সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ভূমিহীন সমিতির কঠোর হুশিয়ারীসাতক্ষীরায় শিশু-যুব ও স্টেকহোল্ডারদের কর্মশালাশ্যামনগরে অস্ত্র-গুলিসহ আটক সুন্দরবনের ত্রাস সাইফুলসাতক্ষীরায় দৈনিক ভোরের চেতনা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিতসাতক্ষীরায় বিএনপি নেতা চিশতি’র মনোনয়নের দাবিতে সড়ক অবরোধগ্রীন কোয়ালিশন সাতক্ষীরা জেলা ইউনিটের কমিটি গঠনগণভোটসহ ৫ দফা দাবিতে সাতক্ষীরা জামায়াতের বিক্ষোভসাতক্ষীরায় প্রকাশ্যে চেতনানাশক স্প্রে করে এক নারীর গহনা ও মোবাইল ছিনতাইসাতক্ষীরায় উপকূলীয় এলাকায় ক্রীড়া উৎসব১২ নভেম্বরকে ‘উপকূল দিবস’ ঘোষণার দাবি

১৬৪ জনের নিয়োগ ব্যাংকে

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক ও বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন ব্যাংকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ব্যাংকগুলো কর্মকর্তা (সাধারণ) পদে ১৬৪ জনকে নিয়োগ দেবে। আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে ৫৬ জনকে এবং বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে ১০৮ জনকে নিয়োগ দেওয়া হবে।

পদের নাম
কর্মকর্তা (সাধারণ)

যোগ্যতা
প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি/চার বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রিধারী হতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাগুলোয় ন্যূনতম একটিতে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে। শিক্ষাজীবনে কোনো তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য হবে না। চাকরির বয়সসীমা ৩০ বছর।

বেতন
১৬০০০-১৬৮০০-১৭৬৪০ টাকা থেকে ৩৫০৪০-৩৬৮০০-৩৮৬৪০ টাকা।

আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা বাংলাদেশের ব্যাংকের ওয়েবসাইটের (www.erecruitment.bb.org.bd)- Online Application Form পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমা
২০ ফেব্রুয়ারি, ২০১৮ পর্যন্ত আবেদন করা যাবে।

বিস্তারিত জানতে ভিজিট করুন : www.bb.org.bd

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
লাভের সন্ধানে ফারজানা মিশু

বিনোদন ডেস্ক: শহরে আসছেন নতুন গায়েন। নাম ফারজানা মিশু। ফোক গানের শিল্পী। এতোদিন মঞ্চে গান গেয়েছেন নিজেকে তৈরি করে নিতে। এবার আনুষ্ঠানিকভাবে সংগীতাঙ্গনে নাম লেখাচ্ছেন। আগামী ৫ ফেব্রুয়ারি প্রকাশ হচ্ছে তার গানের প্রথম মিউজিক ভিডিও ‘কী লাভ হইলো’।
এসএ প্রডাকশনের ইউটিউবে প্রকাশ পাবে গানটি। তারও আগে আজ গানটির অডিও ভার্সন জিপি মিউজিকে প্রকাশ পাচ্ছে। সালেহ আহমেদের কথায় গানটির সুর করেছেন রেদোয়ান। মিউজিক করেছেন মুশফিক লিটু। ফোক ও রকের মিশ্রনে গাওয়া গানটির নান্দনিক ভিডিওটি নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন।
নিজের গানের প্রথম ভিডিও প্রসঙ্গে মিশু বলেন, ‘সেই ছোট বেলা থেকেই গান গাই। এখনও নিয়মিত স্টেজ পারফর্ম করছি। এতোদিন গান প্রকাশ করিনি। নিজের প্রথম কাজটি যেন ভালো হয় এ আশায়। এটি মনে হয়েছে দারুণ একটি গান হয়েছে। ফোক আর রকের মিশেলে তৈরি গানটিতে ভিন্ন এক ধরনের ফ্লেভার পাবেন শ্রোতারা। গানের সঙ্গে তাল মিলিয়ে দারুণ একটি মিউজিক ভিডিও নির্মাণ করেছেন ইমন ভাই। ভিডিওটাও দর্শকরা বেশ উপভোগ করবেন বলে আমার বিশ্বাস।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এক সপ্তাহ পেছালো ভালো থেকো

বিনোদন ডেস্ক: ঢাকাই ছবির ইন্ডাস্ট্রিতে রোমান্টিক ছবির নির্মাতা হিসেবে খ্যাত জাকির হোসেন রাজু। তার পরিচালিত নতুন চলচ্চিত্র ‘ভালো থেকো’। এতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন চিত্রনায়ক আরেফিন শুভ ও চিত্রনায়িকা তানহা তাসনিয়া।
কথা ছিলো আসছে ভালোবাসা দিবস উপলক্ষে সারা দেশে মুক্তি পাবে ‘ভালো থেকো।’ তারপর ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ঘোষণা আসে ছবির নায়ক শুভ’র জন্মদিন উপলক্ষে ২ ফেব্রুয়ারি মুক্তি পাবে ছবিটি। কিন্তু বুধবার জানা গেল, এটি মুক্তি পাচ্ছে ৯ ফেব্রুয়ারি।
সিনেমাটির নায়িকা তানহা তাসনিয়া নিশ্চিত করে বলেন, ‘সেন্সর বোর্ড ছবিটি বিনা কর্তনে মুক্তির অনুমতি দিয়েছে। ছবিটি ২ তারিখে মুক্তির কথা থাকলেও গুরুত্বপূর্ণ কারণে এক সপ্তাহ পেছানো হয়েছে। আগামী ৯ ফেব্রুয়ারি ছবিটি শতাধিক প্রেক্ষাগৃহে আসবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
শুভ-তানহা ছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন কাজী হায়াৎ, আমজাদ হোসেন, অরুণা বিশ্বাস, রেবেকা, এম এ শহীদ। বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন আসিফ ইমরোজ।
‘ভালো থেকো’ নিয়ে পরিচালক জাকির হোসেন রাজু বলেন, ‘সিনেমাটি প্রেমের কথা বলবে, মানবতার কথা বলবে। মৌলিক গল্পের এই ছবি চাইলে সবাই একসঙ্গে বসে উপভোগ করতে পারবেন।’
২০১৬ সালের ২০ সেপ্টেম্বর এফডিসির ৮ নম্বর ফ্লোরে জমকালো মহরতের মধ্য দিয়ে ‘ভালো থেকো’র শুটিং শুরু হয়। সিনেমাটিতে গান রয়েছে চারটি। লিখেছেন জাকির হোসেন রাজু, জাহিদ হাসান অভি ও প্রিয় চট্টোপাধ্যায়। এর সংগীত পরিচালনা করেছেন শফিক তুহিন ও কলকাতার স্যাভি। বাংলাদেশ ছাড়াও নেপালে সিনেমাটির শুটিং হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হামাস প্রধান হানিয়াকে ‘বিশ্ব সন্ত্রাসী’ আখ্যা দিলো যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনের মুক্তিকামী প্রতিরোধ আন্দোলনের সশস্ত্র সংগঠন হামাস-এর শীর্ষ নেতা ইসমাইল হানিয়াকে ‘বিশ্ব সন্ত্রাসী’ আখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে তাকে বেসামরিকদের বিরুদ্ধে ধারাবাহিক হামলায় দায়ী করা হয়েছে। সন্ত্রাসী তালিকায় অন্তর্ভূক্তির কারণে তিনি মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়লেন। 

২০১৭ সালের ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরায়েলের রাজধানীর স্বীকৃতি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিবাদে রাস্তায় নেমে আসেন ফিলিস্তিনিরা। ট্রাম্পের ঘোষণার প্রতিক্রিয়ায় ৮ ডিসেম্বর শুক্রবার থেকে ইসরায়েলের বিরুদ্ধে ইন্তিফাদা বা সর্বাত্মক প্রতিরোধের ডাক দেয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ট্রাম্প আর নেতানিয়াহু’র ছবি পুড়িয়ে, আমেরিকা-ইসরায়েলের পতাকা জ্বালিয়ে প্রতিরোধ শুরু করে হামাস সমর্থকরা। বুধবার সংগঠনটির সামরিক বাহিনীর সঙ্গে হানিয়ার সংশ্লিষ্টতা, সশস্ত্র কার্যক্রমের ইন্ধন এবং বেসামরিক নাগরিকদের ওপর হামলার অভিযোগ এনে তার বিরুদ্ধে মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয় একটি বিবৃতি দেয়। বিবৃতিতে দাবি করা হয়, ইসরায়েলের ওপর ধারাবাহিক সন্ত্রাসী হামলায় জড়িত হানিয়া। এছাড়া সন্ত্রাসী হামলায় অন্তত ১৭ মার্কিন নাগরিক হত্যায় হামাস দায়ী।
হামাসের দাবি, ফিলিস্তিনিদের রাজধানী নির্ধারণের অধিকার আমেরিকাকে কেউ দেয়নি। আর হামাস নেতা ইসমাইল হানিয়া বলেছেন, ইসরায়েল নামে কোনও দেশ নেই। তাই এর কোনও রাজধানীও থাকতে পারে না। ইসমাইল হানিয়া সম্প্রতি বলেছেন, ফিলিস্তিনি জনগণ বিশেষ করে পবিত্র বায়তুল মুকাদ্দাস (জেরুজালেম) শহরকে সুরক্ষা দিতেই হামাসের জন্ম। এই পবিত্র শহর নিয়ে মার্কিন ষড়যন্ত্র মোকাবিলায় দুনিয়াজুড়ে যে ঐক্য তৈরি হয়েছে তা ফিলিস্তিনি জাতির জন্য একটি বিরাট বিজয়। দুনিয়ার সব মুক্তিকামী মানুষ এ বিষয়ে আমাদের পাশে রয়েছে। মার্কিন সন্ত্রাসী তালিকায় অন্তর্ভূক্তির কারণে মার্কিন অর্থ বিভাগের নিষেধাজ্ঞার কবলে পড়লেন সেই হানিয়া। এখন থেকে তিনি মার্কিনভিত্তিক কোন প্রতিষ্ঠান থেকে সহায়তা পাবেন না। যুক্তরাষ্ট্রে তার যে কোন ধরণের সম্পত্তি, ব্যবসা বাণিজ্য ও আর্থিক লেনদেনের সুযোগ পাবেন নাতিনি।
হামাসকে নিয়ে অবশ্য ইসরায়েল-আমেরিকার বাইরে সৌদি জোটেরও অস্বস্তি রয়েছে। সৌদি আরবের পক্ষ থেকে ইতোপূর্বে হামাসকে সমর্থন দেওয়ার জন্য কাতারকে অভিযুক্ত করা হয়েছে। হানিয়ার পাশাপাশি মিশরের সশস্ত্র আন্দোলন গোষ্ঠী হারাকাত আল-সাবিরিন, লিওয়া আল-থাওরা, হারাকাত সাওয়ার মিশর- এ তিন সংগঠনকেও নিষিদ্ধ করে ও সন্ত্রাসী তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘লুঙ্গি’র আকাশছোঁয়া দাম নিয়ে দক্ষিণ এশিয়ায় তোলপাড়!

দক্ষিণ আর দক্ষিণ-পূর্ব এশিয়া জুড়ে পুরুষদের পছন্দের অন্যতম পোশাক লুঙ্গি। এখন এটাকে কিছুটা হেয় চোখে দেখা হলেও গ্রামগঞ্জে এর যথেষ্ট কদর রয়েছে। কিন্তু সেই লুঙ্গিই এবার জায়গা করে নিয়েছে নামী স্প্যানিশ ফ্যাশন ব্রান্ড ‘জারা’র ক্যাটালগে? যদিও তারা এর নাম দিয়েছে স্কার্ট। এ নিয়ে তর্ক-বিতর্ক আর বিদ্রুপের ঝড় বয়ে যাচ্ছে টুইটারে-ফেসবুকে। আর তার কারণ দাম। খবর বিবিসির।

জারা একটি লুঙ্গির ৬৯.৯৯ ইউরোতে বিক্রি করছে। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য ৭ হাজার ২৬৩ টাকা। আর এমন খবরে ভারত, পাকিস্তান, নেপাল, বাংলাদেশ, কম্বোডিয়া, মিয়ানমার ও থাইল্যান্ডে শোরগোল পড়ে গেছে বলে জানিয়েছে কলকাতা টোয়েন্টিফোর।

একটি টুইটে লিখেছে, “জারার এই নতুন স্কার্টের দাম কীভাবে ৭০ ইউরো হতে পারে? যেখানে দক্ষিণ এশিয়ার দেশগুলিতে একে লুঙ্গি বলা হয়, দাম ১ ইউরোরও কম।”

অন্য একজন ভারতীয় টুইটারে লিখেছে, “ফ্যাশন পাগল হয়ে গেছে। ৬ হাজার রুপিতে লুঙ্গি!” একজন এমনও জানিয়েছে, “আমার বাবার লুঙ্গি ৩ পাউন্ডের থেকেও কম (বাংলাদেশি মুদ্রায় ৩৫০ টাকার চেয়েও কম)।”

বিবিসি জানিেছে, জারা’র ক্যাটালগে এই পোশাক দেখে অনেকেই তাদের বিস্ময় চেপে রাখতে পারছেন না। যে পোশাকটি পুরুষদের পোশাক হিসেবে দেখতে অভ্যস্ত সবাই, বাবা-চাচারা যে পোশাক পরেন, সেটি কিভাবে মেয়েদের ফ্যাশন হয়ে উঠলো, সেই প্রশ্ন অনেকের।

আর এই ‘লুঙ্গি’কে ‘স্কার্ট’ নামে চালিয়ে যে দামে বিক্রি করা হচ্ছে, সেটার প্রতি দৃষ্টি আকর্ষণ করে চোখ কপালে তুলছেন অনেকে। আবার পুরুষদের পোশাক লুঙ্গিকে এভাবে ‘স্কার্ট’ নামে চালিয়ে দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন কেউ কেউ। তাদের প্রশ্ন, কেন ‘জারা’ একটিবারের জন্যও কোথাও উল্লেখ করলো না এই পোশাকের আসল নাম বা কোথা থেকে এই ফ্যাশনের অনুপ্রেরণা তারা পেয়েছে!

অন্য দেশের সাংস্কৃতিক ঐতিহ্য এভাবে ভিন্ন নামে বাজারজাত করে চড়া মূল্যে বিক্রি করে মুনাফা লোটা কতটা নৈতিক, সেই প্রশ্ন তুলেছেন অনেকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিছানায় গেলে বাড়ি ভাড়া ‘ফ্রি’!

বাড়ি ভাড়া নিলে কোনো টাকা দেওয়া লাগবে না। তবে এর পরিবর্তে এক সপ্তাহ বাড়ি মালিকের সঙ্গে বিছানায় কাটাতে হবে। আর এমনই এক প্রস্তাব দিয়ে বিপাকে পড়েছেন ব্রিটেনের কার্ডিফের এক বাড়ি মালিক। মাত্র ৬৫০ পাউন্ডে বাড়ি ভাড়ার বিজ্ঞাপন দিয়েছিলেন অভিযুক্ত ব্যক্তি। সেখানে ‘বিকল্প পেমেন্ট’-এর অপশনও রাখেন তিনি। যা করলে বাড়ি ভাড়া কমে যেতে পারে। কিন্তু কী সেই ‘বিকল্প পেমেন্ট’?

জি নিউজের খবর, এই ‘বিকল্প পেমেন্ট’-এর উত্তর খুঁজতে তদন্তে নেমে পড়েন আইটিভি ওয়েলসের সাংবাদিক সিয়ান থমাস। ওই বাড়িওয়ালার কাছে নারী সেজে উপস্থিত হন সাংবাদিক। সে সময়েই বিভিন্ন কথার মধ্যে এক সপ্তাহ ‘সেক্স’ করার অফার দেয় ওই বাড়িওয়ালা। পরিবর্তে বিনামূল্য থাকতে দেওয়ার আশ্বাস দেন তিনি। পুরো কথপোকথন ক্যামেরাবন্দি করেন থমাস। পরে সেটি সম্প্রচার করা হয়।

তবে, ব্রিটেনে এমন ঘটনা কিন্তু নতুন নয়। বাড়ি ভাড়া পেতে প্রায়ই এমন অফার পেয়ে থাকেন ব্রিটেনের নারীরা। এমনকী ‘সেক্স ফর রেন্ট’ এই শব্দটা তাঁদের কাছে এখন বিভীষিকা হয়ে দাঁড়িয়েছে।

সম্প্রতি, ইউগভ নামে এক সংস্থা সমীক্ষা করে জানিয়েছে, গত বছর ব্রিটেনে প্রায় ১.৯০ লক্ষ নারী ‘সেক্স ফর রেন্ট’-এর শিকার হয়েছেন। এমনকী গত পাঁচ বছর সেই সংখ্যাটা আড়াই লক্ষের বেশি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে চাকরির নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার আশাশুনিতে চাকুরি দেয়ার নাম করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন একটি প্রতারক চক্র। ঘটনাটি ঘটেছে আশাশুনি উপজেলার বড়দল গ্রামে। বড়দল গ্রামের বনদস্যু নজরুল গাজী ও ফরিদ মোল্যাসহ এই প্রতারক চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য ইতিমধ্যে বিভিন্ন দফতরে আবেদনও জানানো হয়েছে। সাতক্ষীরা সদর উপজেলা রিসোর্স সেন্টারের সহকারী ইন্সট্রাক্টর ইয়াছিন আলী জানান, আমার ছোট ভাই আশাশুনি উপজেলার বড়দল গ্রামের আঃ আজিজকে (ইউনিয়নের স্বেচ্ছাসেবকলীগের সভাপতি) একই গ্রামে মৃত মুনসুর গাজীর ছেলে নজরুল ইসলাম গাজী (৪৮) সিংগাপুর পাঠানোর নাম করে গত বছরের ১৯ জুন তিন শত টাকার ষ্ট্রাম্পে লেখা পড়া করে ১০ (দশ) লক্ষ টাকা গ্রহণ করেন। কিন্তু অদ্যাবধি আমার ছোট ভাইকে বিদেশ না পাঠিয়ে এবং গ্রহণকৃত ১০ (দশ) লক্ষ টাকা ফেরত না দিয়ে টালবাহনা করিতে থাকেন। ইতিমধ্যে আমরা এলাকা বাসীর মাধ্যমে জানতে পারি যে এই নজরুল গাজী একজন বনদস্যু, সন্ত্রাসী ও একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের শীর্ষ স্থানীয় নেতা। এই চক্রের অন্যতম সক্রিয় সদস্য ফরিদ মোল্যা(৩৮), নিহার রঞ্জন মন্ডল, মন্টু সরদারসহ ৭/৮ জন। এই চক্রের সদস্যরা সন্ত্রাসী ও বেআইনী কার্যাকলাপের সাথে জড়িত। সন্ত্রাসী এই চক্রটি আমাদের নানাবিধ ক্ষয়-ক্ষতিসহ গুম ও হত্যার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। তিনি জানান, এই চক্রটি বর্তমানে আইন শৃংঙ্খলা বাহিনীর নজর এড়াতে খুলনার নিরালায় অবস্থান করছেন। এরা দেশের বিভিন্ন এলাকার সরলমনা মানুষকে চাকুরি দেওয়াসহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে দেওয়া, বিদেশ পাঠানোর প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে মানুষকে ক্ষতিগ্রস্থ করে চলেছেন। এই চক্রটি দেশের বিভিন্ন এলাকার বেকার মানুষের নিকট গিয়ে ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতা, সচিব, ডিআইজি, ডিসি, এসপি সাজিয়ে বিভিন্ন প্রার্থীর সাথে মোবাইল ফোনে কথা বলান। এর ফলে বেকার ও সরলমনা মানুষের মধ্যে আস্থা গড়ে ওঠে। এভাবে প্রার্থীদের ঢাকা, খুলনা, সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন এলাকায় নিয়ে গিয়ে তাদেরই সাজানো ভুয়া অফিসে নিয়ে মৌখিক পরিক্ষাও নেন। পরবর্তীতে প্রার্থীর মোবাইল ফোনে মেসেজ পাঠান যে, আপনি মৌখিক পরীক্ষায় টিকে আছেন। এরপর প্রতারক চক্রটি সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের নকল সীল ও কর্মকর্তার স্বাক্ষর স্ক্যান করে জালিয়াতির মাধ্যমে ভূয়া নিয়োগপত্র তৈরি করে বিভিন্ন প্রার্থীর নিকট পাঠান বলে এলাকায় বহুল প্রচারিত রয়েছে এবং তথ্য প্রমাণও রয়েছে। নিয়োগপত্র পৌঁছানো মাত্রই তারা প্রার্থীদের নিকট যেয়ে চুক্তির সমুদয় টাকা আদায় করেন। এ ঘটনায় এই চক্রের বিরুদ্ধে কয়েকটি মামলাও দায়ের হয়েছে। তাদের দ্বারা খুলনার আনোয়ার হোসেন, আশাশুনির প্রতাপনগরের গোলাম উল্লাহ, বড়দলের মিন্টু সরদার, বাগেরহাটের কাটাখালির নুর মোহাম্মদ, মোল্লার হাটের মনির, পাবনার আব্দুল মান্নান, কয়রার আছাদুলসহ বহু লোক ক্ষতি গ্রস্ত হয়েছেন। তিনি আরো জানান এই চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য ইতিমধ্যে সংবাদ সম্মেলনসহ পুলিশ, র‌্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার দফতরে আবেদন জানানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ধর্ষণের অভিযোগে অক্সফোর্ডের অধ্যাপক গ্রেফতার

ধর্ষণের অভিযোগে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তারিক রামাদানকে গ্রেফতার করেছে ফ্রান্স পুলিশ।

স্থানীয় সময় বুধবার লেখিকা হিন্দা আয়ারী ও অপর এক নারীর অভিযোগের ভিত্তিতে প্যারিস থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে, ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান।

পুলিশ সূত্র জানায়, তার বিরুদ্ধে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। কয়েক মাস আগে ফ্রান্সের ওই নারীদ্বয় রামাদানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেন। তবে ৫৫ বছর বয়সী রামাদান এ অভিযোগ অস্বীকার করেছেন। অভিযোগকারী এক নারী হিন্দা আয়ারির বিরুদ্ধে মানহানির মামলাও করেছেন তারিক।

মিশরের সাবেক ইসলামপন্থী নেতা হাসান আল বান্নার নাতি তারিক রামাদান সুইডেনে বেড়ে ওঠলেও তিনি ফ্রান্সের নাগরিক। মধ্যপ্রাচ্যসহ মুসলিম বিভিন্ন দেশে তিনি বেশ পরিচিত মুখ। পশ্চিমা সমাজেও তার পরিচিতি উল্লেখযোগ্য।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest