সর্বশেষ সংবাদ-
বিইউপিএফের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে শপথ নিলেন জালালপুর ইউপি চেয়ারম্যানল স্টুডেন্টস ফোরামের নির্বাচন সম্পন্নসাতক্ষীরায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় ৯০ দশক ছাত্রদলের দোয়াশ্যামনগরে ঘের ব্যবসায়ীকে কুপি×য়ে হত্যা : আ×টক ৯সাতক্ষীরায় প্লাস্টিক “অদল-বদল” ক্যাম্পেইনহাদির মৃত্যুতে সাতক্ষীরায় গায়েবানা জানাজাসাতক্ষীরার সাবেক পিপি লতিফের ৪ দিন : ছেলে রাসেলের ৩ দিনের রিমান্ড মঞ্জুরসাতক্ষীরায় মুন্ডা সম্প্রদায়ের নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে প্রকল্প সমাপনীতালায় আলাউদ্দিন নামে এক ব্যক্তির লাশ উদ্ধারআশাশুনিতে আশা ব্রিক্সের লেলিহান শিখায় জনজীবন বিপর্যস্ত

মাতৃভাষার চর্চা অপরিহার্য: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যে ভাষার জন্য রক্ত দেওয়া হয়েছিল, সে ভাষা আমরা শিখবো না কেন? চর্চা করব না কেনো?। এটা একান্তভাবে আমরা মনে করি, এ ভাষার চর্চা অপরিহার্য। মাতৃভাষা বলাটা ইংরেজিভাবে শুরু হয়ে গেছে কেন, তা আমি জানি না।
তিনি বলেন, আওয়ামী লীগ আসার পরই বাংলা রাষ্ট্রভাষার মর্যাদা পায়। ভাষা আন্দোলনের ধারাবাহিকতায় স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করেছিলেন জাতির পিতা। তিনি বলেন, ২১ বছর পর ক্ষমতায় এসে আওয়ামী লীগ আবারও উন্নয়নে কাজ শুরু করে। এখন মুক্তিযুদ্ধের কথা মানুষ বলতে পারে।
আজ শনিবার বিকালে কৃষিবিদ ইস্টিটিউশন মিলনায়তনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি অর্জনের পেছনে এদেশের মানুষের ত্যাগ রয়েছে। ক্ষমতাকে একেবারে তৃণমূলে পৌঁছে দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুক্তিযুদ্ধের পর জাতির পিতার অনুরোধে মিত্রশক্তিকে ফেরৎ নিয়ে যায় ইন্দিরা গান্ধী। স্বাধীনতার সুফল বাংলাশের মানুষের কাছে পৌঁছে দিতে কাজ শুরু করেছিলেন জাতির পিতা।
তিনি বলেন, যুদ্ধপারধীদের বিচার বন্ধ করে তাদের রাজনীতি করার সুযোগ করে দেওয়া হয়ে। জাতির পিতার হত্যাকারীদের পুরস্কৃত করা হয়। তিনি আরও বলেন, ৭৫’ এবং ১৫’ আগস্টের পর পাকিস্তানি প্রদেশ বানানো চেষ্টা করা হয়।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

উত্তর কোরিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এটিকে এ যাবতকালের সবচেয়ে বড় নিষেধাজ্ঞা বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন। শুক্রবার এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব কথা বলেছেন।

নতুন নিষেধাজ্ঞায় উত্তর কোরিয়াভিত্তিক ১৬টি শিপিং কোম্পানির নাম রয়েছে। ওই কোম্পানিগুলোর মধ্যে পাঁচটি হংকং, দুইটি চীন, দুইটি তাইওয়ান,পানামা ও সিঙ্গাপুর থেকে রেজিস্টার্ড করা। এ ছাড়া ২৮টি জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এগুলোর মধ্যে দুটি পানামা, একটি কমোরস ও তানজানিয়ার পতাকাবাহী জাহাজ।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘তারা (উত্তর কোরিয়া) একটি দুর্বৃত্ত রাষ্ট্র। এই অবরোধ কাজ না করে আমরা দ্বিতীয় ধাপের দিকে অগ্রসর হবো। ধাপটি আরও কঠিন হতে পারে। দ্বিতীয় ধাপ বিশ্বের জন্যও দুভার্গ্যজনক হতে পারে।’

যুক্তরাষ্ট্রের দাবী, উত্তর কোরিয়াকে নতুন এই নিষেধাজ্ঞার মাধ্যমে আরও বেশি করে চেপে ধরা সম্ভব হবে। দেশটি তেল ও কয়লা বেঁচে যে রাজস্ব আয় করে সেটির রাস্তাও অনেকটা বন্ধ হয়ে আসবে।

তথ্যসূত্র: বিবিসি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, ‘বিএনপি নির্বাচনে আসুক বা না আসুক আগামী নির্বাচনে ৩০০ আসনে নির্বাচন করবে জাতীয় পার্টি। আওয়ামী লীগ বা বিএনপি’র কাছে জনগণ নিরাপদ নয়। দেশের বর্তমান পরিস্থিতিতে শুধু জাতীয় পার্টির কাছে জনগণ নিরাপদ।’

শনিবার বনানীতে আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী এম কোরবান আলীর ছেলে এম তারেক অলীর জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, ‘জাতীয় পার্টি দিন দিন শক্তিশালী হচ্ছে। আগামী নির্বাচনে জাতীয় পার্টি ক্ষমতায় এসে জনগণের দুঃখ দুর্দশা দুর করবে।’

দেশের বর্তমান পরিস্থিতিসহ চালের উর্ধ্বগতির বিষয়ে এরশাদ বলেন, ‘গ্রামে গেলে জনগণ বলে চালের উর্ধ্বগতি নিয়ে কিছু করুন। সরকার প্রধানকে আমাদের কষ্টের কথা বলুন। কিন্তু আমি প্রধানমন্ত্রীর বিশেষ দূত হলে কী হবে আমিতো প্রধানমন্ত্রীর সাথে দেখাই করার সুযোগ পাই না।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

গোপনে বাংলাদেশ থেকে মেঘালয়ে ঢুকে এনকাউন্টার-এ নিহত হয়েছেন জঙ্গিনেতা (জিএনএলএ প্রধান)সোহান ডি শাইরা। এমনটাই দাবী করছে ভারতের স্থানীয় সংবাদমাধ্যম।

মেঘালয় রাজ্যের পুলিশ অবশ্য সোহানের মৃত্যুর ব্যাপারে এখনও বিস্তারিত কিছু জানায়নি। তবে, সোহানের মৃত্যুর বিষয়ে স্থানীয় সংবাদমাধ্যম রিপোর্ট প্রকাশ করেছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, মেঘালয় রাজ্যে নির্বাচনের আগেই বড়সড় জঙ্গিদমন অভিযান শুরু করেছে পুলিশ। সেই লক্ষ্যেই পূর্ব গারো হিলস অঞ্চলে ‘গারো ন্যাশনাল লিবারেশন আর্মি (জিএনএলএ)-র’ সঙ্গে গোলাগুলি হয় পুলিশের। পুলিশের গুলিতে ছিন্নভিন্ন হয়ে যায় সোহানের দেহ।

প্রসঙ্গত, মেঘালয়ে ২০০৯ সাল থেকে সক্রিয় রয়েছে জিএনএলএ। পৃথক গারোল্যান্ড-এর দাবিতে পশ্চিম মেঘালয়ে সহিংস আন্দোলন করছে সংগঠনটি। জিএনএলএ-এর স্বঘোষিত কমান্ডার সোহান ডি শাইরা। উত্তর-পূর্ব ভারতের অন্যতম বিচ্ছিন্নতাবাদী জঙ্গি নেতা হিসেবেই তার পরিচিতি। তার বিরুদ্ধে খুন, অপহরণ, নাশকতা ছড়ানোর অভিযোগ রয়েছে।

তথ্যসূত্র: জি-নিউজ

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আব্দুল্লাহ আল মামুন, মু‌ন্সিগঞ্জ (শ্যামনগর) প্র‌তি‌নি‌ধিঃ শ্যামনগর উপ‌জেলার মুন্সীগঞ্জ বাজা‌রে (প‌ো‌ল্ট্রি হাট) শুক্রবার রা‌তে পা‌নি উন্নয়ন বো‌র্ডের জায়গা দখল ক‌রে। স্থানীয় বাজারের চাউল ব্যবসায়ী র‌ফিকুল ইসলা‌মের নেতৃত্বে রাতারা‌তি গ‌ড়ে তো‌লে অ‌বৈধ্য ঘর । ঘটনাটি পা‌নি উন্নয়ন বো‌র্ডের এ‌স ও মাসুদ রানা‌ কে অব‌হিত কর‌লে রাত্র লোক পাঠালে সত্যতা জান‌তে প‌া‌রে। ‌বিষায়‌টি উপ‌জেলা সহকা‌রি কম‌িশনার (ভূ‌মি) অ‌ফিসারকে জানা‌লে। শ‌নিবার সকাল ১১ টার দি‌কে সরাজ‌মি‌নে, উপ‌জেলা সহকা‌রি কম‌িশনার (ভূ‌মি) অ‌ফিসার সুজন সরকারের উ‌প‌স্হিত‌ে নি‌জে দা‌ড়ি‌য়ে থে‌কে ঘর ভে‌ঙ্গে দেওয়ার নি‌র্দেশ দেন। মুহু‌র্তের ম‌ধ্যে ভেঙ্গে দেওয়া হয় অ‌বৈধ নি‌র্মিত গ‌ড়ে উঠা ঘর। উপ‌জেলা সহকা‌রি ক‌মিশনার ভূ‌মি অ‌ফিসার সুজন সরকার ব‌লেন, এটা সরকা‌রি জায়গা এখা‌নে আইনানুগ ভা‌বে বন্দবস্হ দেওয়া হ‌বে। কেহ য‌দি অ‌বৈধ ভা‌বে দখল করার চেষ্টা কর‌ে। তার বিরুদ্ধ আইনগত ব্যবস্থা নেওয়া হ‌বে। বাজা‌রের ব্যবসায়ীরা জানান,সরকা‌রি ফাক‌া জায়গা দেখ‌লে ভূ‌মিদস্যু‌রা দখল ক‌রে নেয়ার চেষ্টা চালায়। প্রশা‌স‌নের মাধ্য‌মে ভূ‌মি দস্যু‌দের কবল থে‌কে সরকা‌রি জায়গ‌া দখল মুক্ত হওয়ায় স্থানীয় স‌চেতন মহল প্রশাসনকে সাধুবাদ জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব তুন রাজাক খাবার নিয়ে মন্তব্য করে দেশটিতে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন।

সম্প্রতি এক অনুষ্ঠানে অংশ নিয়ে নাজিব বলেন, তিনি ভাতের পরিবর্তে কুইনোয়া খাওয়া শুরু করেছেন। আর তার এ বক্তব্যকে কেন্দ্র করেই সমালোচনা।

নাজিব রাজাককে একটি ভিডিওতে দেখা যায় এক প্রশ্নের উত্তরে বলছেন, আমি ভাত খাই না। আমি খাই কুইনোয়া। এ জিনিসটি আমাকে খেতে শিখিয়েছে আমার ছেলে। তিনি আরো বলেন, কুইনোয়াতে আছে কম কার্বোহাইডেট ও চিনি। এটা ভাতের চেয়ে ভাল।

উল্লেখ্য, কুইনোয়া হলো কাউনজাতীয় এক রকম শস্য। যা দিয়ে বিভিন্ন রকম খাদ্য প্রস্তুত করা হয়। তবে এই শস্যটি চালের চেয়ে বেশি দামি। এর আদি উৎস হলো দক্ষিণ আফ্রিকা।

আর বিপরীতে মালয়েশিয়াতে একটি জনপ্রিয় খাবার হলো ভাত। এক্ষেত্রে ২০১৫ সাল থেকে সরকার ভর্তুকি দিয়ে যাচ্ছে।

এদিকে চলতি বছরেই মালয়েশিয়ার জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আর তাই কুইনোয়া নিয়ে নাজিব রাজাকের ওই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্যুতবেগে ছড়িয়ে পড়েছে। প্রধানমন্ত্রী পদে বিরোধী দলের প্রার্থী সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ার প্রচলিত খাবার ভাতের প্রতি সমর্থন প্রকাশ করেছেন। তিনি টুইটারে বলেছেন, আমি শুধু ভাত খাই।

বিরোধী দলীয় আরেক নেতা লিম কিত সিয়াং বলেছেন, আমি তো কখনো কুইনোয়ার নামই শুনি নি। তিনি এক বিবৃতিতে বলেছেন, আগামী ১৪তম জাতীয় নির্বাচন হবে কুইনোয়া বনাম ভাতের মধ্যে। স্বচ্ছ একটি সরকার বনাম দুর্নীতিবাজ একটি সরকারের মধ্যে। সেই নির্বাচন হবে নাজিব বনাম মালয়েশিয়ার জনগণের মধ্যে।

তবে নাজিব রাজাকের অফিস এর জবাব দিয়েছে। তারা বলেছে, কোনো কোনো মহল প্রধানমন্ত্রীর বক্তব্যের অপব্যাখ্যা দেয়ার চেষ্টা করছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সৌদি আরবের নারীদের জন্য সামরিক বাহিনীতে চাকরির সুযোগ দেয়া হয়েছে। দেশটির সরকার ঘোষণা করেছে, এখন থেকে দেশের নারীরা সামরিক বাহিনীতে চাকরি করার সুযোগ পাবে।

সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান যে ‘ভিশন ২০৩০’ ঘোষণা করেছেন তার আওতায় এ পদক্ষেপ নেয়া হচ্ছে। অবশ্য, সৌদি আরবের সব এলাকার নারীরা এ সুবিধা পাবে না। প্রাথমিকভাবে রিয়াদ, পবিত্র মক্কা, আল-কুসাইম ও পবিত্র মদীনা এলাকার নারীরা সামরিক বাহিনীতে চাকরির সুবিধা পাবে।

সৌদি আরবের সাধারণ নিরাপত্তা বিভাগ এক বিবৃতিতের মাধ্যমে এ তথ্য জানিয়েছে এবং খবরটি আরব গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে।

এতদিন সৌদি নারীরা এসব চাকরি করতে পারত না; এমনকি গাড়ি চালানোর অনুমতি পর্যন্ত ছিল না। সেক্ষেত্রে যুবরাজ সালমানের এসব পদক্ষেপ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা পাচ্ছ তবে, তার এই ভিশন ২০৩০ কর্মসূচির আওতায় এমন কিছু পদক্ষেপ নেয়ার কথা প্রকাশ পেয়েছে যা সৌদি সমাজ ও ইসলামের সঙ্গে সাংঘর্ষিক। এ নিয়ে সমালোচনাও তৈরি হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

গত তিন দশক ধরে সিনেমার পর্দায় প্রায় সব হিরোইনদের সাথে রোমান্স করেও যিনি বর্তমানে এখনও সিঙ্গেল। তিনি আর কেউ নন তিনি হলেন বলিউডের সালমান খান।

বিভিন্ন সময়ে বলিউডের বেশ কিছু অভিনেত্রীদের সাথে সল্লু ভাইয়ের নাম জড়ালেও, বিয়ে নিয়ে কখনও সালমানকে সিরিয়াস হতে দেখা যায়নি।

তবে সম্প্রতি তিনি কেন সিঙ্গেল তা জানাতে গিয়ে বলেন, বিয়ে করার জন্য যে পরিমাণ টাকা দরকার, সেই সামর্থ্য আমার নেই। তাই আমি এখনও একা।

রিল লাইফে সালমান খানের বহুবার বিয়ে হলেও, বাস্তবে তা কবে হবে বা সালমান কবে বিয়ে করবেন তা নিয়ে ভক্তদের মধ্যে কৌতুহলের শেষ নেই। কিন্তু ৫২ বছরের সালমান খান এখনই ‘রেডি টু মিঙ্গল’‌ হওয়ার জন্য তৈরি নন। অতীতে ক্যাটরিনা কাইফ থেকে বর্তমানে লুলিয়াসহ বহু অভিনেত্রীর সাথে তার নম জড়িয়েছে।

কিন্তু সালমান কাউকেই বিয়ে করবেন বলে কিছুই কখনও জানাননি। কিন্তু কেন সালমান বিয়ে করতে চাইছেন না?‌ এ নিয়ে বলি জগতে বিস্তর চর্চা হলেও, সালমান নিজেই এই রহস্যের পর্দাফাঁস করলেন।

৫২ বছরের সল্লু মিঞা সিঙ্গেল স্ট্যাটাসকে কোনও ভাবেই বদলাতে চান না। এর পেছনেও রয়েছে একটি কারণ, যার জন্যই সালমান কারোর সঙ্গেই কমিটেড নন।

সম্প্রতি একটি অনুষ্ঠানে এসে সলমান খান তার বিয়ে না করা নিয়ে মুখ খুললেন। তিনি বলেন, বিয়ে খুব বড় একটি ব্যাপার‌। আপনি কারোর বিয়েতে লাখ লাখ, কোটি কোটি টাকা খরচ করছেন। আমার সেই টাকা খরচের মত সামর্থ্য নেই। সে কারণেই আমি এখনও একা।

রোমানিয়ান টিভির সঞ্চালিকা লুলিয়ার সাথে চুটিয়ে প্রেম করার খবর সালমান প্রকাশ্যে না বললেও, বলিউডে এই রটনা বহুদিন ধরেই উড়ে বেড়াচ্ছে। যদিও সালমানের দাবি, তিনি কোনও দিনই বিয়ের পিঁড়িতে বসবেন না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest