সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ভূমিহীন সমিতির কঠোর হুশিয়ারীসাতক্ষীরায় শিশু-যুব ও স্টেকহোল্ডারদের কর্মশালাশ্যামনগরে অস্ত্র-গুলিসহ আটক সুন্দরবনের ত্রাস সাইফুলসাতক্ষীরায় দৈনিক ভোরের চেতনা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিতসাতক্ষীরায় বিএনপি নেতা চিশতি’র মনোনয়নের দাবিতে সড়ক অবরোধগ্রীন কোয়ালিশন সাতক্ষীরা জেলা ইউনিটের কমিটি গঠনগণভোটসহ ৫ দফা দাবিতে সাতক্ষীরা জামায়াতের বিক্ষোভসাতক্ষীরায় প্রকাশ্যে চেতনানাশক স্প্রে করে এক নারীর গহনা ও মোবাইল ছিনতাইসাতক্ষীরায় উপকূলীয় এলাকায় ক্রীড়া উৎসব১২ নভেম্বরকে ‘উপকূল দিবস’ ঘোষণার দাবি

সাতক্ষীরায় আ’লীগ নেতার দখলীয় সম্পত্তি দখল চেষ্টার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় আব্দুল কুদ্দুস নামে এক ব্যক্তির ভোগ দখলীয় জমি দখলের জন্য পায়তারা চালাচ্ছে একটি মহল। তিনি শহরের রইচপুর এলাকার বাসিন্দা ও স্থানীয় ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি।
সূত্র জানায়, পলাশপোল মৌজাধীন ডিএস ১৯৯৪নং খতিয়ানে ১২৮০ দাগে ১২ একর ৩৭ শতক জমি রেকর্ডীয় প্রজা আব্দুল হাইখাঁ ও তাহার দুই পুত্র আব্দুল ওহাব ও আব্দুল আহাদ খাঁ এর নিকট হইতে দেওয়ানী ৪৮/৪৭ নং মোকদ্দমায় সোলে সূত্রে আতিয়ার রহমান প্রাপ্ত হয়ে খাসে সত্ববান থাকা কালিন এক পুত্র আব্দুল কুদ্দুস ও এক কন্যা ঝর্না খাতুন কে রেখে মারা যান। অতপর তারা দুজন বাদী হয়ে সাতক্ষীরা যুগ্ম জেলা জজ-১ আদালতে দেওয়ানী ১৫/১৬ নং মোকদ্দমা দাখিল করে পরিচালনা করে আসছে। উক্ত মোকদ্দমা বিবাদী পক্ষ আব্দুল কাদের খান দিং তাদের দাবীর পোষকে জাল নামপত্তন ১/৮৩-৮৪ ও ১/৮৪-৮৫ নং নামপত্তন ও খাজনা দাখিলা দাখিল করায় বিজ্ঞ সাবজজ তাদের কাগজপত্র সেফ কাস্টডিতে নিয়েছে বলে জানা গেছে।
এ ছাড়া উক্ত একই জমি নিয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ১১৮৬৫/১৫ নং রিট পিটিশন দাখিল করেন। ইহা খারিজ হয়ে গেলে উক্ত আদেশের বিরুদ্ধে ৩০০২/১৭ নং লিভ টু আপিল দাখিল করে। যা বিচারাধীন আছে। এ ছাড়া একই জমি নিয়ে সরকার পক্ষ ৪৬/১১ নং সিভিল আপিল দায়ের করলে উক্ত মোকদ্দমায় আব্দুল কুদ্দুস দিং বিবাদী শ্রেণিভুক্ত হয়েছে।
এদিকে উক্ত সম্পত্তি দখল নেওয়ার জন্য পায়তারা চালাচ্ছে একটি মহল। জমিতে দখলে থাকা আব্দুল কুদ্দুস কে জমি ছেড়ে দেওয়ার জন্য হুমকি অব্যাহত রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এব্যাপারে জেলা প্রশাসনসহ উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্থক্ষেপ কামনা করেছে ভূক্তভোগী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা পৌর দিঘীর পাড়ে সৌন্দর্য বর্ধন প্রকল্পের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক :: সাতক্ষীরা পৌর দিঘীর পাড়ে সৌন্দর্য বর্ধন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে শহরের পৌর দিঘীর পশ্চিম পাশের্^ প্রধান অতিথি হিসেবে কুদাল দিয়ে মাটি কেটে সৌন্দর্য বর্ধন নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। এসময় তিনি বলেন,‘ পৌরবাসীর সর্বোচ্চ নাগরিক সেবা দেওয়ার জন্য ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছি। পর্যায়ক্রমে নাগরিক সেবাসহ রাস্তা-ঘাট, সুপেয় পানি, ড্রেণ কালভাট তৈরি ও সংস্কার করে পৌরবাসীর সেবা দিতে চাই। পৌর দিঘীর পশ্চিম পাশে সৌন্দর্য বর্ধন করে বসার ব্যবস্থা করা হবে।’ এসময় ইপস্থিত ছিলেন পৌরসভার ০৪ নং কাউন্সিলর কাজী ফিরোজ হাসান, পৌরসভার মহিলা কাউন্সিলর অনিমা রাণী মন্ডল, ফারহা দিবা খান সাথি, নাজমুল আরেফিন মিল্টু, শেখ খাইরুল ইসলাম বাচ্চু, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সহকারি প্রকৌশলী কামরুল আখতার, শহর পরিকল্পনাবিদ শুভ্র চন্দ্র মহলী, এসও সাগর দেবনাথ, সার্ভেয়ার মো. মামুনার রশিদসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
২জন অসহায় দিন মজুরকে মাদক ব্যবসায়ী বানানোর চেষ্টা

নিজস্ব প্রতিবেদক : মিথ্যা মাদক ব্যবসায়ী বানিয়ে ২জন অসহায় দিন মজুরকে হয়রানি অভিযোগ উঠেছে। এঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ওই ২জন অসহায় দিন হলেন, লাবসা ইউনিয়নের নলকুড়া গ্রামের মৃত. আজিজুল হকের ছেলে শেখ হাফিজুল হক ও তার ভাগ্নে শাকির।
হাফিজুল হক জানান, তিনি পানি লাইনে ও ওয়ারিংয়ের কাজ করে জীবিকা নির্বাহ করেন এব ভাগ্নে শাকির সাইকেল মেরামতের কাজ করে। কিন্ত সম্প্রতি একটি কুচক্রী মহল হাফিজুল এবং তার ভাগ্নে শাকির কে মিথ্যা মাদক ব্যবসায়ীদের সাথে জড়িয়ে পত্র-পত্রিকায় একটি সংবাদ পরিবেশন করেন। অথচ তারা অত্র এলাকায় শান্তি প্রিয় মানুষ হিসাবে পরিচিত। ইতোপূর্বে তারা কখনো মাদক ব্যবসা ও সেবনের সাথে জড়িত ছিলো না। মিথ্যা মাদক ব্যবসায়ী বানিয়ে হয়রানি ঘটনা তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন হাফিজুল ইসলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ঢেউ টিন ও নগদ অর্থ বিতরণ

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা সদর উপজেলার দুঃস্থ ক্ষতিগ্রস্থ ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বরাদ্ধকৃত ঢেউ টিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার সকালে সদর উপজেলা চত্বরে সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জালাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ঢেউ টিন ও নগদ অর্থ বিতরণ করেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা অসহায় মানুষের কল্যাণে কাজ করে বিশে^র দরবারে মানবতার মা হিসেবে স্বীকৃতি পেয়েছেন। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে এগিয়ে নিতে এবং জাতির ভাগ্যোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের জনগণ শান্তিতে থাকে। দেশের সাধারণ মানুষ উন্নয়নের জন্য জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসাবে।’ সদর উপজেলার ১শ’ ১৫টি দুঃস্থ ক্ষতিগ্রস্থ ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে ১শ ২৩ ব্যান্ডেল ঢেউ টিন এবং ৩ লক্ষ ৬৯ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সাতক্ষীরা আহছানিয়া মিশনের সহ-সভাপতি শেখ তহিদুর রহমান ডাবলু, সৈয়দ নাজমুল হক বকুল ও ইউপি সদস্য এস.এম রেজাউল ইসলাম প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাংবাদিকদের সাথে সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে ভিশন-২০২১ সম্পর্কিত এক প্রেস ব্রিফিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে উক্ত সভাটি অনুষ্ঠিত হয়। সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রেস ব্রিফিং ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন। অন্যান্যদের মধ্যে উক্ত সভায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী, দৈনিক প্রথম আলো’র নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যাণার্জী, দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি.এম নুর ইসলাম, সিনিয়র সাংবাদিক সুভাষ চোধুরী, অরুণ ব্যাণার্জী, মমতাজ আহমেদ বাপ্পি, এম. কামরুজ্জামান, মোস্তাফিজুর রহমান উজ্জল, আবু তালেব মোল্যা, কাজী শওকাত হোসেন ময়না, অসীম বরণ চক্রবর্তী, দৈনিক আজকের সাতক্ষীরার সম্পাদক মহসীন হোসেন বাবলু, জেলা তথ্য অফিসার মো. মোজাম্মেল হক, বরুণ ব্যাণার্জী, দীলিপ কুমার দেব, প্রমুখ। এসময় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক বলেন, ‘দেশের সকল উন্নয়ন কর্মকান্ড জনসাধারণের মাঝে তুলে ধরতে মিডিয়া অগ্রণী ভূমিকা রাখে। তিনি বলেন, সকলকে সাথে নিয়ে এবং সকলের সহযোগিতায় সাতক্ষীরা জেলাকে দেশের একটি মডেল জেলায় পরিনত করার চেষ্টা অব্যাহত রাখবো। এসময় নবাগত জেলা প্রশাসক ধৈর্য্য সহকারে সাংবাদিকদের বক্তব্যে জেলার বিভিন্ন সমস্যা ও চাওয়া পাওয়ার কথা শোনেন এবং জেলার উন্নয়নে সব রকম সহযোগিতার আশ্বাস দেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনি তাঁতীলীগের সেক্রেটারীকে অব্যাহতি

প্রেস বিজ্ঞপ্তি : আশাশুনি উপজেলা তাঁতীলীগের সেক্রেটারী হাবিবুর রহমান গাজীকে সংগঠন বিরোধী কার্যকলাপের অভিযোগে অব্যাহতি দেওয়া হয়েছে। গত ৭ মার্চ’ ১৮ তারিখে সাতক্ষীরা জেলা তাঁতীলীগের সভাপতি মীর আজাহার আলী শাহীন ও সাধারণ সম্পাদক শেখ তৌহিদ হাসান স্বাক্ষরিত এক পত্রে তাকে অব্যাহতি প্রদান করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় পুকুর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার তালা উপজেলায় উদয় হালদার (৩৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে উপজেলার ইসলামকাটি ইউনিয়নের গণডাঙা গ্রামের বাড়ির পাশের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
উদয় হালদার ওই গ্রামের জীবন হালদারের ছেলে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করা ওই মরদেহের গলায় ফাঁস লাগানো ছিল। পুকুর পাড়ের একটি গাছে ফাঁস লাগানো দড়ির বাকী অংশ ঝুলছিল। হত্যা না আত্মহত্যা তা এখনই বলা যাচ্ছে না। মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এ বিষয়ে উদয় হালদারের পরিবারের পক্ষ থেকে এখনো কোন অভিযোগ করা হয়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইতিহাস কেউ মুছে ফেলতে পারে না- সোহরাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতার নামটি মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল। কিন্তু ইতিহাস কেউ মুছে ফেলতে পারে না।

৭ মার্চের ভাষণ ইউনেসকো স্বীকৃতি দিয়েছিল। আড়াই হাজার বছরের ভাষণের ইতিহাসের মধ্যে এই ভাষণ অন্যতম শ্রেষ্ট ভাষণ।

আজ বুধবার বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ উপলক্ষ্যে আয়েজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, যারা একাত্তরে গণহত্যা চালিয়েছিল তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন জাতির পিতা। কিন্তু স্বাধীনতায় বিশ্বাস করেনি যারা তাদেরকে পরবর্তীতে জাতির পিতার হত্যার পর পুনর্বাসিত করা হয়েছিল।

প্রধানমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধ করা হয়েছিল, বঙ্গবন্ধু এই দেশ স্বাধীন করেছিলেন। এদেশের মানুষ ছিল শোষিত বঞ্চিত, তাদের রাজনৈতিক অধিকারের জন্য জাতির পিতা সংগ্রাম করেছেন। বাংলার মানুষের জন্য তিনি জীবন উৎসর্গ করে গেছেন।

তিনি বলেন, দেশ স্বাধীনের পর সাড়ে তিন বছরে একটি প্রদেশ, সেটাকে রাষ্ট্রে উন্নীত করা, বিশ্বের দেশগুলো থেকে স্বীকৃতি আনা, বঙ্গবন্ধু তা করেছিলেন।

শেখ হাসিনা বলেন, এদেশে ৭ মার্চের ভাষণ বাজানোর কোনো অধিকার ছিল না। যেখানেই বাজানো হতো সেখানেই বাধা দেওয়া হতো। তবুও আমি বলেছি সব বাধা উপেক্ষা করেই ৭ মার্চে ভাষণ বাজাতে হবে। এ ভাষণ বাজাতে গিয়ে অনেকে নির্যাতিত হয়েছেন, আহত হয়েছেন। তবুও এ ভাষণ বাজানো থেমে থাকেনি। 

শেখ হাসিনা বলেন, আজ যেখানে শিশুপার্ক ঠিক সেখানে সেদিনের মঞ্চ ছিল। আমার সৌভাগ্য হয়েছিল সেখানে উপস্থিত থাকার। জাতির পিতা সেখানে দাঁড়িয়েই ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ সেই ঐতিহাসিক ঘোষণা দেন।   তার সে ঘোষণা সমগ্র বাংলাদেশে ছড়িয়ে যায়। সত্যি প্রতিটি ঘর দুর্গ গড়ে যুদ্ধে ঝাপিয়ে পড়েছিল। পাকিস্তানিরা যখন গণহত্যা শুরু করলো তখন বঙ্গবন্ধু ইপিআরের ওয়ারলেস ব্যবহার করে স্বাধীনতা না পাওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে বলছিলেন।

ষড়যন্ত্রের কারণে ২০০১ সালে ক্ষমতায় আসতে পারিনি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আন্দোলন সংগ্রামের মাধ্যমে বারবার বিজয় ছিনিয়ে এনেছে বাংলাদেশের মানুষ। সংগ্রাম করেই একুশ বছর পর আবারও ক্ষমতায় আসতে পেরেছে আওয়ামী লীগ।

প্রধানমন্ত্রীবলেন, ২০১৩ থেকে ২০১৫ সাল খালেদা জিয়ার উৎসব ছিল আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা।

এর আগে সোহরাওয়ার্দী উদ্যানে আজ বেলা ২টা ৩০ মিনিটে পবিত্র কোরান তেলোয়াত, গীতা, ত্রিপিটক, বাইবেল সহ পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের সূচনা বক্তব্য রাখেন দলটির সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এর পর আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।

এদিকে সকাল থেকে আওয়ামী লীগের সমাবেশে অংশ নিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনতার ঢল নামে। দুপুর ১২টার পর কানায় কানায় পূর্ণ হয়ে যায় সোহরাওয়ার্দী উদ্যান। সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশ মিছিলে মিছিলে সরগরম হয়ে উঠে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest