সর্বশেষ সংবাদ-
তালায় ধানের ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত : আহত ১০শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সাতক্ষীরা জেলা শ্রমিকলীগের র‌্যালিসাতক্ষীরার শ্যামনগরে সাপের কামড়ে শিশুর মৃত্যু।সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহতসাতক্ষীরার রাজ্জাক পার্কে সাশ্রয়ী মূল্যে মাসব্যাপী বসুন্ধরা পন্য বিক্রি শুরুসাতক্ষীরায় প্রাণি সম্পদ কর্মকর্তার বাড়িতে ডাকাতির ঘটনার ৫ দিন পার না হতেই একই এলাকায় আবারো ডাকাতিএস এস সি পরীক্ষায় সাতক্ষীরা জেলায় প্রথম আহনাফ তাহসিনকারিগরি শিক্ষাকে মর্যাদা প্রদান ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাকে বিএসসি সমমান মর্যাদা ঘোষনার উদ্যোগে বিদ্বেষী কার্যক্রমের প্রতিবাদে সংবাদ সম্মেলনদেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপনসাতক্ষীরায় ১২০ লিটার ভেজাল দুধ জব্দ: দেড় লক্ষ টাকা জরিমানা ও ১ মাসের বিনাশ্রম কারাদ-

নীলাকাশ গ্রুপের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী

নুরনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার নুরনগরে নীলাকাশ গ্রুপের ৫ম প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন করা হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টায় নুরনগর সুন্দরবন টাওয়ারের ২য় তলায় নীলাকাশ গ্রুপের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিক অনুষ্ঠিত হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীলাকাশ গ্রুপের ব্যবস্থপনা পরিচালক মোঃ নুরুজ্জামান।” স্বপ্ন সাধনা সাহসে, এগিয়ে চলো আত্মবিশ্বাসে’ এই ম্লোগান কে বুকে নিয়ে গত ৫ বছর অতিক্রম করেছে। নীলাকাশ গ্রুপের ব্যাবসায়ী কার্যক্রমের সাথে সামাজিক দায়বদ্ধতা নিয়ে বিভিন্ন সমাজ সেবামূলক কাজ করে থাকে। প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রতিপাদ্য বিষয় সুদের হাত থেকে নিজে বাচো, অন্যকে বাচাও, মাদক থেকে দুরে থাকো, নিজেকে সুস্থ্য রাখো। সমাজকে বদলানোর প্রত্যয়ে গত ৫বছর ধরে এগিয়ে চলায় নীলাকাশ গ্রুপকে ধন্যবাদ জ্ঞাপন করেন আমন্ত্রীত অতিথিরা। নীলাকাশ গ্রুপের জন্ম দিনের আনন্দ বিচ্ছুরণের দ্রুতি ছোয়া আয়োজনে জন প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ব্যাবসায়ীসহ সমাজের সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। পবিত্র কুরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বখতিয়ার আহমেদ, উপজেলা আ”লীগের সাধারন সম্পাদক আতাউল হক দোলন, ইউনিয়ন আ’লীগের সভাপতি জি এম হাবিবুর রহমান হবি, ইউপি সদস্য আব্দুল করিম, উপজেলা সেচ্ছা সেবক লীগের সাধারন সম্পাদক সাইদুর রহমান সাইদ, নুরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম আহমেদ, নুরনগর পাবলিক লাইব্রেরীর সভাপতি সওকাত ওসমান, নবীন সংঘের সভাপতি মুনির আহমেদ, সাধারন সম্পাদক দেবাশিষ ঘোষ, ডাঃ মাহমুদুল হাসান ইস্রাফিল সহ সাংবাদিক জাকির হোসেন, সাংবাদিক পলাশ দেবনাথ,সাংবাদিক মুকুল আহমেদ, সাংবাদিক নয়ন আহমেদ, সাংবাদিক ইদ্রিস আলী প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় জাতীয় পার্টির ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার বেলা ১১টায় শহরের নারকেলতলা মোড় এলাকায় আলোচনা সভার মধ্য দিয়ে পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব শেখ আজহার হোসেনের সভাপতিত্বে ও সদর উপজেলা জাপার সভাপতি আনোয়ার জাহিদ তপনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাপার কেন্দ্রীয় সাংগঠণিক সম্পাদক শেখ মতলুব হোসেন লিয়ন, প্রধান বক্তা ছিলেন জেলা জাপার সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জেলা জাপার সিনিয়র সহ সভাপতি নুরুল ইসলাম, জাপা নেতা আবু তাহের, আবু সাদেক, আনোয়ার হোসেন আনু, আকরাম হোসেন খান বাপ্পী, যুব সংহতির সভাপতি শেখ শাখাওয়াতুল করিম পিটুল, মুক্তিযোদ্ধা প্রজন্ম পার্টির কেন্দ্রীয় নেতা রাজীবুল্লাহ রাজু, জেলা ছাত্র সমাজের আহবায়ক আবুল কালাম আজাদ সুজন, কাইসারুজ্জামান হিমেল, সদস্য সচিব আকরামুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক রোকনুজ্জামান সুমন প্রমূখ। এ সময় জাতীয় পার্টি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশ ও জনগণের কল্যাণে কাজ করেছেন পল্লীবন্ধু হুসাইন মুহাম্মদ এরশাদ। জনগণ এখন জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। কিছুদিন আগে রংপুর সিটি নির্বাচনে তার প্রমাণ রেখেছেন রংপুরের জনগণ।

এ সময় আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সংগঠণকে গতিশীল করতে কাজ করার আহব্বান জানানো হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের জেলা সভাপতি পলাশ, রাজ্জাক সম্পাদক

প্রেস বিজ্ঞপ্তি: বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ এর সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত ৩০শে ডিসেম্বর সন্ধ্যায় ৫১ সদ্যসের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ এর কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি জহির উদ্দিন মধু ও সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন কমিটির অনুমোদন দেন। আংশিক কমিটি ঘোষণার প্রায় দেড় মাস পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো। কমিটিতে সভাপতি হিসাবে মনোনীত করা হয় এড. আল মাহমুদ পলাশ, সাধারণ সম্পাদক পদে মো: আব্দুর রাজ্জাক ও সাংগঠনিক সম্পাদক পদে শাহ মো: সাইফুল ইসলামকে। এছাড়াও কমিটিতে সহ-সভাপতি পদে ৬জন যুগ্ম সাধারণ সম্পাদক ৩ জন, সহ-সাংগঠনিক সম্পাদক পদে ৭জন, সম্পাদক ম-লীর সদস্য ১৮জন এবং কার্যনির্বাহী সদস্য ১৪ জন মোট ৫১ সদস্য বিশিষ্ট বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সাতক্ষীরা জেলা কমিটি অনুমোদন প্রদান করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইটাগাছায় শিশু ধর্ষণের চেষ্টায় আটক-১

নিজস্ব প্রতিবেদক : ৭বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে শহরের গড়েরকান্দা এলাকায় এ ঘটনাটি ঘটেছে। আটককৃত ব্যক্তি শহরের ইটাগাছা পূর্বপাড়া এলাকার মৃত আব্দুল বারীর ছেলে কওছার আলী (৫৫)। স্থানীয়রা ও ওই শিশু জানায়, ওই শিশু মেয়ে পিকনিকে যাওয়ার জন্য পাশের ফুল আনতে যায়। যাওয়ার পথে গড়েরকান্দা এলাকার রাস্তার পাশেই কওছারের ব্যবসায়ীক প্রতিষ্ঠানের মধ্যে ওই শিশুকে ডাক দেয়। তার হাতে ৩০টাকা দিয়ে ওই শিশুর গোপনস্থানে হাত দেয়। এসময় ওই শিশু চিৎকার দিলে তাকে ছেড়ে দেয়। পরে ওই শিশুর পরিবার স্থানীয়রা তার কাছে জানতে চাইলে তাদের কে বিভিন্ন ভাবে হুমকি দেয়। এক পর্যায়ে পুলিশ এসে ওই শিশুর জবানবন্দীর ভিত্তিতে লম্পট কওছারকে আটক করে। এব্যাপারে ইটাগাছা পুলিশ ফাঁড়ির এসআই উত্তম বলেন, কওছার ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করেছে। তার প্রমাণ পেয়ে আমরা তাকে আটক করেছি। উল্লেখ্য, লম্পট কওছার গত ৮মাস আগে এধরণের একটি ঘটনা ঘটিয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে। এদিকে আটক লম্পটকে ছাড়াতে থানায় একটি মহল তদবির শুরু করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে নৌকার সাথে থাকতে হবে -আশাশুনিতে এমপি রুহল হক

মোস্তাফিজুর রহমান: সরকারের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে হলে নৌকার সাথে থাকতে হবে। বর্তমান জননেত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতাই আসার পর থেকে শিক্ষা, বিদ্যুৎ, যোগাযোগ, কৃষি উৎপাদন, তথ্য সহ সার্বিক বিষয়ে উন্নয়ন করে যাচ্ছে। ইংরেজি বছরের প্রথম দিনেই সারা দেশে এক যোগে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে কোটি কোটি নতুন বই বিতরণ করা হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে দূর্বার গতিতে এগিয়ে চলছে। এখনই সময় বাংলাদেশের মাথা উচু করে দাড়াবার। আমাদেরকে সুসংগঠিত হয়ে কাজ করতে হবে। শেখ হাসিনা সরকার না থাকলে আমরা স্বল্প মূল্যে সার, বিদ্যুৎ পাবো না এবং শিক্ষার্থীদের বছরের প্রথম দিনে বিনা মূল্যের বই দিতে পারবে না। বর্তমান সরকার কমিউনিটি ক্লিনিক গুলো সাধারণ মানুষের দোড় গোড়াই পৌছে দিয়েছেন। আমারা শেখ হাসিনা সরকারের কাছে সাতক্ষীরার জন্য মেডিকেল কলেজ, রেললাইন চেয়েছিলাম। মেডিকেল কলেজ বাস্তবায়ন হয়েছে এবং রেললাইনের কাজ চলছে। সাতক্ষীরা ০৩ আসেনের সকল জনগনের বাড়ীতে অতিদ্রুত বিদ্যুৎ সংযোগ পৌছে যাবে। দেশকে যদি উন্নয়ন করতে হয়, বঙ্গবঙ্গুর সোনার বাংলা গড়ার প্রত্যায় নিয়ে যদি কাজ করতে হয় ও দেশকে যদি ডিজিটাল বাংলাদেশে পরিনত করতে হয় তাহলে আসুন সকলে নিজেদের মধ্যে সকল ভেদাভেদ ভুলে সবাই এককাতারে মিলেমিশে নৌকার সাথে থাকি। এখন ভাবার সময়, নিজেদের বিবেকের কাছে প্রশ্ন করেন, আমরা কি দেশের উন্নয়ন চাই নাকি দেশের মানুষকে পুড়িয়ে মারতে চাই। আশাশুনি উপজেলা কৃষকলীগের ত্রী-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসকল কথা বলেন সাবেক সফল স্বাস্থ্য মন্ত্রী, সাতক্ষীরা ০৩ আসনের জাতীয় সংসদ সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রাণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি অধ্যপক ডাঃ আ ফ ম রুহল হক। এর আগে প্রধান অতিথি জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আশাশুনি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি এবিএম মোস্তাকিম। সম্মেলনে উপজেলা কৃষকলীগ’র আহবায়ক স ম সেলিম রেজা সেলিমের সভাপতিত্বে এবং উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চুর পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত) আতিকুল হক আতিক। মঙ্গলবার দুপুরে উপজেলা সদর ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত সম্মেলনের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজীত সাধু। এসময় বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগ’র সাধারন সম্পাদক মোঃ মঞ্জুর হোসেন, সহ-সভাপতি সুবোধ কুমার চক্রবর্তী, আতিয়ার রহমান, ঝিনাইদাহ জেলা কৃষকলীগ সাধারন সম্পাদক আশরাফুল আলম, পেীর আ’লীগ আহবায়ক নুরুল হক, উপজেলা যুবলীগ সভাপতি স ম সেলিম রেজা মিলন, শোভনালী ইউনিয়ন আ’লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান প্রভাষক ম. মোনায়েম হোসেন, আনুলিয়া ইউনিয়ন আ’লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন, প্রতাপনগর ইউনিয়ন আ’লীগ সভাপতি ও ইউপ চেয়ারম্যান জাকির হোসেন, জেলা পরিষদ সদস্য মহিতুর রহমান, জেলা কৃষকলীগ’র যুগ্ম সাধারন সম্পাদক প্রভাষক শেখ হেদায়েতুল ইসলাম, জেলা কৃষকলীগ নেতা প্রভাষক আব্দুল আলিম, মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান প্রমুখ। এছাড়া আওয়ামীলীগ, কৃষকলীগ সহ সকল আওয়ামী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে সম সেলিম রেজা সেলিমকে সভাপতি এবং মতিলাল সরকারকে সাধারণ সম্পাদক করে আশাশুনি উপেেজলা কৃষকলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে সমাজ সেবা দিবসের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোস্তাফিজুর রহমান, আশাশুনি ব্যুরো : নারী পুরুষ নির্বিশেষে, সমাজ সেবায় গড়বো দেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আশাশুতে জাতীয় সমাজ সেবা দিবস পালনের লক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও সমাজ সেবা অধিপ্তরের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-০৩ আসনের জাতীয় সংসদ সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রানালয়ের স্থায়ী কমিটির সভাপতি অধ্যপক আলহাজ্ব ডাঃ আ ফ ম রুহুল হক। এসময় তিনি বলেন সরকার সমাজ সেবা অধিদপ্তরের ব্যাপক অর্থ বরাদ্ধ দিচ্ছেন। এ বরাদ্ধকে সঠিক ভাবে ব্যবহার করতে হবে। সমাজ সেবা অধিদপ্তর সহ দেশের সার্বিক উন্নয়নকে অব্যহত রাখতে আমাদেরকে নৌকা প্রতিকের সাথে থাকতে হবে। আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি এবিএম মোস্তাকিম। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ইমদাল হকের পরিচালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন এমপি প্রতিনিধি শুম্ভজীৎ মন্ডল, চেয়ারম্যান শেখ জাকির হোসেন, জেলা মৎস্যজীবি সমিতির সভাপতি মোল্যা রফিকুল ইসলাম, এলজিইডি কর্মকর্তা আক্তার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক, মাধ্যমিক একাডেমী সুপারভাইজার মোঃ হাসানুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি এম এম সাহেব আলী, এনজিও মৌমাছি প্রতিনিধি সুশান্ত মোল্লীক, সমাজ উন্নয়নে আলোর দিশারী সভাপতি মোঃ জসিমউদ্দীন প্রমুখ।
উপজেলাধীন নিবন্ধনকৃত ও সকল স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে উপজেলা সকল এনজিও এবং স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিয়ে করছেন বরুণ ধাওয়ান!

তারকাদের বিয়ে, জীবনযাপন, পোশাক পরিচ্ছদ নিয়ে দর্শক ও ভক্তদের মধ্যে একটা বাড়তি আগ্রহ সবসময়ই কাজ করে। কখনো বাস্তবতা, কখনো গুঞ্জন সবকিছুতেই খোঁজ রাখেন তারা। আর বলিউডে সেটি নানা মাত্রায় সামনে আসে। এবার শোনা যাচ্ছে বলিউডের জুড়ুয়া টু’র অভিনেতা বরুণ ধাওয়ান বিয়ে করতে যাচ্ছেন।

‘বদ্রিনাথ কি দুলহানিয়া’, ‘জুড়ুয়া-২’র জোড়া সাফল্যে ‘দিলওয়ালে’ বয়ের ফ্যান ফলোয়ার্স হু হু করে বেড়েছে। একই সঙ্গে পুরনো অনুরাগীরও আরও বেশি করে বরুণের প্রেমে পড়েছে। বলতে হবে ২০১৭ সালটা বেশ ভালই গিয়েছে বরুণ ধাওয়ানের। কারণ সব মিলিয়ে ন’টি হিট ছবি উপহার এই অভিনেতা। তবে তার বিয়ের খবরেই এ মূহূর্তে সরগরম বি-টাউন।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, প্রেমিকা বলিউডের কেউ নন। গার্লফ্রেন্ড নাতাশা দালাল পেশায় ফ্যাশন ডিজাইনার। দীর্ঘদিনের এই প্রেমের সম্পর্ককেই এবার পরিণতি দিতে চলেছেন বরুণ। গাঁটছড়া বাঁধতে চলেছেন এই দুই লাভ বার্ডস। নতুন বছরের মাঝামাঝি কোনও সময়েই আসবে সেই শুভক্ষণ।

তবে বিয়ের অনুষ্ঠানের ব্যাপারে বাবা-মার সিদ্ধান্তকে গুরুত্ব দিতে চান বরুণ। সহকর্মী অানুশকা শর্মার মতো বিদেশে গিয়ে বিয়েটা করে চমকে দিতেও নাকি তাঁর আপত্তি নেই। তবে বাবা-মার প্রতিক্রিয়া নিয়ে একটু দ্বন্দ্বে রয়েছেন। কেননা পাঞ্জাবি পরিবারের হওয়ায় বাবা-মা ঐতিহ্য মেনেই তাঁর বিয়ে দিতে চাইবেন, এমনটাই মনে করেন বরুণ ধাওয়ান।

এদিকে বাবা ডেভিড ধাওয়ানের ‘বিবি নম্বর ১’-এর রিমেকে বরুণ থাকছে কি না তা নিয়ে ইতিমধ্যেই নানা গুজব রটেছে।এমনিতেই বাবার সঙ্গে কাজ করতে ভালবাসেন বরুণ। তবে এই রিমেকে তিনি বাবার সঙ্গে আদৌ কাজ করছেন কি না, তা এখনও স্পষ্ট নয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইরানে সহিংস বিক্ষোভ, পুলিশসহ নিহত ১৫

ক্রমশই সহিংস হয়ে উঠছে ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভ। সোমবার পর্যন্ত বিক্ষোভে সহিংসতার মাত্রা বেড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ১৪ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। অপরদিকে বিক্ষোভকারীদের হামলায় নিহত হয় দেশটির একজন পুলিশ সদস্য। দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত গণমাধ্যমে হতাহতের এই তথ্য প্রকাশ করা হয়।

এ ব্যাপারে রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, সশস্ত্র বিক্ষোভকারীরা থানায় ও সেনা ক্যাম্পে হামলা চালানোর চেষ্টা করেছে। রাজধানী তেহরানে এনগালেব স্কয়ারের পাশে ছোট গ্রুপে বিক্ষোভকারীরা জমায়েত হওয়ার চেষ্টা করলে পুলিশ টেয়ার গ্যাস নিক্ষেপ করেছে।

অন্যদিকে দেশটির আধা-সরকারি গণমাধ্যম মেহর জানিয়েছে, নাজাফাবাদ শহরে একজন পুলিশ কর্মকর্তা ও তিন বিক্ষোভকারী নিহত হয়েছেন।

বিক্ষোভ দমনে অন্তত ৪০০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।

সূত্র: আল জাজিরা

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest