হেসে ভ্লাদিমির পুতিন বলেন, আপনি যা বলছেন, তা খানিকটা মজার। আপনি কি মনে করেন, একশো বছর বয়স না হওয়া পর্যন্ত আমি এখানেই থাকবো?

নির্বাচনের এই ফলাফল সম্পর্কে আগেই ধারণা করা হচ্ছিল। ২০১২ সালের নির্বাচনে পুতিন ৬৪ শতাংশ ভোট পেয়েছিলেন। সে হিসেবে এবার তার ভোট কিছুটা বেড়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest