সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরার চারটি আসনই ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করতে হবে – হাবিবুল ইসলামসাতক্ষীরা সদরের দত্তবাগ টাইগার ক্লাবের নাইট ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধনজাতীয় সংহতি দিবস,এই দিনে বিভাজন নয়, ঐক্যের আহবান -কাজী আলাউদ্দিনসাতক্ষীরা-৩ আসনে ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দিনকে বিজয়ী করতে গণমিছিলতরুণদের উদ্ভাবনী উদ্যোগকে উৎসাহিত সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো গ্রীন ইনোভেশন ফেয়ারExplorez les avis des utilisateurs sur gtbet et rejoignez la communautéΕξερευνήστε τις καλύτερες στρατηγικές καζίνο στο gtbet για μεγαλύτερα κέρδηCome registrarsi su Nixbet e iniziare a vincere in pochi passiদেবহাটায় কিশোর-কিশোরী ও যুবকদের সুরক্ষা নিশ্চিতকরণে খেলাধুলার আয়োজনগণমানুষের স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান নলতা হাসপাতাল হুমকির মুখে :রক্ষার দাবি

ভালোবাসা দিবসে সাতক্ষীরায় আমরা সাতাশ সংগঠনের ব্লাড ডোনেশন ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক:
ভালোবাসা হোক রক্তের বন্ধনে…এই শ্লোগানে ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠানের মাধ্যমে সাতক্ষীরা ভালোবাসা দিবস উদযাপিত হয়েছে। গতকাল বুধবার ‘আমরা সাতাশ, সাতক্ষীরা’র আয়োজনে সাতক্ষীরা সরকারি কলেজ শহিদ মিনার চত্বরে “ব্লাড ডোনেশন ক্যাম্প” এর মাধ্যমে বিশ্ব ভালোবাসা দিবস পালিত হয়েছে। বসন্তের আগমনী শুভেচ্ছার মাধ্যমে এ অনুষ্ঠান শুরু হয়। তরুণ প্রজন্মের মধ্যে মানবিক মূল্যবোধ জাগ্রত করার মাধ্যমে সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে “আমরা সাতাশ সাতক্ষীরা” এর অঙ্গ-সংগঠন “সাতক্ষীরা ব্লাড মিডিয়া”র আত্মপ্রকাশ উপলক্ষে বুধবার সাতক্ষীরা সরকারি কলেজ শহিদ মিনার চত্বরে এই ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজন করা হয়। রক্ত দাতাগণকে নিয়মিত রক্তদানে উৎসাহিত করার লক্ষ্যে অনুষ্ঠানে ডোনার কার্ড ও হেল্থ কার্ড প্রদান করা হয়। মানবিক মূল্যবোধে অনুপ্রাণিত হয়ে প্রায় ৫০জনের অধিক তরুন-তরুনী রক্ত প্রদান করেন এবং প্রায় ৩শতাধিক ব্যক্তি রক্তের গ্রুপিং করেন।
অনুষ্ঠানে আমরা সাতাশ-এর সভাপতি শেখ ফারুকুজ্জামান ডেভিড এর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে “সাতক্ষীরা ব্লাড মিডিয়া”র যাত্রা শুরু করেন। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিশ্বাস সুদেব কুমার। প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম।
কর্মসূচির সদস্য সচিব শেখ আমিনুর রহমান কাজলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব আবুল কালাম বাবলা। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, আমরা সাতাশ সাতক্ষীরার সাধারণ সম্পাদক কবির উদ্দিন ও কর্মসূচির আহবায়ক আলহাজ্ব মুহাম্মাদ আব্দুল্লাহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন “আমরা সাতাশ”-এর, এস.এম. মুজতাহিদ-উর-রউফ, মোঃ তরিকুল ইসলাম খোকন, মোঃ আহসানুল কাদির স্বপন, মোঃ লুৎফর রহমান সৈকত, সৈয়দ রফিকুল আলম বাবু, মোঃ কামরুজ্জামান, এড. শামিমুর রেজা শামিম, মাসুদার রহমান বাবু, তরিকুল ইসলাম খোকন। সমগ্র অনুষ্ঠানে সহযোগিতায় ছিল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যশোর, ইসলামি ব্যাংক কমিউনিটি হাসপাতাল ও সাতক্ষীরা শিল্পী ঐক্যজোট ব্লাড ব্যাংক, পলিটেকনিক্যাল কলেজ শাখা, অলসুপার স্টার রক্তদানকারী সংস্থা সাতক্ষীরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নিউইয়র্কের হোটেলে হঠাৎ সালমান-সোনাক্ষী!

ইউটিউব দুনিয়ায় আবার সাড়া ফেলে দিলেন সালমান খান। ফিরলেন ‘চুলবুল পান্ডে’ সঙ্গে তার ‘রাজ্জো’ সোনাক্ষী সিংহ। ব্যাপার কী?

‘ওয়েলকাম টু নিউইয়র্ক’ ছবির জন্য একটা গান শুট করলেন সালমান আর সোনাক্ষী। পুরো গানটাই শুট হল নিউইয়র্কে। ভ্যালেন্টাইন ডে-র প্রাক্কালে সাজিদ ওয়াজিদের সুরে সালমান আর সোনাক্ষীর ‘নয়না ফিসল গয়ি’ আজকের প্রজন্মকে আচ্ছন্ন করে রাখছে সুরে সুরে।

নস্টালজিক সোনাক্ষীও। তিনি বলেছেন, ‘দাবাং আর দাবাং টু’-এর পর সালমানের সঙ্গে এরকম রোম্যান্টিক দৃশ্য শুট করে খুব নস্টালজিক লাগছিল। এত সুন্দর গানটা এই ছবির একটা বড় আকর্ষণ হবে।

পরিচালক চাকরি টোলেটি সালমান-সোনাক্ষীর কেমিস্ট্রি নিয়ে উচ্ছ্বসিত, এই জুটি পরদায় আগুন জ্বালিয়ে দিতে জানে। দু’জনের আন্ডারস্ট্যান্ডিং এতটাই ভালো যে গানটা জাস্ট এক ঘন্টার মধ্যে শুট হয়ে গেল’ যোগ করলেন পরিচালক।

‘ওয়েলকাম টু নিউ ইয়র্ক’ নিয়ে জল্পনা তুঙ্গে। এই প্রথম ছবিতে দ্বৈত ভূমিকায় কর্ণ জোহর। দুজন অল্পবয়সী ছেলে-মেয়ের জীবনে কিম্ভূতকিমাকার মজার ঘটনা নিয়ে এই ছবি। আগামী ২৩ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পাবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় পুলিশ সদস্যের পুত্র সাকিব হত্যার ঘটনায় আটক ৭

এম. বেলাল হোসাইন: ১০ম শ্রেণির এক স্কুল ছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ সময় আহত হয়েছে তার এক সহপাঠী। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা শহরতলীর বকচরা বাইপাস সড়কে ভ্যান চালক রমজান আলীর বাড়ির পাশে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ নিহতের এক সহপাঠীসহ সাতজনকে জিজ্ঞাবাদের জন্য আটক করেছে।
নিহতের নাম সাকিব হোসেন (১৬)। সে পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র ও পলাশপোল মেহেদীবাগে বসবাসরত কলারোয়া উপজেলার সরসকাটি পুলিশ ফাঁড়িতে কর্মরত সিপাহী নজরুল ইসলামের ছেলে।
আটককৃরা হলো, শহরের কামাননগরের হাফিজুল ইসলাম (৬০), মেহেদি হাসান ফয়সল (১৫) , শামীমুজ্জামান অমি (১৪) ,যুবায়ের হোসেন (১৮), রনি (১৮), শাহিনুর (২৪) ও ইটাগাছার আবু হাসান (৩৮) ।
সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন শহরের রসুলপুরের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুল আজিজের ছেলে আব্দুর রাশেদ জানান, সেসহ তার দু’সহপাঠী অমি ও সাকিব মঙ্গলবার রাত ৯টার দিকে বকচরা আহমদিয়া দাখিল মাদ্রাসার মাঠে ইছালে সওয়াব শুনতে যায়। সেখানে একটি স্টলে খাবার কেনা নিয়ে তাদেরই পরিচিত কামাননগর কলোনীর আব্দুল কাদের ও শান্তর সঙ্গে তারা বচসায় জড়িয়ে পড়ে। এ নিয়ে উভয়ের মধ্যে হাতাহাতি হলেও স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দেনে। রাত ১০টার দিকে সে , সাকিব ও অমি বাড়ি ফেরার পথে বাইপাস সড়কের বাসিন্দা ভ্যানচলক রমজানের বাড়ির কাছে পৌঁছানো মাত্র পিছন দিক থেকে কাদের ও শান্তসহ কয়েকজন তাদের উপর গাছের ডাল দিয়ে এলোপাতাড়ি পেটানো শুরু করে। হামলার একপর্যায়ে অমি পালিয়ে গেলে স্থানীয়রা গুরুতর জখম তাকেও সাকিবকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা সাকিবকে মৃত বলে ঘোষণা করেন।
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ হাফিজুল্লাহ জানান, ভারী জিনিস দিয়ে আঘাত লাগার ফলে মস্তিস্কে রক্তক্ষরণ হয়ে সাকিবের মৃত্যু হয়েছে। তবে রাশেদের অবস্থা আশঙ্কাজনক।
সাতক্ষীরা সদর হাসপাতালের তথ্য কর্মকর্তা পুলিশ পরিদর্শক মহিদুল হক জানান, আমিরুজ্জামান বাবুর ছেলে অমিসহ জিজ্ঞাসাবদের জন্য সাতজনকে আটক করা হয়েছে। লাশের ময়না তদন্তের জন্য বুধবার সকালে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সোশ্যাল মিডিয়া কাঁপানো সেই প্রিয়ার বিরুদ্ধে মামলা

যাকে ঘিরে গত চারদিন ধরে তোলপাড় সোশ্যাল মিডিয়া। তার বিরুদ্ধেই দায়ের করা হলো মামলা। যে গান প্রিয়াকে রাতারাতি সেলিব্রিটি করে তুলেছিল, সেই গানই তাকে ফেলল প্রবল বিপাকে। শুনতে অবাক লাগলেও ঘটনা সত্যি। হায়দ্রাবাদের একদল যুবক প্রিয়া প্রকাশ ভারিয়ারের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ‘মালায়লম সিনেমা ‘ওরু আধার লাভ’-গানের দৃশ্যের একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়ে যায়। ভাইরাল হওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় সেলিব্রিটি হয়ে যান প্রিয়া। কিন্তু ওই গানই ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে। এমনই অভিযোগ তুলে হায়দ্রাবাদের একদল মুসলমান যুবক অভিযোগ দায়ের করেছেন থানায়। ওই গানের নির্মাতা, অভিনেতা-অভিনেত্রীদের বিরুদ্ধেও অভিযোগ করা হয়েছে।

ফালকনামার এসিপি সৈয়দ ফিরাজ জানিয়েছেন, অভিযোগটি তারা পেয়েছেন। সম্প্রতি ভাইরাল গানটি মুসলিম ভাবাবেগে আঘাত করেছে বলে অভিযোগ করেছেন একদল যুবক। কিন্তু ওই যুবকরা কোনও ভিডিও জমা দিতে পারেননি। যদিও এখনও পর্যন্ত কোনও এফআইআর দায়ের হয়নি বলে জানান তিনি।

জানা গেছে, মালয়ালম ওই গানটি গেয়েছেন বিনীত শ্রীনিবাসন নামে এক গায়ক। গানটির ইংলিশ ভার্সনও সম্প্রতি রিলিজ হয়েছে। আর এই গানকেই ঘিরে বির্তক শুরু হয়েছে। ইতিমধ্যে পুলিশ ঘটনার তদন্তও শুরু করেছে।

প্রসঙ্গত, কয়েকদিন আগে ‘ওরু আধার লাভ’ সিনেমার ওই গানের ৩০ সেকেন্ডের একটি ফুটেজ ভাইরাল হয়ে যায়। ভিডিওটিতে রোশন আবদুল রাহুফের সাথে রোমান্টিক মুডে দেখা যায় প্রিয়াকে। এরপরেই সোশ্যাল সাইটে সেলিব্রিটি বনে যান প্রিয়া। ইতিমধ্যে ইনস্ট্রাগামে তার ফলোয়ার সংখ্যা ছুঁয়েছে ১৭ লাখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভালোবাসা দিবসের নাটকে পপি

ভালোবাসা দিবসের নাটকে অভিনয় করেছেন পপি। তার বিপরীতে অভিনয় করেছেন অপূর্ব। ‘দুপুর আকাশের রংধনু’ শিরোনামের নাটকটি প্রচার হবে আজ রাত ১০টায়। জহির করিমের রচনা ও বিইউ শুভর পরিচালনায় নাটকটিতে অপূর্ব-পপি ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন স্পর্শিয়া, কল্যানসহ অনেকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মিশরে সেনা অভিযানে নিহত ১০, আটক ৪০০

মিশরীয় সেনাবাহিনীর অভিযানে সিনাই উপদ্বীপে ১০ জঙ্গি নিহত হয়েছে। এছাড়া দেশটির নিরাপত্তা বাহিনী ৪০০ সন্দেহভাজনকে আটক করেছে। তাদের মধ্যে বিদেশিরাও রয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বিবৃতিতে দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে এসব কথা জানানো হয়।

এ ব্যাপারে সেনাবাহিনীর মুখপাত্রের বক্তব্য অনুযায়ী, শুক্রবার থেকে ‘সন্ত্রাসী ও অপরাধী উপাদান ও সংগঠনগুলোর’ বিরুদ্ধে দেশজুড়ে বড় ধরনের নিরাপত্তা অভিযান শুরু করা হয়েছে, অভিযানে সেনাবাহিনী ও পুলিশ অংশ নিচ্ছে।
অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ৩৮ জন জঙ্গিকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এ মাসেই ফোরজির যুগে দেশ; গতি বাড়তে তিন থেকে পাঁচ গুণ

আগামী ২০ থেকে ২৫ ফেব্রুয়ারির মধ্যে দেশ বহু প্রতীক্ষিত চতুর্থ প্রজন্মের (ফোরজি) মোবাইল ফোন সেবার যুগে ঢুকছে। প্রথমে ঢাকাসহ বিভাগীয় শহরে এ সেবা শুরু হবে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এ সেবার তরঙ্গ নিলামের কাজ শেষ করেছে। লাইসেন্স দেওয়া হবে আগামী ১৯ বা ২০ ফেব্রুয়ারি। বিটিআরসির ২০ ফেব্রুয়ারি লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত ছিল। এর আগেই মোবাইল অপারেটররা লাইসেন্স চায়। আজ বুধবার এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বিটিআরসি। মোবাইল অপারেটররা বলছে, লাইসেন্স পাওয়ামাত্র ফোরজি সেবা দেওয়ার জন্য তারা প্রস্তুত। তবে পরীক্ষামূলক সেবা এরই মধ্যে শুরু হয়ে গেছে।

আন্তর্জাতিক মান অনুসারে ফোরজি ইন্টারনেটের গতি ১০ থেকে ১৫ এমবিপিএস (মেগাবাইটস পার সেকেন্ড)। ভারতে গতি ৭ এমবিপিএস। বাংলাদেশে এটি হ্যান্ডসেট ও স্থান বিবেচনায় ৬ থেকে ১০ এমবিপিএস হতে পারে। এ ক্ষেত্রে তা থ্রিজির চেয়ে তিন থেকে পাঁচ গুণ বেশি গতির হবে।

রবি আজিয়াটার নির্বাহী ভাইস প্রেসিডেন্ট শাহেদ আলম এসব তথ্য জানিয়ে আরো বলেন, ফোরজি সেবা পেতে চাইলে গ্রাহককে নতুন করে সিম নিতে হবে। কারণ ফোরজির জন্য প্রয়োজন হবে ‘ইউ-সিমের’। হ্যান্ডসেটও হতে হবে ফোরজি উপযোগী। আর আইফোন ব্যবহারকারীরা এক থেকে দেড় মাস এই সেবা পাবে না। আইফোনের নিজস্ব নিরাপত্তাগত কারণেই সংশ্লিষ্ট গ্রাহকদের কিছুদিন অপেক্ষায় থাকতে হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ফোরজিতে ব্যয় অপরিবর্তিত থাকবে, তবে ব্যবহার বাড়বে। এ সেবার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সম্পর্কে তিনি বলেন, বর্তমানে ৮ থেকে ১০ শতাংশ গ্রাহকের কাছে ফোরজি উপযোগী হ্যান্ডসেট রয়েছে। তিন বছর ঝুলে থাকার পর গতকাল ফোরজি মোবাইল ফোন সেবা চালুর জন্য তরঙ্গ নিলাম সম্পন্ন হয়েছে। ঢাকা ক্লাবে দুপুর ১২টায় এ নিলাম অনুষ্ঠিত হয়। দেশের ছয়টি মোবাইল অপারেটরের মধ্যে গ্রামীণফোন আর বাংলালিংকের মধ্যেই এ নিলাম সীমাবদ্ধ থাকে। রবি আজিয়াটা ও সিটিসেল আগে তরঙ্গ নিলামে অংশ নেওয়ার আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত বিড আর্নেস্টমানি জমা দেয়নি। রবির কাছে পর্যাপ্ত তরঙ্গ রয়েছে। সিটিসেলের বিষয়ে ধারণা করা হচ্ছিল, এ নিলামে অংশগ্রহণের মাধ্যমে কার্যক্রম বন্ধ থাকা এই প্রতিষ্ঠানটিতে নতুন কোনো অংশীদারের দেখা মিলবে; কিন্তু তা হয়নি। নিলামে সরকারের মালিকানাধীন মোবাইল অপারেটর টেলিটকও অংশ নেয়নি। কারণ টেলিটকের কাছেও পর্যাপ্ত তরঙ্গ রয়েছে।

রবির প্রধান নির্বাহী কর্মকর্তা মাহাতাব উদ্দিন গতকাল সাংবাদিকদের বলেন, ‘গত ডিসেম্বর মাস থেকেই আমরা প্রস্তুত। লাইসেন্স পাওয়ার পরপরই অন্য অপারেটরদের তুলনায় বেশি শহরে এ সেবা চালু করতে পারব। আমাদের কাছে বিভিন্ন ব্যান্ডের যে পরিমাণ কোয়ালিটি তরঙ্গ রয়েছে, তা দিয়ে মানসম্মত ফোরজি সেবা দেওয়ার ক্ষেত্রে আমরা এক ধাপ এগিয়ে থাকব।

এদিকে গতকালের নিলামে নতুন করে তরঙ্গ বা স্পেকট্রাম কেনার পর গ্রামীণফোনের সিইও মাইকেল ফোলি এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমাদের প্রযুক্তি নিরপেক্ষ স্পেকট্রামের সঙ্গে নতুন এই স্পেকট্রাম যোগ হওয়ায় গ্রামীণফোন দেশের সবচেয়ে আধুনিক নেটওয়ার্কের মাধ্যমে সেরা ফোরজি সেবা প্রদানে একটি দৃঢ় অবস্থানে পৌঁছে গেল।’

গ্রমীণফোনের আধুনিক এই নেটওয়ার্ক উপভোগ করার জন্য গ্রাহকদের তাদের থ্রিজি সিম পরিবর্তন করে ফোরজি সিম গ্রহণ করতে অনুরোধ করছে।

বাংলালিংকের একজন কর্মকর্তাও গতকাল তাঁদের একই প্রস্তুতির বিষয়ে জানান। বাংলালিংকের সিইও এরিক অস গতকাল রাতে এক প্রেস বিবৃতিতে বলেন, ‘নতুন স্পেকট্রাম গ্রহণ করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। নতুনভাবে সংযোজিত স্পেকট্রামের ফলে আমরা গ্রাহকদের নিরবচ্ছিন্ন ডিজিটাল সংযোগসহ আরো উন্নত কাভারেজ দিতে সক্ষম হব, যা গ্রাহকদের আরো ভালো সেবা দিতে সাহায্য করবে।’

বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বলেন, ‘মোবাইল অপারেটরদের যে প্রস্তুতি রয়েছে তাতে আশা করছি লাইসেন্স দেওয়ার পরপরই দেশে ফোরজি সেবা চালু হয়ে যাবে। বিটিআরসি এ বিষয়ে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত।’

গতকাল ঢাকা ক্লাবে তরঙ্গের নিলামের আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ সাংবাদিকদের জানান, ফোরজি তরঙ্গের নিলাম এবং তরঙ্গের প্রযুক্তি নিরপেক্ষতার সুবিধা বিক্রি করে ভ্যাটসহ পাঁচ হাজার ২৮৯ কোটি টাকা আয় করছে সরকার। বাংলালিংক ও গ্রামীণফোন মোট তিন হাজার ৮৪৪ কোটি টাকায় তরঙ্গ বরাদ্দ নিয়েছে। এ ছাড়া আগের বরাদ্দ তরঙ্গে প্রযুক্তি নিরপেক্ষতা দিয়ে (যাতে ওই তরঙ্গ যেকোনো প্রযুক্তিতে ব্যবহার করা যায়) গ্রামীণফোন, বাংলালিংক ও রবির কাছ থেকে সরকার পেয়েছে এক হাজার ৪৪৫ দশমিক ৮ কোটি টাকা।

বিটিআরসি পৃথক তিনটি ব্যান্ডের তরঙ্গ নিলামের আয়োজন করলেও গ্রামীণফোন আর বাংলালিংকের আগ্রহ ছিল শুধু দুটি ব্যান্ডে। যে তিনটি ব্যান্ডের তরঙ্গ নিলামের আয়োজন করা হয় সেগুলো হলো ৯০০ মেগাহার্টজ, ১৮০০ মেগাহার্টজ ও ২১০০ মেগাহার্টজ। নিলামের নীতিমালা অনুযায়ী, ৯০০ ও ১৮০০ মেগাহার্টজ ব্যান্ডের তরঙ্গ নিলামের ক্ষেত্রে প্রতি মেগাহার্টজের ভিত্তিমূল্য তিন কোটি মার্কিন ডলার। আর ২১০০ মেগাহার্টজ ব্যান্ডের তরঙ্গের ভিত্তিমূল্য মেগাহার্টজপ্রতি দুই কোটি ৭০ লাখ ডলার। নিলামে প্রতিটি ব্যান্ডের অংশ নেওয়ার বিড আর্নেস্ট মানি ১৫০ কোটি টাকা করে। গ্রামীণফোনের আগ্রহ ১৮০০ মেগাহার্টজ ব্যান্ডের তরঙ্গে। বাংলালিংক ১৮০০ মেগাহার্টজ ব্যান্ডের সঙ্গে ২১০০ মেগাহার্টজ ব্যান্ডও নিতে পারে। এই দুই ব্যান্ডের তরঙ্গ টুজি ও থ্রিজির সঙ্গে ফোরজিতেও ব্যবহার করা যাবে।

গতকাল গ্রামীণফোন শুধু ১৮০০ মেগাহার্টজ এবং বাংলালিংক ২১০০ মেগাহার্টজ ও ১৮০০ মেগাহার্টজ তরঙ্গ নিলামে অংশ নেয়।

বাংলালিংক এক হাজার ১১৯ কোটি টাকায় ২১০০ মেগাহার্টজ ব্যান্ড এবং এক হাজার ৪৩৯ কোটি টাকায় ১৮০০ মেগাহার্টজ ব্যান্ডের মোট ১০.৬ মেগাহার্টজ তরঙ্গ কিনে নেয়। আর গ্রামীণফোন এক হাজার ২৮৪ কোটি টাকায় কিনে নেয় ১৮০০ মেগাহার্টজ ব্যান্ডের ৫ মেগাহার্টজ তরঙ্গ।

টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বারের উপস্থিতে তরঙ্গ নিলম অনুষ্ঠান পরিচালনা করেন বিটিআরসি স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক নাসিম পারভেজ।

বাংলালিংকের সিইও এরিক অস ও গ্রামীণফোনের সিইও মাইকেল ফলি লটারির মাধ্যমে তাঁদের জন্য নির্ধারিত দুটি আলাদা টেবিলে বসে এ নিলামে অংশ নেন।

বাংলাদেশ সাবমেরিন কেবল কম্পানি লিমিডেটের (বিএসসিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মসিউর রহমান গতকাল বলেন, ‘ফোরজি সেবাকে বিবেচনায় রেখে আমরা সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি। দ্বিতীয় সাবমেরিন কেবল সি-মি-উই-৫ থেকে আমরা এখন ২০০ জিবিপিএস ব্যান্ডউইডথ পাচ্ছি। এর সক্ষমতা বাড়িয়ে ৪০০ জিবিপিএস করা হচ্ছে। আগামী বছর পাওয়া যাবে ৮০০ জিবিপিএস। আর প্রথম সাবমেরিন কেবল সি-মি-উই-৪ থেকে পাচ্ছি ৩০০ জিবিপিএস। দেশে ইন্টারনেট ব্যান্ডউইডথের চাহিদা বর্তমানে প্রায় সাড়ে ৫০০ জিবিপিএস। কিন্তু বিএসসিসিএল থেকে ব্যবহার হচ্ছে ২৩০ জিবিপিএস। বাকিটা আসছে ভারতের আইটিসি অপারেটরদের মাধ্যমে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিয়ে নিয়ে মুখ খুললেন সালমান খানের বান্ধবী!

কানাঘুষো শোনা গিয়েছিল যে, খুব শিগগিরই বিয়ের বাঁধনে বাঁধা পড়তে পারেন সালমান-লুলিয়া। প্রায় দু’তিন বছর ধরে তাদের বিয়ে নিয়ে জল্পনা চলছে বি-টাউনে। কিন্তু প্রশ্ন উঠলেই এড়িয়ে যান দু’জনে। অবশেষে নিজের বিয়ে নিয়ে মুখ খুললেন সালমান খানের বান্ধবী লুলিয়া ভন্তুর।

সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিয়ের ব্যপারে প্রশ্ন ওঠায় লুলিয়া জানিয়েছেন যে, কোনও কাগজের টুকরো বা আইনি সিলমোহর দিয়ে প্রেমের বিচার হয় না। দু’টি মানুষের মধ্যে প্রেমের সম্পর্ক থাকলেই যে বিয়ে করতে হবে-তারও কোনও মানে নেই।

এই প্রসঙ্গে লুলিয়া আরও জানিয়েছেন যে, সালমানের বান্ধবীর পরিচয়ে নয়, নিজস্ব পরিচিতিতেই বাঁচতে চান তিনি।

কানাঘুষো শোনা গিয়েছিল যে, খুব শিগগিরই বিয়ের বাঁধনে বাঁধা পড়তে পারেন সালমান-লুলিয়া। তবে সেই গুজবকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে অভিনেত্রী বলেছেন যে, আগামী দু’বছরের মধ্যে একেবারেই বিয়ে করতে চান না তিনি। তাই ভক্তদের যে তাদের প্রিয় অভিনেতার বিয়ে দেখার জন্য আরও অপেক্ষা করতে হতে পারে, তা বলাই বাহুল্য।

প্রসঙ্গত, চলতি বছরেই মুক্তি পেয়েছে রোমানিয়ান মডেল-অভিনেত্রী লুলিয়া এবং অভিনেতা মণীশ পলের নতুন গানের ভিডিও ‘হরজাই’। বেশ প্রশংসাও কুড়িয়েছে দর্শকদের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest