সর্বশেষ সংবাদ-
কলারোয়ায় মিনি স্টেডিয়াম ও বাইপাস সড়ক নির্মাণের প্রতিশ্রুতি হাবিবুল ইসলাম হাবিবেরসাতক্ষীরার ৩২৪ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতারশ্যামনগরে জনসভা- গণমিছিলের মধ্য দিয়ে গাজী নজরুল ইসলামের নির্বাচনী প্রচারণা শুরুতালা–কলারোয়ার উন্নয়নে ঐক্যের ডাক হাবিবুল ইসলাম হাবিবেরআদালত চত্বরে কেরোসিন ঢেলে মাটি চাপা দেওয়া হলো জব্দকৃত হরিণের মাংসসাংবাদিক আকরামুলের উপর হামলা : সাতক্ষীরা প্রেসক্লাবের তীব্র নিন্দাপাইকগাছায় বাসস চেয়ারম্যান আনোয়ার আলদীনের উদ্যোগে দশ গ্রামের দুস্থদের মাঝে তিন সহস্রাধিক কম্বল বিতরণবিএনপি থেকে ডা: শহীদুল আলম বহিস্কারসংগ্রামের গল্পে ঢাবি জয় দিহানেরতালায় লার্নিং শেয়ারিং ওয়ার্কশপ

চা তৈরি করে তোপের মুখে সানি লিওন!

ফের সোশ্যাল মিডিয়ায় তোপের মুখে পড়েছেন সানি লিওন। তবে এবার ইস্যুটা ভিন্ন রকমের। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন এ তারকা। যেখানে বাগানের মধ্যে বসে চা তৈরি করতে দেখা যায় সানিকে। আর এতেই তার উপর চটেছেন নেটিজেনরা।

কারণটাও অবশ্য ক্ষোভ প্রকাশের মতোই। ছবিতে দেখা যায়, বাগানে বসে কেটলির মধ্যে চা নিয়ে লাইটার জ্বালিয়ে তা তৈরি করার চেষ্টা করেন। ছবি নীচে ক্যাপশনও দেন সানি। লেখেন, এমনভাবে লাইটার দিয়ে চা তৈরির চেষ্টা কেউ করবেন না। সানির ওই ছবি প্রকাশ্যে আসার পর পরই তা ভাইরাল হয়ে যায়।

সানি যেভাবে চা তৈরি করছেন, তা এক মাস পরে হবে বলে কেউ কটাক্ষ করেন। সানি লিওনের ওই প্রচেষ্টাকে পণ্ডশ্রম বলেছেন অনেকে। কেউ আবার আগরবাতি দিয়ে চা তৈরির পরামর্শও দিয়েছেন সানিকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পৃথিবীর দিকে ধেয়ে আসছে সৌরঝড় -নাসা

পৃথিবীর দিকে একটি সৌরঝড় ধেয়ে আসছে বলে জানিয়েছে নাসা। সূর্যপৃষ্ঠে বিস্ফোরণের ফলে নির্গত সৌরতরঙ্গ পৃথিবীর দিয়ে ধেয়ে আসছে বলে জানা গেছে। সঠিক সময় জানা না গেলেও, পৃথিবীতে এই সৌরঝড়ের প্রভাব দেখা যাবে বলে জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা।

তবে এর জেরে আদতে কী প্রভাব পড়বে, তা এখনও স্পষ্ট নয়। বিশেষজ্ঞদের একাংশের মতে, এর জেরে মেরু অঞ্চলে মেরুপ্রভা দেখা যেতে পারে। তবে জারি করা হয়েছে সতর্কতাও।

সৌরঝড়ের প্রভাবে ভূ-চুম্বকীয় পরিবর্তনের জেরে স্যাটেলাইট সিগন্যালে বাধা সৃষ্টি হতে পারে। যার ফলে ইন্টারনেট বিশেষত জিপিএস সিগন্যালে সমস্যা দেখা যাওয়ার আশঙ্কা থাকছে। র‌্যাডার যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হলে, বিমান চলাচলেও সামিয়ক বাধা দেখা দিতে পারে।

সূর্যের বহিঃস্তরের উচ্চতাপযুক্ত প্লাজমার আবরণ থেকে তড়িদাহত কণার স্রোত বেরিয়ে আসে। এবং ছড়িয়ে পড়ে মহাকাশে। একেই বলা হয় সৌরঝড়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আঙুর যৌবন ধরে রাখে

আঙুর যৌবন ধরে রাখে

কর্তৃক Daily Satkhira

ত্বকের জন্য আঙুর খুবই উপকারী। ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন—যা স্বাস্থ্য ঠিক রাখার জন্য দরকারি। সুস্বাদু এ ফলের আছে নানা খাদ্য ও ভেষজ গুণ। ত্বককে সুন্দর, সুস্থ এবং উজ্জ্বল করে যৌবন ধরে রাখতে আঙুরের জুড়ি মেলা ভার। কেননা বিভিন্ন রকম ত্বকের সমস্যা থেকে রক্ষা করে আঙুর। যেমন, সূর্যের তাপে ত্বকের উপরিভাগ কালো হয়ে যাওয়া বা সানবার্ন প্রতিরোধ করে, ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না ইত্যাদি। জেনে নিন কীভাবে ত্বকে আঙুর ব্যবহার করলে এই সমস্যাগুলো থেকে প্রতিকার পাওয়া যায়।

১) সানবার্ন থেকে মুক্তি : কখনও কখনও সানবার্ন ত্বকের এতটাই ক্ষতি করে যে, ত্বক দেখতে খুবই খারাপ হয়ে যায়। অনেক নামী-দামী প্রসাধনী দ্রব্য ব্যবহার করেও বিশেষ উপকার পাওয়া যায় না। এই সানবার্নের হাত থেকে আশ্চর্য রকমের কাজ দেয় আঙুর।

কয়েকটি আঙুর নিয়ে থেঁতলে মণ্ড করে নিন। এবার সেই মণ্ড সানবার্ন হওয়া জায়গায় ব্যবহার করুন। ৩০ মিনিট সেই মণ্ডটি লাগিয়ে রেখে দিন। তারপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

২) ত্বকে বয়সের ছাপ পড়া থেকে মুক্তি : পরিবেশে যে পরিমাণ দূষণ হচ্ছে, তাতে ত্বকে খুব তাড়াতাড়ি বয়সের ছাপ পড়ে যায়। শুধু দূষণের কারণেই নয়, হরমোন এবং অনিয়মিত ডায়েট এবং লাইফস্টাইলের জন্যেও এই সমস্যা দেখা দিতে পারে। ত্বকে বয়সের ছাপ পড়া থেকে কীভাবে আঙুর ব্যবহার করবেন?

দানাবিহীন আঙুরের মণ্ড তৈরি করুন। এবার মুখে ভালো করে সেই মণ্ড লাগান। ২০ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সদর উপজেলা স্বর্ণকার শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা সদর উপজেলা স্বর্ণকার শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা-২০১৮ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সদর উপজেলা স্বর্ণকার শ্রমিক ইউনিয়নের আয়োজনে সদর উপজেলা স্বর্ণকার শ্রমিক ইউনিয়নের সভাপতি গৌরাঙ্গ সরকারের সভাপতিত্বে সাধারণ সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা স্বর্ণকার শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি অরবিন্দু কর্মকার, সাধারণ সম্পাদক উৎপল দে, সহ-প্রচার সম্পাদক দেবাশিষ চৌধুরী প্রমুখ। সাধারণ সভায় বক্তারা সংগঠনের অভ্যান্তরীন বিষয়ে এবং সাংগঠনিক বিষয়ে আলোকপাত করেন। সংগঠনকে আরো মজবুত এবং সামনের দিকে এগিয়ে নিতে সচেতনতা বৃদ্ধির আহবান জানান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা স্বর্ণকার শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মিলন রায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় বর্ণমালা একাডেমির ৭ দিন ব্যাপী নৃত্য কর্মশালার উদ্বোধন

মাহফিজুল ইসলাম আককাজ : ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরায় ৭ দিন ব্যাপী নৃত্য কর্মশালার উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকালে বর্ণমালা একাডেমি’র আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির চিত্র শালায় বর্ণমালা একাডেমি’র সভাপতি শামীমা পারভীন রত্মার সভাপতিত্বে উদ্বোধক হিসেবে ৭ দিন ব্যাপি নৃত্য কর্মশালার উদ্বোধক হিসেবে উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকির হোসেন। এসময় তিনি বলেন, ‘সাতক্ষীরা জেলা ক্রীড়াঙ্গণে ও সাংস্কৃতিক অঙ্গণে অনেক সুনাম আছে। এই ক্ষুদে কোমলমতি নৃত্য শিল্পীরা একদিন এ জেলার জন্য আরো বেশি সুনাম বয়ে আনবে। লেখা-পড়ান পাশা পাশি সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। সাংস্কৃতিক চর্চা করলে প্রতিভার দ্রুত বিকাশ ঘটে। আজকের ক্ষুদে নাচিয়েরা আগামী দিনের বড় মাপের নৃত্য শিল্পী হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি এড. আবুল কালাম আজাদ, বিশিষ্ট সমাজসেবক শেখ নুরুল হক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি কণ্ঠ শিল্পী আবু আফ্ফান রোজ বাবু, জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মুসফিকুর রহমান মিল্টন, চ্যানেল আইয়ের সেরা নাচিয়ে প্রশিক্ষক সাইফুল ইসলাম ইভান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনজুরুল হক, সাংবাদিক শফিউল ইসলাম খান, বর্ণমালা একাডেমির সাংগঠনিক সম্পাদক মো. লিটন শিকদার প্রমুখ। ৭ দিন ব্যাপি নৃত্য কর্মশালায় ৪০ জন নৃত্য শিল্পী অংশ নিয়েছে এবং আজ বৃহস্পতিবার যদি কোন প্রশিক্ষণার্থী কর্মশালায় অংশ নিতে চাই তাহলে তাদেরকে যোযাযোগ করতে বলা হয়েছে।। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বর্ণমালা একাডেমির সাধারণ সম্পাদক নাহিদা পারভীন পান্না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকে শিক্ষক হতে পিএসসি পরীক্ষা দিতে হবে

এখন থেকে যেসব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান সরকারি সুযোগ-সুবিধার আওতায় আসবে, সেসব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হতে হলে সরকারি কর্মকমিশন (পাবলিক সার্ভিস কমিশন-পিএসসি) পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হতে হবে। অন্যথায় প্রতিষ্ঠান সরকারি সুযোগ-সুবিধা পেলেও শিক্ষকরা পাবেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন মতামত ব্যক্ত করেছেন।

বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের জরুরি সভায় তিনি এসব কথা বলেন। সভায় উপস্থিত দলটির একাধিক নেতা এ তথ্য নিশ্চিত করেছেন।

সভাসূত্র জানায়, সম্প্রতি শিক্ষকদের বিভিন্ন সুযোগ-সুবিধা সংক্রান্ত আন্দোলনের বিষয়টি সভার আলোচনা আসলে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, সামনে নির্বাচন এই ভয়-ভীতি দেখিয়ে অযৌক্তিক দাবি আদায় করা যাবে না। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষকদের সরকারি সুযোগ-সুবিধা পেতে হলে পিএসসির মাধ্যমে নিয়োগ প্রাপ্ত হতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কোথাও নিউটন আইনস্টাইনকেও ছাড়িয়ে হকিং

বিজ্ঞানে স্টিফেন হকিংয়ের অবদান পরিমাপ করার মতো নয়। মহাবিশ্ব কী করে সৃষ্টি হয়েছে তা ‘দ্য গ্র্যান্ড ডিজাইন’ বইটিতে স্টিফেন হকিং উল্লেখ করেছেন।

মহাবিশ্বে কী ছিল তা আমরা জানি না। আমরা বর্তমান নিয়ে পড়ে রয়েছি। হকিং দেখিয়েছেন কিভাবে এই বিজ্ঞান এলো।

আইনস্টাইন সর্বপ্রথম মহাকর্ষ তরঙ্গ সম্পর্কে ধারণা দেন। কিন্তু এই তরঙ্গটির অস্তিত্ব তিনি প্রমাণ করতে পারেননি। এই তরঙ্গটি প্রথম দেখতে পান স্টিফেন হকিং। আগে মনে করা হতো, কৃষ্ণগহ্বর থেকে কোনো কিছুই বিকিরিত হয় না। কিন্তু স্টিফেন হকিং মহাকর্ষ তরঙ্গের সাহায্যে দেখিয়েছেন, কৃষ্ণগহ্বর থেকেও এক ধরনের রশ্মি বিকিরিত হয়। আর হকিং সেই রশ্মির নাম দেন হকিং রেডিয়েশন।

স্টিফেন হকিংয়ের বিজ্ঞান সম্পর্কে দেওয়া তথ্যগুলো বিজ্ঞানকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। বিশ্ব ব্রহ্মাণ্ডের অনেক আবিষ্কারের ব্যাখ্যা তিনি দিয়েছেন। পাশাপাশি বিভিন্ন আবিষ্কার সম্পর্কে নতুন নতুন তথ্যও দিয়েছেন, যা আগের ওই আবিষ্কারগুলোতে নতুন মাত্রা যোগ করেছে। পৃথিবীতে প্রাণের সঞ্চার কিভাবে হলো তাও তিনি দেখিয়েছেন। হকিং সূর্যের তাপমাত্রা বৃদ্ধির হার সম্পর্কে বর্ণনা করেছেন। নিউক্লীয় বিক্রিয়ার ফলে পৃথিবীর তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়ছে। একসময় তাপমাত্রা এত বাড়বে যে কোনো জীবজন্তু বেঁচে থাকতে পারবে না। এতে পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে; তিনি বারবার এ কথাই বলেছেন।

প্রাণ, সৃষ্টি, উপযুক্ত পরিবেশ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আরো অনেক গ্রহেই থাকতে পারে। সেগুলো অনুসন্ধান করতে হবে। তিনি জোর দিয়ে বলেছেন, কালক্রমে মঙ্গলগ্রহের তাপমাত্রা সহনীয় হলে আমরা সেখানে গিয়ে বসবাস শুরু করতে পারি। তবে এর জন্য পরিবেশ দরকার। আর এই পরিবেশ হলেই জীবজন্তু বসবাস করতে পারে।

আমরা জানি যে বিগ ব্যাঙ বিস্ফোরণ থেকেই এই পৃথিবীর সৃষ্টি। এই বিস্ফোরণের ফলে পৃথিবীতে এলোমেলো অবস্থার সৃষ্টি হয়। আর এই এলোমেলো অবস্থা থেকে কিভাবে প্রাণ তৈরি হলো এবং সেই প্রাণ তৈরির মহাপরিকল্পনা তিনি তাঁর ‘দ্য গ্র্যান্ড ডিজাইন’ বইয়ে লিখে গেছেন।

মহাকর্ষ তরঙ্গের অস্তিত্ব প্রমাণ হতে শুরু হওয়ায় এখন স্টিফেনের তত্ত্বগুলো প্রতিষ্ঠা লাভ করা শুরু করেছে। সম্প্রতি কৃষ্ণগহ্বর সংশ্লিষ্ট আবিষ্কারগুলো মহাকর্ষ তরঙ্গের মাধ্যমে দৃশ্যমান হতে শুরু হয়েছে। কৃষ্ণগহ্বর এখন দেখা যাচ্ছে। তাঁর দেওয়া তত্ত্বের ওপর ভিত্তি করে একসময় বিজ্ঞান পৌঁছে যাবে অনন্য উচ্চতায়।

মাত্র ২১ বছর বয়সেই তাঁর অনিশ্চয়তার জীবন শুরু হয়। শত বাধা-বিপত্তির মধ্যেও তিনি বহু বৈজ্ঞানিক তত্ত্ব দিয়ে গেছেন। এতে করে দুই যুগের দুই মহাবিজ্ঞানী আইনস্টাইন ও নিউটন যে সম্মান অর্জন করেছেন, স্টিফেনও সেই সম্মান অর্জন করেছেন। কোনো কোনো ক্ষেত্রে তিনি তাঁদেরও ছাড়িয়ে গেছেন। শুধু নোবেল পুরস্কারে ভূষিত হতে পারেননি। কারণ তার আবিষ্কারগুলো এখনো পরীক্ষণে নিশ্চিত করার অপেক্ষায় ছিল। কিন্তু তার আগেই তিনি মারা গেলেন। বেঁচে থাকলে তিনি অবশ্যই নোবেল পেতেন।

মানুষ নশ্বর। তাঁর বয়স হয়েছিল। শারীরিক সমস্যার মধ্যেও যে তিনি এত বছর বেঁচে ছিলেন এটাই আমাদের অনেক পাওনা। তাঁর মাথা সব সময়ই কাজ করত। আমরা বহু কিছু পেয়েছি। তিনি বেঁচে থাকলে আমরা হয়তো আরো কিছু পেতাম। তাঁর খুব শখ ছিল, তিনি মহাকাশযানে চড়বেন। কিন্তু ওই পর্যন্ত তিনি বাঁচতে পারলেন না। যদি তিনি চড়তে পারতেন, তাহলে ওই অভিজ্ঞতার আলোকে তিনি আমাদের আরো তথ্য-উপাত্ত দিতে পারতেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পরাজয়ে বৃথা গেল মুশফিকের দুর্দান্ত লড়াই

নিদাহাস ট্রফির টানা দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের ত্রাণকর্তা রূপে দেখা দিলেন মুশফিকুর রহিম। তুলে নিলেন টানা দ্বিতীয় হাফ সেঞ্চুরি।

কিন্তু তার ৫৪ বলে ৮ চার ১ ছক্কায় অপরাজিত ৭২ রানের এই লড়াই আজ বৃথাই গেল। মি. ডিপেন্ডেবলকে সঙ্গ দিতে পারলেন না কেউ। বাকী ব্যাটসম্যানরা কেউই ত্রিশের ঘরে পা দিতে পারেননি। রোহিত শর্মার ভারতের কাছে ১৭ রানে হেরে ফাইনালে ওঠার লড়াই থেকে কার্যত ছিটকে গেল মাহমুদ উল্লাহ রিয়াদের দল।

১৭৭ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় বলটি বাউন্ডারির বাইরে পাঠিয়ে রানের খাতা খোলেন তামিম ইকবাল। আজও তার সঙ্গী গত ম্যাচে বিধ্বংসী ব্যাটিং করা লিটন দাস। তবে এই জুটি আজ আর বেশিদূর যেতে পারেনি। গত ম্যচে বিধ্বংসী ব্যাটিং করা লিটন দাস ৭ বলে ৭ রান করে ওয়াশিংটন সুন্দরের বলে দিনেশ কার্তিকের কৃতিত্বে স্টাম্পড হয়ে যান।

১২ রানে প্রথম উইকেট হারানোর পর বিধ্বংসী তামিম ইকবালের সঙ্গী হন তরুণ হার্ডহিটার সৌম্য সরকার।

কিন্তু তিনিও ১ রানের বেশি করতে পারেননি। সেই ওয়াশিংটন সুন্দরের বলে তার স্টাম্প উড়ে যায়। অন্যপ্রান্তে বিধ্বংসী হয়ে ওঠা তামিমের সঙ্গী হন মুশফিকুর রহিম। কিন্তু ১৯ বলে ৪ বাউন্ডারি ১ ওভার বাউন্ডারিতে ২৭ রানে তামিম ওয়াশিংটনের তৃতীয় শিকারে পরিণত হলে স্তব্ধ হয়ে যায় বাংলাদেশ শিবির।

‘ভায়রা-ভাই’ জুটিও আজ জমেনি। দলীয় ৬১ রানে অধিনায়ক মাহমুদ উল্লাহ রিয়াদকে (১১) লোকেশ রাহুলের তালুবন্দি করে বাংলাদেশকে ব্যাকফুটে ঠেলে দেন যুজবেন্দ্র চাহাল। সাব্বিরকে সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যান মুশফিক। ৪২ বলে ৫ চার ১ ছক্কায় টানা দ্বিতীয় হাফ সেঞ্চুরি তুলে নেন মি.ডিপেন্ডেবল। কিন্তু তার সঙ্গী হতে পারেনি কেউ। শার্দুল ঠাকুরের বলে ২৩ বলে ২৬ করা সাব্বিরের বিদায়ে ভাঙে এই জুটি। ভাঙে বাংলাদেশের জয়ের আশা। শেষ ওভারে মোহাম্মদ সিরাজের বলে ক্যাচ দেন মিরাজ (৭)।  নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৯ রানেই থামে বাংলাদেশ। মুশফিক অপরাজিত থাকেন ৭২ রানে।

কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৭৬ রান সংগ্রহ করে ভারত। দলকে ভালো সূচনা এনে দেন অধিনায়ক রোহিত শর্মা এবং শিখর ধাওয়ান। দুর্দান্ত ফর্মে থাকা ধাওয়ানকে (৩৫) রুবেল হোসেন বোল্ড করে দিলে ভাঙে ৭০ রানের উদ্বোধনী জুটি। এরপর ৪২ বলে ৩ চার ২ ছক্কায় ক্যারিয়ারের ১৩তম হাফ সেঞ্চুরি তুলে নেন রোহিত। রোহিতের সঙ্গে জুটি বেঁধে হাত খোলার চেষ্টা করেন সুরেশ রায়না। শুরু থেকে টাইগার বোলারদের আঁটোসাটো বোলিংও যেন কিছুটা খেই হারিয়ে ফেলে।

৩০ বলে ৫ চার ২ ছক্কায় ৪৭ রান করা রায়না রুবেলের বলে সৌম্য সরকারের তালুবন্দি হলে ভাঙে ১০২ রানের জুটি। শেষ ওভারের শেষ বলে ৬১ বলে ৫ চার ৫ ছক্কায় ৮৯ করা রোহিতের রান-আউট করেছেন রুবেল। ভারতের রান দাঁড়ায় ৩ উইকেটে ১৭৬। টাইগার পেসার রুবেল হোসেন একটি রান-আউট করা ছাড়াও নিয়েছেন ২টি উইকেট।

আজকের ম্যচে একটি পরিবর্তন আনা হয়েছে বাংলাদেশ দলে। গত দুই ম্যাচে বোলিংয়ে জ্বলে উঠতে না পারা তাসকিনের জায়গায় সুযোগ পেয়েছেন আরেক পেসার আবু হায়দার রনি। অন্যদিকে ভারত একাদশেও একটি পরিবর্তন এসেছে। পেসার জয়দেব উনাদকাটের জায়গায় দলে এসেছেন মোহাম্মদ সিরাজ।

নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ৭১জন যাত্রী ও ক্রু নিয়ে বাংলাদেশি ইউএস বাংলার একটি বিমান মাটিতে আছড়ে পড়ে অর্ধশতাধিক বাংলাদেশি ও নেপালি যাত্রীর প্রাণহানির ঘটনায় নিহতদের স্মরণে কালো ব্যাজ পরে আজ মাঠে নেমেছে টিম টাইগার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest