সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে জনসভা- গণমিছিলের মধ্য দিয়ে গাজী নজরুল ইসলামের নির্বাচনী প্রচারণা শুরুতালা–কলারোয়ার উন্নয়নে ঐক্যের ডাক হাবিবুল ইসলাম হাবিবেরআদালত চত্বরে কেরোসিন ঢেলে মাটি চাপা দেওয়া হলো জব্দকৃত হরিণের মাংসসাংবাদিক আকরামুলের উপর হামলা : সাতক্ষীরা প্রেসক্লাবের তীব্র নিন্দাপাইকগাছায় বাসস চেয়ারম্যান আনোয়ার আলদীনের উদ্যোগে দশ গ্রামের দুস্থদের মাঝে তিন সহস্রাধিক কম্বল বিতরণবিএনপি থেকে ডা: শহীদুল আলম বহিস্কারসংগ্রামের গল্পে ঢাবি জয় দিহানেরতালায় লার্নিং শেয়ারিং ওয়ার্কশপসাতক্ষীরায় ৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার : ৪টি আসনে প্রতিদ্বন্দ্বী ১৮সাতক্ষীরায় খাদ্য মোড়কে ফ্রন্ট-অফ-প্যাকেজ লেবেলিং প্রবিধানমালা চূড়ান্ত করার দাবিতে স্মারকলিপি

আবদুল হামিদ-নরেন্দ্র মোদির বৈঠক; মমতাকে তিস্তায় রাজি করাতে দিল্লি সচেষ্ট

বাংলাদেশের বহুল প্রত্যাশিত তিস্তার পানি বণ্টন চুক্তিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজি করাতে নয়া দিল্লি সচেষ্ট রয়েছে বলে রাষ্ট্রপতি আবদুল হামিদকে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রোববার নয়া দিল্লিতে রাষ্ট্রপতির ভবনে এক বৈঠকে এ কথা জানান মোদি। বিশ্বের ১২১ দেশের সৌরবিদ্যুৎ সহযোগিতাবিষয়ক জোট ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের (আইএসএ) ‘ফাউন্ডিং কনফারেন্স’ এর ফাঁকে বাংলাদেশের প্রেসিডেন্ট ও ভারত সরকারপ্রধান বৈঠকটি করেন।

দিল্লির রাষ্ট্রপতি ভবন কালচারাল সেন্টারে (আরবিসিসি) ওই সম্মেলনে বাংলাদেশ ছাড়াও ভারত, শ্রীলংকা, ফ্রান্সসহ ২৩ দেশের রাষ্ট্রপ্রধান/সরকারপ্রধান এবং ৯ দেশের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সিঙ্গাপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

চার দিনের সরকারি সফরে সিঙ্গাপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রোববার স্থানীয় সময় দুপুর আড়াইটায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের নিয়ে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে পৌঁছায়।

বিমানবন্দরে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা জানান সিঙ্গাপুরের পরিবেশ ও পানিসম্পদ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র প্রতিমন্ত্রী ড. অ্যামি খোর এবং সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে একটি মোটর শোভাযাত্রার মাধ্যমে সাংগ্রিলা হোটেলে নিয়ে যাওয়া হয়।

সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুংয়ের আমন্ত্রণে প্রধানমন্ত্রী দেশটি সফর করছেন।

আগামীকাল সোমবার সিঙ্গাপুর সরকার শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানাবে। পরে তিনি সিঙ্গাপুরের প্রেসিডেন্ট হালিমা ইয়াকুবের সঙ্গে ইস্তানায় এক সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর প্রধানমন্ত্রী লি সিয়েন লুংয়ের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকও করবেন তিনি।

বার্তা সংস্থা বাসস জানিয়েছে, এ বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা আরো জোরদারের লক্ষ্যে দ্বিপক্ষীয় স্বার্থ-সংশ্লিষ্ট যাবতীয় বিষয় আলোচনা করা হবে বলে ধারণা করা হচ্ছে। সফরকালে বিভিন্ন ক্ষেত্রে দুদেশের সম্পর্ক আরো জোরদারের লক্ষ্যে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। এর মধ্যে রয়েছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা) ও সিঙ্গাপুরের বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল এন্টারপ্রাইজের (আইই) মধ্যে বিনিয়োগ সহযোগিতা-সংক্রান্ত সমঝোতা স্মারক।

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) ও মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এমসিসিআই) সঙ্গে সিঙ্গাপুরের ব্যবসায়িক সংগঠন সিঙ্গাপুর ম্যানুফ্যাকচারিং ফেডারেশনের মধ্যে আলাদা দুটি চুক্তি ও সমঝোতা স্মারকও সই হবে।

পাবলিক-প্রাইভেট অংশীদারিত্ববিষয়ক সমঝোতা স্মারক, এয়ার সার্ভিস ম্যানেজমেন্ট-সংক্রান্ত কনফিডেন্সিয়াল সমঝোতা স্মারক, ডিজিটাল লিডারশিপ, ডিজিটাল ইনোভেশন ও ডিজিটাল সরকারে রূপান্তর-সংক্রান্ত সমঝোতা স্মারক সই হবে।

সফরকালে আগামী মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী সিঙ্গাপুরের বিশ্বঐতিহ্য স্থান বোটানিক্যাল গার্ডেনে যাবেন। সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে একটি অর্কিডের নামকরণ করা হবে। পরে তিনি সাংগ্রিলা হোটেলে বাংলাদেশ-সিঙ্গাপুর বিজনেস ফোরামের গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার আম এবারও ইউরোপে পাঠাতে গাছ পরিচর্যায় ব্যস্ত চাষিরা

আসাদুজ্জামান: ইউরোপের বিভিন্ন দেশে গত ৪ বছর যাবত সাতক্ষীরার আম বাজারজাত হচ্ছে। চলতি বছরও সাতক্ষীরায় আমের বাম্পার ফলন হবে বলে আশা করছেন আম চাষিরা। অন্যান্য বছরের তুলনায় এ বছর প্রতিটি আম গাছে প্রচুর পরিমান মুকুল দেখা দিয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর সাতক্ষীরায় আমের বাম্পার ফলন হবে বলে আশা করছেন আম চাষিরা।
ইউরোপের বিভিন্ন দেশে ইতিমধ্যে সাতক্ষীরার আম বেশ সাড়া জাগিয়েছে। বিশেষ করে এখানকার মাটি ও আবহাওয়া আম চাষের অনুকূল হওয়ায় অন্যান্য অঞ্চলের উৎপাদিত আমের চেয়ে সাতক্ষীরার আম খেতে বেশ সুস্বাদু। আর তাই গত চার বছর ধরে সাতক্ষীরার আম বিদেশে রপ্তানি হচ্ছে।
সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সাতক্ষীরায় সাতটি উপজেলায় চলতি বছরে প্রায় চার হাজার হেক্টর জমিতে আম চাষ হচ্ছে। এর মধ্যে সাতক্ষীরা সদর উপজেলায় ১১৯৫ হেক্টর জমিতে, কলারোয়া উপজেলায় ৬০২ হেক্টর, তালা উপজেলায় ৭০৫ হেক্টর, দেবহাটা উপজেলায় ৩৬৮ হেক্টর কালিগঞ্জ উপজেলায় ৮০৫ হেক্টর, আশাশুনি উপজেলায় ১২৫ হেক্টর ও শ্যামনগর উপজেলায়ং ১৫০ হেক্টর জমিতে আম চাষ হচ্ছে।
এর মধ্যে সাতক্ষীরা সদরে আমের বাগন রয়েছে ১৫৩০টি, কলারোয়ায় ১৩১০টি, তালায় ১৪৫০টি, দেবহাটায় ৪৭৫টি, কালিগঞ্জে ১৪২টি, আশাশুনিতে ১৯০টি ও শ্যামনগর উপজেলায় ১৫০টি আমের বাগান রয়েছে।
এখারকার মাটি ও আবহাওয়া আম চাষের অনুকূল হওয়ায় অন্য অঞ্চলে উৎপাদিত আমের চেয়ে সাতক্ষীরার আম খেতে বেশ সুস্বাদু।
এ জেলায় গোবিন্দভোগ, হিমসাগর, গোপালভোগ, বোম্বাই, গোলাপখাস, ক্ষিরসরাইসহ নানা জাতের আম বাগান রয়েছে। আম গাছের পরিচর্যার জন্য নানামুখী কর্মযজ্ঞে মেতে উঠেছে শত শত মৌসুমী শ্রমিক। সবকিছু ঠিক থাকলে চলতি মৌসুমে স্থানীয় চাহিদা মিটিয়েও সাতক্ষীরা জেলা থেকে প্রায় ১০০০ মেট্রিক টন আম বিদেশে রফতানি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গত বছর যার পরিমাণ ছিল ৭০০ মেট্রিক টন।
আম চাষি দিদারুল আলম বুলু ও সাদেকুর রহমান জানান, তারা ৮টি আমের বাগান কিনেছেন। বাগান কিনতে তাদের খরচ হয়েছে ১০ থেকে ১২ লাখ টাকা। আম বাগান পরিচর্যা করতে এ পর্যন্ত তাদের খরচ হয়েছে প্রায় দেড় লাখ টাকা।
আবহাওয়া অনুকূলে থাকলে আম বাগান ২০ লাখ টাকার কেনাবেচা হবে বলে আশা প্রকাশ করছেন তারা।
তারা আরো বলেন, তাদের প্রতিটি আম বাগনে আমের গুটি আসতে শুরু করেছে। এই সময় মাঝরা পোকার ভয় থাকে গুটি কেটে দেওয়ার তাই বাগানে তারা সার্বক্ষনিক স্প্রেসহ নানা পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন।
সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচারক কৃষিবিদ কাজী আব্দুল মান্নান জানান, সাতক্ষীরার আম গুণে-মানে সুস্বাদু। অন্যান্য জেলার থেকে সাতক্ষীরার আম আগে পাকে। এ জেলার মাটি আম চাষের উপযোগী। গত চার বছর ধরে এ জেলার আম ইউরোপে রফতানি হচ্ছে। এবারও বাগান পরিচর্যা করা হচ্ছে বিদেশে আম পাঠানোর জন্য। বিশেষ করে হিমসাগর ও ন্যাংড়া।
তিনি আরো বলেন, আম চাষিদের দাবির প্রেক্ষিতে চলতি মৌসুমে সাতক্ষীরায় উৎপাদিত আম যাতে বিদেশে যেতে কোনো ধরনের বাধার সৃষ্টি না হয় সে ব্যাপারে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেলা মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলা মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, তালা-কলারোয়া-১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ, জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, জেলা পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোতাকাব্বির, বিজিবি’র মেজর মামুন, সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাতক্ষীরা সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর বিশ্বাস সুদেব কুমার, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক, জেলা চেম্বার অব কমার্সের সভাপতি নাসিম ফারুক খান মিঠু, সার্কেল অফিসার,  উপজেলা চেয়ারম্যানবৃন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শার্শায় আওয়ামী সাংস্কৃতিক ফোরামের মোটরসাইকেল শোভাযাত্রা

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: সমুদ্রের উচ্ছাস জলতরঙ্গকে যেমন বালির বাধ দিয়ে বেধে রাখা যায়না তেমনি হত্যা, খুন, গুম, সন্ত্রাস চাঁদাবজ প্রতিরোধে শার্শার গনমানুষ যশোর জেলা আওয়ামলীগের সাংগঠনিক সম্পাদক বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটনকে আগামী ২০১৯ সালের নির্বাচনে যশোর-১ আসনে এমপি হিসাবে দেখার জন্য শার্শার ১১ টি ইউনিয়নে নেতা কর্মীরা বিশাল এক মোটরসাইকেল শোভাযাত্রা বের করে।

রবিবার সকাল ১১ টার সময় শার্শা ষ্টেডিয়াম থেকে প্রায় ৩ সহ¯্রাধিক মোটর সাইকেল শোভাযাত্রা বাংলাদেশ আওয়ামলীলীগ সাংস্কৃতিক ফোরামের আয়োজনে শার্শা উপজেলা আওয়ামলীলীগের প্রচার সম্পাদক ইলিয়াছ আযম, দপ্তর সম্পাদক আজিবর রহমান ও বেনাপোল পৌর কাউন্সিলার শাহবুদ্দিন মন্টুর নেতৃত্বে বের হয়।
বিশাল এ নির্বাচনী গনসংযোগে শার্শা সদর ইউনিয়ন হয়ে নাভারন, উলাশী, বাগআচড়া, কায়বা , গোগা পুটখালী ইউনিয়ন হয়ে বেনাপোল বাহাদুরপুর লক্ষনপুর নিজামপুর ডিহি ইউনিয়ন হয়ে বেলা ২ টার সময় নাভারন এসে শেষ হয়। নির্বাচনী গনসংযোগে হাজার হাজার নেতা কর্মীরা সবুজ ক্যাপ মাথায় দিয়ে মোটর সাইকেল যোগে বের হলে রাস্তার দুপাশের হাজার হাজার মানুষ হাত নেড়ে শুভেচ্ছা জানায়।

বিশাল এ গনসংযোগে আরো উপস্থিত ছিলেন শার্শা উপজেলা যুবলীগের আহবায়ক সাইদুজ্জামান বিটন, যুবলীগের যুগ্ম সম্পাদক সেলিম রেজা বিপুল, জাকির হোসেন, আমিনুর রহমান,আওয়ামলীগ নেতা আলতাপ হোসেন, সাবেক পুটখালী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল গফফার সরদার, বেনাপোল পৌর আওয়ামলীগের আহবায়ক সুকুমার দেবনাথ যশোর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও শার্শা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আকুল হোসাইন প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সীমান্তে দুই দিনে ১ কোটি ৩০ লাখ টাকার সোনা ও রুপা জব্দ

আসাদুজ্জামান: ভারতে পাচার কালে সাতক্ষীরার পদ্মশাখরা সীমান্ত থেকে ৫ পিস স্বর্ণের বারসহ এক চোরাবারীকে আটক করেছে বিজিবি। রোববার সকালে সদর উপজেলার পদ্মশাখরা সীমান্ত উক্ত স্বর্ণ চোরাকারবারীকে আটক করা হয়। আটক স্বর্ণ চোরাকারবারীর নাম হাসানুর রহমান (২৩)। তিনি সদর উপজেলার লক্ষিদাড়ী গ্রামের আব্দুল আজিজের ছেলে।
এর আগে গত ৮ মার্চ বৃহস্পতিবার ভোমরা স্থল বন্দর সড়কের বাদামতলা এলাকা থেকে ২ কেজি ১০০ গ্রাম ওজনের ১২ পিস স্বর্ণের বার ও কলারোয়া উপজেলার মাদরা সীমান্ত থেকে ১৪ কেজি রুপা জব্দ করা হয়।

ভোমরা বিওপির কমান্ডার সুবেদার শফিকুর রহমান জানান, রোববার সকালে ভারতে পাচারের জন্য চোরাকারবারীদের একটি গ্রুপ স্বর্ণের একটি চালান পদ্মশাখরা সীমান্তে নিয়ে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে স্বর্ণ চোরাকারবারী হাসানুরকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। তিনি আরো জানান, উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৬৫ ভরি ১২ আনা।

এদিকে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ভোমরা স্থল বন্দর সড়কের বাদামতলা এলাকা থেকে ২ কেজি ১০০ গ্রাম ওজনের ১২ পিস স্বর্ণের বারসহ আজিজ হাসান নামের এক চোকারবারীকে আটক করে বিজিবি। তিনি সদর উপজেলার মাহমুদপুর গ্রামের গোলাম সরোয়ারের ছেলে।
অপরদিকে, ওই দিন রাতে কলারোযা উপজেলার মাদরা সীমান্ত থেকে ১৪ কেজি রুপা জব্দ করে বিজিবি।

সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সরকার মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৮ মার্চ বৃহস্পতিবার ও আজ ১১ মার্চ রোববার দুই দিনের জব্দকৃত ১৭ পিস স্বর্ণের বার ও ১৪ কেজি রুপার মূল্য প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ছয়ঘরিয়ায় তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

মাষ্টার মফিজুর রহমান: সদর উপজেলার ছয়ঘরিয়া কোরআনিয়া মক্তব প্রাঙ্গণে তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে মাহফিল কমিটি আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মো. খলিলুর রহমান সানা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি ও জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক অাবু আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন, ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মুকুল, ঝাউডাঙ্গা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য মো. শরিফুজ্জামান ময়না, মাধবকাটি বাজার কমিটির সভাপতি মো. আবুল খায়ের বিশ্বাস, ঝাউডাঙ্গা ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির লিটু, সাংবাদিক মাষ্টার মফিজুর রহমান প্রমুখ।

উক্ত মাহফিলে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, অন্ধ হাফেজ মো. কামরুজ্জামান, মেহেরপুর। প্রধান বক্তা ছিলেন, হাফেজ মাওলানা মাহমুদুল হাসান। মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক  রবিউল ইসলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আমৃত্যু চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

সংবিধান সংশোধন করে চীনের সংসদ দেশটির প্রেসিডেন্টের জন্য নির্ধারিত মেয়াদ সীমা অবলুপ্ত করেছে। ফলে আমৃত্যু চীনের প্রেসিডেন্ট থাকতে পারবেন শি জিনপিং।

রোববার সংবিধান সংশোধনের ভোটে জিনপিংয়ের পক্ষে পড়েছে ২ হাজার ৯৫৮টি ভোট; যেখানে তার বিপক্ষে পড়েছে দু’টি এবং তিনজন সাংসদ ভোট দেয়া থেকে বিরত ছিলেন।

১৯৯০ সালের দিক থেকে চীনের একজন প্রেসিডেন্ট ৫ বছর করে সর্বোচ্চ দু’বারের জন্য নির্বাচিত হতে পারতেন।

ফেব্রুয়ারির শেষ দিকে কমিউনিস্ট পার্টি চীনের সংবিধান থেকে প্রেসিডেন্টের মেয়াদসীমা তুলে দেয়ার প্রস্তাব তোলে। ২০২৩ সাল পর্যন্ত মেয়াদ ছিল শি জিনপিংয়ের।

আগে থেকেই ধারণা করা হচ্ছিল সংবিধান সংশোধন করতে জিনপিংকে কোনো বেগ পেতে হবে না। কারণ, কাগজে-কলমে কংগ্রেসই হলো চীনের সবচেয়ে বড় আইন প্রণয়নকারী সংস্থা। কিন্তু এটাকে স্রেফ একটা কাঠের পুতুল বলেই মনে করা হয়, কারণ, যেমন নির্দেশনা থাকে কংগ্রেস সেভাবেই সব অনুমোদন করে থাকে। বিগত ৫০ বছরের ইতিহাসে এর ব্যত্যয় ঘটেওনি।

রোববার সংবিধান সংশোধনীর উদ্দেশ্যে আয়োজিত ভোটে প্রধম ভোটটিই দেন শি জিনপিং। লাল একটি বক্সে প্রতিটি ব্যালট পেপার পড়ার সঙ্গে সঙ্গেই হাতে তালি দিয়ে প্রেসিডেন্টের মেয়াদসীমা বিলুপ্তিকে স্বাগত জানিয়েছেন প্রতিনিধিরা।

২০৫০ সালের মধ্যে চীনকে অর্থনৈতিক ও সামরিক দিক থেকে সুপারপাওয়ারে পরিণত করার স্বপ্ন লালন করেন শি। সংবিধান সংশোধনীর মাধ্যমে আজীবন ক্ষমতায় থাকার পথ পরিষ্কার করে নিজের সেই স্বপ্ন বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest