সর্বশেষ সংবাদ-
কারিগরি শিক্ষাকে মর্যাদা প্রদান ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাকে বিএসসি সমমান মর্যাদা ঘোষনার উদ্যোগে বিদ্বেষী কার্যক্রমের প্রতিবাদে সংবাদ সম্মেলনদেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপনসাতক্ষীরায় ১২০ লিটার ভেজাল দুধ জব্দ: দেড় লক্ষ টাকা জরিমানা ও ১ মাসের বিনাশ্রম কারাদ-সাতক্ষীরায় ৪ টি অস্ত্র, ২৯ রাউন্ড গুলি ও তিনটি ম্যাগাজিন জব্দসাতক্ষীরা সদর উপজেলা পরিষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান শামস্ : কোহিনুরকালিগঞ্জ সীমান্ত থেকে ১১টি এয়ারগান,৬ হাজার ৯শ রাউন্ড গুলি জব্দসদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সোহাগের মনোনয়নপত্র বৈধসাতক্ষীরা কম্পিউটার সমিতির পূর্ণাঙ্গ কমিটির সংবর্ধনাবঙ্গমাতা সাংস্কৃতিক জোট সাতক্ষীরা জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভাআশাশুনি থেকে জেলি পুশরত চিংড়িসহ নারী শ্রমিক আটক

নেইমার-কাভানির জাদুতে পিএসজির দুর্দান্ত জয়

দুর্দান্ত সময় পার করছে নেইমার-কাভানির পিএসজি। আর তারই ধারাবাহিকতায় প্যারিসে বুধবার রাতে তোয়াকে হারিয়ে ফরাসি লিগে শীর্ষস্থান পোক্ত করেছে উনাই এমেরির দল।

ঘরের মাঠে প্রথমার্ধে বলের নিয়ন্ত্রণে অনেক এগিয়ে থেকেও গোল করতে পারেনি পিএসজি। আনহেল দি মারিয়া দুইবার গোলের সুযোগ তৈরি করেও গোল তুলে নিতে পারেননি। অবশেষে ডি-বক্সে কাভানিকে জার্সি টেনে ফেলে দেওয়া হলে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। কিন্তু ৪১তম মিনিটে উরুগুয়ের স্ট্রাইকার কাভানির স্পট-কিক ঝাঁপিয়ে ফেরান গোলরক্ষক মামাদু সামাসা। এরপর ৬৮তম মিনিটে নেইমারের ফ্রি-কিকও ফিরিয়ে সামাসা।

তবে ৭৩তম মিনিটে বল নিয়ে খানিকটা এগিয়ে ডিফেন্ডারদের এড়িয়ে ডি-বক্সের ঠিক বাইরে থেকে কোনাকুনি শটে পিএসজিকে এগিয়ে নেন বিশ্বের সবচেয়ে দামি এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। পরে খেলার ৯০তম মিনিটে বাঁ দিক থেকে ডি-বক্সে ঢুকে পড়া নেইমারের নিচু ক্রসে জোরালো শটে গোলরক্ষককে পরাস্ত করেন কাভানি।

অবশেষে ২-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে নেইমার-কাভানির পিএসজি।

৪১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে পিএসজি।
১০ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে অলিম্পিক মার্সেই। অলিম্পিক লিও ও বতর্মান চ্যাম্পিয়ন মোনাকোর পয়েন্ট ২৯।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৮ লক্ষ দাম উঠল মাছটির!

ভারতের এক জেলের জালে মাছটি ধরা পড়েছে। প্রায় ৮ লক্ষ টাকায় বিক্রি হল মাছটি।
ভোলা মাছটির ওজন ৪০ কেজি। বুধবার দীঘার মোহনায় নিলামে উঠে মাছটি। সেখানেই মাছটি কিনেছেন দেবাশিষ জানা নামক এক মৎস ব্যবসায়ী।

জানা গেছে, মাছটি বিক্রির জন্য আড়তে নিয়ে গেলে কেজি প্রতি মাছটির দাম দাড়ায় ১৯ হাজার টাকা। সেই হিসেবে ৩৮ কেজি ৫০০ গ্রামের মাছটির দর হয় ৭ লাখ ৩০ হাজার টাকা। এমআরএফটি সংস্থা কিনে নেয় বিশাল আকারের ভোলা মাছটি। মাছটি তেলিয়া ভোলা শংকর প্রজাতির মাছ। এই মাছ সাধারণত গভীর সমুদ্রে থাকে। তবে আর পাঁচটি সামুদ্রিক মাছের মতোই তেলিয়া ভোলা মাছও প্রজননের সময় ডিম পাড়ার জন্য উপকূলের কাছাকাছি চলে আসে।
ঠিক তখনই মৎস্যজীবীদের জালে ধরে পড়ে যায় মাছটি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘মোদি অমিতাভের চেয়ে বড় অভিনেতা’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লক্ষ্য করে কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী বলেছেন, তিনি অমিতাভ বচ্চনকেও ছাপিয়ে গেছেন। তিনি অমিতাভ বচ্চনের চেয়ে বড় অভিনেতা।
চোখের পানি ফেলার জন্য তাকে (মোদির) কন্ট্যাক্ট লেন্স পড়তে হয় না।

বুধবার আম্রেলির এক জনসভায় বক্তব্য রাখেন রাহুল গান্ধী। সেখানে তিনি নোট বাতিলের সময় মোদির আবেগতাড়িত ভাষণের কথা উল্লেখ করেন। সেই ভাষণে মোদি বলেছিলেন, ৩১শে ডিসেম্বরের মধ্যে কালো টাকা ভারতে ফিরিয়ে না আনলে ভারতবাসী যেন তাকে ফাঁসিকাঠে ঝোলায়। সেদিন ভাষণের সময় চোখে পানি চলে এসেছিল তার। আম্রেলির জনসভায় মোদির সেই ভাষণের সমালোচনা করে রাহুল বলেন, তিনি অমিতাভ বচ্চনের থেকেও ভালো অভিনয় করেন। কলকাতা টুয়েন্টিফোর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
লাবসা চম্পা মায়ের দরগা শরীফের দান বাক্স ভাংচুর

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা সদরের লাবসা ইউনিয়নে অবস্থিত লাবসা চম্পা মায়ের দরগা শরীফের নির্মাণাধীন দান বাক্স ভাংচুর ও টিউবওয়েলের মাথা খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত ইং- ২৮ নভেম্বর দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত ও দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফুসে উঠেছে এলাকাবাসী ও ভক্তরা । সদর থানায় অভিযোগ করে সাধারণ ডাইরি করা হয়েছে। যার নং- ১৮৫২ তারিখ-২৯/১১/১৭ ইং। এই ঘটনায় যে কোন মুহুর্তে বড় ধরনের সংঘর্ষের সৃষ্টি হতে পারে বলে মনে করছে সচেতন মহল ও এলাকাবাসী। লাবসা চম্পা মায়ের দরগা শরীফ পরিচালনা পরিষদের সভাপতি কাজী এছানুল হক হাসান ও সাধারণ সম্পাদক মো. আরসাদ আলী জানান, দরগা শরীফ রক্ষানাবেক্ষণের অভবে ভগ্নদশায় পরিনত হয়েছিল। গত ৪ মাস আগে ওয়ার্কপ স্টেট কর্তৃক কমিটির দায়িত্ব পাওয়ার পর আমরা সংস্কারের জন্য কাজ শুরু করি। তারই অংশ হিসেবে গেট, দান বাক্সসহ বিভিন্ন নির্মাণ কাজ চলতে থাকে। কিন্তু একটি কুচক্রী মহলের স্বার্থে আঘাত লাগায় তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র ও চক্রান্ত করতে থাকে। গত ইং- ২৮ নভেম্বর দিবাগত রাতে লাবসা চম্পা মায়ের দরগা শরীফের নির্মাণাধীন দান বাক্স ভাংচুর ও টিউবওয়েলের মাথা খুলে নিয়ে গেছে দুবৃত্তরা এটা তারই বর্হিপ্রকাশ। ইতিপুর্বে চম্পা মায়ের দরগা শরীফের ওয়ার্কপ স্টেটভুক্ত ২৭ শতক জমির মধ্যে লাগানো গাছ কেটে নিয়ে যায় দুবৃত্তরা। ঐ ঘটনায় শত শত এলাকাবাসী স্বাক্ষরিত অভিযোগ জেলা প্রশাসক ও সদর উপজেলা ভুমি অফিসে দেওয়া হলে তদন্ত সম্পন্ন হয় এবং অভিযুক্তদের সনাক্ত করা হয়। দীর্ঘদিন পার হলেও দোষীদের বিরুদ্ধে কোন প্রকার আইনানুক ব্যবস্থা গ্রহন না করায় এধরনের ঘটনা ঘটেছে বলে মনে করছে এলাকাবাসী ও সচেতন মহল। এধরনের হীন কাজে জড়িতদের সনাক্ত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। এ ব্যাপারে জেলা পুলিশ সুপারের জরুরী হস্তক্ষেপ কামনা করেছে সচেতন মহল ও এলাকাবাসী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় বীর মুক্তিযোদ্ধা সুজায়েত আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

তালা প্রতিনিধি : তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মো. সুজায়েত আলী মৃত্যুবরন করেছেন। দীর্ঘদিন ধরে ঘাতক ব্যাধী ক্যান্সারে বোগার পর তিনি মঙ্গলবার রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে……রাজেউন)।
তালা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার মো. মফিজ উদ্দীন জানান, ক্যান্সারে আক্রান্ত বরেন্য বীর মুক্তিযোদ্ধা মো. সুজায়েত আলী মঙ্গলবার রাতে উপজেলার কাজিডাঙ্গা গ্রামে মৃত্যুবরন করেন। বুধবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অনিমেশ কুমার বিশ্বাস’র নেতৃত্বে তালা থানা পুলিশ মরহুম বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান পূর্বক সম্পূর্ন রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
উক্ত জানাযা নামাজে তালা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অনিমেশ কুমার বিশ্বাস সহ বরেন্য বীর মুক্তিযোদ্ধা, তালা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার মো. মফিজ উদ্দীন, ডেপুটি কমান্ডার আলাউদ্দীন জোয়াদ্দার, যুদ্ধকালীন কমান্ডার মাষ্টার আব্দুস সোবহান, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সাতক্ষীরা জেলা সদস্য সচীব লায়লা পারভীন সেঁজুতি, তালা উপজেলা আহ্ববায়ক জাহিদুর রহমান লিটু, সদস্য সচীব আলমগীর হোসেন, জেলা সদস্য মোস্তফা কামাল, ইসলামকাটি ইউনিয়ন সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক জাকির হোসেন, জালালপুর ইউনিয়ন সভাপতি আবু হোসেন অপু, তেঁতুলিয়া ইউনিয়ন সভাপতি মফিজুল ইসলাম, মুক্তিযোদ্ধা সন্তান মো. মাছুম, আব্দুল জলিল ও শাপলা সহ বরেন্য মুক্তিযোদ্ধা, শিক্ষক, সুশীল সমাজ নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। এদিকে মরহুম বীর মুক্তিযোদ্ধার বিদেহী আত্মার শান্তি কামনা সহ মরহুমার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেছেন সাতক্ষীরা জেলা ও তালা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমিটির এবং তালা রিপোটার্স ক্লাবের নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় আজকের সাতক্ষীরা ব্যাটমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো: দেবহাটায় দৈনিক আজকের সাতক্ষীরা ব্যাটমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধায় মাঘরী জামে মসজিদ প্রাঙ্গনে মাঘরী যুব সংঘের সার্বিক ব্যবস্থাপনায় উক্ত খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি ও অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনা করেন দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার দেবহাটা ব্যুরো প্রধান কে.এম রেজাউল করিম। এসময় উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হারুন অর রশিদ, ইউপি সদস্য হাফিজুর রহমান হাফিজ, আজকের সাতক্ষীরা পত্রিকার পারুলিয়া প্রতিনিধি আবু জাফর, বিশিষ্ঠ ব্যবসায়ী সোহরাব হোসেন, সখিপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তৈহিদ হোসেন, বিশিষ্ঠ সমাজ সেবক আব্দুল আলিম, আহছান উল্লাহ কল্লোল, নয়ন আরাফাত প্রমূখ। খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন রাজু আহম্মেদ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের মূল নির্মাণ পর্ব শুরু

পাবনার ঈশ্বরদীর রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মূল নির্মাণ পর্বের কাজ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আজ বৃহস্পতিবার বেলা ১১টায় নিজের হাতে প্রথম কংক্রিট ঢালাইয়ের মাধ্যমে এই কাজের উদ্বোধন করেন। এর মাধ্যমে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী ৩২তম দেশ হিসেবে তালিকাভুক্ত হলো বাংলাদেশ।

এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কংক্রিট ঢালাইয়ের স্থান ঘুরে দেখেন। পরে সেখানে তিনি সুধী সমাবেশে বক্তব্য দেবেন।

মূল নির্মাণ পর্বের আনুষ্ঠানিক উদ্বোধনের দিন থেকেই ঘড়ির কাঁটা চলতে শুরু করেছে। অর্থাৎ, প্রকল্প শেষ হওয়ার ক্ষণগণনা শুরু হবে। বিদ্যুৎকেন্দ্রটির নির্মাণ শেষ করার জন্য ঠিকাদার কোম্পানি রাশিয়ার অ্যাটমস্ট্রয়েক্সপোর্ট আজ থেকে ৬৬ মাস বা সাড়ে পাঁচ বছর সময় পাবে। সে অনুযায়ী ২০২৩ সালের মে-জুনে কেন্দ্রটির ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার প্রথম ইউনিট এবং এর পরের বছর একই ক্ষমতার দ্বিতীয় ইউনিট চালু হওয়ার কথা।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প গ্রহণ করা হয় ১৯৬১-৬২ সালে। তবে ২০১১ সালের ২ নভেম্বর রাশিয়ার সঙ্গে বাংলাদেশের আন্তসরকার সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর এই প্রকল্পের কাজ গতি পায়। তারও ছয় বছর পর আজ এই প্রকল্পের মূল নির্মাণ পর্বের কাজ শুরু হলো। এর মাধ্যমে বাংলাদেশ পৃথিবীর পারমাণবিক ক্লাবের ৩২তম সদস্যদেশ হিসেবে অন্তর্ভুক্ত হলো। একই সঙ্গে বাংলাদেশ এশিয়ার মধ্যে ষষ্ঠ এবং সার্কের তৃতীয় পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নকারী দেশের তালিকায় ঢুকল।

রাশিয়ার দেওয়া প্রকল্প ব্যয়ের ৯০ শতাংশ সরবরাহ ঋণে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এই প্রকল্পে রাশিয়ার উদ্ভাবিত সর্বাধুনিক (থ্রি প্লাস জেনারেশন) ‘ভিভিইআর ১২০০’ প্রযুক্তির পরমাণু চুল্লি ব্যবহার করা হবে। রাশিয়ার বাইরে এই প্রযুক্তির বিদ্যুৎকেন্দ্র রূপপুরেই প্রথম হচ্ছে।

বর্তমানে পৃথিবীর ৩১টি দেশে ৪৫০টি পারমাণবিক বিদ্যুতের ইউনিট চলমান আছে। এগুলোর মোট উৎপাদন ক্ষমতা প্রায় ৩ লাখ ৯২ হাজার মেগাওয়াট (৩৯২ গিগাওয়াট)। বাংলাদেশ ছাড়া আরও ৬০টি ইউনিট বিভিন্ন দেশে নির্মাণাধীন রয়েছে, যার মোট ক্ষমতা প্রায় ৬০ হাজার মেগাওয়াট।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফিরলেন ‘ফিজ’, জয় পেল রাজশাহী

মুস্তাফিজ ছিলেন। কিন্তু বিপিএলে দেখা যাচ্ছিল না ‘দ্য ফিজ’কে। অবশেষে আজ চিটাগং ভাইকিংসের বিপক্ষে স্বমূর্তিতে ফিরেছেন বাঁহাতি এই পেসার। দুর্দান্ত বোলিং করে দলকে এনে দিয়েছেন দাপুটে জয়। ৩৩ রানের এই জয় দিয়ে গ্রুপ পর্ব পেরোনোর আশাও টিকিয়ে রেখেছে রাজশাহী কিংস। আর বিদায় অনেকটাই নিশ্চিত হয়ে গেছে চিটাগংয়ের।

১৫৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই বাঁহাতি পেসার মুস্তাফিজ ও কাজী অনিকের দুর্দান্ত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি চিটাগংয়ের ব্যাটসম্যানরা। চার বল বাকি থাকতেই চিটাগং অলআউট হয়ে গেছে ১২৪ রানে। ৪ ওভার বল করে মাত্র ১৮ রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন মুস্তাফিজ। আর আরেক বাঁহাতি পেসার অনিক ছিলেন আরো বিধ্বংসী। ৩.২ ওভার বল করে মাত্র ১৭ রান দিয়ে চারটি উইকেট নিয়েছেন ১৯ বছর বয়সী এই পেসার।

চিটাগংয়ের পক্ষে সর্বোচ্চ ২৭ রানের ইনিংসটি এসেছে স্টেন ভন জিলের ব্যাট থেকে। ২৩ রান করেছেন এনামুল হক। ১৭ রান করেছেন সিকান্দার রাজা। আর ১৩ রানের ছোট দুটি ইনিংস এসেছে সৌম্য সরকার ও তানভীর হায়দারের কল্যাণে।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে অধিনায়ক ড্যারেন স্যামির ৪০, মুশফিকুর রহিমের ৩১, জেমস ফ্রাঙ্কলিনের ৩০ ও লুক রাইটের ২৫ রানের ইনিংসগুলোতে ভর করে স্কোরবোর্ডে ১৫৭ রান জমা করেছিল রাজশাহী কিংস।

আজকের এই জয়ের ফলে ১০ ম্যাচ শেষে ৮ পয়েন্ট নিয়ে রাজশাহী উঠে এসেছে পঞ্চম স্থানে। আর সমানসংখ্যক ম্যাচ খেলে চিটাগংয়ের সংগ্রহ মাত্র ৫ পয়েন্ট। গ্রুপ পর্বের বাকি দুটি ম্যাচ জিতলেও পরবর্তী রাউন্ডে যেতে পারবে না চিটাগং।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest