সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ভূমিহীন সমিতির কঠোর হুশিয়ারীসাতক্ষীরায় শিশু-যুব ও স্টেকহোল্ডারদের কর্মশালাশ্যামনগরে অস্ত্র-গুলিসহ আটক সুন্দরবনের ত্রাস সাইফুলসাতক্ষীরায় দৈনিক ভোরের চেতনা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিতসাতক্ষীরায় বিএনপি নেতা চিশতি’র মনোনয়নের দাবিতে সড়ক অবরোধগ্রীন কোয়ালিশন সাতক্ষীরা জেলা ইউনিটের কমিটি গঠনগণভোটসহ ৫ দফা দাবিতে সাতক্ষীরা জামায়াতের বিক্ষোভসাতক্ষীরায় প্রকাশ্যে চেতনানাশক স্প্রে করে এক নারীর গহনা ও মোবাইল ছিনতাইসাতক্ষীরায় উপকূলীয় এলাকায় ক্রীড়া উৎসব১২ নভেম্বরকে ‘উপকূল দিবস’ ঘোষণার দাবি

তালা মাগুরায় এক কিশোরীর আত্মহত্যা

দেবাশীষ মূখার্জ্জী: মাগুরা ইউনিয়নের মাগুরা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আকবর আলি শেখের মেয়ে নিপা (১৪)তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।

আকবর আলির চার মেয়ের ছোট মেয়ে নিপা। পুত্র সন্তান না থাকায় সে ছিল সকলের নয়নের মনি। বুধবার সন্ধ্যা ৭টার দিকে সে মায়ের কাছে খেতে চাইলে মা চন্দ্রগ্রহণের কারণে দেরি করতে বললে সে নিজের ঘরে ঘুমাতে যায়। গ্রহণ শেষে মা তার ঘরে ডাকতে গিয়ে দরজা বন্ধ দেখে। তাকে ডাকতে ডাকতে এক পর্যায়ে চিৎকার দিতে থাকলে পার্শ্ববর্তী রাস্তার চলমান পথচারীরা গিয়ে দরজা ভেঙে তাকে ঘরের আড়ায় গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখে।পরে তাকে নামানো হলে মৃত দেখা যায়। বৃহস্পতিবার সকালে পারিবারিক কবরস্থান মাগুরাডাঙ্গায় জানাযা শেষে তাকে দাফন করা হয়।

জানাযার সময় দৈনিক পত্রদূত সম্পাদক(ভারপ্রাপ্ত) লায়লা পারভীন সেঁজুতি ও আজকের সাতক্ষীরা স্থানীয় প্রতিনিধি এবং স্থানীয় ওয়ার্ড মেম্বর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, শেখ ময়নূল ইসলাম উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৩ মিনিটের গানে শাকিব-মিমের ৩১ বার ‘চুম্মা’ (ভিডিও)

নতুন বছরেই নতুন চমক নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন ঢালিউড সুপার স্টার শাকিব খান ও বিদ্যা সিনহা মিম জুটির নতুন ছবি ‘আমি নেতা হবো’। এরই মধ্যে সিনেমাটির ‘লাল লিপস্টিক’ শিরোনামের একটি গান গত ১১ জানুয়ারি প্রকাশ পায়।

এবার প্রকাশ হলো শাকিব-মিমের ‘চুম্মা’ শিরোনামের নতুন একটি গান। গত ২৮ জানুয়ারি এসকে মুভিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এই গানটি প্রকাশের পর আলোচনা তৈরি হয়।

গানের প্রথম অন্তরার কথাগুলো এমন- ‘হটি-নটি তোর ওই ফিগারে কারেন্ট যেন আছে। ছুঁয়ে দিলে ঝাটকা লাগে রে, আয় না আরো কাছে। তোর ঠোঁটে দু’ঠোঁট রাখলে এই প্রাণটা যেন বাঁচে। তোর রিস্কি রিস্কি চাহনিতে হুইস্কির ফ্লেভার আছে। উম্মা, এই দিলাম চুম্মা…।’

বেশ আবেদনময়ী রূপে গানটিতে দেখা যায় শাকিব খান ও বিদ্যা সিনহা মিমকে। ‘চুম্মা’ গানের অন্যতম আকর্ষণ গানটিতে শাকিব-মিমের চুম্বনের রোমান্টিক এক্সপ্রেশন ও গানের কথা ‘চুম্মা’ শব্দের অতিমাত্রায় প্রয়োগ।

৩ মিনিট ১৫ সেকেন্ড ব্যাপ্তির গানটির দৃশ্যে ৩১ বার উম্মা-চুম্মা শব্দটি ব্যবহার করা হয়। সঙ্গে শাকিব-মিমের চুম্বনের রোমান্টিক এক্সপ্রেশন আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

শাকিব- মিম অভিনীত ‘আমি নেতা হব’ সিনেমাটি আগামী ১৬ ফেব্রুয়ারি পাবার কথা রয়েছে। সিনেমা মুক্তির আগে আলোচনা তৈরি করেছে ‘চুম্মা’ গানটি। এই গানে কণ্ঠ দিয়েছেন শ্রী প্রীতম, জেমি ইয়াসমিন।

শাপলা মিডিয়া প্রযোজিত এ সিনেমায় শাকিব খান-বিদ্যা সিনহা মিম ছাড়াও অভিনয় করেছেন ওমর সানি, মৌসুমী, কমল পাটকেরসহ অনেকে।

‘আমি নেতা হবো’ ছবিটির মাধ্যমে দীর্ঘ আট বছর পর ফের জুটি হিসেবে ফিরছেন শাকিব ও মিম। শাকিব অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘রাজনীতি’ ও ‘নবাব’। এ বছর মুক্তি পেয়েছে মিম অভিনীত ‘দুলাভাই জিন্দাবাদ’ ও ‘ইয়েতির অভিযান’। এছাড়াও তার ‘পাষাণ’ নামের একটি সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ধনাঞ্জয়ার সেঞ্চুরিতে বিকেলটা শ্রীলঙ্কার

যে ঘূর্ণিবল শ্রীলঙ্কার ইনিংসের শুরুতেই ভয় ধরিয়ে দিয়েছিল, সময়ের সাথে সাথে তা যেন ধার হারাতে থাকে। এতে বিরাট অবদান আছে ফিল্ডারদের। ক্যাচ ছাড়ার মহান দায়িত্বটি তারাই পালন করেছেন। প্রথম ইনিংসে খেলতে নেমে অর্ধেক দিনের মধ্যেই সেঞ্চুরি হাঁকিয়েছেন ধনঞ্জয়া ডি সিলভা। এটি তার ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। এছাড়া তিন অংকের খুব কাছাকাছি আছেন ওপেনার কুশল মেন্ডিস। দিনশেষে সফরকারীদের সংগ্রহ ১ উইকেটে ১৮৭ রান।বাংলাদেশের প্রথম ইনিংসে গড়া রান পাহাড়ের জবাবে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় শ্রীলঙ্কা। ব্যাটিংয়ে ব্যর্থ মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে স্কোরবোর্ডে রান যোগ হওয়ার আগেই ক্যাচ দেন দিমুল করুনারত্নে (০)। কিন্তু এরপর বিশাল জুটি গড়েন কুশল মেন্ডিস আর ধনঞ্জয়া ডি সিলভা। এতে অবশ্য মেহেদী মিরাজ আর ইমরুল কায়েসের ‘অবদান’ আছে। দুজনেই মেন্ডিসের ক্যাচ ছেড়েছেন। যার খেসারত দিতে হয়েছে খুব বেশি মূল্যে।অবিচ্ছিন্ন দ্বিতীয় উইকেট জুটিতে লঙ্কান দুই ওপেনার তুলে ফেলেছেন ১৮৭ রান! দিনশেষে ধনঞ্জয়া ডি সিলভা অপরাজিত আছেন ১০৪ রানে। আর দুইবার জীবন পাওয়া ওপেনার কুশল মেন্ডিস অপরাজিত ৮৩ রানে। বাংলাদেশের চেয়ে ৩২৬ রানে পিছিয়ে আছে সফরকারীরা। শুক্রবার তৃতীয় দিন সকালে স্পিনারদের জ্বলে উঠতেই হবে।এর আগে চট্টগ্রাম টেস্টে ৫১৩ রানের পাহাড় গড়ে প্রথম ইনিংসে অল-আউট হয় বাংলাদেশ। ৪ উইকেটে ৩৭৪ রান নিয়ে আজ বৃহস্পতিবার টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই সেঞ্চুরিয়ান মুমিনুল হকের উইকেট হারায় বাংলাদেশ। অভিজ্ঞ স্পিনার রঙ্গনা হেরাথের বলে মেন্ডিসের তালুবন্দি হন ২১৪ বলে ১৬ চার ১ ছক্কায় ১৭৬ রানের অসাধারণ ইনিংস খেলা মুমিনুল। মুমিনুলের পর হেরাথের বলে মিড অনের ওপর দিয়ে অহেতুক তুলে মারতে গিয়ে সান্দাকানের তালুবন্দি হলেন অসুস্থতা কাটিয়ে দলে ফেরা অল-রাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত (৮)।দলীয় স্কোর ৪০০ ছাড়ানোর পরপরই ভালো খেলতে থাকা আরেক অল-রাউন্ডার মেহেদী হাসান মিরাজ (২০) অহেতুক তিন রান নিতে গিয়ে রান-আউট হয়ে যান। এরপর জুটি গড়ে দলকে এগিয়ে নিতে থাকেন অধিনায়ক মাহমুদ উল্লাহ এবং সানজামুল ইসলাম।দুজনে মিলে অষ্টম উইকেটে ৫৮ রানের চমৎকার জুটি উপহার দেন। ২৪ রান করা সানজামুল সান্দাকানের শিকার হলে ভাঙে ৫৮ রানের অষ্টম উইকেট জুটি।নাইটওয়াচম্যান খ্যাত তাইজুল ইসলাম এসে ১ রান করেই হেরাথের তৃতীয় শিকার হলে নবম উইকেটের পতন ঘটে বাংলাদেশের। তবে মুস্তাফিজের সঙ্গে শেষ উইকেট জুটিতে দলের স্কোর ৫০০ পার করে দেন অধিনায়ক মাহমুদ উল্লাহ (৮৩*)। লাকমালের বলে মুস্তাফিজ (৮) ৫১৩ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। ৩টি করে উইকেট নেন সুরঙ্গা লাকমাল এবং রঙ্গনা হেরাথ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা পৌরসভার ৪নং ওয়ার্ডে সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজ উদ্বোধন

মাহফিজুল ইসলাম আককাজ: সাতক্ষীরা পৌরসভার ০৪ নং ওয়ার্ডের সুলতানপুর সরদার পাড়া এলাকায় সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পৌরসভার ০৪ নং ওয়ার্ডের সুলতানপুর সরদার পাড়া এলাকায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। সাতক্ষীরা পৌরসভার অর্থায়নে সুলতানপুর সরদার পাড়া এলাকায় মেইন রাস্তা থেকে কাঁচা বাজার বাবু মেম্বরের বাড়ি পর্যন্ত ৩শ ৫০ ফুট রাস্তা নির্মাণ করা হচ্ছে। সিসি ঢালাই রাস্তাটি নির্মাণ করা হলে ঐ এলাকার কয়েক হাজার মানুষের যাতায়াত ব্যবস্থা নিশ্চিত হবে। এসময় প্রধান অতিথি পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি এলাকার কাউন্সিলর ও এলাকাবাসীকে সাথে নিয়ে ফিতা নির্মাণ কাজের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন ০৪ নং ওয়ার্ড কাউন্সিলর কাজী ফিরোজ হাসান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সহকারী প্রকৌশলী কামরুল আখতার, এসও সাগর দেবনাথ, শিক্ষক শাহাজান আলী, কাজী মাগফুর হাসান, শেখ শাহাজান কবির সাজু, কাজী হাবিবুর রহমান বিটু, সিদ্দিকুর রহমান, বিমান ও আলমগীর হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় নাশকতার পরিকল্পনাকালে জামায়াত-বিএনপির ১২ নেতা-কর্মী আটক

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় নাশকতার পরিকাল্পনাকালে জামায়াত-বিএনপির ১২ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ বৃহস্পতিবার ভোর রাতে সাতক্ষীরা সদরের বৈচনা গ্রামের একটি বাড়িতে জামায়াত- বিএনপি ৬০ থেকে ৭০ জন নেতা-কমী গোপন বৈঠক করার সময় পুলিশের গোপন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১২ জন নেতা-কর্মীকে আটক করতে সক্ষম হন। আটককৃতরা হলেন সাতক্ষীরা সদরসহ বিভিন্ন উপজেলার বাসিন্দা। আটককৃতদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় নাশকতার মামলা দায়ের করা হয়েছে।
সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মারুফ আহম্মদ জানান, সদরের বৈচনা গ্রামের একটি বাড়িতে জামায়াত-বিএনপির ৬০ থেকে ৭০ জন নেতা-কর্মী গোপন বৈঠক করার সময় আমরা খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১২ জন নেতা-কর্মীকে আটক করতে সক্ষম হয়। তাদের বিরুদ্ধে একটি নাশকতার মামলা দায়ের করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় বিএনপি-জামায়াতের ৩৪ নেতা-কর্মীসহ আটক ৫৫

আসাদুজ্জামান: সাতক্ষীরায় পুলিশের সন্ত্রাস, নাশকতা ও মাদক বিরোধী বিশেষ অভিযানে বিএনপি-জামায়াতের ৩৪ নেতা-কর্মীসহ ৫৫ জনকে আটক করা হয়েছে।
বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে জামায়াতের ৯ জন কর্মীসহ ১৫ জন, কলারোয়া থানা বিএনপি-জামায়াতের ৯ জন নেতাকর্মীসহ ১২ জন, তালা থানা ২ জন, কালিগঞ্জ থানা জামায়াতের ১জন কর্মীসহ ৫ জন, শ্যামনগর থানা বিএনপি-জামায়াতের-৫ কর্মীসহ ৬ জন, আশাশুনি থানা জামায়াতের ৫ কর্মীসহ ৭ জন, দেবহাটা থানা বিএনপির ৪ কর্মী ও পাটকেলঘাটা থানা থেকে জামায়াতের ১ নেতাসহ ৪ জনকে আটক করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মাদক নির্মূলে পুলিশের নীতি হবে জিরো টলারেন্স : আইজিপি

বাংলাদেশ পুলিশ বাহিনীর দায়িত্ব নেওয়ার পর প্রথমবার সাংবাদিকদের সামনে এসেছেন নতুন আইজিপি মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। এ সময় তিনি বলেন, ‘সবাইকে পাশে পেলে জঙ্গিবাদকে যেভাবে নির্মূল করেছি, মাদকও নির্মূল করব। মাদক নির্মূলে পুলিশের নীতি হবে জিরো টলারেন্স।’

বছরের শুরুতে পুলিশের শীর্ষ পদে আসা এই কর্মকর্তা বলেছেন, নির্বাচন করা নির্বাচন কমিশনের কাজ। আর পুলিশের কাজ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, তা পুলিশ আইনের মধ্যে থেকে পেশাদারিত্বের সঙ্গেই করবে।

আজ বৃহস্পতিবার সকালে ধানমণ্ডির ৩২ নম্বরে গিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর পুলিশ সদরদপ্তরে তিনি প্রথম সংবাদ সম্মেলনে আসেন।

সবার সহযোগিতা পেলে সন্ত্রাস ও জঙ্গিবাদের মতো মাদক নির্মূলেও জিরো টলারেন্স নীতিতে চলার কথা বলেছেন তিনি।
গত সাত বছর পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করে আসা জাবেদ পাটোয়ারী বুধবার বিদায়ী আইজিপি একেএম শহীদুল হকের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মিয়ানমারে সু চি’র বাড়িতে বোমা হামলা

মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি’র বাড়িতে পেট্রোল বোমা হামলার ঘটনার ঘটেছে। বৃহস্পতিবার সকালে ইয়াংগুনের বাড়িতে এ ঘটনা ঘটে। অবশ্য এ সময় সু চি বাড়িতে ছিলেন না।

সরকারের মুখপাত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার এ খবর জানিয়েছে সিএনএন। তবে মুখপাত্র জুও তাই এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানাননি বলেও খবরে উল্লেখ করা হয়েছে।

মিয়ানমারের নেত্রীর দফতরের কর্মকর্তারা জানিয়ে, বোমা নিক্ষেপের পর পরই দ্রুত আগুন নিভিয়ে ফেলা হয়েছে। একই সঙ্গে সন্দেহভাজনদের খোঁজে নিরাপত্তা বাহিনী ব্যাপক তল্লাশি শুরু করেছে।

প্রসঙ্গত, রাখাইন রাজ্যের সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের ওপর নিপীড়ন চালিয়ে সাম্প্রতিক সময়ে মিয়ানমারের নেত্রী অং সান সু চি আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়েছেন।

সর্বশেষ গত সপ্তাহে সাবেক মার্কিন কূটনীতিক বিল রিচার্ডসন অভিযোগ তুলেছেন, রোহিঙ্গা সংকট সমাধানের ক্ষেত্রে সু চি’র আন্তরিকতার অভাব আছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest