সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় যৌথবাহিনির অভিযানে অস্ত্র-মাদকসহ তিনজন আটকসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভাসাতক্ষীরা কারা মহাপরিদর্শকের বিরুদ্ধে মানহানি মামলাসাতক্ষীরায় গ্রিলের তালা ভেঙে দুর্ধর্ষ চুরিসাতক্ষীরার লাবসা বাইপাস সড়কে মোটরযানের উপর মোবাইল কোর্টদেবহাটায় অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে স্কুল শিক্ষক ও আয়া আটক কালিগঞ্জে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে আটক-৩সাংবাদিক কামরুজ্জামানের শ্যালকের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোকসাতক্ষীরায় ভেজাল মাছের খাবার ও সার তৈরির অভিযোগে ২০ হাজার টাকা জরিমানাজলাবদ্ধতা নিরসনের দাবিতে শ্যামনগরে প্রশাসনকে স্মারকলিপি

ছাত্রলীগ নেতা রাজুর উপর হামলার ঘটনায় ৯ জনের নামে এজাহার

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদকের উপর হামলায় ঘটনায় ৯ জনের নাম উল্লেখ করে এজাহার দায়ের করা হয়েছে। বুধবার সাতক্ষীরা সদর থানায় এ এজাহার দায়ের করেন সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহের রাজু।
এজাহার সূত্রে জানা গেছে, ৬ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যার দিকে রাজার বাগান কলেজ মাঠ এলাকার রাস্তা দিয়ে বাড়ি ফেরার পথে তার গতিরোধ করে একদল সন্ত্রাসী। কোন কিছু বুঝে ওঠার আগেই তারা ধারালো অস্ত্র দিয়ে রাজুর শরীরে বিভিন্ন অংশে ও মাথায় কোপ মারতে থাকে। এসময় রাজু আত্ম চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় রাজুকে সাতক্ষীরা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছেন। এঘটনায় রাজু হামলার সাথে জড়িত ব্যক্তিদের মধ্যে ৯ জনের নাম উল্লেখ করে বুধবার সদর থানায় একটি এজাহার দায়ের করেছেন। হামলাকারীরা হলেন, কাটিয়া এলাকার জিয়াদ মল্লিকের ছেলে আলমগীর হোসেন, পুরাতন সাতক্ষীরা এলাকার সাঈদ হোসেনের ছেলে হাবিবুল্লাহ, মুনজিতপুর এলাকার মজিদের ছেলে নাহিদ হোসেন, পুরাতন সাতক্ষীরার উজ্জল হোসেন, সুলতানপুর এলাকার মোকাম হোসেনের ছেলে মোছলেম, রাজার বাগান এলাকার নাদেরুল ইসলামের ছেলে জনি, পলাশপোল এলাকার হোসেন হোসেন, আশাশুনির মাদারবাড়ীয়া এলাকার ডিউকের ছেলে সানজিৎ, কাদাকাটি এলাকার ভবেন সানার ছেলে রথিন্দ্রনাথ সানাসহ অজ্ঞাত আরো ২/৩ জন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নলতায় শুরু হয়েছে ৩ দিন ব্যাপী ৫৪তম বার্ষিক ওরছ

নলতা প্রতিনিধি: খানবাহাদুর আহ্ছানউল্লা (র.)’র ৫৪তম বার্ষিক ওরছ শরীফ কালিগঞ্জ উপজেলার নলতা শরিফে আজ ৮ জানুয়ারি বৃহস্পতিবার বাদ ফজর মিলাদের মধ্য দিয়ে শুরু হয়েছে।
নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সার্বিক ব্যস্থাপনায় অন্যান্য বছরের ধারা অব্যাহত রেখে এবছর ৮, ৯ ও ১০ ফ্রেব্রুয়ারি বৃহস্পতি, শুক্রবার ও শনিবার তিনদিন ব্যাপী বার্ষিক ওরছ শরীফ সফল করার জন্য কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সভাপতিসহ শিক্ষক ও নির্বাহী কমিটির কর্মকর্তারা সার্বিক বিষয়ে তদারকি করছেন। ওরছ শরীফ উপলক্ষে অতিথিদের আপ্যায়নসহ সকল বিষয়ে নজরদারি রাখার জন্য বিভিন্ন কর্মকর্তার নেতৃত্বে অনেকগুলো সাব-কমিটিও গঠিত হয়েছে।
আর উক্ত তিন দিন ব্যাপী বার্ষিক ওরছ শরীফে প্রতিদিন ভোর থেকে সারা দিনব্যাপী পাক রওজা শরীফে বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি ৮ ও ৯ ফেব্রুয়ারি মাহফিল মাঠে দেশ ও দেশের বাইরে থেকে আগত বিভিন্ন আলেমগন পবিত্র কোরআন ও হাদীসের আলোকে নবী, রসুল ও ওলি-আউলিয়াদের জীবন দর্শন সম্পর্কে আলোচনা রাখবেন।
এবং ১০ ফেব্রুয়ারি শনিবার সকাল ৮ টায় আখেরী মোনাজাতের মাধ্যমে তিনদিন ব্যাপি বার্ষিক ওরছ শরীফের পরিসমাপ্তি ঘটবে। অনুষ্ঠানগুলো উপভোগ করার জন্য নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের পক্ষে সাধারণ সম্পাদক মো. আব্দুল মজিদ সকলকে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন। এদিকে ওরছ শরীফ উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আনসার বাহিনী ও রোভার স্কাউট স্বেচ্ছাসেবকবৃন্দ সর্ব সাধারণের নিরাপত্তার কাজে নিয়োজিত আছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নলতায় এক ব্যক্তির আত্মহত্যা

নলতা প্রতিনিধি: আসলাম খান বাবু (৪৫) নামের এক ব্যক্তি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। সে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা চৌমুহনী এলাকার মৃত আঃ হাকিম খান দর্জির পুত্র। ঘটনা বিবরণে জানা যায়, আসলাম খান বাবু মঙ্গলবার কোন এক সময় সবার অজান্তে বাড়ির পাশের বাগানে তেঁতুল গাছের ডালে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। বিকাল ৫ টার দিকে স্থানীয়রা গাছে ঝুলান্ত অবস্থায় দেখতে পেয়ে কালিগঞ্জ থানায় খবর দিলে সন্ধ্যায় পুলিশ এসে লাশ নামায়ে থানায় নিয়ে যায়। কালিগঞ্জ থানার অফিসার ইন-চার্জ সুবির দত্ত ঘটনাটি নিশ্চিত করে বলেন, লাশ পোষ্ট মার্টেমের জন্য থানায় আনা হয়েছে। এব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানা গেছে। তবে বাবু কি কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
২ দিন বন্ধ থাকার পর ভোমরা স্থলবন্দরে আমদানী-রপ্তানী শুরু

মাকছুদ খান: ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট এমপ্লয়ী কার্গো ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের অনির্দিষ্টকালের কর্মবিরতী প্রত্যাহারের কারনে টানা ২দিন বন্ধ থাকার পর ভোমরাস্থল বন্দরে আমদানী রপ্তানী পুনরায় শুরু হয়েছে। বুধবার কোলকাতা কাস্টমসের জয়েন্ট কমিশনার অমরেন্দ্র নারায়নের মাধ্যস্থতায় ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট এমপ্লয়ী কার্গো ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের অনির্দিষ্টকালের কর্মবিরতী প্রত্যাহার করে। প্রত্যাহারের পর বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে ভোমরা টি
ভোমরা স্থল বন্দর সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের সভাপতি কাজী নওশাদ দেলোয়ার রাজু
ভোমরা শুল্ক ষ্টেশনের সহকারি কমিশনার রেজাউল হক জানান, ভারতের ব্যাবসায়িদের সাথে সে দেশের কাষ্টমের অভ্যন্তরীন দ্বন্দ্বের কারণে দুই দেশের আমদানি রপ্তানি বন্ধ ২ দিন বন্ধ ছিলো। বুধবার বিকাল থেকে তা পুনরায় চালু হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নাশকতাকারীদের প্রতিহত করতে সাতক্ষীরায় আওয়ামীলীগের প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক : ৮ফেব্রুয়ারী দুর্নীতি মামলার রায়ে খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে বিএনপি-জামাত কর্তৃক নাশকতা কারীদের প্রতিহত করতে ওয়ার্ড আওয়ামীলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় সাড়ে ৭টায় ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ। ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিমের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন। এসময় উপস্থিত ছিলেন, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নারায়ন চন্দ্র, সাধারণ সম্পাদক রাফিনুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক বাবু, রেজাউল ইসলাম, আঃ হান্নান, রুহুল কুদ্দুস, তপন, ৭নং ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলু, নব কুমার, মোহাম্মদ আলী, আবুল কাশেম, হাফিজ, নাসির, জিল্লুর রহমান সহ ৬ ও ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি বলেন, বিএনপি জামাত চক্র আর যাতে বাংলার মাটিতে কোনো ধরনের নাশকতা করতে না পারে সেজন্য আমাদের সজাগ থাকতে হবে। বৃহস্পতিবার খালেদা জিয়া এর দুর্নীতি মামলার রায় ঘোষণা করা হবে এই ইস্যুকে কেন্দ্র ওই নাশকাতকারী চক্র মাথা চাড়া দিয়ে উঠতে পারে। তাদের প্রতিহত করতে আমাদের মাঠে থাকতে হবে। নাশকতাকারীদের প্রতিহত করার জন্য নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশ দেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সর্বোচ্চ নিরাপত্তার চাদরে সারা দেশ

রাজধানী ঢাকার নিরাপত্তা জোরদারে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ-র‌্যাব। নিরাপত্তা নির্বিঘ্ন করতে রাজধানীসহ সবকটি বিভাগীয় শহর এবং বেশির ভাগ জেলায় র‌্যাব-পুলিশের পাশাপাশি নামানো হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রাজধানীতে নামানো হয়েছে ২০ প্লাটুন বিজিবি। নিরাপত্তা নিশ্ছিদ্র করতে বিভিন্ন জেলায় নতুন করে চেকপোস্ট বসিয়ে গাড়ি থামিয়ে তল্লাশি করছে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা। অন্যদিকে গত কয়েক দিনে কেবল ঢাকাতেই বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের অন্তত দুই হাজারের অধিক নেতা-কর্মীকে গ্রেফতার করেছে আইন প্রয়োগকারী সংস্থা বলে অভিযোগ সংশ্লিষ্ট দলটির। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও যুবদল উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীরসহ দলের কেন্দ্রীয় ও নগর নেতাদের বাড়িতে পুলিশ তল্লাশি চালায়। এর মধ্যে আটক করা হয়েছে বিএনপির তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক খালেদ হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা নজরুল ইসলাম, এসএম সায়েমসহ বেশকয়েক নেতা-কর্মীকে।

এদিকে নিয়মিত মামলার আসামির পাশাপাশি এই গণগ্রেফতারে থানার হাজতগুলোতেও তিল ধারণের কোনো ঠাঁই নেই। গতকাল নিরাপত্তা নিয়ে পৃথকভাবে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, পুলিশ মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। প্রত্যেকেই নিজ নিজ বক্তব্যে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে। একই সঙ্গে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার কথা বলেছেন তারা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান গতকাল সচিবালয়ে সাংবাদিকদের বলেন, ৮ ফেব্রুয়ারি দেশে কোনো নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হতে দেওয়া হবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের যা যা করার তাই করবে। খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলার রায়-পরবর্তী বাংলাদেশ ভালো থাকবে। জানা গেছে, খালেদা জিয়ার রায়কে ঘিরে যে কোনো ধরনের নাশকতা এড়াতে আগামী তিন দিন পুলিশের পাশাপাশি মাঠে থাকবে সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

জোরদার চেকপোস্টে তল্লাশি : বিশেষ প্রস্তুতির অংশ হিসেবে ডিএমপি এলাকায় কর্মরত সব সংস্থার সদস্যের ছুটি গতকাল থেকে বাতিল করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে। রায়-পরবর্তী সহিংসতা হতে পারে- এমনটি বিবেচনায় রেখে সম্ভাব্য প্রস্তুতি নেওয়া হয়েছে। যেসব জায়গায় সহিংসতা হতে পারে সেগুলো চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি কারা এগুলো ঘটাতে পারে তাদেরও একটি সম্ভাব্য তালিকা প্রস্তুত করা হয়েছে। ওই তালিকা আইন প্রয়োগকারী প্রতিটি সংস্থার কাছে পাঠানো হয়েছে। নাশকতা হতে পারে এমন সম্ভাব্য স্পটগুলোতে আগে থেকেই পোশাকে ও সাদা পোশাকে পুলিশ সদস্যরা উপস্থিত থাকবেন। তারা গোয়েন্দা তথ্য অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন। গতকাল সারা দিন সরেজমিন রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান পরিচালনা করছে পুলিশ ও র‌্যাব। সন্দেহভাজন ব্যক্তি, রিকশা, মোটরসাইকেল, বাসসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি করা হচ্ছে। তল্লাশি করা হচ্ছে সঙ্গে থাকা ব্যাগ, বস্তা ও লাগেজ। রেলপথ, সড়কপথ ও নৌপথসহ সব খানে তল্লাশি চালানো হচ্ছে। বাদ যাচ্ছে না সঙ্গে থাকা মোবাইল ফোনও। সন্দেহ হলেই গ্রেফতার করা হচ্ছে। পুলিশ ও র‌্যাব বলছে, নাশকতায় আশঙ্কায় তাদের ধরা হচ্ছে। গতকাল বিকাল ৫টার দিকে রামপুরা টেলিভিশন ভবনের সামনে চেকপোস্ট বসিয়েছে র‌্যাব-৩ এর একটি টিম। তখন ওই টিমের নেতৃত্বে ছিলেন মেজর আবদুল্লাহ আল মারুফ। তিনি বলেন, সর্বোচ্চ সতর্কতার অংশ হিসেবে এই চেকপোস্টটি বসানো হয়েছে। এই সড়ক দিয়ে রাজধানীর বাইরে থেকেও যানবাহন প্রবেশ করে। তবে র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল এমরানুল হাসান অবহিত করেছেন, পুরো ব্যাটালিয়নের নিরাপত্তা ব্যবস্থা চিত্র। অনেকটা একই চিত্র অন্য সব ব্যাটালিয়নগুলোতেও। র‌্যাব-৩ অধিনায়ক বলেন, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ৬টি চেকপোস্ট বসিয়েছে র‌্যাব। একসঙ্গে ৫টি প্যাট্রল টিম বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে। তবে বইমেলাকে ঘিরে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। অন্য সময় ২টি ওয়াচ টাওয়ার বসানো হলেও এবার বসানো হয়েছে ৩টি। একই সঙ্গে রাখা হয়েছে স্ট্রাইকিং ফোর্স। সাদা পোশাকেও অনেকগুলো টিম কাজ করছে বইমেলা এলাকায়। দুপুরে রাজধানীর প্রবেশমুখ আবদুল্লাহপুরে র‌্যাব-১ এর চেকপোস্টে দায়িত্ব পালন করেছিলেন মেজর ইশতিয়াক। বিপরীত পাশেই ছিল পুলিশের চেকপোস্ট। এ ব্যাপারে র‌্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল সারোয়ার বিন কাশেম বলেন, একসঙ্গে আমরা ৫টি চেকপোস্ট পরিচালনা করছি। তবে রাজধানীর প্রবেশমুখ আবদুল্লাহপুর ও বিমানবন্দর রেলস্টেশনের দিকে আমাদের বিশেষ নজর রয়েছে। এর বাইরে পুরো ব্যাটালিয়নে টহল দিচ্ছে ৫টি বিশেষ প্যাট্রল। সাদা পোশাকেও র‌্যাব সদস্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দায়িত্ব পালন করছেন।

বেলা সাড়ে ১২টার দিকে ঢাকার প্রবেশমুখ সাইনবোর্ড এলাকায় দেখা গেছে, আগের তুলনায় চেকপোস্টে দ্বিগুণের বেশি জনবল বাড়ানো হয়েছে। সন্দেহভাজন বাস, লেগুনা, ব্যক্তি ও মোটরসাইকেলে তল্লাশি চালানো হয়। বেলা ২টার দিকে দেখা গেছে, নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী মোটরসাইকেল আরোহী দুই যাত্রীকে নামিয়ে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করা হয়। ঢাকায় যাওয়ার কারণ জানতে চাওয়া হয়। সদুত্তর দেওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়। যাত্রাবাড়ী মোড় এবং সায়েদাবাদ চেকপোস্টে সন্দেভাজন সব ধরনের যানবাহনে তল্লাশি করা হচ্ছে। রিকশা থেকে যাত্রীদের নামিয়ে তল্লাশি করতে দেখা গেছে। সঙ্গে থাকা ব্যাগ ও ভ্যানিটি ব্যাগ তল্লাশি করা হয়। হেঁটে যাওয়া ব্যক্তিরাও তল্লাশি থেকে বাদ পড়েননি। তাদের মানিব্যাগ, হাতে থাকা ব্যাগ, প্যান্টের পকেট চেক করাসহ মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করা হয়।

জানা গেছে, গাবতলী পর্বতা সিনেমা হলের সামনে, সদরঘাট লঞ্চ টার্মিনাল, কমলাপুর রেলস্টেশনসহ শতাধিক স্পটে চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ ও র‌্যাব। বিনা টিকিটে রেল ভ্রমণ, রেলের ছাদে ভ্রমণকারী এবং কমলাপুর বা বিমানবন্দর স্টেশনে সন্দেহভাজন হিসেবে ঘোরাফেরা যাত্রীদের তল্লাশি করা হচ্ছে। এসব অভিযোগে গতকাল অর্ধশত ব্যক্তিকে গ্রেফতার এবং অনেককে মুচলেকায় ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক। পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সহেলী ফেরদৌস বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার জন্য রেঞ্জ ডিআইজি ও কমিশনারদের সঙ্গে আইজিপির একটি ভিডিও কনফারেন্স হয়েছে। সারা দেশে পুলিশের কী প্রস্তুতি রয়েছে, আরও কী পদক্ষেপ নিতে হবে, সেসব বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

এক বিন্দু ছাড় নয় : কেউ সহিংসতা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এক বিন্দুও ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, ‘কেউ শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক কর্মসূচি পালন করলে কোনো সমস্যা নেই। কিন্তু সহিংসতা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যে কোনোও ধরনের নৈরাজ্য ঠেকাতে আমরা বদ্ধপরিকর। আমাদের পূর্ণ প্রস্তুতি রয়েছে। জনগণের জানমাল রক্ষার জন্য পুলিশি যত কৌশল রয়েছে, সবকিছুই আমরা নিয়েছি।’ গতকাল ডিএমপি সদর দফতরে অনির্ধারিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি আরও বলেন, একটি মামলার রায়কে কেন্দ্র করে আমরা প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া ও ফেসবুকে বিভিন্ন ধরনের গুজব-শঙ্কার কথা শুনছি। আমরা এসব বিষয়ে অবগত। নগরবাসীকে রক্ষার জন্য, সরকারি সম্পদ রক্ষার জন্য আমাদের পূর্ণ প্রস্তুতি রয়েছে। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি আমরা নিয়েছি। সরকারের সব সংস্থার সঙ্গে সমন্বয় করা হয়েছে। আমরা নগরবাসীকে আশ্বস্ত করতে চাই, কেউই আইনের ঊর্ধ্বে নয়। কোনো ব্যক্তি বা গোষ্ঠী নাগরিকের নিরাপত্তায় হুমকি তৈরি করতে পারবে না। সে জন্য যা কিছু আইনি পদক্ষেপ নেওয়া দরকার, আমরা নেব।

বিএনপির পক্ষ থেকে গণগ্রেফতারের অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে নগর পুলিশের প্রধান বলেন, গণতান্ত্রিক দেশে মানুষের কথা বলার অধিকার রয়েছে। যে কেউ এটা বলতে পারেন। এ প্রসঙ্গে আমি কোনো মন্তব্য করতে চাই না। আমি শুধু বলব, কোনো গণগ্রেফতারের ঘটনা নেই। এ ধরনের কোনো অভিযোগ আমার কাছে দিলে আমি তা তদন্ত করে ব্যবস্থা নেব।

ডিএমপি কমিশনার বলেন, ২০১৪ ও ২০১৫ সালে যেভাবে অরাজকতা সৃষ্টি করা হয়েছে, আগুন সন্ত্রাস-বোমা সন্ত্রাস করা হয়েছে; তখনকার মতো যে কোনো ধরনের অপতৎপরতা কঠোর হাতে দমন করার জন্য, জনগণের সুরক্ষার জন্য আমরা সব ধরনের উদ্যোগ নেব। সব ধরনের আইনি ব্যবস্থা নেব। কোনোভাবেই নাগরিকদের সুরক্ষা বিঘ্নিত করার সুযোগ আমরা দেব না।

বিজিবি মোতায়েন : নিশ্ছিদ্র নিরাপত্তার অংশ হিসেবে রাজধানীর সড়কগুলোতে গতকাল সন্ধ্যা থেকেই বিজিবি মোতায়েন করা হয়েছে। ঢাকায় ২০ প্লাটুন এবং বাইরে বিশৃঙ্খলার আশঙ্কা রয়েছে এমন অনেক জেলায় আরও ৭০ থেকে ৮০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর বাইরেও বিভিন্ন জেলা প্রশাসন থেকে বিজিবি মোতায়েনের প্রস্তাব এসেছে বলে জানা গেছে।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মহসীন রেজা বলেন, ঢাকায় ২০ প্লাটুন এবং ঢাকার বাইরে বিভিন্ন জেলায় সন্ধ্যা পর্যন্ত সব মিলিয়ে ৭০ থেকে ৮০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তবে বিভিন্ন জেলা থেকে বিজিবি চাওয়া হয়েছে।

পাঠাওসহ তিন রাইড সেবা বন্ধ আজ : খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায়ের দিন ঢাকায় মটরসাইকেল রাইড সেবা বন্ধ রাখছে তিন প্রতিষ্ঠান। সে অনুযায়ী আজ সারা দিন সেবা বন্ধ থাকছে বলে পাঠাও, মুভ ও বাহনের। সেবা বন্ধের জন্য দুঃখ প্রকাশ করে গতকাল রাতে গ্রাহকদের কাছে এসএমএস পাঠিয়েছে মটরসাইকেলের রাইড শেয়ারিং প্রতিষ্ঠান ‘পাঠাও’ কর্তৃপক্ষ। এতে লেখা হয়েছে, ৮ ফেব্রুয়ারি ভোর ৬টা থেকে পাঠাও রাইড সার্ভিস সাময়িকভাবে বন্ধ থাকবে। তবে ঢাকার কিছু নির্দিষ্ট এলাকায় পাঠাও ফুড সার্ভিস চালু থাকবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নুরনগরে খালেদা জিয়ার শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

নূরনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়ন আ”লীগের উদ্যোগে এতিমদের টাকা আত্মসাৎকারী বেগম খালেদা জিয়ার শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা করা হয়েছে । ৭ই জানুয়ারী সন্ধ্যা ৭টায় নুরনগরে বিক্ষোভ মিছিলটি ইউনিয়নের প্রধান সড়ক প্রদক্ষীণ শেষে নূরনগর ত্রীমোহনী মোড়ে এসে পথসভা অনুষ্টিত হয়েছে। বিক্ষোভ মিছিল ও পথসভার নেতৃত্ব দেন ইউনিয়ন আ’লীগের সভাপতি জি এম হাবিবুর রহমান হবি, সাধারন সম্পাদক এস এম সোহেল রানা বাবু, সাংগঠনিক সম্পাদক মোঃ খলিলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা এম এ মজিদ।
পথ সভায় বক্তৃতাকালে জি এম হাবিবুর রহমান হবি বলেন, ১৯৯১ সালের ইউনাইটেড সৌদি কমার্শিয়াল ব্যাংকের মাধ্যমে তৎকালীন প্রধান মন্ত্রী বেগম জিয়া ৪ কোটি ৪৪ লাখ ৮১ হাজার ২১৬ টাকা এতিমদের জন্য অনুদান পান অনুদানের এই টাকা তিনি এতিমদের কাজে ব্যয় না করে নিজের সন্তান ও আত্মীয় স্বজনদেরকে দিয়ে আত্মসাৎ করেন। বেগম জিয়ার অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে বক্তৃতা করেন অনান্য নেতা কর্মিরা।
এ সময় আরও উপস্থিত ছিলেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল্লাহ আল মামুন, তরুণলীগের সভাপতি ডি এম রবিউল ইসলাম মুকুল, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মনিরুজ্জামান বাবু, শ্রমিকলীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, ইউপি সদস্য মীর আলী মোল্ল্যা সহ ইউনিয়ন আ”লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘আপনাদের খালেদা জিয়া কোনো অন্যায় করেনি’

ডেস্ক রিপোর্ট : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘দেশবাসীর উদ্দেশে সগৌরবে জানাতে চাই, আপনাদের খালেদা জিয়া কোনো অন্যায় করেনি। কোনো দুর্নীতি আমি করিনি। ন্যায়বিচার হলে বেকসুর খালাস পাব।’

বুধবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন খালেদা জিয়া। বিকেল ৫টার দিকে ওই সংবাদ সম্মেলন শুরু হয়।

বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় ঘোষণার দিন ধার্য আছে। ওই মামলার প্রধান আসামি খালেদা জিয়া। এর আগের দিন আজ সংবাদ সম্মেলন করলেন খালেদা জিয়া।

খালেদা জিয়া বলেন, ‘আপনারা জানেন আমার বিরুদ্ধে মিথ্যা মামলায় রায় হবে। এ রায়কে কেন্দ্র করে শাসক মহল আমাদের চেয়ে বেশি অস্থির।’

খালেদা জিয়া বলেন, ‘ভিত্তিহীন ও মিথ্যা মামলার বিরুদ্ধে জনগণের প্রতিবাদে ভীত হয়ে এ হীন পথ বেছে নিয়েছে এ অবৈধ সরকার। সারা দেশে তারা ত্রাসের রাজত্ব কায়েম করেছে।’

বিএনপির চেয়ারপারসন বলেন, ‘আদালত রায় দেওয়ার বহু আগে থেকেই শাসক মহল চিৎকার করে বেড়াচ্ছে আমার জেল হবে। যেন বিচারক নয়, ক্ষমতাসীনরাই রায় ঠিক করে দিয়েছে।’

সংবাদ সম্মেলনে খালেদা জিয়া বলেন, ‘কথিত সংসদে নেই প্রকৃত বিরোধী দল।’

সাবেক প্রধানমন্ত্রী বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের বিরুদ্ধে দাঁড় করানো হয়েছে।’ তিনি আরো বলেন, ‘মাদকের বিষাক্ত ছোবলে তরুণ সমাজ ধ্বংস হচ্ছে। সমাজে দেখা যাচ্ছে অবক্ষয়। এই অবক্ষয় থেকে মানুষ মুক্তি পেতে চায়। তারা অধিকার ফিরে পেতে চায়। তারা আমাদের দিকে তাকিয়ে আছে। ’

খালেদা জিয়া বলেন, ‘বিএনপির অগণিত নেতাকর্মী, অসংখ্য মানুষ হামলা ও মামলার শিকার হচ্ছে।’ তিনি আরো বলেন, ‘দেশের মানুষ তাদের নির্বাচন করেনি। তাদের দেশ পরিচালনায় জনগণের সম্মতি নেই। নৈতিক দিক দিয়ে তারা অবৈধ।’ তিনি বলেন, ‘জনগণের সমর্থন নেই বলেই তারা সুষ্ঠু অবাধ নির্বাচন করতে ভয় পায়।’

খালেদা জিয়া বলেন, ‘সরকারি খরচে এক বছর আগে থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করেছে। মানুষ প্রহসনের নয় সত্যিকারের নির্বাচন চায়।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও নজরুল ইসলাম, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest