সর্বশেষ সংবাদ-
চতুর্থ মৃত্যুবার্ষিকী স্মৃতিতে অম্লান চিকিৎসক ডা. আনিছুরসাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের অনুকুলে ২৬ লাখ টাকার চেক বিতরণশ্যামনগরে কাজী আলাউদ্দীনের উদ্যোগে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পদেবহাটা উপজেলা জামায়াতের সুধী সমাবেশপ্রাণসায়ের খাল বাঁচাতে সাতক্ষীরায় মানববন্ধন ও সমাবেশদিনে ভোট, রাতে নয় আমার ভোট আমি দেব : আফরোজা আব্বাস অন্যায় কাজে কাউকে প্ররোচিত করবো না, উন্নয়নই হবে মূল লক্ষ্য : সাবেক এমপি হাবিবশোভনালীতে মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন ডেস্ক উদ্বোধনআশাশুনির গোয়ালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধনজবাবদিহিতা ও মানবাধিকার সংস্কৃতিকে এগিয়ে নিতে গোলটেবিল সভা

মাহফিজুল ইসলাম আককাজ: সাতক্ষীরা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, তালা উপজেলা চেয়রম্যানেঘোষ সনৎ কুমার, জেলা পরিষদের প্রধান নির্বাহী এ.এন.এম মঈনুল ইসলাম, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল খালেক, তালা উপজেলা নির্বাহী অফিসার ঘোষ সনৎ কুমার, সদর উপজেলা নির্বাহী অফিসার তহমিনা খাতুন, নির্বাহী ম্যাজিস্ট্রেট একিমিত্র চাকমা, কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ কাজী আব্দুল মান্নান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার ফরিদ হোসেন, বিআরটি’র সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক তানভীর আহমেদ চেীধুরী, সাতক্ষীরা আঞ্চলিক পাস পোর্ট অফিসের সহকারি পরিচালক এ.কে.এম আবু সাঈদ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী তানভীর আহমেদ, সাতক্ষীরা টিএন্ডটি’র উপ-বিভাগীয় টেলিকম প্রকৌশলী শোকর আনা, জেলা ক্রীড়া অফিসার মো. খালিদ জাহাঙ্গীর, জেলা খাদ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুজিৎ কুমার প্রমুখ।
সাতক্ষীরা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় জেলার সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের অগ্রগতি বিষয়ে প্রধান প্রধান সিদ্ধান্ত সমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের উন্নয়ন পর্যালোচনা করে দপ্তরের কর্মকর্তারা বক্তব্য রাখেন। এসময় সাতক্ষীরা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বাজারে চালের বাজারজাত, প্রক্রিয়াকরণ ও পরিবহনে যাতে শতভাগ পাটের বস্তা ব্যবহার করা হয় এজন্য সাংবাদিকদের সহযোগীতা চাইলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো: ফয়জুর রহমান চৌধুরী।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ পাটকল কর্পোরেশন বিজেএমসি ও বাংলাদেশ কোল্ড স্টোরেজ এসোসিয়েশন বিসিএসএ’র মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ সহযোগীতার কথা বলেন।

চুক্তি অনুষ্ঠানে সচিব বলেন, আপনারা (সাংবাদিক) যখন কোন বাজারে যান তখন যদি কোন দোকানে প্লাস্টিকের চালের বস্তা দেখেন তাহলে ছবি তুলবেন। দোকানীরা ছবি তোলার বিষয়ে প্রশ্ন করলে আপনারা বলবেন এসব বস্তাতো ব্যবহার নিষিদ্ধ। তখন ভয়ে তারা আর প্লাস্টিকের বস্তা ব্যবহার করবে না। এভাবে আপনারা আমাদের সহযোগীতা করুন।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাজারের প্লাস্টিক বস্তা সরাতে আগে যেভাবে অভিযান চালানো হতো এখন তাতে ভাটা পড়েছে কেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, আমরা অভিযান পরিচালনা করে আসার পর আবার তারা একইভাবে প্লাস্টিকের বস্তা ব্যবহার করছে।

পাটের বস্তার ব্যবহারে শিথিলতার প্রসঙ্গে সচিব বলেন, আমরা শুধুমাত্র ভিয়েতনাম ও মিয়ানমার থেকে আসা চালের বস্তার ক্ষেত্রে শিথিলতা দেখিয়েছি। আর তা গত বছরের ডিসেম্বরেই তুলে নেয়া হয়েছে।

তিনি জানান, চুক্তি অনুসারে বিজেএমসি বাংলাদেশ কোল্ড স্টোরেজ এসোসিয়েশন এর কাছে ৪৩৫ কোটি টাকা মূল্যের ১০ কোটি ৬০ লাখ পিচ পাটের বস্তা সরবরাহ করবে। এই সমঝোতা অনুযায়ী প্রতি পিচ পাটের বস্তার মূল্য ধরা হয়েছে ৪২ টাকা এবং চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে বিজেএমসি বিসিএসএকে তা সরবরাহ সম্পন্ন করবে।

সচিব জানান, বর্তমানে ২৮৫ ধরণের পণ্য দেশে ও বিদেশে বাজারজাত করা হচ্ছে। অভ্যন্তরীণ বাজার ব্যবস্থাপনা উন্নয়ন করে ইউরোপের দেশগুলোতে পাটজাত পণ্যের রফতানি বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে।

সচিব বলেন, এবছর শুরুর দিকে প্রধানমন্ত্রী আমাদের মন্ত্রণালয় পরিদর্শণকালে যে নির্দেশনা দিয়েছিলেন তা অনুসারে আমারা বিজেএমসিকে নিজের পায়ে দাঁড় করাতে কাজ করেছি এবং লোকসান হাত থেকে বাচাঁতে পেরেছি।

অনুষ্ঠানে বিজেএমসির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের যুগ্মসচিব সালেহ উদ্দিন এবং বিসিএসের পক্ষে স্বাক্ষর করেন বিসিএসের প্রথম ভাইস প্রেসিডেন্ট ড. কামরুল হোসেন চৌধুরী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সেই সাবেক এমপি মুক্তিযোদ্ধা ইউসুফ আর নেই

বর্ষিয়ান রাজনীতিক, মুক্তিযোদ্ধা ও চট্টগ্রাম ৭ (রাঙ্গুনিয়া) আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ইউসুফ আর নেই। আজ রবিবার সকাল ৮টা ২০ মিনিটে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে মোহাম্মদ ইউসুফের বয়স হয়েছিল ৬৯ বছর। চিরকুমার সাবেক এই সাংসদ দুই ভাই দুই বোনসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত সাবেক এই সংসদ সদস্যের মানবেতর জীবন যাপনের সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার খোঁজখবর নেন। এরপরই তিনি বর্ষীয়ান এ রাজনীতিকের চিকিৎসার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

গত ৯ জানুয়ারি ইউসুফকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। ২০০৭ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে অবশ হয়ে পড়ে মোহাম্মদ ইউসুফের শরীরের একাংশ। এরপরই বাসা বাঁধে নানা রোগব্যাধি। পায়েও পচন ধরে। অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছিলেন না তিনি।
১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে এমপি নির্বাচিত হয়েছিলেন মোহাম্মদ ইউসুফ। একসময় কমিউনিস্ট পার্টি ও পরে আওয়ামী লীগের নেতা নিজের জন্য করেননি কোনো বাড়ি-গাড়ি। দেশের কোথাও নেই একখণ্ড জমিও। এমনকি কোনো ব্যাংক-ব্যালেন্সও নেই। পৈতৃক সূত্রে যেটুকু পেয়েছিলেন তাও দিয়ে দিয়েছেন ভাইদের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৬৬ আরোহী নিয়ে ইরানি বিমান বিধ্বস্ত

ইরানে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। ওই বিমানে ৬৬ জন যাত্রী ও ক্রু ছিলেন। বিমানটি তেহরান থেকে ইয়াশজুয়ের পথে সেন্ট্রাল ইরানের কাছে বিধ্বস্ত হয় বলে জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদনে জানানো হয়, আজ রবিবার ইরানের সেমিরোম শহরের পর্বতাঞ্চলে বিমানটি ক্র্যাশ করে। ইরানের সংবাদ সংস্থা আইএসএনএ জরুরি বিভাগের মুখপাত্র মোজতবা খালিদির বরাত দিয়ে এ তথ্য জানায়।

ইরানের রাষ্ট্রনিয়ন্ত্রিত প্রেসটিভি জানায়, আসেমানের ওই ফ্লাইটে ৬০ জন যাত্রী এবং ৬ জন ক্রু ছিলেন।

মিররের প্রতিবেদনে বলা হয়, এটিআর ৭২ টুইন-ইঞ্জিনের টার্বোপ্রোপ মডেলের বিমানটি মাটি থেকে ওড়ার ৫০ মিনিট পর রাডার থেকে গায়েব হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা স্থানীয় মিডিয়াকে জানান, বিমানটি কোথাও জরুরি অবতরণের চেষ্টা চালাচ্ছিল। পরে তা ডেনা পর্বতমালা অঞ্চলে বিধ্বস্ত হয়।

সেন্ট্রাল ইসফাহান প্রদেশের সেমিরোমের কাছে বিধ্বস্ত হতে দেখেছেন প্রত্যক্ষদর্শীরা। উদ্ধারে একটি হেলিকপ্টার জরুরিভাবে সে পথে রওনা দেয়। কিন্তু বাজে আবহাওয়ার কারণে ওটা জায়গামতো নামতে পারেনি।
সূত্র : আল জাজিরা, মিরর

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সিলেটবাসী নিজেদের মাঠে আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পেয়েছে আরও চার বছর আগে। ২০১৪ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল নয়নাভিরাম সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের। দেশের প্রথম গ্রিন গ্যালারির স্টেডিয়ামে ছয়টি টি-টোয়েন্টি ম্যাচ হয়েছে। কিন্তু সেখানে এতদিন পা পড়েনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের।
আজ সিলেট স্টেডিয়ামে অভিষেক হবে টাইগার বাহিনীর। এ মাঠেই আজ দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। পুণ্যভূমি সিলেটের মাটিতে শুরুটা জয়ের আবিরে রাঙাতে চায় বাংলাদেশ। অবশ্য ১-০ তে পিছিয়ে থাকায় সিরিজ হার এড়াতে সিলেটে টাইগারদের সামনে জয়ের ভিন্ন রাস্তা নেই। মিরপুরে ছয় উইকেটে হারলেও আজ জয়ের জন্যই মাঠে নামবে বাংলাদেশ।
সিলেটে বাংলাদেশের অভিষেক রাঙাতে হলে তিন বিভাগেই ভালো করতে হবে বলে জানিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ। গুরুত্বপূর্ণ হতে পারে টসও।
সিলেটে অভিষেক স্মরণীয় করা সম্পর্কে জানতে চাইলে গতকাল সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেছেন, ‘আসলে এটা নির্ভর করছে উইকেট আমরা কেমন পাচ্ছি। উইকেটের কন্ডিশনটা আমরা বিবেচনা করব। তার ওপর টসটা গুরুত্বপূর্ণ। আর টি-টোয়েন্টিতে আমার মনে হয়, প্রত্যেকটি বিভাগেই আপনাকে ভালো করতে হবে। আপনি ব্যাটিং করেন আগে বা বোলিং করেন। আপনি যদি আপনার স্কিল বাস্তবায়ন করতে পারেন, তাহলে এটাই যথেষ্ট। কন্ডিশন যদি একটু ভিন্ন থাকে তাহলে টসের ইস্যুতে বিবেচনার বিষয় থাকে।’
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভূমিকম্পে নয়, উদ্ধার করতে গিয়ে এত মৃত্যু!

মেক্সিকোতে শুক্রবারের শক্তিশালী ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণ করতে যাওয়ার সময় সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় হেলিকপ্টারে থাকা ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকলেও তারা দুজনই অক্ষত আছেন। কিন্তু নিহত হয়েছে নিচে থাকা ৩ শিশুসহ ১৪ জন।

বিবিসি জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে মেক্সিকোর দক্ষিণ-পশ্চিমের ওয়াহাকা রাজ্যে। ভূমিকম্পের উৎপত্তিস্থল সেখানে হলেও তার কম্পনে কেঁপে ওঠে রাজধানী মেক্সিকো সিটিও।

এরপরই হেলিকপ্টারে করে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ও ওয়াহাকা রাজ্যের গভর্নর।

ভূমিকম্পের উৎসের কাছে অবস্থিত সান্তিয়াগো হামিলতেপেক গ্রামে হেলিকপ্টারটি অবতরণের সময় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের বহনকারী কয়েকটি ভ্যানের উপর আছড়ে পড়ে। হেলিকপ্টারে থাকা ঊর্ধ্বতন কর্মকর্তারা রক্ষা পেলেও নিচে থাকা ১২ জন ঘটনাস্থলেই নিহত হয়, বাকিরা হাসপাতালে মারা যান। নিহতদের মধ্যে ৬ মাস বয়সী একটি শিশুও ছিল।

এ ঘটনায় আরো ১৫ জন আহত হয়েছে। তবে ভূমিকম্পের কারণে কোন হতাহতের খবর এখনো পাওয়া যায়নি।

ওয়াহাকা প্রসিকিউটরের কার্যালয় থেকে জানানো হয়েছে, ভূমিকম্পের কারণে সান্তিয়াগো হামিলতেপেকসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ ছিল না। হেলিকপ্টারটি অবতরণের সময় সন্ধ্যা হয়ে যাওয়ায় চারপাশ অন্ধকার ছিল।

এছাড়াও অবতরণের আগে হেলিকপ্টার গ্রামটি ঘিরে কয়েকবার চক্কর দেয়ার ফলে ধূলোর ঘন মেঘ ছড়িয়ে পড়েছিল চারিদিকে। এ কারণেও আশপাশে ঠিকঠাক দেখা যাচ্ছিল না বলে জানায় প্রসিকিউটরের কার্যালয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিশ্ব তাপমাত্রা ২০৪০ সালের মধ্যেই বিপদসীমা অতিক্রম করতে পারে

ভূমন্ডলীয় উষ্ণতা বৃদ্ধি বা বৈশ্বিক উষ্ণায়ন (Global Warming) হলো জলবায়ু পরিবর্তনের একটি বিশেষ ঘটনা। সাধারণত সময় বা কারণ-নিরপেক্ষ হলেও বৈশ্বিক উষ্ণায়ণ বলতে মূলত ইদানীংকার উষ্ণতা বৃদ্ধিকেই নির্দেশ করা হয় এবং এটি মানুষের কার্যক্রমের প্রভাবে ঘটেছে। UNFCCC বৈশ্বিক উষ্ণায়নকে মানুষের কারণে সৃষ্ট, আর জলবায়ুর বিভিন্নতাকে অন্য কারণে সৃষ্ট জলবায়ুর পরিবর্তন বোঝাতে ব্যবহার করে। কিছু কিছু সংগঠন মানুষের কারণে পরিবর্তনসমূহকে মনুষ্যসৃষ্ট (anthropogenic) জলবায়ুর পরিবর্তন বলে।

পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধির হার শিগগিরই বিপদসীমা অতিক্রম করতে চলেছে। ২০৪০ সালের মধ্যে দেড় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। এমনই আশঙ্কার কথা উঠে এসেছে জাতিসংঘের রিপোর্টে। ১.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির অর্থ হিমবাহ গলে সমুদ্রের জলস্তর বৃদ্ধি, যা মহা প্লাবন ডেকে আনতে পারে। ফাঁস হওয়া এই তথ্য প্যারিস জলবায়ু চুক্তির লক্ষ্যপূরণ নিয়েও সংশয় তৈরি করেছে।

শিল্পায়নের আগের পর্যায়ে পৃথিবীর যে গড় তাপমাত্রা ছিল, তার বৃদ্ধি দেড় ডিগ্রির মধ্যে সীমিত রাখতে হবে। এ জন্য উদ্যোগী হবে প্যারিস জলবায়ু চুক্তিতে স্বাক্ষরকারী দেশগুলি। প্যারিস চুক্তির অন্যতম লক্ষ্য ছিল এটি। কিন্তু, সেই লক্ষ্যপূরণ কতটা সম্ভব হবে, তা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে জাতিসংঘের এই রিপোর্ট। ফাঁস হওয়া খসড়া নথিতে দেখা যাচ্ছে, দুই দশকের কিছু বেশি সময়ের মধ্যেই এই তাপমাত্রা বাড়তে পারে। বাতাসে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ কমানো গেলে, এই শতকের দ্বিতীয়ার্ধে তাপমাত্রা কমানো যেতে পারে।

৩১ পাতার খসড়া নথি চূড়ান্ত হবে আগামী অক্টোবরে। এই নথির বিভিন্ন অংশ প্রকাশিত হয়েছে একাধিক সংবাদপত্রে। যদিও পুরো নথি প্রকাশিত হয়নি। ১.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির ফলে হিমবাহ গলে সমুদ্রের জলস্তর বৃদ্ধি পাবে। এই জলস্ফীতির জেরে সমুদ্রের লাগোয়া বিভিন্ন দ্বীপরাষ্ট্র প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। ভেসে যেতে পারে জনপদও। তাই এই তাপমাত্রা বৃদ্ধিকে খুব বিপজ্জনক বলে জাতিসংঘের খসড়া নথিতে ব্যাখ্যা করা হয়েছে।

এ নিয়ে ইতোমধ্যেই তুমুল আলোচনা শুরু হলেও জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্যানেলের মুখপাত্র জোনাথন লিন এ নিয়ে সাবধানী মন্তব্য করেছেন। তাঁর ভাষায়, খসড়ার ভাষ্য অনেক পরিবর্তিত হবে। চূড়ান্ত নথির সঙ্গে এর অনেকাংশেই অমিল থাকবে। এই খসড়া তৈরিতে যুক্ত ডিউক বিশ্ববিদ্যালয়ের জলবায়ু বিশেষজ্ঞ ড্রিউ শিনডেলও একই সুরে বলেন, খসড়া ও চূড়ান্ত নথির মধ্যে অনেকটাই ফারাক থাকার সম্ভাবনা।

দেড় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কা এই প্রথম সামনে এল, এমনটা নয়। গত বছর ‘জিয়োফিজিক্যাল রিসার্চ লেটার্স’ নামক জার্নালে প্রকাশিত একটি গবেষণা এই আশঙ্কার কথা বলেছিল। তাতে লেখা হয়, উনিশ শতকের তুলনায় গড় তাপমাত্রা দেড় ডিগ্রির বেশি বাড়তে চলেছে চলতি শতকে। ১৮৫০-১৯০০ সালে যে গড় তাপমাত্রা ছিল, তার থেকে ১.১ ডিগ্রি বেশি তাপমাত্রা ছিল গত বছর, ২০১৭ সালে। এই বৃদ্ধিই ইঙ্গিত দিয়েছে, আগামী এক দশকে তাপমাত্রা কোথায় যেতে পারে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কর্মস্থলে যৌন হয়রানি বন্ধে ১৯০ নায়িকার খোলা চিঠি

হলিউডে সুনামের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন এমন অধিকাংশ নায়িকাই এখন যৌন হয়রানির বিরুদ্ধে সোচ্চার। যে ব্যথা-লজ্জা-অপমান দীর্ঘ সময় ধরে বহন তারা করে এসেছিলেন গত বছর থেকে তা সাহসের সঙ্গেই জনসমক্ষে প্রকাশ করা শুরু করেন। ফলে ফেঁসে যান হার্ভের ওয়েনস্টিনের মতো ক্ষমতাধর ব্যক্তিরাও। যৌন হয়রানি বন্ধে শুরু হওয়া এই আন্দোলন পরিচিতি পেয়েছে ‘টাইমস আপ’ হিসেবে।

এবার সেই আন্দোলনের ঢেউ লেগেছে ব্রিটেনেও। দেশটির একাধিক অভিনেত্রী এর আগেও সোচ্চার ছিলেন। কিন্তু এবার জোটবদ্ধ হয়েছেন যৌন হয়রানি বন্ধে। এ নিয়ে সম্প্রতি লেখা একটি খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন ১৯০ ব্রিটিশ অভিনেত্রী। দ্য অবজারভারে প্রকাশিত সেই খোলা চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে মধ্যে আছেন এমা থম্পসন, কেইরা নাইটলি ও এমা ওয়াটসনের মতো তারকারা।

যৌন হয়রানির শিকার নারীদের সাহায্যার্থে তহবিল গড়ারও উদ্যোগ নেয়া হয়েছে। যাতে এরইমধ্যে এক মিলিয়ন ডলার দিয়েছেন এমা ওয়াটসন।

রবিবার রাতে লন্ডনে বসছে বাফটা অ্যাওয়ার্ডের আসর। যৌন হয়রানির প্রতিবাদ জানাতে এদিন লাল গালিচায় কালো পোশাক পরে আসবেন তারকারা। এর আগেও বিভিন্ন অ্যাওয়ার্ডের আসরে কালো পোশাক পরেছিলেন তারকারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest