সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরার ৩২৪ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতারশ্যামনগরে জনসভা- গণমিছিলের মধ্য দিয়ে গাজী নজরুল ইসলামের নির্বাচনী প্রচারণা শুরুতালা–কলারোয়ার উন্নয়নে ঐক্যের ডাক হাবিবুল ইসলাম হাবিবেরআদালত চত্বরে কেরোসিন ঢেলে মাটি চাপা দেওয়া হলো জব্দকৃত হরিণের মাংসসাংবাদিক আকরামুলের উপর হামলা : সাতক্ষীরা প্রেসক্লাবের তীব্র নিন্দাপাইকগাছায় বাসস চেয়ারম্যান আনোয়ার আলদীনের উদ্যোগে দশ গ্রামের দুস্থদের মাঝে তিন সহস্রাধিক কম্বল বিতরণবিএনপি থেকে ডা: শহীদুল আলম বহিস্কারসংগ্রামের গল্পে ঢাবি জয় দিহানেরতালায় লার্নিং শেয়ারিং ওয়ার্কশপসাতক্ষীরায় ৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার : ৪টি আসনে প্রতিদ্বন্দ্বী ১৮

সাতক্ষীরায় পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা মূলক  ক্লাস  রুটিন বিতরণ

নিজস্ব প্রতিবেদক : “জঙ্গি মাদকের প্রতিকার, বাংলাদেশ পুলিশের অঙ্গীকার” এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে শুরু হয়েছে স্কুল ও কলেজের সকল পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে মাদক, জঙ্গিবাদ ও বাল্য বিবাহ সচেতনতা সৃষ্টি ও ক্লাস রুটিন বিতরণ।
সোমবার সকালে সাতক্ষীরার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পুলিশ সুপার সাজ্জাদুর রহমান আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, জেলা বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার শেখ মোঃ ইয়াসিন আলী, জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মোঃ আজম খান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহম্মেদ, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আব্দুল্লাহ আল মামুনসহ সকল শিক্ষক ও শিক্ষার্থীরা।
এ সময় পুলিশ সুপার সাজ্জাদুর রহমান বলেন, আজকের শিশু আগামি দিনের ভবিষ্যৎ, তাই কোমলমতি শিক্ষাথীদের মাঝে শুরু থেকে যদি মাদক, জঙ্গিবাদ ও বাল্য বিবাহর কুফল সম্পর্কে সচেতনতা তৈরি করা যায় তবেই বাংলাদেশকে আমরা সোনার বাংলা হিসাবে গড়ে তুলতে পারবো, পরে সেখানে শিক্ষার্থীদের মাদক, জঙ্গিবাদ ও বাল্য বিবাহ প্রতিরোধে শপথ বাক্য পাঠ করানো হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জামায়াতের কেন্দ্রীয় আমির নজরুলসহ ১১ নেতা আটক

রাজশাহী নগরীর হেতেম খাঁ এলাকায় গোপন বৈঠকের সময় জামায়াতের ১১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার সকাল নয়টার দিকে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জামায়াতের আমির নজরুল ইসলাম ও রাজশাহী নগর জামায়াতের সেক্রেটারি সিদ্দিক হোসাইন আছেন।

পুলিশ জানায়, জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা বর্ণালী মোড়ের পেছনে হেতেম খাঁ মোড়ের ৫তলা একটি ভবনের গোপন বৈঠক করছিলেন। এসময় খবর পেয়ে বিপুল পরিমাণ পুলিশ সেখানে চারদিক থেকে ঘিরে ফেলে। একপর্যায়ে বাড়ির ভিতরে অভিযান চালিয়ে পুলিশ জামায়াতের ১১ নেতাকে আটক করে।

নগর পুলিশের কমিশনার মাহাবুবর রহমান জানান, নাশকতার উদ্দেশ্যে ওই জামায়াত নেতারা সেখানে গোপন বৈঠক করছিলেন। পুলিশ গোপনে খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করে। রাজশাহীতে তারা কী ধরণের নাশকতার পরিকল্পনা করছিল তা জানতে নগর ডিবি কার্যালয়ে রেখে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যে নদীতে ডুব দিলেই হয়ে যাবেন কঙ্কাল!

পৃথিবীর শোভা ও সৌন্দর্য্যের এক অনন্য সৃষ্টি নদী। সেই বহমান নদী মানেই ঝাঁপিয়ে পড়া, সাঁতার কাটা। শৈশবের এমন মজার স্মৃতি আছে অনেকরই। কিন্তু যদি এমন হয় যে, আপনি নদীতে ডুব দিলেন আর ভেসে উঠার পর আপনার গায়ে শুধু হাড়গুলো ছাড়া কিছুই নেই! তাহলে ব্যাপারটা কেমন হবে?

স্পেনে এমনই একটি ভয়ঙ্কর নদী আছে, যেখানে ডুব দিলে কঙ্কাল হয়ে উঠতে হবে। রিও টিনটো নামের এ নদীর পানি অত্যন্ত আম্লিক (এসিডিক) (pH-1.7-2.5) এবং ভারী ধাতু সমৃদ্ধ। নদীর পানিতে রয়েছে প্রচুর ফেরিক আয়রন। স্পেনের দক্ষিণ পশ্চিম দিয়ে বয়ে যাওয়া এ নদীটির উৎস আন্দালুসিয়া পর্বতে। এ নদীটি মাইন খননের সময় উৎপন্ন হয়েছে।

জানা গেছে, প্রায় পাঁচ হাজার বছর ধরে এখান থেকে কপার তোলা হয়েছে। এই মাইনটির ব্যাপ্তি এতোটাই ব্যাপক যে এর আশেপাশের গ্রামগুলোকে অন্যত্র সরিয়ে ফেলতে হয়েছে। এমনকি নদীটি বেশ কয়েকটি আস্ত পাহাড়কেও গ্রাস করেছে।

এই খননের প্যাটার্ন অর্থাৎ নদীটি এতোটাই দৃষ্টি নন্দিত যে দেখলে মনে হবে আপনি পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গায় আছেন। তবে যতই সুন্দর হোক, এটাকে স্পর্শ করা যায় না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্রীদেবীর স্থলাভিষিক্ত হচ্ছেন মাধুরী

বলিউডের সদ্য প্রয়াত অভেনেত্রী শ্রীদেবীর মৃত্যুটি ছিলো অনাকাঙ্ক্ষিত। তাকে হারানোর শোক ভুলতে পারছেনা বলিউড। শ্রীদেবীকে নিয়ে অনেক কাজের পরিকল্পনাও ছিলো বলিউড প্রযোজক ও পরিচালকদেরও। তাদের মধ্য বলিউড প্রযোজক করন জোহরের পরিকল্পনাটা ছিলো এগিয়ে।

শ্রীদেবীকে নিয়েই তার পরবর্তী ছবি ‘সিদ্ধত’এর শুটিং শুরু হওয়ার কথা ছিলো। তবে সে শ্রীদেবীর মৃত্যুতে তা অনেকটাই ফিকে হয়ে গিয়েছিলো। তবে আশার বানী শুনিয়েছেন করন,বললেন শ্রীদেবীর চরিত্রটিতে কাজ করবেন আরেক বলিউড তারকা মাধুরী দীক্ষিত। ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে মাধুরীর সঙ্গে।

করন জোহররের এ ছবিটি পরিচালনা করবেন অভিষেক বর্মন। এছাড়াও ছবিটিতে আরো কাজ করছে বরুন ধাওয়ান,আলিয়া ভাট ও সঞ্জয় দত্ত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
টাকা আদায়ে পরিচালককে ২৪ ঘণ্টার আল্টিমেটাম পরীমনির

চিত্রনির্মাতাকে পাওনা টাকা চেয়ে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। তবে ওই নির্মাতার নাম প্রকাশ করেননি ঢাকাই চলচ্চিত্রের এ নায়িকা।

পরীমনি সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে শনিবার দিবাগত রাতে এসব জানান। পরীমনি নিজের ফেসবুকে লিখেছেন, ‘২৪ ঘণ্টা সময় এর মধ্যে আমার পাওনা টাকা নিজ দায়িত্বে দিয়ে যাবেন সম্মানিত ডিরেক্টর সাহেব। নামটা ২৪ ঘণ্টা পর লিখবও। যদি এর মধ্যে আমি টাকা না পাই।’

পরীমনি জানান, পাওনা টাকার জন্য দুই বছর ধরে ঘুরছেন। কিন্তু এর মধ্যে ওই পরিচালক টাকা পরিশোধ করছেন না। ওটা কোনো পেমেন্ট ছিল না। নগদ টাকা ধার নিয়েছিলেন ওই পরিচালক। তিনি বলেন, ‘ভুলে গেছেন, ওটা পেমেন্ট ছিল না, ধার নিয়েছিলেন সাহেব। এবার বুঝবেন মুনাফেকগিরি কি জিনিস!’

সম্প্রতি বিএফডিসির ৭ নম্বর ফ্লোরে আনুষ্ঠানিকভাবে নিজের প্রযোজনা সংস্থার নাম ও কর্মপরিধির কথা জানান পরীমনি। এ সময় সবাইকে চমকে দিয়ে পরী প্রযোজিত প্রথম সিনেমা সম্প্রতি নামও ঘোষণা করেন এ নায়িকা। ‘ক্ষত’ নামে এ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করবেন পরীমনি ও জায়েদ খান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মিয়ানমারে রোহিঙ্গাদের জমিতে ঘাঁটি বানাচ্ছে সেনাবাহিনী

অনলাইন ডেস্ক: মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, মিয়ানমারে সেনাবাহিনীর নির্যাতনে রোহিঙ্গারা পালিয়ে যাওয়ার পর তাদের ফেলে আসা গ্রাম ও জমিজমায় ঘাঁটি তৈরি করছে সেনাবাহিনী।

নতুন এক গবেষণার পর আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, তারা স্যাটেলাইট থেকে ধারণ করা ছবি ও প্রত্যক্ষ দর্শীদের বরাত দিয়ে এমন তথ্য জানতে পেরেছেন।

 যেসব গ্রাম থেকে মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনে রোহিঙ্গারা পালিয়ে গেছেন সেসব গ্রামেই ঐ রোহিঙ্গাদের ফেলে আসা জমি ও ভিটা-বাড়ির উপর ঘাঁটি তৈরি করছে সেনাবাহিনী।

চলতি বছরের জানুয়ারিতে রোহিঙ্গাদের গ্রামে বহু বাড়ি-ঘর বুলডোজার দিয়ে মাটির সাথে মিশিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। নতুন করে সারি সারি ঘর জ্বালিয়ে দেয়া হয়েছে বলেও সংস্থাটি উল্লেখ করেছে।

এর আগে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচও একই ধরনের ঘটনার বর্ণনা দিয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক মুখপাত্র এটিকে সেনাবাহিনী দ্বারা ভূমিগ্রাস বলে উল্লেখ করেছেন। তবে মিয়ানমার সরকার অ্যামনেস্টির অভিযোগ সম্পর্কে কোন মন্তব্য করেনি।

গত বছরের আগস্টের ২৫ তারিখ থেকে রাখাইনে অভিযান শুরু করে সেনাবাহিনী। তাদের অভিযানের পর থেকে প্রাণভয়ে বাংলাদেশে পালিয়ে এসেছে প্রায় সাত লাখ রোহিঙ্গা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘মানুষ চোখ মারতে ভুলেই গিয়েছিল, তাই আমাকে পছন্দ করেছে’

অনলাইন ডেস্ক: সিনেমার প্রচারণার জন্য প্রকাশিত প্রথম ভিডিও ক্লিপেই সুপার-ডুপার হিট। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই তাণ্ডবে যোগ দিয়েছিল ভারত ছাড়িয়ে বিশ্বের বড় বড় সব গণ মাধ্যম।

যাকে নিয়ে এমন মাতাল হাওয়া বইল তিনি কি ভাবছেন? সেটাইতো প্রিয়া প্রকাশ কি ভাবছেন? এত দিন এ নিয়ে তেমন কিছু না বললেও এবার মুখ খুলেছেন আন্তর্জাতিক গণ মাধ্যম বিবিসির কাছে।

বলছেন কি? এক চোখের টিপে লক্ষ কোটি হৃদয়কে এফোড়-ওফোড় করা প্রিয়া!

প্রিয়া প্রকাশ বলেন, ‘রাতারাতি এটা হয়েছে। এরকম কিছু আশা করি নি। ভেবেছিলাম ভিডিওটা হয়তো শুধু কেরালাতে আলোচনার জন্ম দেবে। কিন্তু কখনোই ভাবিনি যে এটা এমন আন্তর্জাতিক পর্যায়েও চলে যেতে পারে।’

তিনি আরও বলেন, ‘চোখ মারা নিয়েই লোকজন বেশি কথা বলেছে। আমাকে ‘চোখ মারার রানী’, ‘চোখ মারার সেনসেশন’ ইত্যাদি বলেও তারা ডাকছিলো। আমি মনে করি, আজকালকার দিনে সামাজিক যোগাযোগের মাধ্যমে মানুষ মনের কথা জানিয়ে দেয়। কথা বলে, বার্তা পাঠায় মোবাইল ফোনে।’

প্রিয়া প্রকাশ ওয়ারিয়ার বলেন, ‘নিজেদের আবেগ অনুভূতি প্রকাশে মানুষ এখন প্রচুর স্মাইলি ব্যবহার করে। সামনা সামনি এ সব বিষয়ে কথা বলে না। ফলে ওই ভিডিওতে ব্যক্তিগতভাবে এ রকম করে আমার চোখ মারা দেখে লোকের পছন্দ হয়েছে।’

কিন্তু সবাই যে এই ‘চোখ মারার’ ভিডিওটিতে মুগ্ধ হয়েছে তা কিন্তু নয় বলে অভিমত প্রকাশ করেছেন হালের সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনসেশন।

মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) স্ত্রী খাদিজাকে উদ্দেশ্য করে গাওয়া হয়েছিলো, এমন অভিযোগ তুলে ভারতের কয়েকটি মুসলমান গ্রুপ তার এবং ওই সিনেমার নির্মাতাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল। কিন্তু দেশটির সুপ্রিম কোর্ট মামলাটিকে খারিজ করে দেয়।

‘ওরু আদার লাভ’ নামের ওই সিনেমাটিতে প্রিয়া প্রকাশ একজন ছাত্রীর ভূমিকায় অভিনয়ে করেন। এটি একটি কিশোর প্রেমের কাহিনীর নির্ভন সিনেমা।

অষ্টাদশী প্রিয়া বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম না থাকলে আমার এই ভিডিও ভাইরাল হতো না। হয়তো এই ভিডিওটির লোকজন কথা হয়তো জানতই না।’

রাতারাতি এমন সেনসেশনে পরিণত হওয়ার পাশাপাশি তিনি আরেকটি কারণে ভীষণ খুশি। তিনি বলেন, ‘ভারতীয় সিনেমার কথা বললেই সবার প্রথমে মনে হয় বলিউডের কথা। কিন্তু বলিউডের বাইরেও বহু বড় বড় সিনেমা শিল্প রয়েছে- মালায়লাম, তেলেগু, তামিল, কান্নাড়া। ওগুলোতেও অনেক ভালো ভালো সিনেমা তৈরি হয়।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাজধানীর বস্তির দুই হাজার ঘর পুড়ে ছাই

অনলাইন ডেস্ক: মিরপুর ১২ নম্বর সেকশনের ইয়াসিন আলী মোল্লার বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা তিন ঘণ্টারও বেশি সময় ধরে চেষ্টার পর আজ সোমবার সকাল ৭টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এর আগে ভোর ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখানে ফায়ার সার্ভিসের ২৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করে। আগুনে প্রায় দুই হাজার ঘর পুরোপুরি পুড়ে গেছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, বস্তির উত্তর দিক থেকে আগুনের সূত্রপাত ঘটে। কিছুক্ষণের মধ্যে তা দক্ষিণ দিকে ছড়িয়ে পড়তে থাকে। আগুনে পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এ ছাড়া ঘটনাস্থলে যাওয়ার রাস্তা সরু হওয়ায় ফায়ার সার্ভিসের কর্মীদের সেখানে পৌঁছাতে সময় লাগে।
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) মেজর শাকিল জানান, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে তাঁদের ২৩টি ইউনিট কাজ করে। সকাল ৭টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
মেজর শাকিল আরো জানান, বস্তির বাসিন্দারা বেশিরভাগই পোশাক শ্রমিক। তাদের ঘরে প্রচুর পরিমাণে ঝুট ছিল। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। হতাহতের সঠিক সংখ্যা তিনি জানাতে পারেননি। তবে এক নারীর আহত হওয়ার খবর নিশ্চিত করেছেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest