সর্বশেষ সংবাদ-
কলারোয়ায় মিনি স্টেডিয়াম ও বাইপাস সড়ক নির্মাণের প্রতিশ্রুতি হাবিবুল ইসলাম হাবিবেরসাতক্ষীরার ৩২৪ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতারশ্যামনগরে জনসভা- গণমিছিলের মধ্য দিয়ে গাজী নজরুল ইসলামের নির্বাচনী প্রচারণা শুরুতালা–কলারোয়ার উন্নয়নে ঐক্যের ডাক হাবিবুল ইসলাম হাবিবেরআদালত চত্বরে কেরোসিন ঢেলে মাটি চাপা দেওয়া হলো জব্দকৃত হরিণের মাংসসাংবাদিক আকরামুলের উপর হামলা : সাতক্ষীরা প্রেসক্লাবের তীব্র নিন্দাপাইকগাছায় বাসস চেয়ারম্যান আনোয়ার আলদীনের উদ্যোগে দশ গ্রামের দুস্থদের মাঝে তিন সহস্রাধিক কম্বল বিতরণবিএনপি থেকে ডা: শহীদুল আলম বহিস্কারসংগ্রামের গল্পে ঢাবি জয় দিহানেরতালায় লার্নিং শেয়ারিং ওয়ার্কশপ

খালেদা জিয়ার জামিন বহাল, পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি বুধবার

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রাখা হয়েছে।

মঙ্গলবার হাইকোর্টের দেয়া জামিন আটকাতে চেম্বার আদালতে আবেদন করেন দুর্নীতি দমন কমিশন (দুদক) ও রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ‘নো অর্ডার’ দিয়ে পরবর্তী শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন।

আগামীকাল বুধবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে পূর্ণাঙ্গ বেঞ্চে এর ওপর শুনানি অনুষ্ঠিত হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঝিকরগাছার বাঁকড়ায় সিনেমা স্টাইলে ডাকাতি

মোঃ রাসেল ইসলাম: অভিনব কাইদায় সিনেমা ষ্টাইলে সন্ধ্যা রাতে ডাকাতি করে ৮/১০ ভরি স্বর্ণালংকার, দুই লক্ষধিক টাকা ও মোবাইল নিয়ে গেছে ডাকাতদল। ঘটনাটি ঘটেছে, যশোরের ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের ইস্তা গ্রামে।

জানা যায়, সোমবার সন্ধ্যা সাতটার দিকে ইস্তা গ্রামের বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী নজরুল ইসলাম দুলুর বাড়িতে তিনজন পুরুষ ও একজন মহিলা এসে ঘরের দরজা নক করে। দরজা খোলার সঙ্গে সঙ্গে নজরুল ইসলাম দুলুর নাতনিকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাত দল। এসময় তারা বাড়ি থেকে ৮/১০ ভরি স্বর্ণালংকার, দুই লক্ষাধিক টাকা ও মোবাইল নিয়ে পালিয়ে যায়।

বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শিকদার মতিয়ার রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, শোনার সাথে সাথে ঘটনাস্থলে এসেছি। ডাকাতদলকে ধরার জন্য বিভিন্ন জায়গায় তথ্য পাঠিয়েছি। প্রশাসনিক তৎপরতা চলছে।

গ্রামবাসী জানিয়েছে, তারা মোটর সাইকেল যোগে এসেছিল এবং মোটর সাইকেলেই পালিয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কাদাকাটি হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মোস্তাফিজুর রহমান, আশাশুনি ব্যুরো: আশাশুনি উপজেলার কাদাকাটি আরার মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল থেকে ২৬ টি ইভেন্টের ক্রীড়া প্রতিযোগিতা ও সন্ধ্যা থেকে মাধ্যরাত পর্যন্ত ২০টি ইভেন্টের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন আশাশুনি উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। এসময় প্রধান অতিথি বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মনের খোরাক যোগায়। তাই পড়াশুনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহনে আগ্রহী হতে হবে শিক্ষার্থীদের। প্রতিষ্ঠানের দাতা সদস্য সাবেক মেম্বর আঃ হান্নানের সভাপতিত্বে এসময় আশাশুনি মাধ্যমিক শিক্ষক সমিতির নব নির্বাচিত সভাপতি মোস্তাফিজুর রহমান, সম্পাদক আরিফুল ইসলাম (বাচ্চু), অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান খান, সহকারি প্রধান শিক্ষক ফজলুল হক, উপজেলা তরুনলীগ নেতা এস এম ওমর ছাকী পলাশ, জনপ্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষকবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র ক্রীড়া অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশিষ্ট সমাজ সেবক একেএম জহুরুল হক ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের বিদ্যোৎসাহি সদস্য এড. জিয়াউর রহমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাংবাদিক সুব্রত দাশের ঠাকুরমা আর নেই

মোস্তাফিজুর রহমান, আশাশুনি ব্যুরো: আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি ও দৈনিক পত্রদূত প্রতিনিধি সুব্রত দাশের ঠাকুরমা মৃত্যু বরণ করেছেন। উপজেলা কুল্যা ইউনিয়নের বশিরাবাদ গ্রামের স্বর্গীয় পদ দাশের স্ত্রী ভদিদাসী (৯৩) মঙ্গলবার ভোর ৩টা ৪০মিনিটে নিজ বাড়ীতে বার্ধক্য জনিত কারণে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৫পুত্র ২কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বেলা ১২টায় তার শেষকৃত সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন আশাশুনি রিপোর্টার্স ক্লাব নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে পরিবার পরিকল্পনা কার্যালয়ের বিভাগীয় সভা অনুষ্ঠিত

মোস্তাফিজুর রহমান, আশাশুনি ব্যুরো: আশাশুনিতে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের বিভাগীয় মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলাবর সকালে বিআরডিবি সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। এসময় উপজেলা উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার দুলাল চন্দ্র বৈদ্য, ফারুকুজ্জামান, শাহারিয়ার কবির কল্লোল, পরিবার কল্যাণ পরিদর্শক অন্তরা আফরোজ, রুমা পারভীন, মুক্তা পারভীন, মাহমুদা সুলতানা, পরিবার পরিকল্পনা পরিদর্শক আব্দুল আল বাকী, মোছাদ্দেক হোসেন, ছামিউর রহমান, হাবিবুল্লাহ রহমান, আবু সুফিয়ান, গোলাম মোস্তফা সহ উপজেলা পরিবার কল্যান সহকারী বৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনি থানায় নতুন ওসি মোস্তাফিজুর রহমানের যোগদান

মোস্তাফিজুর রহমান: আশাশুনিতে নবাগত থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাঃ মোস্তাফিজুর রহমান যোগদান করেছেন।

সোমবার সকালে তিনি ওসি শাহিদুল ইসলাম শাহীনের স্থলাভিষিক্ত হয়ে আশাশুনি থানায় যোগদান করেন। তিনি রাজশাহী থেকে খুলনা রেঞ্জ হয়ে আশাশুনি থানায় এসেছেন। ইতিপূর্বে তিনি সাতক্ষীরা জেলা পুলিশের গোয়েন্দা শাখা, দেবহাটা থানা ও শ্যামনগর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে কাজ করেছেন। তার গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলায়। ব্যক্তিগত জীবনে তিনি ২ কন্যা ও ১ পুত্র সন্তানের জনক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সীমান্ত থেকে ১২ কেজি গাঁজাসহ আটক-২

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার টেংরা ভবানীপুর সীমান্ত এলাকা থেকে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার ভোরে সদর উপজেলার বাঁশদহ ইউনিয়নের টেংরা ভবানীপুর সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, সদর উপজেলার সাতানী গ্রামের জহির উদ্দীনের ছেলে শহিদুল ইসলাম (৪৫) ও বাঁশদহ ইউনিয়নের টেংরা ভবানীপুর গ্রামের মুকুল গাজীর ছেলে মোঃ আলী হোসেন (২২)।
পুলিশ জানায়, ভারত থেকে অবৈধ পথে মাদক এনে সাতক্ষীরা সীমান্তে বিক্রি করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি টহল দল ক্রেতা সেজে সদর উপজেলার টেংরা ভবানীপুর এলাকার মাদক ব্যবসায়ী আলী হোসেন ও সাতানী এলাকার শহিদুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। এসময় ১২ কেজি গাঁজাসহ তাদের হাতেনাতে আটক করা হয়।
সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আলী আহম্মেদ হাশেমী বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত মাদক ব্যবসায়ীদের নামে একাধিক মামলা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে পানিতে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার শ্যামনগরের পল্লীতে পুকুরের পানিতে ডুবে দুই কন্যা শিশুর করুন মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা একে-অপরের চাচাতো বোন। মঙ্গলবার সকাল ১০ টার দিকে উপজেলার আটুলিয়া ইউনিয়নের মোল্যাপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত দুই শিশু হল, শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের মোল্যাপাড়া গ্রামের নজরুল সানার মেয়ে মরিয়ম আক্তার সুমাইায়া (৫) ও নুরুজ্জমান সানার মেয়ে শাহনাজ আক্তার মিষ্টি (৬)।
নিহতদের স্বজনরা জানান, সকালে শিশু কন্যা সুমাইয়া ও মিষ্টি তারা দুই জন বাড়ির পাশে পুকুর ধারে খেলা করছিল। এসময় হঠাৎ অসাবধান বশতঃ তারা দুই চাচাতো বোন পুকুরের পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে তাদের স্বজনরা তাদের মরাদেহ ওই পুকুর থেকে উদ্ধার করে। এদিকে, একই সাথে আপন দুই চাচাচতো বোনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আব্দুল মান্নান তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest