সর্বশেষ সংবাদ-
চতুর্থ মৃত্যুবার্ষিকী স্মৃতিতে অম্লান চিকিৎসক ডা. আনিছুরসাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের অনুকুলে ২৬ লাখ টাকার চেক বিতরণশ্যামনগরে কাজী আলাউদ্দীনের উদ্যোগে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পদেবহাটা উপজেলা জামায়াতের সুধী সমাবেশপ্রাণসায়ের খাল বাঁচাতে সাতক্ষীরায় মানববন্ধন ও সমাবেশদিনে ভোট, রাতে নয় আমার ভোট আমি দেব : আফরোজা আব্বাস অন্যায় কাজে কাউকে প্ররোচিত করবো না, উন্নয়নই হবে মূল লক্ষ্য : সাবেক এমপি হাবিবশোভনালীতে মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন ডেস্ক উদ্বোধনআশাশুনির গোয়ালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধনজবাবদিহিতা ও মানবাধিকার সংস্কৃতিকে এগিয়ে নিতে গোলটেবিল সভা

বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল ব্রাজিল

ব্রাজিল জাতীয় ফুটবল দল হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে ব্রাজিলের প্রতিনিধিত্বকারী ফুটবল দল। এই দলটিকে নিয়ন্ত্রণে করে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ১৯২৩ সালে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা’র সদস্য হয়। এরপূর্বেই ১৯১৬ সাল থেকে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন কনমেবলের অন্যতম সদস্য দেশ।

ফিফা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফলতম দল হচ্ছে ব্রাজিল। এ পর্যন্ত দলটি পাঁচবার (১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ ও ২০০২) বিশ্বকাপ জয় করেছে যা একটি রেকর্ড। ফুটবলের ব্যাপারে একটি সাধারণ উক্তি হচ্ছে: ‘The English invented it, the Brazilians perfected it.’, অর্থাৎ, ‘ইংল্যান্ডের আবিষ্কার, আর ব্রাজিলের পরিপূর্ণতা দান’।

ফিফা’র বিশ্ব র‌্যাঙ্কিংয়ে বর্তমানে দেশটির অবস্থান তৃতীয়। কিন্তু অধিকাংশ সময়ই দলটি শীর্ষস্থানে ছিল। এছাড়া এলো’র রেটিং অনুসারে ব্রাজিল বিশ্বের অন্যতম শক্তিধর ফুটবল জাতি। এখন পর্যন্ত ব্রাজিল-ই একমাত্র দল যারা বিশ্বকাপের সবগুলো আসরেই অংশগ্রহণ করেছে।

আর চলতি বছরের জুনে রাশিয়ার মাটিতে সেই লড়াইয়ে নামছেন মেসি, নেইমার ও রোনালদোরা। আর মাত্র ১০০ দিন বাকি বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপের। এরই মধ্যে চমক দেখাল ব্রাজিল। এই আসরে ৩২ দলের মধ্যে সবচেয়ে আগে টিকিট কেটেছিল ফেভারিট ব্রাজিল।

এবার একাদশ ঘোষণা করে চমক জাগানিয়া খবর দিলেন দলটির কোচ তিতে। বিশ্বকাপের এখনও ১শ’ দিনে বেশি সময় বাকি থাকতেই আসরটির সম্ভাব্য একাদশ ঘোষণা করলেন এ কোচ!

এক সাক্ষাতকারে তিতে তার একাদশ তুলে ধরেন, যেখানে রয়েছেন, অ্যালিসন, মার্সেলো, মিরান্ডা, মার্কুইনহোস, দানি আলভেজ, পাওলিনহো, রেনাতো আগুস্তো, কাসেমিরো, নেইমার, কুতিনহো ও গ্যাব্রিয়েল জেসুস।

সেলেকাও কোচের আক্রমণভাগে পছন্দ নেইমার, কুতিনহো ও জেসুস। তবে লিভারপুলের রবার্টো ফিরমিনহো ও প্যারিস সেন্ট জার্মেইনের থিয়াগো সিলভা একাদশে সুযোগ না পেলেও ১৫ জনের স্কোয়াডে থাকবেন।

তিতের মাঠের ফরম্যাশন থাকবে ৪-৩-৩। যেখানে ব্রাজিল গ্রুপ ‘ই’তে নিজেদের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে লড়বে। ১৫ জনের স্কোয়াডে অন্য দু’জন হলেন, ম্যানচেস্টার সিটির ফার্নান্দিনহো ও চেলসির উইলিয়ান।

নিজেদের ইতিহাসে ষষ্ঠ শিরোপা জয়ের লক্ষ্যেই এবার বিশ্বকাপে লড়বে ব্রাজিল। গ্রুপ ‘ই’তে হলুদ জার্সিধারীদের অন্য দুই প্রতিপক্ষ হলো, কোস্টারিকা ও সার্বিয়া। আর বিশ্বকাপের আগে মার্চে স্বাগতিক রাশিয়া ও বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে ব্রাজিল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মৈত্রী এক্সপ্রেসে জয়া-চঞ্চল!

টালিগঞ্জের নতুন ছবি ‘মৈত্রী এক্সপ্রেস’-এ অভিনয় করতে যাচ্ছেন জয়া আহসান। এটি পুরোনো খবর। তবে নতুন খবর হলো ছবিটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয়ের জন্য কথা চলছে বাংলাদেশের চঞ্চল চৌধুরীর সঙ্গে।

দেশভাগের প্রেক্ষাপট এবং ভিন্ন ধর্মের দুই মানব-মানবীর প্রেম নিয়ে অমিতাভ ভট্টাচার্যের এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন যিশু সেনগুপ্ত এবং জয়া আহসান। তাঁদের চরিত্রের নাম যথাক্রমে সাম্য ও মৈত্রী। যিশু ও জয়ার রিল লাইফ রোম্যান্সও এই ছবির বড় আকর্ষণ। এ ছাড়া ছবিতে থাকছেন পরান বন্দ্যোপাধ্যায়, অরুণিমা ঘোষও। একজন মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করবেন শান্তিলাল মুখোপাধ্যায়।

‘রক্তকরবী’ খ্যাত নির্মাতা জানিয়েছেন, শুটিং করবেন মার্চ-এপ্রিলে। লোকেশন কলকাতা, টাকি, মুর্শিদাবাদ, বোলপুর, ঢাকাসহ বাংলাদেশের কিছু এলাকা।

এদিকে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘কণ্ঠ’র শুটিংয়ে অংশ নিতে জয়া এখন কলকাতায়। একসঙ্গে বেশ কিছু নাটকে অভিনয় করেছেন জয়া-চঞ্চল। জয়ার প্রযোজনায় অনম বিশ্বাসের ছবি ‘দেবী’তে তাঁরা প্রথম অভিনয় করেন। ছবিটি এখনো মুক্তি পায়নি। ‘মৈত্রী এক্সপ্রেস’-এ চেপে বসলে এটি হবে একসঙ্গে তাঁদের দ্বিতীয় ছবি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জয়ে ফিরল, রেকর্ডও করল বার্সেলোনা

লা লিগায় এর আগে টানা দুই ম্যাচ ড্র করেছিল বার্সেলোনা। পর পর দুই ম্যাচে হোঁচট খেয়েও খুব একটা পিছিয়ে পড়েনি তারা, লিগে শীর্ষস্থানটা ঠিকই ধরে রেখেছে। আশার কথা, আবার তারা জয়ে ফিরেছে। তারা ২-০ গোলে হারিয়েছে এইবারকে। এই জয়ের সুবাদে লিওনেল মেসির দল করেছে একটি রেকর্ডও। লিগে টানা ৩১ ম্যাচ অপরাজিত রয়েছে কাতালান ক্লাবটি।

অবশ্য এই ম্যাচে ড্র হলেও চলত। তবে জয় দিয়েই দ্বিতীয়বার এই রেকর্ড উদযাপন করে বার্সা। এর আগে ২০১০-১১ মৌসুমেও এমন রেকর্ড গড়েছিল তারা। সেবার দলটির কোচ ছিলেন গার্দিওয়ালা।

এদিন ম্যাচের ১৬ মিনিটে প্রথম সুযোগেই গোল পেয়ে যায় বার্সেলোনা। মেসির ক্রসে সুয়ারেজ প্লেসিং শটে গোল করেন। তাঁর চমৎকার শট প্রতিপক্ষ গোলরক্ষক শতচেষ্টা করেও আটকাতে পারেননি।

প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করার দারুণ সুযোগ হাতছাড়া করে বার্সেলোনা। ৩৭ মিনিটে সুয়ারেজের পাসে মেসির শট পোস্টে লেগে ফিরে আসে। অল্পের জন্য রক্ষা পায় এইবার।

দ্বিতীয়ার্ধে যখন ম্যাচে ফিরতে কিছুটা চেষ্টা করছিল, তখনই একটা ধাক্কা লাগে এইবার শিবিরে। পাপে দিউপ লাল কার্ডে পেয়ে বেরিয়ে গেলে ১০ জনের দল পরিণত হয় তারা। পরে দলের কোচও ডাগআউট থেকে বহিষ্কৃত হন।

শেষ বাঁশি বাজার দুই মিনিট আগে বার্সা গোল ব্যবধান দ্বিগুণ করে আলবার চমৎকার একটি গোলে। ৮৮ মিনিটে কুতিনহোর দারুণ এক ক্রস থেকে পাওয়া বল জালে জড়াতে একটুও ভুল করেননি তিনি।

এই জয়ের সুবাদে ২৪ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে বার্সেলোনা। তারা ১৯ ম্যাচ জিতেছে এবং পাঁচ ম্যাচে ড্র করেছে।

অ্যাথলেটিকো মাদ্রিদ ৫২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। আর রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৪২ পয়েন্ট, তারা আছে চতুর্থ স্থানে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনির বড়দলে প্রতিবন্ধির কন্যা অসহায় আছমা স্ত্রীর অধিকার চায়

আশাশুনি ব্যুরো : আশাশুনির বড়দলে স্ত্রীর অধিকার পেতে চায় প্রতিবন্ধি’র কন্যা অসহায় আছমা খাতুন (৩০)। দীর্ঘ ৬মাস স্ত্রীর অধিকার থেকে বঞ্চিত অসহায় আছমা খাতুন সাংবাদিকদের জানান, গোয়ালডাঙ্গা গ্রামের আঃ ওহাব সরদারের পুত্র আলাউদ্দীন সরদারের সাথে ৪বছর পূর্বে বিবাহ হয় গোয়ালডাঙ্গা গ্রামের প্রতিবন্ধি আবুল সরদারের কন্যা আছমা খাতুনের। বিবাহের পরে বেশ কয়েক মাস স্বামী-স্ত্রীর দামপত্য জীবন ভালই চলছিলো। এসময় আলাউদ্দীন তার ব্যবসার বিভিন্ন অজুহত দেখিয়ে আছমার কাছে থাকা ৭০ হাজার টাকা ও আড়ায় ভরি স্বর্ণের গহনা হাতিয়ে নেয়। প্রায় ৬মাস যাবৎ আছমার কোন সংসার খরচ তার স্বামী বহন করছেন না বলে অভিযোগ করেন। সরল বিশ্বাসী আছমা খাতুন অর্থ ও গহনা হারিয়ে বর্তমানে কিছু না থাকায় স্বামী তাকে তালাক না দিলে প্রাণ নাশের হুমকি দিয়ে আসছে। কান্না জড়িত কন্ঠে ভুক্তভোগী আছমা আরও জানান এসকল ব্যাপারে আলাউদ্দীনের বড় বৌ এর হাত আছে। আমার সব কিছু নিয়ে আমাকে বের করে দিলে আমি এখন কিভাবে বেঁচে থাকবো? আমার পিতা একজন শারীরিক প্রতিবন্ধি। এব্যাপারে স্থানীয়রা জানান বহু বিবাহের হোতা আলাউদ্দীন বিয়ের কয়েক মাস পর থেকে তার দ্বিতীয় স্ত্রী আছমাকে অমানুষিক নির্যাতন করে আসছে। তার জীবনে দুইটি স্ত্রী থাকা শর্তেও অসামাজিক কার্যকালাপের দায়ে এক বছর আগে তাকে হাতেনাতে আটক করে আশাশুনি থানা পুলিশ। এব্যাপারে অভিযুক্ত আলাউদ্দীনের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি তার দোকানে আসতে বলে দোকান বন্দ করে চলে যান। ফোনে বহুবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি। স্ত্রীর অধিকার পেতে আছমা খাতুন প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তার আশুহস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাতারাতি আকাশ ছোঁয়া দর প্রিয়ার!

প্রিয়া প্রকাশ। গত কয়েকদিন ধরে এই একটা নাম যেন ইন্টারনেটের সার্চ ইঞ্জিনে ঝড় তুলেছে।
তার সম্পর্কে সব খবর নখদর্পণে চলে এসেছে নেটিজেনদের।

আপাতত অপেক্ষা তার জীবনের প্রথম ছবি ‘ওরু আদার লাভ’-এর মুক্তির। যদিও সে ছবিতে প্রিয়া নায়িকার ভূমিকায় অভিনয় করছেন না। কিন্তু ছবিতে একটি গানের মাত্র ২৫ সেকেন্ডের ক্লিপিংয়ে প্রিয়া জিতেছেন আসমুদ্র হিমাচলের মন। তার পিছনে পরিচালক-প্রযোজকদের লাইন পড়ে গিয়েছে। অষ্টাদশী প্রিয়া যে দর হাঁকিয়েছেন তার পরের ছবির জন্য তা শুনলে সত্যিই চোখ কপালে উঠবে।

জানা গেছে, ভারতের ত্রিচূড়ের বিমলা কলেজে বিকম পাঠরতা প্রিয়া নাকি তার পরের ছবির জন্য ২ কোটি টাকা চেয়েছেন! নিখিল সিদ্ধার্থের বিপরীতে তিনি নায়িকা হবেন ওই ছবিতে।

এদিকে, প্রিয়ার ভক্তদের লিস্ট ক্রমে লম্বা হচ্ছে। এবার সেই তালিকায় যুক্ত হল প্রবীণ অভিনেতা ঋষি কাপুরের নাম।
স্বল্প সময়ের ক্লিপিংয়ে প্রিয়ার অভিব্যক্তিতে মুগ্ধ হয়ে ৬৫ বছরের বর্ষীয়ান অভিনেতা জানিয়ে দিয়েছেন, এই মেয়ে একদিন নিশ্চয়ই বড় তারকা হবে।

ঋষির ভবিষ্যদ্বাণী সত্যি হয় কি না, সেটা জানার জন্য অপেক্ষা করা ছাড়া উপায় নেই। কিন্তু প্রিয়ার জাদুতে যে এই মুহূর্তে আচ্ছন্ন যুব সম্প্রদায়, তাতে কোনও সন্দেহ নেই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালি ও ভ্যাটিকান সিটিতে চারদিনের সরকারি সফর শেষে আজ সন্ধ্যায় দেশে ফিরেছেন।

ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইট রাত সোয়া ৮টার দিকে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে।

এরআগে, প্রধানমন্ত্রী স্থানীয় সময় বেলা ১টা ৩৫ মিনিটে ঢাকার উদ্দেশে আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। ইউএই-তে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. ইমরান প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

রোম থেকে ফেরার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউএই’র রাজধানী আবুধাবিতে দু’দিন যাত্রাবিরতি করেন।

ইতালিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) গভর্নিং কাউন্সিলের বার্ষিক বৈঠকে যোগ দেন। ইফাদ প্রেসিডেন্ট গিলবার্ট এফ হুয়াংবো’র আমন্ত্রণে প্রধানমন্ত্রী এ সফরে যান।

পোপ ফ্রান্সিসের আমন্ত্রণে প্রধানমন্ত্রী হলি সি (ভ্যাটিকান সিটি) সফরে যান। সেখানে তিনি পোপ এবং ভ্যাটিকান সিটির সেক্রেটারি স্টেট কার্ডিনাল পিয়েট্রো প্যারোলিনের সঙ্গে বৈঠকে মিলিত হন।

ইফাদ গভর্নিং কাউন্সিলের বৈঠকে যোগদানের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইফাদ প্রেসিডেন্ট গিলবার্ট এফ হুয়াংবো এবং বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) নির্বাহী পরিচালক ডেভিড বিসলের সঙ্গে বৈঠকে মিলিত হন।

প্রধানমন্ত্রী রোমে একটি গণসংবর্ধনায়ও যোগ দেন। বাংলাদেশ আওয়ামী লীগ রোম শাখা এ সংবর্ধনার আয়োজন করে।

প্রধানমন্ত্রীর এ সফরকালে দেশের উত্তর-পূর্বাঞ্চলের ৬টি জেলায় দুস্থ গ্রামীণ জনগণের উন্নয়নে বাংলাদেশ ও ইফাদের মধ্যে ৯২ দশমিক ০৩ মিলিয়ন মার্কিন ডলারের একটি ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়। বাসস।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ব্রহ্মরাজপুরে অবৈধ বিদ্যুৎ ব্যবহার, গ্রাহককে ২০ হাজার টাকা জরিমানা

ধুলিহর প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুরে শনিবার (১৭ ফেব্রুয়ারী) সকালে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের দায়ে এক গ্রাহককে জরিমানা করা হয়েছে। গ্রাহকের নাম লুৎফর রহমান শেখ (৪৩)। সে উমরাপাড়া গ্রামের মৃত জহির উদ্দীন শেখের পুত্র। এলাকাবাসী সূত্রে জানা যায়, লুৎফর রহমান গত ৫ মাস ধরে বাড়ির আবাসিক মিটারের বিদ্যুৎ ব্যবহার করে কৃষি কাজ করে আসছিল। শনিবার সকালে এলাকাবাসীর অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে ব্রহ্মরাজপুর পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের কর্মকর্তারা অবৈধ বিদ্যুৎ ব্যবহারের বিরুদ্ধে অভিযানে যায়। এ সময় তারা আবাসিক সংযোগের মিটারে পানির মটর ব্যবহার করে কৃষিকাজ করার বিষয়টি হাতে-নাতে ধরে ফেলে এবং গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। পরবর্তীতে ব্রহ্মরাজপুর পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের ইনচার্জ হাবিবুর রহমান সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতিতে হাজির হয়ে গ্রাহকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য লিখিত দেয়। সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির টেকনিক্যাল ও কারিগরি বিভাগ এ প্রতিনিধিকে জানায়, বাড়ির আবাসিক মিটার থেকে পানির মটর ব্যবহার করে কৃষিকাজ করার নিয়ম নেই। সম্পূর্ন অবৈধভাবে গ্রাহক ফাঁকি দিয়ে এ কাজটি করছিল। গ্রাহকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সবমিলিয়ে তাকে আনুমানিক ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। টেকনিক্যাল ও কারিগরি বিভাগ আরো জানায়, জরিমানার টাকা পরিশোধ ও গ্রাহক অঙ্গীকারনামা দিয়ে সমিতির নিয়ম-কানুন মেনে আবেদন করলে গ্রাহক পুনরায় সংযোগ পেতে পারেন।
ব্রহ্মরাজপুর পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের ইনচার্জ হাবিবুর রহমানের সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর উপজেলা রং পালিশ শ্রমিক ইউনিয়ন (রেজি: খুলনা ২২১৭) এর পক্ষ থেকে বাংলাদেশ এলিট পেইন্ট কোম্পানির সিনিয়র জি এম একেএম মহিবুল¬াহকে ফুলেল শুভেচ্ছা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত সাড়ে ৭টায় রং পালিশ শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রং পলিশ সমিতির সভাপতি জুম্মার সরদার। সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফারুকের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, এলিট পেইন্ট কোম্পানির আর এস এম আ: মান্নান, সেলস অফিসার আবুল বাসার। এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, কোষাধ্যক্ষ বাবুল আকতার, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য আ: হামিদ, হাফিজুল, নেসারুদ্দিন, জহুরুল হক, আব্দুল মুজিদ, হারুন অর রশিদ, জাহাঙ্গীর হোসেন প্রমুখ। এসময় প্রধান অতিথি বাংলাদেশের পণ্য ক্রয় করে ধন্য হওয়ার আহ্বান জানিয়ে বলেন, এলিট পেইন্ট সুনামের সাথে ধীরে ধীরে ৬৬ বছরে পর্দাপন করেছে। দেশের পন্য হিসাবে এলিটের জুড়ি নেই। এছাড়া রং পালিশ ইউনিয়নের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সংগঠনকে মজবুত রাখতে হলে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোন অপপ্রচারের কান না দিয়ে সকলকে কাধে কাধ মিলিয়ে সংগঠনের উন্নয়নের লক্ষ্যে কাজ করে যেতে হবে। এছাড়া তিনি সংগঠনের কার্যক্রমকে গতিশীল করার জন্য সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest