সর্বশেষ সংবাদ-
জাতীয় নিরাপদ সড়ক দিবসে সাতক্ষীরায় বিআরটির রোড শোতালায় বালু বিক্রয় নিয়ে সংঘর্ষে আহত ৪ : ভুক্তভোগী পরিবারের অভিযোগলাবণ্যবতী খালের উপর কাঠের ব্রিজটি যেন মৃত্যুর ফাঁদসাতক্ষীরা-২ আসনে এবি পার্টির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জি এম শাকিলবর্ণিল সাজে সাতক্ষীরায় লেকভিউ রাগবি সেভেনস ট্রফি’র উদ্বোধনপিআর পদ্ধতির দাবিতে সাতক্ষীরায় সেমিনারশ্যামনগরে আজাবা শাকের মেলা ও রান্না প্রতিযোগিতাসংকটের মুহূর্তে জনগণের কণ্ঠস্বর হয়ে ওঠা কালবেলার সাহসী ভূমিকা স্মরণীয় হয়ে থাকবেসাতক্ষীরায় শ্রমিক নেতা মনিকে আটকের প্রতিবাদে মানববন্ধনপিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দাবিতে সাতক্ষীরায় জামায়াতের মানববন্ধন

বেনাপোল সীমান্তে ভারতীয় কসমেটিকস ও ইমিটেশন গহনা উদ্ধার

মোঃ রাসেল ইসলাম, বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শার বেনাপোল সীমান্তের বড়আঁছড়া গ্রাম থেকে বিপুল পরিমান ভারতীয় কসমেটিক্স ও ইমিটেশন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার ভোরে সীমান্তের মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় এসব মালামাল উদ্ধার করা হয়।মালামালের আনুমানিক মুল্য প্রায় ১৪ লক্ষ টাকা ৷৪৯, বিজিবি ব্যাটেলিয়ন চেকপোস্ট আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমাদের কাছে সংবাদ আসে যে,, চোরাচালানীরা সীমান্তের বড়আঁছড়া গ্রামের মাঠে বিপুল পরিমান ভারতীয় এমিটেশন নিয়ে অবস্থান করছে , গোপন সংবাদের ভিক্তিতে সেখানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমান ভারতীয় মালামাল পাওয়া যায় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা বস্থা ফেলে পালিয়ে যায়।পরিত্যক্ত বস্তা গুলো ক্যাম্পে এনে তার মধ্য থেকে বিপুল পরিমান কসমোটিক্সও এমিটেশন সামগ্রী পাওয়া যায়। এসময় কোন চোরাচালানী আটক করা সম্ভব হয়নি বলে তিনি জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হজ নিবন্ধন শুরু, শেষ ১১ মার্চ

হজের নিবন্ধন আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। চলবে আগামী ১১ মার্চ পর্যন্ত। হজের প্রথম ফ্লাইট ১৪ জুলাই। এসব তথ্য জানিয়েছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।

আজ দুপুরে সচিবালয়ে ধর্ম মন্ত্রণালায়ে সম্মেলন কক্ষে হজের নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ধর্মমন্ত্রী।

এ সময় মন্ত্রী ২০১৮ সালের হজনীতি ঘোষণা করেন। গত সপ্তাহে মন্ত্রিসভায় হজনীতির অনুমোদন দেওয়া হয়।

হজনীতির বিভিন্ন দিক উল্লেখ করে ধর্মমন্ত্রী বলেন, এর আগে হজনীতিতে যাত্রীদের জন্য পুলিশ ভেরিফিকেশন (ছাড়পত্র) বাধ্যতামূলক ছিল। এবার সেই শর্ত উঠিয়ে দেওয়া হয়েছে। নিবন্ধনের পর কোনো প্রতিস্থাপন করা যাবে না। তবে মারা গেলে বা গুরুতর অসুস্থ হলে সর্বোচ্চ ৪ শতাংশ প্রতিস্থাপন করা যাবে।

সংবাদ সম্মেলনে হজযাত্রীদের অভিযোগের ব্যাপারে মন্ত্রী বলেন, ২০১৭ সালে হজযাত্রীদের নিয়ে প্রতারণা করায় ১৯৩টি হজ এজেন্সির বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হয়। এর মধ্যে ৬৪টি এজেন্সির লাইসেন্স বাতিল ও জামানত বাজেয়াপ্ত করা হয়। ১৭টি এজেন্সির লাইসেন্স স্থগিত করা হয়। ৪৯টি এজেন্সিকে জরিমানা করা হয়। সতর্ক করা হয়েছে ১২টি হজ এজেন্সিকে। বাকি ৫১ এজেন্সির বিরুদ্ধে অভিযোগের প্রমাণ না পাওয়ায় তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।

সরকারি ব্যবস্থাপনায় হজে যাবেন সাত হাজার ১৯৮ জন। বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন এক লাখ ২০ হাজার। সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। প্যাকেজ-১ এ খরচ হবে তিন লাখ ৯৭ হাজার ৯২৯ টাকা এবং প্যাকেজ-২ এ তিন লাখ ৩১ হাজার ৩৫৯ টাকা। এ ছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন খরচ হবে তিন লাখ ৩১ হাজার ৩৫৯ টাকা।

এ সময় ধর্ম সচিব আনিসুর রহমানসহ ধর্ম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য দেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
লাবসা জামাতের আমির নাশকতার আসামি শহিদুল মাদ্রাসার সুপার হতে চান !

মাহাফিজুল ইসলাম আককাজ: লাবসা ইউনিয়নের জামাতের আমীর মানিকহার দাখিল মাদ্রাসার সহকারি মৌলভী নাশকতা মামলার আসামী মো. শহিদুল ইসলাম এবতেদায়ী জুনিয়র অভিজ্ঞতা দেখিয়ে রাজনগর দাখিল মাদ্রাসার সুপার পদে চাকুরী নেওয়ার পায়তারা করছে। ইতিমধ্যে সে অভিজ্ঞতার সনদ জালিয়াতি করে সিনিয়র টাইম স্কেল গ্রহণ করেছে এবং তার বিরুদ্ধে বিভিন্ন জালিয়াতির অভিযোগ রয়েছে। বিগত কয়েক বছর আগে মাল্টি মিডিয়া পারপার্স নির্ভরতা গ্রুপের নাম করে বিভিন্ন গ্রাহকের কাছ থেকে টাকা আত্মসাৎ ও হয়রানী করার অভিযোগ রয়েছে। সদরের লাবসা ইউনিয়নের থানাঘাটা গ্রামের রাজ মিস্ত্রী আব্দুস সামাদের কাছ থেকে বিভিন্ন সময়ে সুকৌশলে ৩ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। এধরনের অনেক গ্রাহকের কাছ থেকে টাকা নিয়ে প্রতারণা ও দীর্ঘদিন হয়রানী করে আসছে। স্থানীয় কিছু আওয়ামীরীগ নেতাকে ম্যানেজ করে নাশকতা মামলার আসামী লাবসা ইউনিয়নের জামাতের আমীর হওয়া সত্বেও গা ফুলিয়ে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে এবং সে নানা কুকর্ম করেও কিভাবে রাজনগর দাখিল মাদ্রাসার সুপার পদে যোগদান করার পায়তারা চালাচ্ছে? বর্তমান আওয়ামীলীগ সরকারের সময়ে রাজনগর দাখিল মাদ্রাসায় ম্যানেজিং কমিটি থেকে আওয়ামীলীগ নেতাদের বাদ দিয়ে জামাত নেতারা এই শিক্ষা প্রতিষ্ঠানকে কুঙ্খিগত করে রেখেছে এবং গোপনে শিক্ষার্থীদের জঙ্গিবাদের উস্কানীমুলক প্রচারনার অভিযোগ ও রয়েছে। এব্যাপারে মাদ্রাসা কতৃপক্ষ ও সচেতন মহল নাশকতা মামলার আসামী ও জামাতের আমীর শহিদুলকে অবিলম্বে গ্রেফতার করতে জেলা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘বাঘি ২’ ছবির প্রথম গানেই বাজিমাত (ভিডিও)

শুরু থেকেই ছবিটি নিয়ে আলোচনা তুঙ্গে। আর এর অন্যতম কারণ বলিউডের নব্য সেনসেশন টাইগার শ্রফ। অভিনেতার অতিমানবীয় পারফর্মেন্স ছবিটিকে আলোচনার কেন্দ্রে নিয়ে আসে। পোস্টার আর টিজার-ট্রেলারেই অর্ধেক বাজিমাত। এবার রিলিজ হলো ছবিটির প্রথম গান। আর তাতেই পুরো বাজিমাত।

টাইগার শ্রফ আর দিশা পাটানির এই ছবিটির প্রথম গান ‘মুন্দিয়া’। যা ধারণা করা হয়েছিল, তা-ই। বিখ্যাত ভারতীয় ভাঙড়া গায়ক, গীতিকার ও কম্পোজার লাভ জানজুয়ার সুপারহিট ভাঙড়া নাম্বার ‘মুন্দিয়া তো বাচ কে’র রি-মিক্স এটা। দেশি পার্টি নাম্বার এর মতো করে করা হয়েছে এই মুম্বাইয়া কম্পোজিশনটি।

গানটি নতুন করে লেখা হয়েছে। নতুন কথা সাজিয়েছেন গিনি দিওয়ান আর রি-কম্পোজ করেছেন সন্দ্বীপ শিরোদকার। কোরিওগ্রাফি করেছেন রাহুল শেট্টি। দারুণ এই পার্টি নাম্বারটি সবার ভালো লাগবে বলে আশা করছে সংশ্লিষ্ট সবাই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘রাশিয়ার বিরুদ্ধে পরমাণু হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র’

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে পরমাণু হামলা চালাতে ইউরোপীয় ইউনিয়নের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছে।

জাতিসংঘের পরমাণু নিরস্ত্রীকরণ সম্মেলনে দেওয়া এক বক্তৃতায় বুধবার লাভরভ এসব কথা বলেন।

রুশ পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘মার্কিন সামরিক বাহিনী ইউরোপজুড়ে কৌশলগত ও প্রচলিত অস্ত্র মোতায়েন করেছে। সেগুলোকে নিয়ে ন্যাটো জোটের বাইরের দেশগুলোসহ ইউরোপের অন্য দেশের সঙ্গে সামরিক মহড়া চালাচ্ছে যুক্তরাষ্ট্র।

তিনি জানান, এ ধরনের তৎপরতা পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তির লঙ্ঘন। পরমাণু অস্ত্র নেই এমন দেশকে মহড়ায় অংশ নেওয়ার ব্যবস্থা করে তাদের প্রশিক্ষণ দিচ্ছে যুক্তরাষ্ট্র।

ল্যাভরভ আরও বলেন, ‘রাশিয়ার বিরুদ্ধে পরমাণু হামলা চালানোর জন্য মার্কিন বাহিনী ইউরোপের দেশগুলোকে প্রস্তুত করেছে। ইউরোপের দেশগুলোতে মার্কিন পরমাণু অস্ত্র মোতায়েন কেবল স্নায়ুযুদ্ধের সূত্রপাত নয় বরং আগ্রাসী অবস্থান।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলাদেশের নতুন কোচ রিচার্ড পাইবাস

ত্রিদেশীয় টুর্নামেন্ট এবং শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজের পর ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা ভালোভাবেই বুঝেছেন, বাংলাদেশের ক্রিকেটারদের জন্য একজন কড়া হেডমাস্টারই দরকার। যিনি শক্তহাতে ক্রিকেটারদের নিয়ন্ত্রণ করবেন। যেমনটা করেছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। শ্রীলঙ্কা সিরিজের পরপরই বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, ‘খুব দ্রুতই জাতীয় দলের কোচ নিয়োগ করা হবে।’

বিসিবি প্রেসিডেন্টের সেই ঘোষণা অনুযায়ী দ্রুততম সময়ের মধ্যেই কোচ নির্ধারণ করে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সাবেক কোচ রিচার্ড পাইবাসকেই আবার নিয়োগ দিতে যাচ্ছে বিসিবি। বোর্ডের একটি বিশ্বস্তসূত্রে জানা গেছে এ খবর। খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে বোর্ডের তরফ থেকে। নিদাহাস ট্রফির পরই বাংলাদেশ দলের দায়িত্ব নেয়ার সম্ভাবনা বেশি পাইবাসের।

চন্ডিকা হাথুরুসিংহে পদত্যাগ করার পরই কোচের খোঁজে নামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শুরুতেই বিসিবির পছন্দের তালিাকয় ছিলেন রিচার্ড পাইবাস। সঙ্গে ক্যরিবীয় ক্রিকেট কোচ ফিল সিমন্সও আসেন সাক্ষাৎকার দিতে। বিসিবি রিচার্ড পাইবাসকেই প্রায় নির্দিষ্ট করে ফেলেছিল; কিন্তু ক্রিকেটারদের ঘোর আপত্তি ছিল তাকে নিয়ে। কারণ, চন্ডিকা হাথুরুসিংহের মতই কঠোর প্রকৃতির মানুষ পাইবাস। কড়া হাতে শাসন করেন তিনি ক্রিকেটারদের।

এ কারণে বোর্ডের কাছে ক্রিকেটাররা পাইবাসের সম্পর্কে আপত্তি জানায়। তারা চেয়েছিল ফিল সিমন্সকে। যিনি কি না ক্রিকেটারদের বন্ধুতে পরিণত হন। মিশে যান ক্রিকেটারদের সঙ্গে। পাইবাস কিংবা হাথুরুসিংহের পুরোপুরি উল্টো চরিত্রের। একেবারে নরম প্রকৃতির। বিসিবিও হঠাৎ করে তাই এমন কোচ নিয়োগ দেয়া থেকে বিরত থাকে।

এরই মধ্যে চলে আসে ত্রিদেশীয় সিরিজ, টেস্ট এবং টি-টোয়েন্টি সিরিজ। ক্রিকেটাররা বিসিবি সভাপতির কাছে আবেদন জানান, এই সিরিজ এবং টুর্নামেন্টগুলো তারা নিজেরাই নিজেদের পরিচালিত করতে চায়। তারা দেখিয়ে দিতে চায়, দীর্ঘদিন খেলার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সাফল্য আনা সম্ভব। যে কারণে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে খালেদ মাহমুদ সুজনকে দায়িত্ব দিয়ে কোচের ভুমিকা দিয়ে দেয়া হয় মাশরাফি এবং সাকিব আল হাসানকে।

ফলাফল, ঘরের মাঠে পুরোপুরি ভরাডুবি ঘটেছে বাংলাদেশের। ত্রিদেশীয় সিরিজের শুরুতে কিছুটা দুর্বার থাকলেও শ্রীলঙ্কার কাছে এক ম্যাচে ৮২ রানে অলআউট হয়ে ১০ উইকেটে হারার পর পুরো এলোমেলো হয়ে যায় টিম বাংলাদেশ। যেখান থেকে বের হতে পারেনি বাংলাদেশ। ফলে ফাইনালে হার, টেস্ট এবং টি-টোয়েন্টি সিরিজে  চূড়ান্ত ভরাডুবি ঘটেছে বাংলাদেশের।

বিসিবি সভাপতি এই সিরিজ দিয়েই বুঝেছেন, বাংলাদেশের জন্য কেমন কোচ দরকার। তিনি নিজেই জানিয়েছেন, একজন কড়া কোচ না হলে দলকে ঠিক রাখা যাবে না। সে মতেই রিচার্ড পাইবাসকেই পরবর্তী কোচ হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে বাংলাদেশ।

পাইবাস এর আগেও ছিলেন বাংলাদেশের কোচ। তবে মাত্র ৫ মাসের জন্য। ২০১২ সালের ৩০ মে বাংলাদেশের কোচ হিসেবে নিয়োগ পান পাইবাস। ৫ মাস কাজ করার পর চুক্তি ভঙ্গের অভিযোগ তুলে তিনি সরে দাঁড়ান বাংলাদেশের কোচিংয়ের চাকরি থেকে। এবার নিশ্চয় তার চুক্তির বিষয়াধি কঠোরভাবে ঠিক করেই তিনি আসছেন বাংলাদেশে! সে সঙ্গে সাকিব-মাশরাফিরাও পেতে যাচ্ছেন আরেকজন কঠোর হেড মাস্টার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নিজাম হাজারীর সংসদ সদস্য পদ বৈধ

ফেনী-২ আসনের সংসদ সদস্য (এমপি) নিজাম উদ্দিন হাজারীর পদে থাকার বৈধতা নিয়ে রিটের ওপর জারি করা রুল খারিজ করে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। এর ফলে তার সংসদ সদস্য পদে থাকতে বাধা নেই। বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকীর একক বেঞ্চ এই রায় ঘোষণা করেন।

এর আগে গত ২৭ ফেব্রুয়ারি ফেনী-২ আসনের সংসদ সদস্য (এমপি) নিজাম উদ্দিন হাজারীর পদে থাকা নিয়ে রুল নিষ্পত্তির রায়ের জন্য আজকের দিন নির্ধারণ করেন হাইকোর্ট। উভয় পক্ষের শুনানি শেষে এদিন ঠিক করেন আদালত।

গত ৬ ফেব্রুয়ারি বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকীর একক বেঞ্চে মামলাটি কার্যতালিকায় উঠে। পরবর্তীতে ২৫ থেকে ২৭ ফেব্রুয়ারি এই কয়েকদিন শুনানিও অনুষ্ঠিত হয়।

আদালতে নিজাম হাজারীর পক্ষে ছিলেন ব্যারিস্টার শফিক আহমেদ ও নুরুল ইসলাম সুজন। রিট আবেদনের পক্ষে শুনানি করেন কামরুল হক সিদ্দিকী ও সত্যরঞ্জন মন্ডল।

গত ৩০ জানুয়ারি রিট আবেদনকারীর আইনজীবী সত্য রঞ্জন মন্ডল জানিয়েছেন, বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে নিজাম হাজারীর আইনজীবী শুনানি করেছিলেন। কিন্তু দ্বিতীয়ার্ধে বিচারপতি বিব্রতবোধ করেন।

এরপর রিটের নথি প্রধান বিচারপতির কাছে পাঠানোর পর তিনি বিচারপতি মো.আবু জাফর সিদ্দিকীর বেঞ্চে মামলাটি নিষ্পত্তির জন্য পাঠিয়েছেন বলে জানান সত্য রঞ্জন মন্ডল।

গত ১৫ জানুয়ারি বিচারপতি ফরিদ আহমেদের হাইকোর্টের একক বেঞ্চ এ মামলার শুনানিতে বিব্রতবোধ করেন।

২০১৬ সালের ৬ ডিসেম্বর নিজাম হাজারীর পদে থাকার বৈধতা নিয়ে জারি করা রুলের বিভক্ত রায় দেন বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি এফ আর এম নাজমুল আহসানের হাইকোর্ট বেঞ্চ।

জ্যেষ্ঠ বিচারপতি মো. এমদাদুল হক তার রায়ে রুল মঞ্জুর করে নিজাম হাজারীর পদে থাকাকে অবৈধ ঘোষণা করেন। আর কনিষ্ঠ বিচারপতি এফ আর এম নাজমুল আহসান এ বিষয়ে করা রিট ও রুল খারিজ করে দেন। অর্থাৎ তার রায়ে নিজাম হাজারীর এমপি পদ বৈধ।

এরপর আইন অনুসারে রিট আবেদনটি প্রধান বিচারপতির কাছে গেলে তিনি একক বেঞ্চের কাছে পাঠান। পরবর্তীতে কয়েকটি একক বেঞ্চ বিব্রতবোধ করেন। ২০১৪ সালের ১০ মে একটি জাতীয় দৈনিকে ‘সাজা কম খেটেই বেরিয়ে যান সাংসদ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।

ওই প্রতিবেদনে বলা হয়, ‘২০০০ সালের ১৬ আগস্ট অস্ত্র আইনের এক মামলায় নিজাম হাজারীর ১০ বছরের কারাদণ্ড হয়। কিন্তু দুই বছর ১০ মাস কম সাজা খেটে কারাগার থেকে মুক্তি পান তিনি’।

পরে এই প্রতিবেদন যুক্ত করে নিজাম হাজারীর সংসদ সদস্য পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন সাখাওয়াত হোসেন ভূঁইয়া।

রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে ২০১৪ সালের ৮ জুন রুল জারি করেন হাইকোর্ট। ২০১৬ সালের ৩ আগস্ট এ রুলের শুনানি শেষে ১৭ আগস্ট সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর পদ থাকবে কি-না, সে বিষয়ে রায় ঘোষণার দিন ধার্য করেন হাইকোর্ট।

তবে বিচারিক আদালতের একটি নথি না আসায় রায়ের দিন পিছিয়ে ২৩ আগস্ট ধার্য করা হয়। পরে কয়েক দফা পিছিয়ে ওই বছরের ৬ ডিসেম্বর রায় ঘোষণা করেন হাইকোর্ট।

রিট আবেদনে বলা হয়, সংবিধানের ৬৬ (২) (ঘ) অনুচ্ছেদ অনুসারে, কোনো ব্যক্তি সংসদের সদস্য নির্বাচিত হওয়ার এবং সংসদ সদস্য থাকার যোগ্য হবেন না, যদি তিনি নৈতিক স্খলনজনিত কোনো ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়ে কমপক্ষে দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত হন এবং তার মুক্তিলাভের পর পাঁচ বছর অতিবাহিত না হয়ে থাকে।

সে হিসেবে নিজাম হাজারী ২০১৫ সালের আগে সংসদ সদস্য হতে পারেন না। অথচ ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে সংসদ সদস্য হন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় জামায়াতের ২কর্মীসহ আটক ৩৯

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় নাশকতার পরিকল্পনাকালে জামায়াত ২ কর্মীসহ ৩৯জনকে আটক করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ১১ জন, কলারোয়া থানা ৪ জন, তালা থানা ২ জন, কালিগঞ্জ থানা ৩ জন, শ্যামনগর থানা ৫ জন, আশাশুনি থানা ৪ জন, দেবহাটা থানা ৪ জন ও পাটকেলঘাটা থানা থেকে ৩জনকে আটক করা হয়েছে। এর মধ্যে, জামায়াতের ২ জন নেতাকর্মী রয়েছে। এসময় ১০০ বোতল ফেন্সিডিল এবং ২০০ গ্রাম গাজা উদ্ধার করে পুলিশ।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান। আটককৃত অন্যান্যদের বিরুদ্ধে নাশকতা, মাদকসহ বিভিন্ন মামলা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest